এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • PT, প্রক্ষালিত মস্তিষ্ক প্রজাতি নমুনা

    Bt
    অন্যান্য | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ | ১৯৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Bt | 202.99.8.96 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৯628006
  • প্যারানয়েড কুচুটে ভাম, মাথায় এক ফাটা রেকর্ড বেজে চলেছে তো চলেছেই। ক্লাসিক প্রজ্জলিত বামমার্গী।
  • রোবু | 213.99.211.19 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:২২628017
  • দিস হিটস আ নিউ লো।
  • san | 133.63.112.187 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪০628028
  • ডিসগাস্টিং।
  • potke | 233.239.130.145 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৩628039
  • প্যাথেটিক!
  • Sibu | 118.23.96.158 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২০628050
  • এসব গালাগালি তো বামপন্থীদের ব্যাজ অফ অনার। শুধু পিটিকে বলল আর আমি বাদ গেলাম ঃ(।

    আমার রাগ হয়ে যাচ্ছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩২628051
  • অনেক দিন বাদে গুরু'র কারো নামে টই খোলা হোলো।

    লাস্ট শ্যামল'দা নামে খোলা হয়েছিল।
  • cm | 127.247.114.111 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪১628052
  • না কদিন আগেও PT ব্যাশিং-এর টই খোলা হয়েছিল। তার নাম ভুলে গেছি।
  • Ekak | 24.99.129.150 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৫628053
  • ধোর বাল ।
  • PT | 132.177.57.231 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৪628054
  • বাল
  • PT | 213.110.246.230 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩৭628007
  • 08:34 PMঃ আমি না-অন্য কোন PT।
  • Ranjan Roy | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫২628008
  • এই টইটি গুরুর খোলামেলা আড্ডা-বিতর্ক-বিমর্শের পরিবেশটিকে নোংরা করছে।এই ধরণের ব্যক্তিগত অনপেক্ষিত গালমন্দ অসহ্য। একে ধিক্কার দিয়ে সবাইকে অনুরোধ করছি এতে পাত্তা না দিতে। নিজের দাদ নিজেই চুলকে যাক।
  • | 127.194.87.23 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১০628009
  • পিটি দার সাথে অনেক ঝগড়া হয়েছে। অনেক ক্ষেত্রে আমি রেগে মাথা গরম করেছি। পিটি দা কে ভুলভাল কথা ও বলেছি। পিটি দা মাথা ঠান্ডা রেখে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে।

    কিন্তু এই টই টা জাস্ট ভুলভাল। ডিলিট মারার দাবি রাখলুম সম্পাদকের কাছে।
  • cb | 209.67.203.142 | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১১628010
  • lets take an exception and delete this
  • সিকি | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২১628011
  • ডিলিট মারাটা এক্সেপশন নয়। এর আগেও কমেন্ট ডিলিট মারতে হয়েছে। একাধিকবার।

    থাক। আইপি সমেত লোকজনের কাদা ছেটানোর মানসিকতা এবং অন্যদিকে প্রতিবাদের মানসিকতা, দুটোই রেজিস্টার্ড থাক না এখানে।
  • S | 109.27.138.238 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩১628012
  • আমারও তাই মনে হয়েছে। এগুলো ডকুমেন্টেড থাক।
  • pinaki | 93.180.243.109 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৫628013
  • নোংরা অর্কুট কালচার। জঘন্য।
  • lcm | 74.134.230.212 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৩৯628014
  • পিটি শুধুই রাজনৈতিক আলোচনায় অংশ নেন সেটা ঠিক নয় - সঙ্গীত, সিনেমা, সাহিত্য, বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা... ইত্যাদি বিষয় নিয়ে পিটির পোস্ট আমি দেখেছি।

    আর একটা ব্যাপার হল, কেউ যদি কোনো একটি রাজনৈতিক দলের সমর্থনমূলক বা তাদের বিরোধী দলের তীক্ষ্ণ সমালোচনামূলক পোস্ট বেশী সংখ্যায় করে থাকেন তাতে অসুবিধেটা কোথায়? কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা মতধারায় বিশ্বাস রাখা এবং সেই বিশ্বাস প্রকাশ করলে অপরাধটা কী? সেটা সিপিএম/কংগ্রেস/তৃণমূল/নকশাল/আপ/মাও..., বা, লেফ্ট/রাইট/সেন্ট্রিক... - সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

    অমত=অশ্রদ্ধা - এই ইকোয়েশনটা কি খুব জরুরি?
  • s | 182.0.249.87 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৬628015
  • এই টই-কে বড় করার কোন ইচ্ছে নেই। লেট দিস ডাই ইট্স ন্যাচারাল ডেথ।
    তবু, এই নোংরা টই-টার জন্যে একরাশ ঘৃণা রেখে গেলাম।
    যিনি টই-টা খুলেছেন, তার জানা উচিৎ, পিটিদার সঙ্গে হাজার তর্ক বিতর্ক, খিল্লি সত্বেও ওনার স্পষ্টবাদিতা আর রাজনৈতিক সততার আমি অন্তত বিরাট ফ্যান।
  • শিবাংশু | 127.201.146.218 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৩628016
  • ছিঃ
  • | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৫628018
  • ছ্‌ছিঃহ্‌
  • কল্লোল | 111.63.238.58 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৭628019
  • আমি খুব নিশ্চিত এই টইটা মরেই যাবে, যেমন আরও কিছু টই সম্প্রতি মারা গেছে। এটাই আমার গুরুচন্ড৯ নিয়ে অসম্ভব গর্বের জায়্গা।
    বিটি। আপনি যেই হোন, এরকম একটা নোংরা কাজ না করলে মানুষ হিসাবে একটু ভালো হতে পারতেন। সে সম্ভাবনা আর রইলো না।
    এই মায়াপাতায় পিটির সাথে সবচেয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়া (হ্যাঁ ঝগড়া - ন্যাকা ন্যাকা "মতবিরোধ" নয়) করিয়েদের মধ্যে আমি প্রধানতম। কিন্তু ওঁর নাম করে এই হারামীমার্কা টইটা খোলার জন্য এক দলা ঘেন্না আপনার নামে জমা রাখলাম। কোনদিন যদি সুযোগ পাই মাখিয়ে দেবো।
  • !! | 79.210.247.68 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪১628020
  • ভাবুন, কল্লোলবাবু, সামান্য একটা টই খোলার মত নোংরা কাজ করায় মানুষ হবার "সম্ভাবনা আর রইলো না"। সেখানে রেপ-টেপ, খুন-টুন করার পরেও কি না আপনি মানুষ হবার "সম্ভাবনা" আছে বলে সওয়াল করেন!!! একটু কাউন্সিলিংএরও সুযোগ পেলেনা বেচারী বিটি। সচ, শুনচেন?
  • Bt | 30.139.67.50 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪২628021
  • প্যারানয়েড কুচুটে ভাম, মাথায় এক ফাটা রেকর্ড বেজে চলেছে তো চলেছেই। ক্লাসিক প্রজ্জলিত বামমার্গী।
  • sch | 132.160.114.140 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৬628022
  • "!!" আমার নাম উল্লেখ করেছেন বলে বাধ্য হয়ে এই টই তে উত্তর দিলাম

    ১) PT র বক্তব্য আমার পছন্দ না, ওনার সব কথা একই খাতে গিয়ে পড়ে সেটা বিরক্তিকর লাগে অনেক সময়। কিন্তু তার জন্যে ওনাকে সরাসরি নিজের বক্তব্য জানাবো, জানিয়েছি, রেলিভ্যান্ট টইতে অনেক সময় ওনার বিরোধিতা করেওছি, করবও। slander campaign করে আলাদা টই খুলবো না। এই Bt মালটিকে সামনে পেলে ক্যাঁৎ করে একটা লাথি মারতাম - খুব কষিয়ে

    ২) আমি ভাটেও লিখেছি আগে যে সাম্প্রতিক কালে কল্লোলদা'র "কারাগার ও..." পড়ার পর আমার মনে হয়েছে কল্লোলদা'র সাথে খুব স্টুপিডের মতো তক্ক করেছি, সার্কাস্টিক কমেন্ট করেছি। ওনার যে স্ট্যান্ড মৃত্যুদণ্ড বিরোধী সেটা উনি নিজের বিশ্বাস থেকে বলেন - এবং উনি একটা নীতিকে মেনে চলেন নিজের জীবনে - এর জন্যে ওনার শ্রদ্ধা প্রাপ্য, কোনোদিন সামনা সামনি দেখা হলে ক্ষমা চেয়ে নেব। আমি ভুল স্বীকার করতে লজ্জা পাই না।

    কিন্তু আমি কল্লোলদা'র স্ট্যান্ডের সমর্থক নই - আমি মনে করি নৃশংস অপরাধের নৃশংসতর শাস্তি হওয়া উচিত, তাহলেই অপরাধপ্রবণতা কমবে - কাজেই কল্লোলদা বা আর যারা কাউন্সেলিং ইত্যাদির কথা বলবেন আমি সেটার বিরোধিতা করব।
    আমার বর্তমান যেটুকু জ্ঞানগম্যি, বুদ্ধিবৃত্তি, তাতে আমি এই মতামত পোষণ করছি। কখনো যুক্তি তথ্যের ভিত্তিতে এর থেকে সরে আসার প্রয়োজন মনে করলে করব

    কিন্তু এই টইতে কল্লোল-দা'কে রেফার করাটা আমার কাছে যুক্তিহীন লাগছে।
  • Bt | 30.139.67.50 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১০628023
  • এই sch মালটিকে সামনে পেলে ক্যাঁৎ করে একটা লাথি মারতাম - খুব কষিয়ে।
  • ** | 122.79.39.149 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৯628024
  • তাহলে কবে দেখা হচ্ছে Sch আর Bt র এবং কোথায়?

    শুধু তোমরা কেন আমরাও মজা নেবো!! ঃ))))
  • ** | 30.139.67.50 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৬628025
  • কেলাকেলি কবে হবে?
  • !! | 79.210.244.250 | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৭628026
  • জানি তো, সচ, যে সব কিছুই যে শোধরাবার উপযুক্ত নয় আপনি সেই মতে বিশ্বাস করেন। আর কল্লোলদার ঠিক সেখানেই আপত্তি। এই শুভ লগনে তিনিও যে সেই আপত্তির ক্ষেত্র থেকে সরে আসলেন সেইটে দেখার জন্যই আপনাকে ডাক দিলাম। টই যে বিষয়েই হোক না কেন... আমি দেখছিলাম দুই উল্টো দর্শনের মিলে যাওয়া :-) যাগ্গে, আপনি ভাটের যখন টইয়ে যুক্তি খুঁজছেন, এবং পাচ্ছেন না, তখন ছাড়ান দ্যান।
  • | 105.130.9.190 | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১২628027
  • উ সব বুজি মাওব্যাথী, ভেকদরদীরা সব ঘেন্না-পিত্তি দলা করে বসে আচেন, কাছে গেলে মাখিয়ে দেবেন!

    বলি এই বুড়োখোকাটি গত দু'তিন বছরে যেসব কমেন্ট প্রসব করেছেন সেসবের উপরে একবার নজর বোলান। এভিকশন, ম্যাসাকার, পার্টি মামদোবাজী, মাফিয়াবাজী সব কিছুকে পয়েন্টব্ল্যাংক অস্বীকার করে দিনের পর দিন সব নেম -কলিং আর টন্ট করে গেছেন এইভাবেই। যে যেটা ডিজার্ভ করে অন্তত মাঝে মাঝে সেটা পে-ব্যাক করা উচিত। ব্রেনওয়াশড পার্টিকীটদের শোধরানো সম্ভব কিনা জানি না, তবে দে শুড বি পেইড ব্যাক ইন দ্য সেইম কয়েন, বুদ্ধু যেমনটি বলেছেন।
  • থর | 222.83.187.52 | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২২628029
  • হতাশায় ভুগছেন? চকোলেট খান।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন