এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ্বিপ্লব | 78.33.140.55 | ২০ মে ২০১৩ ০৬:৪৭612070
  • -আজ থেকে এক বছর আগেও আশাটা এই ভাবে শুন্যে বিলীন হয় নি। হয়ত অসাধারন কিছু অপটিমিস্টদের তখনো আশা ছিল-মমতা ভুল বুঝবেন এবং পশ্চিম বঙ্গ ঘুরে দাঁড়াবে। দুবছর বাদে আমি নিশ্চিত, সেই দলে আর কেও নেই।

    এই গত দুবছরে একটি ছোট, বড় মাঝারি -কোন ধরনের শিল্প পশ্চিম বঙ্গ পায় নি। বর্তমান সরকারের জমিনীতি, এস ই জেড নিয়ে গোয়ার্তুমি এবং তৃণমূলের নানান ফ্রাকশনের সিন্ডিকেটের জ্বালায়, এই রাজ্যে শিল্প স্থাপনের মুর্খতা কেও করবে না। আর মন্ত্রীরা কি করবেন? তারা ভালই জানেন, দিদি খেপলে, কাল চেয়ার থাকবে না-শুধু ছায়াটা পড়ে থাকবে। খামোকা, কোন মন্ত্রীই বাড়তি কোন উদ্যোগ নিচ্ছেন না।

    আজকের সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পশ্চিম বঙ্গের মানুষের কাছে অপশন তাহলে কি?

    বুদ্ধদেব বাবুকে পশ্চিম বঙ্গের জন্য সেরা বাজি বলে আমি মনে করি। কিন্ত তার এক পায়ে প্রকাশ কারাতের শিকল, অন্য পায়ে সিটুর। উদ্দেশ্য ভাল থাকলেও তারপক্ষে বেশি কিছু করা সম্ভব না পার্টিগত বাধ্যবাধকতায়।

    কংগ্রেসের অধীর বাবু সব থেকে ভাল অপশন বলে আমি মনে করি। উনি বাস্তব সম্মত বুদ্ধিমান লোক। কিন্ত কংগ্রেসের মধ্যে এত কাঁকড়া, উনি উঠবেন বলে মনে হয় না। আর কংগ্রেস এখন উত্তর বঙ্গের পার্টি।

    পড়ে রইল বিজেপি। এ রাজ্যে বিজেপির কোন ক্যারিসম্যাটিক নেতা নেই। ভোট কাটা ছাড়া বিজেপির কোন ভূমিকা নেই।

    তাহলে জনগনের সামনে মমতার বিকল্প কি? সূর্য্যকান্ত, বুদ্ধদেব, অধীর ?

    আসলে সব থেকে ভাল বিকল্প তৃণমূলের মধ্যেই ছিল। সৌগত রায়, অমিত মিত্র বা দীনেশ ত্রীবেদী- এরা দক্ষ এবং বিচক্ষন প্রশাসক। কিন্ত তার বদলে তৃণমূলের মুখ হয়ে দেখা যাচ্ছে মুকুল, মদন এবং ববি হাকিমকে।

    তৃণমূলকে বাঁচানোর এখন একটাই উপায়। মমতা যদি অবসরে গিয়ে দক্ষলোকেদের হাতে পার্টির ভার তুলে দেন।

    স্যার পপার দেখিয়েছেন রাজনীতিতে কোন পার্টির সব থেকে বড় শক্তি, তাদের সব থেকে দুর্বল জায়গা। তৃনমূল এর ব্যাতিক্ত্রম না-মমতা তাদের সব থেকে বড় শক্তি এবং দুর্বলতম জায়গাও বটে। তারা জিতেছিলেন মমতার জন্য, হারবেন ও মমতার জন্য।
  • sch | 125.241.74.241 | ২০ মে ২০১৩ ০৮:২৭612081
  • বিপ্লব বাবু - আপনি আসুন না সক্রিয় রাজনীতিতে - আপনার মতোন মনন শীল, লীডার ও জ্ঞানী মানুষ পেলে মমতা বুদ্ধ অধীর সবাই হয়তো দলত্যাগ করে আপনার ছাতার তলায় দাঁড়াতে চাইবে। আমাদের আর ভোট দেবার সমস্যা থাকবে না, আপনি ২৯৪ এ ২৯৪ পাবেন। প্লীজ - বাঙ্গলার মুখ চেয়ে এটুকু করুন - অনুরোধ রইলো।
  • rivu | 78.232.127.201 | ২০ মে ২০১৩ ০৯:৪২612092
  • যদি কেউ পলিটিক্স নিয়ে লিখলে তাকে পলিটিক্স করার উপদেশ দেওয়া হয়, তবে গুরুতে ধর্ষণের টই গুলো উঠিয়ে দেওয়া উচিত।
  • দেব | 127.197.239.77 | ২০ মে ২০১৩ ১০:৩৩612103
  • বিপ্লবদা আপনি যেটা বলছেন সেটা হলে তো হয়েই যেত.....তিনোমুলে একটাই পোষ্ট, বাকি সব ল্যাম্পপোষ্ট, কথাটা খুব সত্যি। এই দলে বুদ্ধিমান, স্বাধীনচেতা কেউ টিকবেনই না, পার্টির ভার তুলে দেওয়া তো বহুদুর! দীনেশ ত্রিবেদী হাতের কাছে স্যম্পল রয়েছেন। শুধু মদন মিত্র আর মুকুল রায়ের মত কিছু সাইকোফ্যান্ট চামচা পড়ে থাকবে। যা চালাচ্ছেন আশা করি আগামী ৩ বছরের মধ্যে দিদির একটা মন্দির যেন প্রতিষ্ঠা করেন এরা।

    দিদির এতে কোন হেলদোল আছে বলে মনে হয়না। অবশ্য আদৌ ওনার এত সব বোঝার মেন্টাল এক্যুমেন আছে কিনা আই ডাউট। যাগগে অত ভেবে কাজ নেই। আর ৩ বছর।

    আর হ্যাঁ, এইবার ভুলটা স্বীকার করে নেওয়া উচিৎ। যেই আসুক সিপিয়েম যাক এই পথে চলাটা মারাত্মক ভুল হয়েছে আমাদের। আমার দিক থেকে নাকেখত এই রইল।
  • de | 190.149.51.69 | ২০ মে ২০১৩ ১০:৪৫612114
  • মমতার বিকল্প? উন্নততর মমতা ঃ)))
  • sch | 132.160.114.140 | ২০ মে ২০১৩ ১১:০৪612116
  • না রিদ্ধি - বিপ্লব বাবু তো প্রুফ করে দিয়েছেন কোনো বিকল্প নাই - QED. লেখাটার শুরু বিকল্প কি - শেষ বিকল্প নেই - কনক্লুডেড।তো নতুন কিছু ভাবতে হয় - বিপ্লব বাবুর লেখা আগেও পড়েছি - যুগদর্শী পুরুষ, সব সমস্যাই উনি জলের মতো বিশ্লেষণ করেন।

    ওনাকে অনুরোধ করাটা কি অন্যায় ? এর সাথে ধর্ষণের তুলনা করবেন না প্লিজ
  • b | 135.20.82.164 | ২০ মে ২০১৩ ১২:৫০612117
  • অন্য টই-এর কথা ছেড়ে কন্টেক্স-এ আসুন কমরেড।

    শেষে 'বিকল্প নেই' কোথায় বললেন? উনি লিখেছেন "তৃণমূলকে বাঁচানোর এখন একটাই উপায়। মমতা যদি অবসরে গিয়ে দক্ষ লোকেদের হাতে (সৌগত,দীনেশ,ইত্যাদি) পার্টির ভার তুলে দেন।"

    সেটা নিয়ে তর্ক চলতে পারে, তবে হঠাৎ করে বিলো দ্য বেল্ট আক্রমণ কেন??
  • sch | 132.160.114.140 | ২০ মে ২০১৩ ১৪:২৭612118
  • লেখাটা তো মমতার রিটায়রমেন্টে শেষ হয় নি - " তারা জিতেছিলেন মমতার জন্য, হারবেন ও মমতার জন্য" - এই দিয়ে শেষ হয়েছে। অর্থাৎ হারছেই । তার আগে অধীর, বুদ্ধ, বিজেপি কান্সেল করে দিয়েছেন। তাহলে?

    উনি সব কটা অপসানকেই নেগেটিভ দিয়ে দিয়েছেন। একবারও বললেন না কিভাবে কারাট শিকল আর সিটু শিকল থেকে বুদ্ধবাবু বেরোতে পারে। যদি এটুকুও বলতেন যে বুদ্ধ বাবু CPI(M) ছেড়ে যদি সম মনস্কদের নিয়ে CPI(M) bengal - খোলেন, তাহলে কি হয়? সেটা বোধহয় মমতার রিটায়ারমেন্টের থেকে অল্প প্রাকটিক্যাল। যদিও বুদ্ধবাবু বেস্ট বাজি এইটাই প্রবল ভাবে বিতর্কিত।

    অধীরের মতো গুন্ডা যদি CM হয় -তাহলে মমতা রাজের থেকে খারাপ বই ভালো হবে না। তো ওনার তো তাকেও ওপশান বলে মনে হয়েছে - আমি সেজন্যেই বিপ্লব বাবুকে ভেবে দেখতে বললাম। কেন নয়? উনি উচ্চ শিক্ষিত, অর্থলোভী নন, বুদ্ধিমান, সুলেখক এবং দেশ নিয়ে ভাবেন। এর চেয়ে ভালো অপশান আর কি হবে।

    বিলো দ্য বেল্ট কেন? এটা মাথার ওপরে - তাজ ,
  • biplab | 78.33.140.55 | ২০ মে ২০১৩ ১৮:১৩612071
  • আমি জেন দর্শনে বিশ্বাসী-যার মূলে আছে ডুউয়ালিজম। যাহা এসেট, তাহাই লায়াবিলিটি।

    মমতা এসেট, আবার মমতা সব থেকে বড় লায়াবিলিটি।

    সিপিএমে পার্টি এসেট, আর পার্টি ই দায়ী সিপিএমের অবক্ষয়ের জন্য।

    সব সময় রাজনীতি কেন, রিয়ালাইজেশন নিয়েও ত ভাবা যেতে পারে ।

    আর অধীর বাবুকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অসম্ভব বুদ্ধিমান এবং বিচক্ষন লোক তিনি। আমি পশ্চিম বঙ্গের রাজনীতিবিদদয়ের অনেকের ইন্টারভিউ নিয়েছি যখন ভি এন এন চালাতাম। আমার অভিজ্ঞতা বলে সৌগত, দীনেশ ত্রীবেদি, অধীর, বেবী নুর এদের মাথা মমতার থেকে অনেক বেশি পরিস্কার।
  • | 190.215.109.44 | ২০ মে ২০১৩ ১৮:৪১612072
  • কবি কি এখানে খুশকি র কথা বলছেন? ঃ)
  • rivu | 78.232.127.201 | ২১ মে ২০১৩ ০০:৪৭612073
  • তাইলে অধীর চৌধুরী ই উন্নততর বিকল্প সাব্যস্ত হলেন। জয় গুরু।
  • Pinaki | 105.195.215.19 | ২১ মে ২০১৩ ০২:১৩612074
  • ইন্টার্ভিউ নেওয়ার সময় সবাইকেই দারুণ লাগে।
  • kallol | 111.63.198.251 | ২১ মে ২০১৩ ০৭:০২612075
  • আমার কাছে বিকল্প সিপিএম বাদে বামফ্রন্ট+এসইউসি+নির্বাচনপন্থী নকশাল দলগুলি। এরা ক্ষমতায় আসার সম্ভাবনা কম। কিন্তু ঠিক্ঠাক বিরোধী হিসাবে কাজ করতেই পারে। ক্ষমতায় চলে এলে তখন এদের বিরোধীতার জন্যও তৈরী থাকতে হবে।
  • sch | 125.242.254.160 | ২১ মে ২০১৩ ০৮:০৯612076
  • কল্লোল-দা একটা তথ্য জানার আগ্রহ - - নেটে পেলাম না। RSP, SUCI, CPI, - এদের দলের কতসংখ্যক পলিসি মেকিং নেতার বয়েস ৭০ এর নিচে ? কোথায় পেলে জানাবেন

    পারিবারিক কোনো আত্মীয়ের অধীর ঘনিষ্ঠতার (তিনি বহরমপুরে অধীরের এক হাত হিসেবে খ্যাত ছিলেন) সূত্রে আমারও অল্প অভিজ্ঞতা হয়েছে অধীর চৌধুরী সম্বন্ধে জানার (শোনার)। অসম্ভব চালাক নিশ্চ্য়ই, সেই সাথে অনবদ্য অসৎ। আর অধীরের মুর্শিদাবাদের বাইরে কোনো মাস বেস নেই

    বিপ্লব বাবু একজনের নাম করলেন না - যিনি দাবীদার হতে পারেন -- সুব্রত মুখোপাধ্যায়। আদ্যন্ত অসৎ হলেও ইনি একজন দক্ষ প্রশাসক - KMC র মেয়র হিসেবে সুব্রতবাবু কিন্তু সত্যি কিছু কাজ করেছেন। এনাকে বাদ দিয়ে সৌগত রায় আর দিনেশ ত্রিবেদী?

    সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে খুব কাছ থেকে দেখলাম উত্তর ভারতের এক আশ্রমে - মানসিক শান্তির খোঁজে এসেছিলেন। কথা বার্তা শুনে ওই শচীনের পুরনো কিং ফিসারের Ad টা মনে পড়ে গেল "ম্যায় কোউন হুঁ, কাঁহা হুঁ", - পুরো কনফিসড লাথ খাওয়ার পর - জানে না কি করবে
  • SC | 34.3.20.47 | ২১ মে ২০১৩ ০৮:২১612077
  • একদম পার্সোনাল মতামত। পার্থ chatterjee কে সি এম করে মমতা বাংলার সোনিয়া হয়ে থাকতে পারতেন।
    মমতার মত রাজনৈতিক netri ভারতের রাজনৈতিক ইতিহাসে বিরল। কিন্তু administrator হিসেবে মমতা শুধু বিলো average নন, বেশ খারাপ।
    অফ সাইডের ভগবান হয়ে লেগ সাইডে শট মেরে আউট হওয়ার ভুল করলেন।
  • kallol | 116.76.0.197 | ২১ মে ২০১৩ ১৬:১০612078
  • RSP ক্ষিতি গোস্বামী, মনোজবাবু (পদবী ভুলে গেছি) SUCতে অনেকেই অছে একজনের নাম মনে পড়ছে মানিক মুখার্জি। আর জানি না।
  • কৃশানু | 177.124.70.1 | ২১ মে ২০১৩ ১৬:৩০612079
  • গুরুদাস দাশগুপ্ত - সিপিআই।
  • কৃশানু | 177.124.70.1 | ২১ মে ২০১৩ ১৬:৩০612080
  • উদয়ন গুহ - ফব। পলিসি মেকিং এ এঁর রোল অবশ্য জানি না।
  • sch | 132.160.114.140 | ২১ মে ২০১৩ ১৬:৪৮612082
  • গুরুদাস দাসগুপ্ত ৬৭, ক্ষীতি গোস্বামী - ৬৮, - আমার বেসিক উদ্দেশ্য ছিল জানার যে এনারা যথেষ্ট ডাইনামিক ভাবে বাকিদের মোকাবিলা করার মতো ক্ষমতা রাখেন কি না। মে বি এরকম কিছু হতে পারে। আশায় থাকি। আমি এটাই বলছিলাম যে তিন প্রধাণকে বাদ দিয়ে নতুন কেউ। অথবা হয়তো তৃণমূলে ভাঙ্গন ধরবে
  • কৃশানু | 177.124.70.1 | ২১ মে ২০১৩ ১৬:৫৩612083
  • গুরুদাস দাশগুপ্ত-র এত বয়েস জানতাম না!! ভেবেছিলাম লেট ফিফটিজ।
  • j | 230.227.106.153 | ২১ মে ২০১৩ ১৭:০১612084
  • ক্ষতি না মানে ইয়ে ক্ষিতি বাবু নাকি সিপিএমের থেকে ভাল বা বলা ভা বিকল্পো !

    পূর্ত দপ্তরের ভুতেরা যা জোরে হাসছে না ........
  • bb | 127.195.187.68 | ২১ মে ২০১৩ ১৭:৫৭612085
  • আমি বরং বলি কল্লোলদার উল্টোটা- সমাজবাদী, মাওবাদী,নকশালবাদী আর এসিউসি ছাড়া বামদলের সমণ্বয় অনেক বেশী কার্যকরী হবে।
  • kallol | 111.63.156.163 | ২১ মে ২০১৩ ২০:৪৬612086
  • ক্যানো? পূর্ত দপ্তরের ভূতেরা হাসছে ক্যানো?
  • PM | 37.254.16.5 | ২১ মে ২০১৩ ২২:৪৬612087
  • "ক্ষমতায় চলে এলে তখন এদের বিরোধীতার জন্যও তৈরী থাকতে হবে।"-- কল্লোলদা এখোন খুব সেফ খেলছেন ঃ) । ওয়ান্স বিট্ন ইত্যাদি।

    কিন্তু সারা জীবন কি আমরা বিরোধীতা করে আর কালো পতকা দেখিয়ে কাটাবো? বাংলার আজ সবচেয়ে প্রয়োজন কাজ তৈরী করা, আইনের শাসন আনা--এই সব পসিটিভ ব্যাপারে এক্টু চিন্তা ভাবনা করা যায় না শুধু ঋণাত্মক না ভেবে?

    কালোলদা অবশ্য বাংলায় চাষবাষ ছাড়া আর কিছু চান না। তিনোমূল মোটামুটি সেই পথেই চলেছে। আর আইনের শাসন তো ২০১১-র অ্যাজেন্ডায় ছিলো না। তা হলে আবার খামোখা পাল্টা পাল্টি কেনো?
  • ranjan roy | 24.99.227.60 | ২১ মে ২০১৩ ২২:৫৫612088
  • ধ্যাৎ,
    গুরুদাস দাশগুপ্ত আমার কাকার ব্যাচমেট ও বন্ধু,সেই ইউনিভার্সিটিতে বঙ্গীয় ছাত্র ফেডারেশন করার্দিন থেকে । উনি ৭৭। আমি ৬৩।
  • PM | 37.254.16.5 | ২১ মে ২০১৩ ২৩:০২612089
  • রাজনীতি করলে বয়স এক্টু তাড়াতাড়ি বাড়ে রন্জন্দা ঃ) জনগনের দয়িত্ব বলে কতা ঃ)
  • sch | 125.242.225.248 | ২১ মে ২০১৩ ২৩:৫২612090
  • হ্যাঁ রঞ্জন-দা ঠিক বলেছেন - ওনার জন্ম ১৯৩৬ (http://en.wikipedia.org/wiki/Gurudas_Dasgupta) - আমি ভুল লিখেছিলাম
  • cb | 99.231.125.36 | ২২ মে ২০১৩ ০১:৪৩612093
  • মানে এর থেকে বেটার করবেন ....
  • cb | 99.231.125.36 | ২২ মে ২০১৩ ০১:৪৩612091
  • সূর্য মিশ্র কেও দেখে মনে হয় ধীরস্থির ঠান্ডামাথা, নিশ্চই ভালো করবেন
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন