এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যারা স্বেচ্ছায়, স্বতপ্রণোদিতভাবে কমোডে হাগে তারা কমুনিস্ট নয়।

    Bo
    অন্যান্য | ১৭ নভেম্বর ২০১৩ | ৩৪০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bo | 190.149.96.169 | ১৭ নভেম্বর ২০১৩ ০৯:১৭622808
  • যারা স্বেচ্ছায়, স্বতপ্রণোদিতভাবে কমোডে হাগে, ফিল্টার টিপড সিগারেট ফোঁকে আর মিনারেল ওয়াটারের বোতল বগলদাবা করে ঘোরে তারা কমুনিস্ট নয়, দ্বিচারী ও ছদ্ম বুর্জোয়া।
  • hzbz | 24.99.23.121 | ১৭ নভেম্বর ২০১৩ ০৯:১৮622819
  • পয়েন্ট টা কি? কমুনিস্টরা স্বেচ্ছায় হাগেনা না কমোডে হাগেনা?
  • Bo | 222.117.180.65 | ১৭ নভেম্বর ২০১৩ ১০:৫৬622830
  • সাম্রাজ্যবাদী ব্যাংকে টাকা রেখে, বুর্জোয়া জীবনব্যবস্থা আত্মস্থ করে, আপওয়ার্ডলি মোবাইল, স্টেরাইল, হাইব্রিড হিপোক্রিট বালছালের দল তাদের পুরণো কমুনিস্ট নামাবলিটি কৌপিণের মতো ধরে রেখেছে।
  • siki | 132.177.65.150 | ১৭ নভেম্বর ২০১৩ ১২:০৫622841
  • এটাও কি বিজেপির পাঠানো আরেকটা চাড্ডি?
  • Bhagidaar | 218.107.71.70 | ১৭ নভেম্বর ২০১৩ ১২:২৫622852
  • ভাষাটা বেশ জোরদার।
  • Tim | 12.133.41.208 | ১৭ নভেম্বর ২০১৩ ১২:৫১622863
  • হ্যাঁ চমৎকার বাঁধুনি। আরো আসুক।
  • Bo | 119.74.151.149 | ১৭ নভেম্বর ২০১৩ ১৪:১৭622869
  • চাড্ডি বিশেষজ্ঞ সিকি, গেরুয়া পার্টি নিয়ে কিছু বলা হয়েছে এখানে?
  • cm | 122.79.38.223 | ১৭ নভেম্বর ২০১৩ ১৫:১০622870
  • যারা মাঠে কাজকম্মো সারে তারা কি?
    কমুনিসরা কোথায় সারে?
  • সিকি | ১৭ নভেম্বর ২০১৩ ১৫:২০622871
  • যাহ, চাড্ডিরা কি পোকাশ্যে বলে নাকি যে আমি চাড্ডি?

    তবে ধরতাইটা বেশ হয়েছে। চলুক।
  • jhiki | 149.194.248.140 | ১৭ নভেম্বর ২০১৩ ১৫:২৪622809
  • এই প্রশ্নটা সুপারম্যানের চাড্ডি কে করা হোক, সে কখনও নিজেকে লুকোয় না।
  • Shibir | 113.16.68.8 | ১৭ নভেম্বর ২০১৩ ১৫:৪৭622810
  • আজকাল লুকোয় ।
  • শ্রী সদা | 127.194.209.19 | ১৭ নভেম্বর ২০১৩ ১৬:০৯622811
  • হুম বেশ নির্মোহ ভাষা। তবে আপওয়ার্ডলি মোবাইল এবং বাপওয়ার্ডলি স্টেরাইল লিখলে একদম খাপে খাপ হত।
  • কল্লোল | 125.242.131.148 | ১৭ নভেম্বর ২০১৩ ১৯:২৮622812
  • হ্যাঁ হ্যাঁ, এটা বেশ কৌতুহলোদ্দীপক। কম্যুনিষ্টরা কোথায় হাগে?
  • s | 182.0.249.87 | ১৭ নভেম্বর ২০১৩ ২০:১৬622813
  • ওরা যত বেশী খায়, তত বেশী হাগে, তত কম ভাগে।
    খাওয়া বন্ধ করে দাও, হাগা বন্ধ হয়ে যাবে।
  • arpita | 233.231.27.53 | ১৭ নভেম্বর ২০১৩ ২১:২৬622814
  • যে এটা শুরু করেছে তার অত্য ন্ত কুতসিত রুচিবোধ ।
  • Ranjan Roy | ১৭ নভেম্বর ২০১৩ ২৩:০৭622815
  • এটা কোন আলোচনা? না কমোডের পাশে লেখা গ্রাফিতি? রেসপন্স না দিলেই ভালো।
  • Ranjan Roy | ১৭ নভেম্বর ২০১৩ ২৩:১০622816
  • আচ্ছা, এই ভদ্রলোকের মতে কম্যুনিস্ট কারে কয়? আর ইউরোপের জাপানের কমরেডরা কোথায় যায়?
    মার্ক্স কোথায় যেতেন?
  • h | 127.194.227.225 | ১৭ নভেম্বর ২০১৩ ২৩:২৮622817
  • বলে যান নি।
  • কল্লোল | 125.242.201.16 | ১৮ নভেম্বর ২০১৩ ০৬:৪৬622818
  • না না, অবহেলার জিনিস নয় হে এসব।
    এই যে প্রখর শ্রেণী দ্বন্দ্ব, কমোড বানাম ????। ঐটাই জানা গেলো না। সেটি কি যারে কয় ইন্ডিয়ান স্টাইল? নাকি মাঠে-ঘাটে, নাকি খাটা। কোনটা যদি বোবাবু একটু পরিষ্কার করে বলেন, তো ঠিক ঠাক অবস্থান নিতে পারা যায়।

    এখন এই যে হনু বল্লো, মার্কস বলে যান নি। এটা কোন কথা হলো? মার্কস তো নাকি সাম্রাজ্যবাদ বলে যান নি। তাতে কি সাম্রাজ্যবাদ নিপাত যাক বলতে আটকেছে কারুর!!
    মার্কস বলেননি তো লেনিন আছেন কি কত্তে? নেহাৎ না বলে থাকলে, খোঁজা হোক - লেখা কি কম পড়িয়াছে? স্তালিন, ট্রটস্কি, মাও, হো, চে থেকে এনভার হোজা, মায় শাভেজও চলবে।
  • aka | 79.73.9.7 | ১৮ নভেম্বর ২০১৩ ০৭:২৮622820
  • ঐ জন্যই আমার কমুনিস্ট আর ফাস্ট বোলার হওয়া হল না। উবু হয়ে বসলে পড়ে যাই, সেই একই কারণে বোলিং এ ছন্দ পাই না।
  • কল্লোল | 125.242.204.113 | ১৮ নভেম্বর ২০১৩ ১০:৪২622821
  • বাঃ। এইত্তো নতুন নতুন সব কোন বের হচ্ছে। উবু হয়ে বসা, ফাস্ট বোলার ও কম্যুনিষ্ট। কমোড ও ইয়ে নিয়ে কেয়া কেয়া গুল খিল রহেঁ হ্যায়।
  • b | 135.20.82.164 | ১৮ নভেম্বর ২০১৩ ১২:৩১622822
  • হুম। এটার একটা এক্সপেরিমেন্ট করতে হবে। যাকে বলে র‌্যান্ডমাইসড কন্ট্রোল ট্রায়াল।
    পাশাপাশি দুটো রাখতে হবে। একটা কমোড আর একটা ইন্ডিয়ান স্টাইল।

    (অবশ্য ইন্ডিয়ান স্টাইলে ছাপড়া জংশন স্টেশনের সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম ইনক্লুড করা হবে কি না, সেটা বিবেচ্য। কারণ লোকে বলে হিন্দি স্ক্রিপ্টে "টায়লেট" লেখা দরজা খুললেই দরজার গোড়া থেকে আদিগন্ত সরষের ক্ষেত দেখতে পাওয়া যায়।)

    এবারে কিছু কিছু যমজ ভাই জোগাড় করতে হবে। জন্ম থেকেই সেপারেটেড। একজন ঘোষিত কংগ্রেস (বা অ-কম্যুনিস্ট), একজন ঘোষিত বাম। তাদের আগের দিন রাত্রে ইষবগুল খাওয়ানো হবে, না জানিয়ে। এরপরে, সকালবেলা ঘুম থেকে তুলে, চা খাইয়ে, পাঁচ মিনিট হাঁটাতে হবে। তরপরে যখন তেনারা 'উরে বাবারে গেলাম আর পারছি না' এসব বলতে থাকবেন তখন বাথরুমে ঢুকিয়ে দেখতে হবে, কে কোথায় গেলেন। অবশ্যই ফেসিলিটি দুটির দূরত্ব দরজা থেকে একই হতে হবে।

    এবারে রিপিট করুন। কম করে ১০০ জোড়া। দ্যাখেন কি হয়।
  • Arpan | 52.107.175.155 | ১৮ নভেম্বর ২০১৩ ১২:৪৬622823
  • ইসবগুল খাইয়ে, চা খাইয়ে, পাঁচ মিনিট হাঁটা - এটা কি আর স্বেচ্ছায়, স্বপ্রণোদিতভাবে হাগার প্রিকন্ডিশন হল কালীদা?!
  • Tim | 188.91.253.11 | ১৮ নভেম্বর ২০১৩ ১২:৫১622824
  • ম্যাজিক ছাড়া স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে এই পরীক্ষা করা অসম্ভব। পোর্টকি দরকার (পান্নিয়ে ভাব্বেন না)।
  • সিকি | ১৮ নভেম্বর ২০১৩ ১২:৫৩622825
  • এমনি এক টায়লেট দেখেছিলাম চেন্নাইয়ের সিএমবিটির প্রাইভেট বাস টার্মিনাসে। সেদিন আমার তুমুল পেট খারাপ। সেই অবস্থায় বাসে চেপেছি, পরদিন লুরু যাবো, বন্ধুর বাড়ি। এক প্যাকেট থিন অ্যারারুট বিস্কিট আর দুটো মেট্রোজিল মেরেছি, বাস ছাড়তে তখনও পঁয়তাল্লিশ মিনিট দেরি। এমন সময়ে এসেছো প্রেম, এসেচো আজ, কী মহা সমারোহে। সে আর ধরে রাখা যায় না। টায়লেটের ভেতরে ছিটকিনি নেই, আর আধখোলা দরজা দিয়ে সেই নয়নাভিরাম দিশ্য। আদিগন্ত সরষেক্ষেত ইঃ।

    কিন্তু পেটের দায় বড় দায়। সেখানেই ঢুকে একহাতে দরজা ঠেসে ধরে অন্যহাতে নাক চেপে ধরে ... সে এক বিকট ব্যাপার। সাধে কি আর চেন্নাই যেতে চাই না?
  • b | 135.20.82.164 | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:২০622826
  • এহে হে হে হে ওয়াক। ন্না হে সিকি, সে সরষে খেতের মধ্যে এরকম ইডিয়োমেটিক ব্যঞ্জনা নেই। সত্যি খেত, মানে চাষাবাদ হয় এরম।
  • Ranjan Roy | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৪০622827
  • হে হে! সব গুল মারছে! এরা মাঠে ঘাঠে পটি করবে?

    সাচ্চা কমরেড আমি! (ওপরের সংজ্ঞা মানলে)।
    ধানকেটে সাফ হওয়া ক্ষেতে বসেছি--- সামনে একটা আলের গর্ত থেকে সাপের মাথা ও চেরা জিভ টুকি করছে। না পারি উঠে দৌড় লাগাতে----!
    আর এক বার দুই নতুন বন্ধু বেশরমের ঝোপের মধ্যে চানের আগে--। উঠবো উঠবো করছি এমন সময় সামনের ঝোপে ঘটি নিয়ে দুই অপ্সরা বসলেন। কতক্ষণ হয়ে গেল, ওদের আর ওঠার নাম নেই। দুজনে বসে নদীর ঘাটের স্টাইলে কি কি রান্না হল, পতিনিন্দে, পড়শি ও শ্বাশুড়িকে গাল দেওয়া--সে ম্যারাথন গল্প আর ফুরোয় না! এদিকে ব্যাংক শুরু হবে হবে--।
    আজও শিউরে শিউরে উঠি।
    ওঁরা নিশ্চয় ভারতের রোজা লুক্সেমবার্গ ও ক্লারা জেটকিন হবেন। তখন চিনতে পারিনি।
  • কল্লোল | 125.242.159.31 | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৫৭622828
  • না না। আগে বোবাবু বলুন কমোডের উল্টোবাগে কি। তবে ন্না অবস্থান নেওয়া।
    রঞ্জনেরটা ফিউডালও হতে পারে। সব্বোহারাটা কি, সেটা তো আগে সংজ্ঞায়িত হোক।
  • * | 69.152.5.5 | ০১ এপ্রিল ২০১৪ ১৫:৫১622829
  • :) কী বিশ্লেষণ বাপরে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন