এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলেজ স্ট্রীটে একদিন...

    Syed Yeasir Arafat
    অন্যান্য | ২১ ফেব্রুয়ারি ২০১৪ | ৬১৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Syed Yeasir Arafat | 111.217.169.34 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০০630652
  • কলেজ স্ট্রীটে কিছুদিন আগে একদল ছেলে-মেয়ে এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে একটা CANON 7D SLR ক্যামেরা আর একটা বুম। বাঙালী সংস্কৃতির উপর আপাত নিরীহ গোটা কয়েক প্রশ্ন করছে তাঁরা পথচলতি মানুষদের। উত্তরদাতা কিভাবে নিজেরা একটা মুভির অংশ হয়ে গেলো, জানতেও পারলো না। জুল’দার “জয়-শ্রী রাম” ছবি নিয়ে বলছি। এই অংশটা ভীষন ইন্টারেস্টিং। সবটা বলব না। স্বচক্ষে নিজেই দেখে নেবেন। নমুনাটুকু দিয়ে রাখি...

    বেশ কিছু প্রশ্নের ভিতর যেমন একটা ছিল- ‘২১শে ফেব্রুয়ারী দিনটির বিশেষত্ব কি?’

    ৯২% স্রেফ চুপ। হ্যাঁ, একদম ভ্যাবাচ্যাকা- ‘ব’।
    মনে তখন হাতড়াচ্ছে হয়ত- ‘রোজ ডে, হাগ ডে, ভ্যালেন্টাইন ডে, ফেসবুকে দেখলুম তার ৯ মাস পর নাকি মাতৃ দিবস না কি যেন...দুদ্দুর এইসব দিবস-ফিবস নিয়ে যত ক্যাঁচাল মাইরী।’

    ৫% বলছেন, এটি বাংলাদেশের স্বাধীনতা, কিম্বা মুক্তি-ফুক্তি পাওয়ার দিন কিছু একটা হবে। যাই হোক বাংলাদেশ সম্পর্কিত এটা নিশ্চিত। এপার বাংলার সাত-পাঁচ কিছুর সাথে যুক্ত না, এটাও নিশ্চিত!

    ২% বলছেন, “দেখুন, এত কালচারাল দিকে যদি চলে যান, তাহলে অত আমাদের মাথায় থাকবে না। এই যেমন বিশ্বে মুখ উজ্জ্বল করেছে এমন বাঙালীর নাম ধরেন- আমাদের সৌরভ দা, মিঠুন দা আছে বলে দিলাম কেমন। আমার প্রিয় সাহিত্যিক যেমন অমর্ত্য সেন তাও বল্লুম। এখন ২১শে ফেব্রুয়ারী কেন যে বিখ্যাত কি করে বলি। এত কালচার মনে থাকেনা।” তার আগেই উনি উৎসব বলতে ‘বারো মাসে তেরো পার্বন’ বলে গড়গড়িয়ে শুরু করেছিলেন হরেক পূজোর নাম।

    শুধু মাত্র একজন ৫২’ সালের ইতিহাস ও বিশ্ব মাতৃভাষা দিনটির সাথে দুইজন ভাষা শহীদের নাম বলেছেন। বাকীদের নাম বলতে না পারায় লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে গেছেন।

    ওঃ হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম...ওপার বাংলার প্রিয় সাহিত্যিকের নাম বলতে গিয়ে জনৈক স্কুল টিচার মহিলা- বেশ কিছুক্ষনের চেষ্টায় মুখে গাম্ভীর্য ফুটিয়ে বললেন “কাজী নজরুল ইসলাম কি ওপারের লেখক? ওঃ, উনিতো আবার বাঙালী নন।”.........!!!!

    ঘাবড়াবেন না...গোটা ইন্টারভিউ অংশটা জুড়ে এমন লজ্জা নিবারনের শেষ কাপড়টুকু ধরেও টানাটানি চলেছে। বিশ্বাস না হলে, মিলিয়ে নেবেন ছবিটা দেখে।
  • রোবু | 213.147.88.10 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৩630663
  • এটা এক্সপেটেড কিন্তু। এরকম প্রচুর ভিডিও পাওয়া যায়।
  • Ekak | 132.172.229.180 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৬630674
  • এই ব্যাপারগুলো সাধারণ মানুষ কে স্পর্শ্ব করেনা । যদি ব্যর্থতা থেকে থাকে সেটা যারা মনে করেন এসব নিয়ে ভাবা উচিত তাঁদের উদ্যোগের ব্যর্থতা । খামোখা দুজন খেটে খাওয়া গেরস্ত কে কুইজ করে এত হেক্কার নেবার কিছু নেই ।
  • Abhyu | 138.192.7.51 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৪০630685
  • শুধু তাই না, যারা ঠিকঠাক উত্তর দ্যান তাদের ইন্টারভিউ গুলো বোধ হয় এডিট করে বাদ দেওয়া হয়। বা যাদের দেখেই মনে হয় এরা ছড়াবে, শুধু তাদেরই ধরে। কই কোনো দিন তো আমাকে কেউ এই রকম ইন্টারভিউ করে নি?
  • একক | 132.172.229.180 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫৮630696
  • আমার এই মানসিকতা টা একদম পোষায় না । পৃথিবীতে কেও ই নিজের জগতের বাইরে খোঁজ রাখেন না । কারো নিজের জগৎ একটু বড় কারো ছোটো । লোককে জানাও ঠিকাছে । জানেনা এটা প্রমান করে কী লাভ হয় বালের আত্মসন্তুষ্টি ছাড়া ?
  • aka | 76.190.163.87 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০১:২৭630707
  • কজন ভাষা শহীদ হয়েছিলেন? আমি তো জানি না। ভাগ্যিস কলেজ স্ট্রীটে সেদিন ছিলাম না।
  • Sibu | 84.125.59.185 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৩৬630718
  • আকা এটা ভাল দিয়েছে। ঃ-))))
  • Syed Yeasir Arafat | 111.218.57.100 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৮630726
  • প্রথমে জানাই এটা একটা মুভির শ্যুট ছিলো। ছবির বিষয়বস্তু সম্পূর্ন ভিন্ন, এই অংশটুকু প্রয়োজনে এসেছে। কাউকে বেছে সিলেক্ট করা হয়নি। রাস্তায় বেরোলে প্রতি দশ জনের ভিতর- নয় জনের কাছে যে ফিডব্যাক আশা করা যায়, এখানে সেটারই প্রতিফলন হয়েছে। এতে অবাক হওয়ার কিছু নাই। আমার প্রশ্নগুলো অন্য - ১. মেনস্ট্রিম বাঙালীয়ানা কালচার, যেটা বছরে একবার হলেও (যেকোনো উৎসব ঘিরে) ঠিক উঠে আসে, যখন এই সব মানুষদেরই তাতে যথেচ্চ আবেগে ভাসতে দেখি- তখন পুরোটাই শিকড়হীন মনে হয় । এমনিতেই সংখ্যালঘু বাঙালী হিসেবে আমি নিজেই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি। পাত্তা না দিলেও, নাস্তিক-বাঙ্গালী-মুসলমান... লেজ ক্রমশ বেড়ে যায়। ২. ভাষাগত একটা জাতি আমরা, আমাদের ইতিহাস নিয়ে কতটুকু সচেতন? সচেতন না হলেও দিব্যি ভালো ভাবে বেঁচে থাকা যায়। বরং কাজের জিনিস- জায়গাটুকু ফিল আপ করলে, আরো ভালো। তবে সচেতন হওয়াটাও কিন্তু দোষের কিছু না। ৩. কাজী নজরুল ইসলাম কে বাঙালী হিসেবে না চেনাটা আপনারাও খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন। আমি প্রত্যেন্ত গ্রামে বাস করি, খুব কাছ থেকে দেখেছি একটা গোষ্ঠী রবি ঠাকুরকে শুধুমাত্র হিন্দু কবি হিসেবে দেখে, অন্য গোষ্ঠী নজরুল বলতে বোঝে শুধুই মুসলমান। তাদের ভাবনার পিছনে আর্থসামাজিক প্রতিবন্ধকতা আছে। শিক্ষা সেখানে আদৌ ঢোকেনা। কিন্তু খোদ কোলকাতায় এই ভাবনা প্রশ্রয় পায় শুধু কিছুটা গা ছাড়া ভাবের জন্যে। যারা সচেতন, তাঁরা মূলস্রোতে ভাসতে রাজী। এ নিয়ে কিছু বলাটাই বরং খামোখা কিছু বিরক্তি উৎপাদন করা। উপরের মূল লেখাটা যেমন করেছে।
  • sosen | 111.63.181.212 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৪630727
  • না জানলে জানিয়ে দিলেই তো হয়। খামোখা এয়ার্কি মারার চাইতে সেটা ভালো হত না?
  • sosen | 111.63.181.212 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৫630653
  • নাস্তিক মুসলমান , নাস্তিক হিন্দু, সোনার পাথরবাটি
  • π | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৭630654
  • 'এমনিতেই সংখ্যালঘু বাঙালী হিসেবে আমি নিজেই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি।' ... এটা নিয়ে একটু বিস্তারিত লিখবেন ?
  • s | 182.0.249.87 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২০630655
  • সৈয়দকে অনেক জায়্গায় ক।
    আমি বিশ্বাস করি নিজের ভাষা আর সংস্কৃতি সম্পর্কে অন্তত ন্যুনতম জ্ঞান সবার প্রয়োজন।
    কাজী নজরুল 'বাঙালী নয়, শুধু মুসলমান' - এরকম অজ্ঞতা অমার্জনীয়।
  • চান্দু মিঁঞা | 37.60.242.23 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৬630656
  • সমোস্কিতি সম্পোক্কে জ্ঞান মানে? নিয়মিত আবাপ পড়তে হবে?
  • Ekak | 132.167.230.198 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০২630657
  • আবাপ কে গাল্দেন্না ! আমার কুকুরছানা র লিটার ট্রেনিং এর সময় শারদীয়া দেশ খুব কাজে এসিছিল । আমি আবাপ র পতি কিতজ্ঞ !!
  • অজ্ঞানী | 212.159.138.133 | ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৪৫630658
  • এক ভাষা হলেই এক জাতি? তাহলে ইংরেজ ও মার্কিনীরা এক জাতি, অথবা জার্মান জার্মান ও সুইশ জার্মান? ষাট পঁয়ষট্টি বছরে গঙ্গা ও পদ্মা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে।
    আমরা বাঙ্গালী ওরা মুসলমান এটা অজ্ঞতাপ্রসূত ঠিকই, তেমনি অনেক বাঙলাদেশীকে দেখেছি পশ্চিমবঙ্গের বাঙালী বোঝাতে, "আপনাদের হিন্দুদের .." বলতে শুনেছি। এটা নিয়ে কচাকচি না করলেই ভাল। আমরা তো সাউথ ইন্ডিয়ান বলেই খালাস, অনেক মালয়ালী আছেন যাদের তেলুগু সম্বন্ধে বিন্দুমাত্র আইডিয়াই নেই। এক্জন তামিলভাষীকে চিনি, কন্যাকুমারীর বাসিন্দা, তার কাছে চেন্নাই এর ওপারে সবই নর্থ ইন্ডিয়া।
    বুঝুন!
  • রাণা | 113.24.111.222 | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪630659
  • পন্ডশ্রম
  • b | 24.139.196.6 | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৮630660
  • মালয়ালী দের হঠাৎ তেলুগু-র টেস্ট দিতে হবে কেন, এই প্রসঙ্গ বুঝলাম না।
  • Abhyu | 34.181.5.93 | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০২630661


  • π | ২৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১630662
  • 'আমরা বাঙ্গালী ওরা মুসলমান এটা অজ্ঞতাপ্রসূত ঠিকই, তেমনি অনেক বাঙলাদেশীকে দেখেছি পশ্চিমবঙ্গের বাঙালী বোঝাতে, "আপনাদের হিন্দুদের ।।" বলতে শুনেছি। এটা নিয়ে কচাকচি না করলেই ভাল'

    বাংলাদেশীরা কি আমরা বাঙালী, ওরা হিন্দু, এভাবে বলেন ? আর একটা অজ্ঞতাপ্রসূত ধারণা তো আরেকটা অজ্ঞতা দিয়ে জাস্টিফায়েড হয়ে যায়না। এনিয়ে কচকচি হলেই তো ভাল মনে হয়।
  • ~L~ | 127.194.193.145 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৮630664
  • ঠিকই তো। নিজের শিকড়, নিজের সংস্কৃতি সম্পর্কে ন্যুনতম ধারণা না থাকলেও তাই নিয়ে কোনো সচেতনতা জাগাবার চেষ্টা করার কোনো মানে নেই। বিশেষ করে হ্যাটা দেওয়া যখন সচেতনতা সৃষ্টির দূর-দূরান্তের সহোদরও নয়।
  • সিকি | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৯630666
  • প্রথম ছবিতে নাম লেখা না থাকলে আমিও কাউকে চিনতে পারতাম না। :(
  • rabaahuta | 172.136.192.1 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৯630667
  • এইসব হাটে বাজারে ক্যুইজ খেলা দেখলে পিত্তি জ্বলে যায়। এড়িয়ে যেতে চাওয়া নিয়েই বা এত ব্যাঙ্গের কি আছে কে জানে।
  • π | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৪630668
  • লেখকদের খামোখা ছবি দিয়েই বা চিনতে হবে কেন !!
  • শ্রী সদা | 127.194.210.179 | ২৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩১630669
  • হুতোদাকে ক। এই রিয়ালিটি শো টাইপ ঢ্যামনামোগুলো সিমপ্লি নেওয়া যায়না। আর আমার অনুমতি না নিয়ে ভিডিও রেকর্ডিং করলে ঝেড়ে খিস্তি দিতাম। সমোস্কিতির ১০৮।
  • Abhyu | 81.12.52.86 | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৮630670
  • আমি শিবনাথ শাস্ত্রী আর রজনীকান্ত সেনকে চিনতে পারতাম। তরু দত্তকে কে চিনবে? আর অন্য ছবিটার জন্যে সাম সর্ট অফ রবীন্দ্রনাথটাই ঠিক!
  • Bhagidaar | 218.107.71.70 | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৭630671
  • বাবারে! অনেককেই চিনতে পারতামনা! ভাগ্যিস আমাকে ধরেনি ক্যামেরা বাগিয়ে এসে!
  • lcm | 118.91.116.131 | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৭630672
  • এত কাঁদনের কি আষে! বাংলা ভাষা, ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা - আষে, থাকবে।

    আর যদি যাবার হয়, তাইলে যাবে, এলোপাথারি ইন্টারভিউ লইয়া, চাড্ডি ছবি দেখাইয়া ক্যুইজ করলে তারে রোখা যায় নাকি - কত গেল - প্রাকৃত, পালি, মৈথিলি, সংস্কৃতো, ফার্সি --- কত শেকড়ই তো গেল।
  • কলেস্টীটবাসীগন | 212.142.114.39 | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৬630673
  • কলেস্টীটের নিরিহো পথচারীদের উপরে CANON 7D SLR ক্যামেরা আর একটা বুম নিয়ে নেক্কারজনক সাংসকিতিক উতপীড়ন চালানোর বিরুদ্ধে আমরা আপামর কলেস্টীটবাসীগন তীব্বো পোতিবাদ জানাচ্ছি।

    বাংলা মৌলসংসকিতিবাদ নিপাত যাক, নিপাত যাক। দুনিয়ার অজ্ঞ এক হও, এক হও।

    আমার বুলি আমার ভাষা, বলছে দেশ- বলছে NASA
  • lcm | 118.91.116.131 | ২৫ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩১630675
  • লোকে তরু দত্ত জানে না, লারা দত্ত জানে - তাতে এত্তো অভিমান করতে নাই - অমন করে অজ্ঞ, বিজ্ঞ বলতে নাই। এমন করে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন