এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নাভি মাহাত্ম্য

    Jujutsu
    অন্যান্য | ০৫ জুলাই ২০০৬ | ৭৫৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • tan | 131.95.121.251 | ০৫ জুলাই ২০০৬ ১৯:২৭634688
  • আর কোটেশন পেলেন না দুনিয়ায়? এই অখদ্যে অগা বুদ্ধুটার কোটেশান তুল্লেন?
    নাম দেখলেই মাইরি সব্বাঙ্গ জ্বলে যায়! রাবিশস্য রাবিশ!!!!!
  • J | 192.6.178.101 | ০৫ জুলাই ২০০৬ ১৯:২৮634689
  • বাংলায় যেটা নাভি, ইংরিজিতে সেটাকেও ফোকাস বলে। নাকি আম্বেলিকাস? ট্যান কিছু জানো?
  • J | 192.6.178.101 | ০৫ জুলাই ২০০৬ ১৯:৩২634690
  • "ব্লাউজ পড়েছে ও" হয় না, ভুল। "ব্লাউজ পরেছে ও" হবে। বুদ্ধদেব গুহ কি এইরকম ভুলভাল বাংলা লিখেছেন নাকি? ওঁর কোনো লেখা পড়িনি কিনা। কোনো ধারণাই নেই।
  • tan | 131.95.121.251 | ০৫ জুলাই ২০০৬ ১৯:৪১634691
  • হ্যাঁ,যো,তাই তো! ফোকাসকে নাভি বলে,উপবৃত্তে দুইখানা করে থাকে।
    কিন্তু সংস্কৃত নাভি শব্দটার আরো গভীর অর্থ আছে।
    প্রাচীন স্তোত্রে আছে "অভিজিঘ্রন্তি ভুবনস্য নাভি"-ভুবনের নাভির ঘ্রাণ নাও।কেমন রহস্যবাদী,না? পৃথিবীর নাভি,তা আবার কি?
    এদিকে ঐ যে ডেলফিতে ওরাকল করতো পিথিয়া সম্প্রদায়,গ্রীক সূর্যদেবতার নারী পুরোহিত যারা ট্রান্সের মধ্য দিয়ে নানা ভবিষ্যদ্বানী করতো,তারা নাকি বসতো ন্যাভাল অব দ্য আর্থ এর উপরে,ভুবনের নাভি! ধোঁয়া ঘ্রাণ করে তবে ভবিষ্যদ্বানী করতে পারতো,নইলে না। তাই কাজটা শীতকালে হোতো না,হোতো বসন্তে গ্রীষ্মে!
    কেমন অদ্ভুত কান্ড! এখানেই ভুবনের নাভি ঘ্রাণ!!!!
  • tan | 131.95.121.251 | ০৫ জুলাই ২০০৬ ১৯:৪৩634692
  • টাইপো,শেষ লাইনে।"এখানেও" হবে,"এখানেই" না।
  • tan | 131.95.121.251 | ০৫ জুলাই ২০০৬ ২০:২৩634693
  • এইরকমই হাবিজাবি ভুলভাল লিখে গেছে বুদ্ধ গুহ।আগে অনেক আগে সেই কোয়েলের কাছে ইত্যাদি কিছু মোটামুটি পাত্য বই লিখে তারপরেই সে যে কী ট্র্যাশ কী ট্র্যাশ নামাতে আরম্ভ কল্লেন! উফ্‌ফ্‌ফ্‌ফ্‌!
    কি সাংঘাতিক ধরনের ভুল ভাল যে লিখে গেছে দেখে মাপিসিঠাকুমা পজ্জন্ত হাঁ!
    শেষদিকে এমন সব নামিয়েছে পড়তে গেলে ঐ গালিগালাজের থ্রেডের কিছু বাছাই শব্দ ছুঁড়ে মাত্তে ইচ্ছে করে ঐ চর্বিবস্তায়! অসহ্য বল্লেও কম বলা হয়!
    অদ্ভুত বোকাটে ধরনের স্নব!

  • Arjit | 128.240.229.66 | ০৫ জুলাই ২০০৬ ২০:৩৩634694
  • বন্ননা নিয়ে কোন কতা হবেনিকো - সে তুমি মাধুকরী বলো, আর সবিনয় নিবেদন।
  • a_x | 192.35.79.70 | ০৬ জুলাই ২০০৬ ০০:২১634695
  • একমাট্র, কোমোর, পড়েছে, এগুলো মনে হয়না বুদ্ধ বাবুর দোষ।
    শুধু বু গু কে বলছেন? মতি নন্দী পড়তে কি ভালো লাগত যখন কোনি, স্ট্রাইকার এইসব লিখত। তরপর একদিন বারান্দা বলে একখান বই পড়ে মতি নন্দী পড়া ছেড়েই দিলাম। সে যে কি বীভৎস রাবিশ বস্তু। পানু লিখবি তো গুছিয়ে লেখ, তাও পারবেনা। সুড়সুড়ি টুকু দেওয়া চাই কাটতির জন্য।
  • a_x | 192.35.79.70 | ০৬ জুলাই ২০০৬ ০০:২৫634696
  • আচ্ছা নাভি কি ভাবে নুপুরের মত হয়? কেউ একটু বোঝান তো?
  • tan | 131.95.121.251 | ০৬ জুলাই ২০০৬ ০৪:৩৩634698
  • আরে স্বয়ং দাড়িদাদু না কেন বলেছিলো,
    "মন দেওয়া নেওয়া অনেক করেছি মরেছি হাজার মরণে/নূপুরের মত বেজেছি চরণে চরণে"
    লম্বাচওড়া ছ ফুটিয়া একটা লোক যদি নূপুর হয়ে যায়,তাইলে আর...
    লেখক কবিরা অমন অনেক কিছু দেখেন,সব রূপক!
    তবে এই অখদ্যে বুদ্ধু যে কি করতে লিখেছে,সেই জানে! সাতচল্লিশটা গাছের নাম আর উনপঞ্চাশটা পাখির নাম দিয়ে নিজের কলার ধরে টানে,এ আবার বলবেই বা কি আর ...

  • Samik | 202.131.141.197 | ০৬ জুলাই ২০০৬ ১৩:১৩634699
  • নাভি হল মানুষের শরীরের ভরকেন্দ্র। সেন্টার অফ গ্র্যাভিটি। ব্যস, আর অত কথা কী বলার আছে?
  • vikram | 134.226.1.136 | ০৬ জুলাই ২০০৬ ১৪:২৬634700
  • নাভি দেখে উত্তেজনা হয় না? শুধু মন মন আর মন! তোমার শরীর নাই শমীক?

    বিক্রম
  • Juju | 60.48.151.34 | ০৬ জুলাই ২০০৬ ১৪:৫৪634701
  • হে হে কোটেশানে টাইপো ছিল বলে দু:খিত। কিন্তু মশাইরা, বুদ্ধু গুহু কে আলোচনায় টেনে আনছেন কেন? আলোচনার বিষয়বস্তু তো অন্য। থ্রেড চালু করার সময় মাথায় যা এসেছে, তাই কোট করে দিয়েছি, বুদ্ধুর লেখা না হয়ে সেটা অন্য লেখাও হতে পারত তো - এই যেমন তন্বী শ্যামা....
    শমীক মেয়েদের নাভি হল অত্যন্ত কামোদ্দীপক শরীরাংশ, দেখেন না সিনেমায় নায়িকারা পেট আর নাভি দেখিয়ে বেড়ান? কেন? পুরুষ দর্শকের দৃষ্টি আকর্ষনের জন্যই তো! অনেক সিনেমার কিছু বিশেষ বিশেষ দৃশ্যে ক্যামেরা সোজা প্যান করে নায়িকার উন্মুক্ত নাভিদেশ অভিমুখে।
  • Juju | 60.48.151.34 | ০৬ জুলাই ২০০৬ ১৬:২১634702
  • "মেয়ের নাভিতে কি আছে? স্বর্ণকোরক, সোনার মাছি? মাধ্বী? সোমরস? কে জানে?"

    "পৃথিবী তাই এক অপার্থীব নৃত্যকলায় মেতেছে এখন। যুবতী নাভির সঙ্গে তাল মিলিয়ে। নাভিতে উঠেছে মাকড়ি, নাভিতে ট্যাটু - উল্কি। যেন কোনো আদিম রমণী। গুহাভ্যন্তর থেকে উঠে এসে বলছে, দ্যাখো। চোখের পাতা রাখো অপলক। ইঁউ খুলি খুলি, ইঁউ জানে জিগর..."

    "ঐ নিম্ননভি, ক্ষীণকটি, গুরুবক্ষ - এই যে মুহুর্মুহু প্রদর্শনী, কিসের জন্য? সবই টাকার খেলা। যে কোনো চ্যানেল ঘোরাও, আসতে-যেতে একবার না হোক দৃশ্যপথে ওরা আসবেই। ঐ মোহিনী, মায়াবিনী, ব্রীড়াবতী। ঐ নাভিপদ্ম। চোখ আটকে যায় মাছির মত। কোন এক ছবিতে সে যেন দেখেছিল, জুহি চাওলার উন্মুক্ত নাভিতে তরোয়ালের ফলা পুঁতে দিচ্ছে দক্ষিনী যুবক। যেন তরোয়াল নয়, নীরব, ঝকঝকে, ধারালো কাম। নাভির ঐ সুরঙ্গপথ ধরে কত কোটি প্রাণী হেঁটে চলেছে কত যুগ ধরে!"

  • Samik | 202.131.141.197 | ০৬ জুলাই ২০০৬ ১৭:৩৫634703
  • কাম আছে শরীর আছে সব আছে। উত্তেজনাও আছে স্থানকাল ভেদে। কিন্তু হেডিংটায় তো নাভি গৌণ হয়ে পড়েছে, আরও অন্যান্য উত্তেজক আনুষঙ্গিকের প্রভাবে।

    এই থ্রেডের আলোচনার মুখ্য অ্যাজেন্ডাটা কী? নাভি দেখে কাম জাগে কিনা? নাকি নাভি নিয়ে সায়েন্টিফিক আলোচনা? কামনা বাসনা জাগাবার জন্য তো অলরেডি কয়েকটা থ্রেড চলছে। এর পর কি আরও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে আলাদা আলাদা থ্রেড খোলা হবে?

    মরাল গার্জেন হতে চাইছি না, কোনও লিমিটও বেঁধে দেবার আমি কেউ নই। কিন্তু নিরপেক্ষ আলোচনার থেকে যেন 'আ:, কী সেক্স মাইরি' ভাবটাই প্রাধান্য পেয়ে যাচ্ছে টপিকে এবং কনটেন্টে। এতে এবং বেশ কয়েকটা থ্রেডেই।

    নাভি নিয়ে অ্যাকচুয়েলি নিরপেক্ষ আলোচনা কী ধরণের হতে পারে, আমার সত্যিই কোনও আইডিয়া নেই। কেউ একটু জ্ঞান দিলে ভালো হয়।
  • vikram | 134.226.1.136 | ০৬ জুলাই ২০০৬ ১৭:৪৮634704
  • অর্থাৎ ফর্মে ও কন্টেন্টের থেকে বোঝা গেলো সবাই খুব উত্তেজিত। মানে সকলে ফর্মে আছে!

    বিক্রম
  • su | 59.93.218.104 | ০৭ জুলাই ২০০৬ ১২:৩৩634705
  • নাভিতে তেল দেওয়ার কথা যখন উঠলই, তখন এক খান কথা ছিল। ছোটবেলায় শীতকালে উদোম হয়ে সারা গায়ে সর্ষের তেল মেখে স্নান করতে হত। তখন ঠাকুমা বলতেন, ""ওরে স্যামড়া, নাভিতে ভালো কইর‌্যা ত্যাল দে। তাইলে ঠোঁট ফাটব না।''
    এইটা কি সত্যি? নাভিতে তেল দিলে ঠোঁট ফাটে না? এ ব্যাপারে কারও কোনও উপদেশ/ জ্ঞান?
    সু

  • dd | 202.122.18.241 | ০৭ জুলাই ২০০৬ ১৩:০৪634706
  • নাই কুন্ডলির সাথে ঠোঁটের কি সম্পর্ক তা ঠাকুমারাই জানতেন। আমার ছোটোবেলাতেও আমার ঠাকুমা একই কথা বলতেন। তেল মাখতাম। ঠোঁট ও ফাটতো - দুম দাম।

    তাছাড়া তখন মোজা কিনতে হলেই দোকানদার হাতের কবজীর মাপ নিতো। বুড়ো ভাম বাড়ীতে কেউ থাকলে জেনে নেবেন সত্যতা।
  • J | 192.6.178.101 | ০৭ জুলাই ২০০৬ ১৭:৪৫634707
  • dd,হাতের মুঠোর মাপ আর টো থেকে গোড়ালি অবধি যে দৈর্ঘ্য, সেটা অলমোস্ট সমান। তাই পায়ে মোজা না পরেও, ঐভাবেই মোজার মাপ দেওয়া যায়। পায়ে কতো ধুলোবালি থাকে, নোংরা গন্ধ থাকে, সেইজন্যেই এই নিরাপদ ব্যবস্থা।
    আর নাভির অবস্থানের সঙ্গে গোল্ডেন রেশিওর নিখুঁত যোগ আছে। সেই গোল্ডেন রেশিও, যেটা ফিবোনাচি সিরিজের সঙ্গে নেচে নেচে কথা কয়। আমার মেয়ে এগুলো নিয়ে খুব ঘাঁটাঘাঁটি করে। ওর কাছেই শুনেছি। আমি সেকেলে মানুষ।
  • dam | 199.244.214.30 | ০৭ জুলাই ২০০৬ ১৭:৫৫634709
  • dd,

    দ্য দা ভিন্সি কোড পড়ে ফ্যালেন বোঁ করে, তারপর আগ্রহ হলে ঘেঁটেঘুটে আরো কখানা, ব্যাস এইসব জেনে যাবেন। আমার বাবাও অমনি করে মোজা কিনে আনত।
  • Juju | 218.208.111.10 | ১০ জুলাই ২০০৬ ১৩:১৮634710
  • ঐ গোল্ডেন রেসিওর নাম মনে হয় "ফাই", তাই না?
  • navi lover | 119.30.36.57 | ১৪ নভেম্বর ২০০৯ ০০:৪৩634711
  • Amimeyedernavirjannapagol.jeshobmeyedernavionekboro, amitaderonekposondokori.borogatawalateltelenavidekhleamihaatditechai.anguldhukiyemochorditechai.
  • dd | 122.167.49.97 | ১৫ নভেম্বর ২০০৯ ২০:২৮634712
  • কুমারসম্ভবম। প্রথ, সর্গ: ৩৮ শ্লোক

    নীবীম অতিক্রম্য নত-নাভি-রন্ধ্রং প্রবিষ্টা তন্বী তস্যা:নবরোম-রাজি: সিতেতরস্য তন্মেখলা মধ্যমনে: অর্চ্চি: ইব ররাজ।
  • Hijibijbij | 202.155.135.150 | ০৬ মে ২০১০ ০৮:০০634713
  • শুনুন, যারা নারীর নাভির প্রতি আকৃষ্ট, প্রকৃত অর্থে তারা আসলে নাভির সঙ্গে যোনিদেশের তুলনা করেন মনে মনে।
  • Blank | 203.99.212.54 | ০৬ মে ২০১০ ১০:০৯634714
  • নাভি টা স্বাধিষ্ঠান না মনিপুর?
  • Lama | 203.99.212.54 | ০৬ মে ২০১০ ১০:২৮634715
  • নাগাল্যান্ড
  • nai | 180.234.57.242 | ২৪ নভেম্বর ২০১০ ১২:৩৭634716
  • মেয়েদের নাভিতে আসলে কি আছে?সোনার মাছি,হিরার খন্ড নাকি চাক্কা চাক্কা ময়লা আর পোকার বসবাস আর গন্ধ
  • alo | 180.234.57.242 | ২৪ নভেম্বর ২০১০ ১৩:১৫634717
  • ক্লাশে একজন মেডাম আমাদের বাংলা পরাতেন।অবয়স ২৫। ক্লাশে শাড়ি পোরে আস্তেন।অশাড়ির আচল ঠিক মত রাখতেন না।অতাই প্রাই আচল এর ফাকে তার নাভিটা উকি দিত।অআর আমি সে নাভিটা হা করে দেখতাম।অফরশা মেদহীন পেটে এক গভির কালো গরতো ।অনাভিটির ব্যাস প্রায় ১ ইঞ্চি ।অএকদিন মেডাম আমাদের কিছু লিখতে দিয়ে ইজি চেয়ার এ হেলান দিয়ে ঘুমিয়ে পরলেন।অতখন তার নভিটা উদাম।অএমন সময় একটা মাছি তার পেটে বসল।অআমার দৃস্টি সে মাছির দিকে যেন মাছিটা তার নাভিতে ঢুকে ।অএমন সময় মাছিটা মেডাম এর নাভিতে সুরসুর করে ঢুকলো।অসবাই সে দৃশ্য দেখছে।অমাছিটা নভির আরও গভিরে ঢুকল।অআর তখনি মেডাম জেগে উঠল আর আঙ্গুল দিয়ে নাভি খুটিয়ে মাছিটি বের করে ফেলে দিল।অসবাই হেসে উঠল।অমেডামও একটু মৃদু হাসলেন আর লজ্জিত হলেন ।অকিন্তু এর পর তিনি আচল ঠিক মত বাধতেন।অতাই মেডামের নাভি আর কখনও দেখা যাইনি।
  • alo | 180.234.57.242 | ২৪ নভেম্বর ২০১০ ১৩:১৬634718
  • ক্লাশে একজন মেডাম আমাদের বাংলা পরাতেন।আবয়স ২৫। ক্লাশে শাড়ি পোরে আস্তেন।আশাড়ির আচল ঠিক মত রাখতেন না।আতাই প্রাই আচল এর ফাকে তার নাভিটা উকি দিত।অআঅর আমি সে নাভিটা হা করে দেখতাম।আফরশা মেদহীন পেটে এক গভির কালো গরতো ।আনাভিটির ব্যাস প্রায় ১ ইঞ্চি ।আএকদিন মেডাম আমাদের কিছু লিখতে দিয়ে ইজি চেয়ার এ হেলান দিয়ে ঘুমিয়ে পরলেন।আতখন তার নভিটা উদাম।আএমন সময় একটা মাছি তার পেটে বসল।অআঅমার দৃস্টি সে মাছির দিকে যেন মাছিটা তার নাভিতে ঢুকে ।আএমন সময় মাছিটা মেডাম এর নাভিতে সুরসুর করে ঢুকলো।আসবাই সে দৃশ্য দেখছে।আমাছিটা নভির আরও গভিরে ঢুকল।অআঅর তখনি মেডাম জেগে উঠল আর আঙ্গুল দিয়ে নাভি খুটিয়ে মাছিটি বের করে ফেলে দিল।আসবাই হেসে উঠল।আমেডামও একটু মৃদু হাসলেন আর লজ্জিত হলেন ।আকিন্তু এর পর তিনি আচল ঠিক মত বাধতেন।আতাই মেডামের নাভি আর কখনও দেখা যাইনি।
  • alo | 180.234.57.242 | ২৪ নভেম্বর ২০১০ ১৩:১৯634720
  • ক্লাশে একজন তরুন মেডাম আমাদের বাংলা পরাতেন।অক্লাশে শাড়ি পোরে আস্তেন।অশাড়ির আচল ঠিক মত রাখতেন না।আতাই প্রাই আচল এর ফাকে তার নাভিটা উকি দিত।অআঅর আমি সে নাভিটা হা করে দেখতাম।আফরশা মেদহীন পেটে এক গভির কালো গরতো ।আনাভিটির ব্যাস প্রায় ১ ইঞ্চি ।আএকদিন মেডাম আমাদের কিছু লিখতে দিয়ে ইজি চেয়ার এ হেলান দিয়ে ঘুমিয়ে পরলেন।আতখন তার নভিটা উদাম।আএমন সময় একটা মাছি তার পেটে বসল।অআঅমার দৃস্টি সে মাছির দিকে যেন মাছিটা তার নাভিতে ঢুকে ।আএমন সময় মাছিটা মেডাম এর নাভিতে সুরসুর করে ঢুকলো।আসবাই সে দৃশ্য দেখছে।আমাছিটা নভির আরও গভিরে ঢুকল।অআঅর তখনি মেডাম জেগে উঠল আর আঙ্গুল দিয়ে নাভি খুটিয়ে মাছিটি বের করে ফেলে দিল।আসবাই হেসে উঠল।আমেডামও একটু মৃদু হাসলেন আর লজ্জিত হলেন ।আকিন্তু এর পর তিনি আচল ঠিক মত বাধতেন।আতাই মেডামের নাভি আর কখনও দেখা যাইনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন