এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ১৯৯৩ এর একুশে জুলাইয়ের কুড়ি বছর পর।।

    সন্মিত
    অন্যান্য | ২১ জুলাই ২০১৩ | ১৬৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • সন্মিত | 125.187.53.148 | ২১ জুলাই ২০১৩ ২৩:৪২617315
  • শাসক দলের এক নেতা ২১ জুলাই এর শহীদ দিবস নিয়ে অনেক কিছু লিখেছেন দেখলাম। সেদিনের কথা,সেদিনের পুলিশের অত্যাচারের কথা,সেদিনের পার্টিতন্ত্রের কথা ইত্যাদি অনেক কিছু লিখেছেন।সেটারই একটা ছোটো জবাব-

    ১৯৯৩ এর পর কুড়িটা বছর কেটে গেলেও চিত্রটা এখনও বিশেষ পাল্টায়নি অবশ্য।আর পাঁচটা ছেলের মত আইন অমান্যে গিয়েছিলেন সুদীপ্তবাবু।আর বাড়ি ফিরলেন নিথর শরীড় হয়ে।পুলিশের মারে চোখ বেরিয়ে এসেছে।মাথা থেঁতলে গেছে।

    গ্রেপ্তার করা হয়েছিল ধনেখালির তৃনমূল কর্মীকে।সেটাই তাঁকে ওনার স্ত্রীয়ের শেষ দেখা।পুলিশ হেফাজতেই পুলিশের অত্যাচারে মৃত্যু হয় ওই তৃনমূল কর্মীর।অভিযোগ ,স্থানীয় তৃনমূল নেত্রী অসীমা পাত্রর রোষেই জেলে গিয়ে মরতে হয় ওই তৃনমূল কর্মীকে।বিচার এখনো হয়নি।
    আজকের প্রশাসনিক প্রধান সেদিন ধর্ষিতাকে নিয়ে বিচার চাইতে গেছিলেন মহাকরনে।আর আজ ধর্ষনের ঘটনা ঘটলে তাঁর প্রথম প্রতিক্রিয়া হয় 'ছোটো ঘটনা,সাজানো ঘটনা' ।

    ধর্ষিতার সমন্ধে শাসক দলের বিধায়ক আজ অম্লান বদনে তাঁকে 'বেশ্যা' আখ্যা দিয়ে দেন।যেন বা বেশ্যা হলেই ধর্ষন করার আইনসিদ্ধ অধিকার জন্মে যায়।

    আজ ধর্ষকদের বিচার চাইলে একটা গোটা গ্রামকে আচমকাই মাওবাদীর তকমা এঁটে দেন তিনি।জনসভায় সারের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে পনেরোদিনের জেল হেফাজত হয় এক গরীম শ্রমজীবি মানুষের।আজো তাঁকে কিছুদিন পর পর কোর্টের চক্কর কাটতে হয়।
    গার্ডেনরিচ কলেজের ভোটে শৃংখলা রক্ষার কাজে ডিউটি পড়েছিল পুলিশকর্মী তাপসবাবুর। তিনি আর ফেরেননি।সহকর্মীদের চোখের সামনেই লুটিয়ে পড়েছিল তাঁর গুলিবিদ্ধ দেহ।আর খুনীকে আড়াল করতে মাঠে নেমেছিল ফিরহাদ হাকিমের আশ্রিত স্থানীয় বোরো প্রধান 'মুন্না' ।

    অঞ্চলের পরিবেশ রক্ষার্থে ধাপাতে খুন হন তৃনমূল কর্মী।শম্ভুনাথ কাউকে হাজতে পোরা হলেও,ভোটের প্রয়োজনে তাকে আবার সামনে নিয়ে আসতে অবশ্য শাসক দল দ্বিধা করেনি।ভোটের বালাই বড় বালাই যে।

    সেদিনের রেজ্জাক মোল্লা দাপিয়ে বেড়াতেন তাঁর লুম্পেন বাহিনী নিয়ে।আজ তিনি আছেন ঠিকই।তবে অন্য ভূমিকায় অভিনয় করছেন এখন।আর তাঁর জায়গা নিয়েছেন আরাবুলরা।একই কায়দায় চলছে গনতন্ত্রের অনুশীলন।বোমা দিয়ে,বারুদ দিয়ে,বুথ দখল দিয়ে,ছাপ্পা ভোট দিয়ে,ছয় ইঞ্চি ছোটো করে দিয়ে।

    সেদিন মজিদ মাষ্টারের হাঁক ডাকে বাঘে গোরুতে এক ঘাটে জল খেত।বিনয়-দুনীল দের ভাষন মিডিয়ায় জায়গা করে নিত স্বমহিমায়,ভাষার গুনে। আর আজ তার জায়গা নিয়েছে বীরভূমের জেলা সভাপতি কেষ্ট,থুড়ি,অনুব্রত মন্ডল-যিনি বিরোধিদের নমিনেশান ফাইল করতে না দেওয়ার ধমক দেন।যিনি অম্লান বদনে পুলিশকে বোমা মারতে বলেন।যিনি নির্বিকার চিত্তে আদেশ দেন নির্দল প্রার্থীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য।

    সেদিনের গন আন্দোলনের জননেত্রী জনসভায় দাঁড়িয়ে আজাদের ভুয়ো হত্যার তদন্ত দাবী করতেন।সেদিন ভোটের দিনে চূড়ামনি মাহাতোর ভোট প্রচারের দাবী তালিকায় জ্বলজ্বল করত জঙ্গলমহলের সমস্ত রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী।আর এখন,জননেত্রীর পুলিশ ভুয়ো সংঘর্ষে হত্যা করে কিষানজীদের।জেলে পুরে রাখে বিরোধিদের।পুলিশ হেপাজতে পিটিয়ে হত্যা করায়।একই কায়দায়।কোন কোন খবরের কাগজ মানুষ পড়বেন,সেই ফতোয়া দেন।
    সেদিনের শাসক দল বুদ্ধীজীবিদের তৃনমূলের দালাল বলত।আজ রাজ্যের প্রশাসনিক প্রধান বুদ্ধিজীবিদের নীল ছবির ব্যাবসায় যুক্ত থাকার অভিযোগ করেন।

    সেদিনের প্রশাসকরা যেকোনো আন্দোলনের মধ্যে মাওবাদীদের জুজু দেখতেন। আজকের প্রশাসনিক প্রধানকে 'মাওবাদী' খোঁজার জন্য আন্দোলন দেখার প্রয়োজন হয়না।বরং তিনি তাঁর 'দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা'র সুবাদে পোশাক আষাক,এমনকি মুখ দেখেও বলে দিতে পারেন কে মাওবাদী আর কে মাওবাদী নয়।

    সেদিনের প্রশাসন,শাসক দল অপুষ্টিতে মারা গেলেও বলত 'অপুষ্টি নয়,অসুখে মরেছে'।
    আজকেও ঢেকলাপাড়া চা বাগানে সাধারন ইনফ্লুয়েঞ্জায় ভুগে যখন মানুষ মারা যান,তখন শাসক দলের নেতা মন্ত্রীরা দিব্যি তাঁডের দায় ঝেড়ে ফেলেন।একবাক্যে অস্বীকার করেন অপুষ্টির অভিযোগ।

    সেদিনের রিজওয়ানুর বিচার পায়নি।আত্মহত্যা?খুন ?জানিনা।এটুকু জানি,রিজওয়ানুর বিচার পায়নি।আর আজকের রিজওয়ানুররা থানার সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।কারন তিনি এক ধর্ষিতার পাশে দাঁড়াতে চেয়েছিলেন।আর তাই পুলিশ তাকেই শাসানি দেয়।কারন ধর্ষক যে শাসক দলের আস্রিত।তাকে তো গ্রেফতার করা যায় না।তাই আজকের রিজয়ানুররা কি চরম অভিমানে,নিদারুন ঘৃনায় থানার সামনে দাঁড়িয়ে গায়ে কেরোসিন লাগিয়ে নিজেকে মেরে ফেলেন।বোধহয় এই পচে যাওয়া সমাজে আর বেঁচে থাকতে চান না বলেই।

    কুড়ি বছর।সময় পেরিয়ে গেছে কুড়ি বছর।সেদিনের ২১ শে জুলাই।আজকের একুশে জুলাই।ছবিটা পাল্টেছে কি???
  • aranya | 154.160.98.31 | ২২ জুলাই ২০১৩ ০৫:২৫617326
  • পাল্টানোর সিন নেই, বরং আরও খারাপ অবস্থা :-(((
  • PT | 213.110.246.230 | ২২ জুলাই ২০১৩ ০৮:২০617337
  • পালটানোর কথা আদৌ ছিল কি? কেউ কেউ ঢাক-ঢোল পিটিয়েছিল পালটাবে বলে। যারা বিধানসভা লন্ডভন্ড করে তারা গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠা করবে এমন প্রত্যাশা একমাত্র অপরিপক্ক মস্তিষ্কের বালখিল্যরাই করতে পারে।
  • cm | 106.44.189.100 | ২২ জুলাই ২০১৩ ০৮:৫৭617347
  • পাল্টায়নি মানে অবশ্যই পাল্টিয়েছে। আর কবছর গেলে রাজ্যটাকে কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে? এ হল গুন্ডা বদমাশ আর চোরের সরকার। এরা তো মারামারি ছাড়া কিছুই জানেনা। সততার ছিঁটেফোঁটা থাকলে তার এখানে ঠাঁই হবেনা।
  • dd | 132.167.3.219 | ২২ জুলাই ২০১৩ ০৯:০৩617348
  • বিধানসভা লন্ডোভন্ডের কথায় মনে পরলো। ভামেদের ইয়াদ থাকবে।

    প্রথম যুক্তফ্রন্টকে পুরো চুকলি কেটে ফেলে দিলো প্রফুল্লো ঘোষ। পরে উনি মুখ্যমন্ত্রী ও হোলেন। প্রগ্রেসিভ ফ্রন্ট না কি জানি নাম ছিলো জোটের। ফের কংরেসের সাথে হাত মিলিয়ে।

    প্রতিবাদে বাংলা বন্ধ ইঃ তো হোলোই। বিধাবসভাও ভাঙ্চুড় কল্লো বাম ফ্রণ্ট। প্রফুল্লো ঘোষকে লক্ষ্য করে কে বা কারা একটা ডাস্টার ছুঁড়েছিলো, ফলে রক্তপাত হয়। ঘোষ মশাই রেডিও তে খুব কাঁ দুনী গাইলেন "আমার মিত্তু পজ্জন্তো হতে পারতো"। এই সব বলে।

    ভাম হলে বড্ডো অসুবিদে হয়। তারা সবই দেখে ফেলে বসে থাকে।
  • PT | 213.110.246.230 | ২২ জুলাই ২০১৩ ০৯:২২617350
  • না এটা কোন তুলনাই হল না। এই তথাকথিত নিরপেক্ষতা ইতিহাসের বিকৃতি মাত্র। বিধানসভার ভেতরে নেতাদের মারামারি কোন নতুন ঘটনা নয়। সেটা অবশ্যই ন্যক্কারজনক ঘটনা কিন্তু মারামারিটা দুদল নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে হয়।

    ভারতের ইতিহাসে মাত্র দুটো ঘটনা ঘটেছে বাইরের থেকে আইনসভাকে আক্রমণ করার। ২০০১-এর পার্লামেন্ট আক্রমণ-লসকর-ই-তৈবার কীর্তি। আর দ্বিতীয়টি মমতার নেতৃত্বে বাইরের থেকে বিধানসভা ভাঙ্গচূড়। এমনকি যারা পার্লামেন্টকে "শুয়োরের খোঁয়াড়" বলত তারাও কোনদিন পার্লামেন্টের (কিংবা বিধানসভার) দিকে তাক করে একটা ঢিল পর্যন্ত ছোঁড়েনি।

    মমতার কীর্তি ভুলে গিয়ে থাকলে আরেকবার দেখে নিন।
  • aranya | 154.160.98.31 | ২২ জুলাই ২০১৩ ০৯:২২617349
  • দুর্নীতির হিসেব করা গেলে, জাস্ট আর্থিক লুঠতরাজের দিক থেকে, বর্তমান পঃবঙ্গ বাম আমলের পঃবঙ্গ-কে বেশ কয়েক গোল দিত বলে মনে হয়।
    ডিঃ- এই ধারণার স্বপক্ষে কোন লিং নাই। বুর্জোয়া কাগজের খপোর আর পঃ বঙ্গবাসী বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সাথে কথোপকথন জনিত ধারণা
  • aranya | 154.160.98.31 | ২২ জুলাই ২০১৩ ০৯:৪১617351
  • পিটি দেখি আরও মারাত্মক এক তুলনা টানলেন - লসকর আর তিনোমূল।

    লসকর দিল্লীতে পার্লামেন্ট আক্রমণ করেছিল মানুষ মারার জন্য। প্ল্যানড অ্যাটাক - হত্যাই লক্ষ্য।

    তিনোমূলের বিধানসভা আক্রমণ পূর্বপরিকল্পিত বলে মনে হয় না। যদি প্ল্যানড হয়েও থাকে, মানুষ খুনের কোন প্ল্যান অব্শ্যই ছিল না।
  • lcm | 118.91.116.131 | ২২ জুলাই ২০১৩ ০৯:৪৫617352
  • বোঝো! লস্কর আর তৃণমূল। ইয়ে মানে, এটাই তো একটু ইতিহাস বিকৃতি হয়ে গেল না ঃ)
  • PT | 213.110.246.230 | ২২ জুলাই ২০১৩ ০৯:৫০617316
  • তুলনা করিনি তো-দুটো ঘটনার কথা উল্লেখ করেছি মাত্র। আরও এরকম কোন ঘটনার কথা আপনাদের জানা থাকলে জানান - আলোকিত হই।

    তবে এবার শাকের ক্ষেত কম পড়ে যাবে মনে হচ্ছে।
  • Sibu | 183.60.205.153 | ২২ জুলাই ২০১৩ ০৯:৫২617317
  • বুইলাম না। লস্কর আর তিনোমূলের একই মোটিভশন ছিল একথা কি পিটি কইলেন? ওনার বক্তব্য লস্কর ও তিনোমূল এরা দুজনেই বাইরে থেকে লোক এনে আইনসভা আক্রমণ করেছিলেন। কিন্তু কে লোক মারতে চেয়েছিল সে নিয়ে তো কোন কথা দেখলাম না।
  • PT | 213.110.246.230 | ২২ জুলাই ২০১৩ ১০:০৩617318
  • এই ঘটনাটি আমার মতে "উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়" তত্বের একটি অসাধারণ উদাহরণ। সেই কারণেই বামেদের অগণতান্ত্রিক হতে দীর্ঘ সময় লেগেছে যেটা তিনোরা দুবছরেই ছাড়িয়ে গিয়েছে। দুবছর আগে এই বিষবৃক্ষের বীজ রোপণের সঙ্গে অন্য যারা যুক্ত ছিল তারা দেখতে চায়নি বলেই দেখতে পায়নি।
  • rivu | 78.232.127.201 | ২২ জুলাই ২০১৩ ১০:০৮617319
  • দাঁড়ান দাঁড়ান। বাইরে থেকে তো মমতা ব্যানার্জি এসেছিল দেখলাম। আর যারা ভাংচুর করলো তারা তো মোস্টলি বিধায়কই মনে হলো। দুঃখজনক ব্যাপার যে এই লুম্পেন গুলি কেউ কেউ আবার পুনর্নির্বাচিত হয়েছে। আর ওই মহিলা যিনি চেঁচামেচি কচ্ছিলেন উনি বোধ হয় চিরকালই অমন অসভ্যতা করে থাকেন। আগেও দেখেছি।

    তাবলে লস্কর এর আক্রমনের সাথে প্যারালাল? ভালোই মিরাক্কেল।
  • lcm | 118.91.116.131 | ২২ জুলাই ২০১৩ ১০:০৯617320
  • ও। তিনোমুল বাইরে থেকে গুন্ডা আনে। কিন্তু সিপিএম আনে না, কষ্ট করে আবার বাইরে থেকে...
  • PT | 213.110.246.230 | ২২ জুলাই ২০১৩ ১০:৩৮617321
  • গোলপোস্ট সরাবেন না। সিপিএম লিচ্চয় গুন্ডা আনে-কিন্তু কোনদিন এইধরণের ঘটনা তিনোরা ছাড়া ভারতের আর কোন রাজনৈতিক দল ঘটায়নি। সেটা উল্লেখযোগ্য ব্যাপার।

    এটা যেহেতু ২১-শে জুলাই-এর টই তাই বলি যে মমতার এই অগণতান্ত্রিকতার প্রতি ভালবাসা ২১-সে জুলাই-এর রাস্তায় নামার মধ্যেও নিহিত ছিল। তিনি "মহাকরণ অভিযানের" ডাক দেনানি সেদিন-"মহাকরণ দখলের" জন্য অভিযান চালিয়েছিলে। দুটোর মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে।

    আর ২১-শে জুলাই-এর "শহীদ"-দের প্রতি বিন্দুমাত্র-ও শ্রদ্ধা থাকলে তিনি কোনদিন মণীশ গুপ্তকে মন্ত্রী বানাতেন না।
  • Marauder's Map | 131.241.218.132 | ২২ জুলাই ২০১৩ ১০:৪০617322
  • আহা, মোম্‌ টাডি ডি ক্ষমাশীলা। মণীশ গুপ্ত মন্ত্রী, রচপাল সিং (যিনি মোম্‌ টাডি ডি কে মহাকরণ থেকে টেনে বের করে দিয়েছিলেন) মন্ত্রী, লাল্লুদা ডানহাত...
  • lcm | 118.91.116.131 | ২২ জুলাই ২০১৩ ১০:৪৪617323
  • পোস্ট ঠিক আছে। গনতন্ত্রের পূজারী তো দূরের কথা, সামান্য রুল অফ ল নাই - একদম ঠিক। তবে কি, মমতা 'দখল' বলেছিল না 'অভিযান' বলেছিল - ও নিয়ে বাইট নষ্ট করবেন না, ব্যান্ডউইড্থ লিমিট ছাড়িয়ে যাবে - এই পরশু না কবে কোথায় দেখলাম বলেছে - মাছের চাষ বাড়ানোর জন্য পুকুরে মাছের 'জার্ম' ছাড়বে।
  • lcm | 118.91.116.131 | ২২ জুলাই ২০১৩ ১০:৪৭617324
  • না মানে বেশীর ভাগ লোকেই স্বাভাবিক তুলনা করে তস্করের সঙ্গে, সেখানে হঠাৎ লস্কর দেখে, একটু ইয়ে...
  • কৃশানু | 177.124.70.1 | ২২ জুলাই ২০১৩ ১০:৪৮617325
  • শহীদদের প্রতি শ্রদ্ধা আছে তো। পাগলু ডান্স ডান্স।
  • Sibu | 183.60.205.153 | ২২ জুলাই ২০১৩ ১০:৫২617327
  • হ্যাঃ, সাব-আর্বান, থুড়ি সাব-অলটার্নদের নেত্রীর কথায় এত্ত ভুল ধরলে কি চলে? গরজ থাকলে ডিকশনারি, থুড়ি মমশনারি করে নিন। যত্ত সব এলিট।
  • কৃশানু | 177.124.70.1 | ২২ জুলাই ২০১৩ ১০:৫৯617328
  • ও হ্যা, পুকুরে মাছের জার্ম ছাড়বে। কি মাছ? ইলিশ মাছ। পুকুরে।
  • siki | 132.177.234.79 | ২২ জুলাই ২০১৩ ১১:০১617329
  • মীরাক্কেলটা বিয়াপ্পোক।

    এলসিএমদা, যে সে মাছ নয়, ইলিশ মাছের জার্ম ছাড়বেন বলে বলেছেন।
  • lcm | 118.91.116.131 | ২২ জুলাই ২০১৩ ১১:১২617330
  • এই যে মমতা কি ভাষায় কথা বলে, ভুলভাল বলে, ইংরেজি ঠিক করে বলে কি না - এগুলো কেউই খুব একটা কেয়ার করে না। মিডিয়া আজ খোরাক করে, কাল বলে এগুলোই তো ইউএসপি - রাজ্যের বেশীর ভাগ মানুষকে ঠিকঠাক রিপ্রেজেন্ট করে।
  • siki | 132.177.234.79 | ২২ জুলাই ২০১৩ ১১:১৫617331
  • ঠিক। এটাই তো মেঠো ভাষা। যে ভাষায় আমজনতাকে কানেক্ট করা যায়।
  • Sibu | 183.60.205.153 | ২২ জুলাই ২০১৩ ১১:১৭617332
  • ল্যাদোশকে বড় হাতের ক্কঃ। পুকুরে ইলিশ মাছের জার্ম উনি ছাড়তেই পারেন তো। নাগ মহাশয় যদি মাটি ফুঁড়ে বাথরুমে গঙ্গা আনতে পারেন তাহলে দিদি কম কি হলেন? দিদির ইচ্ছেয় পুকুরে গঙ্গা আসবে মশয়, ঐ জার্ম থেকেই ডিম ফলবে। তখন হিংসেয় জ্বলবেন আর নুচির মত ফুলবেন।
  • কৃশানু | 177.124.70.1 | ২২ জুলাই ২০১৩ ১১:১৮617333
  • মমতা যদি রাজ্যের বেশীর ভাগ মানুষকে ঠিকঠাক রিপ্রেজেন্ট করে, তাহলে মানতেই হয় রাজ্যের বেশিরভাগ মানুষ বুউউকা। তাহলে বাংলা বা বাঙালি কিস্যুই ডিজার্ভ করে না। ঠিক একজন ফেমাস টইলিখিয়ে যেমন দিনে রাতে বলেন।

    কিন্তু আমার ধারণা রাজ্যের মানুষ অত বুউউকা নন, বেশিরভাগই ইলিশ কোথায় হয়, আর জার্ম দিয়ে ইলিশ হয় কিনা ভালোই জানেন। মমতাকেও ভালই জানেন। জাস্ট বামফ্রন্টকে সহ্য করা যাচ্ছিল না বলে, এবং আর কোনো অল্টারনেটিভ ছিল না বলে মমতা এসেছিল।
  • PT | 213.110.243.23 | ২২ জুলাই ২০১৩ ১১:২৯617334
  • "অল্টারনেটিভ" ছিলনা সেটা ঐতিহাসিক সত্য কিনা জানা নেই। তাও সেটা ঠিক বলে ধরেও নিলেও এখন আহা, উহু করে গণতন্ত্রের জন্য নাকিকান্না কাঁদলে চলবে কেন? মমতা এবং তার দলের কাঠামো ও রাজনীতির মধ্যেই যে অগণতান্ত্রিকতার বা স্বৈরাচারের বীজ লুকিয়ে ছিল সেটা তো জানাই ছিল!
  • Sibu | 183.60.205.153 | ২২ জুলাই ২০১৩ ১১:৩২617335
  • কিশানুর কথাটা ভেবে দেখলাম। বামেদের ওপর খচে গিয়ে জেনেশুনে মমতাকে ভোট দেওয়াটা খুবই সম্ভব। মোটের ওপর - শোলমাছ মারতে খাল কেটে কুমীর আনাটা এদেশেরই আইডিয়া। লোকে কি জানে না কুমীর শোলের চেয়ে অনেক বেশী মাছ খায়?
  • কৃশানু | 177.124.70.1 | ২২ জুলাই ২০১৩ ১১:৩৫617336
  • জানা ছিল তো। লুকিয়ে কেন, প্রকটই ছিল।
    ঐতিহাসিক সত্য বলে তো কিছু হয় না। দুটোর মধ্যে কে বেশি অসহ্য এই ফ্যাক্টরে বোধয় সিপিয়েম সে সময় তিনোদের ছাড়িয়ে গিয়েছিল।
  • lcm | 118.91.116.131 | ২২ জুলাই ২০১৩ ১১:৩৫617338
  • আহা শিবুদা, মানুষের কনফিউশন হল যে শোল-মাছকে তো শেষের দিকে কুমীরের মতন দেখাচ্ছিল - এত বড়ো এবং বুড়ো শোল, গায়ে ৩০ বছরের বেশী পুরোনো শ্যাওলা, পরিষ্কারের বালাই নেই। সে এক ইয়ে অবোস্থা!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন