এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুলিশ তুমি...

    pi
    অন্যান্য | ০৭ ডিসেম্বর ২০১৪ | ২২০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pi | 233.176.19.57 | ০৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৩২656501
  • আজ সকাল সকাল এই খবরটা পড়ে চমকে গেলাম ! এরকমও হয় তাহলে।

    In a stunning turn of events today in Thailand, riot police yielded to the peaceful protesters they were ordered to harass and block. They police removed barricades and their helmets as a sign of solidarity...
    http://politicalblindspot.com/police-in-thailand-lay-down-vests-and-barricades-in-solidarity-with-protestors/

    ফার্গুসন, এরিক গার্নার ... আমাদের দেশের নানা ঘটনা .. লিস্টি করলে হয়তো কূলকিনারা পাওয়া যাবেনা। তবু কিছু কিছু ঘটনা ডকুমেন্টেড থাক এখানে, থাক এই থাইল্যাণ্ডের মত উলটপুরাণকাহিনীও।

    আর তর্কও চলুক, পুলিশ মানেই শুধু রাষ্ট্রের দমনেরই হাতিয়ার কিনা, এই নিয়ে এর আগেও প্রচুর তক্কো হয়ে গেছে। চলুক।
  • jhiki | 121.95.121.24 | ০৭ ডিসেম্বর ২০১৪ ০৮:৫৪656512
  • থাইল্যান্ডের পুলিশ ইত্যাদি রাজার কথায় চলে, আর থাইল্যান্ডের রাজা যে শিনাওয়োত্রার বা গণতন্ত্রের চরম বিরোধী সেই কথাটাও এখানে নথিভুক্ত থাকা দরকার।
  • pcm | 212.54.102.201 | ০৭ ডিসেম্বর ২০১৪ ১২:১৬656523
  • ঝিকিকে ধন্যবাদ জানাতেই হচ্ছে । আমি এই খবর মোটেই এক্সপ্লোর করতামনা, অকারণে ভুল ধারণা তৈরি হত। আমি আবার নিউট্রাল স্টেটে চলে এলাম।
  • pi | 24.139.221.129 | ০৭ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৭656530
  • কী আশ্চর্য, এটা ওখানের রুটিন ব্যাপার কেন হতে যাবে ? লেখাই তো আছে, The move by police has surprised many, and marks a turning point in the protests and a potential shift in power.
    এটা ব্যতিক্রমী ঘটনা, সেজন্যই সবাইকে অবাক করেছে আর সেজন্যই দেওয়া।
  • Lama | 126.193.136.251 | ০৭ ডিসেম্বর ২০১৪ ২৩:১৮656531
  • আচ্ছা, এই ব্যতিক্রমী খবরটা কি জনগনকে যথেষ্ট আকৃষ্ট করছে না? কেমন যেন মনে হচ্ছে (ভুলও হতে পরে) গুরুর জনতা ঠিক মনযোগ দিচ্ছে না। আমার তো মনে হচ্চ্ছে একটা ল্যান্ডমার্ক। অনেকের ধ্যনধারণা আর জীবনদর্শন পালটে দেওয়ার মত। নিছক ব্যক্তিগত মত অবশ্য।
  • সিকি | ০৮ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৩656532
  • অপ্রাসঙ্গিক হলেও আমার শহীদ কাদরির কবিতর লাইন কিছু মনে পড়ছে - দেখো সেনাবাহিনী বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে।
  • কল্লোল | 111.63.73.255 | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৪:৩৫656533
  • ঐ পুলিশদের তাপ্পর কি হলো?
  • Ranjan Roy | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৪:৫০656534
  • ঝিকি

    IP Address : 121.95.121.24 (*) Date:07 Dec 2014 -- 08:54 AM

    থাইল্যান্ডের পুলিশ ইত্যাদি রাজার কথায় চলে, আর থাইল্যান্ডের রাজা যে শিনাওয়োত্রার বা গণতন্ত্রের চরম বিরোধী সেই কথাটাও এখানে নথিভুক্ত থাকা দরকার।
    -------------------
    আপনার বক্তব্য নিয়ে কোন সন্দেহ নেই। শুধু থাইল্যান্ডে কেন, সবদেশেই পুলিশ রাজা/একনায়ক/মন্ত্রীর কথায় চলে। বঙ্গের লোকজন দেখতেই পাচ্চেন।
    কিন্তু ওই একটা দিন পুলিশ রাজার কথায় চলেনি, রাজার কথায় ব্যারিকেড তোলেনি, তুলেছে জনতার সঙ্গে সলিডারিটি বোধে, সেটাই তো খবর! তাই তো খবর!

    আমার এর তুলনায় মনে আসছে বৃটিশ ভারতে তিরিশের দশকে গাড়োয়াল রেজিমেন্টের হাবিলদার চন্দ্র সিংয়ের ঘটনা। বৈশাখী পরবের সময় বৃটিশ কম্যান্ডারের আদেশ অমান্য করে সেই রেজিমেন্ট হাবিলদার চন্দ্র সিংয়ের ডাকে সাড়া দিয়ে দেশোয়ালী ভাইদের ওপর গুলি চালাতে অস্বীকার করে। এর ফলে চন্দ্র সিংয়ের আজীবন কারাবাস হয়। অন্য অনেকের সশ্রম কারাদন্ড।
    আফশোসের কথা, গান্ধীজি সেই সময় গোলটেবিল কনফারেন্সে অহিংস সত্যাগ্রহীদের মুক্তি চাইলেও এদের জন্যে কিছু করতে অস্বীকার করেন।
  • Arpan | 116.206.135.91 | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৫656535
  • রঞ্জনদা মনে হয় ঘেঁটে ঘ করেছেন।
  • pi | 24.139.221.129 | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৮:২৩656502
  • জানিনা কল্লোলদা, ওটা নিয়ে আর কোন খবরও কোথাও দেখিনি। হয়তো চেপে দিয়েছে কি অন্য কোন গল্প আছে।
  • jhiki | 121.95.121.24 | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৯:০৮656503
  • রঞ্জনদা আরেকবার আমার পোস্টটা পড়ুন।

    পঃবঃ-এর সূত্রে বোধহয় সারা পৃথিবী চলে না।

    আর 'রুটিন ব্যাপার' ইত্যাদি আমার পোস্টের উদ্দেশ্যে আশা করি বলা হয়নি, হলেও আমার নির্বুদ্ধিতার কারণে তার মর্মোদ্ধারে ব্যর্থ হয়ে কাটিয়ে দিলাম।

    যাইহোক, মুল খবরটা নিয়ে আমার কোন বক্তব্যই নেই, খালি আমার দেওয়া তথ্যটা মাথায় রেখে খবরটা পড়ার পরামর্শ দিয়েছিলাম ঃ)
  • Ranjan Roy | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৯:১৪656504
  • ঝিকি ও অর্পণ,
    সরি! সত্যিই বুঝতে ভুল করেছি মনে হচ্চে।ঃ(((
  • 4z | 209.7.157.67 | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৯:৪৮656505
  • ছড়িয়ে ছত্তিরিশ :-))))
  • a x | 138.249.1.206 | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৯:৫৪656506
  • এটা কিঞ্চিৎ ঘাঁটা কেস। এত সহজ না। পুলিশের এই আচরণ ঠিক সলিডারিটি দেখানোর জন্য ঘটেনি। থাইল্যান্ডের রাজা ভুমিবোলের ৮৬তম জন্মদিন পালন উপলক্ষে এটি হয়। ট্র্যাডিশনালি এইদিনটি নাকি শান্তি ও সদ্ভাবের স্মারক হিসেবে পালন করা হয়। থাইল্যান্ডের রাজার অসম্ভব ক্ষমতা ওখানে। মনার্কিকে এত পাত্তা আর কোনো দেশ দেয় কিনা জানিনা।

    জন্মদিন মিটে গেলে পুলিশ আর অবাক করবেনা।
  • a x | 138.249.1.198 | ০৮ ডিসেম্বর ২০১৪ ১৯:৫৬656507
  • মনে পড়ে গেল, একবার রাণীর জন্মদিনে আমি থাই-এয়ারে উড়ছিলাম। ওরে বাবা কত যে গিফট দিয়েছিল সবাইকে!
  • pi | 24.139.221.129 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:০১656508
  • কিছু প্রশ্ন ছিল। থাইল্যাণ্ডের পরিস্থিতি কি খুব সাদা কালো ? মানে যাদের বিরুদ্ধে এই প্রতিবাদ, ঐ থাকসিন পরিবার, তাঁরা ও তো কিছু কম অগণতান্ত্রিক নয় বলে পড়েছি। এবং খুবই দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ।

    আর এই 'রায়ট পুলিশ' কাদের কথায় ওঠে বসে ? রিপোর্ট অনুযায়ী, riot police yielded to the peaceful protesters they were ordered to harass and block. এই পুলিশ রাজার অনুগত হলে এবং বিরোধীরাও তাই হলে এদের উপর হ্যারাস আর ব্লক করার অর্ডার ছিল কেন ? নাকি এই অর্ডারের খবরটা ভুল দেওয়া হয়েছে ?
  • pi | 24.139.221.129 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:০৮656510

  • সি এন এন এই রিপোর্টারের বক্তব্য অনুযায়ীও পুলিশ বলেছে, প্রতিবাদীদের সাথে তাদের কোন বিরোধিতা নেই। সেটা টোকেন বক্তব্য ছিল কিনা জানা নেই।

    এনিওয়ে , এটা এক বছর আগের খবর। এর পরে কী হয়েছে, কেউ বিস্তারিত লিখলে ভালো হয়।
  • 4z | 209.7.157.67 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:০৮656509
  • ক্যালানোর অর্ডার রাজা দেয়নি। এর সাথে ঝিকিদির ইন্ফো।
  • pi | 24.139.221.129 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:১৮656513
  • রাজার কথায় ওঠে বসে এটা হলে তো প্রধানমন্ত্রীর হুকুমে কখনোই চলার কথা নয়। সেটাই প্রশ্ন ছিল। কার হুকুমে এমনিতে চলে ?

    প্রতিবাদীদের উপর পুলিশ হামলা করেছে, এমনও তো ওখানে ঘটেছে।
    At least four people have been killed and dozens injured in violence that erupted as Thai police began clearing protest sites in the capital, Bangkok.
    এই পুলিশ কি আলাদা পুলিশ ?
  • 4z | 209.7.157.67 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:১৮656511
  • ধুর বাবা, বললাম তো বিরোধীদের হ্যারাস রাজা করতে বলেনি!
  • pi | 24.139.221.129 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:১৯656514
  • 4z, আমি বোধহয় একবারও বলিনি, বিরোধীদের রাজা হ্যারাস করতে বলেছে। তুমি বোধহয় আমার প্রশ্নটা বোঝোনি।
  • 4z | 209.7.157.67 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:২৪656515
  • এমনিতে সরকারের কথায় চলে। কিন্তু আল্টিমেট আনুগত্য রাজার প্রতি। যতক্ষণ রাজা নিরপেক্ষ থাকছে ততক্ষন দেশের সরকার যা বলবে পুলিশ তাই করবে। কিন্তু যে মুহুর্তে রাজা ইনভল্ভড, আনুগত্যের ইকোয়েশন বদলে যায়। আর এই মুহুর্তে রাজা বর্তমান সরকারের তীব্র বিরোধী।
  • 4z | 209.7.157.67 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:২৬656517
  • তোমার প্রশ্নটা বুঝেছি। শর্টে উত্তর দেওয়ার চেষ্টা করতে গিয়ে পয়েন্টটা বোঝাতে পারিনি। লাস্ট উত্তরটা দেখ।
  • pi | 24.139.221.129 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:২৬656516
  • পুলিশের হামলায় প্রতিবাদীদের মৃত্যুর ঘটনাটা দেখো। তখনও কিন্তু রাজা ইনভলভডই। এটা ঐ ঘটনাটার আরো কিছুদিন পরের ঘটনা।
  • 4z | 209.7.157.67 | ০৮ ডিসেম্বর ২০১৪ ২০:৩২656518
  • কিছুটা গ্রে এরিয়া আছে এখানে। মাঝে রাজার স্বাস্থ্য নিয়ে গুজব রটেছিল। এখন তার সঙ্গেও অনেক কিছু রিলেটেড।
  • PM | 132.52.254.231 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১০:৩৮656519
  • এই খবরটা অর্থহীন। গত বছর ঐ সময় আমি ব্যন্ককে ছিলাম। রন্জনদার যেভাবে দেখছেন ব্যাপারটা মোটেই অত সিম্পল নয়।

    ১। পাকিস্তানে যেমন আর্মি চিফ আসল ক্ষমতা ধরে রাখে, থাইল্যন্ড-এ সেরকম রাজা।
    ২। থাকসিন হলো থাইল্যন্ডের আম্বানী। যতদিন রাজাকে চ্যলেন্জ করে নি ততদিন কোনো সমস্যা ছিলো না। রাজার প্রিয়পত্র ছিলো। কিন্তু কালে কালে এতো শক্তিশালী হয়ে যায় যে রাজা ত্রেটেন্ড ফিল করে। সাথে পলিটিক্যাল অ্যাম্বিসন ও বারে সেই ভাবে।

    ৩। থাইল্যন্ডের রাজনীতিকে থাকসিন ব্যন্ককের এলিট বনম বাকি থাইল্যন্ডের নিম্নবিত্ত আর উচ্চ বিত্তদের লড়াইএর রুপ দেয় রাজাকে কোনঠাসা করতে। বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে থাকসিন

    ৪। থাকসিনকে সরাতে রাজা সেনা দিয়ে ক্যু করায় ২০০৬/৭ তে। সেদিন-ও আমি ব্যন্ককে। থকসিনের নামে দূর্নীতির অভিযোগে হুলিয়া বেরোয়। সে সেচ্ছা নির্বাসনে যায়।

    ৫। পরের ভোটে অভিসিত জয়ী হয় যে থকসিনের বিরোধী, রাজার পক্ষে। সেই ভোটে রিগিং এর অভিযোগ ওঠে। ব্যন্ককের বাইরের মেজরিটি ভোটার থাকসিনকে মসিহা ভাবতেই থাকে। তারা এসে ব্যন্কককে অচল করে দেয়। অভিসিত পদত্যাগ করে।

    ৬। পরের ভোটে থাকসিনের বোন ইউঙ্গলাক ৭০% ভোট পেয়ে জেতে। তার ইকোনোমিক পলিসি হয় গ্রাম কেন্দ্রিক, কৃষক কেন্দ্রিক যা ব্যন্ককের অভিজাতদের সরকার বিরোধী করে তোলে। আগুনে গৃতাহুতি দেয় ইউন্গ্লাকের সার্বিক ক্ষমাপ্রদর্শনের বিল যা আসলে থাকসিনকে দেশে ফেরানোর চাল।

    ৬। রাজা বিরোধী নেতা সুতেপকে এগিয়ে দেয় সরকার বিরোধীতা করার জন্য। যদিও সুতেপের নামেও প্রচুর দুর্নীতির অভিযোগ আছে। যেহেতু ব্যন্ককের বেশীভাগ লোক রাজার পক্ষে আর থাকসিন বিরোধী। তাই লোক জোটাতে অসুবিধা হয় নি। ওপোরের এই খবরটা সেই সরকার বিরোধী বিক্ষোভের, যেখানে বিক্ষোবকারীদের দাবী ৭০% ভোট পেয়ে জেতা সরকারকে পদত্যগ করতে হবে। পুলিশ ডান্ডা নামিয়ে রেখে সেই দাবীকে সমর্থন করেছে।

    এখানে ভোটেজেতা সরাকার অ্যান্টি এস্টাব্লিশমেন্ট, বিক্ষোভকারীরা প্রো-এস্টাব্লিশমেন্ট। পুলিশ এখানে মোটেই অ্যান্টি এস্টাব্লিশমেন্ট ভুমিকা নেয় নি

    ওপোরের ঘটার কিছু পরে মিলিটারী রাজার আশীর্বাদ সহ দেশে রক্তপাত-হীন ক্যু করে ক্ষমতা দখল করে। আজও গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় নি
  • lcm | 118.91.116.131 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫৪656520
  • থাইল্যান্ড-এর এই কনফিউশন বহুদিনের। ১৯৭৩-এর বিখ্যাত স্টুডেন্ট প্রটেস্টের পর রাজা ভূমিবল বুদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের ডিন-কে অস্থায়ী প্রধানমন্ত্রী করে ছাত্র আন্দোলন ঠেকা দিয়েছিলেন।

    আজও, থাইল্যান্ডে মোনার্কি আর ডেমোক্রেসি আলাদা করতে পারে নি।
  • pi | 24.139.221.129 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১০:৫৯656521
  • PM , এর দু মাস পরেই পুলিশ দেখলাম এই প্রতিবাদকারী দের উপর হামলা করে খুনও করেছে। সেটার কী ব্যাখ্যা ? পুলিশি হামলা বেশ কয়েকবার হয়েছে দেখলাম।
  • PM | 131.97.75.52 | ০৯ ডিসেম্বর ২০১৪ ১৬:১৬656522
  • পাই, কি পরিস্থিতিতে পুলিশ গুলি চলেছিলো ভাবুন-

    Protesters fired guns and threw a grenade at police, injuring 33 officers seeking to clear demonstrators from an area in the historic district of the capital, said Songpol Watanachai, deputy chief of the Metropolitan Police. National Security Council head Paradon Pattanatabut said one officer was fatally shot in yesterday’s clash near Government House.

    এই ঘটনাকে সামনে রেখেই আর্মি সরকারকে অপসারন করে ক্ষমতা দখল করে। আমি একটুও অবাক হবো না যদি ওপোরের গুলি চালনার ঘটনা রাজা/আর্মির স্ক্রিপ্ট অনুযায়ি হয়।

    আজও ওখানে ভোট হয় নি। প্রায় প্রতি মাসে একবার ব্যঙ্ককে যাই। এবার ম্যনিলা আসার পথে আমি পর্শু ১ দিন ব্যঙ্ককে ছিলাম । ভোট হলে আবার থাকসিন জিতবে এটা মোটামুটি নিশ্চিত।
  • Pi | 192.66.51.1 | ১০ ডিসেম্বর ২০১৪ ০৯:৩৭656524
  • না ক্লিয়ার হয়নি। প্রশ্ন আছে। এখন পারবোনা পরে লিখবো।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন