এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিজেকে জাহির করার আকাঙ্ক্ষায় টই হাইজ্যাক (বুঝে বা না-বুঝে)

    তাপস
    অন্যান্য | ২৮ জানুয়ারি ২০১৫ | ১৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • তাপস | 233.29.204.178 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৩:০১657267
  • এরম কি ঘটছে? ঘটলে কেন ঘটছে? না-ঘটলে কাটায়ে দ্যান
  • sosen | 24.139.199.11 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৩:৫৮657278
  • ঃ)
  • :) | 118.171.159.41 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:১৭657289
  • শুধু হাইজ্যাক ! একই কারণে কত নতুন টই ও তো খোলা হয় !!
  • d | 24.96.86.159 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:৩৫657300
  • এরকম মনে হওয়ার কারণটা কি একটু বিস্তারিত লেখা যাবে তাপসবাবু?

    আপাতত এই টইটা অফেনসিভ এবং কিঞ্চিৎ বিরক্তিকর লাগল।
  • তাপস | 233.29.204.178 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:৪২657311
  • এমনি মনে হয়নি । তবে ভুল মনে হতে পারে। ব্যাখ্যাটা বেশি অফেন্সিভ লাগবে হয়ত। আপনার এবং অনেকের (সম্ভাব্য) বিরক্তিকে সম্মান জানাই । কিছু জিনিস আমারও অফেন্সিভই লাগে। তবে মুখের উপর বলে উঠতে পারি না, ধক কম বলে, বা কনফিডেন্স। অপরের মুখ ম্লান করে দেওয়ার নানা প্রয়াস দেখি। সেই প্রয়াসগুলোকে দেখতে দেখতেই একটু প্রতিক্রিয়া হল । ওই দেখুন, অনেকটা ব্যাখ্যা দিয়ে ফেলেছি, কিম্বা আত্মপক্ষ সমর্থন ।
  • d | 24.96.86.159 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:৪৮657322
  • ১) রেফারেন্স পয়েন্ট ছাড়া এই বক্তব্যকে কোরিলেট করতে পারছি না তো।

    ২) হ্যাঁ সেরকমটা যে কোনও নেট ফোরামেই হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে সেই টই বা সেই ব্লগেই নিজের বক্তব্য স্পষ্ট করে জানানোটা বেশী ভাল বলে মনে হয় আমার কাছে। আর আপনি তো অনেকক্ষেত্রে তেমন বলেনও দেখেছি।
    তো?
  • তাপস | 233.29.204.178 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:৫৪657323
  • প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখানো নিজের কাছেই একটু কেমন যেন লাগে ! তাই একটা সাধারণ টই ।
    আর রেফারেন্স পয়েন্ট বিষয়ে বললাম তো, ব্যখ্যা দিলে বেশি অফেন্সিভ লাগতে পারে। তাই দিলাম না।
  • সে | 188.83.87.102 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:৫৬657324
  • হ্যাঁ, এরকম হয়। হয়ত না বুঝেই। অন্য কোনো ফোরাম সেভাবে চিনি না, কিন্তু এখানে হয়। অন্য কোনো ফোরামে যদি হয়ও, তার মানেই এই নয় যে সেটা জাস্টিফায়েড। তাপসবাবুর পয়েন্টটা সমর্থন করলাম। রেফারেন্স আছে। যেমন "হেঁশেল থেকে কিচেন – বাঙ্গালির দিন বদলের পালা " এই মুহূর্তে মনে পড়ছে।
  • sosen | 24.139.199.11 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৫:০৮657325
  • রেফারেন্স আছেই। অ্যাট লার্জ।
  • :) | 118.171.159.41 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৫:৪৩657268
  • এক সংগঠক তো ডোডো তাতাই এর টই টাতে নির্লজ্জ ভাবে নিজের ব্লগের প্রচার চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন।

    তাছাড়াও তিনি সুযোগ পেলেই ডিজিটাইজেশন, সোভিয়েত বই এসব গুঁজে দেন যত্র তত্র, যে কোনো ছুতো নাতায়।

    এসব তো খালি চোখেই দেখা যায়। কোনো সংঘবদ্ধ প্রতিবাদ নেই। নিশ্চয়ই কোর কমিটির কালো হাত টাত আছে।
  • lcm | 118.91.116.131 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৫:৪৯657269
  • নিজেকে জাহির করা ওসব আজকাল চলে না, জাহির(আব্বাস) নামে যে একটা স্টার প্লেয়ার ছিল তাই কেউ জানে না। আজকাল নিজেকে বিরাট (কোহলি)...
  • sosen | 24.139.199.11 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৬:০০657270
  • তার জন্য সংঘবদ্ধ প্রতিবাদের দরকার কি, বইমেলায় পকেট ভেঙ্গে ফিশফ্রাই খেয়ে নেওয়া হবে এবম্বিধ ডিসিশন তো কবেই কোর কমিটি নিয়ে রেখেছে। এবার আর পালক দেওয়া চাউ চাউ খাবো না মোটেই
  • san | 11.39.32.140 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৬:০৬657271
  • টই নিয়ে কোনো বক্তব্য নেই , তবে সংগঠকের প্রয়াস খুবই প্রশংসনীয় বলে মনে করি। আরো নির্লজ্জ ভাবে আরো প্রচার চালান , তবু লোকে একটু জানতে পারুক ! খুশিই হব।
  • !! | 59.207.231.231 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৬:৩৫657272
  • হ্যাঁ হ্যাঁ ঐ ওমনাথ তো। ও আরও প্রচার চালাক ওদের ঐ সোভিয়েতে বইগুলো নিয়ে। সে কোর, নন-কোর যাই হোক।
    ভাল জিনিষ বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছলে ভালই তো
  • Abhyu | 85.137.7.105 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৮:৩৫657273
  • হ্যাঁ এও তো হরবখতই হচ্ছে, ভাটে টইতে সর্বত্র। সিনেমা নিয়ে মুখ খুলতে না খুলতে অক্ষদা একটা কড়া নাম দিয়ে দিলেন, হচ্ছিল সিনেমার কথা, অভ্যুবাবু একটা বিটকেল গান গিয়ে বললেন এটা তো ভালো লাগতেই হবে, কল্লোলবাবু এসে বললেন রদিদাকে তখনই বলেছিলাম রাজুর গায়কী অসাধারণ, নেহাত পাঞ্জাবী বিয়ে করে নিল, ডিডিদা বললেন পাঞ্জাবীদের মদের থেকে সাইবেরিয়ার ওয়াইন কতো ভালো, ওমনি কে একজন তিনটে রাশিয়ান বই কতো যত্ন করে স্ক্যান করেছেন যাতে পোকা না লাগে, সঙ্গে সঙ্গে দমুদির কমোড দিয়ে আরশোলা মারা, পাইয়ের গানের লিং - এতো হামেশাই হচ্ছে। তার জন্যে আলাদা টই খুলতে হবে?
  • Abhyu | 85.137.7.105 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৮:৩৭657274
  • *রবিদাকে
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:০৪657275
  • আমার ডান পায়ের চটিটা ছিঁড়ে গেল একটু আগে।
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:০৫657276
  • আমি ডান পায়ে অ্যালুমিনিয়াম ফয়েলের দুটো পরত জড়িয়ে নিয়েছি।
  • Kaju | 131.242.160.210 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:০৭657277
  • খড়ম কিনে নাও, ভালো জিনিস।
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:১২657279
  • খড়মের আঙুল আটকানোর ডাঁটিটা ভেঙে গেলে?
  • Arpan | 125.118.68.217 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:১৩657280
  • ব্যাং কি ইচ্ছে করে চটি ছিঁড়ে অ্যালুমিনিয়াম ফয়েলকে অপদস্থ করলেন?
  • Abhyu | 85.137.7.105 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:১৪657281
  • না উনি অ্যালুমিনিয়াম ফয়েলকে পদস্থ করেছেন নিজেকে জাহির করার আকাঙ্ক্ষায়।
  • Kaju | 131.242.160.210 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:১৫657282
  • তবু চটির চে' পোক্ত, খুব অত্যাচার না করলে ভালোই চলবে, কাঠের তো।
  • Kaju | 131.242.160.210 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:১৮657284
  • এই টইয়ে আমরা কীভাবে হাইজ্যাক করতে হয় তার হাতে গরম দৃষ্টান্ত রাখার চেষ্টা করব। থুড়ি হাতে গরম না, পায়ে গরম, কেননা উপকরণ হল চটি।
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:১৮657283
  • এমনটাও তো ভাবতে পারতেন যে টই হাইজ্যাক করার আকাঙ্খায় আমি চটিকে অপদস্থ করলাম।
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:১৯657285
  • কিন্তু আমি আপনাদের আজ অব্দি অ্যালুমিনিয়াম ফয়েলের উপযোগিতা শিখিয়ে উঠতে পারলাম না। ঃ(
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:২৩657286
  • এই দেখুন প্রায় দুবছর ধরে আপনাদের শেখানোর চেষ্টা করছি।

    Date:25 Feb 2013 -- 09:07 AM

    ব্যাংদি একদিন বাজার থেকে সবকিছু কেনাকাটার পরে অ্যালুমিনিয়াম ফয়েল কিনতে ভুলে গেছিল। (ব্যাংদির যখন থালা মাজতে ইচ্ছে করে না, তখন ব্যাংদি অ্যালুমিনিয়ম ফয়েল খানিকটা ছিঁড়ে তার উপরে খাবার ঢেলে খায় কিনা) তাই বাড়ির আরেক বাসিন্দাকে বলেছিল "বাড়ি ফেরার সময়ে পাড়ার গেটের দোকানটার থেকে আয়লুমিনিয়াম ফয়েল আনতে হবে"। এইটুকু বলে দেওয়াই যথেষ্ট মনে করে ব্যাংদি আর কিছু খোঁজও নেয় নি, কী এল না এল তা দেখেও নি। আজ সকালে যখন অ্যালুমিনিয়াম ফয়েলের দরকার পড়ল, দেখা গেল যেটা আনা হয়েছে, সেই জিনিসটার সাইজ কচি বাচ্চাদের পাশবালিশের মতন, বাক্সের গায়ে লেখা আছে ৭২মিটার। ব্যাংদি এর আগে জীবনে কখনো এই সাইজের অ্যালুমিনিয়াম ফয়েল দেখে নি। তাই কথা বলতে ভুলে গেছিল। ব্যাংদি তো কথা বলছিল না, সেই সুযোগে হিসেবটিসেব কষে দেখল, ফয়েলের রোলটার যা সাইজ তা দিয়ে একটা আসত প্রাপ্তবয়স্ক মানুষকে মুড়ে ফেলা যাবে ডবলমোড়া করে। এইটে আবিষ্কার করে ফেলার পরে ব্যাংদি নিঃসন্দেহ হল এটা ভেবে যে কুঁড়ে মানুষরা তো আর খুন করে লাশের চারপাশে গাঁথনির দেওয়াল গড়ার মতন এন্থু পায় না, তাই বিনা পরিশ্রমে যারা কাজ শর্টকাট করতে চায় তারা নিশ্চয়ই ফয়েল দিয়ে মুড়ে রাখে লাশ। তখন ব্যাংদি গিয়ে ঘুম ভাঙিয়ে ভেরিফাই করল, ব্যাংদির লাশ মোড়ার জন্যই ওটা আনা হয়েছে কিনা। জড়ানোগলায় উত্তর এল "হুঁ"।
    এককের বাড়িতে ঐ ফয়েলমোড়া লাশ পৌঁছে দেওয়ার ব্যব্স্থা যেন তোরা করিস। ফয়েল খুলে একক কতরকমের ম্যাগট, ব্যাংয়ের ছাতা ইত্যাদি পাবে!
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:২৪657287
  • ফয়েলের আরো একধরণের ব্যবহার।

    Date:01 Mar 2013 -- 04:09 PM

    আমি আজ মাইক্রো-ওয়েভে জল দিয়ে ডিমের পোচ বানানো শিখলাম। শিখে অব্দি সুখের সীমানা নাই। রেসিপি হো তো অ্যায়সা।

    ১) একটা প্লাস্টিকের বা কাঁচের কাপ নিন। মাইক্রো-ওয়েভ সইতে পারে এমন প্লাস্টিক বা কাঁচ।
    ২) কাপটা ভালো করে পরিষ্কার করে নিন।
    ৩) কল খুলে হাফ কাপ জল ভরুন।
    ৪) একটা পরিষ্কার আস্ত ধবধবে কাঁচা ডিমের খোসা অল্প একটু ফুটো করে ভিতরের পদার্থটা ঐ আধ কাপ জলের এর মধ্যে দিয়ে দিন।
    ৫) মাইক্রোতে কাপটা ঢুকিয়ে দুই মিনিট হাইতে রান্না হতে দিয়ে দিন।
    ৬) দুই-আড়াইমিনিট বাদে মাইক্রো কেঁদে উঠলে কাপটা বার করে নিন।
    ৭) বুড়ো আঙুল আর তর্জনীর ডগায় দুই টুকরো করে অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে ঐ দুটো আঙুল দিয়ে ভাসমান ডিমের পোচটা বার করে আনুন কাপ থেকে। (আপনি যদি অলসপ্রকৃতির মানুষ হন এবং আঙুল নাড়াতে ইচ্ছে না করলে একটা চামচে করেও ভাসমান ডিমের পোচটা বার করে আনুন কাপ থেকে )। পোচটা বের করে এনে আরেকটা অ্যালুমিনিয়াম ফয়েলের বড় টুকরোর উপরে ফেলুন পোচটাকে।
    ৮) পোচের উপর নুন-গোলমরিচ ছড়িয়ে ঠান্ডা হতে দিয়ে, কাপটা ভীম লিকুইড দিয়ে মেজে ফেলুন। (অলস প্রকৃতির মানুষদের অবশ্য একটা চামচও মাজতে হবে কাপের সাথে)
    ৯) কাপটা মাজা হয়ে গেলে স্কচব্রাইটটাকেও ভীমলিকুইড দিয়ে পরিষ্কার ধুয়ে ফেলুন।
    ১০) অ্যালুমিনিয়াম ফয়েলের উপর রাখা পোচটা এখন স্টেবল এবং স্টেডি হয়ে গেছে। খেয়ে ফেলুন।

    রেসিপি হওয়া উচিত এমন যে রাঁধতে গেলে একটার বেশি স্টেপ হবে না, রান্না এবং খাওয়া হয়ে গেলে বাসন মাজার সময়ে একটার বেশি বাসন হবে না।

    পুনশ্চঃ যারা আমার মত বুদ্ধিমান মানুষ তারা অবিশ্যি ৭) নংটাকে একটু ইম্প্রোভাইজ করতে পারেন। কাপটা অল্প একটু হেলিয়ে (ষাটডিগ্রিমতন) কাপের ভিতরের জলটাকে ধীরে ধীরে সিঙ্কে ফেলে দিতে পারেন। ফয়েল ছেঁড়া বা চামচ মাজার কষ্টটাও বেঁচে গেল।
  • jhiki | 149.194.228.52 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:৩৮657288
  • এই টই টা এখন হাইজ্যাকারদের নয়, পোচারদের খপ্পরে পড়েছে ...
  • byaang | 132.167.87.185 | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:৪৬657290
  • ফয়েল পরে হাঁটতে কিন্তু একটুও অসুবিধে হচ্ছে না। হায়, এই বুদ্ধি আগে কেন মাথায় আসে নি। গন্তব্যে পৌঁছে হাতে দুই পরত ফয়েল পরে নিয়ে পায়ের ফয়েল র‌্যাপ খুলে নিয়ে ফেলে দিলেই হল। হাতে আর পায়ে কোথাও পথের ধুলো লাগল না।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন