এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এক্সিট পোল, পেইড নিউজ - সবই মিডিয়া মায়া ?

    পাই
    অন্যান্য | ২৩ এপ্রিল ২০১৪ | ১৮২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৫৩640465
  • এনিয়ে তো প্রায়ই আলোচনা চলে। এক্সিট পোল ওপিনিয়ন এর প্রতিফলন , নাকি ওপিনিয়ন মেকারও ? বোঝার উপায় আছে ? ভোটের আগে এগুলো দেখানো কতটা ঠিক ?
    এক্সিট পোল টাকা দিয়ে ইঞ্জিনীয়ারড হয়, এমন অভিযোগও উঠেছে। সেই অভিযোগ উঠেছে মিডিয়া রিপোর্টিং নিয়েও , পেইড নিউজ।
    এই নিয়ে যা তথ্য, বিশ্লেষণ আসছে, যা আসছে না, যা নিয়ে সন্দেহ হচ্ছে, যা প্রশ্ন জাগছে, থাকুক এখানে।
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ২০:৫৮640476
  • এটা থাক।

    http://www.aljazeera.com/indepth/features/2014/04/paid-news-clouds-india-elections-2014416121619668302.html

    Last week, India's Election Commission (EC) warned the country's media houses against telecasting or publishing exit polls "by showing them as opinion polls"...."In order to maintain level playing field and to ensure free and fair elections, the Commission advises all print and electronic media not to resort to the type of practise as mentioned... which for all practical purpose mean publication of exit poll while claiming that the same is only an opinion poll," the EC said in its statement.

    এই শেষের লাইনটার একটু ব্যাখ্যা পাওয়া যাবে ?
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ২১:০২640487
  • এক্সিট পোল - শহুরে বায়াস ? এটা বিহার নিয়ে বলেছে।

    http://scroll.in/article?id=662400

    How real is the Modi wave in Bihar? Does it have a sweeping presence in the state or is it limited only to certain sections? To what extent does the reality in each of the state’s 40 Lok Sabha constituencies correspond to the predictions of the opinion polls?

    It is no secret that opinion polls have an urban bias and often fail to reflect the voices of the members of the lower castes and the minority communities who are not keen on Narendra Modi becoming prime minister. In the interiors of Bihar's 40 constituencies, these caste and community considerations seem to have neutralised the Modi wave greatly....

    অন্যান্যবারের এক্সিট পোল কতটা মিলেছিল ? অবশ্য আগেরবারের প্রেডিকশান কতটা মিললো , তার থেকেও সেটা কতটা ঠিকঠাক প্রেডিকশন ছিল বোঝার উপায় নেই। কারণ সেটা ফলাফলকে নিজে কতটা প্রভাবিত করেছে, সেই প্রশ্ন থেকেই যাবে।
  • Ekak | 24.96.82.20 | ২৩ এপ্রিল ২০১৪ ২১:২৭640498
  • এগুলো কিছু না । পিপল আর ট্রাইঙ টু কন্ট্রোল দ্য সিস্টেম । এটাকে ক্রিমিনালায়স করা বোকা বোকা লাগে । আলটিমেটলি পাওয়ার টক্স । সবার হাতে একটা করে বোতাম আর তারা বোতাম টিপে দিলে পাওয়ার স্ট্রাকচার বদলে যাবে । কিন্তু কে কোথায় দাবাবে ওটা তো কন্ট্রোল করতে হবে ।তার আইডিয়া কে ইনভেদ করতে হবে । সুতরাং আমি তাকে বোঝাব মাই প্ল্যান ইস বেস্ট । কিকরে বোঝাব ? তার এক্সপেক্টেশন এর সঙ্গে আমার অফার কে ভার্চুয়ালি কানেক্ট করিয়ে ।

    পেইড ফেইদ তো নরমাল ব্যাপার , ক্যাপিটাল সেন্ত্রিক সে তর্ক এখানে আসেনা সিনস অল প্ল্যানস আর বাই ডিফল্ট দ্যাট । এর চেও মারাত্মক জিনিস হচ্ছে । এক রকম গেম চালু হয়েছে । "আপনি আসলে কোন সেলেব্রিটি র মত" থেকে "আপনি কোন পলিটিক্সে বিশ্বাস করেন ?" । এ এক অসাধারণ জিনিস । ক্লাসিফিকেশন কে আইদেন্তিফাই না করে ক্লাস চাপিয়ে দেওয়া । এবার এরা বলছে ট্যাগিং ইস দ্য বেস্ট ওয়ে অফ ক্লাসিফিকেশন । ডু ইন সাচ আ ওয়ে দ্যাট দ্য অবজেক্ট ইটসেলফ এক্সেপ্ত্স দ্য ট্যাগ বীকস অফ হ্যাভিং নো আদার অপশন ।
    থিওরি থাক । কী হচ্ছে একচুয়ালি ?

    "আপনি আসলে কোন পার্টির সাপোর্টার "
    এই গেম টাতে "সাপোর্ট টেকনোলজিক্যাল এডভান্সমেন্ট " চুস করলেই "ইউ আর একচুয়ালি বিজেপি সাপোর্টার " দেখাচ্ছে । এস ইফ বাকি পার্টি এটার এগেইনস্ট এ । বিজেপি= টেকনোলজি । ডিসিশন মেকিং প্রসেস কে কীভাবে ঘাঁটা হচ্ছে বুঝতে পারা যাচ্ছে ? দিস ইস হ্যাপেনিং এভ্রিহয়ার । সো কল্ড "প্রচার " বন্ধ হয়ে গেলেও এগুলো চল্ত্যে থাকে ।

    তো যেটা বক্তব্য : মিডিয়া পেইড কিনা , এক্সিট পোল পেইড কিনা এ নিয়ে হাহুতাশের মানে নেই । আফটার অল এই সিস্টেমে দাঁড়িয়ে যেদিকে মানি তারা অনবরত টাকা ঢেলে যাবে মানুষকে তাদের আইডিয়া টাই এবং "এটাই সবাই ঠিক ভাবছে " এটা বেচার । দিস ইস প্ল্যানার্স মেন্টালিটি । জাস্ট থিঙ্ক দ্যাট ইউ আর প্লেইং আ গেম হওয়ার এভরিবডি ক্যান এক্সেস চীট কোড । নাউ ট্রাই টু উইন । ইনফ্যাক্ট যে কোনো ওপেন সিস্টেম ই তো তাই ।
  • Ekak | 24.96.82.20 | ২৩ এপ্রিল ২০১৪ ২১:২৯640509
  • অর গ্র্যাব দ্য এক্সেস :)
  • dd | 132.171.70.88 | ২৩ এপ্রিল ২০১৪ ২২:৪৫640520
  • হ্যাঁ,হ্যাঁ। এইসব ট্যাগিং ম্যাগিং।

    ফেসবুক ভত্তি। এখন ভাটের পাতায় ও রেগুলার দেখি। আপনে ক্যামন বই? কি ধরনের সিনেমা? হোয়াট কাইন্ড অব ভেজিটেবিল আর ইউ? আপ কৈসা বিল্লী হোতা হ্যায় ?

    টেস্ট করে দেখি আমি ঢ্যঁঢ়শ,গাঁদাল পাতা,বর্ণ পরিচয়( প্রথম ভাগ),বাবা ক্যানো চাকর? ও কাপুচিনো বাঁদোর।

    এ সবে কি বোঝা যায়?
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ২২:৪৯640531
  • পরজনমে হইবো গাধা, এইটা বেরোনোর পর থেকে আমিও এসবের উপর যৎপরোনাস্তি চটে আছি।
  • Ekak | 24.96.82.20 | ২৩ এপ্রিল ২০১৪ ২২:৫৭640542
  • আপনি কী বুঝলেন সেটা তো উদ্দেশ্য নয় :) দে আর ক্লাসিফায়ং ইউ ইন সাম নেমড সাবসেত্স । এবার আপনি কেমন মানুষ বুঝতে তাদের সুবিধে হবে । মানে মেশিন আপনাকে এইভাবে "বুঝছে " । আপনি প্রথমবার না জেনেই লেডি গাগা কে পছন্দ করলেন । সেটাকে দিয়ে ট্যাগ করে একটা ক্লাস বানিয়ে দিল । এবার আপনি ভাবছেন ওবাবা এইটা আবার কে ? কিন্তু সে ততক্ষণে আপনার চিন্তার ভার্চুয়াল অংশীদার । তার সম্বন্ধে জানছেন । শুনছেন ।প্রভাবিত হচ্ছেন । এবার মেশিন লেডি গাগা কে এক্সেস করলেই তার ফ্যান রা কিরকম হতে পারে আগে থেকে এগ্রিগেতেদ । আপনাকে এক্সেস করে ফেলল । আপনি ভাবলেন ঠিক ঠিক আমিও তো ওই ধারনায় বিলং করি । বহুত মজার খেলা এটা :):):) এইভাবে লোকজন কে বিশ্বাস করানো হচ্ছে কী হলে সে লিবেরেতেরিয়ান কী হলে কমিউনিস্ট । নিজেই সেইগুলো হওয়ার চেষ্টা করবে । বীকস উই অল ট্রাই টু একমদেট আউঅর সেল্ভ্স :) এগুলো নতুন কিছু না জাস্ট নতুন মোড়কে আছে ।
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ২৩:০০640553
  • কিন্তু কীসে অ্যাকোমোডেট করতে চাইবো, সেখানে তো নিজের ইচ্ছেও কিছুটা বা নিজের ইচ্ছেই কাজ করবে। কী বললে লেফট লিবারেল হওয়া যাবে সেটা নাহয় গেস করে সেই খোপে অ্যাকোমেডেটেড হতে চাইবে, কিন্তু লেফ্ট লিবারেল হবার ইচ্ছেটা তো নিজেরই। এবার সেটা আরো অন্য কিছু দিয়ে কন্ডিশনড, তা হতে পারে।
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ২৩:০৫640466
  • ব্যাক টি পেইড মিডিয়া, তাহলে কড়ি যার, ভোট তার , এটাই মেনে নিতে হবে ?
  • Ekak | 24.96.82.20 | ২৩ এপ্রিল ২০১৪ ২৩:১৪640467
  • হ্যাবিট ফর্ম করিয়ে দিলে কালচারে এক্সেস হয়ে যায় । তারপর ব্যক্তি সেটাকেই নিজের কালচার হিসেবে প্রজেক্ট করে। গুড হ্যাবিট ফর্মিং এ আমরা যে চেষ্টা টা করি । এতবার থ্যান্ক ইউ বলব যে অতি অভদ্র আসতে আসতে থ্যাঙ্ক ইউ বলতে শিখে যাবে । কারণ তদ্দিনে চারপাশের লোক ও বলছে । এইযে পলিটিকাল তর্ক উঠলেই লোকজন ফোর্স করে টেক সাম সাইদ টেক সাম সাইড কারণ একচুয়ালি ন বডি বদার্স রি দিফায়নিং প্রবলেম । সেটা হলে প্ল্যান সেল করা যাবেনা । যে কোনো একটা সাইড নিলে যাবে ।

    আজকে আমি জানলুম এই এই হলে লেফট লিবারেল । কাল জানব অমুক পার্টি ঘোষিত লেফট লিবারেল যেটা আমার আইডিয়া ( আইডিয়া তে বিলং করা শুরু হয়ে গ্যাছে ) । পরশু সেই পার্টি যাই স্ট্যান্ড নিক আমি তার হয়ে লড়ব কারণ আমি একচুয়ালি আমার আইদেন্তিটি যাতে ক্রায়সিস্দ না হয় তার জন্যে লড়ছি । এরা ভালো পার্তিসান হয় ।
    এবার কিছু লোক কাউকে সমর্থন করে না । আসলে তারাও করে । দে অফ সেট অফ এথিক্স যেগুলোকে সে কার সঙ্গে ম্যাক্সিমাম ম্যাচ খুঁজছে । একচুয়ালি এদের দিয়ে ভালো সুশীল হয় । আলটিমেটলি এরাও একটা নতুন সাবসেটের জন্ম দিয়ে প্ল্যান কিনে বসে থাকে ।

    আলটিমেটলি কেও এই যন্ত্রের বাইরে নয় । যন্ত্র সবাইকে নিজের ইচ্ছে অপরের মত হবার সুযোগ করে দিয়ে আদপে অপরের ইচ্ছেয় নিজেকে চালাতে শুরু করে । এটা না হলে কন্ট্রোল থাকেনা ।
  • Ekak | 24.96.82.20 | ২৩ এপ্রিল ২০১৪ ২৩:১৯640468
  • "ব্যাক টি পেইড মিডিয়া, তাহলে কড়ি যার, ভোট তার , এটাই মেনে নিতে হবে ?"

    কড়ি কি ? স্টেক তাই তো ? একজন ব্যবসায়ী র স্টেক আছে মোদী এলে । পয়সা দিয়ে পার্টি প্রোপাগান্ডা করছে । একজন চাষী র স্টেক আছে অন্য কেও হলে । সে মিছিল করবে , ভাংচুর করবে যেভাবে হোক রাস্তা বানাবে । আমরা সবাই তো স্টেক বুঝে মুভ করে থাকি । কেও শ্রম ,কেও সময় ,কেও পয়সা সব ই ইনভেস্টমেন্ট । যে লেখক পয়সা না নিয়ে মোদীর গুষ্টির শ্রাদ্ধ করছে তার ও স্টেক আছে । এভরিবডি ওয়ান্টস তু সী দেয়ার ড্রীম প্ল্যান ফুল্ফীল্ড । এখানে পয়সা জাস্ট একটা মাধ্যম । সেটা একটা শ্রেনীর মধ্যে আটকে কেন তা আলোচনার বিষয় হতে পারে । আলাদা করে তো পয়সা আছে বলে করছে -র কোনো পয়েন্ট দেখিনা :| বাকি রা বলুক ।
  • pi | 24.139.209.3 | ২৩ এপ্রিল ২০১৪ ২৩:৫১640469
  • যেটা সবাই দিতে পারেনা, সেটা দিয়ে কিছু ডিক্টেটেড হলে তা কি আর গণতন্ত্র হল ?
  • a x | 138.249.1.198 | ২৪ এপ্রিল ২০১৪ ০০:২৬640470
  • ডিডি ঃ-)))))
  • সে | 188.83.87.102 | ২৪ এপ্রিল ২০১৪ ০৩:২৫640471
  • এক্সিট পোল তো এদেশে অনেক সময় হুবহু ঠিক রেজাল্ট বলে দেয়।
    কেবল এক দুবার মেলেনি। সেই যেবার মিনারেট নিয়ে এক্সিট পোল হয়েছিলো মেলেনি আর এই গেলবারে "আর ফরেনার যেন না ঢোকে" এইটাও মেলেনি।
    বাকি প্রত্যেকবারেই মিলেছে।
    এখানে ব্যালট পেপার বাই পোস্ট জমা করে লোকে, এক দেড় মাস ধরে। শুধু খুব একাকী মানুষেরা, বুড়ো মানুষেরা, কমিউনে গিয়ে ভোটের দিন বা তার আগের দিন ভোট দিয়ে আসে। এক্সিট পোলে এরা সব সত্য কথাই বলে - শুধু ঐ দুবার বলেনি।
    তখন রেজাল্ট বেরোনোর পরে বলেছে, তারা আসলে "ভুল" করে "না" কে হ্যাঁ", অথবা "হ্যাঁ" কে "না" ভেবে ছাপ দিয়ে ফেলেছে। আসলে এমনটি হবে তা ঘুণাক্ষরেও ভাবেনি, ইত্যাদি।
    মতদান জিনিসটা যদিও খুব গোপন এবং ব্যক্তিগত ব্যাপার, তবুও দেখেছি - এখানে লোকে আলোচনা করে, বলাবলি করে তবে ভোটের কাগজ ফিলাপ করে। অনেকে আবার ভোট ফোট দেয় না, আগ্রহ নেই।
    আবার একই পরিবারে হয়ত তিনচারজন ভোটার তাদের নিজস্ব ইচ্ছেমত বিভিন্ন পার্টি ও ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছে। এটা শহরে।
    গ্রামের দিকে কিন্তু দৃশ্যটা অন্যরকম। সেখানে চুড়ান্ত পিতৃতান্ত্রিক সিস্টেম। পরিবারের সকলেই একইরকম মত দেয়, বাবার ইচ্ছেমত।
  • pi | 24.139.209.3 | ২৪ এপ্রিল ২০১৪ ০৮:২৫640472
  • এক্সিট পোলের প্রয়োজনীয়তাটা কী ?
  • সিকি | ২৪ এপ্রিল ২০১৪ ০৯:০৯640473
  • জ্যোতিষের প্রয়োজনীয়তাটা কী?

    মানুষ সবসময়েই অজানা ভবিষ্যৎকে স্পেকুলেশনের মাধ্যমে জানতে চায়। তাই অ্যাকচুয়াল রেজাল্ট বেরনোর আগে এক্সিট পোল।
  • Reshmi | 129.226.173.2 | ২৪ এপ্রিল ২০১৪ ১০:২৪640474
  • এখন যা মিডিয়ায় আসছে সেগুলো তো ওপিনিয়ন পোলের রেসাল্ট। এক্সিট পোলের রেসাল্ট তো বোধহয় সব জায়্গায় ভোট শেষ না হওয়া পর্যন্ত পাবলিক করা যায়্না, বাকি ভোটারদের ইন্ফ্লুয়েন্স করতে পারে সেই যুক্তিতে। কিন্তু আমি বুঝতে পারি না, সেই একই যুক্তিতে ওপিনিয়ন পোলের রেসাল্টও তো ভোট পর্ব একবার শুরু হয়ে গেলে আর মিডিয়ায় আসা উচিত নয়। তা তো হয় না!
  • Arpan | 125.118.73.226 | ২৪ এপ্রিল ২০১৪ ১০:৩২640475
  • ওপিনিয়ন পোলের রেজাল্টও তো এখন আর মিডিয়ায় "সরাসরি" দেখাচ্ছে না। কত যেন একটা কাট অফ ডেট ছিল। গুগলকাকুকে জিগ্যেস করলে বলে দেবে।

    তবে সরাসরি না হলেও ঘুরিয়ে সেই ওপিনিওন পোলের রেজাল্ট রেফার করছে সবাইই।
  • jhiki | 149.194.250.241 | ২৪ এপ্রিল ২০১৪ ১০:৩৯640477
  • সত্যি সবাই এই সব আটভাট গেমে সময় নষ্ট করে? ভাটের পাতায় অবশ্য অনেক আলোচনা দেখেছি।
  • Arpan | 125.118.73.226 | ২৪ এপ্রিল ২০১৪ ১০:৪৪640478
  • রেশমি, সরি। মনে হয় ভুল জানতাম।
  • pi | 24.139.209.3 | ২৪ এপ্রিল ২০১৪ ১০:৫১640479
  • হ্যাঁ, রেশমীদির প্রশ্নটা আমারো ছিল। ৮ঃ৫৮ র পোস্টের লাস্ট লাইনে। এই যে ইসি মিডিয়াকে বলেছে, Don’t show exit polls disguised as opinion polls, এটার কী মানে ? দুটোই তো একইভাবে প্রভাবিত করতে পারে।

    ও, এই আইনটা পেলাম।
    Section 126 A of the Representation of the People Act prohibits “publication and dissemination of results of exit poll”. It says that “no person shall conduct any exit poll and publish or publicise by means of the print or electronic media or disseminate in any other manner, whatsoever the result of any exit poll during such period”.

    এক্সিট পোল তো তাহলে ব্যানড। কিন্তু একই কারণে ওপিনিয়ন পোল ও ব্যানড হওয়া উচিত নয় কি ?
  • pi | 24.139.209.3 | ২৪ এপ্রিল ২০১৪ ১০:৫৯640480
  • একটা ভালো লেখা পেলাম। গত কয়েকটা নির্বাচনে এক্সিট পোল/ওপিনিওন পোল আসল ফলের কতটা কাছাকাছি গেছে বা যায়নি, তার পরিসংখ্যান।
    http://www.epw.in/election-specials/status-opinion-polls.html

    অবশ্য এই সব্কটাতেই এক্সিট আর ওপিনিয়ন পোল মিশিয়েই দেওয়া হয়েছে। এবারের NDTV পোলটার মতন।

    তবে দেখা গেল, বেশিরভাগই মেলেনি। তার মানে কি এও বলা যাবে, যে এই পোলগুলো জনমানসকে সেভাবে প্রভাবিত করেনি, নাকি কিছুটা করেছে, এগুলো না হলে ফলাফল হয়তো আরো অন্যরকম হতো, মানে ওপিনিয়ন/এক্সিট পোলের থেকে আরো বেশি আলাদা হত ?

    তবে কি এবারেও বিজেপির নিরঙ্কুশ জয়ের ভবিষ্যদ্বাণী ভুল হওয়া নিয়ে আশা আছে ? নাকি ইতিমধ্যেই এই পোল এবার এতটাই মোদী হাওয়ার ধুয়ো তুলে দিয়েছে, যে তাই দিয়ে ভোটাররা প্রভাবিত হয়ে যাবেন ?

    The opinion polling industry has failed to learn from its past mistakes, and the recent spurt in opinion polls giving a clear lead to the BJP led NDA once again brings forth the dangers fraught in the misuse of opinion polls. Election surveys are now perceived as covert instruments used by media houses in collusion with political parties for falsely predicting their fortunes with the aim of influencing the electorate in India.

    এই পোলগুলোর অর্থহীনতা নিয়ে লোকজনের কাছে আরো বেশি করে পৌঁছনো দরকার মনে হয়।
  • sc | 132.164.157.184 | ২৪ এপ্রিল ২০১৪ ১২:২২640481
  • আমার মনে হয় ওপিনিয়্ন পোলগুলো পুরোপুরি বাঁদরামো। কর্পোরেট হাউসগুলো বিজেপিকে চাইছে, তাই মিডিয়াতে যতো পারছে টাকা ঢেলে ওপিনিয়ন পোল নাম দিয়ে আসলে মানুষের ওপিনিয়্নকে প্রভাবিত করছে। অন্তত শহুরে ভোটারদের তো কিছুটা প্রভাব করছেই! আর বিজেপিও হাইফাই প্রফেশনাল অ্যাড এজেন্সি আর ইমেজমেকারদের ভাড়া করেছে, তারাও সুচতুর ভাবে মিডিয়াকে (নাকি মিডিয়া তাদের?) ব্যাবহার করছে। যেকোন কারনেই হোক, UPA মিডিয়াকে বিজেপির মতো সফলভাবে ব্যাবহার করতে পারেনি, তাই ওপিনিয়ন পোলেও পিছিয়ে থেকেছে।
  • sc | 132.164.157.184 | ২৪ এপ্রিল ২০১৪ ১২:৩০640482
  • তবে একটা কথা - মোদী হাওয়া আছে কিনা জানিনা, তবে UPAর করাপশনের চোটে এবার ওরা এমনিতেই ভোট কম পেতো। আর এই সুযোগটাকেই মোদী আরও বেশী ব্যবহার করছে। মোদীর আরেকটা সুবিধে হলো উল্টোদিকে রাহুল, যে খেলতে নামার আগেই দশ গোল খেয়ে বসে আছে। লোকটার মুখ দেখলেই বোঝা যায় রাজনীতিতে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, কিন্তু ওকে টেনেহিঁচড়ে প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়বে।
  • pi | 24.139.209.3 | ২৪ এপ্রিল ২০১৪ ১২:৪৬640483
  • কিছু ওপিনিয়ন পোল তো টাকা ঢেলে বানানোই, বা ওপিনিয়ন পোলে যা পাওয়া যাচ্ছে সেই ফলাফলে কারচুপি করে অন্য কিছু প্রোজেক্ট করা।
    যেমন এগুলো নিয়ে স্টিং অপারেশন হল, তাই নিয়ে কয়েকদিন আগেই হইচই হলো।
    http://timesofindia.indiatimes.com/india/Many-agencies-manipulating-opinion-poll-projections-claims-sting-operation/articleshow/31013534.cms

    এগুলো পুরো মিথ্যাচার। এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বলেই মনে করি। কিন্তু যদি সেরকম কিছু ইচ্ছাকৃতভাবে জল মেশানো না হয়, তাহলে একটা ঠিকঠাক ওপিনিয়ন পোল বা এক্সিট পোল ও কি বন্ধ করা উচিত ? এই নিয়ে একটু ধন্দ হচ্ছে। হ্যাঁ, এই প্রশ্নটা উঠবেই, যে কারচুপি হয়েছে কিনা সেটা বোঝা যাবে কীকরে বা অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু না করা হলেও স্যাম্পলিং প্রসেসে ভুল থাকতে পারে, অন্য নানা অনিচ্ছাকৃত বা এড়ানো যায়না এরকম ভুল থাকতে পারে। সেই ভুলগুলো ফিল্টার করার উপায় নেই, আর ভুলসহ পাবলিশ হলে সেগুলো ভুল ইম্প্রেশন তৈরি করবে, সেই গ্রাউণ্ডে অবশ্য বন্ধ করা যেতে পারে। কিন্তু ধরা যাক, হাইপোথেটিক্যালিই ধরা যাক, সেরকম ভুল ও হল না, মানুষ যা ভাবছেন, যেরকম যা ভোট দিচ্ছেন, তার একদম ঠিকঠাক প্রতিফলন হল, সেক্ষেত্রে এটা নিয়ে কোন গ্রাউণ্ডে আপত্তি তোলা যেতে পারে ? অন্যের ভাবনা দিয়ে প্রভাবিত করাকে ? সেটা বোধহয় করা যায়না, কারণ আমরা কেইই ব্যক্তিমানুষ হিসেবে ক্লোঅজড সিস্টেমে বাস করিনা, অন্যদের সাথে ইন্টারাকশন হবেই আর অন্যে কী ভাবছে তাই দিয়ে প্রভাবিত হওয়াটাও সেই সামাজিক প্রক্রিয়ারই অংশ। তাই ব্যান করা নিয়ে একটা ধন্দ থেকেই গেল।
  • sc | 132.164.157.184 | ২৪ এপ্রিল ২০১৪ ১৩:২৭640484
  • কিন্তু একটা জিনিষে বারবার ভুল হচ্ছে যদি দেখানো যায়, তো শুধু সেই কারনেই সেটা ব্যান করা যায়্না? আপনার দেওয়া পরিসংখ্যানেই তো পরিষ্কার যে ওপিনিয়ন পোলের আসলে কোন মূল্যই নেই! ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেই হিসেবে না গিয়ে ভুলটাকেই ব্যান করা যায় না? বিশেষ করে এখানে যখ্ন রীতিমত জনস্বার্থ জড়িত, বারবার ভুল করে যেখানে একটা সরকার কারা বানাবে সেটাই নির্ধারিত করার চেষ্টা হচ্ছে?
  • pi | 24.139.209.3 | ২৪ এপ্রিল ২০১৪ ১৩:৩৭640485
  • সেই গ্রাউণ্ডে করা যায় বলে মনে করি, বল্লাম তো। আমার প্রশ্নটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে ছিল।
  • pi | 24.139.209.3 | ২৪ এপ্রিল ২০১৪ ১৩:৫১640486
  • মানে, আমার প্রশ্ন , ব্যানটা কোন গ্রাউণ্ডে হওয়া উচিত, ( ইচ্ছাকৃত বা অনিচ্চাকৃত ) ভুল হয় বলে, না কি ভোটারদের প্রভাবিত করতে পারে বলে ?
  • Ekak | 24.96.46.177 | ২৪ এপ্রিল ২০১৪ ১৪:৫৬640488
  • ধুর তাহলে তো ওয়েদার ফোরকাস্ট ব্যান হওয়া উচিত । ফোরকাস্ট মানেই ভুল হলেও হতে পারে । তার আবার ঠিক ভুলের লিগাল দায় কী :)
    আর প্রভাবের কথা এক্ষেত্রে খাটলেও সেটা ব্যানের গ্রাউন্ড না । ভোটার রা নিজের ইচ্গ্চেয় একটা ফোরকাস্ট সিস্টেম এর কাছে জানতে চেয়েছে । ভোটারদের "প্রভাবিত করা " অপরাধ এ কোথায় আছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন