এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ছড়ার খই, খইফোটা ছড়া

    tan
    বইপত্তর | ২১ জুন ২০০৬ | ২৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • tan | 131.95.121.251 | ২১ জুন ২০০৬ ২৩:১৫602312
  • সুধী জনতা,এইখানে নতুন ছড়াগুলি দিন।পুরানো/ নতুন ছড়াকারদের সব ভালোলাগা ছড়াগুলো তুলে দিন এই সুতোয়।
    তারা ছড়িয়ে যাক আকাশজুড়ে,যেন নতুন খই।
  • samran | 59.93.242.234 | ২১ জুন ২০০৬ ২৩:১৭602323
  • ছড়াছড়ি

    তলসুপুরির ডালের কাছে
    একটি ঘুড়ি জড়িয়ে আছে
    সুতোয়।
    ঠিক নিচে তার দলমা পাহাড়
    মেঘমুলুকের মোষের মতন
    গুঁতোয়।
    কিন্তু কাকে? পাচ্ছে যাকেই
    গুঁতোয়, কিন্তু মেরে ফেলে না
    বলে, ওঠ না ওপর ভাগে, জড়িয়ে থাকিস
    ঘয়লা ঘুড়ির সুতোয়।
    *******
    নামে ছড়া কিন্তু একটু বেশি ছড়ানো, কোবতে কোবতে ভাব
  • samran | 59.93.242.234 | ২১ জুন ২০০৬ ২৩:২০602334
  • শক্তিশেল----

    ঠিকে ভুল
    --------

    মেম্মসাহেব কি অম্বলে
    চুমুক দেননি কম বলে?
    খেয়েছিলেন ভোগের নাড়ু
    শুকনো আলুর দম বলে।

    মেমসাহেব কি বোকা--
    বুঝছে ঠিক খোকা
    বোমার ভয়ে বর্ম ছেড়ে
    গেলেন কিনা চম্বলে!
  • s | 141.80.168.31 | ২১ জুন ২০০৬ ২৩:২২602345
  • ছি ছি ছি
    টেঁপি রাঁধতে শেখে নি
    শুক্তুনিতে ঝাল দিয়েছে
    অম্বলেতে ঘি
    পরমান্ন রেঁধে বলে
    ফ্যান গালব কি?
  • samran | 59.93.242.234 | ২১ জুন ২০০৬ ২৩:২৯602353
  • ফি-রি

    বিলিতি কুকুরের ছানা
    ফুরিয়ে গেলে আর পাবে না
    নিতে হলে জলদি নেবে
    দেরি হলে আর পাবে না।

    অভিমানে থাকবে বসে
    লেজ গুটিয়ে লাল পাপোষে
    কানে দিলে চশমা এঁটে
    তখন খাবে মাংস ঘেঁটে।

    বিলিতি কুকুরের ছানা
    ফুরিয়ে গেলে আর পাবে না
    নিতে হলে জলদি নেবে
    কিছু কি আর পয়সা দেবে
    ভালোবাসা, তাও দেবে না?
  • indo | 59.93.243.214 | ২১ জুন ২০০৬ ২৩:৩৪602354
  • তিতির ভাই তাতার
    কম কি জানে সাঁতার
    হাত পা ছুঁড়ে পুকুর খুঁড়ে
    পথকে বলে পাথার।

    তাতারের দি' তিতি
    বাঙালদেশের জল-কাঙালে
    মেঘ-বাজে নেই ভীতি
    পথগুলোকে পাথার বলা
    ওদের দেশের রীতি।
  • tan | 131.95.121.251 | ২১ জুন ২০০৬ ২৩:৩৭602355
  • জুরাসিক পার্কেতে
    ছিলো দুটো ডাইনো
    সেথায় ঘুরতে এলো
    গোটা চার রাইনো।
    ডাইনোরা বলে "ভাগ",
    রাইনোর সে কী রাগ
    তারপরে কি যে হলো
    খুকু বলে আই নো।

  • tan | 131.95.121.251 | ২১ জুন ২০০৬ ২৩:৩৯602356
  • এক যে ছিলো চোর
    তেষ্টা পেলো ওর,
    যা খেলো তা এইচটুও নয়
    এইচ টু এস ও ফোর!!!
  • indo | 59.93.243.214 | ২১ জুন ২০০৬ ২৩:৪৩602357
  • একটি পাহাড় দেখেছিলুম কারমাটারে,
    দিনের বেলায় অ্যাত্তোটুকুন, রাত্রে বাড়ে।
    রাত্তিরে তার কোল ঘেঁষে খুব মাদল বাজে,
    কারমাটারে এসেছিলুম নানান কাজে।
    কাজের মত কাজ ছিল এই চোখের দেখা,
    কারমাটারে কেউ যেও না একলা একা।
    কয়েদ করে রাখবে ধরে যাবজ্জীবন
    কারমাটারের এই রীতি-ঐ পাহাড়লিখন-
    সবার নখদর্পণে নেই অর্থভেদী-
    বুদ্ধিবিবেচনা এবং কুঠারছেদী
    কাঠের মতন শক্ত পাহাড় কারমাটারের,
    দিনের বেলায় অ্যাত্তোটুকুন, রাত্রে বাড়ে।।
  • tan | 131.95.121.251 | ২১ জুন ২০০৬ ২৩:৪৯602313
  • এই নাও গজফিতে
    এই নাও দূরবীন,
    অজ্ঞান করো যদি
    নাও তবে সেটপিন।
    নিউক্লীয় জেলি নিও
    অ্যানিলীন ঘন দিও
    বেড়ে যেন যায়্‌নাকো
    অ্যাক্সন ডেনড্রন।
  • indo | 59.93.243.214 | ২১ জুন ২০০৬ ২৩:৫৬602314
  • তিতি তাতার দু ভাইবোন
    বেড়াতে গেলো সুন্দরবন।

    সুন্দরবনের কুমীর বাঘ
    দেখতে গেলো পয়লা মাঘ।

    পয়লা মাঘে ভ্রমণ নাস্তি।
    বিন্ধ্য পর্বত পেলেন শাস্তি।

    হ্যামিলটনের জমিনদারি
    তিতি করলেন ভীষণ তারিফ।

    সেগুণকাঠের বাংলোয় বসে
    তেষ্টা মেটালেন খেজুর রসে।

    জিরেনকাটের মিঠেন রস
    তিতি তাতার কে কার বশ?

    সুন্দরবনের সুঁদরী গাছ
    মুরগীর ঝোল-ঝাল পাঁকাল মাছ।

    পাঁকাল মাছের চাটনি ভালো
    সারেং মাঝির খাটনি ভালো।

    তিতি তাতার দু ভাইবোন
    বেড়িয়ে এলো সুন্দরবন।।
  • samran | 59.93.254.174 | ২২ জুন ২০০৬ ০০:০৬602315
  • ইন্দ্রভাই তাতালে আম্মো তাতার দিই--

    চার বিষয়ে ফেল ছেলেটির
    নামটি ছিল তাতার
    কপিলদেবের ক্রিকেট খেলে
    তাই জানে না সাঁতার
    জেনেই কি শ্রীবৃদ্ধি হবে
    গজাবে দশখানা
    হাত, দুগগার আসছে পুজো
    চলেই যাবে তাতার।

    তার দিদিটি হয়তো মিঠি
    সবাই করে আদর
    'কলারশিপে' নাম কিনেছে
    হোক না সে বাঁদর!

    লজ্জা ঘেন্না হয় মেয়েদের
    তাতার কি আর মেয়ে
    আট বিষয়ে ফেল করে তার
    নাম তো সবার চেয়ে।।
  • samran | 59.93.254.174 | ২২ জুন ২০০৬ ০০:১২602316
  • ছড়ার আমি ছড়ার তুমি

    ছড়া এক্কে ছড়া, ছড়া দুগুনে দুই
    ছড়ার বুকের মধ্যিখানে পানসি পেতে শুই।
    ধানের ছড়া গানের ছড়া ছড়ার শতেক ভাই
    ছড়ার রাজ রবিনঠাকুর, আর রাজা মিঠাই।
    আরেক রাজা রায় সুকুমার আছেন তো স্মরণে?
    আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে।
    ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই
    ছড়া তো নয় পাল্কি, বাপা, ছ'জন কাহার চাই!
    ছড়া নিজেই বইতে পারে কইতে পারে, দুইই--
    বাংলা ভাষা মায়ের ভাষা তার তুলোতে শুই।।
  • samran | 59.93.254.174 | ২২ জুন ২০০৬ ০০:১৮602317
  • মাগনামিলির মমি

    আমার একটা মটর চাই
    অল্প দামের মটর
    চারটি চাকায় জড়িয়ে মাটি
    চলবে খটর খটর

    আমার একটা পুতুল চাই
    অল্পদামের পুতুল
    বুক দিলে সুখ বুঝবে মাটির
    নাম, ধরা যাক তুতুল

    আমার একটা তুতুল চাই
    অল্প দামের তুতুল
    ঘর জুড়ে হাঁ-মামায় ভাসা
    দেখতে পুতুল পুতুল

    এবার যা চাই শুনে পালাবে...
    লাটভবনের জমি
    তুতুলসোনা হত করেছে
    মাগনামিলের মমি !
  • samran | 59.93.254.174 | ২২ জুন ২০০৬ ০০:৩৮602318
  • অ ইন্দ্রভাইইইইইইইইইই...
    কনে গেলাআআআআআ??
    আর সবই বা গেল কুনায়???????

    আইচ্চা, তয় আরেকা খান ছড়া শুন।।

    গোপালপুরী বাবুই
    *********

    বাবুই গেছে মাছ ধরতে সমুদ্দুরের নীলে
    একটি খেড়ো ভেটকি পেলো তাও নিয়েছে চিলে
    ভেটকি তো নয়, অ্যাত্তোটুকুন একটি বেলে মাছ
    ঠিক কে নিল বলতে পারে বাঁকানো ছিপগাছ
    নৌকে দোলে বাবুই দোলে আর দোলে নীল জল
    উপরভাগে দুলছে রঙীন মেঘমাখা কম্বল
    দুলছে বাবুই কাবুই এবং দুলছে রোদের টাকা
    দশ নুলিয়ায় তুলতেছিল তাই কি ঝাঁকায় ঝাঁকায়
    সার্ডিন রূপো ঝুপসি গুঁপো
    সব বিলিতি নাম
    কৈ খলসে শিঙ্গি মাগুর কইতে কি আরাম
    কইতে কথা রইতে হবে সমুদ্দুরের পাড়ে--
    বিপদ দেখে উঠলো বাবুই লোবোমামার ঘাড়ে
    লোবোমামা বিরাট মামা জানো কি নামডাক
    তার বাড়িতে আসতো যেতো সিন্ধুচিলের ঝাঁক
    গ্র্যান্ড হোটেলে যেমন শেখান, তেমনি শেখান চিলে
    বাবুই বলে, বাংলা গানের সঙ্গে তো নেই মিল এর?
    হাসেন লোবো, বলেন শোবো, এই সাগরের তীরে।
    বাবুই বলে বালিশ ছাড়া কে শোয় আবর কীরে।
    তা বলে, মাছ ধরলি বহুৎ, বাবুই বলে,---কালকে
    ---গোপালপুরের দিন ফুরুলো, ফেরত চলো শালকে।।
  • Tirthankar | 130.207.94.244 | ২২ জুন ২০০৬ ০১:৫২602319
  • পুলক বন্দোপাধ্যায়ের এই ছড়াটা শুকতারায় বেরিয়েছিল। পরে শ্রাবন্তী মজুমদার ভারী আবেগ দিয়ে গেয়েছিলেন ভি বালসারার দেওয়া সুরে।

    একুশটা মুরগীতে মিঠুদের গোয়ালে
    মামাগাধা তান ধরে রোজ রাত পোয়ালে
    ধেকেটে ধেকেটে ব'লে দুধের বালতি দোলে
    তখন গয়লা দিয়ে গাই গরু দোয়ালে
    বলদ জলদে গায় জুড়ে দিলে জোয়ালে।

    বর্ষার জল তাই ছাত থেকে চোঁয়ালে
    সে তান শিখতে আসে মিরগেল-বোয়ালে
    (তারপর দুটো লাইন ভুলে গেছি)

    তাই ও গোয়ালঘর নাই আর ধোয়ালে
    মামাকে আদর ক'রে ঐ ঘরে শোয়ালে
    কানে যদি সুর ঢোকে সাধতেই হবে ওকে
    মামাগাধা খট্‌ করে আটকাবে চোয়ালে
    তার চেয়ে বেশ করে কানে বাঁধো তোয়ালে।
  • indrani | 130.155.48.169 | ২২ জুন ২০০৬ ০৪:০৮602320
  • ভাস্কো ডা গামার
    মাসতুতো মামার
    আগাগোড়া মুখস্থ
    পোর্তুগীজ গ্রামার।
  • kali | 68.47.188.173 | ২২ জুন ২০০৬ ০৭:১১602321
  • ইন্দো দা,

    ঐ ছড়া দুটো তোমার প্রিয় বলে তুলে রেখেছিলাম।আমি লীলু পিসির অন্য ছড়া বলি? ছড়া বা গান যাই বলো......

    এই যেমন ভীমের নাক ডাকানোর গান :

    ভর দুপুরে ঘঁফিস ঘঁফিস,
    ইক্কি কান্ড,হোয়াট ইজ দিস?
    ভোঁ ঘড় ঘড়,ভোঁ ঘড় ঘড়!
    বৃক্ষ মড়মড়, ঘরদোর পড় পড়।
    এই ভয় লাগানো,চোর ভাগানো,
    লোক জাগানো লক্ষ্মীছাড়া।
    এই কাগ তাড়ানো, ভুত ঝাড়ানো,
    নাক ডাকানো কেমন ধারা?

    আর আঁটলো-বাঁটলোর গানটাও চমৎকার,

    এই আঁটলো কাপড় কাচ
    ও বাঁটলো বাসন মাজ
    টিকে আন,তামাক সাজ
    উনুন ধরা,ছাগল চরা,
    বিছানা কর, পোলাটা ধর
    শিগ্গির ওঠ, বাজারে ছোট
    মাছটা কাট,মশলা বাট।
    চলছে সদাই এমনি ধারা
    কাজের বহর হয় না সারা
    রাত্রি দিবা,হুকুম কিবা।

    তবে আমার সব চে প্রিয় হলো এই টে :

    তোরা ঝগড়া ঝাটি কর
    অহার নিদ্রা মাটি কর
    ওরে নারদ নারদ বল।
    সুখশান্তি লন্ডভন্ড
    বন্দোবস্ত হচ্ছে পন্ড
    ওরে নারদ নারদ বল।
    আমরা খেটে মরি ঘুরে
    তোমরা খাসা পেটটি পুরে
    ঘুম লাগাও হে দিনদুপুরে।
    ওরে নারদ নারদ বল
    বের কচ্ছি মজা মারা
    দিবানিদ্রা কচ্ছি সারা
    কুঁড়ে বাদশার দল।
    ওরে নারদ নারদ বল।
  • kali | 68.47.188.173 | ২২ জুন ২০০৬ ০৭:১৪602322
  • আরেকটা ছড়া দিলাম,কার লেখা মনে নেই।

    এই ছেলেটা ভেলভেলেটা, কি খাচ্চিস চুইংগাম?
    বলতে পারিস আমার নাম?
    কি বললি হ্যাংলা হুতুম?
    এক চড়ে তোর মুন্ডু নিতুম।
    কিন্তু আমার সময় কম,
    তাই চলে যাই জোর কদম।
    রাইট-লেফট,লেফট-রাইট,
    আর এক দিন করবো ফাইট।

  • Paramita | 64.105.168.210 | ২২ জুন ২০০৬ ১০:০৩602324
  • তিতি-তাতার সিরিজের এটা আমার ফেবারিট:

    তিতির জন্যে তক্তি
    বানালো বাপ শক্তি
  • tan | 131.95.121.251 | ২৫ জুন ২০০৬ ০০:৪৩602325
  • কার লেখা মনে নেই,সম্ভবত ভবানীপ্রসাদের।

    রকেট কিংবা জাম্বো জেটের
    নকশা নতুন যা চিনছি,
    সবকিছুতেই মুচকি হেসে
    বলেন বুড়ো দ্য ভিঞ্চি।
    "ফেলনা এসব খেলনাগুলো
    কবেই আমি আঁক কষে,
    কেল্লা ফতে কইরা দিসি
    বিজ্ঞানীদের নাক ঘষে।
    আর্কিমিডিস তাই আমাকে
    খাইয়েছিলো রসবড়া,
    আর যা ভাবো,কেউ ভেবোনা
    মিথ্যে এটি, মস্করা।"

  • Paramita | 64.105.168.210 | ২৫ জুন ২০০৬ ০৩:০৪602326
  • ছড়ার বর্ডারলাইনটা ক্রস করে গিয়ে কখন কবিতা হয়ে যায় জানিনা তবে এটা আমার খুব প্রিয় - ছড়া বা কবিতা যাই হোক না কেন:

    কে তোর পিতা ? সূর্যকিরণ
    মাতা আমার সমুদ্র হন
    এই এতকাল ছিলি কোথায়?
    ঝর্ণায় আর খরস্রোতায়
    জলের থেকে শরীর ধরি
    সব উঠোনে ঝাঁপিয়ে পড়ি
    আজ এসেছি তোদের বাড়ি
    কোথায় আমার পুজোর শাড়ি?

    - মেঘবালিকার পরিচয়/জয় গোস্বামী

  • Tirthankar | 69.180.29.91 | ২৫ জুন ২০০৬ ০৪:০৩602327
  • কেনারাম পেশকার
    ভাঁজে রাগ দেশকার
    সক্কলে ভাবে দফারফা হবে শেষ কার
    হেঁকে বলে কেনারাম
    সাধনার কিবা দাম
    হ'তে যদি নাই পারি লতা মঙ্গেশকার?
  • Tirthankar | 69.180.29.91 | ২৫ জুন ২০০৬ ০৪:০৫602328
  • কলিযুগের জুলিয়েটকে বল্লে ডেকে রোমিও
    দিলকি বাত শোনো জুলি
    শাদীর দোলায় যদি দুলি
    কস্‌মেটিক্সের খরচা তখন তুমি একটু কমিও
    নাম ঠিকানা বিলোপ করি'
    চলো দুজনে ইলোপ করি
    তুমি হবে স্টেনোটাইপিস্ট, আমি এমবি হোমিও

  • dd | 202.122.18.241 | ২৫ জুন ২০০৬ ১০:২৪602329
  • বুবাই এবং গুবাই
    রাম লক্ষন দুভাই
    বুবাই লেখে রুবাই
    গুবাই গেলো দুবাই।

    এটা শক্তির লেখা
  • tan | 131.95.121.251 | ২৭ জুন ২০০৬ ০২:১০602330
  • বহুকাল পূর্বে শুকতারায় বেরিয়েছিলো এই ছড়াটা। যদ্দুর মনে আছে তা এরকম-(অনেক ভুলও থাকতে পারে)

    দত্তবাড়ীর সত্যবাবু মস্তবড়ো দাতা,
    হাত পাততেই আমায় দিলেন নোংরা ছেঁড়া ছাতা,
    সবে বলে এতো ছাতা নয়,এ যে নক্‌শী কাঁথা!
    এই কাঁথাটিই দিতেন গায়ে ভিক্টোরিয়ার মাতা।
    আমেরিকার বিজ্ঞানীরা বললো এ নয় যাতা
    দেখেই একে নাচ পেয়ে যায় ধিন তাতা ধিন তাতা।
    এই কাঁথাটিই গায়ে দিয়ে পালালে কোলকাতা
    দেখবি সবার ডিনার রুমে তোরই আসন পাতা।
  • Parolin | 213.94.228.210 | ১৯ জুলাই ২০০৬ ১৮:৩২602331
  • তাকুড় তাকুড় নাকা
    যাচ্ছে শেয়াল ঢাকা
    থেকে থেকে থেকে
    হুক্কা হুয়া ডাকে
    চাঁদপুরের কাঁক্‌ড়া বুড়ি
    কামড়েছে তার নাকে।
  • kd | 59.93.199.99 | ০৮ সেপ্টেম্বর ২০০৭ ২৩:৫৫602332
  • তা না হলে বোধহয় এটা।
  • Tim | 204.111.134.55 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ০৮:১০602333
  • বাহ! আট্টু ছড়ানো যাক তাহলে :-)) (এটা কিন্তুক পোমো ছড়া)

    চাঁদ দেখে বাঁধ ভেঙ্গে এল জল হুড়মুড়
    খাদ দেখে খাবি খায়, তবু চায় চুরমুর
    ডন দিয়ে ডানপিটে ডানদিকে ডাকলো
    সেই শুনে সাতকড়ি সত্যিটা চাপলো
    আলপথে আল্পনা, আলমারি বন্ধ
    খালপাড়ে খড়কুটো খিমচানো মন্দ
    বনবন বাদুড়েরা বাঁদরামো করছে
    শোন শোন! শেয়ালের মাথা তাই ঘুরছে
    পান করে পান কিনে পেনো বাড়ি ফিরলো
    চামচিকে চারদিকে এসে তারে ঘিরলো
    এরপর কি যে হল, মনে ছাই নাইরে
    ঘুম টুম ছুটে গেল, আলো ফুটে বাইরে।

  • d | 210.211.241.190 | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৩৫602335
  • কেমন হয় যদি লিখি ---
    "ডন দিয়ে ডানপিটে ডানদিকে তাকালো
    সেই শুনে সাতকড়ি বিরিয়ানী চাপালো'
    ঐ জায়গাটা একটু কিরম জেন লাগছে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন