এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলায় ব্লগিং : ব্লগব্লগানি

    trq
    অন্যান্য | ১৭ জুন ২০০৬ | ৩৪১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samik | 202.131.141.197 | ২২ জুন ২০০৬ ১২:৪৫603331
  • আচ্ছা, এটা কী হচ্ছে? স্বর্ণালীর অফিসের মেশিনে ইউনিকোড ইনস্টল করা নেই, তাই ও আমার ব্লগে উল্টোপাল্টা লেখা দেখছে। ওকে সোলেইমান লিপি পাঠালাম, ও সেটা ইনস্টলও করতে পারছে না, ttf ফাইলটাকে খুললে ও ঐ quick brown fox লেখাটা দেখতে পাচ্ছে না, তার জায়গায় চৌকো চৌকো বাক্সো দেখছে।

    কি ভাবে ইনস্টল করা যায় ইউনিকোড?
  • Arjit | 128.240.229.67 | ২২ জুন ২০০৬ ১৪:২৩603332
  • Windows SP2 থেকে ইউনিকোড built-in আসে। তবে সেটাকে জাগাতে হয়। Control Panel -- Regional And Language Options -- Languages এখানে গিয়ে যে দুটো চেক বক্স আছ, দুটোকেই টিক করতে হবে - Install files for complex scripts and right-to-left languages আর Install files for east asian languages। তাপ্পর রিস্টার্ট। অ্যাডমিন না হলে হবে না, আর ইনস্টলেশনের সময় যদি এটা ডিসেবল করা হয়ে থাকে তাহলে ইনস্টলেশন ডিস্ক লাগতে পারে।
  • trq | 211.28.248.189 | ২২ জুন ২০০৬ ১৪:৪০603333
  • দুটোতে টিক দেয় লাগে না। শুধু প্রথমটা দিলেই চলে।
    এখানে দেখতে পারো।
    file:///C:/Program%20Files/Avro%20Keyboard/Configuring_system.htm
  • trq | 211.28.248.189 | ২২ জুন ২০০৬ ১৪:৪৩603335
  • ধুর, মাথা গেছে আমার! নিজের পি,সি,-র লিংক দিয়ে দিয়েছি!
    এটায় দেখো-
    http://omicronlab.com/avrokeyboard/before_you_start.pdf
  • Arjit | 128.240.229.67 | ২২ জুন ২০০৬ ১৪:৪৩603334
  • ও, আর টিটিএফ ফাইল খুলবে না - ধরে C:\Windows\fonts-এ ফেলে দিতে বলো। রিস্টার্ট লাগতে পারে। উইন্ডোজে সবসময় রিস্টার্ট করে নেওয়া ভালো। ঢপের মাল। এটাও কিন্তু অ্যাডমিন না হলে হবে না।
  • Arjit | 128.240.229.67 | ২২ জুন ২০০৬ ১৫:০৭603336
  • আরো একটা সহজ উপায় বলি - যাদের এখেনে লিখে অভ্যেস তাদের জন্যে। মামুরে কও একটা "আঁকিবুঁকি" বলে সেকশন খুলতে, ব্ল্যাকবোর্ডের মতন - লিখবে আর মুছে দেবে। সেখানে এই বাংলিশে লেখো, সেটাকে ইউনিকোডে দ্যাখো (ইউনিকোডের লিংক দিয়ে) আর তাপ্পর কপি করে তোমার ইউনিকোড ব্লগে পেস্ট করে দাও। আমি তো "শহর থেকে শহরে" বলে যেটা লিখছিলুম সেটা এই করেই ব্লগে তুলে দিয়েছি:-)
  • trq | 211.28.248.189 | ২২ জুন ২০০৬ ১৫:১১603337
  • অরিজিতদা,
    এই বুদ্ধি আমি দিয়েছিলাম সুমেরুদা আর সোমুদা কে।
    ঈশানদা-র ভয়ে লোকসম্মুখে দিতে পারিনি। :-))
    ভাল করেছ প্রস্তাব তুলে। দেখো মামু কি বলে এবার।
  • Arjit | 128.240.229.67 | ২২ জুন ২০০৬ ১৫:৩৮603338
  • আচ্ছা, শমিক কি ব্লগস্পটেরটা তুলে দেবে? ওটা আপডেট না করে গুগুলে করলে যে? কোন লিংকটা রাখবো?
  • Samik | 202.131.141.197 | ২২ জুন ২০০৬ ১৫:৩৯603339
  • মানে ঐ সেলসিয়াসের সাইটে যে রকম আছে আর কি, তাই তো?

    ভাল প্রস্তাব।
  • omnath | 59.145.225.101 | ২২ জুন ২০০৬ ১৫:৫৮603341
  • বালের পোস্তাব। পাতি ""আপনার মতামত"" এর উইণ্ডোটার একটু মডিফিকেশন করে মাথায় দুটো বোতামে "বাংলা প্লেন" আর "ইউনিকোড" (যেমন ভাটের মাথায় আছে) করে দিলেই কাফি। আর সে কথা কি আমি আজ বলেছি? সে-এ-এ-এ-এ-এ-এ-এ ই কব্বে। আর বললাম আর্কাইভগুলো ও ইউনিকোডে দেখা যায় এমন করে দিতে।

    না মামুর কাজের ফুরসুৎ আছে, না কোড মডিফিকেশনের ধক, না পরোপকারের সদিচ্ছা।

    ডানদিকের বাংলা দেখার জানলাটাও ইংরিজির মতো লম্বা করে দিলে যে কত সুবিধে হয়, সে কথাও কি বলিনি? তা মামু শুনবে? কক্ষনো না। তারচে' নাকে সরষের তেল দিয়ে রাতে টিভি চালিয়ে বিশ্বকাপ দেখার ব্যর্থ চেষ্টা করতে করতে ঘুমোবে।

    এরেই কয় CEO মানসিকতা। ধিক।

  • Arjit | 128.240.229.67 | ২২ জুন ২০০৬ ১৬:০১603342
  • খালি খালি কমপ্লেন না করে তোর ব্লগের ঠিকানাটা দে দেখি।
  • Somnath | 59.145.225.101 | ২২ জুন ২০০৬ ১৬:১১603343
  • আমার ব্লগে কোনো লেখা নাই, ব্লগস্পট আর সামহোয়ারইন দুজায়গাতেই sndg নামে একটা আই ডি বানিয়েছি যাতে কমেন্ট মারতে পারি।

    শতাব্দীপ্রাচীণ কম্পিউটার, টানাটানি সময় আর আজ-ছাড়ি-কি-কাল-ছাড়ি চাকরি সামলেও এখনো যে ব্লগ ভাট টই পড়ে বেঁচে আছি সেজন্যে নিজেকেই ধনধান্য।

    বুড়ির ব্লগ দেখো। ইংরিজিতে যা তা লিখছে। সেসবকে কবিতা বলতেও হাত কেঁপে যায়। রক্তের গন্ধমাখা লেখা।
  • Arjit | 128.240.229.67 | ২২ জুন ২০০৬ ১৬:১৬603344
  • কে বুড়ি? আমার বৌয়ের নাম বুড়ি। আমার মামাতো বোনের নাম বুড়ি।
  • Arjit | 128.240.229.67 | ২২ জুন ২০০৬ ১৮:২০603345
  • জনগণ - হেল্প চাই। আমার ইঞ্জিরি ব্লগটা দেখো - http://ithink-therefore-iam.blogspot.com - IE দিয়ে। দেখে একটু জানাবে যে ডানদিকের প্রোফাইল হ্যানোত্যানোগুলো আসল লেখাগুলোর পাশে আসছে না নীচে নেমে যাচ্ছে? অদ্ভুত ব্যাপার - এই নতুন মেশিনটাতে খালি দেখছি ওগুলো নীচে চলে যাচ্ছে, রিফ্রেশ করলে ওপরে ঠিক এসেই আবার নীচে...ফায়ারফক্সে ঠিক আসছে, ম্যাকে ঠিক আসছে...ডিসপ্লে সেটিংয়ের গোলমাল কিনা বুঝছি নে।
  • a_x | 207.69.137.204 | ২২ জুন ২০০৬ ১৮:৪৩603346
  • অরিজিত, পাশেই দেখছি। ঠিকঠাকই।
  • Ishan | 130.36.62.127 | ২২ জুন ২০০৬ ২৩:১২603347
  • এতো হই হট্টগোলের কি আছে?

    ১। লেটেস্ট বাংলা এডিটার নামিয়ে নাও। সেটা তারেকের কাছ থেকে নাও, সাইটে এখনও তোলা হয়নি।

    ২। এবার বাংলা প্লেন এ লেখ। এবং সেভ কর।

    ৩। এবার পুরো লেখাটাকে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দাও সোলাইমান লিপিতে।

    ৪। করলেই একটা মেসেজ বক্স আসবে Want to Transliterate? উত্তরে ইয়েস মারবে।

    (এই স্টেপটায় একটু বাগ আছে। বিভিইন্ন সময় বিভিন্নরকম প্রবলেম দেয়। তবে একটু নেড়ে চেড়ে নিলেই ঠিক হয়ে যায়।)

    ৫। এবার সেভ অ্যাজ করে অন্য নামে সেভ কর।

    ব্যস বাংলা প্লেন আর ইউনিকোড দুই জাতীয় ডকুমেন্টই পেয়ে গেলে।

    *** ওয়ার্নিং : লেখাটা শুরুতে অবশ্যই বাংলা প্লেনে লিখবে। কারণ বাংলা প্লেন টু ইউনিকোড কনভার্টারটা মোটামুটি চলনসই। কিন্তু উল্টোটা, অর্থাৎ ইউনিকোড টু বাংলাপ্লেন --- অতীব জঘন্য।
  • trq | 211.28.248.189 | ২৩ জুন ২০০৬ ০১:২০603348
  • আরেকটা ব্লগ:

    ইশতিয়াক জিকো-র ব্লগ-
    http://www.somewhereinblog.net/iazicoblog/

    দারুন ইন্টরেস্টিং লেখার স্টাইল। সিনেমাপ্রেমী লোক। লেখার মধ্যেও সিনেমা-সিনেমা একটা ভাব আছে।
    সুমেরুদার পছন্দ হবে নির্ঘাৎ। বাকিদেরও হবার কথা।
  • trq | 211.28.248.189 | ২৩ জুন ২০০৬ ০২:১৩603349
  • এই ব্লগের লেখকের নাম খুঁজে পেলাম না কোথাও। ইয়াহু আইডি দেয়া আছে এস,এইচ, মিত্র।
    একটা পারফেক্ট ব্লগ বলা যায় এটাকে। সুন্দর সব ভাবনা চিন্তা তুলে ধরা এখানে।

    ব্লগের নামটা মজার খুব,
    হারে রেরে রেরে, আমায় ছেড়ে দেরে দেরে ! :-)

    http://blog.360.yahoo.com/blog-TfJh_igic6vMEzVvLhCD

    শমীকদাকে টিপস ,
    তুমি সত্যিই ব্লগ বানাতে চাইলে ব্লগার অথবা ইয়াহু৩৬০ ট্রাই করতে পারো।
    গুগলপেজ ওয়েবসাইটের জন্যে ঠিক আছে, কিন্তু ব্লগের জন্যে নয়!
  • trq | 211.28.248.189 | ২৩ জুন ২০০৬ ০২:৩১603350
  • আচ্ছা, এখানে যেসব লিংক তুলে দিচ্ছি, যারা সেসব দেখছো না, ঠিক আছে। কিন্তু যারা সেগুলো দেখছো, কেমন লাগছে ব্লগগুলো, বা লেখা বা চিন্তা ধারা বা লেখার স্টাইল বা ... আরো কিছু!
    এসব একটু এখানে শেয়ার করলে ভালো হতো না!
    অন্তত সেরকম কিছুই কিন্তু আশা করছিলাম।





    ফাঁকতালে একটা প্রশ্ন।
    ব্লগে যেসব লেখা তুলে দেয়া হয়, সেগুলো কি ছাপা হওয়া লেখা বলে গন্য হবে?
    নাকি ওটাকে একটা ল্যাবরেটরির মত করে ধরে নিয়ে সেসব লেখাকে অপ্রকাশিত লেখা হিসেবে ধরে নেয়া হবে এবং পরবর্তীতে কোন পত্রিকায় পাঠানো যাবে?
    ঈশানদা কি বলো?
  • Arjit | 82.39.161.35 | ২৩ জুন ২০০৬ ০২:৪২603352
  • আমার যেগুলো পছন্দ হয় সেগুলো লিংক করে দিই। আসলে এত লোক এখন লেখে, সব খুঁজে পাওয়াও মুশকিল, লিংক করাও...ব্লগ ডিরেক্টরিটা আপডেট হয় না - সেই কবে আমার ব্লগের লিংক দিয়েছিলুম ওখানে, এখনো ওঠেনি।
  • Arjit | 128.240.229.6 | ২৩ জুন ২০০৬ ১৫:০০603353
  • এখানে বাকি যারা আছে সব্বাইকে ধরে বেঁধে ব্লগ খোলাও তো।
  • trq | 211.28.248.189 | ২৩ জুন ২০০৬ ২০:২৭603354
  • অর্জিতদা, এবং অন্য যাদের অনেকগুলো পছন্দের ব্লগ আছে, তাদের জন্যে একটা সাইট।


    এখানে গিয়ে ২ মিনিটে একটা অ্যাকাউন্ট খুলে, পছন্দের লিংকগুলো ওখানে অ্যাড করে নিলেই দায়িত্ব শেষ।
    ওরা নিজেরাই ঐ ব্লগগুলোর আপডেটের খবর তোমাকে মেইল করে জনিয়ে দিবে।
    প্রতিবার তাহলে আর খুঁজে দেখতে হবে না কোনটা আপডেট হলো বা হলো না!
  • a_x | 207.69.138.13 | ২৪ জুন ২০০৬ ০৬:৪০603355
  • trq,
    http://www.somewhereinblog.net/jontronablog এইটা দেওয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। অদ্ভূত ভালো লাগল, খুবই ইম্প্রেসিভ।
    বাকাপ মানে কি?
  • trq | 211.28.248.189 | ২৪ জুন ২০০৬ ১৩:৩৮603356
  • অ্‌ক্ষ ,
    আমার পছন্দের তিনট ব্লগ হচ্ছে রাসেল ভাই, মুখফোড় আর ইশতিয়াক জিকোর ব্লগ।
    এগুলোও দেখতে পারেন। ভালো লাগার কথা।

    বাকাপ মানে ব্যাপক। ব্যাপক ব্যবহার করি খুব ভালো অর্থে! মানে ব্যাপক ভালোর সংক্ষেপ।
    আরো আছে,
    রাপু খাপাং!- এটার মানে হলো- ভীষন ভক্ত। ( রাপু খাপাং = পুরা পাংখা, পাংখা = fan, fan = ফ্যান।) গুরুচন্ডালির FC বা ফেলে চুমুর মতই!
    তারপরে,
    অশ্লীল= অশ্লীল
    কিন্তু, অশ্লীল অশ্লীল অথবা একেবারে অশ্লীল= খুব ভালো মানের লেখা! :-))
  • trq | 211.28.248.189 | ২৪ জুন ২০০৬ ১৩:৩৯603357
  • ঈশানদা ,
    আমার প্রশ্নের জবাব কই?
  • trq | 211.28.248.189 | ২৪ জুন ২০০৬ ২১:৩৪603358
  • নাহ, গুরুতে আর আসা যাবে না। ভাটে একটা গান চাইলাম, দেয়া দুরে থাকুক কেউ জবাবই দিলো না! :-(
    সেই দু:খে শুধু টইয়ে আস্তানা গাড়লাম, কিন্তু এখানেও দেখি একই কেস!
    তবে আর আসিয়া কি হইবে?
  • Paramita | 64.105.168.210 | ২৫ জুন ২০০৬ ০০:১৫603359
  • তারেক উইকেন্ডে একটা সিরিয়াস ট্রাই নিচ্ছি। খুঁজে পেলে জানাবো।
  • trq | 211.28.248.189 | ২৫ জুন ২০০৬ ২০:২৩603360
  • পারমিতাদি,
    অনেক ধন্যবাদ আপনাকে।
  • Samit | 59.92.154.41 | ২৬ জুন ২০০৬ ০৮:১৮603361
  • ঈশান ,

    রাসেল পারভেজ আমার MSN-এ আছে। জিগ্যেস করে ID পাঠিয়ে দিতে পারি তুমি চাইলে ।
  • Paramita | 64.105.168.210 | ২৬ জুন ২০০৬ ১০:৪৭603363
  • তারেক, খোঁজ পেয়েছি যে গীতবিতান লাইভ(তাই তো নাম? ঐ যেটায় সব রবীন্দ্রসংগীতের স্যাম্পল আছে) সিডিটিতে ঋতু গুহর রেন্ডিশান আছে এই গানটির। কিন্তু আমার কাছে এখন নেই, মাসখানেক পর হাতে আসবে। এখানে যদি কারুর ঐ সিডিটি থাকে তোমায় ঝটপট পাঠাতে পারবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন