এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হাতে কুদর্শন জ্যোতিষ আংটি

    Su
    অন্যান্য | ২৯ জুলাই ২০০৬ | ১৭৯০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:২৮632295
  • রূপঙ্করদা, এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল পারলে আরেকবার লিখে দেবেন ? টইতে হিট বেড়ে গেলেই এটা হচ্ছে। আশা করা যায় , এই সমস্যা আর বেশিদিন থাকবে না।

    আজকে 1:01 আর 1:57 pm র মধ্যে পোস্টগুলো নেই তো ? দেখুন, যদি পরে লিখে দেওয়া সম্ভব হয়।
  • nk | 151.141.84.194 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৩০632296
  • আসলে হয়েছে কী আমি নিজে আয়ুর্বেদিক বাড়ির মানুষ। আমাদের পূর্বপুরুষ যারা আয়ুর্বেদ চর্চা করতেন তাঁরা চিকিৎসাকে শুধু বিজ্ঞান মনে করতেন না, এটা একধরনের দর্শনও ছিলো তাঁদের কাছে। কারণ দেখুন, মানুষের বাঁচা মানে তো শুধু সার্ভাইভ করা না, সুস্থসবল হয়ে দৌড়ে খেটে আনন্দ করে বাঁচা। সেই প্রভাবেই হয়তো আজকের আমিও যখন দেখি একেকজনের উপর বছরে তিনবার করে অপারেশন হচ্ছে, মানুষগুলো বিজ্ঞানের আশীর্বাদ গ্রহণ করতে গিয়ে এত কষ্ট পাচ্ছে, তখন এই ভীষণ উন্নত "আধুনিক" চিকিৎসাবিজ্ঞান আমাকে প্রশ্নের মুখোমুখি করে দেয়।
    এদিকে এই টইতে তো আর বেশী বলা যাবে না, আরো অনেক কথাই তো উঠে আসে, এমনকি ইউথ্যানাসিয়ার মত বিতর্কিত ব্যাপারও।

  • rupankar sarkar | 116.202.220.205 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৩১632297
  • ঐ সিকোয়েন্সে কি আর পারব ? দেখব, যদি প্রয়োজন পড়ে। না লাগলে এই টুকুই থাকবে। আজ এখন চলি
  • Sankha | 198.45.19.95 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৩৫632299
  • Q/A সেশন চলছে ভাবলুম যদি না তামাদি হয়ে গিয়ে থাকে, আমার কোশ্চেনটার যদি কোন আনসার পাই....
  • pi | 128.231.22.133 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৩৫632298
  • আচ্ছা, আপনি লিখলেন ওঁর মাদুলিতে কাজ হয় না। কিন্তু আপনার নিজেরই হয়েছিল তো ?

    এমনি একটা প্রশ্ন করি ? এটা হয়েছে বলছি না। জাস্ট মনে হল, তাই বলছি। কিন্তু ভণ্ড হলে এরকমও তো কেউ করতে পারে যে ঐ বাড়ি বন্ধনের জিনিস দিলেন , তারপর কিছু লোকজনকে বললেন সেই বাড়িতে রাতে গিয়ে কিছু জিনিস রেখে আসতে, যাতে বাড়ির লোকজনের মনে হয় চুরির অ্যাটেম্‌প্‌ট নেওয়া হয়েছিল। আর বন্ধনকারীর উপর আস্থা বেড়ে গেল ।
  • pi | 128.231.22.133 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৩৭632300
  • আয়ুর্বেদ তো এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানেই স্বীকৃত। আয়ুশ নামে সরকারের একটি বিভাগই আছে !
  • nk | 151.141.84.194 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৪২632301
  • সেইজন্যেই তো পাই। এই যে এই পরিমাণ সার্জারি হ্যানো টেস্ট ত্যানো টেস্ট করে করে ২০-২৫ টা টেস্ট করে টরে তারপরে অপারেশনের পর অপারেশন, সমাজে চিকিৎসার ডমিন্যান্ট ফর্মটা এরকম অবস্থা থেকে কবে অল্টার্নেট ফর্মে যাবে সেই আশায় আছি। কিন্তু যেখানে গ্লোবাল ইকোনোমি ইত্যাদি জড়িয়ে, সেটা কি সহজে বদলায় যদি না কোনো অভূতপূর্ব ধাক্কা আসে?
  • pi | 128.231.22.133 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৪৫632302
  • তাই বলে সব ই কি আয়ুর্বেদে ঠিক হয়ে যায় নাকি ? অবশ্য তুমি বেটার জানবে।
    অন্য টই খুলে তুমি আয়ুর্বেদ নিয়ে লিখতে পারো তো।
  • nk | 151.141.84.194 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৩:৫০632303
  • না না, না না। সব ঠিক হয় না। সে কোন চিকিৎসাতেই বা সব ঠিক হয়? চেষ্টা হয় মাত্র।
    আর রোগই তো তিনরকম বলে আয়ুর্বেদে। আরোগ্যক্ষম, যাপ্য আর অনারোগ্য।
  • pi | 128.231.22.133 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৪:০৬632305
  • আয়ুর্বেদের অনারোগ্য অ্যালোপাথ, সার্জরিতে আরোগ্যক্ষম , এমন তো অনেক আছে। তাই ওগুলোর দরকার নেই এমন তো না।
  • nk | 151.141.84.81 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৫:২০632306
  • সে তো একশোবার। সবগুলোরই দরকার আছে। তবে কিনা চয়েজ থাকলে সুবিধা হয়। কেউ হয়তো ৬০ বছর বয়সে এরকম একটা অবস্থায় পড়লো সার্জারি করে আর দশ বছর অর্ধমৃত অবস্থায় বেঁচে থাকতে পারবে কিন্তু অল্টার্নেট মেডিসিন বলছে সে এমনি ওষুধ চালিয়ে গেলে এক বছর পরে বা ছয়মাস পরে শান্তিতে মরবে। এমনিতে তো মানুষ মরণশীল, সে হয়তো দ্বিতীয়টাই বেছে নিলো। সার্ভাইভ সে করতে চায় না, সুস্থ হয়ে যতদিন বাঁচতে পারবে ততদিন বাঁচতে চায়।
  • rupankar sarkar | 116.202.201.56 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৬:৫৩632307
  • Pi - তখন ঘুম পেয়েছিল বলে চলে গেছিলাম। তাই তোমার প্রশ্নের উত্তর দেয়া হয়নি। তুমি বললে মাদুলিতে কাজ হয়েছে। আমি তো সেটা বলার জন্যই এত কষ্ট করে লিখলাম। আসলে উনি দেখতে পেতেন, এই এই ব্যাপার হবে। তাই আগে থেকে তাই জন্য মাদুলি বা তাবিজ নেয়ার জন্য পীড়াপিড়ি করতেন। যেমন উনি দেখলেন, এদের বাড়ি চোর এসে কোনও অজ্ঞাত কারণে কিছু না নিয়ে ফিরে যাচ্ছে, কিংবা এই লোকটার নাটক অনেকগুলো প্রাইজ পাচ্ছে, এইরকম। তখন বলতেন আমার তাবিজ নিন তাহলে অমুক হবে।

    আর লোক বা চোরকেও শিখিয়ে পাঠানোর ব্যাপার হতেই পারেনা। প্রোফেশনাল চোর ছাড়া ঐ যন্ত্রপাতি অন্য লোকের কাছে থাকার কথা নয়, আর চোরেদের এলাকা ভাগ আছে। অন্য এলাকার লোক বেপাড়ায় চুরি করলে বা চেষ্টা করলে লাশ হয়ে যাবে। ওঁর বাড়ি তো বহু দূর, একটা মফ:স্বল শহরে।
  • rupankar sarkar | 116.202.201.56 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৬:৫৬632308
  • shankha - আপনার উত্তর পাননি ? লেখার মধ্যেই তো আছে। তাছাড়া আগের পোস্টগুলোতে বহুবার আছে। তাই নিয়েই তো যত কচকচি।
  • Sankha | 71.187.137.148 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৮:৪৩632309
  • রূপঙ্করবাবু,

    আপনার লেখা টুকে দিলাম:
    "আর ফিরে যাবার প্রশ্ন নেই। কিন্তু অবাক কান্ড, ডাক্তারী ওষুধে যার কিচ্ছু হচ্ছিলনা, সেই শারীরিক সিম্পটম কয়েকটা কমতে আরম্ভ করল পর দিনই। আসলে কাকতালীয় ব্যাপার। ওষুধই কাজ করেছে, সঙ্গে সঙ্গে তো আর করে না, কদিন পরে শুরু হয়েছে এফেক্ট।"

    এই অবধি পড়ে মনে হলো আপনি ওষুধের কর্মক্ষমতা টের পেতে শুরু করেছেন, আর তাই যদি হয়, তাহলে কি আর ওষুধ বন্ধ করে দেবেন? (আমি হলে দিতুম না)

    তার পরেই লিখলেন, "কিন্তু গিন্নী বলল, আরে, দারুণ ইমপ্রুভমেন্ট তো, মনে হচ্ছে ভাল হয়ে যাচ্ছি। ব্যস সব্বোনাশ যা হবার তা হল, আমি আবার সেই শহর মুখো।"

    তখন লেখেন নি, কিন্তু পরে লিখলেন হোমিওপ্যাথিক ওষুধ ইত্যাদি চালিয়েছেন। ফলে যত সময় গেছে, আমার কনফিউশন ক্রমাগত বেড়ে গেছে। আপনি ওষুধ বন্ধ করলেন একবারও লেখেন নি, বরং পর পর যত ভাবে চিকিৎসা সম্ভব চালিয়ে গেছেন দেখলাম (খুব স্বাভাবিক, লাগে তুক না লাগে তাক), তাই ঠিক বুঝতে পারলুম না, ঠিক কোনটা কাজ করলো, ওষুধের বিলম্বিত ক্রিয়া না সেই জ্যোতিষী ভদ্রলোকের ক্ষমতা।

    আপনি নিজেই ঐ ভদ্রলোকের ওপর ভরসা করলেন না করেননি সেইটাও বুঝতে পারলাম না, পুরো লেখাটা পড়ে। আমি শুধু দেখলাম আপনি ওঁর কাছেও গেছেন আবার ডাক্তারি চিকিৎসাও চালু রেখেছেন।

    তাহলে শুধুমুধু এক দু সপ্তাহ পরে কি ঘটবে, সেরেফ সেইটে জানার জন্য ঐ বাজারে এক দুশো টাকা দিয়ে আপনি কেন ঐ ভদ্রলোকের কাছে বার বার যেতেন, এইটে ঠিক বুঝলুম না। আর ওঁর ওপরে ভরসা করলে ডাক্তারি চিকিৎসাই বা কেন চালিয়ে গেলেন সেটাও ক্লিয়ার না।

    - শঙ্খ
  • rupankar sarkar | 117.194.234.17 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৮:৫৬632310
  • Sankha - কমিউনিকেশনে ফাঁক ছিল নিশ্চয়ই। আমারই দোষ। বোঝাতে পারিনি। প্রথাগত চিকিৎসা বন্ধ করিনি কোনওদিনই, এখনও চলছে। তবে সেই চিকিৎসা হল, শুধু কর্টিজোন নামক স্টেরয়েড আর কিছু র‌্যান্টিডাইন জাতীয় অ্যাসিড প্রিভেন্টিভ। হোমিওপ্যাথি টুকটাক আমিও পড়ি। এদের সঙ্গে প্রথাগত চিকিৎসার কোনও বিরোধ নেই। দুটৈ খাওয়া যায় একসঙ্গে। চিকিৎসকরা (প্রথাগত) কোনওদিন ক্লেম করেননি তাঁদের চিকিৎসায় অসুখ ভাল হচ্ছে। তাঁরা জানেন এ রোগের ওষুধ নেই, স্টেরয়েড শুধু রোগীকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে।

    হোমিওপ্যাথও সারাতে পারবেননা বলে দিয়েছিলেন। তিনি আবার হোমিওপ্যাথদের মধ্যে আনকনভেনশনাল। তিনি অসুখটাকে পায়ে বেঁধে রাখলেন। পা নষ্ট হল, বাকি শরীর বাঁচল। সেই জ্যোতিষী পায়ে নামার কথা বলেছিলেন বলেই এত বড় গপ্পো লেখা। অন্য বিষয়ে দু চারশো নিলেও এই অসুখের ব্যাপারে 'কাজকম্মো' করার দক্ষিণা দু হাজার নিয়েছিলেন ( সেই সময়ে)
  • Sankha | 71.187.137.148 | ০৬ ডিসেম্বর ২০১১ ০৯:৩৭632311
  • তাহলে মর‌্যালটা কি দাঁড়াল?

    জ্যোতিষী শুধু প্রেডিক্ট করলেন, কিন্তু কোন প্রতিকার দিতে পারলেন না?

    মানে আপনি যে 'কাজকম্মো'-র জন্য দুহাজার টাকা দিলেন, সেটা তো কাজেই এলো না, লেডাম পল তো গোপালদা দিলেন। সেই ভদ্রলোক তো আর কোনো নিদান দেন নি।
  • rupankar sarkar | 117.194.238.32 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:০০632312
  • কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার কম্যুনিকেশন স্কিল বলে কিছু নেই বোধহয়। আচ্ছা আবাব্র বলি। এই তর্ক যুদ্ধতো অনেক আগে থেকে চলছে, অসম যুদ্ধ। একদিকে আমি অন্যদিকে অনেক জ্ঞানী ব্যক্তি। তাও লড়ে যাচ্ছি। এই ভদ্রলোকের ব্যাপারে আগে কিছু বলেছিলাম।

    সেই সুবাদে কয়েকজনের অনুরোধে এই গল্প, যার আবার মাঝের অনেকখানি 'উড়ে' গেছে। আমার প্রতিবেদন ছিল, আমি ফোরকাস্টে বিশ্বাস করি, কিন্তু 'প্রতিকার' সত্যি হয় বলে জানিনা। আমার দেখা বেশ কিছু অতি উচ্চমানের ভবিষ্‌য়্‌ৎবক্তার মুখে শুনেছি, তিনি বলতে পারবেন, কিন্তু কিছু করতে পরবেননা।

    এই ভদ্রলোকের ভন্ডামি সম্বন্ধে আগেও শুনেছিলাম, কিন্তু আমার তখন যা অবস্থা, খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে হতো। ইনি যা যা প্রতিকার করলেন, বা করলেন বলে ক্লেম করলেন, আসলে ইনি দেখতে পেতেন এই গুলো হবে। আমার মেয়ের তখন সাত বছর বয়েস, কিন্তু সে বিলেত যাবে, তাও বলেছিলেন এই ভদ্রলোক। ভাগ্যিস তার জন্য মাদুলি নিইনি। টোপ অবশ্য দিয়েছিলেন।

    গোপালদা পায়ে নামালেন। কিন্তু ইনি হাজার দুয়েক খিঁচলেন সেই সুবাদে। কিছু টালিসম্যানও দিয়েছিলেন, যতদূর মনে পড়ে। আমি এঁর 'প্রতিকারে' নয়, এই সব প্রেডিক্ট করার আশ্চর্য ক্ষমতা সম্বন্ধে লিখলাম। তবে একটা কথা না বললে মিথ্যা ভাষণের দায়ে পড়ব। ওদের পাড়ায় জাসুস লাগিয়ে যা জেনেছি - এককালে নাকি উনি মিরাকল করতে সত্যি পারতেন। লোকের কাছ থেকে পয়সা নেয়া শুরু করতেই সব ক্ষমতা চলে যায়।

    এ কথা বিশ্বাস করা কঠিন, তবে এ ধরণের 'মিরাকল' করা অন্য লোকের আমি দেখেছি। অনেক ভেবে কোন্নও র‌্যাশনাল উত্তর পাইনি। কোনওদিন সুযোগ এলে সেই গল্পও বলা যাবে। তবে সবটাই আমার একতরফা গল্প। সত্যি বলছি না বানিয়ে বলছি ভেরিফাই করার উপায় নেই।
  • pi | 72.83.97.112 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:২১632313
  • কিন্তু রূপঙ্করদা, বাড়ি 'বাঁধা' টা তো প্রতিকারই হল। মানে, পড়ে যা বুঝলাম। নাকি, ওগুলো রাখা আছে দেখেই চোরেরা কু সংস্কার বশত: ভয় পেয়ে চলে যায় ?
  • aranya | 144.160.226.53 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৩২632314
  • রুপঙ্কর বাবু, আপনার কম্যুনিকেশন স্কিল দিব্যি আছে, কোন কোন জ্যোতিষীর ভবিষ্যতবাণী কিভাবে মিলে যায় তার উদাহরণ দিচ্ছিলেন, এই পর্যন্ত, তার বাইরে কিছু নয়, রোগ সারানোর কথা বলছিলেন না। আপনার লেখার স্টাইলটাও খুবই আকর্ষণীয় - পাঠককে বেঁধে রাখে।
    আপনার জীবনের ঘটনাগুলো শুনলাম। সিকি/কেসি, পিএম - এদের গুলো ও, আমার নিজের আত্মীয় একটি ছেলের কথাও বলেছি এখানে। তো, আমার সাইন্স, engineering ইত্যাদি বিদ্যা ঘেঁটে , খোলা মনে অনেক ভেবেও এসবের কোন ব্যাখা পেলাম না। এতগুলো ঘটনা - সব coincidence, ভাবতে একটু চাপ লাগছে। আর একটা সহজ ব্যাখা আছে - আপনি, আমি, সিকি,কেসি,পিএম সবাই ষড় করে একসাথে মিথ্যা কথা বলছি :-) ।
    আপনাকে যারা চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন সময়, তারা যুক্তিগ্রাহ্য কোন ব্যাখা দেবেন, এই আশায় রইলাম :-)

  • r2h | 68.46.95.16 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৩৩632316
  • রূপঙ্করদা বোধয় বলতে চাইছেন, জ্যোতিষি ভদ্রলোক চোর আসা এবং চুরি করতে না পারার ঘটনা প্রেডিক্ট করতে পেরেছিলেন, এবং তাতে নিজের কৃতিত্ব/ক্ষমতা দেখাতে চেয়ে বাঁধার নাটক করেছেন।
  • dd | 124.247.203.12 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৩৮632317
  • বাঙালীদের অপদেবতা নেই ,ভুত যেটুকু আছে তলানি মাত্র। পাতে দেওয়া যায় না।

    পুরো দক্ষিন ভারতে ভুত/অপদেবতারা প্রচন্ড বিক্রমে রাজত্ব করেন। নতুন বাড়ী গাড়ী হলেও ঐ রকম বন্ধন দিতে হয়। বাড়ী বা জমি কিনলে অপদেবতারা কুদৃষ্টি দেন,তা ছাড়া শত্রুরা ব্ল্যাক ম্যাজিক করেন।
    তার জন্য অ্যান্টি পুজো আচ্চা আছে।

    আপনেদের দখিন ভারতীয় বন্ধু বান্ধব নেই? ব্ল্যাক ম্যাজিকের তো হেথায় প্রচন্ড রমরমা।

    আরেকটা কথা, দখিন ভারতে কোষ্ঠী বিচারে কোন নক্ষত্রের আন্ডারে জন্মেছেন (as opposed to রাশি বা লগ্ন)সেটা বেশী ইম্পর্ট্যান্ট। কোন সান/মুন সাইন না জিগিয়ে এরা জিগান কোন নক্ষত্রের জাতক আপনি।

    অ্যাক্‌চুয়ালি একটা কমপেরাটিভ অ্যাস্ট্রোলজি না করলে সঠিক বোঝা যায় না।
  • pi | 72.83.97.112 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৩৯632318
  • কিন্তু এসে খামোখা চুরি করবে না কেন ? আর না করলেও সব যন্ত্রপাতি, বিড়ি , টিড়ি রেখে যাবে ? যদি না খুব তাড়াহুড়ো করে ভয় পেয়ে পালায়। সেটা হয় কেউ দেখে ফেললে। এরকম কিছু তো সেখানে হয়নি।
  • aranya | 144.160.226.53 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৪০632319
  • আর একটা কথা। আপনার স্ত্রীর যা অবস্থা বললেন , আপনি ভয়াবহ চাপের মধ্যে আছেন, ওনার যন্ত্রণার কথাতো ছেড়েই দিলাম, তা আমি কল্পনাও করতে পরি না।
    প্রতিকার সম্বন্ধে বলতে আপনাকে কয়েকবার অনুরোধ করেছি, এখন নিজেরই অপরাধী লাগছে। আশা করছি এখানে লিখতে আপনার ভাল লাগছে, হয়ত একটু রিল্যাক্সড-ও ফিল করছেন। নিজের জীবনের কথা শেয়ার করতে কখনও যদি একটুও খারাপ লাগে, বা ক্লান্ত লাগে, তাহলে আর লিখবেন না। আমাদের কৌতুহল মেটানোর দরকার নেই।
  • Sankha | 71.187.137.148 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৪১632320
  • আচ্ছা এই বারে বুঝলুম। তবে আমি তর্ক করার জন্যই যে এগুলো জানতে চাইলুম তা না। আমার কাছে দু একটা জিনিস ক্লিয়ার হচ্ছিলো না। সেইগুলো বুঝে নিলুম। শেয়ার করার জন্য ধন্যবাদ।
  • dd | 124.247.203.12 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৪৪632321
  • তাছাড়া আপনারা কোনো রকমে একটা মাদুলি বা তাগা ধারন করেই মনে করেন জগৎ উদ্ধার করে দিয়েছেন। যেনো চাঁদ সদাগর করুণা করে বাঁ হাতে দুটি ফুল দিলেন মনসাকে। এমনি আপনাদের অহংকার।

    যাগ যজ্ঞ করেন? হোম? হেথায় নানান বিষয়ে বিপুল হোম যাগ হয়। সতেরো আঠারো জন পুরুত লক্ষ নাম জপ করেন, মন্ত্র উচ্চারন করেন। বেদী তৈরী হয়,ঘি ঢালা হয়। একদিন,তিন দিন, সাত দিন চলে। তবে না প্রোমোশন,এমেলেগিরি,ব্যবসায় সাফল্য।

    আপনারা ন্যাড়াও হন না। কি আর বোলবো।
  • pi | 72.83.97.112 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৪৯632322
  • তবে এই অসুখটা খুবই দুর্ভাগ্যজনক ও কষ্টের। শুনে খারাপ লাগছে।

    নিশিকে বলা হয়নি, এখন end of life care এ এই কথাটাই বলে। প্যালিয়েটিভ কেয়ার ও চালু হয়েছে এই কথা মাথায় রেখেই। ও, এখন এখানে স্কিম চালু হয়েছে। how to plan your death। সেখানে তুমি আগে থেকে সব লিখে রাখতে পারো, কী কী কন্ডিশনে কী কী চাও, চাও না ইত্যাদি। কারণ সেরকম অনেক অসুখ হলেই রোগীর নিজস্ব সিদ্ধান্ত নেবার আর ক্ষমতা বা বলার মত অবস্থা থাকেনা। তো, কেউ যদি লিখে দেন, দুরারোগ্য ক্যান্সারের মত কিছু অসুখে তাঁকে যেন আইসি ইউ তে না রাখা হয় কাটাছেঁড়া না করা হয় বা ভেন্টিলেশনে না রাখা হয়। বাড়িতে বা হসপিসে রাখা হয় ইত্যাদি।
  • dd | 124.247.203.12 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৫১632323
  • কোনো দক্ষিন ভারতীয়ের আঙুলে আঙটি দেখেছেন? গ্রহ রত্নের জন্য? নেভার।

    এরা দুষ্ট গ্রহের প্রতিকার করেন হোম যাগ,তীর্থ দর্শন ইত্যাদি করে। নিয়মিত মন্দিরে যান। পুজা দেন।

    বাঙালীরা অলস। টুক করে একটা আঙটি পড়েই অতো বড় ফাঁড়ার হাত থেকে বাঁচতে চান।

    আমাদের সংস্কার গুলোই কি বলে দেয় না আমরা কেমন ল্যাদ পার্টী ?
  • rupankar sarkar | 117.194.227.143 | ০৬ ডিসেম্বর ২০১১ ১০:৫৩632324
  • pi -তোমার প্রথম প্রশ্নের উত্তর r2h দিয়েছেন। ২য় প্রশনের উত্তর পাইনি বলেই তো চিন্তা আগে বলম না, উনি চারুপ্রকাশ ঘোষের মত সূর্যকে ওঠ ওঠ বলে ওঠাতেন? উনি আগে কোনওভাবে জানতে পারতেন কী হবে, আর সেইগুলো প্রেডিক্ট করে মাদুলি, তাবিজ গছাতেন, যাতে খারাপ কিছু না হয়। কিন্তু হবেনা জেনেই করতেন। তা না হলে নিজে অত দু:সহ অবস্থায় থাকতেননা।

    আমার গল্প শুনে আমার এক বন্ধু গেল মামলায় জেতার উপায় জানতে বা প্রতিকার নিতে। আমি ঠোঁট কাটার মত সবার সামনে বলেই ফেললাম, উনি অপরের মামলার সুরাহা করতে পারেন, নিজেরটা নয়। অনেক পরে অবশ্য কাগজে ছবি সমেত পড়লাম উনিও জিতেছেন। তবে সেটা তুকতাকের ফল কিনা কাগজে লেখেনি।
  • rupankar sarkar | 117.194.227.143 | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:০২632325
  • Aranya, pi, আমার স্ত্রী এখন অত খারাপ অবস্থায় নেই। একটু একটু হাঁটতেও পারে। নিম্নাঙ্গের অনেক কিছুই এখন 'নকল'। আসলগুলো বাদ দেয়া হয়েছে। দুই পা ভর্তি বিরাট বড় বড় আলসার অবশ্য আছে, তবে তাতে খুব এক্টা যণত্রণা নেই।

    গোপালদা পায়ে নামানোর সময় বলেছিলেন, যত ভাইটাল অর্গ্যান, সবই তো ঊর্ধাঙ্গে। হার্ট, লাং, কিডনি, লিভার, পায়ে তো কিছুই থাকেনা। যাক না পা নষ্ট হয়ে, প্রাণে তো বাঁচবে। তাই হয়েছে। তবে এখন দীর্ঘ দিনের কষ্টের ফলে কিছুটা মানসিক রোগগ্রস্ত।
  • rupankar sarkar | 117.194.227.143 | ০৬ ডিসেম্বর ২০১১ ১১:০৫632327
  • dd - দক্ষিণ ভারতীয় তুকতাকের অভিজ্ঞতাও আছে আমার কাছে। তবে বেশি গল্প বললে, লোকে 'গল্পদাদু' নাম দিয়ে দেবে। সময় পেলে পরে একদিন হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন