এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ২০১৬ সালে রুটি পাল্টানো পরিবর্তনকামীরা কাকে চান? বিজেপি না সিপিএম?


    অন্যান্য | ১৬ জানুয়ারি ২০১৫ | ১৪৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.118.218.236 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৮:৫২658166
  • আপ এইবারই ধুয়েমুছে সাফ হয়ে যাবে।
  • robu | 122.79.36.166 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:০৩658167
  • আমারো তাই মনে হয়, কিন্তু এসি নিয়েলসন- আবাপ অন্য কথা বলছে।
  • কল্লোল | 111.63.205.102 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:১১658168
  • ঋদ্ধি। প্রভাবটা অন্য জায়গায়। কিতু তার আগে তোমার সন্দেহ নিরসনে - "দুদল সংখ্যালগু উগ্র দলীয় সমর্থকদের মধ্যে উইনার ডিসাইড হচ্ছে। এটা কাম্য?"
    শেষবারের ভোটে বা এর আগের ভোটে তো নোটা ছিলো না। তাতে "সাধারণ" মানুষের ভোটে যারা এসেছিলেন/এসেছেন তাদের নেতাই/ছোট আঙ্গারিয়া/নন্দীগ্রাম/সারদা/আলিপুর থানা/যাদবপুর ঘটাতে কোন অসুবিধা হয়েছে/হচ্ছে কি?

    প্রভাবটা হলো এটা দলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো, যে এতোগুলো বা এই কটা মানুষ তোমাদের কাউকেই চাইছে না। আজ নোটায় সংখ্যা কম, কাল বড়তেই পারে। সবচেয়ে বড় কথা এই তথ্যটা অস্বীকার করা যাবে না।

    ডবলাশ্চর্য।
    ক্ষী অবস্তা। একজন লোক(খুব বদমাইশ) একটা বাংলা নেট্জাইনে নোটায় ভোট দিতে বল্লে দলে দলে মানুষ যারা নাকি বাম বা তৃণকে ভোট দিতো তারা দলে দলে নোটায় দেবে। শুধু যারা বিজেপির ভোটার তারাই বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। এমন হলে বাম ও তৃণদের গোষ্পদে আতমহতিয়া করা উচিৎ।
  • SC | 34.3.17.255 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:১৩658169
  • সে হতেই পারে, রাজনীতি বড় কঠিন জায়গা। আর যেভাবে বিজেপি দিল্লিতে নেতা কিনতে আরম্ভ করেছে, এই মুকুলের মত বাজার সরকার হয়ে, তাতে আবার একটা বিরাট জয় পেলে অবাক হব না।
    তবে কিনা এটাই শেষ নির্বাচন নয় পৃথিবীর। পিকচার অভি বাকি হায়.।মোদী সরকারকেও একদিন এভাবেই হারতে হবে। কং যেভাবে নিশ্চিন্হ হয়েছিল, মোদীও এভাবেই যাবে।
    তবে মনে রাখবেন, আগেরবার মোদী ঝড়েও আপ কিন্তু দিল্লিতে সবকটা আসনে দ্বিতীয় হয়েছিল, এবং পাঞ্জাবেও প্রথম নির্বাচনেও নিজেদের দ্বিতীয় শক্তি হিসেবে তুলে আনতে পেরেছিল। তাই আপ একেবারেই ভেসে যাবে না।

    আর কেজ্রিবল কে আমি চাই বলেছি। উনি প:ব: তে মুখ্যমন্ত্রী হতে আসছেন বলিনি তো। আমার চাইতে তো বাধা নেই! কি মুশকিল!
    বাস্তব পরিস্থিতি বললাম তো, তিন-সিপিএম জোট।
  • PT | 213.110.243.23 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:২৬658170
  • "তাতে "সাধারণ" মানুষের ভোটে যারা এসেছিলেন/এসেছেন তাদের নেতাই/ছোট আঙ্গারিয়া/নন্দীগ্রাম/সারদা/আলিপুর থানা/যাদবপুর ঘটাতে কোন অসুবিধা হয়েছে/হচ্ছে কি?"

    রাজনৈতিক আলোচনাকে ঘেঁটে দেওয়ার এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? বিজেপি ঠিক এই ধরণের অতিসরলীকৃত/বিকৃত যুক্তিটিই ব্যবহার করে ভোট চাইবে ২০১৬-তে!!
  • !! | 59.207.233.204 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:২৯658171
  • adhuli আপনি ভুল ব্যাখা করেছেন। নৈরাজ্যবাদীদের জন্য সাধারণ মানুষ আরও বিমুখ হয়ে বিজেপিকে ভোট দেবে বলতে চেয়েছি, কারণ তারা অত বোঝেন না, খেতে পরতে পারলেই হোল।
  • dd | 132.172.27.206 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:৩২658172
  • বিজেপি এমেলে কিনেছিলো কর্ণাটকে। উঃ।

    খোলামখোল্লা নাম ও দিয়েছিলো "অপারেশন কমল"। ফিনান্সিয়ার ছিলো বেলেরীর তিন এমেলে। রেড্ডী ব্রাদার্স। অসম্ভব ডাকাইত। বেআইনী মাইনিং করে হাজার কোটি টাকা কামিয়েছিলেন।সেটা মোস্টলি খচ্চা কত্তেন অন্য দলের এমেলে কিনতে। বোধ্হয় ডজন খানেক কিনে ছিলেন।

    তবে পুণ্যও কত্তেন। তিরুপতিতে বালাজীকে হীরের মুকুট দিয়েছিলেন - সেটি এতবৎ কালের সমস্তো হুন্ডীএর মধ্যে সব থেকে দামী। তব্বে?
  • dc | 213.187.246.119 | ১৭ জানুয়ারি ২০১৫ ০৯:৪৯658173
  • ২০১৬তে পবতে ভোট দিতে পারলে নোটায় দিতাম। ইস যদি কেজরিওয়াল পবতে এসে সংগঠান করতো! চোখ বুঝে ব্যাটাকে ভোট দিতাম।
  • pi | 192.66.11.155 | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:০০658174
  • আমি ভাবছি SC কেই ক দিয়ে দি। কেজরি , বিজেপি বিরোধী জোট দুটোতেই।
  • কল্লোল | 125.242.178.45 | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:০১658176
  • পিটি উবাচ। "রাজনৈতিক আলোচনাকে ঘেঁটে দেওয়ার এর চাইতে বড় উদাহরণ আর কি হতে পারে? বিজেপি ঠিক এই ধরণের অতিসরলীকৃত/বিকৃত যুক্তিটিই ব্যবহার করে ভোট চাইবে ২০১৬-তে!!"

    প্রথমতঃ কি ভাবে ঘাঁটা হলো সেটা এট্টু বুঝিয়ে বল্লে কেতাত্থ হই।
    আর বিজেপি তো ভোট পাবার জন্য কত কিইই বলবে, আচ্ছে দিন, সারদা হঠাও, বাম ভাগাও। তার সাথে নোটার সম্পক্কো কি? নোটা তো বিজেপিরও বিরুদ্ধে।
    নিজেদের(তৃণ+বাম) কোমরের জোরে বিজেপি ঠেকাতে পাচ্ছো না, সেটা স্বীকার কত্তে এত্তো নজ্জা!!
    চাট্টি নৈরাজ্যবাদীদের পিঠের পিছনে নিজেদের(তৃণ+বাম) অপদার্থতা লুকানোর চেষ্টা বড়ই করুণাউদ্রেককারী।

    ডবলাশ্চর্য। নৈরাজ্যবাদীদের জন্য মানুষ বাম বা তৃণমুলের উপর বিমুখ হবে কোংকোয়ে? নৈরাজ্যবাদীরা খুবই ছ্যাঁচড়া গোছের। নিজেরাও কিছু করে না, অন্যদেরও করতে দেয় না। বিরুপ হলে তো তাদের উপরেই হওয়া উচিৎ, তাই না? তৃণ+বামেদের উপর কেন হবে?
    করুনা করুনা।
  • s | 117.131.42.250 | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:২২658177
  • লরেনপার্টি। রাজ্যে, কেন্দ্রে একই সরকার থাক (৪০ বছর পরে?)। দেখাই যাক কি লাড্ডু আছে স্টকে।
    নো বাম।
  • aranya | 83.197.98.233 | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:২৮658178
  • কোন প্রার্থী-কেই পছন্দ না হলে লোকে নোটা-য় ভোট দেবে, তাই তো? মেকস সেন্স
  • SC | 34.3.17.255 | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:৪৭658179
  • পি টি র এই সব কোথায় একবার করে 'এইটা বলেই কিন্তু বিজেপি কে এনে দেওয়া হচ্ছে' টা অনেকটা 'ঠাকুরঘরে কে, আমি তো কলা খাইনি' টাইপের হয়ে যাচ্ছে।
  • PT | 213.110.243.23 | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:০০658180
  • ঠিক "এনে দেওয়া হচ্ছে" নয়, মুখে কথা জুগিয়ে দেওয়া হচ্ছে। যেমন কিনা এক সময়ে মোদী-শাসিত গুজরাতের সঙ্গে বাম-শাসিত পব-র তুলনা করে তিনোদের মুখে কথা জোগানো হয়েছিল।
  • কল্লোল | 125.242.178.45 | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:০৬658181
  • বড় এসসি। সে সব পিটিরা ভালোই জানেন, যে বিজেপি এবার (২০১৬য়) ক্ষমতায় না এলেও প্রধান বিরোধী দল হচ্ছে। বলা যায় না ক্ষমতায়ও এসে যেতে পারে।
    কিন্তু তাতে তো বামেদের দোষ দেওয়া যাবে না। বামেরা তো এখন "আব্বুলিশ" মতো হয়ে আছে। বিজেপি এলে দায় অবশ্যই প্রথমতঃ ও শেষতঃ তৃণমুলের। ওদের অপদার্থতা, গুন্ডাগিরি আর সীমাহীন দুর্নীতিই বিজেপিকে ডেকে আনবে। বামেরা এই অবস্থা মনে মনে উপভোগ করবে, কিন্তু মুখে বলতে পারবে না।
    এখন খড়কুটো পেলেই তাই আঁকড়ে - ঐ ত্তো ঐ জন্যই বিজেপি এলো রব তুলবে। মনে ভয় কেউ যেন বামেদের দায়ী না করে। আরে বাবা বামেরা এখন বিজেপিকে আনা বা তাড়ানো কোনটা করার অবস্থাতেই নেই। বামেরা ঠিক করুক কং হাত ধরবে কি ধরবে না।
  • Atoz | 161.141.84.175 | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:০৮658182
  • এই নোটা ফোটা দিয়ে যে কী কচুপোড়া হবে কেজানে!
    যেখানে খাদ্য বলতে আছেই চাট্টি শক্ত হাতরুটি আর কয়েক মুঠো পান্তা, তার মধ্যে ঠমক ধরে "আমি ভাত ও খাই না রুটিও খাই না" বলার মতন কেস অনেকটা। যাদের খেতে হবে ওর মধ্যেই খেতে হবে নইলে সুকুমারের কায়্দায় "খাও তবে কচুপোড়া খাও তবে ঘন্টা" ।
  • PT | 213.110.243.23 | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:১০658183
  • এত তাত্বিকতার পরে যারা একদা "যে আসুক আসুক সিপিএম যাক" বলেছিল তারা কি ২০১৬-তে নোটার ঘোমটায় মুখ ঢাকবে? নোটা বেশ সুখপ্রদ-পাঁচিলে বসে তেঁতুল খাওয়ার চাইতেও নিরাপদ!!
  • jenegan | 122.79.38.60 | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:৩২658184
  • সিপিএম বা তত সমর্থিত প্রর্থীদের্কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান না দিলে আমনেরা ছাগল - এটি এক্টি রাজনৈতিক অ্যানালিসিস। ওক্কে?
  • SC | 34.3.17.255 | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:৪২658185
  • বিজেপির বিরুদ্ধে যেখানে সিপিএম প্রার্থী শক্তিশালী (এরকম জায়গা কিছু আছে কি?) সেখানে ওদের কে বিপুল ভোটে জয়যুক্ত করার ডাক দিলাম।
    সুসি যেখানে শক্তিশালী (কুলতলি জয়নগর), সেখানে শিবদাস এর প্রার্থীকেও বিপুল ভোটে জয়যুক্ত করার ডাক দিলাম।
  • adhuli | 59.197.173.211 | ১৭ জানুয়ারি ২০১৫ ১২:১১658187
  • ২০১৬ এ তো সোজাসুজি বলতে চাই, যে আসে আসুক, মমতা জাহান্নম-এ যাক। এই চরম অপদার্থ সরকার-র থেকে খারাপ আর কিছু হতে পারে না। সুতরাং বিজেপি এলেও কোনো আপত্তি নেই। বুদ্ধবাবুকে আবার মুখ্যমন্ত্রী হতে দেখলে হয়ত ভালো লাগত, তবে সেটা আজকের পরিস্থিতিতে অসম্ভভ।
  • dc | 213.187.246.119 | ১৭ জানুয়ারি ২০১৫ ১২:৩৩658188
  • এই "যে আসে আসুক" ব্যাপারটা কিন্তু বেশ উদ্ভট। তার মানে একেবারে চোখ কান বন্ধ করে খাদ থেকে ঝাঁপ দিলাম - এটা করলে বোধায় বেশীরভাগ সময়ে অল্টারনেটিভ যে আসবে সে বর্তমানের থেকেও খারাপ হবে।
  • adhuli | 59.197.173.211 | ১৭ জানুয়ারি ২০১৫ ১২:৫৫658189
  • dc , সেটা কিছুটা ঠিক। বরং বলা যাক, আমি সোজাসুজি বিজেপি-কে চাই। এদের একটা নির্দিষ্ট ইকোনমিক পলিসি আছে, সেটার ভালো খারাপ যাই হোক না কেন, অন্তত দিশাহীনতা নেই। আর কেন্দ্রে আর রাজ্যে এক দলের সরকার থাকলে ভালো সমঝোতা হবে, সরকারী ফান্ড অ্যাডমিনিস্ট্রেশন দক্ষ হবে, হয়ত অনুপ্রবেশ কমবে, জামাতি-দের/ উগ্রবাদীদের বাড়-বৃদ্ধি কমবে, সেজ-র সমস্যা মিটবে, শিল্প করিডোর হবে, নতুন ইন্ডাস্ট্রি আসবে, সিক্কিত ছেলে-মেয়েরা চাকরি পাবে। অন্তত মমতার আমলের মত ফুল টাইম ঝগড়া আর নাচ-গানের সংকৃতি বন্ধ হবে, ইমামদের ভাতা বন্ধ হবে, সিন্ডিকেট-র জুলুম কমবে, আইনের শাসন ফিরে আসবে। এটা আমার আশা, সেটা সত্যি হবে কি না সময় বলবে, কিন্তু এই অপদার্থ মমতা-কে দিয়ে কিছু হবার আশা আমার নেই। সুতরাং ২০১৬ এ আমার ভোট বিজেপি-কে।

    যার যাকে ভালো লাগে, তিনি তাকে ভোট দিন, সেটাই তো গণতন্ত্র, তবে nota কোনো সমাধান নয়, হয় নিজে এগিয়ে আসুন, নাহলে যাকে মনে হবে ভালো, তাকে ভোট দিন। PT -র কথা একদাম ঠিক, nota অনেকটা পাঁচিল-এ বসে তেঁতুল খাওয়ার মত।
  • Arpan | 125.118.144.194 | ১৭ জানুয়ারি ২০১৫ ১২:৫৯658190
  • বাগার্স কান্ট বি চুজার্স।
  • lcm | 118.91.116.131 | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:০০658191
  • ২০১১ তে রুটি বদল হয় নি। পাঁচ বছর অন্তর অন্তর সরকার বদলকে বলা যেতে পারে রুটি বদল। আগেরটা ছিল ঠেলা মেরে ৩৪ বছরের জগদ্দল পাথর সরানো। ২০১৬-তে যদি তিনোমুল হারে তখন বলা যেতে পারে রুটি বদল হল।
  • Arpan | 125.118.144.194 | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:০৩658192
  • যে আসে আসুক, মমতা যাক বললে পিটি কি শান্ত হবেন?
  • তাপস | 126.203.208.6 | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:০৬658194
  • অপ্পন বিজেপি
  • lcm | 118.91.116.131 | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:০৬658193
  • নোপ। সিপিএম সাপোর্টার - ন্যাচারালি পিটি চাইবে শুধু সিপিএম আসুক আর কেউ না।
  • Arpan | 125.118.144.194 | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:১১658195
  • ... র মুখে কথা জোগাচ্ছে।

    (বাক্য সম্পূর্ণ করুন কমরেড)
  • তাপস | 126.203.208.6 | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:১৫658196
  • :-)
  • কল্লোল | 125.185.150.237 | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:১৬658199
  • পিটি।
    ২০১১য় নোটা ছিলো না। তাই "ঘোমটায় মুখ ঢাকা" যায় নি।
    যে আসে আসুক, এটা তখনই কেউ বলে যখন যা চলছে তা নিয়ে লোকে তিতবিরক্ত হয়ে থাকে। উদাহরণ -
    Name: adhuli P Address : 59.197.173.211 (*) Date:17 Jan 2015 -- 12:11 PM
    ২০১৬ এ তো সোজাসুজি বলতে চাই, যে আসে আসুক, মমতা জাহান্নম-এ যাক। এই চরম অপদার্থ সরকার-র থেকে খারাপ আর কিছু হতে পারে না। সুতরাং বিজেপি এলেও কোনো আপত্তি নেই। বুদ্ধবাবুকে আবার মুখ্যমন্ত্রী হতে দেখলে হয়ত ভালো লাগত, তবে সেটা আজকের পরিস্থিতিতে অসম্ভভ।

    ঠিক তেমনই ছিলো ২০১১র অবস্থা। কংগ্রেস বা অন্য কেউ তো তখন নেই। তখন যে আসে আসুক বলতেই হয়। যেমন আধুলি আজ বলছে।

    Atoz। কচু নেহাৎ খারাপ কিছু না। আপনার এতো ভয় কেন? নোটায় যদি বেশীরভাগ ভোটও পড়ে তাহলেও নোটা বাদদিয়ে যারা বেশী ভোট পাবে তারাই জিতবে। সরকারও হবে, মন্ত্রীসভাও হবে। শুধু এটা গ্রন্থিত হয়ে থাকবে যে এই কটা লোক কাউকেই পছন্দ করে নি।
    আপনাকেও কচুপোড়া এবং ঘন্টা খেতে দিলে আপনিও বলবেন আমার কোনটাই পছন্দ নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন