এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বুদ্ধ ভগবান | 24.96.88.66 | ১০ ডিসেম্বর ২০১২ ১৪:৫১582484
  • মর্নিং রিচুয়ালস -

    হেভি ওয়াটার -
  • Mohapurush | 180.153.65.102 | ১০ ডিসেম্বর ২০১২ ১৫:০৯582495
  • মাথার পেছনে আলো থাকলে এক্সপোজারে খুব সমস্যা হয়
  • মমি | 226.113.128.239 | ১০ ডিসেম্বর ২০১২ ১৫:৩২582506
  • আমারো খুব অসুবিধে হয়। সব সময় সাবজেক্টকে চেটে দিতে ইচ্ছে করে।
  • বুদ্ধ ভগবান | 131.241.218.132 | ১০ ডিসেম্বর ২০১২ ১৫:৩৫582508
  • এই মহাপুরুষটা আবার মমি পুষবে নাকি।
  • মমি | 226.113.128.239 | ১০ ডিসেম্বর ২০১২ ১৫:৪৮582509
  • সেটা ফটোগ্রাফার মমি না। সেটা মিউসিয়াম এর মমি।
  • dd | 120.234.159.216 | ১০ ডিসেম্বর ২০১২ ১৫:৫৯582510
  • বেনারসের মতন শহর হয় না। সে আপনে যতোই না কেনো ছিকাগো বা সাংহাই বা কোন্নোগড়ের ছবি দ্যাখান।

    একেবারে ইটার্ন্যাল সিটি। ভারতবর্ষের অন্তরাত্মা। সব মিলিয়ে এম্নি যে হাঁ হয়ে গেছিলাম - দু বার গেছিলাম। আর্লি ও মিডল যৈবনে। আবার যেতে চাই। রিটায়ার করার পক্ষেও একেবারে ন্যাচারাল ঠাঁই। ভেবে দেখার সময়ও তো হোলো।

    তবে অজ্জিতের মতন নয়। চা আর রাবড়ী খেয়ে বেনারসকে ছোঁয়া যায় না। ভরপুর শুকনো টেনে একেবারে ইধার উধার হয়ে কাশীর আত্মা চটকে দিতে হয়।
  • বুদ্ধ ভগবান | 131.241.218.132 | ১০ ডিসেম্বর ২০১২ ১৬:০৩582511
  • আর নির্বাণলাভ যদি হয়ে থাকে? বাকি মহাপুরুষেরা সাক্ষী।
  • dd | 120.234.159.216 | ১০ ডিসেম্বর ২০১২ ১৬:১৭582512
  • আরে, নির্বাণের ফোঁ ফাঁস গন্ধো শোঁকা এক জিনিস আর চম চম করে চিবিয়ে খাওয়া অন্য জিনিস।

    ক্যামনে বোঝাই?
  • বুদ্ধ ভগবান | 131.241.218.132 | ১০ ডিসেম্বর ২০১২ ১৬:২১582474
  • শুকনো ধোঁয়াটা সাহস করে টানিনি, কিন্তু ভেজাটা টেনেছি। স্পেশ্যাল বেনারসী...

    কিন্তু সে সব পরে আসবে। সিকোয়েন্সে। আমি তো দুদিন পরে গেছি। Halo-ওয়ালা মহাপুরুষটা শুরু করুক আগে।
  • বুদ্ধ ভগবান | 24.96.35.76 | ১১ ডিসেম্বর ২০১২ ১১:৩৭582475
  • রান্না মোটামুটি শেষ। ফেবু-র লিং তো আগেই দিয়েছি। পিকাসায় কী হয়েছে কে জানে, আপলোড বড্ড স্লো। কাল থেকে লড়ে যাচ্ছি, হচ্ছে না।
  • বুদ্ধ ভগবান | 24.96.35.76 | ১১ ডিসেম্বর ২০১২ ১১:৩৯582476
  • কিন্তু মহাপুরুষটা কোথায় গেলো? Halo খুঁজে পাচ্ছে না?
  • ekak | 69.99.230.125 | ১১ ডিসেম্বর ২০১২ ১৩:৪০582477
  • ডিডি কে ফুল্ল সমর্থন !! দাশাস্ব্মেধ হোক কি মনিকর্নিকা বাবার পেসাদ ইংদম বেম্মতালু অবধি টেনে নিয়ে তাপ্পর গলি গলি গলি গলি গলির নায়ক শ্যাষ !
    অনেকদিন যাওয়া হয়না :(
  • মহাপুরুষ | 180.153.65.102 | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:০৮582478
  • হ্যাঁ যা বলছিলুম আর কি। সব্বাই বল্লো বেনারস যাবে, কিনা ছবি তুলতে। আজকালকার ছেলে পিলে সব। ধম্ম কম্মে মন নাই একটুও। খালি ছবি আর ছবি।
    সেই কোন প্রাচীন কালে, তখন যীশু বাবুও আবির্ভুত হয় নি, আমি তখনো মহাপুরুষের লার্ভা দশায় আছি - সেই সময় নাকি বড় দাদারা এই জায়গা বানিয়েছিল। একদিকে বরুনা নদী , অন্য দিকে অসি নদী (খাল), এর মাঝে গঙ্গার তীর ধরে তৈরী বেনারস, গেলেই পুন্যি।
  • kumu | 132.160.159.184 | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:১৬582479
  • বাবার কি এইটুকু লিকেই ভাবসমাধি হোলো?
  • মমি | 226.113.128.239 | ১১ ডিসেম্বর ২০১২ ১৪:৩৭582480
  • বাবাকে জগতে মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুলকুন্ডলিনীর অবস্থান ঠিক করতে হবে।
  • মহাপুরুষ | 69.93.247.64 | ১২ ডিসেম্বর ২০১২ ১০:৩৩582481
  • তো এতগুলো বাচ্চা ছেলে পিলেরা যখন যাবেই, তখন আমাকেও তো পিছু পিছু যেতেই হয়। নইলে এরা কখন কি করে বসে, সামলাবে কে অ্যাঁ !!!
    তো সেই সব ভেবে টেবে আমিও গেলুম এদের সাথে। গত বেস্পতিবারে। ছেলে পিলেরা ব্যবস্থা পত্তর বেশ ভালো ই করেছিল। বেনারসে নেমে অটোতে গোধুলিয়া মোড়। তারপরেই সেই স্মরনীয় মুহুর্ত। মহাপুরুষের পদধুলি বিশ্বনাথের কপিরাইটেড এরিয়ায়। স্বর্গে বেজে ওঠে দুন্দুভি, পুষ্প বৃষ্টি দিকে দিকে .......
    এই গলি সেই গলি বেয়ে একসময় এসে পৌছোলাম গনপতি লজে। লজ খানা বেশ ভালো। মীর ঘাটের একদম ওপরে। সামনে গঙ্গা। রুফ টপ খাবার জায়গায় বসে খাবার খাওয়া যায়, গঙ্গা দেখা যায়, পাশের হোটেলে রৌদ্র স্নানরত বিদেশিনীদের ও দেখা যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে মহাপুরুষ কামিনী কাঞ্চন জয় করেছেন বহুদিন। শুধুই ডকুমেন্টেশানের উদ্দেশ্যে এইসব বলা আর কি।
  • মহাপুরুষ | 180.153.65.102 | ১২ ডিসেম্বর ২০১২ ১৩:৪৭582482
  • রুফটপে বসে বেশ গুছিয়ে খেলুম আমরা। সুন্দর সব দেশী বিদেশী খাবার। ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইজরায়েলি - সব রকম খাদ্য অখাদ্য আছে। আমি আর আমার জীবনীকার শ্রী সায়ন বেছে নিলুম অঁ ফঁ নাকি অঁ ফু নামে এক খানা ফ্রেঞ্চ খাবার। আমার আবার বাইরের জল খাওয়া বারন। অনেকদিন আগে আগস্ত্য বাবু বারন করেছিলেন। তাই চায়ের কেটলিতে এলো কার্লসবার্গ। সে বড় মধুর পানীয়।
  • Blank | 180.153.65.102 | ১২ ডিসেম্বর ২০১২ ১৪:২৩582483
  • এরপর বাকি ছেলে পিলেরা বল্লো ল্যাদ খাবে। এদিকে আমার আবার বিশ্রামে মন নাই। এ জগতে আবির্ভুত হওয়ার পর থেকে শুধু কর্মকেই চিনেছি আমি। আর এমনিতেও গঙ্গা আমাকে ডাকছে তখন থেকে। পদধুলি দেওয়াটা আমার কর্তব্য বটে।
    এরপর আর কি গঙ্গা ধরে নেমে পর্লুম ঘাটে। আমাদের ঘাটের নাম মীর ঘাট। একটু দুরেই ডানদিকে দশাশ্বমেধ। আমি পদব্রজে যাত্রা শুরু করলাম বা দিক ধরে।
    মীর ঘাট বিখ্যাত শিখ দের জন্য। এখানে 'উদাসী' আখড়া আছে একটা। তারপরে নেপালী টেম্পল হয়ে ললিতা ঘাট। ঘাটের ধারে এক মাঝির সাথে কিছুক্ষন গপ্প গুজব করে ফের হাঁটা। সামনে সিদ্ধেশ্বরী ঘাট হয়ে জলসী ঘাট। এই জলসী ঘাটেই শ্মসান (যদিও এই শ্মশানটি মনিকর্নিকার শ্মসান নামেই বিখ্যাত)। জলসী ঘাট নাকি বিষ্ণুর জন্য উৎসর্গ করা, জলে শুয়ে থাকার জন্য নারায়নের অন্য নাম জলসী। যদিও অনেকে বলেন যে গঙ্গাজলে শুয়ে থাকা মৃত দেহ থেকে নাম টা এসেছে জলসী।
    ঘাটের পেছ্নে জালনা দরজাহীন, কাঠের আগুনের ধোঁয়ায় ঢাকা কালচে হয়ে আসা এক ধর্মশালা। মৃতদের জন্য। আজও যারা বেনারসে আসেন মরার জন্য, তারা এসে থাকেন এখানে। ঘাটের চতুর্দিকে স্তুপ করা কাঠ, এদিক সেদিক জ্বলছে চিতা। গঙ্গার ওপরে ভেসে চলছে কাঠ, বিছানা, নোংরা ফুলের মালা।
    বাবু মোতি চাঁদের হাতে তৈরী হয়েছে এই শ্মসান।
  • শ্রাবণী | 134.124.86.101 | ১২ ডিসেম্বর ২০১২ ১৪:৫৪582485
  • বাবা আপনি মহাপুরুষ থেকে আবার ব্ল্যাঙ্ক রূপ ধারণ কল্লেন কেন?
    এটা একটানে লিখে শেষ করবি, সেই হরিদ্বারের মত পাঁচবছর ধরে নয়!
  • মহাপুরুষ | 180.153.65.102 | ১২ ডিসেম্বর ২০১২ ১৭:১৬582486
  • মহাপুরুষ এর কত রুপ। সবই তো মায়া আসলে।
    তা যাগ্গে, জলসী ঘাট পেরিয়েই মনিকর্নিকা। সামনেই মনিকর্নিকার কুন্ড। এখানেই নাকি শিব নারায়নের ওপর ফিদা হয়ে কানের দুল ফেলে দিয়েছিল। অত কাদার মধ্যে কেন যে দুল টা ফেলতে গেল কে জানে।
    বেনারসের বিখ্যাত হেলা মন্দির মনিকর্নিকা ঘাটেই। 'তারকেশ্বরের' এই মন্দিরের বেশীর ভাগ অংশ জলের নীচে, শুধু মাথা টুকুনি ওপোরে জেগে থাকে। আমার নিজের ধারনা যে এর ই অন্য প্রান্তে আছে পিসার হেলানো স্তম্ভ। এইটাই আসলে পৃথিবীর axis। এটাকে কেন্দ্র করেই বোঁ বোঁ করে ঘুরচে পৃথিবী। রবিবার রাতে এর দুদিকে দুটো ব্রেক মেরে দিলে আর সোমবারের আপিস করতে হবে না।
  • kumu | 132.160.159.184 | ১২ ডিসেম্বর ২০১২ ১৮:৩৬582487
  • বাবা,যোগনিদ্রা একটু কমালে হয় না?
  • মহাপুরুষ | 69.93.254.240 | ১২ ডিসেম্বর ২০১২ ২০:৪০582488
  • মনিকর্নিকা অব্দি হেঁটে, ঘাটের ধারে আকাশ বাতির ছবি তুলে টুলে মহাপুরুষ তো ঢুকলো গলিতে। ইতিমধ্যে বিকেল প্রায় এসে গেছে। দলের বাকিরা মহাপুরুষকে দেখতে না পেয়ে দিশেহারা। বিকেলের কম আলোয় ছবি তুলতে গেলে মহাপুরুষের জ্যোতি (আলু নহে) দরকার কিনা।
    তো অলি গলি ধরে হাঁটতে হাঁটতে মীর ঘাটে অবতরন এবং সেখান থেকে মানমন্দির ঘাট পেরিয়ে দশাশ্বমেধ ঘাটে আকুল অপেক্ষারত ভক্তদের দর্শন দিয়ে সবাই মিলে ফের বেড়িয়ে পরা ছবির জন্য।
    মানমন্দির ঘাট বানিয়েছিলেন রাজা সয়াই মান সিংহ। এই ঘাটের কাছেই আছে সোমেশ্বর মন্দির। ঘাটের ওপরেই বিশাল রাজবাড়ি। এর ওপরের ছাদের আছে মানমন্দির। স্বাধীনতার আগে বাড়িটা ছিল বিভিন্ন রাজকর্মচারীদের বংশধরদের দখলে। পরে দখলমুক্ত বাড়িটা সরকারি তত্ত্বাবধানে আসে। অদ্ভুত ব্যপার হলো, অম্বরের রাজাদের মন্দির কিন্তু বহুদুরে মনিকর্নিকাতে।
  • siki | 24.97.191.206 | ১২ ডিসেম্বর ২০১২ ২১:১০582489
  • এখানেই নাকি শিব নারায়নের ওপর ফিদা হয়ে কানের দুল ফেলে দিয়েছিল।

    শিব কি হোমো ছিল?
  • মহাপুরুষ | 69.93.254.240 | ১২ ডিসেম্বর ২০১২ ২১:১৭582490
  • কি বাতুলের মত প্রশ্ন। এই জন্যি বলি বৎস ম্লেচ্ছ হয়ে গেছো। কোন ম্লেচ্ছ্দের দেশে থেকে কি খাও। ম্যাগোঃ।
    বেদ, পুরান, শাস্ত্র পড়ে দেখোনি। ভাগবৎ পুরানে আছে বিষ্ণুর মোহিনী রুপ দেখে শিব পিছু পিছু দৌড়েছিল।
    সেসব কি আর আজকের কথা। মনে থাকে না সব ডিটেলস।
  • | 24.97.16.129 | ১২ ডিসেম্বর ২০১২ ২৩:০৮582491
  • তা হ্যাঁরে মঃপুঃ এবারেও কি ফোঙের বদলে টিভির রিমোট নিয়ে যাওয়া হয়েছিল?
  • Treebeard | 24.99.31.19 | ১৩ ডিসেম্বর ২০১২ ০৮:৫৫582492
  • না, ফোনই তো। মহাপুরুষ সারাক্ষণ ফোনের মধ্যে একটা বুড়িকে দৌড় করিয়ে গেলো...
  • Treebeard | 24.99.31.19 | ১৩ ডিসেম্বর ২০১২ ০৯:১৮582493
  • 500px-এ একটা অ্যাকাউন্ট বানিয়ে ফেল্লাম।

    http://500px.com/arijit72/sets/benaras
  • aka | 85.76.118.96 | ১৩ ডিসেম্বর ২০১২ ০৯:২৯582494
  • ৫০০px এ কি ইমেজ কোয়ালিটি ঠিক থাকে? পয়সা লাগে? একটা ঠিকঠাক সাইট খুঁজছি।
  • Treebeard | 24.99.31.19 | ১৩ ডিসেম্বর ২০১২ ০৯:৪৭582496
  • লোকজন বলছে তো ভালো, তবে একটু কমপ্লিকেটেড মনে হল। একটা ফ্রী অ্যাকাউন্ট আছে - হপ্তায় ১০টা আপলোড ম্যাক্স। তারপর পয়সা দিয়ে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন