এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মোদীর সামনে মিডিয়া নতজানু: লিবারাল ও কন্সের্ভাতিভ

    SC
    নাটক | ০৮ জুন ২০১৪ | ৩৩০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 34.3.22.185 | ০৮ জুন ২০১৪ ১০:০৫642699
  • কন্সের্ভাতিভ, যাকে অনেকে চাদ্দি বলেন, তারা কি ভদ্রলোক দের সার্কেলে অস্পৃশ্য?
    গুরুতে অনেকে বলেছেন আগে এরকম।
    স্বপন দাসগুপ্তও এসব কথা বলছেন:
    http://www.swapan55.com/2014/06/chipping-away-wing-bhadralok-ringside.html
  • - | 109.133.152.163 | ০৮ জুন ২০১৪ ১০:১৭642710
  • অফকোর্স! অস্পৃশ্য বলার জন্য আবার লিং পড়তে হবে না কি? এই তো জনে জনে এখানেই, এপাতাতেই বলে গেল এদের দেখলে না কি উনাদের "ঘেন্না" হয় ঃ-)
  • সিকি | ০৮ জুন ২০১৪ ১১:২৫642721
  • কনসার্ভেটিভ, যাকে অনেকে চাড্ডি বলেন - ডেফিনিশনটাই তো ঠিক নয়। কনসার্ভেটিভদের চাড্ডি বলা হয় না তো ওভাবে।
  • সে | 188.83.87.102 | ০৮ জুন ২০১৪ ১১:৫৮642732
  • অন্য লিঙ্ক খোলা হয়ে গেছে, এটা সম্ভবতঃ চলবে না, কারন সহজেই অনুমেয় ;-)

    তো যাগ্গে, ঘৃণার ব্যাপারে সত্যিই একমত।
    বেশ কয়েকবছর আগে একজন লেখকের লেখা হুবহু তুলে দিলাম।

    "অনেকদিন ধরেই শুধু মন্ত্রী বা নেতা নয়, আমলাগুলোর মধ্যেও যে ঔদ্ধত্য ও অসভ্য অহমিকা দেখা যাচ্ছিল ও যাচ্ছে তাতে মনে হয় সব কটাকে ধরে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। পদত্যাগ - ফদত্যাগ পরের ব্যাপার। Authoritarian Personality নিয়ে গবেষণা এখনও অসম্পূর্ণ রয়েছে।"

    এখানেও সেই অহমিকা ও ঘেন্নারই প্রতিফলন। :-)))
  • কল্লোল | 125.242.240.217 | ০৮ জুন ২০১৪ ১২:০৫642743
  • পবতে সিপিএম করা ইসলাম ধর্মাবলম্বী মানুষও বিজেপিতে যোগ দিচ্ছেন। এইটা খুব কৌতুহলোদ্দীপক। বুঝতে পারছি, মার খাওয়া থেকে বাঁচতে শক্তপোক্ত আশ্রয় চাই, সেটা এই মুহুর্তে পবতে বিজেপিই দিতে পরে। হাজার হলেও ক্ষমতায় থাকা দল তারা। কিন্তু এই অংশের যোগদানে পবতে বিজেপির সদস্য ভারসাম্য পুরোপুরি হিন্দুদের দিকে হেলে থাকা থেকে ধীরে ধীরে অন্য দিকে ঝুঁকবে। এই ঝোঁক যদি চলতে থাকে (না থাকার কোন কারন নাই) তবে পবতে শিগ্গিরি বিজেপির সদস্যের হিন্দু-মুসলমান অনুপাত ক্রমশঃ একটা তুল্যমূল্য অবস্থায় চলে আসবে। এই পরিস্থিতি বিজেপি নেতৃত্ব কিভাবে সামাল দেন সেটা সত্যিই দেখার।

    আর একটা কথাও মনে হচ্ছে। সেটা হিন্দু-মুসলমান বাদ দিয়ে। সিপিএমের সদস্যরা যদি এই হারে বিজেপিতে যোগ দিতে থাকে বিজেপি সংষ্কৃতি পবতে টাল খাবে কি? গ্রামের দিকে মুসলমান সদস্য একটা সমস্যা তৈরী করবে। আবার শহরের দিকে সমস্যাটা হিন্দু-মুসলমান ছাড়িয়ে সাধারনভাবে ধর্মের প্রতি উদাসীন মানসিকতা নিয়ে তৈরী হতে পারে। তবে সমস্যা গ্রামের দিকেই বেশী হবে। আমি খুব অবাক হবো না যদি "অনুপ্রবেশকারীরা" সংগঠিতভাবে বিজেপিতে যোগ দেয়।
  • =+= | 127.194.200.249 | ০৮ জুন ২০১৪ ১৫:১৯642754
  • মমতা বিরোধী সবাই বিজেপি তে যাবে পশ্চিমবঙ্গে। আপাতত আর কোনো রাজনৈতিক অল্টার্নেটিভ নেই। নেকস্ট দুটো ইলেকশন শুধু তিনো ভার্সাস বিজেপি হবে। শেষে রুটি পাল্টে বিজেপি আসবে বঙ্গে। এই অবধি খুব সোজা প্রেডিকশন।

    এবার আরেসেস বা বজরং দল / শিবসেনা গোছের এক্সট্রিমিস্ট অ্যাগ্রেসিভ রিলিজিয়াস ইডিওলজিতে চলা দল বঙ্গে সংগঠন বিস্তার করতে কতদুর আগ্রহী হবে বা বিজেপি অ্যালায়েন্স কে কতদূর অ্যাফেক্ট করবে তার উপর নির্ভর করবে মুসলিম ও অনুপ্রবেশকারীদের বিজেপি-প্রোটেকশনের এক্সটেন্ট।

    আমার মনে হয়, অ্যালায়েন্স গঠন ও তীব্র হিন্দুত্ববাদীদের সংগঠন সৃষ্টি, পাড়ায় পাড়ায় লোকালয়ে ধর্মীয় চন্দ্রাতপে জনসমাবেশ ও নেটওয়ার্ক তৈরি - এটার উপরে দাঁড়িয়েই বিজেপি সাপোর্টার বেস বানিয়েছে। বঙ্গে এই ধর্মীয় চাঁদোয়া নিরপেক্ষ ভাবে যদি দলে দলে লোক এমনিতেই বিজেপি জয়েন করে, তবে উগ্র হিন্দুত্ববাদীদের বঙ্গে তোল্লাই দেওয়ার দরকার হবে না। গুড গভর্নেন্স, উন্নয়ন, অর্থনৈতিক স্টেবিলিটি, নন-কোরাপশন এসবই যথেষ্ট হবে ভোটের অ্যাজেন্ডা হিসেবে। তবে সবই নির্ভর করবে আগামি ২-৫ ব্ছরে কেন্দ্র-সরকারের পারফর্মেন্সের উপর।
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ১৬:২০642765
  • কল্লোলদার প্রেডিকশনের সাথে একমত নই। তৃণমূল প্যাঁদাচ্ছে বলে কিছু লোকে বিজেপিতে যোগ দিচ্ছে বটে (খুব সম্ভবতঃ সেইসব জায়গায় লেফট খুব উইক), কিন্তু তারাও জানে তাদের বাঁচাতে রোজ কেন্দ্রীয় প্রতিনিধিদল আসবে না। প্রত্যন্ত গ্রামের মানুষের সামনে কেন্দ্রীয় সরকার এগজিস্ট করে না। থাকে পঞ্চায়েত, থানা পুলিশ, লোকাল গুন্ডা, পার্টি অফিস এইসব। কিছু লোক যাবে আবার কিছু লোক ফের ফিরেও আসবে। স্রেফ মতাদর্শ জনিত কারণে এ ধরণের শিফট তৈরী হওয়ার মতো সিচুয়েশন এখনো আসেনি। ফলে বিজেপির সংগঠন বৃদ্ধি গ্রামাঞ্চলে বেশ চাপের ব্যাপার। খুব ডেডিকেটেড কর্মী ছাড়া মুশকিল। সংগঠন না থাকলে এই উত্তাল প্যাঁদানি থেকে বাঁচতে লোকে সেইদিকে ছুটবে না। আর হিন্দু মুসলিম এক্সট্রিমিজম ইত্যাদি দিয়ে পব র গ্রামাঞ্চলে মাস বেস বানানো জাস্ট ইমপসিবল, ওই লেভেলে ধর্মীয় আইডেন্টিটি ইত্যাদি ভীষণ ডিস্ট্যান্ট, লোকাচার ইত্যাদি বরং অনেক কাছের। লোকে সিপিএম হওয়ার অপরাধ থেকে বাঁচতে বিজেপি হচ্ছে, এদিকে বাবুল সুপ্রিয় গিয়ে বলছেন, আপনারা একজোট হলে লোকে কিচ্ছু করতে পারবে না। জনতা কিছু পরেই বুঝবে বিজেপি আইডেন্টিটিটাও ম্যাটার করছে না, ম্যাটার করছে একজোট হওয়াটা, কারণ কেন্দ্রীয় সরকার এদের বাঁচানোর জন্য জাস্ট কিস্যু করতে পারবে না। অতএব ক্রমাগতঃ এই রংবদল চলতেই থাকবে।

    লক্ষ্য করুন, বাম আমলেও বিচ্ছিন্ন কিছু পকেটে বিজেপির সমর্থন বেশ ভালোই ছিল, কর্মী ইত্যাদিও ছিল। (যেমন বীরভূমের কিছু এলাকা, হাওড়ার বাগনান, ইত্যাদি )। সিপিএম এদের মোটামুটি পুষত। ফোঁস অবধি ঠিক আছে কিন্তু ছোবল মারতে দিত না। কেন্দ্রে পরপর দু বার ইউ পি এ থাকাকালীন এসব জায়গায় সংগঠন ছত্রভঙ্গ হয়ে যায়। মোদী ওয়েভে ভর দিয়ে এবছর যা হয়েছে, পরের বারও সেরকম হবে কিনা সন্দেহ আছে। কর্পোরেটের আবার কাকে বসাতে ইচ্ছে হয় কে জানে। ফলে ঐ 'কেন্দ্রের সুযোগ সুবিধে পাওয়া যাবে' এ জিনিস বেশীদিন না থাকলে বিজেপির পক্ষে সমর্থনের ঝোল টানা মুশকিল।

    আর এসবের মাঝে যদি শিবসেনা গোছের কিছু অতি পাকা, এক্সট্রিমিস্ট কিছু তাস খেলতে চায় তবে হীরক রানী নেক্সট ইলেকশন গুলো স্রেফ হাসতে হাসতে জিতবেন। লেফট পার্টি গুলো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফের বেসিক লেভেলে না ফিরে গেলে ঝড়ে ওপড়ানো বটগাছ ফের সিধে হবে না। কিন্তু কিছু বুদ্ধিমান পাবলিক এখনো নির্ঘাত পার্টিটায় আছে, এবং আমি নিশ্চিত যে ওরা জানে কিভাবে দ্বিতীয় স্থান ধরে রাখা যায় :)
  • কল্লোল | 125.241.75.193 | ০৮ জুন ২০১৪ ১৬:৪০642770
  • টি। "তৃণমূল প্যাঁদাচ্ছে বলে কিছু লোকে বিজেপিতে যোগ দিচ্ছে বটে (খুব সম্ভবতঃ সেইসব জায়গায় লেফট খুব উইক), "
    এটাই হলো আসল পয়েন। পবতে কোথায় কোথায় এখন বামেরা স্ট্রং? কোথাও না। তাই সিপিএম থেকে মার খাবার ভয়ে লোকে বিজেপিতে শেল্টার নিচ্ছে। কেন্দ্রে নিজের দলের সরকার থাকলে নানান সুবিধা। অবশ্য কংগ্রেসের মতো ক্যালানে পার্টি সে সুবিধা নিতে পারেনি, কারন তৃণমূল, কংগ্রেসকে একেবারে হা হুস করে দিয়েছিলো। কিন্তু বিজেপি অন্য জিনিস। অনেক বেশী রেজিমেন্টেড। ওরা পবতে ঢুকতে চাইছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার।
    এখন এই ব্যাপারটা চলতে থাকলে প্রচুর মুসলমান বাঙ্গালী বিজেপিতে ঢুকবে। তাতে বিজেপির সদস্য ভারসাম্য পাল্টাবে। লক্ষনীয়, অন্য রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্রে বাংলাভাষী মুসলমান মানেই বাংলাদেশী বিজেপি ও তার সখাদের এরকম একটা ধারনা রয়েছে। একদিকে পুণায় একজন মুসলমান হিন্দুত্ববাদীদের হাতে খুন হচ্ছেন। অন্যদিকে পবয় বিজেপিতে যোগ দেবার অপরাধে আরেকজন মুসলমান তৃণমূলের হাতে খুন হচ্ছেন। এটা বিজেপি কিভাবে মোকাবিলা করে সেটাই দেখার। অন্য কোন রাজ্যে এই ব্যাপারটা ঘটেনি।
  • Ranjan Roy | ০৮ জুন ২০১৪ ১৬:৪৪642771
  • T, এর শেষের লাইন কয়টিকে বড় করে ক'।
    ট্রানজিশন-- বেসিকে ফেরা। কিন্তু শুধু বেসিকে ফিরলে হবে না।
    ওটা অবশ্যই নেসাসারি কন্ডিশন, তবে সাফিশিয়েন্ট কন্ডিশন হল আজকের পরিস্থিতিকে বোঝার চিন্তা-ভাবনা, শ্লোগান , ভাষা ও কাজের স্টাইলে পরিবর্তন। যেমন করাপশন ও পরিবেশজনিত সমস্যাকে এজেন্ডায় আনা।
  • +-x/ | 24.99.33.144 | ০৮ জুন ২০১৪ ১৭:০৯642700
  • রাজ্যে বিজেপি একতরফা মার খাবে আর পার্সোনাল ডিপার্টমেন্ট এ টিকি বাঁধা আইএএস আইপিএস রা ঠুটো জগন্নাথ হয়ে থাকবে দিল্লির চাপ সত্তেও ? ওদের অবুঝমার বা কাশ্মির বা নাগাল্যান্ড এ বদলি হবার ভয় নেই ? ৩৫৫ ধারায় কিন্তু সুপ্রিম কোর্টের আপত্তি জানা যায় নি কখনো ,ওতে রাজ্য সরকার থাকে কিন্তু পুলিশ যায় কেন্দ্রর জিম্মায় । আর তখন যে পুলিশ লাল থেকে সবুজ হয়েছে তাদের গেরুয়া হতে কতক্ষণ ?
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ১৭:১৫642702
  • কল্লোলদা, বামেরা স্ট্রং নয় অবশ্যই কিন্তু একেবারে মুছেও যায় নি। কিন্তু সেটা কথা নয়, আমার পয়েন্ট হ'ল গ্রামের আভ্যন্তরীন ক্যালাকেলির সময়ে সবচেয়ে আগে আসবে পঞ্চায়েত, পুলিস, পার্টি অফিস, গুন্ডা ইত্যাদি। কেন্দ্রীয় সরকার আসবে ঘটনার সাতদিন পর, তারপ দু ঘন্টার মধ্যে ফিরেও যাবে। কিন্তু মারামারি থামবে না। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির রেজিমেন্টেড হতে অনেক দেরী আছে, কারণ মাইক্রো লেভেলে পাওয়ার স্ট্রাকচার ওরা এখনো তৈরী করতে পারেনি। তারজন্য দরকার ডেডিকেটেড কর্মী। একটা সুস্পষ্ট ডিস্টিংক্টিভ মতাদর্শ ভিত্তিক রাজনীতি। স্রেফ বেটার ডেভেলপমেন্টের মডেল ঠেকিয়ে হবে না। লোকাল তৃণমূল অনেক আগেই পঞ্চায়েত স্তরে মূল এলিমেন্ট গুলো দখল করে নিয়েছে। তৃণমূল তৈরী করতে পেরেছে, কারণ কংগ্রেসের ঘর ভেঙে পাওয়া সংগঠন, সিপিএমের মূল সূত্রকে হুবহু অনুকরণ, প্রচুর দানছত্র এবং নেগেটিভ ভোট। এটা আরো চলবে। তৃণমূলের শক্তিক্ষয় হতে শুরু করবে হয়তো আরো দশবছর পর থেকে, (যদি না যা তা লেভেলে ছড়ায়)। তদ্দিন স্রেফ বিজেপিকে মেরে ধরে নেই করে রেখে দেবে। বা সিপিএমের মতো পুষবে কিছু কিছু জায়গায়। আর দশবছর পর বিজেপিকে ওয়েট করতে হবে আবার একটা এমন মোদী অয়েভ বা কিছুর জন্য। কতটুকু প্রব্যাবল সেটা?
  • Ranjan Roy | ০৮ জুন ২০১৪ ১৭:১৫642701
  • সত্যি কথা!
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ১৭:২০642703
  • ৩৫৫ র জন্য মমতা প্রচুর বার চেঁচিয়েছে, পেরেছে কিছু করতে? কটা আই এ এস, আই পি এস বদলি হয়েছে নাগাল্যান্ডে? লোকসভা ভোটের আগে সৌগত রায় ২৪ ঘন্টায় বুক বাজিয়ে বললেন, কেন্দ্রীয় বাহিনী তো আসবে একদিন, তার সাতদিন আগে থেকে বাইকে টহল চলবে। বুঝলেন কিছু?
    আর মমতার পুলিশকে কেন্দ্রীয় সরকার নিজের জিম্মায় নেবে আর মমতা চুপ করে বসে থাকবে? তাহলেই হয়েছে আর কি।
  • Ranjan Roy | ০৮ জুন ২০১৪ ১৭:২২642704
  • সমর্থক বেস অন্ততঃ শহর বা শহরতলীতে এখনো আছে। আমার কাছেই ঘোষিত তিনো পাড়া থেকে সুজন চক্র লীড পেয়েছেন।

    কিন্তু T র আঁকা তৃণমূলের ক্রমউৎথানের ছবিটাকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না।
  • Arpan | 125.118.156.184 | ০৮ জুন ২০১৪ ১৮:৫৯642705
  • টি-এর কথায় মোটের ওপর একমত। তবে বিজেপিরও কেন্দ্রে শক্তিক্ষয় হওয়া চাপের আছে যতদিন কং আবার শক্তিশালী হয়। কিন্তু এই ভূমিশয্যা থেকে কংয়ের উত্থানের কোন আশু সম্ভাবনা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যদি না ঐ যা তা লেভেলের ছড়ায় এবং মোর ইম্পোর্ট্যান্টলি কং গান্ধী ফ্যামিলির বাইরে কাউকে নেতৃত্ব পদে দেখতে রাজি হয়। প্রথমটা হলেও হতে পারে কিন্তু দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনা কতটুকু?

    আর ইসে, ২০১৬ সালের শ্থানীয় নির্বাচনে বামেরা দ্বিতীয় স্থানে থাকবে বলেই টিয়ের মনে হয়? হলে ভালোই হয় অবশ্য, কিন্তু কী করে হবে জাস্ট জানি না। এও জানি না অমিত শাহ গোছের কেউ এসে রাতারাতি এই রাজ্যে উঃপ্রদেশের মত পদ্মফুলের চাষ করতে পারেন কিনা। যে উত্তরপ্রদেশে এই সেদিনও বিজেপির সংগঠন বলে কিছু ছিল না, সতেরো বছর ধরে পঞ্চায়েত নির্বাচনে অংশ নেয়নি ইত্যাদি ইত্যাদি।

    (ব্যক্তিগতভাবে, বিনা (তৃণমূল) সংগঠনে অমিত শাহের হেলায় উঃপ্রদেশ বিজয় আমাকে হতবাক করে দিয়েছে বললেও কম বলা হয়)
  • pragmatic | 229.64.72.80 | ০৮ জুন ২০১৪ ২১:৪৬642706
  • যতদিন জনসমর্থন থাকবে ততদিন কেন্দ্র এক্সট্রিম কিছু করবে না শুধু কেন্দ্রীয় পরিদর্শক পাঠিয়ে জবাবদিহি চাইবে ,আইএএস আইপিএস দের চাপে রাখবে ,অতিরিক্ত বরাদ্দে কোপ মারবে আর সংগঠন গড়তে মন দেবে । সেটা যে বিজেপি পারে সেটা ইউপি তে প্রমানিত। আর সারদা কামদুনির মত আরো ঘটনা ঘটতে থাকলে,দলীয় কোন্দল বাড়লে তিনোর পায়ের তলার আলগা জমির সুযোগ নিতেই পারে। সিপিএম এর ও বাইক বাহিনী হওয়ায় মিলিয়ে গেছিল একদিন । আরেকটা বিষয় এটা সীমান্তবর্তী রাজ্য, ইস্টার্ন কমান্ড হেড আপিস । আর্মি কেন্দ্রীয় সরকারের হাতে আর পুলিশ আর্মি কে ঘাঁটায় না । কয়েক টা বাইকবাহিনী কে সন্ত্রাসবাদী বলে ছবি করে দিলে তো আর্মি কে সেফগার্ড করার বিখ্যাত বা কুখ্যাত আফ্স্পা আছে , কিন্তু তখন বাইক বাহিনীর প্যান্টুলু হলুদ হওয়া আটকানোর কি ওষুধ আছে জানা নেই ।
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ২২:১৮642707
  • সারদা এবং কামদুনির ঘটনা যে তৃণমূলের ভোট ব্যাঙ্কে বিশেষ প্রভাব ফেলেনি, সেট নিশ্চয়ই এত দিনে প্রমাণিত। দলীয় কোন্দল সব দলে সব সময়ে থাকে। এইসব নেত্রী সামলাচ্ছেনও ভালো। এই তো টপাটপ দেব সন্ধ্যা রায় জিতে গেলেন। তাছাড়া মমতা একটা অপোজিশনের জন্য সর্বদা অপেক্ষা করে থাকেন। হাজার হোক লড়াকু নেত্রী বলে কথা। কেন্দ্রীয় পরিদর্শক পাঠানো, আই এ এস, আই পিএস দের চাপ দেওয়া এসব স্রেফ ওঁকে ফের চেঁচামেচি করার সুযোগ করে দেবে। সিপিএমের রাজত্বের প্রথম বিশ বছরের মতো ব্যাপার। কংগ্রেস কেন্দ্রে ছিল, বাইক বাহিনীও ছিল। কিন্তু কিস্যু হয়নি। এবং তখনও পব তে কংগ্রেসের সংগঠন ও ভোট ব্যাঙ্ক কিছু কম ছিল না।

    মনে রাখবেন 'সিপিএমের বাইক বাহিনী' হাওয়ায় মিলিয়েছে, কিন্তু 'বাইক বাহিনী' হাওয়ায় মিলিয়ে যায় নি। আর্মি ইত্যাদি ওসব দেখিয়ে লাভ নেই, পুলিশ আর্মি কে ঘাঁটায় না, এবং পাত্তাও দেয় না। পবতে হেব্বি অশান্তি চলছে, আর্মি নেমে গ্যাছে, এ জিনিস কোনো কালে হবে না। আর কয়েকটা বাইকবাহিনীকে সন্ত্রাসবাদী বলে ছবি করে দিলে নেত্রী উলটে খুশিতে ধেই ধেই করে নাচবেন। সম্মিলিত অশ্রু জোয়ার ওঁকে আরো দশবছরের টিকিট তুলে দেবে।

    মমতার পায়ের তলার জমি আলগা হতে এখনো ঢের দেরী আছে। অমিত শাহ এট অলের অ্যাত ক্ষমতাও এখনো হয় নি। শোনেন নি, ইলেকশন করতে আসা কেন্দ্রীয় পর্যবেক্ষক আর আর্মির মন্তব্য? বিহার ইউ পি অনেক দেখেছি, কিন্তু এইরকম কোথাও দেখি নি।
  • কমা | 125.187.37.31 | ০৮ জুন ২০১৪ ২২:৪২642708
  • মমতার পায়ের তলার জমি আলগা হতে এখনো ঢের দেরী আছে। অমিত শাহ এট অলের অ্যাত ক্ষমতাও এখনো হয় নি।

    দুটোই ভুল বললেন তবে এই নিয়ে কোন তর্কে জাচ্ছিনা ফল আগামি দিনে এমনিতেই দেখা যাবে।
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ২২:৪৪642709
  • ভুল না ঠিক সে লাস্ট ইলেকশনেই প্রমাণ হয়ে গ্যাছে। তর্কে গিয়েও কোনো লাভ নেই। তবে ঐ আবাপ র রিপোর্টিং এর লাস্ট লাইনের মতো "কি হবে তা সময়েই বলবে" মার্কা তর্কে ঢুকতে আমার কোনো ইচ্ছে নেই।
  • কমা | 125.187.37.31 | ০৮ জুন ২০১৪ ২২:৪৭642711
  • লাস্ট না আমি আগামি ইলেকশনের কথা বলছি। যাগ্গে।
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ২২:৫৩642712
  • আগামী ইলেকশনের রেজাল্ট অলরেডী ডিক্লেয়ারড নাকি। হবেও বা, চাদ্দিকে কত কি ঘটছে।
  • lcm | 118.91.116.131 | ০৮ জুন ২০১৪ ২৩:৪৪642713
  • তাই! আগামী বিধানসভা ইলেকশনে পশ্চিমবঙ্গে বিজেপি জিতছে নাকি!
    তখন, বিরোধী দল হিসেবে তিনোমুল আর সিপিএম একজোট হবে।
    ওহ কবে সেদিন আসবে, ঠাকুর!
  • T | 24.139.128.15 | ০৮ জুন ২০১৪ ২৩:৪৭642714
  • এল সি এম দার এখন সকাল, না বিকেল, না মাঝরাত? :)
  • bi[ | 78.33.140.55 | ০৯ জুন ২০১৪ ০১:৪২642715
  • মোদিকে নিয়ে মোদিভক্ত এবং মোদি বিরোধি দুই পক্ষই অতিরিক্ত বাড়াবারি করছে।
    মসনদে বসার পর মোদি এখনো পর্যন্ত এমন কিছু করেন নি যাকে সাম্প্রদায়িক বলা যাবে-বরং পাকিস্তান, চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছেন, বুরোক্রাসি কমাতে চাইছেন-ইত্যাদি অনেক ভাল কিছু চাইছেন-সেটা আমরা দেখছি। জনগন ও দেখছে। অনেক জায়গাতে হিন্দুত্ববাদিরা "টেনশন" ঘটাচ্ছেন-কিন্ত তার জন্যে মোদিকে দায়ি করাটা হাস্যকর হবে।
    অন্যদিকে ভারতীয় মিডিয়া তাকে অতিমানব, সুপারম্যান প্রধানমন্ত্রী প্রমান করতে উঠে পরে লেগেছে। অবস্থা এতটাই বাজে-সবাই একটা "হোপ" চাইছে। সুতরাং মার্কেটে একজন সুপারম্যান প্রধানমন্ত্রীর চাহিদা আছে-আর সেটাকেই ক্যাপিটাল করছে ভারতীয় মিডিয়া। আমেরিতে এমন হয় না। আমেরিকান মিডিয়াও পেইড-কিন্ত সরকারের সমালোচনা করেই তাদের টিকে থাকতে হয়। ভারতীয় মিডিয়াগুলি এত লসে চলে-এগুলো চালাতে পারে একমাত্র সেই সব ব্যাবসায়ীরা যারা এই লসটাকে "রাজনৈতিক ইনভেস্টমেন্ট" থেকে তোলার ক্ষমতা রাখে। ফলে ভারতে মিডিয়া মাত্রই সরকারি ভজনালয়ে পরিণত হয়েছে, যা আমার কাছে ইদানিং খুব বিরক্তিকর ঠেকছে। আমেরিকাতে রাজনৈতিক ইনভেস্টমেন্ট লবির মাধ্যমে বেশী হয়-মিডিয়া আছে মোটে তিনট-যাদের একটি নিরেপেক্ষ ( সি এন এন), একটি ডেম ( এম এন বি সি), একটি রিপাবলিকান ( ফক্স)-ফলে টিউন করলে বাম, ডান সেন্ট্রআল সব ভিউপয়েন্ট পাওয়া যায়/।
    ভারতে মিডিয়া ব্যাবসাটা পলিটিক্যাল ইনভেস্টমেন্ট হওয়াতে, সবাই মোদিফায়েড। মোদির সমালোচনা করে একটিও লেখা বেড়োচ্ছে না। যারা মোদি বিরোধি সাংবাদিক হিসাবে খ্যাতিমান ছিলেন-তাদের আর্লি রিয়াটারমেন্টে পাঠানো হয়েছে।
    মোদি ভাল কাজ করছেন এটা স্বীকার করেও বলছি, মোদির বিরুদ্ধে এই মিডিয়া নীরবতা আর সর্বত্র মোদিভজনা গণতন্ত্রের জন্য ভাল না।
  • bip | 78.33.140.55 | ০৯ জুন ২০১৪ ০১:৪৩642716
  • রাজনীতির বিষয় গুলি হিন্দুত্ববাদি বনাম বামপন্থী-ইত্যাদি সরলীকরনে ধরা গেলে মোদির ক্ষমতায় আসার কথা না-কারন ভারতের অধিকাংশ মানুষ সাম্প্রদায়িক না। আবার বামপন্থীদের এত কম সীট পাওয়ার ও ব্যাখ্যা নেই-কারন অধিকাংশ দরিদ্র মানুষই নিসন্দেহে বামপন্থীদের এজেন্ডার সাথে একমত হবেন। কিন্ত তারা বিজেপি বা তৃণমূলকে ভোট দিচ্ছেন কেন? এর কারন মোদি মমতা কারাতদের নিয়ে জনগনের ( যারা কোন পার্টির সমর্থক না-ফ্লোটিং ) এসেসমেন্টের মূল দুটী উপপাদ্য আছে

    -নেতা পার্টি ইত্যাদি বলয়ের সাথে যে আদর্শবাদি ভিত্তি জোরা হয় তা ভাটের-রাজনীতিবিদ মাত্রই অপার্টুনিস্ট -ফ্লোটিং ভোট আদর্শবাদের ভিত্তিতে আসে না
    - সুতরাং সেই পার্টিকেই ফ্লোটিং সেকশনের লোকে ভোট দেবে, যাকে তাদের লিস্ট অব ডেভিল বা বেটার মনে হবে তাদের স্বার্থের জন্য -এই মনে হওয়াটা তৈরী হয় কিছু ফাকচুয়াল তথ্যের ভিত্তিতে। আদর্শের ভিত্তিতে না।

    ফ্লোটিং সেকশন মোদি মমতা কাওকেই আদর্শবাদের লেন্সে দেখে না-তারা ব্যালান্স শিট দেখে-কি কি ভাল কাজ-কি কি খারাপ কাজ।

    ভারত সহ পৃথিবীর সব দেশের গণতন্ত্র টিকে আছে এই ফ্লোটিং সেকশনের জন্য। নইলে আদর্শবাদিদের সংখ্যা বেশী হলে, তারা ফাসিবাদ কায়েম করে বসত বা বসে। পশ্চিম বঙ্গ তার উজ্জ্বল উদাহরন। আর কেরালা বিপ্রতীপ উদাহরন যেখানে ফ্লোটিং ভোট বেশী থাকায়, সিপিএম কখনো ফাসিস্ট হতে পারে নি-আর সেই জন্য পার্টিটা কেরলে টিকে গেছে।

    সিপিএম যদি এখনো সাধারন মানুষের স্বচ্ছ দৃষ্টিভংগীকে দালালি ইত্যাদির দৃষ্টিতে দেখে-তাহলে তারা যে গর্তে পড়েছে, সেই গর্তে আরো আরো অতল নীচে তলিয়ে যাবে।

    মোদি মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য হুঙ্কার দিয়েছেন এমন জানা নেই। এমন করলে, ভারতের সংবিধান দিয়েই তাকে বার করার ক্ষমতা রাখে ই সি বা প্রেসিডেন্ট। সুতরাং এই ধরনের নন-ফাকচুয়াল তথ্যের ভিত্তিতে কি কোয়ালিটির মোদি বিরোধিতা সম্ভব? হেরেও কি সেটা মাথায় ঢুকছে না বামেদের? এটা বুঝতে কি মাথায় খুব বেশী ঘিলু লাগে যে মোদির থেকে ভাল অর্থনৈতিক রূপরেখা না দেখাতে পারলে, you people have lost the game before it begins.. প্রতিদিন এত শত সিপিএম কর্মী কেন বিজেপিতে যোগ দিচ্ছে? যে আদর্শবাদের ভিত্তিতে দাঁড়িয়ে মোদিকে আক্রমন করতে চাইছেন কমরেড সেই ভিত্তিপ্রস্তর ত পাথর নয়-কাদা। তাই সিপিএমের লোকেরা বিজেপিতে আসছে। ওটা পাথর হলে, লোকে রিটায়ার করত সিপিএম থেকে। বিজেপিতে আসত না। আমার বাবা সিপিএমের প্রতিষ্ঠালগ্ন থেকে পার্টিতে ছিলেন -পার্টির প্রথম সম্মেলনেও ছিলেন। ১৯৮০ সালে পার্টিতে বেনোজল ঢোকার প্রতিবাদে পার্টি থেকে রিয়াটার করেছেন বহুদিন হল। কিন্ত কোনদিন তিনু-কংগ্রেস-বা বিজেপি করেন নি-ভাবেন ও নি। এর কারন পাথর বনাম কাদা। কাদাটা না দেখতে পেলে সিপিএম আরো ডুববে।
  • কমা | 213.171.245.4 | ০৯ জুন ২০১৪ ০৮:৩৪642717
  • আজকের আনন্দবাজারে মিশন ২০১৬ নিয়ে লিখেছে দেখছি। আমি আগেই শুনেছিলাম তবে আমাদের বলা হয়েছিল এসব নিয়ে বেশি আলোচনা না করতে কলেজগুলোতে একটু চুপচাপ থাকতে সময় এলে সবাই ঠিকই জানতে পারবে। তো আজ তো দেখি কাগগেও লিখছে। টি বাবুকে বলি (ভয়ে আর কাউকে দাদা বলছি না জদি রেগে যায়) আগামি ইলেকশনের রেজাল্ট এখনো কিছু দিক্লেয়ার তো হয়্নি বটেই তবে আমাদের চেস্টা থাকবে অন্তত মেন অপোজিসনের জায়গায় চলে আসার আর তার থেকেও ভালো কিছু হলে তো খুবই খুশির খবর হবে। দেখি কি হয় তবে মাঝখানের দু বছর আমাদের জতো সন্গ্ঠন আছে সবাই এরাজ্যে আস্তে আস্তে শক্তি বাড়াবে।
  • SC | 34.3.22.185 | ০৯ জুন ২০১৪ ০৮:৪১642718
  • অমিত শাহ পারেন না এমন জিনিস নেই। উনি এখন আমার প্রিয় এন্টি-হিরো। কিন্তু বিজেপি কি ওকে প:ব: তে পাঠাবে? মনেহয় না। এলে মুকুলকে বলে বলে চোখ বন্ধ করে ছয় মারবে অমিত শাহ। আমার মতে বিজেপি যদি বেঙ্গল এ স্ট্রং বেস বানাতে চায়, এই সময়। হওয়া চিরদিন থাকবে না, মদির ইমেজেও চির ধরবে কদিনের মধ্যে।
  • কমা | 213.171.245.4 | ০৯ জুন ২০১৪ ০৮:৫০642719
  • অমিত শাহ স্যরকে এখনই এখানে আসতে বলা হবেনা বোধায়। উনি তো অনেক উপরতলার লোক কিন্তু ওনার নিজের টিম আছে জারা আগে এসে ঘুরে দেখে জমি তৈরি করে সন্গ্ঠন বানায় আর ওনার আদেশমতো কাজ করে। পেপারে এই টিমের নাম ছপা হয়্না কিন্তু এরাও খুব জরুরি কাজ করে। আর বিধানসভার লড়াই তো লোকসভার লড়াইয়ের থেকে আলাদা তাই আমি যা শুনেছি আগে জমি তৈরি করতে হবে। তার জন্য আমাদের অনেকগুলো সঙ্গঠন আছে আর আরেসেস এবিভিপি এরা তো আছেই। উনি হয়তো এদের নির্দেশ দেবেন প্ল্যান বানাবেন আর পরের দিকে হয়তো নিজে এসে কিছুদিন এসে থাকবেন জদি বিজেপি নেত্রিত্ব মনে করে তো।
  • lcm | 118.91.116.131 | ০৯ জুন ২০১৪ ০৮:৫১642720
  • কমা,
    আচ্ছা, পশ্চিমবঙ্গের কলেজগুলোতে বিজেপি-র ছাত্র সংগঠন আছে? তারা কি কলেজ স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনে অংশ নেয়?
  • কমা | 213.171.245.4 | ০৯ জুন ২০১৪ ০৮:৫৬642722
  • এল্সিএম দা আছে, আর নতুন করে অনেক কলেজে তৈরি হচ্ছে। বেশির ভাগ কলেজে ওপেনলি কিছু হচ্ছেনা কারন সরাসরি মারপিট এখনি চাইছিনা। তবে আমার বন্ধুদের মধ্যেও জেরকম উত্সাহ দেখছি আগে দেখিনি এটা আমার খুব ভাল্লাগছে। ইলেক্শনে অংশ নেওয়ার প্ল্যান তো আছেই কিছুদিনের মধ্যেই জানতে পারবে ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন