এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পঁচিশে বৈশাখ

    Ishani
    অন্যান্য | ০৯ মে ২০১৩ | ৩৪৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Ishani | 125.241.53.194 | ০৯ মে ২০১৩ ০৬:০৫606356
  • রবির আলোয় অন্ধ হয়ে যাই...
    ................................................

    "যেদিন প্রথম পড়িলাম , জল পড়ে পাতা নড়ে ..আমার সমস্ত চৈতন্য বাহিয়া যেন জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল." এ কথা আমার নয়. রবীন্দ্রনাথের আর "জীবনস্মৃতি"র . আমি ভাবছিলাম , আমারও কি তাই নয় ? ছোটবেলায় বড় একা ছিলাম . মনে মনে . আমি হয়ত বারান্দার রেলিংগুলোকে ছাত্র- ছাত্রী ভেবে ছড়ির আঘাত করতাম না ; কিন্তু ওই জাফরি পেরিয়ে চোখ চলে যেত ট্রামরাস্তার ওপারে . খুব ইচ্ছে করত অন্যরকম একটা জগত খুঁজে নেবার .

    ছড়ার বই , ছবির বই . স্লেটে দাগা বুলোই . ইস্কুলে দুলে দুলে নার্সারী রাইমস . কিন্তু ঝোঁক খুব ..বড়দের বই হাতে নেবার . যাতে সবাই ভাবে, আমি দিগগজ হয়ে গেছি . এমন সময়ে বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ল . বাড়িতে এল এক নতুন আলোর ফুলকি . হালকা হলুদ আর খয়েরী মলাটে "রবীন্দ্র রচনাবলী ". প্রকাশক পশ্চিমবঙ্গ সরকার. ১৫ খণ্ডে . দাম ৭৫ টাকা. কাগজ এসেছিল বিদেশ থেকে . সে এক আশ্চর্য কাগজ. ট্রেসিং পেপারের মতো ফিনফিনে . আমি জিজ্ঞেস করেছিলাম, "এই এত অক্ষর ? ক'জন মিলে লিখেছে ?" বাবা বলেছিলেন , "একজনই . কিন্তু তিনি যে একাই একশ' . রবীন্দ্রনাথ ঠাকুর. " . " তাই ? কিন্তু সে দাড়িওয়ালা বুড়ো মানুষটা তো অনেক ছড়া লিখেছে. আর অনুরোধের আসরের গান ." বাবা হেসেছিলেন. বলেছিলেন, "এই নাও. সাবধানে পড়বে. শুয়ে শুয়ে পড়বে না. বই নষ্ট হয়ে যায় . একটু আধটু বুঝবে. বেশিরভাগই বুঝবে না. তাতে কোনো ক্ষতি নেই ." . আমি তখন কতই বা আর. এই বছর পাঁচ.

    সেই শুরু . প্রথমে চেনা পদ্য দিয়ে . তখন বয়স কম, পদ্যে কেমন দুলুনি আসে, ঝিমঝিম ..ঘুম পেয়ে যায়. জেগে জেগে স্বপ্ন দেখা যায়. মনে হয় , আমি আর একা নই . আমার অনেক বন্ধু . আমি আর খেলার সাথীর জন্য হা হুতাশ করি না . আমার বেশ কেমন একা থাকতে ভালো লাগে . একা . জানালায়. নীচে বস্তির টিপকলে সময়ের জলের জন্য হুটোপাটি , ঝগড়া, খিস্তিখেউড় . আমার এখন আর ওখান থেকে নতুন শব্দ জানার , শেখার কৌতূহল হয় না. আমার সামনে সারি সারি শব্দরা মসৃণভাবে হেঁটে যায় . আমি ধীরে ধীরে বড় হতে থাকি . ছড়ার বদল হয় কবিতায় , সুরের গুঞ্জন প্রণতি জানায় গানের চরণে . আমার হাসি কান্নার জগতে চুপি চুপি আসে অমল আর দইওয়ালা , আসে দুষ্টু ছেলে ফটিক. আসে কুড়ানী , আসে জুলেখা . কত নাম বলব ? এভাবে কি বলা যায় ?

    বড় হই . বড় হই . আমার একাকীত্ব আঁচলে বেঁধে নেয় চারুলতা . আমার খুব অসুখ তখন . ডাক্তার বলেছেন , "যদি সেরে ওঠে, ও হাঁটতে ভুলে যাবে. ওকে এক পা এক পা করে হাঁটা শেখাবেন ." আমার কিন্তু কোনো হেলদোল নেই. আমায় কানে কানে নীরজা বলেছে ,"আমি আছি ." আমাকে প্রথম প্রেম শিখিয়েছে লাবণ্য . নিজেকে প্রথম "নারী " ভাবতে শিখিয়েছে কুমু. আমাকে সোচ্চার হতে শিখিয়েছে বিমলা. আমাকে অন্যরকম হতে শিখিয়েছে অচিরা . আমি এই যে “আমি” হয়ে উঠেছি, আসলে কিন্তু আমি নই. আমার মননে টুকরো টুকরো হয়ে সেই কবে থেকেই রয়ে গেছে এমন অসংখ্য চরিত্র . আমি কখনো নন্দিনী হয়েছি. কিন্তু রঞ্জনকে না খুঁজে হাত রেখেছি বিশু পাগলার হাতে . এ সব ছেড়ে বেরোতে চেয়েছি, পারিনি. আবার ফিরে এসেছি... এলা হয়ে... অতীনের কাছে . টুকরো কাচ , নানা রঙের কাচ দিয়ে সেই কেমন ঝিলমিল জানালা তৈরী হয়.. বর্ণময় আলোর আলপনা ... আমি সেই নকশায় হাত বুলিয়েছি পালক আঙুল দিয়ে.

    এছাড়াও তো আরও কত কিছু . এসেছে অজস্র কবিতা , অজস্র চিঠি. নাটক. নৃত্যনাট্য . আমার অস্তিত্বে যার সতত অনুরণন .

    রবীন্দ্রনাথ আমার জীবনে প্রথম পুরুষ এবং প্রথম প্রেমিক ; যাঁর চোখ দিয়ে আমি অন্য এক জগত চিনেছি . যাঁর হাত ধরে আমার বর্ণহীন চেতনা পান্নাসবুজ আলোয় ঝলমল করে উঠেছে . রবীন্দ্রনাথই তো শিখিয়েছেন , দু:খ মানুষকে ঋদ্ধ করে . হাতে তুলে দেয় এক আশ্চর্য প্রদীপ . তার মৃদু অথচ নিরন্তর বিভা আমাদের নিয়ে যায় পথ দেখিয়ে ...সেই অনামা দিগন্তরেখাটিকে আমরা স্পর্শ করতে পারি এক অনন্য অনুভবে , যার অন্য নাম " শেষ আশ্রয়."
  • pharida | 132.161.136.251 | ০৯ মে ২০১৩ ০৬:৩৮606367
  • বাহ। শুভ পঁচিশে বৈশাখ।
  • Ishani | 125.241.83.26 | ০৯ মে ২০১৩ ০৯:০৬606378
  • আজ..২৫ শে বৈশাখে ... স্বগতকথন কিছু ...

    চারু ও অমল
    ............................

    সব ভুলেছি.... সমাজ শাসন , ভালোবাসা যখন তখন
    চারুলতা হয়ে একাই আছি . তুমি আমার অমল হবে ?
    সন্তর্পণে আলগা করি চেনা জানা লতার বাঁধন
    সব ভুলেছি.. সমাজ শাসন , ভালোবাসা যখন তখন
    তোমার চোখের তারায় আলো, সে আলোতে জীবনযাপন
    দিনান্তে রং মাখে আকাশ, পর্ণমোচী ফুল ফোটাবে
    সব ভুলেছি.. সমাজ শাসন , ভালোবাসা যখন তখন
    চারুলতা হয়ে একাই আছি . তুমি আমার অমল হবে ?
  • siki | 132.177.190.174 | ০৯ মে ২০১৩ ০৯:৪৬606400
  • বাহ।
  • রাণা আলম | 111.217.51.176 | ০৯ মে ২০১৩ ১০:৩১606410
  • ডিয়ার কোবিগুরু,
    পত্তদ্বারা আমনতন্নের জোন্য আন্তরিক দুখখিত।আপনার ফেসবুক লিঙ্কটা জানা থাকলে এত কোষ্ট কোরে বেঙ্গালিতে লিখতে হতনা।ইশকুলে পড়ার সোময় আপনার উপর হেব্বি রাগ হত,শালা কি সব আগডুম-বাগডুম লাইনের মানে আর এ্যকসপ্ল্যানেশন মুখস্থ,নিদেনপক্ষে টুকলি করতে গিয়ে এত বিজি থাকতে হত যে গারলস ইসকুলের টুম্পা’র সাথে ইয়ে মানে ‘লাভ’ টা করে উঠতেই পারলুম না,তা টুম্পা এখন পাড়ার ছেনো মস্তানের সাথে ভেগেছে,আর ক’বোতল ভদকা খেয়ে আমিও আপনার উপর রাগ করা ছেড়ে দিয়েছি।কিছু মোনে কোরবেন না সার,আমি একটু পষ্ট কতা বলি,আমি শালা টুম্পা’কে একপাতা লাভ-লেটার লিখতে পারলুম না(সেই ফাঁকে ছেনো এসে টবকা মালটাকে তুলে নিয়ে চলে গেল)আর আপনি সার,লিখে লিখে পুরো ঘর ভত্তি করে দিলেন।মানতেই হবে,হেব্বি জিনিস আপনি।
    তা সার,আপনি ওই মুসলমানী জোব্বা আর লম্বা দাড়ি রাখতেন ক্যানো?শালা শূয়োরের বাচ্চা বেজন্মা গরুখেকোদের দলে ছিলেন নাকি?ভাগ্যিস আপনি ছোবি হয়ে গ্যাছেন,নইলে কোনকালে আপনাকে টেররিস্ট বোলে জেলে ভরে দিত আমাদের গরমেন্ট।
    তো সার,আমাদের তালতলা সাব্বজনীন সাংস্কিত্তিক সোংঘ এর পোরিচালনায় আমরা এবার পতি বছরের ন্যায় এবারও ‘রবীন্দ জয়ন্তী’ পালন করবো।আমাদের সোভাপতি সংগামি নেতা মোহান বোতল মিত্তির।শুরুতে আপনার গান-টান নিয়ে কটা বোরিং আইটেমের পর মেন পোগগাম,শানুকন্ঠী কুমার ঝানু আর মিস লায়লা’র ডান্স।লায়লা’কে দেখলে শালা আপনারো কবিতা লিখতে ইচ্ছে কোরবে।তবে ওর দিকে বেশী তাকাবেন না,লায়লা আমাদের বোতল’দার পার্সোনাল পপার্টি।
    আপনাকে কি সোম্মান কোরি,তা ভাবতেও পারবেন না,আপনার জন্য আজ সবাই আমরা ইসপেশাল পাঞ্জাবী পোরবো,তাতে আবার বেঙ্গালীতে কিসব লাইন লেখা,সাতশো টাকার ফুল কিনেছি আপনার জোন্য।পাড়ার কাত্তিক ডেকোরেটর ইস্টেজটা যা ঝিনচ্যাক সাজিয়েছে,দেখে মোনে হবে মাইরি লায়লা’কে নিয়ে ফুলশয্যা কোরি(ইসস...এ লাইনটা বাদ দিয়ে পোড়বেন সার)।
    আপনি সার,যোদি বোক্তব্য মানে ইস্পীচ দেন,তাহলে বেশী লম্বা করবেন না আর জ্ঞানমূলক বই-এর কতা গুলো বাদ দিয়ে বোলবেন,উলটোপাল্টা কতা শুনলে পাব্লিক খেপে কেস কিচাইন করে দেবে।তোবে,বোতলদা’র নামে ভালো ভালো কতা কটা বলা কিন্তু মাস্ট,নইলে প্যাঁদানি খেয়ে যাবেন ফেরার সোময়।
    ওন্ন পাটি আপনাকে বলার আগেই আমরা কিন্তু ‘বুক’ করে নিলাম।চারটে মোটরবাইক সন্ধে ছ’টার সোময় আপনাকে নিতে যাবে,জোব্বাটা বাদ দিয়ে পাঞ্জাবী আর জিন্স পোরে চোলে আসবেন।
    ভালো কতা,আপনাকে ফুল দিয়ে পেন্নাম করবে মিস লায়লা,লাস্টে এটা হেব্বি দিলাম,কি বলেন সার?
    ____ থ্যাঙ্কিং ইউ,
    তালতলা সাব্বজনীন সাংস্কিত্তিক সোংঘ
  • j | 230.227.106.153 | ০৯ মে ২০১৩ ১০:৩৪606411
  • চব্বো !!
  • ranjan roy | 24.99.247.244 | ০৯ মে ২০১৩ ১১:১৭606412
  • ঈশানী,
    আমি মুগ্ধ, ফরিদার সংগে গলা মেলালাম।
    কিন্তু চারু ও অমল পর্বে সংকোচের সঙ্গে একটা কথা বলি, অন্য ভাবে নেবেন না, প্লীজ।
    দ্বিতীয় লাইনে ছন্দ কেটে গেছে মনে হচ্ছে, যেমনঃ
    "চারুলতা হয়ে একাই আছি, তুমি আমার অমল হবে?"

    আবার দেখুন যদি "হয়ে" বা "লতা" কে বাদ দেয়া যায় তাহলে মনে হয় ভাব অক্ষুন্ন থেকেও ছন্দ মিলে যাবে, যেমনঃ

    চারুলতা একাই আছি, তুমি আমার অমল হবে?

    বা,
    চারু হয়ে একাই আছি, তুমি আমার অমল হবে?

    আবার বলছি, আমার ভুল হতেই পারে, অন্যভাবে নেবেন না।
  • ranjan roy | 24.99.247.244 | ০৯ মে ২০১৩ ১১:১৯606413
  • তালতলা সাব্বজনীন সাংস্কিত্তিক সোংঘ জিন্দাবাদ!!!
  • Ishani | 111.63.140.123 | ০৯ মে ২০১৩ ১১:৩০606358
  • রঞ্জন ,

    এটি triolets ছন্দে লেখা. প্রতি পংক্তিতে যতি এমনভাবে আমি ব্যবহার করেছি , যে প্রথমভাগে ১১ অক্ষর, দ্বিতীয়ভাগে ১০. প্রতি পংক্তিতেই এই নিয়মে মোট ১১+১০==২১ অক্ষর ব্যবহার করা হয়েছে. এই ছন্দে অক্ষরের সখ্যা ঠিক রাখা খুব জরুরী . আপনি এভাবে যতি দিয়ে পড়ুন , মনে হয় শ্রুতিকটু হবে না.
  • siki | 132.177.190.174 | ০৯ মে ২০১৩ ১১:৩০606357
  • চারুলতা স্পয়েলার হয়ে গেছে। একমত।
  • Ishani | 111.63.145.237 | ০৯ মে ২০১৩ ১১:৩৮606359
  • সংখ্যা #
  • ranjan roy | 24.99.247.244 | ০৯ মে ২০১৩ ১২:০৭606360
  • থ্যাংক য়ু ঈশানী, সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।
  • kumu | 132.161.21.133 | ০৯ মে ২০১৩ ১২:৫৩606361
  • ঈশানী, খুব সুন্দর।
  • Kaju | 131.242.160.180 | ০৯ মে ২০১৩ ১৩:০৪606362
  • কুমুদির নাম-ও আছে ঈশানীর প্রাণের দোসরদের মধ্যে।

    আশ্চর্য 'যোগাযোগ', না? ঃ)
  • DB | 125.240.219.206 | ০৯ মে ২০১৩ ১৩:১৮606363
  • রঞ্জনের মত আমিও প্রথমটায় ঐ একই লাইনে হোঁচট খেয়েছিলাম । ঈশানী অবশ্য শুধরে দিয়েছিলেন
  • Kaju | 131.242.160.180 | ০৯ মে ২০১৩ ১৩:২১606371
  • বাপরে প্রচন্ড হোঁচট, বোঝাই যাচ্ছে ! মামুর কল একেবারে যা হইসে না !
  • অনিকেত পথিক | 212.54.54.240 | ০৯ মে ২০১৩ ১৭:৫৮606372
  • অমলরা চিঠি পায় রাজাদের থেকে
    মেঘ চেপে উড়ে যায় তারাদের দিকে
    ভুলবেনা সুধারাণী মনে মনে জানে
    চুপচাপ উড়ে চলে তারা চিনে চিনে
    জেগে থাকে চারুলতা চোরা পিছুটান
    এখনও কি ফেরা যায়--মন আনচান
    পাসপোর্ট-ভিসা জাগে বুকের পকেটে
    অমলকান্তি ওড়ে রোদ্দুর কেটে !
  • ঐশিক | 132.181.132.130 | ০৯ মে ২০১৩ ১৯:৩৪606373
  • তালতলা সাব্বজনীন সাংস্কিত্তিক সোংঘ দারুন!!!!!!!!!!!!
  • kk | 78.47.250.76 | ০৯ মে ২০১৩ ১৯:৪৮606374
  • রাণা আলমের লেখাটা পড়ে 'মাজের পাড়া জুবক সংঘো' মনে পড়ে গেলো। তারাও তাদের মত করে রবীন্দ্রনাথকে মনে করেছিলো।
  • জয়ন্ত | 127.194.89.232 | ০৯ মে ২০১৩ ২১:৩৩606375
  • চারুলতা কথাটা আমাদের চারু-লতা করে পড়া অভ্যাস, সেরকম করে পড়লে মিলবে না। 'চারুলতা হয়ে' বলে মনে হয় ছোটো একটা যতি, তারপর 'একাই আছি' বলে বড় যতি। তাই কি, ঈশানী?
  • Ishani | 111.63.218.106 | ০৯ মে ২০১৩ ২১:৫৬606376
  • চারুলতা শব্দটি একটি শব্দ হিসেবেই উচ্চারণ করতে হবে. চারু-লতা নয় . প্রতি পংক্তিতে ১১ টি অক্ষরের পর একটি স্বল্প যতি আসবে পঠনের সময়, তারপর বাকি ১০ টি অক্ষর ও পংক্তিশেষে পূর্ণ যতি. আমি সেভাবেই সাজিয়েছি.
  • কৃশানু | 213.147.88.10 | ১০ মে ২০১৩ ০০:২০606377
  • রানা আলম জিন্দাবাদ :-)
  • nina | 79.141.168.137 | ১০ মে ২০১৩ ০৭:৩৬606379
  • ঈশানী
    খুব সুন্দর !

    আর ডিবি র হোঁচট --হা হা হা হা হা---

    রাণা আলম --ঃ-)))))
  • sch | 111.63.175.166 | ১০ মে ২০১৩ ১৬:৪০606380
  • ঈশানীর লেখা ভালো লাগলো
  • কৌস্তভ ভট্টাচার্য | 113.245.197.178 | ১০ মে ২০১৩ ২১:৪৮606381
  • ওরে পাগল ঠাকুর কি তোর একার?

    ('আদরের নৌকা' পঁচিশে বৈশাখ ১৪২০ সংখ্যায় প্রকাশিত)

    7th August, 1941

    ‘দাড়ি ধরে মারো টান – রবি হবে খান খান’

    দেখুন স্যার – আমরা আজন্মাবধি একটা গাছ অসভ্য জাত। বাঙালীর বিশেষণ খুঁজতে বসলে আদেখলে, ছেঁচো মায় হেগোরুগী এইসব ভালো ভালো বিশেষণ গুলো তাই লাইন দিয়ে আগে আগে আসে।

    তো সেই জাতির একমাত্র সুপারহিরোর সুপারমৃত্যু দিবসটি স্মরণীয় করতে কোলকাতা হেদিয়ে হেগে মুতে একশা।

    তখনো দিনে সাড়ে চব্বিশ ঘন্টা চলা নিউজ চ্যানেল গুলো আসেনি। ‘এক্সক্লুসিভঃ আজ রবি ঠাকুরের অর্শের অপারেশন হলো। এই ব্যাপারে শহরের পেছন পকেট কাটা কেলে দিলীপ কি বলছেন দেখবো’ – ‘আজ্ঞে স্যার অর্শ আমাদের লাইনের জন্য হেব্বি খারাপ, পেছনে হাত দিলেন ব্যাথা টনটনিয়ে টের পেয়ে যায় ভিকটিম’। - না এগুলো শুনতে হয়নি।

    তো রবি ঠাকুর শেষ অবধি আমার দেহ আমার থাক – এটসেট্রা এটসেট্রা বলেও লোকাল অ্যানাস্থেশিয়া থেকে বাঁচাতে পারেননি নিজেকে। অপারেশনের পরে অবস্থা কিছুটা স্থিতিশীল হয় – তারপর অবনতি এবং অবশেষে যবনিকাপতন।

    তারপর শুরু হলো অকাল ঝুলন উৎসব। রাণী মহালনবীশদের নাকের ডগা দিয়ে কয়েকটা অচেনা মুশকো লোক রবি ঠাকুরের বডি তুলে ‘রবীন্দ্রনাথ মাইকি জয়’ জাতীয় শ্লোগান দিতে দিতে হাঁটা লাগালো।

    আস্তে আস্তে আদ্ধেক শহর ভেঙে পড়লো ঠাকুরবাড়ির গেটে। রবীন্দ্রনাথ কি কুক্ষণে আমি তোমাদেরি লোক লিখেছিলন – মরে তার শোধ চোকাতে হলো। লিটার‍্যালি তার বডিটা পাব্লিক প্রপার্টি হয়ে গেল।

    যারা জীবনে তার অবাঙালিসুলভ অতিমানবিক কর্মবীর চৌহদ্দির মধ্যেও ঢোকার সাহস করেনি সেই শাখামৃগকুল তাকে নিয়ে মোটামুটি লোফালুফি শুরু করে দিলো। তপন রায়চৌধুরী বাঙালনামায় লিখেছেন – জাতির শ্রেষ্ঠ মহাপুরুষের প্রয়াণে শোকপ্রকাশের এই সার্কাস, তাদের কলেজের ফিরিঙ্গি শিক্ষকের বিদ্রুপাত্মক বঙ্কিম হাস্যোদ্রেক করতে ছাড়েননি।

    এরি মাঝে দেখা গেল সেই অদৃষ্টপূর্ব বাঁদরামো। জনে জনে লোকজন স্মৃতিটুকু থাকের মেমেন্টো হিসেবে বরবেশে সজ্জিত মরদেহের মুখ থেকে দাড়ি উৎপাটন করতে লাগলেন। ফুলটু গণতন্ত্র। ভিকট্রি মেমেন্টো – কবির সযত্ন লালিত দাড়ি।

    [জনান্তিকেঃ যাহারা তোমার ছিঁড়িয়াছে দাড়ি, বডি নিয়ে গেছে হেলিয়ে – তুমি কি তাদের দেবেনা লেঙ্গি? দেবে না কি তুমি কেলিয়ে?]

    শেষ বেলায় অন্ত্যেষ্টির লাইভ টেলিকাস্ট। লোকে গঙ্গাবক্ষে নৌকা থেকে রবীন্দ্রদাহ চাক্ষুষ করে ধন্য হলেন। কবি মরে শান্তি পেলেন অবশেষে।

    এই বিবরণ পড়ে একটা আশ্বাস থাকে – ভাগ্যি ব্ল্যাকক্যাট সঙ্গে ছিলো, কি দুর্দশাই হতো তা না হলে। নাহলে সৌরভের বেহালার বাড়ি থেকে ইডেন যেতে যা সময় লাগতো তাতে আর টেস্ট ডেবিউ করার সময় থাকতো না। লোকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাটকের সময় স্টেজে উঠে মোবাইলে ছবি তুলতো। দেহরক্ষী সভ্যতার অমূল্য সৃষ্টি। আসলে যে বাঙালি রোজ বিনা টিকিটে শিয়ালদা পার করে, যে বাঙালি ট্রাফিক রুলকে কলা দেখিয়ে সিগনাল ভাঙে – বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে ডুপ্লেক্সের ইএমআই ভরে, আর বসের পিছনে গালি আর উঠতি ডবকা সুন্দরীর পিছনে তালি মারে – তার কাছে এরম এক্সপেকটেশনই থাক উচিৎ কিনা?

    রবি ঠাকুর – সরি বস। সভ্যতার সংকট ফংকটে আপনি শেষ লাইনে পূর্বের সূর্যোদয় দেখিয়ে হাল্কা করে একটা ঐতিহাসিক ব্লান্ডার করে ফেলেছিলেন। আফটার অল সভ্যতা কি আপনার একার?
  • ranjan roy | 24.96.133.210 | ১১ মে ২০১৩ ০০:১৯606382
  • কৌস্তুভকে ধন্যবাদ, এই লেখাটা পড়ানোর জন্যে।
    গতকাল আমাদের পাড়ায় এবং চ্যানেলে না বুঝে যান্ত্রিক কবিতাপাঠ, ব্রততীর যাত্রাপালা ও কিছু কলেজের ছেলেমেয়ের রবীন্দ্রজয়ন্তীকে সরস্বতী পূজোর সমতূল্য করে তোলা দেখে জ্বলে গিয়েছিল।
    মনে হচ্ছিল উনি এখন ব্যবহৃত ব্যবহৃত হতে হতে শুয়ারের মাংস হয়ে গেছেন।
  • কৃশানু | 213.147.88.10 | ১১ মে ২০১৩ ০০:৩০606383
  • এই লেখাটা তো অসাধারণ!!
  • Rivu | 78.232.118.246 | ১১ মে ২০১৩ ০৫:১৯606384
  • রবীন্দ্রনাথ কে নিয়ে টানাটানি যদি বেশি হয়ে থাকে, সেই টানাটানি নিয়ে লেবু কচলানি ও কিছু কম হচ্ছেনা। বাঙালি তো তাও শুধু শবদেহের উপর ভিড় করেছিল (দাড়ি ছেঁড়ার সত্যতা নিয়ে বিতর্ক আছে)। বছর দশেক আগে বেঙ্গালুরু না সেন্নাই কোথায় একজন ফিলিম স্টার সাধারণ ভাবে মারা যাওয়ার পর লোকজন শোকে পাগল হয়ে গিয়ে বাস ট্রাম পুড়িয়ে দিয়েছিল, কেউ কেউ সুইসায়িদ ও করেছিল। আবেগপ্রবণতা আর হুজুগেপনায় বাঙালি আর যাই হোক, জগত সভায় শ্রেষ্ঠ আসন মোটেই পাবেনা। তার অন্য দাবিদার আছে।
  • কৌস্তভ ভট্টাচার্য | 113.245.197.178 | ১১ মে ২০১৩ ১০:১৯606385
  • @ঋভু - কিন্তু একজন সুপারস্টার মারা যাবার পর অ্যাদ্দিন ধরে তাঁকে আঁকড়ে বেঁচে থাকা আর কেউ করে কি ভূভারতে? আমার তো জানা নেই
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন