এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সাদিয়া জাহান মুন্নি | 89.141.172.14 | ২০ ডিসেম্বর ২০১৪ ০৯:৫০655362
  • 'তালিবান' মানেই মুসলিম, এমনটা নয়। বাংলাদেশেই একাধিক হিন্দু জঙ্গি ছাত্রসংগঠন আছে। চাকমা বৌদ্ধ ছেলেমেয়েদের মধ্যে উগ্র সাম্প্রদায়িক চিন্তা ক্রমশঃ বাড়ছে।
    সকলেই জানেন, তালিব অর্থাৎ ছাত্র বা শিক্ষার্থী। ছাত্রছাত্রীরাই সমাজের সবচাইতে সংবেদনশীল অংশ (আমি নিজেও ছাত্রী)। তাই যে কোনও সাম্প্রদায়িক সংগঠনের মূল লক্ষ্যবস্তু হল ছাত্রসমাজ।
    যেহেতু আমি নিজে ইসলাম বিশ্বাসী এবং জন্মেছি ইসলামী পণ্ডিতবংশে, তাই জঙ্গিবাদের ইসলামী স্বরূপটাই বেশি দেখেছি। অন্য ধর্মে মাথা চাড়া দেওয়া উগ্র মতবাদ সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেকটাই হাত-ফেরতা। তাই আমার দৃষ্টিভঙ্গি কিছুটা একপেশে হয়ে পড়ে।
  • Pi | 233.176.59.253 | ২০ ডিসেম্বর ২০১৪ ১০:০৫655363
  • তা ফারাবি এই কাফের মেয়েদের ধরে ধরে দিনের পর দিন প্রেম নিবেদন করে স্টক করে জ্বালিয়ে মারেন কেন?
  • lcm | 118.91.116.131 | ২০ ডিসেম্বর ২০১৪ ১০:১৩655364
  • ভারত-পাকিস্তান ভাগ হয়ে নতুন দেশ তৈরী হবার পর থেকে, বা, বাংলাদেশে ১৯৭১-এ সৃষ্টির পর থেকে - এই সব দেশ্গুলোতে ধর্মীয় উগ্রপন্থা তেমন ছিল না। ভারতীয় উপমহাদেশের দেশগুলিতেই (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ভূটান, নেপাল) তেমন ছিল না।

    তা বলে কি এই দেশগুলিতে কনফ্লিক্ট ছিল না? ছিল, যেমন অনেক দেশেই থাকে - - এই ধরো, শ্রীলংকায় তামিল টাইগার, পাঞ্জাবে খালিস্তান, অসমে আলফা, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম এলাকায় কনফ্লিক্ট, মাওবাদী সংঘর্ষ.... তারপরে ধরো, ভারত-পাকিস্তান যুদ্ধ, ভারত-বাংলাদেশ বর্ডার ফোর্স কনফ্লিক্ট - এসব ছিল। কিন্তু ধর্মীয় উগ্রপন্থা বলতে যা বোঝায় ঠিক তা নয়।

    গত পঁচিশ-তিরিশ বছর ধরে ধর্মীয় উগ্রপন্থা বেড়েছে - পাকিস্তান, বাংলাদেশ, ভারতে।

    টেররিজ্‌ম কিন্তু এক্সপেন্‌সিভ ব্যাপার। একটি মোটামুটি ভালো মানের পিস্তল বা আধুনিক বন্দুক ৫০/৬০ হাজার থেকে শুরু, এক বাক্স বুলেটের দামে দশটি পরিবারের কয়েক মাসের চাল কেনা হয়ে যায়। আর অটিমেটিক কালাশনিকভ তো প্রায় দেড়-দু লাখের ধাক্কা। একটি বোমা বানাতেও টাকা পয়সা লাগে।

    টেররিজম স্পন্সরের টাকা আসে কোথা থেকে। শোনা যায় খালিস্তানের টাকা আসত কানাডার শিখ-দের থেকে, তামিল টাইগারদের অনুদানও আসত প্রবাসী তামিলদের থেকে -- সব টাকা, পুরো ফান্ডিং এভাবে হত তা নয়, কিন্তু কিছু আসত।

    কাশ্মীরের গ্রাম থেকে মুম্বাই-এর স্লাম, বাংলাদেশ, পাকিস্তানে --- ধর্মীয় উগ্রপন্থা ফান্ড করছে কারা? মিড্‌ল ইস্ট-এর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে অনেক দেশের গোয়েন্দা সংস্থা। ফিলিপিন্‌স, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-তেও ফান্ডিং হচ্ছে এমন শোনা যায়। এমনও শোনা যায় যে এই সব দেশে কিছু ধর্মীয় স্কুল / শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডিং আসে এখান থেকে।

    এসব হঠাৎ করে হচ্ছে না। বহুদিন ধরে এর বেস তৈরী করা হয়েছে - গত পঁচিশ/তিরিশ বছর ধরে। অনেক প্ল্যান্‌ড প্রোগ্রাম।

    সুতরাং, এসবের মোকাবিলা ওভাবে হঠাৎ হবে না, সময় লাগবে।

    মশা, মাছি, পোকা মাকড়-এর সঙ্গে তুলনা ডিভাস্টেটিং। আর তাছাড়া, ওসবের মোকাবিলাও ওভাবে একটা একটা করে মেরে হয় না। পেস্ট কন্ট্রোল ডাকতে হবে, বা নিদেনপক্ষে স্প্রে কিনে এনে ঘরে এবং বাড়ির চারিদিকে নিয়মিত স্প্রে করতে হবে, মশার উৎপত্তি কোথায় বের করে করে সেখানে ডিডিটি বা কোনো সল্যুশন দিতে হবে - পরিবেশটা এমন তৈরী করতে হবে যাতে মশা/মাছি/পোকার সহায়ক না হয়।
  • potke | 126.202.116.50 | ২০ ডিসেম্বর ২০১৪ ১০:১৪655365
  • এগুলো মোছার দরকার কি? আর রিপোর্ট করাই বা হচ্ছে না কেন?
  • Arpan | 125.118.152.114 | ২০ ডিসেম্বর ২০১৪ ১০:১৬655366
  • সৌদি।

    আমেরিকা এক সহজবোধ্য কারণে সেখানে বসন্ত বিপ্লব আনে না কালীদা।
  • lcm | 118.91.116.131 | ২০ ডিসেম্বর ২০১৪ ১০:২০655367
  • ঠিক - তেল। তৈল।
    তেলের বাজার নেমে গেলে এই ফান্ডিং-ও কমে আসবে।
    তেলের বাজারে মধ্য প্রাচ্যের দেশগুলির আধিপত্য ক্ষীণ হবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
  • সাদিয়া জাহান মুন্নি | 89.141.172.14 | ২০ ডিসেম্বর ২০১৪ ১০:২৫655368
  • potke, রিপোর্ট করবেন কাকে? ফারাবী বাংলাদেশের নাগরিক, বিচারাধীন অবস্থায় এখন সে জামিনে ছাড়া পেয়েছে। তার এইসব আচরণের জন্য কোনও ব্যবস্থা ভারত সরকার নিতে পারবেন না বলেই মনে হয়।
    তার উপর লেখাগুলি সে পাঠাচ্ছে আইপি মাস্ক করে। এটা অবশ্য বাংলাদেশে খুব জনপ্রিয়, এবং আমরাও এর মাধ্যমেই বেশিরভাগ অনলাইন লেখা প্রকাশ করি। জামাতি-হিযবূত-হেফাজতের লোকেরাও আইপি মাস্ক করে। আমরা করি আত্মরক্ষার তাগিদে, আর ওরা করে আত্মগোপনের তাড়নায়।
    আমরা নজর রাখছি। ফারাবীর বিরুদ্ধে শুনানি শুরু হলে প্রয়োজনে এগুলিও পেশ করা হবে, আমাদের উকীলসাহেবের সলাহ্‌ অনুযায়ী।
  • Du | 127.194.207.243 | ২০ ডিসেম্বর ২০১৪ ১৯:০২655369
  • এই ব্যক্তি ফারাবীর অন্য পরিচয় আমি জানিনা। কিন্তু সে অত্যন্ত নীচ ব্যক্তি, এটা নির্দ্বিধায় বলা যায়।
  • মৌ | 24.96.127.138 | ২০ ডিসেম্বর ২০১৪ ২১:১১655370
  • ফেসবুকে একটা গ্রুপ ছিল, এখন বোধহয় ওটা এগজিস্ট করেনা। বাংলাদেশী এথিস্টদের গ্রুপ। ঐ গ্রুপে ফরাবীর সাথে পরিচয়। অত্যন্ত নিরীহ, ধার্মিক মুসলমান ছেলে। ইসলামের ভালো ভালো দিক গুলো তুলে ধরছিলো নাস্তিকদের সামনে। কাউকে কোনও গালি না, অন্য ধর্মকে কোনও কু-কথা না। অত্যন্ত নিরীহ। শুধু প্যাঁক খেতো একটাই কারনে- মেয়েদের মেসেজ করে নিজের দুঃখ দুর্দশার কাহিনী শোনাত, ওর সৎ মা না কে যেন খুব অত্যাচার করে, স্কুলে ফিস দিতে পারে না, মোবাইলে নেট করার জন্য রিচারজের পয়সা নেই... ইত্যাদি ইত্যাদি, বলে এর ওর কাছ থেকে ১০ টাকা ১৫টাকা'র রিচারজ ভরাতো।
    থাবা বাবা ওরফে রাজীবের হত্যার পর এই ফরাবির নিকৃষ্ট রূপ দেখি, পড়ি।
    মাঝেমধ্যে মনে হয়, এই ছেলেটা কি বরাবরই এই রকম ছিল! মেয়েদের কাছে কেঁদে বেড়ানটা ওর মুখোশ ছিল! নাকি কেউ ওর অর্থনৈতিক অবস্থার সুযোগ নিয়ে আচ্ছা মতন মাথাটা ঝাঁকিয়েছে!
    বাংলাদেশে যারা ওকে কাছ থেকে দেখেছে, তারাই একমাত্র বলতে পারে।
  • a x | 60.171.26.111 | ২০ ডিসেম্বর ২০১৪ ২২:০৫655372
  • সাদিয়া, আপনাকে অনেক অভিবাদন। ভালো থাকবেন।
  • cm | 122.79.36.62 | ২১ ডিসেম্বর ২০১৪ ০৮:০৯655373
  • আচ্ছা এই সব ধর্মপ্রচারকেরা কি এজেন্ডা সমূহের ব্যাপারে সম্যক ওয়াকিবহাল।
  • ranjan roy | 24.97.201.184 | ২১ ডিসেম্বর ২০১৪ ২৩:৩০655374
  • সাদিয়া,
    ভালো থাকবেন, এখানে নিয়মিত লিখুন। এইসব নিকৃষ্ট রুচির মানুষগুলোর আইনি শাস্তি হোক। এ তো প্রায় দাঙ্গার উস্কানি দিচ্ছে, আমরা প্রোভোক্ড হব না, কিন্তু শাস্তি দেব।
  • pi | 233.176.10.109 | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৬655375
  • হ্যাঁ, এই টইটাই খুঁজছিলাম, ফারাবিকে নিয়ে। মুন্নি, আপনারা কি ফারাবির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন ?
    এদিকে লালবাজার থেকে জানালো, স্ক্রিনশটের কপি নিয়ে ফিজিক্যালি নাকি দেখা করতে হবে ! সাইবার সেল ভার্চুয়ালি কাজ করেনা জেনে বেশ বিস্মিত হলাম !
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৬655376
  • পাই, তোমার বিহাফে অন্য কেউ কি জমা করে আসতে পারে? কলকাতার কেউ কি পাইকে সাহায্য করতে পারে?
  • নুসরত | 208.7.59.108 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২২655377
  • এই পাতায় ফারাবি'র নামে আসা মন্তব্য কি আসলেই তার? ট্রেস করে দেখা যাচ্ছে এইচপি কোম্পানির আইপি থেকে পোস্ট করা হয়েছে ফারাবি'র কথাগুলো।
    সন্ত্রাসী ব্লগারদের এটা একটা নতুন চালু রণকৌশল। কথাগুলো সম্ভবতঃ ফারাবি-র, কিন্তু পোস্ট উনি করেননি হয়তো। ওঁর কথাগুলো ফোনে বা ই-মেইলে শুনে টাইপ করেছে কোনও প্রবাসী জঙ্গি sympathiসer।
    বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইন থেকে বাঁচার জন্যে এই কায়দা। তাই এই পাতায় করা পোস্টের স্ক্রিনশট পুলিশের কাছে দিয়েও খুব একটা লাভ হবে না বলেই মনে হয়। ট্রেস একটা জায়গায় এসে থমকে যাবে, এবং এই লেখা যে ফারাবি-রই, তা প্রমাণের পথেও বাধা এসে যাবে।
    মুন্নিদির সঙ্গে কথা বলেই এই লেখাটা দিলাম। @ঈপ্সিতাদি @শমীকদা।
  • pi | 24.139.221.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৬655378
  • আমাকে সে ফেসবুকের মেসেজে লিখেছে। প্রথমে জ্বালাতন, তারপর থ্রেট। সেগুলোর স্ক্রিনশটও কার্যকরী হবেনা ?
  • নুসরত | 208.7.59.108 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:২৮655379
  • সে বিষয়ে ধারণা নেই ঈপ্সিতাদি। সেগুলো *অবশ্যই* কার্যকরী হওয়া উচিত, অবশ্য ইণ্ডিয়ার সাইবার আইন আমি জানি না।
  • pi | 24.139.221.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৩655380
  • এখানে কিছুটা ঘেঁটে গেছি। ইন্ডিয়ার সাইবার আইন কি বাংলাদেশীর জন্য প্রযোজ্য ? এদিকে শুনছি আমি ভারতীয় বলে বাংলাদেশে অভিযোগ করতে পারবোনা। ভারতীয় দূতাবাসের মাধ্যমে অভিযোগ জানাতে হবে! সেটাও আবার কোন একটা থানার মাধ্যমে হতে হবে। এতো মহা হ্যাপা!
  • নুসরত | 208.7.59.108 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪১655381
  • বাংলাদেশ সার্বভৌম দেশ, অতএব ইন্ডিয়ার সাইবার আইন বাংলাদেশীর জন্য প্রযোজ্য না-ও হতে পারে। আমাদের দেশে ফারাবি'র বিরুদ্ধে মামলা চলছে, তবে কিনা কৌমি মাদ্রাসায় মগজধোলাই হওয়া লোকজন তো সমাজের সর্বস্তরেই আছে। মনে হয় বোঝাতে পেরেছি। খোলাপাতায় এর চেয়ে বেশি লেখা বিপদের। আমি বিদেশে থাকি ঈপ্সিতাদি, কিন্তু আমার পরিবার-পরিজন তো আছেন আমার দেশেই।
  • 4z | 208.231.20.20 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০০655383
  • পাই, ভারতের আইন বাংলাদেশে চলবে না বা ওদেশের আইন এদেশে। কিন্তু তুমি সব স্ক্রীনশট নিয়ে দেশেই রিপোর্ট কর। পারলে লোকাল থানায় কন্ট্যাক্ট কর। ওরা তোমাকে হেল্প করতে পারে। আর ফেসবুকেও রিপোর্ট কর। তবে সবার আগে একে ব্লক কর।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৬655384
  • পাই,

    ১) ভারতের সাইবার আইন বাংলাদেশে প্রযোজ্য নয়। এটা শুধু ভারতেই প্রযোজ্য।

    ২) আর বাংলাদেশের সর্বস্তরে ছাগু এত বেশী যে ফারাবির নাকি বেশ বড় একটা ফলোয়ার গ্রুপ আছে। ফারাবী নিজে খানিক জোকার টাইপের হলেও ওর ফলোয়াররা অনেকেই নাকি হার্ডকোর ছাগু, রগকাটা, জামাতি, আরও x, y, z বিভিন্নরকম এক্সট্রিমিস্ট গ্রুপের মেম্বার।

    ৩) ফারাবী একশোটা লোককে দিয়ে পোস্ট করাতে পারে, কিস্যু যায় আসে না। বরং যারা ওর নামে করছে তারা আন্তর্জাতিক অ্যান্টি সক-পাপেটিং আইনের আওতায় আসে। এটা নিয়ে এগোতে গেলে অর্থাৎ এই সক পাপেটগুলোকে ধরে আইনের আওতায় আনতে গেলে ভারতের বিদেশমন্ত্রক, অ্যান্টি টেররিস্ট যা মন্ত্রক আছে তাদের এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের সাহায্য লাগবে।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৯655385
  • পৃথিবীর বহু দেশেই সক পাপেটিং আইনতঃ দন্ডনীয়। এই সক পাপেটরা সেইসব দেশে বাস করে ফারাবীর নামে পোস্ট করলে তারা সেইসব দেশের আইনের আওতায় দন্ডনীয় হবে। তবে ঐ ওপরে যে যে মন্ত্রক বললাম তাদের সাহায্যে এগোতে হবে।
  • অভিনন্দন | 132.166.178.196 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১১655386
  • মোর পাওয়ার টু সাদিয়া! আপনাকে অনেক অভিনন্দন!

    একটু গুগল করে দেখলাম কী বস্তু এই ফারাবি। এ তো জালি কীট মাত্র। অসহায় মানুষদের নিজের এক্তিয়ারের মধ্যে পেলে কামড় বসায়। গুরুচন্ডালির মাস্কড আইপি'র স্ক্রীনশট বা প্রিন্ট আউট দিয়ে এর সুরাহা বা কেস ফাইলিং কোনও দেশেই হবে না। চাই এই নিজস্ব ফেসবুক প্রফাইলে করা এই জাতীয় কোনো পোস্ট, ব্যক্তি মানুষের নাম দিয়ে করা কুৎসা, অথবা ফুল হেডার সমেত কোনো ইমেইল।

    দ'এর সঙ্গে সম্পূর্ণ একমত, প্রক্সি আইপি হিউলেট প্যাকার্ডের এক্সটার্নাল আইপি রেঞ্জ দেখালেও সক পাপেটিং এর আওতাভুক্ত হয়ে কেস খেতে পারে। আর এগুলো এক্সিকিউট করতে হলে পুরোটাই ভার্চুয়ালি হবে না, ফিজিক্যাল প্রেসেন্স প্রয়োজন। ফান্ডামেন্টালিস্ট নীডস টু বি রিপোর্টেড। সাচ আ শেম!
  • pi | 24.139.221.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৬655387
  • আমার কাছে ওর নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে করা মেসেজের স্ক্রিনশটই আছে, রেপ থ্রেট দেওয়া। কিন্তু আমি সেটা নিয়ে কী করতে পারি বুঝছি না। স্থানীয় থানা তো আবার বাংলা বুঝবেনা। তবে ইংলিশেও কিছু লিখেছে।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:১৯655388
  • থানায় কোনও বাংলাভাষী আছে কিনা জান?

    আর কাছাকাছি কোনও মিলিটারি বেস আছে? সেখানে অ্যাপ্রোচ করা যায় কিনা সেটা আমি খোঁজ নিচ্ছি।
  • সে | 188.83.87.102 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:২১655389
  • স্থানীয় থানা বাংলা না বুঝলেও চলবে। থ্রেট ইজ থ্রেট। বেরামপুরে আছে। সেখানে বাঙালী আছে।
  • এভিডেন্স | 132.166.178.196 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩২655390
  • আমার বহুকাল ফেবু অ্যাকাউন্ট নেই, তবু যতটা মনে আছে লিখছি।
    @পাই, যদি ফেসবুকে উল্লিখিত ব্যক্তি কোনো মেসেজ (টেক্‌স্ট) করে থাকে, তাহলে তার একটা কপি আপনার রেজিস্টার্ড মেইলবক্সেও আসার কথা। সেটার হেডার ব্লকটা একটু দেখবেন, যদি কোনও লোক্যাল আইপি পান। কোনো সার্ভিস প্রভাইডারের আইপি হলে পুলিশ রিপোর্টের নীরিখে তাদের জিজ্ঞাসা করা যায় কোন্‌ হোস্ট নেম থেকে ওই পোস্ট হয়েছে, বেসিক্যালি আইএসপি'র সার্ভারে লগ অন ট্রিগার থাকে, যেটা বেশ কিছু প্যাকেট ইনফো ক্যাপচার করে। কথা বলে দেখতে পারেন।
  • pi | 24.139.221.129 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৩৮655391
  • কিন্তু আমার মেইলে তো ফেসবুকের মেসেজ আসেনা। বোধহয় অনেককাল আগেই সে অপশন বন্ধ করে দিয়েছিলাম।
  • 4z | 208.231.20.20 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪২655392
  • এলেও মনে হয় সেটা ফেসবুকের সার্ভার অ্যাড্রেস দেখাবে, লোকাল আইপি না।
  • টাইমস্ট্যাম্প আর আইপি | 132.166.178.196 | ১১ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৪৯655394
  • টাইমস্ট্যাম্প আর আইপি - দুটোই কাজে আসে। 4z, বেশ কয়েকটা প্যারামিটার থাকে। যেমন Received-SPF, Client-IP আর X-Received, এগুলোর কোনোটা (নট শ্যিওর কোন্‌টা) আইএসপি'র রেঞ্জ দেখায়।
    তবে পাই যদি অপশনটাই বন্ধ করে দিয়ে থেকে তাহলে এভাবে এগোনো যাবে না। আনটিল ফেসবুক কোয়েরীড উইথ আ লীগ্যাল কেস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন