এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্যাদে সব আছে

    Ishan
    অন্যান্য | ২৩ ফেব্রুয়ারি ২০১৫ | ৪৩২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :) | 118.171.159.41 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:৫২668824
  • এই তো টই। লেখো না যত খুশি। অভ্যু সিনড্রোমে না ভুগলেই নয়?
  • de | 69.185.236.53 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:০৭668825
  • ভট্ট ই তো -
    সিকি পঞ্জাবী ভাট বানিয়ে দিলো ভদ্রলোক্কে! ঃ)
  • সিকি | 132.177.167.215 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১৩668826
  • পাঞ্জাবী টাঞ্জাবী বানাই নি। ছাত্রবয়েসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্থানীয় শাখা আর্যভট বিজ্ঞান কেন্দ্রের সদস্য ছিলাম। তখন বিজ্ঞান মঞ্চ থেকেই কিছু রেফারেন্স দেখিয়ে জানানো হয়েছিল - অধিকাংশ বাঙালিই এই মিথে বিশ্বাস করে যে ভদ্রলোকের নাম আর্যভট্ট - আসলে তাঁর নাম ছিল আর্যভট। ট-য়ে ট-য়ে নয়।

    সেই রেফারেন্স এখন মনে নেই, তবে খুঁজতে হবে।
  • pi | 24.139.221.129 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:১৪668827
  • আয়ুর্বেদ নিয়ে এত্ত টাইপালুম, কারেন্ট গিয়ে সব ভোগে ঃ(
  • Ekak | 24.96.103.139 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩২668829
  • সিকি ঠিকই লিখেছে । সংস্কৃতে আরিয়াভাট উচ্চারণ । ওটা ইংলিশে টিটিএ দিয়ে লেখা হয় পরে ।বাঙালির কিনা ব্রিটিশ রক্ত তাই ভট্ট লেখে । ভট,ভট্ট,ভট্টারক কানেক্টেড শব্দ যদিও ।
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৩২668828
  • বোধহয় বোঝাতে পারিনি... দরকার অর্থে কোন মেটিরিয়াল দরকারের কথা কিন্তু আমি আদৌ বলতে চাইনি... বলতে চেয়েছিলাম আমাদের জ্ঞান-বিজ্ঞান চর্চার ট্র্যাডিশনে ডিসকন্টিনুইটি টা একদমই বাস্তব... তাই যা ছিল তা যাই থাক না কেন, আজকের দিনের প্রেক্ষিতে অনেকটাই পিছনে সেটা আর সবচেয়ে জরুরী বিষয় যেটা, হয়ত আর চেনা বা মেলানোই সম্ভব না... এই আয়ুর্বেদ এর উদাহরণই ধরুন... ভেষজ গাছগাছড়া... তাদের হ্যাবিট্যাট পালটে গেছে হয়ত, আর হয়ত হই না উপমহাদেশে, বা প্রজাতি তাই হারিয়ে গেছে, নিদেন পক্ষে কিছু না হলে যেগুলো আজকে এমনিই জানা আছে সেগুলো বাদে বাকি ভেষজগুলোকে তখনকার নাম থেকে আজকে আআইডেন্টিফাই করা খুব ই কঠিন হবে...

    আগে কি করেছিলাম খুঁড়ে বার করার থেকে ট্র্যাডিশন তৈরি করা অনেক বেশি দরকার... ইউরোপ ও পুরনো ট্র্যাডিশন বার করেছে নতুন ট্র্যাডিশন বানিয়েই... আর তাছাড়া ইউরোপের ট্র্যাডিশন আর আমাদের ট্র্যাডিশন এ অনেক তফাত...

    ভুল বোঝার সম্ভবনা থেকেই গেছে যখন তখন জটিলতর প্রশ্নগুলো রেখেই ফেলি বরং... রেকর্ডেড হিস্টরির ট্র্যাডিশন ওয়েস্টার্ন... আমাদের ট্র্যাডিশনে জ্ঞান প্রজন্মে থেকে প্রজন্মান্তরে গেছে, রেকর্ডেড না হয়েই... একই কথা প্রমাণ এর ক্ষেত্রেও ( আগেই একজন মন্তব্য করেছেন এই নিয়ে ) ... সেগুলোকে ওয়েস্টার্ন চশমা দিয়ে দেখার বরং মেটিরিয়াল প্রয়োজনই থাকলে থাকতে পারে ( তাই বিদেশ করার চেষ্টা চালায় হয়ত ) কিন্তু অন্য কোন রকম প্রয়োজন আদৌ নেই বলেই আমার মনে হয়।
  • ranjan roy | 24.99.169.12 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫০668831
  • আচার্য প্রফুল্লচন্দ্রের "হিন্দু কেমিস্ট্রি "(ইং)।

    স্বর্ণেন্দুর বক্তব্য প্রসঙ্গেঃ
    -- সেকি? ঐতিহ্য বাদ দিয়ে কোন স্বয়ম্ভু কিছু হয়?
    আসলে সব কিছু মানুষের জন্য। আমরাও তো হাওয়া থেকে বায়ুভূত নিরালম্ব হয়ে অস্তিত্বে আসিনি।
    তাই রাসেলকে লিখতে হয় পাশ্চাত্ত্য দর্শনের ও গণিতের ইতিহাস বা ঐতিহ্য। জে ডি বার্ণালকে লিখতে হয় বিজ্ঞানের ইতিহাস।
    আর জ্ঞান তো আপেলের মত একটি স্বতন্ত্র আপেলের মত স্থির,অচঞ্চল অপরিবর্তনশীল বস্তু নয়।
    অ্যাবসলুট নলেজ আসলে অনেকগুলো রিলেটিভ নলেজের ( স্থান-কাল-পাত্র অনুযায়ী পরিবর্তনশীল) যোগের ইনফাইনিট সিরিজ মাত্র।
    লেনিন ও তাই বলেন। মারকসীয় জ্ঞানতত্ত্বও তাই বলে।
    নইলে আমরা বেলেঘাটা সিপিএম অফিসের সামনে সেইসময় টাঙানো "মার্কসবাদ সত্য, কারণ ইহা বিজ্ঞান" গোছের যান্ত্রিক মেটাফিজিক্যাল বক্তব্যে থেমে থাকব।

    তাই মার্কসবাদী দেবীপ্রসাদ দর্শন চর্চা থেকে কাজ শুরু করলেও জীবনসায়াহ্নে এসে প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস লিখতে লেগে যান।
    নইলে এই জায়গাটি ছেড়ে দিতে হবে হিন্দুত্ববাদীদের উদ্ভট বক্তব্যকে শিরোধার্য করে।
    নইলে অস্বীকার করতে হবে যে আমাদের উন্নত সমাজ ছিল, উৎপাদন কলা ছিল, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসাও ছিল। সেও হবে আর এক মিথ্যাচার।
    যজ্ঞবেদীর মাপজোক এর সূত্রে যে শৌল্ব্যসূত্র রচিত হল তাতে জ্যামিতি মিশরের নীল নদের বানের পর জমির মাপজোকের ফলে সৃষ্ট জ্যামিতি থেকে কিছু কম নয়-- তা খেয়াল করা হবে না।
    আর কন্ফ্যুশন? ভক্তের দৃষ্টির সঙ্গে বৈজ্ঞানিক চিন্তার সংঘর্ষ? তা তো স্বাভাবিক।
    যে কোন অনুসন্ধান/রিসার্চ সব বিষয়ে সব কালেই অনেক হোঁচট/বিরোধের মধ্যে দিয়ে এগিয়েছে। প্রগতির পথ কখনই লিনিয়ার নয়। তাতে থেমে গেলে চলবে কেন?
  • de | 24.139.119.171 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৩668832
  • তাইতো, উইকিও বলছে ভাট - নর্মদা উপত্যকায় জন্মেছিলেন ভদ্রলোক! জানতাম না!
  • dd | 132.172.84.118 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৭:৫৫668834
  • ভট্ট দেখলে কান্না পায়। ভট।চিরোকাল ভট।

    নট ট্ট, জাস ট।

    লিং নাই।
  • dc | 213.109.107.199 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:০৬668835
  • "এই আয়ুর্বেদ এর উদাহরণই ধরুন।।। ভেষজ গাছগাছড়া।।। তাদের হ্যাবিট্যাট পালটে গেছে হয়ত, আর হয়ত হই না উপমহাদেশে, বা প্রজাতি তাই হারিয়ে গেছে, নিদেন পক্ষে কিছু না হলে যেগুলো আজকে এমনিই জানা আছে সেগুলো বাদে বাকি ভেষজগুলোকে তখনকার নাম থেকে আজকে আআইডেন্টিফাই করা খুব ই কঠিন হবে।।।"

    হ্যাবিট্যাট পাল্টে গেছে, আবহাওয়া-পরিবেশও অনেক পাল্টে গেছে, এটা ঠিক। তবুও আমার মনে হয় আয়ুর্বেদ বা গাছগাছড়া নিয়ে অনেক রিসার্চের দরকার আছে। এর কিছুটা ইতিহাস নির্ভর হতে পারে, মানে আগে আমরা কতোটা কি জানতাম, আর কিছুটা অবশ্যই নতুন রিসার্চ হতে হবে, মানে এখনকার সময়ে আয়ুর্বেদ কিভাবে অ্যাপ্লাই করা যায়। আর আয়ুর্বেদ বেসড অনেক ওষুধই কিন্তু বেশীর ভাগ সময়ে খুব লো কস্ট আর ভীষন সহজলভ্য। একটা উদাহরন দি, ব্লাড প্লেটেলেটস কমে গেলে সেটা বাড়ানোর জন্য অনেকরকম অ্যালোপ্যাথি ওষুধ আছে। আর আছে পেঁপে গাছের পাতা।

    তো আয়ুর্বেদের মডেলটা বিগ ফার্মার মডেলের একেবারে উল্টো হতে পারে। লো কস্ট, আমাদের চারপাশে পাওয়া যায়, এরকম ওষুধ। প্রত্যন্ত গ্রামবাসী থেকে শুরু করে আদিবাসী, শহরের ধনী থেকে গরীব, সবার জন্য অ্যাক্সেসিবল হতে পারে। আমি অবশ্যই বলছিনা যে অ্যালোপ্যাথি বন্ধ করে দিতে হবে, সব অসুখই আয়ুর্বেদ দিয়ে সারানো যাবে। কিন্তু একটা মিক্সড মডেল অবশ্যই বানানো যেতে পারে।
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৫৯668836
  • রঞ্জনদা,
    কখনো মনে হয়নি যে কেন রাসেলকে লিখতে হয় পাশ্চাত্ত্য দর্শনের ও গণিতের ইতিহাস বা ঐতিহ্য, অথচ ধরুন মাধব কখনো আর্যভটের কথা লেখেন নি... কোন ভারতীয় দর্শনের আলোচনা আগেকার দার্শনিকদের নাম বা স্কুল ধরে আলোচনা নেই কেন ? সেটা কি শুধুই নিছক খামতি... ? নাকি সচেতন সিদ্ধান্ত... ব্যক্তিগত সিদ্ধান্ত বলছি না কিন্তু... কিন্তু ধারাটাই অমন ছিল সেটা হতে পারে না? অনেকগুলো শতক ধরে যে বেদ ও লেখা হয়নি তার কারণ নিশ্চয়ই আমার কোন কিছু লেখা হয়নির কারণের মত নয়...

    @dc

    "তো আয়ুর্বেদের মডেলটা বিগ ফার্মার মডেলের একেবারে উল্টো হতে পারে।" একদম পারে... কিন্তু সেইটা পুরনো শাস্ত্র ঘেঁটে যে হবে না আপনিও লিখলেন... শুধু আয়ুর্বেদ কেন, ভারতের চাষের মডেল ও Agro giant দের থেকে আলাদা... একেবারে উল্টোই...
  • cm | 127.247.115.114 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০২668837
  • ওটি আর্যভট আর তার লেখা বই আর্যভটীয় ( ঋদ্ধির পোস্ট দেখুন)।
  • S | 160.148.14.8 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২৯668838
  • dc,
    আয়ুর্বেদের মডেল বিগ ফার্মার উল্টো কি করে হবে? মানে আয়ুর্বেদ কি ধরণের মডেল ব্যবহার করবে?
  • b | 24.139.196.6 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪৪668839
  • "কোন ভারতীয় দর্শনের আলোচনা আগেকার দার্শনিকদের নাম বা স্কুল ধরে আলোচনা নেই কেন "

    আছে তো। দেবীপ্রসাদ রায়চৌধুরীর সোর্স মেটেরিয়াল পুরোটাই অ্যান্টি লোকায়ত দার্শনিকদের আলোচনা থেকে নেওয়া, কারণ লোকায়তদের কোনো বই পাওয়া যায় না।
  • dc | 213.109.107.199 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৫৩668840
  • এটা অতোটা ডিটেলে ভেবে দেখিনি। তবে বিগ ফার্মা মডেল বলতে আমি আইপিআর ড্রিভেন মডেল বা সুপারনর্মাল প্রফিট ড্রিভেন মডেলের কথা বলছি। মানে একটাই ওষুধ অল্প অল্প পাল্টে বারবার করে সেটার ওপর পেটেন্ট নেওয়া, এই ধরনের মডেল। আয়ুর্বেদে এরকম হবেনা বোধায়।

    কিন্তু তার মানে এই না যে ক্লিনিকাল ট্রায়াল বন্ধ করে দিতে হবে বা আয়ুর্বেদরা যা বলবেন সেটা চোখ বুজে মেনে নিতে হবে। সায়েন্টিফিক টেস্টিং এর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তবে গাছগাছড়ার নানান দিক নিয়ে আমাদের একটা বড়ো নলেজব্যাংক অলরেডি আছে, বা আগে ছিল। হিস্টরিকাল রিসার্চ করে সেই ব্যাপারে আরো বার করা উচিত। একটা উদাহরন দিতে পারি, শিবকালী ভট্টাচার্য্যের চিরঞ্জীব বনৌষধীর নাম শুনেছেন কিনা জানিনা। ওটা কয়েক ভল্যুমের একটা বইয়ের সেট, আমাদের কলকাতার বাড়িতে আছে। আমি কোনদিন পড়েও দেখিনি। কিন্তু ওটার মধ্যে নানারকম অসুখের দাওয়াই আছে, তার মধ্যে অন্তত কিছু কাজ করে, এটা জানি। আজকাল এরকম সব বই নিয়ে কাজ হয় কিনা জানিনা। হলে মনে হয় অন্তত কিছু কিছু ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধের অল্টারনেটিভ পাওয়া যাবে।
  • sswarnendu | 138.178.69.138 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০৯668841
  • @b
    ঠিক বুঝলাম না... আমি পুরনো দার্শনিক আলোচনায় তার আগের যুগের দার্শনিকদের উল্লেখ বা আলোচনার কথা বলছিলাম... দেবীপ্রসাদ রায়চৌধুরী নাম উল্লেখ করেননি এমন কিছু তো বলিনি...
    পুনশ্চ: আমি আরও অনেক কিছুর মতই দেবীপ্রসাদ রায়চৌধুরী ও পড়িনি।
  • lcm | 118.91.116.131 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৩৭668842
  • তাই! আর্য্ভত। তা হবে।
    বাঙালী কেনো, গুচ্ছের ইংরেজি বইতে ডাবল টি দিয়ে ভট্ট লেখা আছে। এই যেমন, জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি-তে (১৮৬৪ সালের ) গোবদা করে 'tt' দিয়ে Aryabhatta লেখা। বেশির ভাগ ইংরাজি বইতেই তাই।
  • potke | 126.202.132.140 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪০668843
  • বি, স্বর্নেন্দু যেটা বলতে চাইছেন, জিনিয়ালজি প্রজেক্টে যেমন দেখা হয়; একটা থট চেন আছে কিনা। থট চেন মানে ঠিক লেগাসি সিস্টেম নয়, কিন্তু একটা ধারণাকে, এম্পিরিকাল অর আদার ওয়াইস, যথেষ্ঠ নাড়া-ঘাঁটা হয়েছে কিনা কয়েক দ্শক ধরে অন্তত( তখনকার টাইম-স্কেলে কয়েক্শ বছর কারণ ফলসিফিকেশন মেথড গুলো অত পরিণত ছিলনা)।

    ধরুন একটা ট্রি-স্ট্রাকচার, তাতে পেরেন্ট নোডে যে বসে আছে( আর্য্ভট বা অন্য কেউ) আর ৫০ টা লেভেল নিচের যদি অভ্যু থাকে, তাইলে ঐ দুটো নোডের মধ্যে আরো ৪৯ টা ইন্টারমিডিয়েট নোড আছে কি যারা পরস্পরের সাথে কানেক্টেড? যদি উত্তর "না" হয় তাইলে ডিসকানেকটেড/ডিসকন্টিনিউয়াস
    স্ট্রাকচার, ব্যাক-প্রোপাগেট করলে আপনাকে খুব বেশী ইনফো দেবেনা। প্যাটার্ন ইমার্জ করবেনা, মানে আমি যা বুঝলাম।
  • potke | 126.202.132.140 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৪668845
  • এটার আরেকটা মানে হতে পারে, আপনি ইমিডিয়েট পস্টারিটিকে যথেষ্ঠ প্রভাবিত করতে পারেননি বা টাইম-গ্যাপ এত বেশী ছিল থিন্কার দের মধ্যে যে ইন্ফো ডিসেমিনেট করতে পারেনি।

    ওয়াইল্ড গেস।
  • কেসি | 198.71.230.227 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৯668846
  • ইয়ে, অঙ্ক জানতেই হবে। বাংলা যে জানতেই হবে বেশ বুইতে পেরে গেছি, তার সাথে অঙ্কও। :-(
  • b | 24.139.196.6 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২১668847
  • sswarnendu
    লোকায়ত দর্শনের পুরো মেটেরিয়ালটাই অ-লোকায়তীয় ( ঠিক হল নাকি?) দর্শনের বই, যাদের উদ্দেশ্য ছিলো লোকায়তকে হ্যাটা দেওয়া, সেই সব দার্শনিকদের বই থেকে পাওয়া। সুতরাং পুরোনো দার্শনিক বইতে আগের দর্শনগুলোর উল্লেখ থাকতো বই কি, বিশেষ করে, যেগুলো আপনি পরে গালাগালি দেবেন। শুধু তাই নয়, সেই বিপক্ষ দর্শনের লজিক যথা সম্ভব নিরপেক্ষভাবে (মানে হীরকরাণীর টইয়ের মত নয়) থাকতে হবে। ওটাকে দার্শনিক পরিভাষায় বলা হত পূর্বপক্ষ।

    potke, বুঝলাম। কিন্তু, এতদ্সত্ত্বেও আমরা তো নানা বিষয়ের বই পড়ি, যেমন আমি এখন পড়ছি স্টালিনগ্রাড যুদ্ধের কথা, জার্মান শষ্ঠ আর্মি কি কি ভুল করেছিলো, তার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপরে তার প্রভাব, তার পরে সোভিয়েট ব্লক, ঠান্ডা যুদ্ধ, লৌহ যবনিকা, এমনকি ২০১১ সালে সি পি এমের ইয়ে হয়ে যাওয়া অনেক কিছুর ওপরেই তার প্রভাব থাকতে পারে। আবার, আমরা আইসোলেশনেও দেখতে পারি তো? নলেজ ফর নলেজ'স সেক।
  • একক | 24.99.50.233 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৪668848
  • "ধরুন একটা ট্রি-স্ট্রাকচার, তাতে পেরেন্ট নোডে যে বসে আছে( আর্য্ভট বা অন্য কেউ) আর ৫০ টা লেভেল নিচের যদি অভ্যু থাকে, তাইলে ঐ দুটো নোডের মধ্যে আরো ৪৯ টা ইন্টারমিডিয়েট নোড আছে কি যারা পরস্পরের সাথে কানেক্টেড? যদি উত্তর "না" হয় তাইলে ডিসকানেকটেড/ডিসকন্টিনিউয়াস
    স্ট্রাকচার, ব্যাক-প্রোপাগেট করলে আপনাকে খুব বেশী ইনফো দেবেনা। প্যাটার্ন ইমার্জ করবেনা, মানে আমি যা বুঝলাম।"

    @পটকে

    এটা মাথায় রেখেই "সংঘর্ষমূলক সারণী " কথাটা লিখেছিলুম । কারণ দর্শনের স্কুলে ওরকম এডাম-ইভ স্টাইল-এ ট্রি স্ট্রাকচার হয়না । দিস্কোন্তিনিউঅস স্ট্রাকচার এর মধ্যে কনফ্লিক্ট এরিয়া গুলো তুলে ধরে ধরে সারণী বানাতে হবে ।
  • potke | 126.202.132.140 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৬668849
  • আইসোলেসনে দেখতেই পারেন, রিকন্স্ট্রাক্ট করবেন কিভাবে? আনবায়স্ড হিস্ট্রি লিখতে গেলে তো সেটা লাগে মনে হয়।
  • একক | 24.99.50.233 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৭668850
  • ব্যাক প্রপাগেট করা যাবে । কন্ত্যুর হিসেবে পয়েন্ট আউট করে তুলে ধরে ধরে । তারপর এজ এস থার্ড এক্সিস।
    আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে? পটকে অনেক সময় এরম অদ্ধেক বললেও বুঝে নিতে পারে । মধুসূদন দাদা :)
  • potke | 126.202.132.140 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৮668851
  • "দিস্কোন্তিনিউঅস স্ট্রাকচার এর মধ্যে কনফ্লিক্ট এরিয়া গুলো তুলে ধরে ধরে সারণী বানাতে হবে ।"

    ইন্টারপোলেট করতে ব্যাথা আছে।
  • | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪১668852
  • ধ্যাqৎ অঙ্ক কই? এ তো ডেটা স্ট্রাকচার।
  • potke | 126.202.132.140 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪১668853
  • "ব্যাক প্রপাগেট করা যাবে । কন্ত্যুর হিসেবে পয়েন্ট আউট করে তুলে ধরে ধরে । তারপর এজ এস থার্ড এক্সিস। আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে?"

    থিওরিতে সম্ভব, তবে সাধারণের উপযোগী করে ইম্প্লিমেন্ট করা যাবে কিনা জানিনা।

    দাঁড়া, পেপারের গন্ধ পেয়েছি, টুকে নি ঃ)
  • potke | 126.202.132.140 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৩668854
  • রেতের বেলায় আর খিল্লি করিস না একক ঃ)
    কেশী তো প্যাঁক দিয়ে গেল।
  • lcm | 118.91.116.131 | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫৩668856
  • ভারতীয় জ্ঞান-বিজ্ঞান-দর্শন চর্চার কন্টিনিউইটি একেবারে ছিল না তা নয়, কিন্তু তেমন ধারাবাহিক ডকুমেন্টেশন নাই। আর, রেজিম চেঞ্জের ফলে কন্টিনিউড চর্চা এবং ডকুমেন্টেশন টাফ ছিল।

    রাজরাজাদের পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব ছিল না।

    আরব দেশেই দেখুন না। অষ্টম/নবম শতাব্দী নাগাদ আরব-এর রাজারা (খলিফা হারুন অল রশিদ, অল মনসুর, অল মামুন) ভারতীয় অ্যাস্ট্রনমি এবং গণিত আরবীতে ট্রানস্লেট করার কাজ শুরু করেন। আরব গণিতজ্ঞরা দারুন সব কাজকম্মো শুরু করে দেন। ইউরোপে অ্যালজেব্রা ঢুকল আরব দেশ থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন