এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • প্রেমিকা-বউ : প্রেমিকা যখন বউ

    Rana
    অন্যান্য | ১৯ সেপ্টেম্বর ২০০৬ | ২০৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Rana | 212.158.75.198 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৪:২১671404
  • পল্লব-এর সাথে এখন গপ্পো করতে করতে মনে হল এই বিষয় নিয়ে কিছু আলোচনা হলে বেশ মজা হয় (যদি-ও ব্যাপার্টা সিরিআস) !!

    রাতে বাড়ি গিয়ে লিখবো.. এখন যাস্ট ওপেন করে রাখ্‌লাম...

    আপনারা, তোমরা, তোরা অবিশ্যি সুরু কোরে দিতে পারেন, পারো, পারিস... :)))
  • Pallab | 59.93.198.55 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৫:০১671415
  • এমনিতে প্রেমিকারা সধারনত বউ হয় না। তবে কিনা ছেলেরাই জবর্দস্তি করে দোস্তি পাকাতে গিয়ে কেলেঙ্কারী করে। এই যেমন আমি, আমার এক বন্ধুর প্রাক্তনী কে সমবেদনা জানাতে গিয়ে, তার সেই বড় দূ:খের দিনের ভাগীদার হতে গিয়ে ....!!! আজ সে বন্ধু ফের যদি থ্রেট দিতে আসে ... সে অপেক্ষায় আছি!:-)
    কিন্তু হায় সে নেড়াও তো আর বেলতলায় আসে না।
    কিছু কিছু মেয়ে থাকে রে ভাই যারা শুধু বউ হতেই জন্মায় এবং কদাচ প্রেমিকা হয় না!!!!!!!
  • s_r | 220.227.146.21 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৬:১১671426
  • যা:, এই thread টা না একদম একপেশে! এক সঙ্গে প্রেমিক-স্বামী ও যোগ হয়ে থাক। তবেই জমলেও জমতে পারে, না হলে ছানা কেটে যাবে------!
  • Rana | 212.158.75.196 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৬:২২671437
  • সে তো বটেই, আমরা-ও ... মানে প্রেমিক-স্বামীরা-ও তো থাকবো-ই প্রেমিকা-বৌ দের কলম-এ

    ::))

    প্রেমিকা-বৌ রা প্রেমিক-স্বামী দের নিয়ে না লিখলে কি আর জমবে?

    কিন্তু থ্রেড তো রিনেম করা যাবে না:((
  • Pallab | 59.93.247.242 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৬:৩৫671448
  • সে কি না-না; আমরা লিখবো, ওরা পড়বে, ব্যস। আবার কি চাই?
    ঘরে ওরা আমাদের থাকতে দিয়ে কেতাথ্‌থ করে, আমরা ওদের হেথা পড়তে দিয়ে কেতাথ্‌থ কব্বো।
    না না ওদের লিখতে দেওয়া চলবে না। ও-সব মুখ কে সামলাবে??? :-)))
  • s_r | 220.227.146.21 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৬:৪০671458
  • thread রিনেম্‌ করার দরকার নেই,একটা ছাড়া অন্যটার আলোচনা হয় না! রাধা-কৃষ্ণ?ফরাসী দের সম্বন্ধে ও কি একটা প্রবাদ আছে না?
  • Srijukta Babu Mahishasur Barujje | 59.93.193.159 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ২৩:৪৬671459
  • কই রানা কই? বাড়ি ফিরে লিকবে বলেচিলে ভুলে গেলে?
    প্রেমিকা-বউ নিয়ে আমারও বহুত কিছু বলার আছে!
  • Samik | 125.23.114.82 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ২৩:৪৭671460
  • আমার প্রেমিকা এখন আমার বউ। তো?
  • Srijukta Babu Mahishasur Barujje | 59.93.193.159 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ০০:২২671461
  • তো????????
    এই 'তো' টা বলতে না যদি প্রেমিকা তোমার বউ না হত।
    কারণ তখন তুমি শান্ত হতে, সহিষ্ণু হতে, সুখি হতে ... কে কি বল্লো গায়ে মাখতে না, নির্বিবাদি হতে।
    আত্ম-প্রত্যয়ী হতে!!!!!!:)
  • tan | 131.95.121.127 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ০০:২৯671405
  • প্রেমিক স্বামী নিয়ে কেউ লিখুন,সে কি সত্যি না স্বপ্ন?
    পারোলিন লেখো,মামী লেখো,শিমূল লেখো।
  • Srijukta Babu Mahishasur Barujje | 59.93.193.159 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ০০:৩৩671406
  • আপনিই লিখুন না! আপনার স্বামি বুঝি প্রেমিক নন?
  • Pallab | 59.93.245.111 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ০০:৫০671407
  • কে ভাই!
  • Rana | 83.76.135.222 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ০১:২৬671408
  • ডিসেম্বর-এর সকাল, দূর্গাপুর-এ ভীষন ঠান্ডা, সবে সাড়ে আটটা, ট্রেন থেকে নামল রানা। হি হি করে করে কাঁপতে কাঁপতে... বাস ধরে সোজ্জা girls college গেট-এ। ও অপেক্ষা-ই করছিল। কাছে যেতে-ই এক গাল হাসি, আহা এতোক্ষন বাস-ট্রেন-এর সব ধকল চলে গেল ঐ এক হাসি-র ঝলকে...

    তারপর কয়েক ঘন্টা কেমন করে কেটে গেলো... গল্পো, হাসি, স্বপ্ন, একসময় ৪ টে বেজে গেলো, এবার ফিরে যেতে হবে কলকাতা। ও আমাকে ট্রেনে তুলে দিতে এলো, ট্রেন থেকে দেখতে পেলাম আমার প্রেয়সী-র মুখ ক্রমশ মিলিয়ে গেলো... বুক-এর মধ্যে ক্যামোন কষ্ট একটা..... রাতে সারাদিন-এর কথা ভাবতে ঘুমিয়ে পড়্‌লাম

    আহ কি মধুর দিন ছিলো সে সব দিন... এভাবে কেটে গেলো বেশ ক বছর।

    তারপর ... কি আনন্দ!!!
    "ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে...."

    এত্‌দুর ঠিক-ই ছিলো। স্বপ্ন ভাঁঙ্গল ভ্রমর-এর হূল-এ ::))

    বিয়ে-র পর প্রথম ১-১ কথা "আহা কি ভালবাসা-র ছিরি, বিয়ে করে-ই উনি বউকে ফেলে চলে যাচ্ছেন..." যা: সা.., কি অভ্যর্থনা...!!
    (প্রসঙ্গত আমাকে ৫ দিন পরে-ই US চলে আসতে হয়েছিলো )...

    প্রেমিকা বউ হওয়া মাত্র কি পরিবর্তন!! ম্রিদুভাষীনি থেকে মহিসাসুর-মর্দিনী!!
  • tan | 131.95.121.127 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ০২:১১671409
  • ছেলেদের সবার দেখি মহিষাসুর সিন্ড্রোম দেখা দিয়েছে! তাই তো বলি মুনিঋষিরা তো পোড়খাওয়া লোক,তারা কেন দুর্গাকে মহিষাসুরমর্দিনী বলেন!
    এতদিনে বুঝলাম! :-))
  • Pallab | 59.93.244.95 | ২০ সেপ্টেম্বর ২০০৬ ১৩:২৩671410
  • rana আরো কিছু ব্যাপার আছে রে ভাই। খুব সূক্ষ মার সেসব। যেখায় সে বোঝে, বাকি রা টের-ও পায় না।
    আমি কয়েকট বরং এখানে লিখি, অভিজ্ঞতা অন্য রকম হলে জানিও! :)
    ১) 'সিগারেট [বা পাইপ (আমার ক্ষেত্রে)] খাবে না কেন খাবে, তা বলে সব সময় কেন? এ কী?' - এই বলেই তোমার পেপার, পাউচ, লাইটার সব লুকিয়ে ফেলবে! কি আশ্চর্য!!!
    ২) "জানো? আমার মা না এটা খেতে খুব ভালবাসতেন" --অর্থাৎ তিনি আগামী এক হপ্তা ঐ পদটির বাইরে নড়বেন না। আর সবচাইতে বড় কথা, আমার মা কিছু খেতেই জানতেন না।
    ৩) এইটা সব্‌চাইতে বিরক্তিকর:
    "ওম্মা কি সুন্দর রঙ শার্টটার? কিনে দিই -" বলে সেই অদকুচ্ছিৎ শার্টটি তোমায় গছিয়ে দেবে। এবং বাড়ি ফিরে হিসেব করতে গেলে দেখবে সে টাকাটাও তোমার য়্যাকাউন্ট থেকেই গেছে। আরো খারাপ: কেবলমাত্র এই শার্টটিই তোমাকে আয়রন করতে দেওয়া হবে না (মানে তুমি সেটা পুড়িয়ে ফেলার সুযোগও পাবে না) এবং রোজ ব্যাগে একটা আলাদা শার্ট লুকিয়ে নিয়ে বেরোতে হবে, যাতে রাস্তা-ঘাটে এবং অফিসে তুমি লোকের মুচকি হাসির হাত থেকে রেহাই পাও ...
    ঊফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ
  • mreetika | 203.197.89.222 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১৫:০০671411
  • তাহলে কি বিয়ে প্রেমের সূর্যাস্ত না কি প্রেমিকার মহিসাসুর্মর্দিনি তে রুপান্তর?
  • Rana | 212.158.75.196 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১৮:১৩671412
  • ঠিক, এক্কেবারে ঠিক... এই সূক্ষ মার গুনো যেনো গাভাসকার-এর লেট কাট !!

    এই যেমন ধরো ঝগড়া... প্রেমিক-বউ দের ঝগড়-র পরিধি, গভীরতা, ব্যাপ্তি শুধু বউ-দের চেয়ে অনেক অনেক বেশি। বুঝতে পেরেছো নিশচই ক্যানো...

    এনারা ঝগড়া-র সময় কিছুতে-ই আসল পয়েন্টে আসবেন না, অর্থাৎ যে বিষয়-এ কথা হোচ্ছে সেটা নিয়ে বোল্বে না... বহুদূর থেকে শুরু করবে আর শুধু তার চারপাশে ঘুরবে। অনেকটা মহম্মদ আলি-র কুস্তি-র style, প্রতিপক্ষকে রিংএর ঘুরিয়ে ঘুরিয়ে কাহিল কোরে দাও.. তারপর এক ঘায়ে আউট!

    ঝগড়া-র আরেকটা বিশেষত্ব হোলো current ঝগড়ায় ইতিপূর্বে যত ঝগড়া হয়েছিলো তাকে-ও টেনে আনবে (উদা: সেবারে তুমি আমাকে এমনি বোলে অপমান কোরেছিলে....)। সব পুরোনো ঝগড় যেন মনের থাকে datewise সাজনো থাকে!!

    প্রেমিকা-বউ-এর আরেকটা কথা সবসময় বলে "তুমি তো বিয়ের আগে এমনি ছিলে না...." এটা একটা সূক্ষ মার !
  • J | 160.62.4.10 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১৮:৪৮671413
  • সব দেখছি পোড় খাওয়া প্রেমিক। খুব টাফ লাইফ। খুব টাফ।
  • Rana | 212.158.75.196 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২০:০৫671414
  • মাঝেমাঝে মনে হয় বউ-এর বিয়ে দিয়ে এই বউ-দায় থেকে মুক্ত হই :))
    চোখের সামনে এরকম একটা ad ভেসে উঠছে আনন্দবাজার-এর পাতায়:

    "আমার বিবাহযোগ্যা বউ সুন্দরী, ব্রাভ্রন, সান্ডিল্যা, গৃহ (অ)কর্মে নিপুনা। উপযুক্ত সহৃদয় পাত্র চাই"

    :))
  • J | 160.62.4.10 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২০:২২671416
  • আরেকটা অপশান আছে। বিয়েই কোরো না।
  • Ishan | 130.36.62.139 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২০:৫৬671417
  • এটা কোনো অপশন হল? বিয়ে তো করেই ফেলেছি :-)
  • tan | 131.95.121.127 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২১:০১671418
  • সোয়াপ করে নিলেই হয়,স্পাউস সোয়াপিং ক্লাবে গিয়ে! :-)))
  • mandi | 62.6.139.11 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২১:০৬671419
  • তোমাদের কথা জানিনা ভাই, আমি তো আমার বারো বছ র্‌র বিয়ে করা (তার আগে ছ ব্‌ছ্‌র প্রেম ) বরের প্রেমে হাবুডুবু খাচ্ছি !
  • Kabli | 59.93.198.61 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২১:১৩671420
  • আমারও প্রেমিকা-বউ ছিলো তবে প্রেমটা বিয়ের পরে। আর আমাদের কোনদিন ঝগড়া হয় নি - কারণ আমি বুদ্ধিমান পুরুষমানুষ বলে সব বড় ব্যাপারে decision নিতুম আর ও স্বল্পবুদ্ধি মেয়েমানুষ বলে সব ছোটখাটো ব্যাপারে decision নিত।

    ideaটা আমার বৌ কি যেন গল্প পড়ে পেয়েছিলো। তোমরা এই theory follow করতে পারো, সারাজীবন শান্তিতে কাটবে, সব কাপডিশ আস্ত থাকবে।
  • vikram | 134.226.1.136 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২১:৪৪671421
  • বড়ো ব্যাপর বলতে এই আজকে কাবলে গুরুচণ্ডালীতে কখন আসবে, অমুক দিন ফুটবল ফাইনাল কোন চ্যানেলে দেখাবে এইসব। আর ছোটো ব্যাপার বলতে এই ইনশিউরেন্সের টাকা কি হলো, বাড়ি কেনা হবে কি হবে না এইসব আর কি।

    বিক্রম
  • mreetika | 203.197.89.222 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২১:৪৮671422
  • আমার এখোনো বিয়ে হয় নি,দুজন দুপ্রান্তে থকি , তই ঝগ্‌ড়া অর প্রেম দুটকে ই উপভোগ করি,অপনারা ও বৌদি দের কিছুদিন বাপের বাড়ি পাঠিয়েদিন, প্রেম ফিরে আসবে

  • mreetika | 203.197.89.222 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২১:৫১671423
  • বাড়ি কেনা হলে তো অর কেউ একলা থাকবেন না, আপনি ও থাকবেন।
  • Kabli | 59.93.198.61 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২২:১৪671424
  • বড়ো ব্যাপার বলতে খেলাটা কখন হবে জানা, ছোট ব্যাপার হচ্ছে ওটা বাড়ীর TVতে হবে কিনা বা হলেও বন্ধুবান্ধব নিয়ে দেখা যাবে কিনা।

    তবে আমি সত্যিকারের বড়ো ব্যাপারে decision নিতুম, যেমন space program, stemcell research এই সব। আমার তো খুব বেশী বুদ্ধি, তাই।
  • vikram | 134.226.1.136 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ২২:২৯671425
  • স্পেস পোগ্রাম খুব জরুরি - বিশেষত: সেইসব শহরে যেখানে প্রতি বর্গমিটারে লোকসংখ্যা খুব বেশি।

    বিক্রম
  • Rana | 83.79.103.163 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ০০:২৪671427
  • mreetika, ভাই বউদি-দের বাপের বাড়ি পাঠানোর আমরা কে ?
    শিব বাপের বাড়ি যাওয়া নিয়ে মৃদু আপত্তি তুলেছিলেন। তা পার্বতী দশরুপ দেখিয়ে শিবের বাপের নাম ভুলিয়ে দিলেন!!

    সেই ট্রাডিসন সমনে চলছে :))

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন