এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ মার্চ ২০১৩ ০১:৪৪600085
  • এখেনে প্যারোডি জমা দেবেন।
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ মার্চ ২০১৩ ০১:৪৫600096
  • বানতলা সম্পর্কিত একটি কাথারসিস
    -----------------------------------------

    আমার এই বানতলাতেই আনন্দ।
    ধাপার ওই জঞ্জাল আর চামড়া-পোড়ায় প্রাণান্ত।।
    কারা ওই সমুখ দিয়ে, আসে যায় পেটো নিয়ে,
    ঘুসি আর লাঠির জোরে, তোলা তোলে অনন্ত।।
    সারাদিন আঁখি বুজে ডেস্কে রব একা,
    সাড়েছটা বাজার পরে, বাসেদের পাবো দেখা।
    ততখন ক্ষণে ক্ষণে ফ্রাস্টু খাই আপন-মনে,
    অবশেষে বাড়ি এসে সাবান মাখি সুগন্ধ।।
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ মার্চ ২০১৩ ০১:৪৭600107
  • Stopping by the code on a Friday Evening
    -----------------------------------------------------

    Whose bugs these are I think I know.
    His code is in production, though;
    He will not see me stopping here...
    To watch his code perform so slow.

    My lazy hands must think it quee
    rTo code without even a mouse near
    Is that the effect of some beer?
    It is the Friday evening, oh my dear!!

    A call to the tester need be make
    To ask if there is some mistake.
    The only other sound's the weep
    Fearing that the code might break.

    The food was lovely, tasty and crisp,
    But I have promises to keep,
    And lines to code before I sleep,
    And lines to code before I sleep.
  • ম্যাক্সিমিন | 69.93.254.109 | ২৫ মার্চ ২০১৩ ০২:০০600113
  • বানতলা তুমি বানালে কৃশানু? কেয়া বাত।
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ মার্চ ২০১৩ ০২:০২600114
  • হুম। stopping by the woods টা অনেকদিন আগে লেখা, বানতলাটা আজকেই লিখলাম।
  • Abhyu | 107.89.16.240 | ২৫ মার্চ ২০১৩ ০২:২৪600115
  • শঙ্খচিলে ডিম পেড়েছে, ছাগলে দিয়েছে তা
    চারটে ছানার শিং গজিয়েছে, আর দুটোর ডানা
    ভ্যা অ্যা---অ্যা
    বিজ্ঞানেরই জয়
    শঙ্খচিলে ডিম পাড়িলে ছাগলছানা হয়
    ভ্যা অ্যা---অ্যা
  • Abhyu | 107.89.16.240 | ২৫ মার্চ ২০১৩ ০২:২৫600116
  • এইটা ভুলে গেছি - নিঝুম সন্ধ্যায়, গরুতে গান গায়, ভালুকে তবলা বাজায়
  • | 126.203.201.15 | ২৫ মার্চ ২০১৩ ০২:৫৪600117
  • অভ্যু শোনে সেই গান..
  • কৃশানু | 213.147.88.10 | ২৫ মার্চ ২০১৩ ০২:৫৭600118
  • এরকম শুনেছিলাম
    শঙ্খচিলে ডিম পেড়েছে, ছাগলে দিয়েছে তা
    শিং গুলো তার ছাগলের মত, চিলের মত পা
    ভ্যা অ্যা---অ্যা
    বিজ্ঞানেরই জয়
    শঙ্খচিলে ডিম পাড়িলে ছাগলছানা হয়
    ভ্যা অ্যা---অ্যা
  • aranya | 78.38.243.161 | ২৫ মার্চ ২০১৩ ০৭:৩০600087
  • গুড জব কৃশানু, বাংলা, ইংরিজী, দুটো ই ভাল।
  • dukhe | 212.54.74.119 | ২৫ মার্চ ২০১৩ ১০:০৬600088
  • ধুৎ।
    এগুলো কে লিখবে -

    শিং গজাবে দাড়ি গজাবে তবুও সেই ছানা
    শঙ্খচিলের লেজটি পাবে আর পাবে ডানা
    বিষম হয়েছে দায়
    উড়বে ছানা গজাবে ডানা
    যেন না বোঝা যায়

    ব্যা অ্যা-অ্যা
  • শ্রী সদা | 132.176.98.243 | ২৫ মার্চ ২০১৩ ১০:০৯600089
  • দুখেদার নতুন আলুর কবিতা এখানে পোস্টানো হোক ঃ)
  • siki | 132.177.16.205 | ২৫ মার্চ ২০১৩ ১০:১৩600090
  • কাজুর একটা প্যারডি ছিল, হৃদি ভেসে যায় অলকানন্দার জলে-র অনুকরণে। কাজু, পেস্টিয়ে দাও।
  • siki | 132.177.16.205 | ২৫ মার্চ ২০১৩ ১০:১৮600091
  • ছাত্রবয়েসে শেখা প্যারডি --

    সেদিনও তো বলেছিলে, আসবে বলে
    তিনটি ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম, মেট্রোর তলে।

    না-ই যদি এলে তবে, কথা কেন দিলে বঁধু
    দেড়শো টাকার দুটো টিকিট নষ্ট হল শুধু শুধু
    সারাজীবন নাকের চোখের জলে ভাসালে,
    তিনটি ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম মেট্রোর তলে।

    ফটো তুলবে বলে তোমায় পরিয়ে গাঁদাফুলের সাজ
    না-ই যদি এলে তখন, মাথায় ভেঙে পড়ল বাজ
    তোমার পেছন ঘুরে ঘুরে ফোসকা পড়ে গেল পায়
    আমার মতন গণ্ডমূর্খ আছে কে আর কলকাতায়
    সারাজীবন নাকে দড়ি দিয়ে ঘোরালে
    তিনটি ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম মেট্রোর তলে।

    -- নয়ন সরসী কেন-র সুরে।
  • b | 135.20.82.164 | ২৫ মার্চ ২০১৩ ১০:২৯600092
  • " তোলা তোলে অনন্ত" দারুণ লাইন।
  • Kaju | 131.242.160.180 | ২৫ মার্চ ২০১৩ ১১:৩২600093
  • তখনকার থেকে পরে আরো ভালো করেছিলুম, সেটাই দিই।

    ম্‌হ্‌হ্‌ ম্‌হ্‌হ্‌...

    দরকারী সব পিলার গাঁথিনি বলে
    ব্রিজ ভেসে গেল কেষ্টপুরের খালে

    শুরু গবেষণা, আয়োজন করে করো
    ত্রুটি কোনখানে মস্ত ফাটল ডাইনে বাঁয়ের বাঁকে
    মাপজোক করে তাকে খুঁজে বার করো

    গড়েছো পিলার, গড়েছিলে; খুলে পড়ে নাট, বিয়ারিং
    ঝুলে পড়েছিল-খুলে তো যেতই, ট্রাকে না ধাক্কা দিলে;
    -'পড়ে রইল যে!' পড়েই থাকত-সে নাট তুলবে বলে

    ব্রিজ ভেঙে পড়ে, ব্রিজ ভেসে যায় কেষ্টপুরের খালে
  • san | 69.144.58.2 | ২৫ মার্চ ২০১৩ ১১:৩৩600094
  • এইটা গুড হয়েছে।
  • siki | 132.177.16.205 | ২৫ মার্চ ২০১৩ ১১:৪৯600095
  • গুচ্ছ হয়েছে।
  • kumu | 132.176.32.39 | ২৫ মার্চ ২০১৩ ১১:৫৩600097
  • চমৎকারের স্মাইলিটা দাও কেউ।
  • siki | 132.177.16.205 | ২৫ মার্চ ২০১৩ ১২:০১600098
  •   আসবে?
  • কৃশানু | 213.132.214.155 | ২৫ মার্চ ২০১৩ ১২:৪২600099
  • ব্রিজ ভেসে যায় টা আগেই পড়েছিলাম, খাসা :-)
  • jhumjhumi | 127.194.242.1 | ২৫ মার্চ ২০১৩ ১৩:১৪600100
  • বাঃ দারুন দারুণ সব প্যারডি। কবিতা বুঝিনা বটে, তবে প্যারডি ভালই লাগে।
  • copy | 213.147.88.10 | ০৯ এপ্রিল ২০১৩ ২৩:৩৩600101
  • name: pipi r দুঃখ দেখে রবিবাবু বলে mail: country:

    IP Address : 69.99.230.125 (*) Date:09 Apr 2013 -- 08:35 PM

    ফুটো করে তব দেখা পাই
    এমনিতে কেন পাইনা ?
    কেন সাদা ঢাকে হলুদের মাথা
    কুসুমে দেখিতে দেয়না !
    এবড়ো খেবড়ো সাদা , তোমারে
    বলের মত সাদা ঢেকে রাখে ,তোমারে
    তোমারে দেখিতে দেয়না ।

    ক্ষনিক তাপে তে মাইক্রো আভেনে
    তোমাকে যদিবা রাঁধিতে ।
    ওহে পেরেছি তবুও খাইখাই সদা
    মনে হয় খেয়ে ফেলি তাই চকিতে !
    আশ না মিটিতে তুলিয়া
    পলক না ফেলিতে গিলিয়া
    হৃদয় না জুড়াতে টপ করে
    খাই চকিতে !

    কি করিলে বল পাইব তোমার
    হলুদ কুসুম দেখিতে
    এত ভ্যানতারা সয় না ক আর
    ঝাঁট জ্বলে পুরে হয় ছারখার ।
    তবু মাইক্রো আভানে বারবার
    তোমারে চেয়েছি ভাজিতে !

    তবু ফুটো করে তব দেখা পাই
    এমনিতে কেন পাইনা ?
  • Kaju | 131.242.160.210 | ০৩ জুন ২০১৪ ১৮:৩৯600102
  • টুপুস !

    ভু-উ-স !
  • Mrinmoy Ghosh | 212.142.123.39 | ০৩ জুন ২০১৪ ১৯:১০600103
  • বেনীমাধব বেনীমাধব তোমার বাড়ি যাবো
    বেনীমাধব তোমার কাছে অনেক টাকা পাবো।
    বেনীমাধব বেশ রয়েছো বছরখানেক ভুলে
    বেনীমাধব যাবো আমি বকেয়া উশুলে।
    ডেস্কে বসে হিসাব কষি, ছোট্ট আমার ঘর
    টাকার অঙ্ক দেখলে আমার বুকেতে ধড়ফড়।
    আমি তখন তোমার গ্রামে, সঙ্গে মোটর গাড়ি
    আলাপ হলো বেনীমাধব, ফটিককাকার বাড়ি।
    বেনীমাধব বেনীমাধব ব্যবসা আমার ভালো
    কিনতে জমি গিয়েছিলাম, সঙ্গে টাকা ছিলো।
    তোমায় দেখে কি বিশ্বাসে দৌড়ে গেলাম ঘরে
    বেনীমাধব আমার টাকা নিলে যে হাত ভরে।
    কুঞ্জে অলি গুঞ্জে না আর, ফোটে না মঞ্জরী
    হিসাব খাতায় চোখ পড়লেই আঁতকে উঠে পড়ি।
    হলুদ রঙের দেওয়াল এবং জানলা গুলো কালো,
    ব্রীজের ধারে বেনীমাধব তোমার বাড়ি ছিলো।
    বেনীমাধব বেনীমাধব এতো দিনের পরে
    দিচ্ছো না তো টাকা আমার, দেবেই বুঝি মেরে।
    দুঃখ আমার, প্রাণের ব্যাথা বলবো বলো কাকে,
    আমি কেবল একটি দিন হাতে পাই তোমাকে।
    দেখেছিলাম তোমায় সেদিন, বউও সাথে ছিলো,
    স্বীকার করি বউটি তোমার দেখতে খুবই ভালো।
    জুড়িয়ে দিলো চোখ আমার পুড়িয়ে দিলো চোখ
    সুন্দরী খুব বউটি তোমার, এটাই তখন শোক।
    সেদিন রাতে ঘুমোতে যাই আমার শোবার ঘরে
    শোবার খাটে হিসাব খাতা, হঠাত চোখে পড়ে,
    আমার ঘরে যে ধন ছিলো চোরাপথের বাঁকে,
    সেসব টাকা তোমার ঘরে, নিজের ভাবো তাকে।
    আজ ভেগেছো, কাল কি হবে, কালের ঘরে শনি,
    কাল তোমাকে হাতে পেলেই অজস্র পিটুনি।
    মুখে আগুন, বেনীমাধব আগুন জ্বেলে দিই,
    ভাবছি এখন কি কৌশলে টাকা ফেরত নিই।

    জয় গোস্বামী আশা করি ফেসবুক করেন না। তাহলে এই বুড়ো বয়েসেও আমাকে পেদিয়ে পাপড়ভাজা করে দেবেন বোধহয়
  • Mrinmoy Ghosh | 212.142.123.39 | ০৩ জুন ২০১৪ ১৯:১১600104
  • আগের দিন জয় গোস্বামীর কবিতা সংহার করেছিলাম, প্যাঁদানির ভয় ছিল...... তবে বেঁচে গেছি...... সাহস বেড়ে তাই রবিঠাকুর এর কবিতা সংহার করার আস্পদ্দা করলাম...... রবি ঠাকুর তো আর ওপার থেকে প্যাঁদাতে আসবে না...... সাহস তাই বেড়েছে বটে :D :D :D

    বহুদিন ধরে, বাসভাড়া মেরে
    বহু ব্যয় করে, বহু হল ঘুরে
    দেখিতে গিয়াছি বেজন্তীমালা
    দেখিতে গিয়াছি বিন্দু।
    দেখা হয় নাই চক্ষু মেলিয়া
    পাশের বাড়ীর রুপসী ডালিয়া
    ফ্রক পরা ছেড়ে শাড়ী হলো কবে!!
    বিয়ে করে নিলো নন্দু।
  • Ranjan Roy | ০৪ জুন ২০১৪ ২২:৫৪600105
  • বেড়ে হয়েছে মৃন্ময়! খাসা! লড়ে যান।
  • সিকি | 131.241.127.1 | ০৫ জুন ২০১৪ ১১:৪০600106
  • আরোচ্চাই!
  • nina | 78.37.233.36 | ০৬ জুন ২০১৪ ০৩:১২600108
  • :-))))) ঘোষবাবু ফাটায়ে দিসেন----
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন