এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • রাকেশ ভট্টাচার্য্য | 122.79.38.227 | ২৩ জুন ২০১৫ ১৭:৫৯681622
  • যোগ ব্যায়াম মেডিক্যালি খুব খারাপ জিনিস নয় , মানসিক স্বাস্থ্যের জন্যে / গর্ভবতী মায়েদের জন্যে / chronic back pain এর জন্যে উপকারী বলে প্রমাণিত , যদিও যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে অনেক বাড়িয়ে দেখানো হচ্ছে, যতটা দাবী করা হচ্ছে ততটা মোটেই প্রমাণিত নয় , আবার yoga already বেশ জনপ্রিয় ব্যাপার, দেশ জুড়ে যোগ চালু করা / চাপিয়ে দেওয়া হোল মোদীর একটি কৌশলী চাল , এটা দিয়ে শুরু, 'ভারতীয় সংস্কৃতি' র নামে এরপর আরো হাবিজাবি চালু হবে, একটা তো already যোগের সাথে ফ্রি দেওয়া হোল - সূর্যপ্রণাম , যেটি আবার ধর্মীয় প্রভুত্ত্ব কায়েম করতে করা হোল, in tune with beef ban, সেই সঙ্গে আছে শিক্ষার কারিকুলাম / ইতিহাস প্রভৃতি পাল্টানোর চেষ্টা , এই সব করে একটা 'হিন্দু ভারতীয়' পরিচিতি কে শক্তিশালী করে তোলা হচ্ছে , সেটা করতে গিয়ে আবার হিন্দু ঐতিহ্যের একটা নির্দিষ্ট সংকীর্ণ ফর্ম কে কনস্ট্রাক্ট করা হচ্ছে । এবার প্রশ্ন হোল যে মোদী কতটা হিন্দুত্ববাদীদের প্রতিনিধি আর কতটা কর্পোরেট স্বার্থের, এর উত্তর সময় দেবে, আমার মনে হয় মোদীর ভেতরে সব স্বার্থই কাজ করছে , শুধু হিন্দুত্ববাদি বা কর্পোরেট স্বার্থও নয়, প্রচন্ড ক্ষমতার চাহিদাও তাঁকে চালিত করছে , প্রতিটি স্বার্থ একে অন্যের পরিপূরক , আবার কিছু ক্ষেত্রে স্বংঘীয় এজেন্ডার সাথে পুঁজিবাদি স্বার্থের সংঘাত এর সম্ভাবনাও আছে, RSS এর আদর্শে স্বদেশি জাগরণ মঞ্চও আছে , যারা আবার স্বদেশি / অর্গানিক ফার্মিং / আয়ুর্বেদ প্রভৃতি 'ভারতীয়' ব্যাপারকে promote করতে গিয়ে বহুজাতিক পুঁজিবাদি স্বার্থের কিছু অসুবিধাও করতে পারে , মোদীজী এই বিভিন্ন স্বার্থের মধ্যে negotiation ঘটিয়ে এক 'অপূর্ব মিলমিশ' ঘটাতে চাইছেন। হিন্দুত্ববাদীদের হয়ে মোদীজির এই সব কাজে একাধারে সঙ্ঘ পরিবার কে খুশি রাখা যাচ্ছে , তাদের agenda এগোচ্ছে , তাদের কাছে কিন্তু পুঁজিবাদী স্বার্থটা মূল নয়, তাদের কাছে এই ধর্মীয় জাতীয়তাবাদ টাই মূল। আবার পুঁজিবাদীরাও দেখছে এইভাবে এক বড় সংখ্যক জনগোষ্ঠী এক ছাতার তলায় আসতে চলেছে , শ্রমিক শ্রেণির কাছেও তার শ্রমিক সত্ত্বার চাইতে ধর্মীয় পরিচিতি / জাতীয়তাবাদী পরিচিতি প্রভৃতিকে খুব সুন্দর ভাবে prioritise করানো যাচ্ছে , পুঁজিবাদের জনবিরোধী চরিত্র থেকে তাদের চোখ সরিয়ে রাখা যাচ্ছে , শ্রমিক শ্রেণিকে এই পরিচিতির ভিত্তিতে ভাগ করেও রাখা যাচ্ছে , তাই এই saffronisation তাদের জন্যে খুব খারাপ ব্যাপার তো নয় ই বরং বেশ সহায়ক, সারা বিশ্বে মুনাফার স্বার্থে মার্কেট সামন্ততন্ত্র / ধর্ম /ধর্মীয় মৌলবাদ প্রভৃতির সাথে সহাবস্থানের নীতি নিচ্ছে , ভারতবর্ষের মত সম্ভাবনাময় বাজারেও পুঁজিবাদ এরম এক cocktail তৈরি করতে চাইছে , যার দায়িত্ত্ব পড়েছে মোদীজীর ওপরে। হিন্দু মৌলবাদী শক্তি, মোদীজি ও বাজার একে অন্যকে ব্যবহার করে চলেছে, যে যার স্বার্থে , নিয়ন্ত্রকের আসনে কিন্তু সেই মার্কেট ও CAPITAL ।।। লক্ষ করার মত বিষয় হোল যে মোদিজী দেশের ভিতরে বিভিন্ন বিষয়ে সংঘীদের পাশে থাকলেও বৈদেশিক নীতির ক্ষেত্রে কিন্তু শান্তির কথা শোনাচ্ছেন , প্রবল বাংলাদেশ / পাকিস্তান বিরোধী জিগির তোলার দিকে যাচ্ছেন না , আবার জাতীয়তাবাদি সেন্টিমেন্ট কেও জিইয়ে রাখছেন মায়ানমারে সেনা পাঠিয়ে । মোদিজী শুধু দারুণ salesman নন, মোদিজী এক অতি দক্ষ craftsman ও বটে । CRAFTSMAN OF A 'BEAUTIFUL COCKTAIL' ........
  • যারেদেখতেনারি তারচরণব্যাঁকা | 24.99.23.137 | ২৩ জুন ২০১৫ ১৮:৫২681633
  • "দেশ জুড়ে যোগ চালু করা / চাপিয়ে দেওয়া হোল মোদীর একটি কৌশলী চাল" - মাধ্যমিকে ফিজিকাল এডুকেশনের নাম দিয়ে একটা কম্পালসারি সাবজেক্ট ছিল যেটা তে চক্রাসন , শীর্ষাসন ইত্যাদি মাস্ট ছিল , যোগ ব্যায়ামের উপকারিতা নিয়ে মুখস্ত বলতে হত । তখন অবশ্য সেটা হিন্দুত্ববাদী ছিল না , সেটা দাদুর কোনো "কৌশলী চাল" কিনা জানানেই । সিমিলারলি মধ্যপ্রদেশে আয়ুর্বেদিক হাসপাতাল স্থাপন হিন্দুত্ববাদী কিন্তু বঙ্গে বা কেরালায় তা মনে হয় নি ।
    " যোগের সাথে ফ্রি দেওয়া হোল - সূর্যপ্রণাম , যেটি আবার ধর্মীয় প্রভুত্ত্ব কায়েম করতে " - ওদিকে একাধিক নিউজে লেখা সুর্যপ্রনাম ওম যোগদিবসে কম্পালসারি ছিল না :-)
    http://www.ndtv.com/india-news/firm-on-not-including-surya-namaskar-during-yoga-day-celebrations-centre-772967
    "The controversy has ended. 'Surya namaskar' is not part of the protocol and chanting of 'om' is not compulsory, wherein people can chant in the name of the god they wish," Union Minister of State for AYUSH Shripad Naik said."
  • সে | ২৩ জুন ২০১৫ ১৯:২৬681644
  • এইটেই তো কদিন ধরে বলছি। যোগব্যায়াম তো অনেকদিন থেকেই মাধ্যমিকের পাঠক্রমে ছিলো, খোদ বাম আমলে পর্যন্ত। পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে কতো ব্যায়াম প্রতিযোগিতা হোতো। আরো অনেক আগে থেকেই কত ব্যায়ামাগার ছিলো কত জায়গায়, বিষ্টু ঘোষের আখড়া, মহিলা যোগব্যায়াম সমিতি, ইত্যাদি। কুস্তি ইত্যাদির জন্যে গোবর গুহর জিম্‌ন্যাশিয়াম, ওয়েলিংটনের কুস্তির আখড়া, সমস্তই তো ছিলো।
    এমনকি মূকাভিনয়ের জন্যেও যোগব্যায়াম জানা/করা বাধ্যতামূলক ছিলো। এতে শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়ে। পার্শ্বপ্রতিক্রিয়া নেই। পেশীর শক্তি বাড়ে। রক্তচলাচল ভালো হয়।
    হুট করে এখন যোগব্যায়াম খারাপ হয়ে গেল কীকরে?
  • shibir | 113.16.71.21 | ২৪ জুন ২০১৫ ০০:০০681650
  • "যোগ ব্যায়াম মেডিক্যালি খুব খারাপ জিনিস নয় , মানসিক স্বাস্থ্যের জন্যে / গর্ভবতী মায়েদের জন্যে / chronic back pain এর জন্যে উপকারী বলে প্রমাণিত" সত্যি কি তাই? এই লিন্কটা fb গুরুতে কেউ শেয়ার করেছিল ।
    http://nirmukta.com/2015/06/19/no-yoga-does-not-cure-any-disease/
  • সে | ২৪ জুন ২০১৫ ০০:১১681651
  • অসুখ সারায় তো বলিনি!
    পেশীর শক্তি বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বাড়ায়, রক্তচলাচল ভালো হয়, শুধু তাইই নয়, প্রসবও অনেক সহজ হয়।
    পেশীর শক্তি বাড়লে হাড়ের ওপর ভুলভাল চাপ কম পড়ে, হাড়ের ক্ষতি হবার প্রবণতা কমে। যেকোনো ফিজিওথেরাপিস্ট একথা স্বীকার করবেন। ফ্লেক্সিবিলিটি বাড়লে নানারকম ব্যথা বেদনা, ঘাড়ের ব্যথা স্পন্ডিলাইটিস ইত্যাদির সম্ভাবনা কমে, হাঁটুর ব্যথা হবার চান্স কমে। প্রসূতিরা কিছু আসন করতে পারেন। এতে প্রসবের সময় কষ্ট কম হয়।
  • ranjan roy | 132.180.170.196 | ২৪ জুন ২০১৫ ০০:৪২681652
  • সে'র বক্তব্যের সঙ্গে একমত।
    মোদীকে সমালোচনার অনেক জায়গা আছে। এটাকে ছেড়ে দেওয়াই ভাল।

    ৫০-৬০ তে লেখা শস্তা আমেরিকান থ্রিলার হুলিয়ে পড়েছি। কোল্ড ওয়ারের সময়ে লেখা। নিক কার্টারের হুড সিরিজ। তাতে ভিলেন যত "কোমি বাস্টার্ড"রা। সেখানে সিআইয়ের এজেন্টটিও 'ইয়োগা' করত; তাতে খালি হাতে মার্ডার করতে পারত, নিজেকে বাঁচাতে পারত, আর দারুণ সেক্সুয়ালি পারফর্ম করত।ঃ)))
  • shibir | 113.16.71.21 | ২৪ জুন ২০১৫ ২৩:২৬681653
  • "পেশীর শক্তি বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বাড়ায়, রক্তচলাচল ভালো হয়, শুধু তাইই নয়, প্রসবও অনেক সহজ হয়।"

    এইরকম generalised স্টেটমেন্ট এর পেছনে কি কোনো স্টাডি বা রিসার্চ আছে ?
  • সে | ২৪ জুন ২০১৫ ২৩:৫৮681654
  • আছে তো। স্টাডি করেই দেখা। হয়ত লিংক বানানো হয়নি। রিসার্চ পেপার পাবলিশ করা হয় নি। পেটেন্ট ও নেওয়া হয়নি ,মনে হয়। তাতে করে মূল ব্যাপারটাতো আর পাল্টাচ্ছে না।
  • 4z | 209.7.157.46 | ২৫ জুন ২০১৫ ০০:০৯681623
  • যদি বলা হয় রেগুলার জিমে গিয়ে এক্সারসাইজ করলে উপরিউক্ত বেনিফিটগুলো পাওয়া যায় তাহলেও কি স্টাডির প্রশ্ন আসবে?
  • 4z | 209.7.157.46 | ২৫ জুন ২০১৫ ০০:১১681624
  • যোগব্যায়ামকে কিওর নয় প্রিভেন্টিভ মেজার বলা বেটার। মোদীর এই জোর করে সার্কুলার পাঠিয়ে ব্যায়াম করানো ভুলভাল। এতে র‌্যাদার ক্ষতির সম্ভাবনা বেশি।
  • সে | ২৫ জুন ২০১৫ ০০:২০681628
  • এই ক্লিনিকেও আমি চিকিৎসা করিয়েছি।
    http://www.schulthess-klinik.ch/
    এরাও যোগা করতে বলেছে।
  • 4z | 209.7.157.46 | ২৫ জুন ২০১৫ ০০:২০681627
  • আচ্ছা এই রামদেব, শিল্পা শেঠি এর যে সব য়োগার সিডি বানিয়ে মার্কেটে ছেড়েছে, সেখানে কি বলেছে যে কোন ব্যায়ামগুলো কাদের করা উচিত নয়?
  • shibir | 113.16.71.21 | ২৬ জুন ২০১৫ ০০:১১681629
  • "যোগব্যায়ামকে কিওর নয় প্রিভেন্টিভ মেজার বলা বেটার" আমি যে লিংক টা শেয়ার করেছিলাম সেখানে বলা আছে
    "All the available evidence as of now, and the systematic reviews and meta-analyses, indicate clearly that YOGA DOES NOT CURE or PREVENT, or significantly alleviate, ANY ailment, that affects humans...."

    "Yet, after 100 years of studies that churned out more than 3000 papers, the proponents of ‘yoga therapy have failed to find any conclusive evidence for the efficacy of yoga in treating any illness. They have not even been successful in standardizing the so called yoga therapy."

    অর্থাৎ স্টাডি যা আছে সেগুলো খুব একটা জোরালো ভাবে যোগার উপকারিতা প্রমান করেনা ।

    জিম এর জন্যও স্টাডির প্রয়োজন আছে বৈকি । আমার মনে হয় সেগুলো আছে।
  • SS | 160.148.14.8 | ২৬ জুন ২০১৫ ০০:১৫681630
  • NIH এর ওয়েব্সাইট থেকে -
    One NCCIH-funded study of 90 people with chronic low-back pain found that participants who practiced Iyengar yoga had significantly less disability, pain, and depression after 6 months.
    In a 2011 study, also funded by NCCIH, researchers compared yoga with conventional stretching exercises or a self-care book in 228 adults with chronic low-back pain. The results showed that both yoga and stretching were more effective than a self-care book for improving function and reducing symptoms due to chronic low-back pain.
    Conclusions from another 2011 study of 313 adults with chronic or recurring low-back pain suggested that 12 weekly yoga classes resulted in better function than usual medical care.
  • SS | 160.148.14.8 | ২৬ জুন ২০১৫ ০০:১৭681631
  • আরো পেলাম,

    Recent studies in people with chronic low-back pain suggest that a carefully adapted set of yoga poses may help reduce pain and improve function (the ability to walk and move). Studies also suggest that practicing yoga (as well as other forms of regular exercise) might have other health benefits such as reducing heart rate and blood pressure, and may also help relieve anxiety and depression. Other research suggests yoga is not helpful for asthma, and studies looking at yoga and arthritis have had mixed results.
  • SC | 83.222.179.56 | ২৬ জুন ২০১৫ ১০:১৫681632
  • হ্যান, এবারে সকলকে একদম গুলিয়ে দিয়েছে। এমন চাল চেলেছে মুদির বাচ্চা, যে গুরুর বাঘা বাঘা বামপন্থীরা অব্দি পরেশান হয়ে গেছে। অফস্পিন না লেগস্পিন, বুঝতে পারছে না।
    যোগ ব্যায়াম করা তো ভালো জিনিস বটেই, তার বিরুদ্ধে আর কি করে তর্ক করা যায়। কিন্তু ব্যাপারটা তো তা নয়, ব্যাপারটা হচ্ছে এই যোগ বয়াম এর মধ্যে দিয়ে আমাদের একটা ভারতীয় আইডেন্টিটি তৈরী করার চেষ্টা হচ্ছে, যে আইডেন্টিটি তা প্রচন্ড ভাবে হিন্দু। প্রোপাগান্ডা এভাবেই শুরু হয়। যদি বলত, সকলে গমুত খাও, লোকে ভাগিয়ে দিত। এরা স্লো পৈসনিং করছে, আসতে আসতে এক ইঞ্চি এক ইঞ্চি করে ঢুকছে, এমন ভাবে যে সবচেয়ে বড় সমালোচকও আঙ্গুল তুলতে পারবে না।
    এরপরে হবে গীতা পড়। কেউ যদি বলে না, বলবে কেন? গীতা তে খারাপ কিছু লেখা আছে। ভালো হয়ে চল, সত্যি কথা বল, এ তো সব ধর্মের কথা। মুসলমান দের তো আপত্তি থাকার কথা নয়। তার পরে এভাবে এগোতে থাকবে। একদিন বলবে সকলকে গমুত খেতে হবে। চাল্লাইন রিসাচ পেপার চলে আসবে, খুব ভালো বলে। এক ইঞ্চি এক ইঞ্চি করে জমি ছাড়তে ছাড়তে একদিন দেখা যাবে আর পায়ের তলায় জমি নেই।
    হারামি মোদীর পো কোথাকার। কিছুতেই বাগে আনা যাচ্ছে না। :(
  • omnath | 190.148.69.210 | ২৬ জুন ২০১৫ ১০:৩২681634
  • SC-তো অমৃতলালের রুটি মারবেন এবার। "ক" থেকে একেবারে কালিদাস অব্দি টেনে নিয়ে গেছেন। থামলেন কেন ? কিভাবে সমস্ত মুসলিম দের গ্যাস চেম্বার এ ঢোকানো হবে , সেটাও বলে ফেলুন।
  • :-) | 125.112.74.130 | ২৬ জুন ২০১৫ ১০:৪৬681635
  • SS এর NIH এর লিংক
    https://nccih.nih.gov/health/yoga/introduction.htm
    https://nccih.nih.gov/news/multimedia/infographics/yoga
    NIH যোগাসন কে Yoga as a Complementary Health Approach বলেছে ।আমি তো NIH কেই মেডিকেল ডোমেনে বেশি reliable মনে করি ।সে ঠিক ই ধরেছেন "যোগব্যায়াম তো অনেকদিন থেকেই মাধ্যমিকের পাঠক্রমে ছিলো, খোদ বাম আমলে পর্যন্ত। পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে কতো ব্যায়াম প্রতিযোগিতা হোতো।" তখন যোগব্যায়াম বোধ হয় "ভারতীয় আইডেন্টিটি" ছিল না , এখন ওটা দুম করে খুব খারাপ জিনিস হয়ে গেল ! :-)
  • SC | 83.222.179.56 | ২৬ জুন ২০১৫ ১১:৫৮681636
  • না, খারাপ বলতে পারছি না তো। খারাপ কেন হবে। আমার বক্তব্য যোগাসন ভালো কি খারাপ তা নিয়ে নয়, আমার বক্তব্য স্টেট এর জ্যাঠামশায় গিরি নিয়ে।
    পৃথিবীর সব authoritarian ideology চায় সকলের জ্যাঠামশায় হতে। এইটা আপনার জন্য ভালো, এইটা করবেন, ঐটা ভালো নয়, করবেন না। এইরকম। দক্ষিনপন্থীদের একটা গোষ্ঠী আবার এর ঘর বিরোধী, তারা বলেন "nanny স্টেট" । এই মোদী আসতে আসতে সে nanny স্টেট হচ্ছে।
    যোগ করা ভালো তো কি হয়েছে? শরীর ভালো রাখার জন্য লোকে দৌড়তে পারে, সাঁতার কাটতে পারে, যোগ করতে পারে। সে তো তার নিজের ব্যপার। এ নিয়ে স্টেট কেন মাথা ঘামাবে, জ্যাঠামশায় গিরি করবে।
    বললাম তো দরজা তা একবার ফাঁক করে দিন, হাসি হাসি মুখ করে ওরা ওপারে দাঁড়িয়ে আছে। "কাকিমা একটা শ্যাম্পু বিক্রি করতে এসেছি"।
    বাড়িতে ঢুকে পড়লে কিন্তু মুখের চেহারা পাল্টে যাবে।

    এবারে কে আবার বললেন ওই গ্যাস চেম্বার। ছি, ছি, কি যে বলেন। না না, ওদের জন্য উন্নয়ন হবে। কিন্তু কুকুর যদি ট্রাক এর সামনে চলে আসে, তাহলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই আর কি। ওরাম মাঝে মাঝে হতে পারে। অমৃতলাল কে দরকার নেই, ইউটুবে গুজরাট riots সার্চ করলেই যথেষ্ট।
  • সে | ২৬ জুন ২০১৫ ১২:০৫681637
  • স্টেট সকলকে যোগাসন করতে জোরাজুরি করছে নাকি? তাহলে তো খুবই বাজে ব্যাপার।
  • জোরাজুরি | 125.112.74.130 | ২৬ জুন ২০১৫ ১২:৩৭681638
  • মশাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকে নব্বই দশকের মাঝামাঝি অবধি কম্পালসারি physical education ছিল ,দুষ্টু লোকে বলে ওই সাবজেক্ট রাখা ছিল ক্যাডার দের চাকরি দেবার কল । সেখানে চক্রাসন শীর্ষাসন ইত্যাদি করা মাস্ট ছিল। আর ২১ তারিখ UN ঘোষিত যোগদিবস এ শবাসন করতে গিয়ে রেলমন্ত্রী ঘুমিয়ে পড়ল । তার কিছু তো হয় নি :-)
    তবু লোক কে শরীরচর্চা তে পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকারী প্রচার মানেই স্টেটের জোরাজুরি যেহেতু এটার প্রধানমন্ত্রী মোদী :-)
  • SC | 83.222.179.56 | ২৬ জুন ২০১৫ ১৩:৪০681639
  • না জোর করেনি, জোর করার দরকার পড়ে না। ওই স্কুল গুলো কে বলেছে তোমরা এলেও পারো, না এলেও পারো। :)
    ওরাম হয়। যখন ছোট ছিলাম, বাড়িতে সিপিএম এর ছেলেরা এসেও মাকে বলত, বৌদি এবারেও আমাদের কেই ভোট টা দিচ্ছেন তো। ওরাও জোর করত না। :)
    http://www.firstpost.com/india/yoga-compulsory-subject-central-govt-schools-heres-plan-2306796.html
    এরপরে নাকি বলেছে না, কিছু চয়েস থাকবে।
    আবার কেউ কেউ অতি ভক্তি দেখুন তো:
    http://www.jantakareporter.com/india/iit-roorkee-calls-for-one-week-compulsory-yoga-camp/4574
    মোদী স্যার কিন্তু কিছুই compulsary বলেনি, কোনো জোরাজুরি নেই। অন্যলোকে জোর করলে কি আর করা যাবে।

    শরীরচর্চা করতে গেলে যোগই কেন করতে হবে বুঝলাম না। আমার তো পাতি কথা হেবি বোরিং লাগে। বুড়োদের মত এক জায়গায় বসে কি সব হাবিজাবি। তার থেকে মাঠে গিয়ে একটু দৌড়লে হয়। যার যা ইচ্ছা। মোদীর জ্যাথামষায়গিরির কি দরকার।
  • সিকি | ২৬ জুন ২০১৫ ১৩:৪৫681640
  • আমি ৯৩ মাধ্যমিক। ফিজিকাল এডুকেশন ছিল বটে কিন্তু স্কুলে বা পরীক্ষায় আমাকে কখনও যোগাসন করতে হয় নি। নেভার।
  • sm | 233.223.159.253 | ২৬ জুন ২০১৫ ১৪:৫৬681641
  • আমাদের সময় মাধ্যমিকে ফিসিকাল এজুকেশনের পরীক্ষায় পছন্দমতন একটা যোগাসন করতে বলা হত।
    তবে যোগাসন কোনো খারাপ জিনিস নয়।এটা হিন্দু না বলে ভারতীয়ক্সাল্চার হিসেবে দেখায় শ্রেয় । অনেক দেশেই কালচার অনুযায়ী কিছু জিনিস করা হয়। যেমন চিনে তাই চি।
  • vix | 131.241.218.132 | ২৬ জুন ২০১৫ ১৫:০০681642
  • আমি ৯৫ মাধ্যমিক WBBSE বাংলা মাধ্যম স্কুল । স্কুলে work edu (৫০)physical edu (৫০) ১০০ নম্বরের mandatory সাবজেক্ট ছিল, ৮-৯-১০ এবং মাধ্যমিকে যোগাসন করতে হয়েছিল , তার আবার ওরাল ও ছিল সেখানে যোগাসনের উপকারিতা মুখস্ত বলতে হত ।
  • সিকি | ২৬ জুন ২০১৫ ১৫:০৯681643
  • ছোটবেলায় পাড়ার ক্লাবে যোগাসন করেছি প্রায় আড়াই বছর।

    তবে সূর্যনমস্কার বা যোগাসন করার সময়ে "ওম্‌" বলার কালচার বিজেপি যুগ আসার আগে শুনি নি।
  • 4z | 86.71.60.137 | ২৬ জুন ২০১৫ ১৯:৫৮681645
  • যোগাসনকে ধর্মীয় বা ভারতীয় কালচার হিসেবে দেখার দরকারটা কি? এটাকে জাস্ট অ্যানাদার ফর্ম অফ এক্সারসাইজ বলে দেখলেই তো হয়। রামদেব আর তার চ্যালাদের এই যোগায় ক্যান্সার সারায়, এইডস সারায় এই হ্যান ত্যান ক্লেমগুলো তো পুরো ভুলভাল। মিস-ইনফর্মেশনের হদ্দমুদ্দ। নিজেকে ফিট রাখার জন্য কেউ সকালে উঠে দৌড়বে, কেউ জিমে যাবে, কেউ যোগা করবে, কেউ অন্য কিছু - এটা প্রত্যেকের পার্সোনাল চয়েস। এতে সরকার বেফালতু নাক গলালে যা হওয়ার তাই হচ্ছে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন