এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চল্লিশ বছর বয়সঃ

    Lama
    অন্যান্য | ১৬ জুলাই ২০১৩ | ২৩৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Lama | 127.194.238.18 | ১৬ জুলাই ২০১৩ ১২:৫৩617968
  • pay rollএই চালশে
  • ঊমেশ | 90.254.147.148 | ১৬ জুলাই ২০১৩ ১৩:১০617979
  • এইটে ঠিক হয়েছে।
    ত্রিশ টা বড্ডো ছেলেমানুষী হচ্ছিল।

    সুমনের "চালশে" গানটা যে এমন মিলে যাবে ভাবি নি।
    টাক আর চশমা ছাড়া বাকি সব মিলে গেছে।
  • de | 190.149.51.68 | ১৬ জুলাই ২০১৩ ১৩:১২617990
  • সামনের বছরে লিখবো ঃ)
  • dukhe | 212.54.74.119 | ১৬ জুলাই ২০১৩ ১৪:৩২617995
  • লাগ লাগ লাগ একচল্লিশ।
  • Kaju | 131.242.160.180 | ১৬ জুলাই ২০১৩ ১৫:২৬617996
  • নাঃ এটা বুড়োদের টই। 'ছেলেমানুষী' না, 'বুড়োমানুষী' হোক।
  • উমেশ | 90.254.147.148 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৩৬617997
  • আমি প্রতিবাদ করলুম।

    আমরা মোটেই বুড়ো নয়, সবে মধ্য-যৌবনে এলুম।
  • Mad-eye Moody | 131.241.218.132 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৩৭617998
  • টাক ছাড়া বাকি সব মিলে গেছে। চশমা তো ছিলোই, এবার প্লাস পাওয়ারও এলো।
  • dukhe | 212.54.74.119 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৪১617999
  • লাইফ স্টার্টস অ্যাট ফর্টি। সবে ভূমিষ্ঠ হলাম। ভুঁড়ি, টাক ও চশমা সহযোগে। ত্রিশফিশ এখনো মায়ের পেটে।
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৪২618000
  • আমি লিখতে পারি?
    আমি টাক শুদ্ধুই গিয়ে পৌঁছব চল্লিশে। চশমা নাও লাগতে পারে। লাগতেও পারে। শান্ত সুবোধ বরাবরই ছিলাম। সর্বংসহা-ও।
    ঘরকুনো না হয়ে যাই, এটাই উইশফুল থিঙ্কিং।
  • cm | 127.96.121.165 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৪৬617970
  • টাক কি একাই এয়েচেন নাকি টাকাও এনেচেন সাথে বিস্তর।
  • কৃশানু | 177.124.70.1 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৪৬617969
  • দুখেদার টাক-ই বা কোথায় ভুঁড়ি-ই বা কোথায়? ঢপ দিলেই হবা?
  • Kaju | 131.242.160.180 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৪৮617972
  • না ওখানকার আমাদের কীর্তিকলাপ ছেলেমানুষী বলে খাটো করলেন কিনা, তাই ভাবলুম আর কি... ঃ)
  • Kaju | 131.242.160.180 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৪৮617973
  • উমেশবাবুকে বললাম।
  • cm | 127.96.121.165 | ১৬ জুলাই ২০১৩ ১৫:৪৮617971
  • না থাকলেই তো ওসবের শখ বেশি করে হয়।
  • Ekak | 125.115.139.226 | ১৬ জুলাই ২০১৩ ১৬:০২617974
  • এবার একটা ছত্রিশ বছর বয়েস নাম দিয়ে খুলবো :|
  • উমেশ | 90.254.147.148 | ১৬ জুলাই ২০১৩ ১৬:০৪617975
  • আমরা মেহনতি-মানুষেরা নামের সাথে বাবু যোগ করলে সেটা গালাগালি মনে করি।

    তাই আমার নামের সাথে বাবু নয়।
  • Agatha Christi | 127.194.206.84 | ১৬ জুলাই ২০১৩ ১৬:৫৩617976
  • বাহ এইটা ভালো টই। ৪০ এ পৌঁছনোর এক্টা সুবিধা আছে - বয়স সম্বন্ধে সব প্রেযুডিস উধাও হয়ে যায়। আরে এই তো চল্লিশ হয়ে যাবে (এই ভয়টা অবশ্য ৩০ এ ও থাকে) ভয়টাও চলে যায়। নিজেকে বেশ নির্ভার, মুক্ত আর তারুণ্যে ভরপুর লাগতে শুরু করে। উপর থেকে যেমন দেব / দেবীরা মর্ত্যর মানব/ মানবীর দিকে তাকিয়ে স্মিত হাস্য করেন, সেরকম ই মধ্য তিরিশের বয়সের ভারে ঝুঁকে পড়া আর মধ্য বিশের বয়স হয়ে যাবে ভয় পাওয়া বালক/বালিকাদের দেখে করুণা বিগলিত হাস্য সহকারে মৃদু ঠান্ডা বাতাস পরশে সুহানা জীবনের নতুন জোয়ার উপভোগ করে তরুণ ৪০, after all life begins at 40 ঃ)
  • Ekak | 125.115.139.226 | ১৬ জুলাই ২০১৩ ১৭:০১617977
  • লাইফ বিগিনস এভরি দে ইফ য়ু আর রেডি তু টেক দ্য রাইড ।
  • pharida | 192.64.65.5 | ১৭ জুলাই ২০১৩ ২২:২২617978
  • চল্লিশ একটা টিকিট, লাইসেন্সের মতো, দিব্য ফুত্তিফাত্তা চলছে - এমন সময় দরকার পড়লে টুক করে বের করে দেখিয়ে বেশ খালাস।

    বিন্দাস। হ্যাঁ এখনো চালসের গান আগের মতোই লাগে - একটু ভয় ভয় মতো -
  • debu | 180.213.132.253 | ১৮ জুলাই ২০১৩ ০৩:০৪617980
  • reproductive organ টা যদি ঠিক্ঠাক কাজ করে তাহোলে ২০,৪০,৮০ সব ই এক nature will support you to live longer & lol
    (মেয়ে দের ক্ষেত্রে এটা প্রজ্যোয নয়)
    জয় হো ঁঁঁঁ
  • Lama | 127.194.253.104 | ১৮ জুলাই ২০১৩ ০৫:২৫617981
  • কূট প্রশ্ন।

    কিন্তু আপাতগ্রাহ্য।
  • Lama | 127.194.253.104 | ১৮ জুলাই ২০১৩ ১৭:৫৫617982
  • এটা মনে হয় এখানে ভাল যাবে-

    বলছিলাম কি,

    বড় হয়ে কোনো রাজা হতে চাওয়া, নিদেনপক্ষে কোনো ফেরিওলা,
    ডাক্তার হতে না চাইলে পরে ‘ডেঁপো ছোঁড়া’ বলে চেনা কানমলা,
    কাঠি আইসক্রিম কেনার ইচ্ছে, মেলা দেখবার আকাঙ্খাগুলো,
    কবে যে কখন হলদেটে হল, পরতে পরতে জমে গেল ধূলো।
    যথারীতি হল লেখাপড়া শেখা, নিয়ম মেনেই গাড়িঘোড়া চড়া,
    কত হাসিকাঁদা, কত না বন্ধু, কিছু শত্রুতা হল ভাঙ্গাগড়া।
    পেটের তাগিদে গতর খাটিয়ে রোজগার হল কিছুমিছু টাকা,
    ভেঁপুবাঁশি কেনা তবুও হল না, সার হল শুধু সিন্দুকে রাখা।
    একূলে ওকূলে যত বিয়েবাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, পইতে
    -সামাজিকতাও সবকিছু হল, যেমন যেমন লিখেছে বইতে।
    এরই মাঝে কিছু ‘প্রেম’ ট্রেম মতো হাইহিল পায়ে খুটখাট হেঁটে
    এধারে ওধারে পথ দেখে নিল, সইল না ঘৃত গরীবের পেটে।
    জালিম জীবন তাড়িয়ে বেড়াল মহকুমা আর জেলাতে জেলাতে,
    সেইসব সেরে বিকেল বেলায় এখন বসেছি হিসেব মেলাতে।
    ভুল বকে আর ফালতু খরচে জীবনটা গেল আধখানা কেটে।
    ভাবছি একটু দম নিয়ে নিই, আরো অনেকটা যেতে হবে হেঁটে।
  • nina | 22.149.39.84 | ১৯ জুলাই ২০১৩ ১৮:৩৩617983
  • লামা হে --অসাম!!
  • kiki | 69.93.254.252 | ১৯ জুলাই ২০১৩ ২১:৪০617984
  • আমিও দের সঙ্গে আসবো। কলি ও বোধায় আমাদের সাথেই।পিনাকি ও। অনেকে আছি।:P
  • dd | 132.167.23.7 | ১৯ জুলাই ২০১৩ ২২:২০617985
  • অতীব ভালো হয়েছে - লামা কীর্ত্তন। একদম যথাযথ।

    হায়, চলিশ গিয়াছে চলে কুরি কুরি বছোরের পার। তিরিশের কথা ঠিক ঠাক মনেও পরে না। আর আমার তো কস্মিন কালেও কুরির নীচে বয়স ছিলো না।
  • siki | 132.177.46.190 | ১৯ জুলাই ২০১৩ ২২:২৮617986
  • ডিডিদা কেন কুরি কুরি করে? ডিডিদা কি কুড়িকে চেনে?
  • debu | 180.213.132.253 | ২০ জুলাই ২০১৩ ০২:১৩617987
  • আমার statement ত এই বই থেকে টোকা The end of illness - writer Dr. Agus David B
  • kk | 78.47.250.76 | ২০ জুলাই ২০১৩ ০৪:৫০617988
  • লামার কবিতাটা চমৎকার, সন্দেহ নেই। কিন্তু আমার সাথে মিলছেনা। আমার বাপু এরকম আফশোষ আসছেনা। আজ অব্দি জীবনে অনেক কিছুই পাইনি (ইন ফ্যাক্ট যা যা চেয়েছিলাম তার বেশির ভাগই), কিন্তু যা পেয়েছি তাই বা মন্দটা কি? ভেঁপুবাঁশির বদলে না'হয় টানা ল্যাবেঞ্চুষ, কাঠি আইসক্রীমের বদলে কুড়িয়ে পাওয়া চিকমিকে রাংতা, খুব কি আর তফাত আছে?

    তিরিশের টইতেও লিখবো ভেবেছিলাম। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর এত আফশোষ দেখে খুবই অবাক লাগছিলো। হ্যাঁ, অনেক কিছু দেখিনি, অনেক কিছু পড়িনি কিন্তু সেরকম আবার অনেক কিছুই দেখেছি, ফীল করেছি,খেয়েছি, বানিয়েওছি (বাবকা থেকে শুরু করে ইয়র্কশায়ার পুডিং অব্দি, HHB)। তাই নিয়েই আমার তিরিশের কোঠা অব্দি দিব্যি ভরপুর হয়ে রয়েছে। চল্লিশের কোঠাও নিশচয়ই হবে। একটা মানুষ কি দুনিয়ার সবকিছু পায় নাকি? যা পাওয়া গেছে আমি সেই নিয়েই বেবাক খুশি।
  • | 127.194.80.227 | ২১ জুলাই ২০১৩ ১৩:৩১617989
  • চল্লিশ হয়েছে অনেককাল। হওয়ার আগে নিজের কাছেই একটু অবাক লাগত। চল্লিশ? সে কেমন হবে! মায়ের চল্লিশ মনে পড়ঃ-)চাচির চল্লিশও আকর্ষনীয়। তখন মনে হত, একদিন আমারও হবে? কতদিন বাদে? সে কেমন হবে?

    কলির সঙ্গে একমত। অনেক চাওয়া পাওয়া হয়নি। অনেক কিছু দেখা হয়নি। অনেক কিছুই পড়া হয়নি। এমনকি অনেক রান্না অ করা হয়নি। কিন্তু যা হয়েছে, যা দেখেছি সেও কম নয়। কম তো নয়। একদম কম নয়। উপর দিকে তাকালে মনে হয় কত কি হল না। কিন্তু নিচের দিকে তাকালে পাওয়াগুলো চোখে পড়ে।

    আজকেই একটা মৃত্যু সংবাদ শুনলাম। বাড়ির কাছেই কাজীপাড়া। সেখানে শবে বরাতের দিনে একটি বউ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিল। দু'মাসের বাচ্চা ছিল পেটে। দুটো-তিনটে হাসপাতাল ঘুরে অবশেষে তার জ্বালা জুড়িয়েছে। বউটি মারা গেছে। কুড়ির ঘরে বয়েস। ভালবেসে বিয়ে করেছিল। মৃত্যুর আগে বাঁচিয়ে দিয়ে গেছে বরকে। বলে গেছে হালুয়া বানাতে গিয়ে স্টোভ ফেটে আগুন ধরে যায়।

    কেরোসিন দিয়ে আগুন লাগানোর নয়, কিন্তু বাচ্চাদুটোকে সঙ্গে নিয়ে ভবলীলা সাঙ্গ করে সব জ্বালা জুড়োনোর একটা ইচ্ছে মাঝে মধ্যেই চাগাড় দিত একসময়। তখন আমি তিরিশ ও নয় কুড়ির ঘরেই ছিলাম। কিন্তু 'এই দিন দিন নয়, আরও দিন আছে' - মায়ের এই বাক্যিটা মাথায় গেঁথে গেসল। ফলে সেই 'আরও দিন'টা কি এবং কেমন সেটা দেখার বাসনায় ওই ভাবনা বিসর্জন দিই। তিরিশটা কেমন, চল্লিশটা কেমন এমনকি পঞ্চাশ কেমন হয় সেটাও দেখতে চাই। আজ এই মধ্য চল্লিশ ছুঁই ছুঁই একটা বয়েসে দাঁড়িয়ে মনে হয়, ভাল-মন্দ সব মিলিয়ে জীবনটা সত্যিই খুব একটা খারাপ কিছু নয় :-)
  • Lama | 127.194.247.5 | ২১ জুলাই ২০১৩ ১৪:০৭617991
  • ঠিকই।

    শো শেষ হবার আগে হল থেকে বেরিয়ে গেলে তো বেবাক লোকসান।

    আর গল্পটা নিতান্ত মন্দ বানায় নি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন