এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্যার্থ প্রেমের অভিজ্ঞতা শেয়ার করুন

    বিপ
    অন্যান্য | ১৩ মার্চ ২০১৩ | ১৩০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ | 78.33.140.55 | ১৩ মার্চ ২০১৩ ০৬:৫২586217
  • "The love that lasts the longest is the love that is never returned."
    William Somerset Maugham

    ব্যর্থ প্রেম হচ্ছে আমাদের ব্যার্থ জীবনের সব থেকে সফল সম্পদ।

    অনেকে বলেন ব্যর্থ প্রেম বলে কিছু নেই-সব সফল প্রেম ই ব্যর্থ। যে প্রেমের পরিণতি বিবাহ, সে প্রেম অসফল-কারন
    সংসার হচ্ছে প্রেমের লাশের ওপর শুয়ে শব সাধনা।

    আসুন এখানে নিজেদের ব্যর্থ প্রেম [ বা সাচ্চা প্রেমের স্মৃতি] শেয়ার করি। আমি নিজেরটা করব অনেক পরে-কারন অনেকগুলো করতে হবে।

    আর তাছারা ফেসবুকের যুগে নিজেকে অত ব্যর্থ লাগে না। ফেসবুকে প্রাত্তন প্রেমিকাদের স্বামী এবং সন্তান সহ ফুলতে দেখে, মাঝে মাঝে মনে হয়-আরে এর জন্য ই এককালে পড়াশোনা ছেরে শুধু শুধু স্বয়নে স্বপনে একে ভেবে গেছি!! কে জানে কিশোরী কালে মেয়েরে হয়ত অনেক বেশি সুন্দরী থাকে। বা কিশোর কালে প্রেমের একটা মন থাকে যা এখন আর নেই!!
  • Paul | 118.178.75.184 | ১৫ মার্চ ২০১৩ ০৫:১৭586250
  • ক) তুমি ঘোড়ায় উঠতে চাও। ঘোড়া তোমায় পদাঘাত করল। তুমি কাঁদছ, বলছ কি বেইমান ঘোড়া ! এদিকে ঘোড়াটার উপর রাজা বাদ্শাহ চড়ল, চড়ে হাতি বানিয়ে দিল। তুমি কার জন্য দুঃখ করছ ? হাতি না ঘোড়া?

    (খ) তুমি ঘোড়াকে সি-অফ দিচ্ছ। আর পেছনে মার্সিডিস হর্ণ বাজাচ্ছে। যে মার্সিডিস এখন অনেক সস্তা। তুমি কি পেছন ঘুরবে?

    (গ) একদিন রিসেসান আসবে। তখন মরুভূমিতে খালি উট। তোমার তখনো জল চাই। অনেক দূরে সমুদ্র।

    (ঘ) ওখানে আবার নৌকো । ঘোড়াকেও নৌকো চড়তে হবে, তোমাকেও। উট আর কুকুরের দেখাও মিলতে পারে। কিন্তু বাইতে জানে কে? আগে নৌকো বাইতে শেখো, পরে ঘোড়ার স্বপ্ন দেখবে।
  • Ishan | 60.82.180.165 | ১৫ মার্চ ২০১৩ ০৮:৪৪586261
  • ছোটোবেলায় স্লোগান দেন নি, "শহীদের রক্ত হবেনাকো ব্যর্থ?"
  • Abhyu | 118.85.89.109 | ১৫ মার্চ ২০১৩ ০৯:৩২586262
  • বীরের এ রক্তস্রোত, মাতার এ অশ্রুধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা? স্বর্গ কি হবে না কেনা? বিশ্বের ভাণ্ডারী শুধিবে না এত ঋণ? রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন?
  • pi | 172.129.44.120 | ১৫ মার্চ ২০১৩ ২২:০২586263
  • কিন্তু আমি যে হাতিঘোড়া কিছুই বুঝলুম না ! ঃ((
    হ্যায় কৈ বুঝানেওয়ালা ?
  • siki | 132.177.28.73 | ১৫ মার্চ ২০১৩ ২২:২৮586264
  • ঐ তো ... আম্মো বুঝি নি। না বোঝারও একটা আনন্দ আছে তো, তাই আনন্দ কচ্ছিলাম। :)
  • কান্তি | 212.90.109.201 | ১৫ মার্চ ২০১৩ ২২:২৯586265
  • বিপ বাবুর পুরোন গোপন ক্ষতয় কি ভাবে জানি খোঁচা লেগে গিয়েছে।এখন তার গোপন আরোগ্য চলছে। তাই অন্য ল্যাজ কাটা শেয়ালের খপর চাইছেন সমবেত হুক্কা ধ্বনি তোলার জন্য। এই আর কি।
  • kumu | 132.176.32.39 | ১৬ মার্চ ২০১৩ ১৪:৩৩586218
  • সিকি,মামু,টইএর নামের বানানটা ঠিক করে দেয়া যায় না?
  • s | 130.59.239.204 | ১৬ মার্চ ২০১৩ ১৪:৫৫586219
  • যা বুঝলাম বলে মনে হল ঃ
    ঘোড়া = পুরোনো প্রেমিকা (তখন)
    হাতি = ঐ (এখন)
    রাজা বাদশাহ = (ঐ-এর স্বামী, তখন/এখন/সর্বক্ষণ)
    মার্সিডিস = আপনার স্ত্রী/ নতুন প্রেমিকা
    রিসেশন= বয়স বেড়ে যাওয়া
    মরুভূমি= নারীসঙ্গের সীমিত সুযোগ
    উট= বয়স্ক স্ত্রী / প্রেমিকা
    জল = কামনা
    সমুদ্র = কামনা মেটানোর স্থান
    নৌকা = ? পরপারে যাওয়ার জন্য?
    কুকুর = ? সন্তান / আগামী প্রজন্ম?

    আর কেউ আছেন পাজেল সমাধান করার জন্য?
  • cb | 99.231.121.163 | ১৬ মার্চ ২০১৩ ১৫:২৫586220
  • আই বাপ, অ্যালিগরির কি চাপ। দু লাইনের পরে কাটিয়ে দিয়ে নিচে এসে এস এর ডিকোডিং টা পড়ে টুক করে জল আর সমুদ্র টার রেফারেন্স দেখে এলাম :)
  • kd | 47.228.105.1 | ১৬ মার্চ ২০১৩ ১৬:৫০586221
  • এটা ঠিক ব্যর্থ প্রেমের গপ্পো নয়, এমনকি প্রেমের গপ্পোই নয়, তবে দাগা আছে, দাগড়া দাগড়া ৷

    আমার এক গাঁইয়া বন্ধু (মানে বরানগর টগর হবে) প্রেম করে আর এক গাঁইয়া মেয়ের (মানে গড়িয়া টড়িয়া) সঙ্গে - কিন্তু আসে শহরে ( মানে লেকে) প্রেম করতে ৷
    তা হয়েছে কি, এক রোববার বিকেলে বন্ধুর ফোন, ডেসপ্যারেট, "মাইরি সাড়ে ছটার মধ্যে লেকে চলে যা, আমি বাড়ির একটা কাজে ফেঁসে গেছি, ঘন্টাখানেক দেরী হবে, আর জানিস তো, কাউকে না দেখতে পেলে ও আমার নামের "অ" কেটে দেবে (btw বন্ধুর নাম অনির্বান)" ৷
    তা আমি যে বড়ই পরোপকারী, সে তো তোমরা জানোই ৷ চলে গেলুম, দেখা হলো ৷ ইনিশিয়াল এক রাউন্ড "?&#%" শোনার পর দুঠোঙা বাদাম কিনে জলেরধারে বসা গেলো ৷ একথা সেকথার পর শুরু হলো কি বলবো, একটা ছেলে যে কতখানি খারাপ হতে পারে, তার থেকে কুঁড়ে, কিপ্টে, বেইমান, বদমেজাজি এই দুনিয়ায় কেউ নেই, জানতে হলে তার প্রেমিকার সঙ্গে জাস্ট দশ মিনিট কাটাও ৷
    তা মনটা অন্যদিকে করতে চেয়ে হঠাৎ নজরে পড়ল ব্লাউসের পিঠখোলা জায়গায় লক্ষলক্ষ ঘামাচি, মানে জলঘামাচি ৷ আর আমার জলঘামাচি দেখলেই হাত নিসপিস করে - লোভ সামলাতে না পেরে শুরু করে দিলুম ঘামাচি মারা আর কানটাকে একদম কাছে নিয়ে গিয়ে পুটুস পুটুস শোনা ৷
    হ ঠা ৎ মানে একদম হঠাৎ, চুলে প্রচন্ড টান (তখন মাথায় চুল ছিলো) আর এক বিভৎস আওয়াজ "স্স্স্সআআলালা", ফলোড বাই এ ফিউ চয়েস ওয়ার্ডস ৷ তারপরও চললো আরও কিল-ঘুসি ৷ আমরা দুজনেই গোড়ায় হকচকিয়ে গিয়েছিলুম বটে, কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে আমাদের হাসি আর থামেনা ৷ জাস্ট ইমাজিন, একজন প্রবল বেগে পেঁদিয়ে যাছে আর রিসিভার (ও অবসার্ভার) একই তালে হেসে যাচ্ছে ৷ ফাইনালি মেয়েটি আসল কেসটা বোঝাতে পারলো - তাও ব্যাটার রাগ কমে না, বলে কিনা "শালা আমার ঘামাচি তুই মারলি কেন ?"
    গায়ের ব্যথা দিন তিনেক ছিলো ৷ আর ঘামাচি মারার নেশা আমার এখনও আছে ৷

    জানুয়ারিতে ওদের 40th হলো - ওদের ছেলেমেয়েরা ব্যবস্থা করেছিল ক্লাবে ৷ আমাকেও ডেকেছিলো ৷ আমি ওদের ছেলেদের বউদের আর মেয়ের পিঠ চেক করে দিয়েছি ৷ বললে হবে, এখন আমি ওদের বাড়ির অফিসিয়াল ঘামাচিচেকার ৷
  • san | 113.21.185.62 | ১৬ মার্চ ২০১৩ ১৭:১৮586222
  • কেডিদার গপ্পো ক্ষি সাংঘাতিক !

    আর এদিকে নৌকোর জায়গাটা একটু শিশিবোতল লাগছে বাকিটা কমন পড়েছে !
  • kumu | 132.176.32.39 | ১৬ মার্চ ২০১৩ ১৮:৫৩586223
  • কেডিদার এই গল্পটি আগেও পড়েছি,খুব মচৎকার।
  • sosen | 125.241.108.203 | ১৬ মার্চ ২০১৩ ১৮:৫৮586224
  • ব্যর্থ প্রেম মানে কি, হহপাপ্রে, না প্রেম হয়ে বিয়ে হলো না?
  • kumu | 132.176.32.39 | ১৬ মার্চ ২০১৩ ১৯:১৫586225
  • আমি যদ্দুর বুঝি,প্রেম এসেছিল,কিন্তু কোন কারণে পরে আর রইল না।

    এর সাথে বিয়ের সম্পক্কো নাই।
  • pi | 78.48.231.217 | ১৬ মার্চ ২০১৩ ১৯:১৯586226
  • মানে, ব্যপ্রে= হহাপাবি ?
  • pi | 78.48.231.217 | ১৬ মার্চ ২০১৩ ১৯:১৯586227
  • *হহপাবি
  • sosen | 125.241.108.203 | ১৬ মার্চ ২০১৩ ১৯:২৬586229
  • তাইলে আমার বেশির ভাগ ই অমন। যার সাথেই প্রেম প্রেম ভাব হয়, সেই দেখি কয়দিন বাদে বলে, বুঝলি, তোকেই একমাত্র বলা যায়-বলে অন্য কোনো হহপাপ্রের গপ্প ফাঁদে। আর আমি যথারীতি সেই ফাঁদে পা দিয়ে তাদেরই ভাব করিয়ে দি, তাপ্পর মনে হয়- ও হরি! এপ্রোচটা এরকম তো হওয়ার কথা ছিলনা। :(
  • Ranjan Roy | 24.96.24.230 | ১৭ মার্চ ২০১৩ ১৪:৩৫586230
  • এ তো 'ইমোশনাল অত্যাচার'! সোসেনের শোষণ!
  • sosen | 233.176.233.231 | ১৯ মার্চ ২০১৩ ২০:২৮586231
  • :-)
  • zuzu | 217.126.248.6 | ২০ মার্চ ২০১৩ ০১:৫৬586232
  • প্রেম কোনদিন ব্যর্থ হয় না , ব্যর্থ হই আমরা মানুষ চিনতে । প্রেম থেকেই যায় মনের গভীরে একা একা ।
  • pi | 78.48.231.217 | ২০ মার্চ ২০১৩ ০২:০১586233
  • মানে, প্রেমের যাবজ্জীবন কারাদণ্ড হয় বলছেন ? বেচারা।
  • zuzu | 217.126.248.6 | ২০ মার্চ ২০১৩ ০২:০৭586234
  • সে কারাদান্ড খুব সুখের। আজকাল অবশ্য প্রেমের ডেফিনিশন ই বদলে গেছে ।সবই টি টুয়েন্টী ।
  • sch | 126.203.168.60 | ২০ মার্চ ২০১৩ ০২:৩৯586235
  • সেকি শুধুই যাবজ্জীবন কারাদন্ড!!!! ফাঁসি হয় না!!! নিদেন সেই কারায় নাটক গাব শেখায় না!!!!!
  • Paul | 34.153.229.58 | ২০ মার্চ ২০১৩ ০৩:৩৪586236
  • s তুমি বুদ্ধিমান পাঠক বোঝা গেল। তাই তোমাকে পছন্দ করলাম। কিন্তু অনুরোধ করব ভবিষ্যতে এইভাবে মানে না লিখতে। অন্যদের মাথা খাটাতে দাও। মাথা খাটাব বলে আমরা এইখানে আসি।
  • Paul | 34.153.229.58 | ২০ মার্চ ২০১৩ ০৩:৩৬586237
  • এটা সবাইকে বলছি-ও তোমাকে সত্যি ভালবাসে কিনা যাচাই করে নিও !!
    (ক) ওকে কোন হরতালের দিন ফোন বা ইমেল করে ভিক্টোরিয়ায় ডাক। তার পূর্বে টেলিভিশান মারফত ওর এরিয়ার কন্ডিশান চেক করে নেবে। ও যদি বলে যেতে পারবে না, যানবাহনের পয়সা নাই বলে, বুঝবে ও আবেগের বশে হরতালের কথা ভুলে গেছে। ও বলতে পারে রাজনৈতিক হিংসার ভয়ে ওর গার্জেন নিষেধ করছে। কিন্তু নিউসের মহিলা বলছেন ওর পাড়ায় শিশুদের ক্রিকেট ম্যাচ চলছে। সেক্ষেত্রে ফোনটা (বা ইমেল চ্যাট) তৎক্ষনাৎ কেটে দেবে। আর ওর নাম্বার চিরকালের জন্য ডিরেক্টরি থেকে নির্মূল করবে, খুব কষ্ট হলেও।

    (খ) তুমি যেখানে পরে যাবে সেখানে সর্বদা হরতাল। কিন্তু চিন্তা করছ কেন? ওখানে তুমি আর ও ভিক্টোরিয়ার চুড়ায় পরীর কোলে বসে থাকবে। বসে বসে পা দুলিয়ে তোমরা দুজন চীনাবাদাম খাবে।
  • a x | 138.249.1.202 | ২০ মার্চ ২০১৩ ০৪:০৮586238
  • এই টইটা সম্ভাবনাময় হয়ে উঠছে।
  • pi | 78.48.231.217 | ২০ মার্চ ২০১৩ ০৪:১৭586240
  • কিন্তু পরী তো দাঁড়িয়ে আছে। তার কোলে কীকরে বসা যাবে?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন