এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • আইএসএল কি ভারতীয় ফুটবলে "সুদিন" আনবে?

    শুভ
    বইপত্তর | ১২ অক্টোবর ২০১৪ | ৩৬০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শুভ | 127.194.225.145 | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৫৩649789
  • এটা প্রায় সবাই মানে গোয়া আর কলকাতা বাদে এ দেশে ফুটবলটা কার্যত সেভাবে খেলাই হয় না, আর গোয়াতেও সে অর্থে ফুটবল উন্মাদনা অর্থাৎ প্রচুর লোক মাঠে আসছেন এ ছবি গত কয়েক বছরে দেখা যায়নি,
    এভাবে ভারতীয় ফুটবল যখন প্রায় ক্যাওরাতলায় যাওয়ার মুখে এল আইএসএল,
    বলিউড বিনোদন নিয়ে বেশ ঘ্যামা প্যাকেজ
    কিন্ত এতে সত্যি ফুটবলের কিছু হবে?
  • gandhi | 122.79.37.58 | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৫৮649890
  • ভাবছিলাম কিছু লেখার। টই খুলেছে, কাল লিখব।
  • a | 132.167.98.164 | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৫৯649901
  • হওয়া বলতে কি বোঝায়? জেমন ধরুন ইপিএল হয়েও ইংল্যান্ড বিইশাল কিছু খেলিয়ে দেশ হয়ে জায়নি।
    আমার মনে হয় দু তিনটে লাভ হবে
    ১। ভালো কোচিং আর প্রোফেশনাল সাপোর্ট স্টাফ
    ২। বড় প্লেয়ারদের সাথে খেলার এক্ষপি।
    ৩। অন্যদেশের প্রতি এক্ষপোজার, এমনকি বাইরে বেশি খেলাবার সুযোগ

    যদি পরবর্তী ৫ বছরে ভারত প্রথম ১০০ তে ঢুকতে পারে, সেটাও কিন্তু বিশাল পাওয়া
  • lcm | 118.91.116.131 | ১৩ অক্টোবর ২০১৪ ০০:০৯649912
  • ভারতে ডোমেস্টিক স্পোর্টসে ফুটবলেই যা ভিড় হত।

    হরিয়ানা-কর্নাটকের ক্রিকেট খেলা টিকিট কেটে লোকে দেখে কম, টিভিতেও কম। সে তুলনায়, ফুটবলে, কলকাতা লিগ, শিল্ড, দিল্লিতে ডুরান্ড, বম্বেতে রোভার্স, ভারতের বিভিন্ন জায়গায় ফেড কাপ - এসব খেলা লোকে টিকিট কেটে দেখত।

    এখন, নতুন যুগ। সারা পৃথিবীর বিভিন্ন লিগ এখন লোকে টিভিতে দেখে। লোকজনকে মাঠে আনতে গেলে, আন্তর্জাতিক ছোঁয়া একটু চাই।

    ক্রিকেটে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের এনে প্রিমিয়াম লিগ বানালো - তাতে এখন ভিড় হয় শুনি। আমার ধারনা, ডোমেস্টিক রঞ্জি দেখতে এখনও লোক হয় না।

    ফুটবলে, আইএসএল লিগের খেলা লোকে টিকিট কেটে দেখে কিনা দেখা যাক। কলকাতায় সল্ট্লেক স্টেডিয়ামের টিকিটের দাম দেখলাম করেছে ২০০ টাকা থেকে শুরু।
  • Arpan | 125.118.14.62 | ১৩ অক্টোবর ২০১৪ ০০:৩৩649923
  • বেশ কয়েক জায়গার ফুটবল জাস্ট মরে গেছে। যেমন হায়দ্রাবাদ। তামিলনাড়ু। কেরালাও মুমূর্ষু। নর্থ ইস্টে ক্রেজ নতুন তৈরি হয়েছে অবশ্য।

    লোকে টিভিতে দেখুক অ্যাট লিস্ট প্রাইম টাইমে। কচিকাঁচারা দেখুক। ফুটবল খেলে ক্রিকেটের মত পয়সা পাওয়া যায় এই বিশ্বাসটা ফিরুক। নতুন জায়গা থেকে কর্পোরেট বেসড ফ্র্যাঞ্চাইজি টিম তৈরি হোক। আর অ্যাকাডেমি। বাংলা বা গোয়ার বাইরেও স্কুলে স্কুলে ফুটবল আবার জনপ্রিয় হোক।

    এগুলো হলে অনেকটা এগিয়ে দেওয়া যাবে। একটা থ্রাস্টের দরকার ছিল। আইএসএল সেই থ্রাস্টের কাজ করবে।

    আর এই সুযোগে ইস্ট মোহনের মত আধা পেশাদার ক্লাবগুলো কী করবে, তারা এই সুযোগ নেবে নাকি উটপাখির মত মুখ গুঁজে থাকবে তারাই ঠিক করুক। জিন্দালরা অলরেডি ফার্স্ট সিজনে লুরুতে আইলিগ নিয়ে গেছে। আরো কিছু বিএফসির মত ক্লাব তৈরি হোক।

    অবশ্য আইএসএলের ক্রেজ আগামী তিনটে বছরের পর কোথায় দাঁড়ায় তার ওপরে নির্ভর করবে সবকিছু।

    এই করে এশিয়াডে টপ দশের মধ্যে বছর পাঁচেকের মধ্যে আসতে পারলে বুঝব অনেক হয়েছে।
  • শুভ | 127.194.225.145 | ১৩ অক্টোবর ২০১৪ ০০:৪৪649934
  • চিটফান্ডের সাথে নাম জড়িয়ে কলকাতা ফুটবলের বড় ক্লাবগুলোর এখন বেশ করুন অবস্থা, ইডি ব্যাঙ্ক আকাউন্টে তালা লাগিয়ে দিয়েছে, সিবিআই কর্তাদের ডেকে পাঠাচ্ছে......... কাকতালীয় ভাবে ঠিক সেই সময়েই বলিউড, ক্রিকেটের গ্ল্যামারকে সাথে নিয়ে চকচকে মোড়কে আসছে আইএসএল......... আইএসএল যদি সফল হয় এটাকে ৩ মাস থেকে সারা বছরের টুর্নামেন্ট করার চেষ্টা হবেই, অবশ্যম্ভাবী চেষ্টা হবে ফিফাতে নথিভুক্তকরনের, কিন্ত সেটা যদি হয় তা হলে নির্বাসনে যেতে হবে আই লিগকে, ইস্টবেঙ্গল-মোহনবাগানকে কলকাতা লীগ খেলেই সন্তুষ্ট থাকতে হবে।
    লাখো লাখো সমর্থককে, তাদের আবেগকে ব্যবহার করতে পারেনি দুই প্রধান, বিজয় মালিয়া ছাড়া এত বছরেও আর একজনও পৃষ্ঠপোষক যোগাড় করতে পারেননি কর্তারা, উল্টে চিটফান্ডের সাথে ক্লাবগুলোর নাম জড়িয়ে..................
    আসলে তারা বোঝেননি একবিংশ শতাব্দীতে অর্থনৈতিক ভাবে অলাভজনক কোনও প্রোজেক্ট শুধু আবেগের জোরে চলতে পারে না, আজ হোক কাল হোক এটা হওয়ারই ছিল..................
  • Arpan | 125.118.14.62 | ১৩ অক্টোবর ২০১৪ ০১:০০649945
  • সারা বছরের হবে না। হলে সেই ক্রেজ থাকবে না।

    আমার প্রেডিকশন আই লিগ থাকবে। তবে যেমন রঞ্জি ট্রফি দেখতে লোক ভিড় করে না, এদিকে আইপিএলের টিকিট নিয়ে হাহাকার, সেরকম এখানেও হতে পারে।
  • Arpan | 125.118.14.62 | ১৩ অক্টোবর ২০১৪ ০১:০১649956
  • তবে মূল বক্তব্যের সাথে ক্ক।
  • cb | 24.202.2.139 | ১৩ অক্টোবর ২০১৪ ০৪:২৯649967
  • শালা ফেকুর রাজত্বে সবাই ফেকু

    "আটলেটিকো দে কলকাতার কর্তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, খেলার পর দর্শকদের মেট্রো স্টেশন, ধর্মতলা বা হাওড়ায় পৌঁছে দেওয়ার জন্য ৫০ টি বাস থাকবে। খেলার টিকিট দেখালেই ওঠা যাবে বাসে। কিন্তু কোথায় কী? ম্যাচের পর হাজার হাজার দর্শক দাঁড়িয়ে ছিলেন স্টেডিয়ামের বাইরে। কিন্তু কোথাও কোনও বাসের দেখা পাওয়া যায়নি। "

    এনিওয়ে , গান্ধীর লেখার জন্য অপেক্ষা করছি
  • + | 213.110.246.230 | ১৩ অক্টোবর ২০১৪ ১১:০১649790
  • বাস ছিল। খেলা শেষের ৩-৪ মিনিট আগে যারা বেরিয়েছেন তারা পেয়েছেন। কিন্তু ৫০টা বাসে বড়জোর ৫০০০ লোক গেছে। আমার চোখের হিসেবে ৬০হাজারের কাছাকাছি ভীড় ছিল কাল। অন্যান্য মোবা-ইবে ম্যাচে ম্যাটাডোরে প্রায় ১০হাজার দর্শক বেরিয়ে যায়, কাল সেটা ছিলোনা, ফলে ভীড় আরো বেশি লেগেছে

    @অর্পণদা, অন্য টই খুলছিনা, এখানেই লিখব। এই ফিরলাম, একটু কাজ করে নিঃ) তাপ্পর
  • + | 213.110.246.230 | ১৩ অক্টোবর ২০১৪ ১১:০৪649801
  • ৫০টা ছিলো কিনা স্যিওর নই, তবে ছিল। আমার এক বন্ধুই ফেরার সময় ফাঁকা বাসে বসে শিয়ালদা ফিরে হেব্বি খুশী, ২-৩ মিনিট আগে বেরিয়েছিল
  • debu | 85.80.191.128 | ১৩ অক্টোবর ২০১৪ ১১:৩১649812
  • IPL এবং ISL দু টই একটা জুয়া র জন্য করা হয়েছে
  • + | 213.110.246.230 | ১৩ অক্টোবর ২০১৪ ১১:৩৭649823
  • খুব ভালো, আপনার থেকে জানার অপেক্ষায় রইলাম।
  • কল্লোল | 125.242.79.128 | ১৩ অক্টোবর ২০১৪ ১২:০৩649834
  • ইবে-মোবা ছাড়াও ফুটবল হয় ভারতে এটাই খুশির খবর। এই ক্লাবগুলোর(ইবে-মোবা) যা কাঠামো তাতে পেশাদারিত্ব কথাটাই হাসির গল্প।
    আস্তে আস্তে ISL বেড়ে উঠুক। এতে খেলে অনেক টাকা পাক ফুটবলাররা। টাকার জন্য নীতু-টুটুর খপ্পরে পড়ার দরকার না থাকলে ভারতীয় ফুটবলের উন্নতি হবেই। আর একটা ভালো দিক হলো ক্লাবগুলোতে খেলা মোজার "বিদেশী"গুলোকে তাদের প্রকৃত যায়গা দেখিয়ে দেওয়া।
    তবে এবার অনুর্ধ ১৭ না ১৯এর বিশ্বকাপ ভারতে হচ্ছে তো। সেটাও কিছুটা কাজ করবে।
    এই বিশ্বকাপ নিশ্চই টিভিতে দেখাবে। খুব আশায় থাকলাম - ভালো খেলা দেখা যাবে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ অক্টোবর ২০১৪ ১২:৫৫649856
  • ডেইলি মেল কি ভায়া, নাক উঁচু বিবিসি স্পোর্ট্স ওয়েব পর্যন্ত কভার করেছে।
    বিবিসি স্পোর্টস ওয়েব পেজ এর প্রথম পাতাতেই আই-এস-এল এর খবর।

    কালকের খেলা বেশ ভালো হয়েছে, আমার ভালো লেগেছে।
  • নেতাই | 131.241.98.225 | ১৩ অক্টোবর ২০১৪ ১৪:২৫649867
  • আমারো ভালো লেগেছে। ইন্ডিয়ান প্লেয়াররা একটু কম ছড়ালে আরো ভালো লাগতো।
    দীপক মন্ডল বুড়ো হয়ে গেছে। নড়তে চড়তে দু তিন ঘন্টা লেগে যাচ্ছে। রহিম নবি কি করবে বোঝার আগে বাইরে চলে গেলো। লালরিনডিকা কোথায় গিয়ে লুকিয়েছিল খুঁজে পাওয়া গেলনা। ঐটুকু মাঠে এমন আত্মগোপন করা সহজ না। অর্নব মন্ডল বার দুই ছড়ালো। বিশ্বজিত সাহা মনে হয় বেশী ছড়ায়নি। বলই মনে হয় বেশী যায়নি ওর কাছে। ডেন্জিল থ্রো টা ভালো করে। ওকে নিয়ে এর চে বেশী বলা যাচ্ছেনা। সঞ্জু প্রধান ভালো দৌড়েছে। খেলার বেশী দরকার ছিলনা। খেলতে হয়ও নি। বাকি দুই গোলকীপার। ওরা অবশ্যই ভালো খেলেছে।
  • ঊমেশ | 90.254.147.148 | ১৩ অক্টোবর ২০১৪ ১৪:৫০649878
  • শুভাশীষ বেশ কয়েকটা ভালো সেফ করেছে।
    সুব্রত প্রথম গোলটা না খেলেও পারতো।
  • a | 132.167.115.75 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:০০649889
  • যাঃ প্রথম গোলটা পুরো ডিফেন্ডারের দোষে, পেনাল্টি বক্সের বাইরে থেকে হিট। ওটা সুব্রত বলেই মনে হয়েছে আটকানো যেত
  • aranya | 154.160.130.91 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:২২649891
  • 'কিন্তু বোরহা ফার্নান্দেজ-ফিকরু-গার্সিয়ার মতো প্লেয়াররা আছে যারা একই মানের। অসাধারণ না হলেও যারা ‘খুব ভাল’ ফুটবলারদের গোত্রে পড়বে। যাদের এক জন না পারলে, আর এক জন দায়িত্বটা নিয়ে নেবে। তবে অবাক করার ব্যাপার হল, আটলেটিকোর ভারতীয়দের দেখেও ওই একই মানের মনে হচ্ছে! বিশ্বজিত্‌ সাহা, অর্ণব মণ্ডল, বলজিত্‌ সাইনি ওদের দেখে মনে হল না ফুটবলের তৃতীয় বিশ্বের বাসিন্দা। দিব্যি বোরহা-ফিকরুর সঙ্গে তাল মিলিয়ে খেলে গেল, এক বারের জন্যও বেমানান মনে হল না। ' - চুনী গোস্বামী

    'ইন্ডিয়ান প্লেয়াররা একটু কম ছড়ালে আরো ভালো লাগতো।
    দীপক মন্ডল বুড়ো হয়ে গেছে। নড়তে চড়তে দু তিন ঘন্টা লেগে যাচ্ছে। রহিম নবি কি করবে বোঝার আগে বাইরে চলে গেলো। লালরিনডিকা কোথায় গিয়ে লুকিয়েছিল খুঁজে পাওয়া গেলনা। ঐটুকু মাঠে এমন আত্মগোপন করা সহজ না। অর্নব মন্ডল বার দুই ছড়ালো। বিশ্বজিত সাহা মনে হয় বেশী ছড়ায়নি। বলই মনে হয় বেশী যায়নি ওর কাছে। ডেন্জিল থ্রো টা ভালো করে। ওকে নিয়ে এর চে বেশী বলা যাচ্ছেনা। সঞ্জু প্রধান ভালো দৌড়েছে। খেলার বেশী দরকার ছিলনা। খেলতে হয়ও নি। ' - নেতাই

    আমি, সিরিয়াসলি, নেতাই-এর পর্যবেক্ষনেই আস্থা রাখছি।
  • aranya | 154.160.130.91 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:২৫649892
  • ঘরের ছেলেদের পারফরম্যান্সের ব্যাপারে
  • শুভ | 127.194.226.180 | ১৩ অক্টোবর ২০১৪ ২৩:৫৩649893
  • ডেঞ্জিলকে দেখে মনে হয়েছে তবু চেষ্টাটা করছে, বাকিদের বিষয়ে একমত
  • rivu | 140.203.154.17 | ১৪ অক্টোবর ২০১৪ ০৫:১৬649894
  • ভারতে ফুটবল খেলেও খুব পয়সা করা যায়, এই বিশ্বাসটা ছড়িয়ে দিতে পারলেই আইএসএল সার্থক হয়েছে মনে করব। কারণ তার পরে আশা করা যায় মার্কেটের নিয়মেই খেলোয়াড় উঠে আসবে। মিডিয়ার সাপোর্ট দেখে ভালো লাগলো।
  • aranya | 154.160.130.16 | ১৪ অক্টোবর ২০১৪ ০৬:০৭649895
  • franchise-গুলোর অ্যাকাডেমি বানানোর কথা, বাচ্চা ছেলেদের ট্রেইন করার জন্য। দেখা যাক কদ্দুর কি হয়
  • + | 213.110.243.23 | ১৪ অক্টোবর ২০১৪ ০৮:১১649896
  • আই এসেলের ভালো খারাপ প্রসঙ্গে এক এক করে পয়েন্টে লেখাই ভালো

    ১। ইন্ডিয়ান প্লেয়ারদের পারফর্মেন্স বিষয়ে

    ২২জনের মধ্যে ১০ জন ইন্ডিয়ান খেলবে। কোলকাতা-মুম্বই ম্যাচে ২ গোলকীপার ভারতীয় (বাঙালী), দুটো টিমই এক স্ট্রাটেজি নিয়েছিল যে ডিফেন্সে একজন বিদেশী ছাড়া বাকি দেশি খেলাও, আর মাঝের কোনো এক উইঙে দেশি।

    মুম্বই এ সুব্রত-দীপর-রাজু-নবি-ডিকা
    আর কোলকাতায় শুভাশীষ-ডেন্জিল-অর্ণব-বিশ্বজিত-বলজিত

    এর মধ্যে বলজিত কি করে চান্স পায় আমি বুঝলাম না, দু-দুটো ভুলভাল মিস করল।

    সুব্রত ২-৩টে ভালো সেভ, ৩টে গোলেই ওর কিছু করার ছিলোনা। প্রথম গোলের সময় বক্সের বাইরে থেকে ফিনিশ করেছে, ওটা ডিফেন্ডারদের দোষ। শুভাশীষ দারুন।

    নবি ম্যাচ ফিট নয়, বহুদিন মাঠের বাইরে বোঝাই গেল। ডেন্জিল বা বিশ্বজিত খুব একটা ওভারল্যাপে যায়নি। মাঠে দেখছিলাম, ওরা সেন্টার লাইন টপকালেই কোচ বা যোসেমি এরা কল করছিল নিচে নামার। এটা ট্যাক্টিক্সই মনে হল কারণ বিদেশি ফুটবলারগুলোর স্পীডের সাথে ওরা নামতে পারবেনা। অর্ণব লাস্ট লাইন ডিফেন্স খেলছিল। ছড়িয়েছে বলে মনে হয়নি। সঞ্জু দশ মিনিটের গেস্ট অ্যাপিয়ারেন্সে নিজের ছড়ানোর ক্ষমতা দেখিয়েছে।

    দীপক স্টপার বা রাইট ব্যাকে খেলেছে এতদিন, ওকে লেফ্ট ব্যাকে খেলালো, ৩র্ড গোলের সময় বাদে দীপকের দিক থেকে খুব একটা অ্যাটাক হয়নি কিন্তু। রাজু খুবই ভুলভাল খেলেছে।

    কোলকাতার দেশি প্লেয়ারগুলো কিন্তু বিদেশিদের সাথে মোটের ওপর তাল মিলিয়ে খেলেছে।

    কাল নর্থইস্ট-কেরল খেলা দেখলাম। হয় মর্গ্যান নয় সচিন ব্যাপারটা বোঝেনি। আই লীগের দুই বাতিল বিদেশি, পেন-বরিসিচ এদের নিয়ে খেলতে চেয়েছে। কেরল টিম পুরোনো-নতুন ইবে।
    সৌমিক-গুরবিন্দর-নির্মল-পেন-মেহতাব-বরিসিচ আর উপরে সাবিথ। সাবিথ আর গুরবিন্দর ছাড়া বাকিরা আই এসেলে এক টিম হিসেবে কতটা খেলবে ডাউট আছে। মুম্বইএ টাকমাথা প্লেয়ারটা বা কোলকাতায় বোর্জা-নাটো-গার্সিয়া যেমন লীড করছেটিমকে, তেমন কেরল টিমে নেই। এই প্লেয়ারগুলো কিন্তু ভালো বিদেশী পাশে পেলে ভালো খেলবে মনে হয়।

    নর্থ-ইস্টের খেলা কাল খুবই ভালো লাগল। কয়েকটা দেশি প্লেয়ার অসাধারণ খেলল। সবাই নাম জানিনা। কোলকাতা-মুম্বই-নর্থিস্ট দেখে মনে হল যে ইন্ডিয়ান প্লেয়ারদের উন্নতি হয়েছে।

    কিন্তু প্রতিটা টিমে একটা-দুটো অনুর্দ্ধ-১৯ চালু করলে বেটার হত। এরাই প্রি-অলিম্পিক খেলবে আর দুদিন পরে ন্যাশনাল।
  • + | 213.110.243.23 | ১৪ অক্টোবর ২০১৪ ০৮:২৭649897
  • ২। মোব-ইবে কি উঠে যাবে?

    গেলে ক্ষতি কি ? হবেনা যদিও। অপ্পণদাই বোধহয় বললে যে রঞ্জির মত হবে। রঞ্জির মতই তো আছে, কোলকাতা ছাড়া কোথয় লোকে দেখে? ফেবুতে প্রচুর লোকে কুয়োর ব্যাঙের মত বলে চলেছে বুড়োদের ফুটবল, বলিয়ুডি ধামাকা এইসব। মোবা-ইবেতে বুড়ো বিদেশি আসেনা? বার্তোস-বোয়া এরা ইয়ং? বরং এডিকে র খেলা দেখলএ একই বয়েসের বোর্জা-আনেলকাদের খেলা দেখতে পাব। কেন দেখব বোয়ার খেলা? এই ক্লাবগুলোর মিনিমাম প্রফেশনাল আউটলুক নেই। এরা মানেও না যে এরা কিছু করছেনা।

    দুদিনের ক্লাব ব্যাঙ্গালোর এফসি প্র্যাকটিশ ম্যাচ খেলল গুয়াঙ্গঝৌ এর সাথে (যেখানে একবছর আগে ড্রোগবা-আনেলকা খেলত), আর মোবা প্র্যাকটিশ ম্যাচ খেলে টাকি একাদশের সাথে। সমর্থকদের কোনো ভ্যালু নেই।

    ১৩ বছর আগে শেষ আই লীগ জিতেছে। আমি চোখের সামনে মোবাকে কোনোদিন জিততে দেখেছি, আর সাপোর্ট করব। এখন যারা স্কুলে পড়ে তারা কেন করবে? ঘটি-বাঙাল সেন্টু এখন চলেনা। নতুন কোনো কিছু চাই।

    আইলীগে ৫টা গোয়া-৪টে বেঙ্গল-২টো আসাম, আর পুনে-ব্যাঙ্গালোর। ব্যাস। বাকি দেশ কেন দেখবে? কেউ স্পনসর কেন করবে কোনো টিমকে? পুনে-ব্যাঙ্গালোরের একটা প্রফেশনাল চিন্তাভাবনা আছে, ওরা তাই স্পনসর পায়, নিজেদের দর্শক বানানোর চেষ্টা আছে। মোবা-ইবে অফিসিয়ালদের তো আসল লাইফলাইনই আছে যে আমাদের খেলা হলে দর্শন হবেই। আর আমরা স্পনসর নেই বলে কাটমানি খাওয়ার জন সারদা-রোজভ্যালিকে ধরব। কোনোদিন আজ অব্দি এরা কোনো ব্যবস্থা করতে চেয়েছে অল্টারনেটিভ?

    কাল দেখলাম সৃঞ্জয় বোস কোন চ্যানেলে বলছে যে , ১টা গোল ছাড়া এরকম গোল তো কালীঘাটের প্লেয়াররাও দেয়। এই রকম খেলার মান তো মোবা-ভবানীপুর ম্যাচেও হয়। এই বিদেশীদের থেকে আমাদের বিদেশীরা ভালো। নো কমেন্টঃ)

    এই হতভাগাগুলো থাকলে ক্লাব ফুটবল উঠেই যাবে। অ্যাথলেটিকো তো সারাবছর খেলবেনা। মোবা-ইবে চাইলেই পারে এর সাথে এক হতে। আই লীগে যেমন খেলছে খেলুক, কিন্তু আইএসেলের সময় এডিকের সাথে টাইআপ করুক (ডেম্পো-লাজঙের মত) আর আই লীগের সময় চুক্তি করুক যাতে ওদের পরিকাঠামো ব্যবহার করতে পারে বা ওদের থেকে বিদেশি নিতে পারে।

    কিন্তু করবে কি ?? কটমানি কে দেবে ?
  • lcm | 118.91.116.131 | ১৪ অক্টোবর ২০১৪ ০৮:৪৮649898
  • প্লাস ঠিক লিখেছে। আইএসএল সাকসেস্‌ফুল হলে লোকাল ক্লাবগুলো গেলো, অলরেডি খুব একটা ভালো অব্স্থা নয়...
  • critic | 125.112.74.130 | ১৪ অক্টোবর ২০১৪ ১০:২০649899
  • কাজের কাজ তখনি হবে যখন নিয়ম করতে পারবে যে নির্দিষ্ট সংখ্যক হোম-গ্রোন প্লেয়ার রাখতে হবে, অ্যাকাডেমি বাধ্যতামূলক এবং তার রেটিং হবে, অনূর্দ্ধ ১৮/২১ টিম রাখতে হবে ইত্যাদি। নইলে সেলেবদের নাচন কোঁদনের বেশি কিছুই হবে না। আইপিএল তো ভারতীয় ক্রিকেটের উন্নতির হদ্দমুদ্দ করে ছেড়েছে। ক্রিকেট বলুন, কবাড্ডি বলুন বা ফুটবল - এই সেলেব আর তাদের পেছুনে দৌড়নো আদেখলামো দেখলে মোজা জ্বলে যায় পুরো।
  • critic | 125.112.74.130 | ১৪ অক্টোবর ২০১৪ ১০:২১649900
  • এমনো বলতে পারে যে টার্নওভারের ৫০% হোম-গ্রোন প্লেয়ার তৈরীতে ঢালতেই হবে। বাধ্যতামূলক। দেখবেন, সব সেলেবগুলো ন্যাজ গুটিয়ে পিট্টান দেবে।
  • lcm | 118.91.116.131 | ১৪ অক্টোবর ২০১৪ ১০:২৬649902
  • দোষটা সেলিব্রিটিদের দিয়ে লাভ নেই। তারা খেলে না। মার্কেটিং করে। তাদের দেখতে লোকে টিকিট কেটে মাঠে যায় না, যায় খেলোয়াড়দের খেলা দেখতে।
    ভুলে গেলে চলবে না, খেলা দেখা কিন্তু একটি বিনোদন। কোনো সমাজসেবা নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন