এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অ্যান্ড্রয়েড বা আইফোনের বিভিন্ন ইউজফুল অ্যাপ্লিকেশন

    Samik
    অন্যান্য | ০৬ মে ২০১৩ | ৭২৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 132.177.251.70 | ০৬ মে ২০১৩ ১৬:৫৯606497
  • যে যা জানেন বিভিন্ন কাজের অ্যাপস সম্বন্ধে একটা একটা পোস্টে একটা একটা অ্যাপ সম্বন্ধে লিখতে থাকুন।

    আমিও জুড়ব।
  • ঐশিক | 132.181.132.130 | ০৬ মে ২০১৩ ১৭:০২606508
  • erail ডট ইন ট্রেনের বেশ ভালো অ্যাপ, পিয়েনার থেকে শুরু করে টিকিট কাটার আগের স্টেটাস বেশ দেখায়

    https://play.google.com/store/apps/details?id=in.erail.m
  • 4z | 209.119.232.211 | ০৬ মে ২০১৩ ১৭:৪৯606519
  • app of the day অ্যাপ।
  • Blank | 180.153.65.102 | ০৬ মে ২০১৩ ১৮:৩০606530
  • whatsapp - মেসেজ ছবি ফাইল গান শেয়ার করুন। গ্রুপ বানিয়ে নিন।
  • Blank | 180.153.65.102 | ০৬ মে ২০১৩ ১৮:৩২606541
  • aldiko ইবুক রীডার, দারুন ভালো। আই বুকসের মতন দেখতে
  • kummu | 132.161.224.4 | ০৬ মে ২০১৩ ১৮:৩৩606552
  • গুরুতে চমৎকার লেখা যায়।
  • Blank | 180.153.65.102 | ০৬ মে ২০১৩ ১৮:৩৫606563
  • zomato যাদের খাওয়া দাওয়া নিয়ে একটু ইসে আছে, তাদের জন্য রেস্টুরেন্টের সুলুক সন্ধান

    imdb যে কোনো সিনেমার ডিটেলস এর জন্য
    rotten tomato আই এম ডি বির মতন কিন্তু ভারতে পাওয়া যায় না
    ink pad নোটপ্যাড
    mayabi বাংলা লেখার জন্য
  • siki | 132.177.169.115 | ০৬ মে ২০১৩ ১৮:৫৭606572
  • ভাইবার ইউজ করেন্না কেউ?

    http://www.viber.com/#android

    পৃথিবীর যেখানে খুশি থাকুন, দুটি ফোনে ভাইবার ইনস্টলড থকলে আইপি প্রোটোকলে একে অপরকে কলিং ফ্রি। ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড। কেবল ইন্টারনেট কানেকশন লাগে। মোবাইল ডেটা বা ওয়াই ফাই যা খুশি ইউজ করুন, সেটুকু হলেই ভাইবার টু ভাইবার ফোন করতে পারবেন।

    দুজনকেই নেটে কানেক্টেড থাকতে হবে অবশ্য।
  • 4z | 152.176.84.188 | ০৬ মে ২০১৩ ১৯:৪৪606573
  • es file explorer - ফাইল, অ্যাপস ইত্যাদি ম্যানেজমেন্টের জন্য। where's my droid - অত্যাবশ্যক সব অ্যান্ড্রয়েড ইউজারের জন্য, পারলে প্রো ভার্শান (পেইড) ব্যবহার করুন। ঝটপট কোন কিছু স্ক্যান করতে হবে অথচ হাতের কাছে আপনার স্মার্টফোন ছাড়া কিছু নেই? ব্যবহার করুন CamScanner। মোবাইল থেকে ফোটো এডিটিং? হবে। photoshop express। একটা গান শুনছেন, ভালো লাগছে, কি গান জনতে চান? Soundhound। Traveler by FlightStats - ইন্টারন্যাশনাল ফ্লাইট আর ডোমেস্টিক (ইউএস মোস্টলি) রিয়েল টাইম মনিটর। কী বললেন? লিংক চাই? প্লে স্টোর আর অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপের নাম লিখে সার্চ মারুন, পেয়ে যাবেন। অনেক কষ্টে গুরু আনব্লক করিয়েছি অফিসে, আবার ব্লক করে দিক আর কি লিংকের চক্করে। ইল্লি...
  • siki | 132.177.169.115 | ০৬ মে ২০১৩ ১৯:৫৩606498
  • বাপ্রে! এক পোস্টে হুড়মুড় করে একগাদা লিখে দিল।

    দেশের খবর পাবেন এনডিটিভি আর আইবিএন অ্যাপসদুটির মাধ্যমে। আজতক থেকে এবিপি নিউজ সব চ্যানেলের অ্যাপস দেখে নিয়েছি, কোনওটাই পাতে দেবার যোগ্য নয়, ঐ দুটো বাদ দিলে।
  • siki | 132.177.169.115 | ০৬ মে ২০১৩ ১৯:৫৬606499
  • ক্যামস্ক্যানার ভালো জিনিস। আমি ইউজ করি।
  • sayan | 170.83.96.84 | ০৬ মে ২০১৩ ২০:০২606500
  • বাঃ কাজের টই। আপাতত ফোনে একশ' ষাটটা অ্যাপ আছে যেগুলোর প্রায় সবকটাই ব্যবহার করি (ভুরু কুঁচকাবেন না, সত্যিই করি) সুতরাং পরে লিখছি।
  • pinaki | 148.227.189.8 | ০৬ মে ২০১৩ ২০:২৬606501
  • এই সিকি ভাইবার এর ডিটেল দাও। ভাইবার কি ফ্রী? আর ধরো আমি সুইডেনে আছি। আমার ফোনে ভাইবার লাগালাম। আর ওদিকে ধরো কলকাতায় আমার মার কাছে আর একটা স্মার্ট ফোন আছে সেটাতেও ইনস্টল করা হল। এবার তুমি বলছ কথাবার্তা বলতে পয়সা লাগবে না? মানে দুদিকেই না? মানে শুধু থ্রীজির ডেটার যেটুকু চার্জ সেইটুকু - তাই তো? এবার ধরো কলকাতায় আমার আরো একটা বন্ধুর ফোনে ভাইবার ইনস্টল করা হল। সেক্ষেত্রে কি আমি মা এবং সেই বন্ধু - দুজনের সাথেই ফ্রীতে কথা বলতে পারব? মানে বলতে চাইছি এই ফ্রী এর ফান্ডাটা কি কেবল দুটো নম্বরের জন্য? নাকি যেকোনো সংখ্যক ফোনের জন্য ভ্যালিড?
  • kc | 188.61.96.29 | ০৬ মে ২০১৩ ২০:২৮606502
  • যেকোনো সংখ্যক ফোনের জন্য ভ্যালিড।
  • sda | 127.194.199.9 | ০৬ মে ২০১৩ ২০:৩০606503
  • পিনাকীদা, যে কোনো ফোন, যত ইচ্ছে ফোনে ফ্রী তে কথা বলতে পারবে, প্রোভাইডেড দুটোতেই নেট কানেকশন আছে।
    স্কাইপের মতো কেস পুরো। আমি অফিসের ওয়াই ফাই তে ভাইবার চালিয়ে আমেরিকায় আমার বন্ধুদের সাথে গল্প করি মাঝে মাঝে ঃ)
  • pinaki | 148.227.189.8 | ০৬ মে ২০১৩ ২০:৩২606504
  • গোলা তো। খমোকা কেন Action VOIP কে পয়সা দেব?
  • sda | 127.194.199.9 | ০৬ মে ২০১৩ ২০:৩৬606505
  • না ভ্যয়েপ এ একটা সুবিধে হল যাকে করা হচ্ছে সে সাধারন ল্যান্ড লাইন/ মোবাইল নেটওয়ার্কের থ্রু তে ই কলটা পায়, কোনো হাই ফাই ফোন/ অ্যাপ বা নেট কানেকশন লাগেনা।
  • Sankha | 118.35.9.186 | ০৬ মে ২০১৩ ২০:৩৬606507
  • কাজের টই।

    ভাইবার লাগছে কেনো? স্কাইপ দিয়ে এর সবগুলোই হয়না? প্লাস স্কাইপে ভিডিও চ্যাটও হয় যেটা খুব সম্ভব এই ভাইবারে নেই।

    ওভু (ooVoo) এই রকম আরেকটা টুল কিন্তু বড্ড সিস্টেম রিসোর্স নেই বলে বিদেয় করেছি।
  • kc | 188.61.96.29 | ০৬ মে ২০১৩ ২০:৩৬606506
  • অ্যাকশন ভিওআইপি বা নিমগো, নিম্বাজ, স্কাইপ বা ইয়াহু কে পয়সা দিতে হবেই, কারণ বাড়ির লোকজন, এইরকমের ফোন আমার পোষায়না বলে কাটিয়ে দেবে, নয়তো দায়িত্ব নিয়ে ফোন হারাবে।
  • pinaki | 148.227.189.8 | ০৬ মে ২০১৩ ২০:৪০606509
  • Action VOIP এসুইডেন থেকে কলকাতা ১ ইউরো সেন্ট পার মিনিট। আমাকে এই ভাইবার এর সুবিধে পেতে হলে অবশ্য কলকাতায় মা এবং শ্বশুরবাড়ীতে স্মার্ট ফোনের ব্যবস্থা করতে হবে। ঃ-)
  • Sankha | 118.35.9.186 | ০৬ মে ২০১৩ ২০:৪১606510
  • ন্যাভ ইউএসএঃ ডেটা প্ল্যান ছাড়াই কাজ করে এমন একটি জিপিএস অ্যাপ। ডেটা প্ল্যান থাকলে ওয়্জে (wage)।
  • lcm | 138.48.127.32 | ০৬ মে ২০১৩ ২১:৫৯606511
  • হাতে গোনা কয়েকটা অ্যাপ, স্ট্যান্ডার্ড, সবাই জানে...

    Yelp - কাছাকাছি রেস্টুরেন্ট
    Netflix - সিনেমা
    PS Express - ফটো এডিটর
    Pandora - গান
    Dropbox , Skydrive - ফাইল শেয়ার/স্টোরেজ ...

    আর ঐ ব্যাংকের অ্যাপ গুলো, চেক জমা দেওয়ার জন্যে, ব্যালান্স ট্রান্সফার, বিল পে ... এই সব।
  • siki | 132.177.169.115 | ০৬ মে ২০১৩ ২২:০২606512
  • পিনাকী, একদম ফ্রি ভাইবার। কনফারেন্স হয় না, কেবল ওয়ান টু ওয়ান কল করা যায় ।

    এবার কোশ্চেন, স্কাইপ কেন নয়? সোজা হিসেব। তুমি সবসময়ে স্কাইপে লগিন করে বসে থাকো না মোবাইলে। স্কাইপে কথা বলতে গেলে দুই তরফেই স্কাইপে লগড ইন হতে হবে।

    ভাইবারে লগিনের ফান্ডা নেই। জাস্ট ইনস্টল আর নিজের মোবাইল নাম্বারের সঙ্গে সেটাকে মিলিয়ে নেওয়া, একটা এসেমেস, তাও ফ্রি। ব্যাস। পৃথিবীর যে কোনও প্রান্তের দুটো স্মার্টফোন, যাতে ভাইবার আছে, আর ডেটা কানেকশন চালু আছে, কথা বলো, ফ্রিতে। লোকাল এসটিডি আইএসডি, যা খুশি।

    দুবাই থাকাকালীন তো আমি ভাইবারের মধ্যমেই বাড়িতে কথা বলতাম।

    অ্যাকশন voip ফ্রি নয়, পহা লাগে।

    আর আমার বাবা টাইপের লোকজন, যাঅরা স্মার্টফোন খায় না মাথায় মাখে বোঝে না, পাতি ল্যান্ডফোনেই দিন চালায়, তাদের জন্য শস্তায় পুষ্টিকর হল স্কাইপ। বোধ হয় অ্যাকশন ভিওআইপি-র থেকেও শস্তা পড়ে।
  • siki | 132.177.169.115 | ০৬ মে ২০১৩ ২২:০৩606513
  • ড্রপবক্স খুব কাজের জিনিস। আমি ইউজ করি। ঝটপট মোবাইলের মাল ড্রপবক্সে ফেলে দাও, আর ল্যাপটপ খুলে ড্রপবক্স থেকে নিয়ে নাও। গুগুল ড্রাইভের মতই কেস, তবে অনেক স্মার্ট।
  • সায়ন | 59.249.109.119 | ০৬ মে ২০১৩ ২৩:৪৬606514
  • ন্যাভ ইন্ডিয়া, ওয়েজ - ন্যাভিগেশন অ্যাপ। প্রথমটা ডেটা প্যাকেট ছাড়া চলে। ভালো পেনিট্রেশন।
    জাস্ট ডায়াল - লোক্যাল সার্চ ইঞ্জিন
    ফাইন্ড আইফোন - মাস্ট হ্যাভ ফর আইফোন/প্যাড ইউজারস
    স্টার রোভার - স্টার গেজিং এ উৎসাহ থাকলে
    স্ন্যাপসীড - ফোটো এডিটিং অ্যাপ
    লগ-মি-ইন - রিমোট ডেস্কটপ কানেক্টিভিটি
    এয়ারপোর্ট ইউটিলিটি - ওয়াইফাই খুঁজতে হলে অতিশয় কাজের
    রিমোট মাউস - কাজের জিনিস
    কার্ডিওগ্রাফ - হার্ট রেট মনিটর। কম্প্যায়ার করে দেখেছি, প্রায় নির্ভুল
    ফিং - নেটওয়ার্ক স্ক্যানার
    ইউসি ব্রাউজার - ওয়াইফাই শেয়ারিং বিটুইন মাল্টিপল ডিভাইজ
    অনাভো এক্সটেন্ড - "শ্রিঙ্কস মোবাইল ডেটা স্টোরেজ আপ টু ফাইভ টাইমস ইউজিং সিকিওর বিটুইন ফোন অ্যান্ড ক্লাউড"
    ট্রু কলার - আনওয়ান্টেড কলার ব্লক করার জন্য। অটোম্যাটিক স্প্যাম ফিল্টার
    ইনস্টাগ্রাম
  • Blank | 69.93.242.23 | ০৭ মে ২০১৩ ০০:১৩606515
  • আমি স্টেলেরিয়াম ইউজ করি তারা দেখার জন্য।
  • a | 132.179.58.252 | ০৭ মে ২০১৩ ০০:১৯606516
  • আচ্ছা আপনেরা কেউ টেক্স্টওয়েব ইউজ করেন না? এসেমেসে নেটের তথ্যাদি দেখার জন্যে
  • kc | 188.61.96.29 | ০৭ মে ২০১৩ ০০:২৯606517
  • ইয়েস এতক্ষণে একটা ঠিকঠাক গুচর লেভেলের অ্যাপের নাম বলল অয়ন, টেক্স্টওয়েব।
    আর দুটো নাম বলি, আইতবলাপ্রো, তানপুরা হারমোনিয়াম আর মোটামুটি সবকটা তাল নিয়ে টোটাল অ্যাপ। নামিয়ে ফেলুন নামিয়ে ফেলুন। পেইড অ্যাপ অবশ্যই। তবে পয়সা উসুল অ্যাপ।

    লুভ্র মিউজিয়াম। ফ্রী অ্যাপ। নামান নামান। জলদি নামান।

    এছাড়া ইপিএল, আইপিএল এসব তো সবাই জানে।
  • a | 132.179.58.252 | ০৭ মে ২০১৩ ০০:৩৭606518
  • কেশীদা খিস্তি দিল কি না বুইলাম না ঃ)
  • kc | 188.61.96.29 | ০৭ মে ২০১৩ ০০:৪৯606520
  • খিস্তি দেব কেন? খিস্তি আমি সোজাসুজি দিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন