এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • অনলাইনে বাংলা বইয়ের আর্কাইভ : প্রস্তাবনা ও সম্ভাবনা।

    trq
    বইপত্তর | ২০ জুলাই ২০০৬ | ২৬৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • trq | 211.28.248.189 | ২০ জুলাই ২০০৬ ১২:০৪633065
  • বাংলা বইয়ের একটা আর্কাইভ। লাইব্রেরীর মতন।
    প্রজেক্ট গুটেনবার্গ বা রিডপ্রিন্ট এর মত একটা কিছু- বাংলায়। সম্ভব?
    আইডিয়া চাই। আর সেই সাথে, আমরা কতটুকু কী করতে পারি- সেই দিকনির্দেশনা।

    এ সংক্রান্ত আলোচনা :

    http://www.somewhereinblog.net/konfusiasblog/post/13884

    এখানেও দু'পয়সা হোক।
  • dam | 202.54.214.198 | ২০ জুলাই ২০০৬ ১২:৩৫633076
  • খুব কঠিন বস। কারণ হাতে টাইপ করে তোলা ---- ওরে বাবা!! এবারে বিনাপয়সায় বা সস্তায় অপটিক্যাল রিডার কি পাওয়া সম্ভব? তাহলে হতে পারে, নাহলে নয়।
  • trq | 211.28.248.189 | ২০ জুলাই ২০০৬ ১৩:০৪633087
  • :((

    দমুদি, ঐ লিংকটায় একবার ঢুঁ মেরেই দেখো না!
    কিছু সমাধান আছে ওখানে।
    আমি চাইছি তারপর থেকে আলোচনা শুরু হোক। এগিয়ে যাক।
  • vikram | 134.226.1.136 | ২০ জুলাই ২০০৬ ১৫:০৭633098
  • কপিরাইটের বাওয়াল না থাকলে আমার কাছে জা বই আছে আমি দিতে পারি।

    বিক্রম
  • r | 61.95.167.91 | ২০ জুলাই ২০০৬ ১৮:১২633102
  • অনলাইন বই ব্যাপারটা খারাপ না, কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে একদম পড়তে ইচ্ছে করে না। বস্তুত: কম্পিউটারের পাতায় কোনো লম্বা জিনিষই পড়তে ইচ্ছে করে না। পাতা উলটে উলটে গন্ধ শুঁকতে না পারলে আর কি বই পড়া হল!
  • Ishan | 130.36.62.129 | ২১ জুলাই ২০০৬ ০২:৪৬633103
  • এইটা ভালো প্রস্তাব। তবে একা গুরু বা বইপাড়ার কম্মো না। পয়সাকড়ি তুলে টুলে নামতে পারলে ভালো ই হবে। এই ব্যাপারে এর আগে আমাকে এক-দুজন বলেওছেন, ইন্টারেস্ট থাকলে এগোনো যেতে পারে।
  • trq | 211.28.248.189 | ২১ জুলাই ২০০৬ ২২:১৭633104
  • ঈশানদা, উত্তম পুরুষে কিছু বলো।
    ভরসা পেতাম।
  • Paramita | 64.105.168.210 | ২২ জুলাই ২০০৬ ০০:০১633105
  • কম্পিউটারের পাতায় লম্বা জিনিস পড়তে ভালো লাগে না, এটা আমি নিজেও বোধ করি এবং আরো অনেকের কাছে শুনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে হয়, আজ থেকে আট বছর আগে যত অসুবিধা হতো, এখন অনেক কম হয়। ঐ নতুন বই শোঁকা ইত্যাদি ইমোশানাল কারণ রয়েই যাবে। কিন্তু কনভিনিয়েন্স এসে ইমোশানের জায়গা নেবে বলে আমার ধারণা।
  • Ishan | 67.173.95.163 | ২২ জুলাই ২০০৬ ০৭:৫৩633106
  • তারেক,

    আমি এটা একলা করতে পারবনা, ফলে উত্তম পুরুষে কিছু বলা খুব মুশকিল। তবে খুব ইন্টারেস্টেড, সেটাও ঘটনা। মিনিমাম যেটা রিকোয়্যারমেন্ট, সেটা হল জনা দশেক লোক, যারা এটা করতে চায়, ভীষণভাবে চায়, প্রয়োজনে গাঁটের কড়ি খরচা করেও করবে...মানে, তাদের ফিল করতে হবে, যে এটা নাহলেই নয়... তবেই এগোনো যাওয়া যেতে পারে। সেই দশজনের মধ্যে আমি একজন হতে রাজি আছি। কিন্তু বাকি ন জন না হলে এগোনো যাবেনা।
  • Arjit | 128.240.229.67 | ২৬ জুলাই ২০০৬ ২১:৫১633066
  • আমি এখনো আগে প্রিন্ট আউট নিই, তারপর পড়ি। বেশি লম্বা হয়ে গেলে অবশ্য কম্পুতে পড়তে বাধ্য হই। কিন্তু হয়তো এই টেন্ডেন্সী আস্তে আস্তে কমে আসবে।

    কনফুর ব্লগে গিয়ে দেখলাম অনেকগুলো লিংক। নতুন করে আরেকটা করতে গেলে সেই ইয়াকের মতন নাম হবে (ইয়েট অ্যানাদার কমপাইলার কমপাইলার) - যদিও যে লিংকগুলো কনফু দিয়েছে তার সবকটায় গিয়ে দেখিনি কি আছে। একটা ফ্রেমওয়ার্ক আছে এরকম কাউকে পাকড়াও করে এগোলে অনেক তাড়াতাড়ি অনেক ভালো জিনিস দাঁড়াবে।
  • Ishan | 130.36.62.127 | ২৬ জুলাই ২০০৬ ২১:৫৫633067
  • ফ্রেমওয়ার্ক টোয়ার্ক লাগবেনা। একজন ডেডিকেটেড লোক লাগবে কলকাতায়, যে বই স্ক্যান করবে আর ডেটাবেসে তুলবে। অবশ্যই লোকটির জন্য সেটা ফুল টাইম এবং পেইড জব হবে। এছাড়া একটা তাগড়া ডেডিকেটেড সার্ভার লাগবে।

    বাকি সবই হয়ে যাবে।
  • Arjit | 128.240.229.67 | ২৬ জুলাই ২০০৬ ২১:৫৯633068
  • পাতি স্ক্যানার আর একটা লোক হলে একটা বই তুলতে এক মাস:-(
  • Ishan | 130.36.62.127 | ২৬ জুলাই ২০০৬ ২২:০৭633069
  • কেন, একমাস কেন? ছবি বানাবে, ছবি দিয়ে পিডিএফ বানাবে, তুলে দেবে।পুরোটাই ইমেজ হবে। OCR টোসিআর পাওয়া গেলে তখন টেক্সট ফর্ম্যাটে আনার কথা ভাবা যাবে। খারাপ আইডিয়া?
  • Arjit | 128.240.229.3 | ২৬ জুলাই ২০০৬ ২২:১১633070
  • আমার একখান অল-ইন-ওয়ান প্রিন্টার-স্ক্যানার-কপিয়ার আছে - সাপোজেডলি ভালো কোয়ালিটি। সেদিন পাঁচটা না ছটা পাতা স্ক্যান করছিলুম - স্ক্যান এবং একটা পিডিএফ ফাইলে রাখা - আধ ঘন্টার ওপর লাগলো। গোটা বই স্ক্যান করা - ধরা যাক "সেই সময়" - ঐকিক নিয়মে হিসেব কর ক'দিন লাগতে পারে?
  • Samik | 221.134.238.164 | ২৬ জুলাই ২০০৬ ২৩:৪৪633071
  • একটা জায়গার সন্ধান পেলাম অর্কুট ঘেঁটে। এখনও ভেতরে ঢুকে দেখি নি অবশ্য কেমন জিনিস। তবে দাবি করছে বাংলা ই-বুক এখানে রাখা আছে কিছু।

    http://groups.yahoo.com/group/bangla_ebook_group/
  • Ishan | 130.36.62.127 | ২৭ জুলাই ২০০৬ ০১:৩৩633072
  • আমার ধারণা একটার বেশি বই ই হবে। তবু, অরিজিতের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সকে মেনে নিয়ে ধরা গেল একটাই হল দিনে। তাতেও বছরে ২০০ খানা। খারাপ কি?

    তবে এসব পরের কথা। গাছে কাঁঠাল গোঁপে তেল। :-)
  • Paramita | 64.105.168.210 | ২৮ জুলাই ২০০৬ ১১:৫৪633073
  • খাটুনিই হবে যখন, জিনিসটাকে সার্চেবল করা উচিত। pdf-এ তা হবেনিকো। ডেটা এϾট্র অপারেটর কি কম পড়িয়াছে?
  • Arjit | 128.240.229.65 | ২৮ জুলাই ২০০৬ ১৪:৪২633074
  • এখন তো অধিকাংশ স্ক্যানারের সাথে ওসিআর দেয়, স্ক্যান করে সেরকম ফরম্যাটে রাখলে সার্চ হওয়ার কথা তো। অবশ্য কখনো করে দেখিনি। এমন একটা মেশিন হওয়া উচিত যেখানে এক দিক দিয়ে বই ভরে দেবে, আর নিজে নিজেই পাতা উল্টে সব পাতা স্ক্যান হয়ে একটা ফাইল তৈরী হয়ে যাবে:-))
  • trq | 211.28.248.189 | ২৮ জুলাই ২০০৬ ১৫:৩২633075
  • সবাই অল্প করে হলেও ভেবেছ দেখে খুবই ভাল লাগছে!
    একটু একটু করে আমি বলে এবার।

    কম্পুতে বই:
    ------------
    কম্পুতে বই পড়তে আমারো ভালো লাগে না। কিন্তু এরকম আর্কাইভের ব্যাপারটা মাথায় আসলো প্রবাসীদের কথা ভেবে। আমার অনেক রকম বই পড়তে ইচ্ছে করছে, কিন্তু হাত বাড়ালেই পাচ্ছি না। দেশ থেকে প্রিন্টেড কপি কিনে আনানো অনেক খরচ, সময় লাগে অনেক। তার উপর শেষ মেষ পৌছাবে কি না তারও নিশ্চয়তা নেই।
    এরকম সময়ের জন্যেই অনলাইন আর্কাইভ।

    ব্যাপারটা কেমন হবে:
    -----------------------

    যদ্দুর বুঝেছি- একা করা সম্ভব নয়। একটা গ্রুপ লাগবে। এবং পয়সা লাগবে।
    আমি প্রথম ভেবেছিলাম- বই ব্যবসা করে যারা, অথবা অনলাইন নিয়ে যারা নানারকম বিজে্‌নস এর সাথে জড়িত, তাদের উৎসাহী করা গেলে খুব ভালো হোত।
    সিস্টেমটা এরকম হবে- মেম্বার হতে হবে সাইটের- একটা ই দিয়ে অবশ্যই। এবং তারপরে বই অনুযায়ী আলাদা ই দিয়ে অ্যাক্সেস করতে হবে।
    বইগুলো পিডিএফ এ রাখা যায়। টেক্সট হিসাবে রাখতে পারলে সবচেয়ে ভালো।
    আচ্ছা, সে কথা পরে।
  • trq | 211.28.248.189 | ২৮ জুলাই ২০০৬ ১৫:৪১633077
  • ওফ! আগের লেখার ই- মানে হলো ফি।

    বই কেমন করে পাবো?
    ---------------------
    নতুন বই পাওয়া ঝামেলা হবার কথা নয়। কারন এখন সব বই-ই আগে কম্পুতে কম্পোজ করে ছাপানো হয়। সুতরাং প্রকাশকদের কাছ থেকে এই কপিটা নেয়া যেতে পারে অনলাইনে তোলার কাজে।
    আর পুরোনো বই- ওগুলোর জন্যে স্ক্যানার বা ওসিআর ই ভরসা।

    প্রকাশক ও লেখক- রাজি হবে?
    ----------------------------
    আমার ধারণা, হবে।
    মূলত তাদের বইয়ের বাজার দেশ কেন্দ্রিক। দেশের বাইরে খুব একটা বাজার পায় বলে মনে হয় না। সুতরাং, যদি এমন একটা অফার দেয়া হয় যে, প্রতি বইয়ের জন্যে পাঠক প্রতি মুনাফার একটা অংশ তাদের দেয়া হবে- তাহলে মনে হয় তারা রাজি হবে। ( সম্মানার্থে চন্দ্রবিন্দু যোগ করে নিও জায়গামতন, আমি কুইক টাইপের জন্যে এড়িয়ে যাচ্ছি। )

    আর এভাবে কমিশন বেসিসে ক¾ট্রাক্ট করলে সুবিধা হচ্ছে- প্রতি বইয়ের স্বত্ব কিনবার জন্যে এককালীন টাকা দেবার দরকার পড়বে না। এবং তাহলে আমাদের উপর আর্থিক প্রেশার খানিকটা হলেও কম হবে।
  • trq | 211.28.248.189 | ২৮ জুলাই ২০০৬ ১৫:৪৫633078
  • কদ্দুর কি হলো?
    ---------------
    তেমন কিছুই হয় নি। তবে, আপাতত কয়েকজন মানুষ জড়ো করা গেছে যারা ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাববে।

    অল্প কিছু অগ্রগতির কথা জানতে হলে এখানে আরেকবার ঢুঁ মারতে অনুরোধ জরবো।
    http://www.somewhereinblog.net/konfusiasblog/post/13884
  • trq | 211.28.248.189 | ২৮ জুলাই ২০০৬ ১৫:৫৫633079
  • আরো কিছু কথা:
    ----------------
    ব্যাপারটা পেইড সার্ভিস করা হবে খরচ মেটাতে। বই জোগাড় করা, প্রকাশকদের সাথে কথা বলা, সেই বই অনলাইনে তোলা- এসব শৌখিন ভাবে করা যাবে না। পেশাদারী মনোভাব লাগবে। আর্থিক নিশ্চয়তা না থাকলে সেটা আসবে না।

    এ কারনেই আমার বারবার মনে হচ্ছে- প্রকাশকরা তাদের নিজের্দের সাইটেই এরকম পেইড সার্ভিস রাখলে খুব ভালো হতো।
    আর সব বই এক জায়গায় করা গেলে অবশ্য আরো ভালো- তবে তার জন্যে একটা প্রতিষ্ঠান দরকার। যারা এ কাজটাই করবে, পেশা হিসেবে।
  • Samik | 202.131.141.197 | ০৭ আগস্ট ২০০৬ ১৪:০৪633081
  • ক্যালকাটা-গ্লোবাল-চ্যাট সাইটটা যত দেখছি মুগ্‌ধ হয়ে যাচ্ছি। ওদেরও একটা বেশ বড় খাজানা আছে অনলাইন বাংলা বইয়ের। জনতা দেখতে পারো।

    কী নেই ...
  • trq | 58.107.216.189 | ০৭ আগস্ট ২০০৬ ২৩:১২633082
  • শমীকদ,
    আরেকটু কষ্ট করে লিংকটা দিয়ে দাও। খুঁজে পাচ্ছি না।
  • trq | 58.107.216.189 | ০৭ আগস্ট ২০০৬ ২৩:৩৬633083
  • মানে বইগুলোর লিংক্‌গুলোর কথা বলছি, সাইটের না।
  • dam | 202.54.214.198 | ০৮ আগস্ট ২০০৬ ১২:৪২633085
  • কি কান্ড e-book বলে খুলে দেখি সেই সেই বই এর ওপরে আলোচন, চ্যাটাচ্যাটি। আর কখনও কিছু নমুনা।

    একটাও আস্ত বই আছে?
  • Samik | 202.131.141.197 | ০৮ আগস্ট ২০০৬ ১২:৫৮633086
  • দিব্যি আছে। কালকেই আমি লোটাকম্বল পুরো নামিয়েছি। শীর্ষেন্দু সমরেশ সত্যজিৎ প্রচুর আছে।
  • trq | 58.107.216.189 | ০৯ আগস্ট ২০০৬ ০১:১৬633088
  • শমীকদা, দারুন জিনিস দিলে!
    অনেক ধন্যযোগ তোমায়!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন