এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ম না হস্ত মৈথুন?

    বিপ
    অন্যান্য | ১০ আগস্ট ২০১৪ | ১৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ | 78.33.140.55 | ১০ আগস্ট ২০১৪ ০৩:৫৬649623
  • যেসব বাঙালীর মধ্যে হিন্দুয়ানী বা মুসলমানভাব বেশী-আমি তাদের অপছন্দ করি। যেসব বাঙালী নিজেদের আগে মুসলমান বা হিন্দুভাবে, তারা আত্মিবিস্মৃত জাতি। বাঙালীর নিজস্ব ধর্ম আছে। সেই ধর্ম সহজিয়া-ফকির, আউল, বাউল। চৈতন্য, লানন, নজরুল, রবীন্দ্রনাথের হাতে তৈরী বাঙালীর ধর্ম। এদের থেকে বড় মানব ধর্ম আর নাই। সহজিয়াই বাঙালীর ধর্ম। সহজিয়াই বাঙালীর আধ্যত্মিক উত্তরাধিকার। মানুষের মনে আধ্যাত্মিক চাহিদা থাকবেই। আধ্যত্মিক চাহিদা সেক্সের মতন বেসিক। তা মেটাতে মানুষ হিন্দু দর্শন থেকে ইসলাম দর্শন পড়তেই পারে। হাজার দর্শন ঘাঁটতে পারে। কিন্ত যে জীবন দর্শন বাঙালীর নিজস্ব তা হচ্ছে এই সহজিয়া। যে বাঙালী ইসলামে আধ্যাত্মিকতার সন্ধান করে, তার অবস্থা হচ্ছে মাছভাত ছেড়ে খেজুর রুটি খাওয়া। যে বাঙালী বৈদিক ধর্মে জীবনের উদ্দেশ্য খোঁজে সে হচ্ছে ভাত ছেরে ছাতু খাওয়া পাব্লিক। বাঙালীর ইসলাম পালন হচ্ছে বোরখার মধ্যে আরব সুন্দরী আছে ভেবে হ্যান্ডজব দেওয়া। কারন কোন আরবিক শব্দ বা কোরানে কি লেখা আছে কোন বাঙালী মুসলমান জানে না। ভাবে তাহা সুন্দর ও মহান। কোরান যেন বোরখার মধ্যে লুকিয়া থাকা পারস্য সুন্দরী ! বাঙালীর বৈদিক মন্ত্রাচারন হচ্ছে বেসিক কোষ্ঠকাঠিন্য। বুঝি না বুঝি শালা হেগে নামাতেই হবে। এই হচ্ছে বাঙালীর বৈদিক ধর্ম আর ইসলাম পালনের সারবত্তা।

    আধ্যাত্মিকতা হচ্ছে হস্ত মৈথুন -ধর্ম হচ্ছে সডোমি। ইসলাম বা হিন্দু ধর্ম পালন হল হলিউডি পর্ন দেখে হ্যান্ডজব। সহজিয়া হচ্ছে পাওলি দাম দেখে প্যান্টে তাবু।
  • ... | 117.193.242.2 | ১০ আগস্ট ২০১৪ ০৪:১২649634
  • আমি বিপের পাখা হয়ে গেছি!
  • সিকি | ১০ আগস্ট ২০১৪ ০৮:৩৫649645
  • উইকেন্ড, উইকেন্ড!! :-)
  • cm | 127.247.114.17 | ১০ আগস্ট ২০১৪ ০৯:১১649651
  • সবাই নাক কান মলে বলুন আর তিনো সিপিএম নিয়ে লিখবনা, তবেই নিষ্কৃতি মিলবে।
  • Ranjan Roy | ১০ আগস্ট ২০১৪ ১৭:৪১649652
  • সিএম এর সঙ্গে গলা মেলালামঃ))))
  • Ranjan Roy | ১০ আগস্ট ২০১৪ ১৭:৪৫649653
  • ----।
    শুধু পাখা? আমি জোড়া পাখা! অলরেডি উড়তে শুরু করেছি।
  • bip | 78.33.140.55 | ১০ আগস্ট ২০১৪ ২০:১৭649654
  • গুরু ভাইবোনেরাকি সত্য সত্যই ব্রহ্মচারী? হ্যান্ডজব বা ফিঙ্গারিং শুনলে কানে হাত দেয়? হায় হায়। ফ্রাংকলি আমার কাছে আধ্যাত্মিক প্রশান্তি আর হ্যান্ডহব-দুটোই বেসিক নীড বলে মনে হয়। দুটোতেই মানসিক প্রশান্তি-একটাতে উত্তেজনা বাড়িয়ে আরেকটাতে কমিয়ে। দুটি ক্ষেত্রেই মানসিক স্টিমুলেশন লাগে। তবে হ্যান্ডজবে ফান্টাসী ফিগার নারীর অস্তিত্ব আছে-শুধু পাশে থাকে না এই যা। ধর্মের ক্ষেত্রে সেটাও নেই-সবটাই পুরো এবস্ট্রাক্ট। মানে গোল। মানুষের মন সুইং করে-আধ্যাত্মিক থেকে কামুক, ভীত থেকে সাহসী, ভয় থেকে নির্ভয়।
  • Abhyu | 183.200.128.42 | ১০ আগস্ট ২০১৪ ২১:১১649655
  • না বিপদা, গুরু ভাইবোনেরা সত্য সত্যই ব্রহ্মচারী নয়, এরা মনে হয় আপনাকে যাস্ট প্রাপ্য গুরুত্ব দেয় না।
  • সিকি | ১০ আগস্ট ২০১৪ ২১:১৭649656
  • রোদ্দুর রায়ের মতন এইবারে একটা বিপ পাল ফ্যান ক্লাব খুলতে হবে। ;-)
  • dc | 52.104.60.136 | ১০ আগস্ট ২০১৪ ২১:১৯649625
  • বিপ আপনার লেখাগুলো খুব অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু পোস্ট আপনি মজা করে করছেন, তবে আপনার বেশ কিছু পোস্ট বুঝতে পারিনা। যাই হোক, আপনার লেখা অন্যদের থেকে অনেকটা আলাদা। আর এতো বিভিন্ন টপিকে আপনি লেখেন, এটা সত্যিই উল্লেখযোগ্য।
  • Ranjan Roy | ১০ আগস্ট ২০১৪ ২১:১৯649624
  • ধ্যেৎ, কেউ কানে হাত-টাত দেয় না। আপনি এত সেল্ফ-অবসেস্ড কেন? এমন হোলিয়ার- দ্যান- দাউ অ্যাটিচুড? ভেবেছেন সবাইকে শক্‌ দেবেন? এখানে সব--সাতশো চুহে খাকর বিল্লি হজ করনী চলী--অবস্থায়।
    আসলে ওই , মানে অভ্যু যা বললো--
  • ... | 117.193.242.2 | ১০ আগস্ট ২০১৪ ২১:২১649626
  • @Ranjan দা, আমি হলাম ...। --, ---, .., . এরা কেউ আমি নই ঃ-)।
  • Ranjan Roy | ১০ আগস্ট ২০১৪ ২১:৪০649627
  • ...
    সরি! সরি! আপনকে বলবো তিনবিন্দু!
    আমারও কেমন কেমন লাগছিল, হিসেব মিলছিল না।ঃ))))
  • s | 182.0.249.87 | ১০ আগস্ট ২০১৪ ২১:৪১649628
  • হিন্দু আর ইসলাম তো বোঝা গেল। সহজ টার্গেট। দেশী বিদেশী রাতদিন গালি দিচ্ছে।
    খ্রীষ্ঠান (ক্যাথলিক / প্রোটেস্টান্ট), ইহুদি, বৌদ্ধ, জৈন, শিখ, বাহাই, শিন্তো, কাওদা, তাও, কনফুসিয়াস, চেনোদো, হোয়াহাও তেনরি এছাড়া নানান আদিবাসী ধর্ম - এসব নিয়ে কি সিদ্ধান্ত? এরাও হস্তমৈথুন না পূর্ণ যৌনসঙ্গম?
  • lcm | 118.91.116.131 | ১১ আগস্ট ২০১৪ ০০:২৮649629
  • ধম্মো কম্মো নিয়ে .... আধুনিক কর্পোরেট দুনিয়ার অন্যতম প্রতিভূ বা বিশিষ্ট চিন্তাবিদ কি বলছেন ---

    "The moral systems of religion, I think, are superimportant. We've raised our kids in a religious way. I've been very lucky, and therefore I owe it to try and reduce the inequity in the world. And that's kind of a religious belief. I mean, it's at least a moral belief." --- বিল গেট্‌স

    "I think religion has often played a very positive role. Take western civilization, the Catholic Church has played an honorable role in helping those in need. In contrast, the US carried out a virtual war against the church in central America in the 1980's primarily because prime elements in the church were working with great courage and honor to help those in need. And to organize them to help themselves...." - নোয়াম চমস্কি

    ধম্মো ব্যাপারটা টিঁকে আছে - ট্যুইটার, স্মার্টফোনের যুগেও - কেনো বলুন তো? কারণ, ধম্মের সঙ্গে মর‌্যালিটির একটা সম্পক্কো আছে। কথায় বলে না, ধম্মে সইবে না....
  • SC | 34.131.19.254 | ১১ আগস্ট ২০১৪ ০৩:৫৯649630
  • বিপ, handjob মানে জানো? handjob এর সাথে masturbation গুলোচ্ছে ছেলে। ক্ষী অবস্থা!
  • bac | 22.96.67.51 | ১১ আগস্ট ২০১৪ ০৬:০৯649631
  • এই সহজিয়া মাল টা বিপ স্ট্রেট একটা ফেসবুক পোস্ট থেকে টুকেছে। সোমনাথ রায়ের পোস্ট। কি স্পিড মাইরী। টুকেই দ্রুত রিসাইকেল!! আমি লাইফে ফার্স্ট টাইম শুনলাম।
    সহজিয়া মানে কি ??

    আলোচনা শুনে বুদ্ধিসম রিলেটেড ব্যাপার মনে হল।
  • বিপ | 78.33.140.55 | ১১ আগস্ট ২০১৪ ০৮:৩০649632
  • ্সোমনাথের পোষ্টের রেসপন্সেই প্রথম আমি এই লাইনগুলো লিখি। সেটা ফেসবুকেই আছে। তবে বাঙালীর পেটে যে ইসলাম আর হিন্দু ধর্ম সয় না-তাদের জন্য আছে সহজিয়া-
    এটা সোমনাথের পেটেন্ট না-এটা আমি ২০০৪ সাল থেকে একাধিবার একাধি স্থলে লিখেছি।

    তবে আমি সেক্স আর আধ্যাত্মিকতাকে একই ডাইমেনশনের দুই অক্ষে দেখি। মুদ্রার এপিঠ ওপিঠ। তাই সহজিয়া হচ্ছে পাওলিদামকে দেখে হিট খাওয়া। আর ইসলাম হচ্ছে পারস্য রজনীর সুন্দরীর কল্পনায় হস্তমৈথুন। এই আর কি!
  • সিকি | 135.19.34.86 | ১১ আগস্ট ২০১৪ ১০:০৩649633
  • বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে
    অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে
    গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কী করে
    রস জমে এই বিশ্বতরুর প্রপঞ্চময় শিকড়ে।
    অর্থাৎ কিনা, এই মনে কর, রোদ পড়েছে ঘাসেতে
    এই মনে কর চাঁদের আলো পড়ল তারই পাশেতে।
    আবার দেখ! এরই মধ্যে হাই তোলবার মানে কী?
    আকাশপানে তাকাস খালি, যাচ্ছে কথা কানে কি?
    কি বল্লি তুই? এ সব শুধু আবোল তাবোল বকুনি?
    বুঝতে হলে মগজ লাগে, বলেছিলাম তখুনি।
    মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুঁটে শুকিয়ে
    যায় কি দেয়া কোনও কথা তার ভিতরে ঢুকিয়ে?
    ও শ্যামাদাস! উঠলি কেন? কেবল যে চাস্‌ পালাতে!
    না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে?
    তত্ত্বকথা যায় না কানে যতই মরি চেঁচিয়ে
    ইচ্ছে করে ডানপিটেদের কান ম'লে দি' পেঁচিয়ে।

    উফফ, উফফ, সাধে কি সুমন ভদ্রলোককে "প্রফেট" বলে ডাকেন? একেবারে খাপে খাপ!
  • তাপস | 233.29.204.178 | ১১ আগস্ট ২০১৪ ১৩:০৮649635
  • সত্যিই যে লোক হ্যান্ডজব আর মাস্টারবেশনের তফাৎ জানে না তাকে বলে লাভ নেই, তবু । ভাইটি, Asceticism বলে যে জীবন চর্যা আছে, তার মধ্যেও যৌনতার আস্বাদ আছে বলে আজকাল ধরা হয় । মাঝে মাঝে একটু আধটু এসব জেনে কথা বললে, ফুল খোরাক হতে হয় না ।

    (ভুল করলাম, এর সঙ্গে এ নিয়ে এনগেজ করে ফেললাম । )
  • সিকি | 135.19.34.86 | ১১ আগস্ট ২০১৪ ১৪:১০649636
  • ইয়ে, ভয়ে ভয়ে বলে ফেলি, তাপস আর এসসি কি বাই এনি চান্স হ্যন্ডজবকে ব্লো-জবের সাথে গোলাচ্ছে? হ্যান্ডজব কিন্তু মাস্টারবেশনের খুব কাছাকাছি দিয়েই যায়। একটা আত্মনেপদী, একটা পরস্মৈপদী।
  • তাপস | 233.29.204.178 | ১১ আগস্ট ২০১৪ ১৪:১২649638
  • ঠিক, কিন্তু সেটা অর্থ সংকোচন ।
  • সিকি | 135.19.34.86 | ১১ আগস্ট ২০১৪ ১৪:১২649637
  • ইন ফ্যাক্ট, হ্যান্ডজব অনেক সময়েই মাস্টারবেশনের আরেকটা নাম।
  • dc | 52.104.61.177 | ১১ আগস্ট ২০১৪ ১৪:৩৬649639
  • আমিও যথেষ্ট লজ্জার সাথেই বলি, হ্যান্ডজব আর মাস্টারবেশনের তফাৎ আমিও জানতাম না। এখানে পোস্টগুলো পড়ে গুগল করে তারপর জানলাম। এতোদিন ভাবতাম এসব ব্যাপারে জানিনা এমন কিছু বাকি নেই, তাই নিজেকেই প্রবল ধিক্কার দিচ্ছি।
  • dc | 52.104.61.177 | ১১ আগস্ট ২০১৪ ১৪:৩৯649640
  • এটাও লিখে দি, ধর্ম, হ্যান্ডজব, সহজিয়া ইত্যাদি ইত্যাদি জিনিষগুলোর সম্পর্ক এখনো বুঝিনি। বিপের অনেক পোস্টেরই মানে বুঝতে পারিনা, তবে পড়তে ভাল্লাগে।
  • robu | 122.79.38.71 | ১১ আগস্ট ২০১৪ ১৪:৪৯649641
  • আপনার কথায় বিপ খুশি হবেন। উনিও যা লেখেন, তার মানে বুঝতে পারেননা, তবে ওনার লিখতে ভালো লাগে।
  • bip | 78.33.140.55 | ১১ আগস্ট ২০১৪ ১৭:০৫649642
  • হ্যা, হস্তমৈথুন দুই প্রকারের। এক আপনা হাত জগন্নাথ। দুই অন্য কেও নাড়িয়ে দিলে। দুই নাম্বারটাকে হ্যান্ডজব বলে এটা হয়ত ওয়েবস্টার মতে সিদ্ধ। কিন্ত আর্বান মিনিং এ হ্যান্ডজব বলতে আমেরিকাতেও আমরা সব প্রকারের হস্তমৈথুন বুঝি। লোকে একটা শব্দের মানে যা বোঝে তাই সঠিক-তাই সিদ্ধ। তাই বিড়ালের মতন হ্যান্ডজব শব্দটা নিয়ে মাস্টারমশাই গিরি থামিয়ে সাহিত্যরস নিন। এই মালগুলো হচ্ছে সেই ঠাকুর বর্নিত সেই লোক । আঙুর কয় প্রকারের-কাহারে কি কয়- সঠিক কহিতেছি জানিয়া ক্যাচাল পাড়িয়া কি লাভ মশাই? জীবন বড়ই স্বল্প পরিসর-রস আস্বাদন করিয়া উপভোগ করুন!!
  • সিকি | ১১ আগস্ট ২০১৪ ১৮:০৪649643
  • ইমানুয়েল সিরিজের দু তিনটে সিনিমা দেখেচিলাম। সেখানেও এই রকমই দর্শন প্রচার করা হত। জীবন বড়ই স্বল্প, যতটা পারেন রস চেটেপুটে উপভোগ করুন। ;-)
  • robu | 122.79.38.71 | ১১ আগস্ট ২০১৪ ২০:৫৯649644
  • সাহিত্যরস!!
  • Ranjan Roy | ১১ আগস্ট ২০১৪ ২১:২৬649646
  • না ন। শুধু সাহিত্যরস কেন? বিপ আসল রসিয়া!ঃ))))
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন