এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইরাণের নাকখঁত-কিন্ত টিকিবে কি?

    bip
    অন্যান্য | ১৫ জুলাই ২০১৫ | ২৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ | 79.138.209.156 | ১৫ জুলাই ২০১৫ ০৮:৫১683984
  • চব্বিশ মাস দরাদরির পরে ইরানের সাথে আমেরিকার রফা সম্পূর্ন হইল!! আমেরিকার কাছে মাথা নত করে নিউক্লিয়ার বোমা থেকে বিরত থাকা ছাড়া ইরানের হাতে অন্যকোন উপায় ছিল না। ব্যাণিজ্যিক নিশেধাজ্ঞার আগে ইরান বিক্রি করত দৈনিক তিন মিলিয়ান ব্যারেল তেল। আমেরিকার আরোপিত নিশেধাজ্ঞার চাপে সেটা এখন এক মিলিয়ান ব্যারেলে। তাও ইরান টেনে দিচ্ছিল কারন তেলের বর্ধিত দাম। গত বছর থেকে ক্রুডের দাম কমে যাওয়ায় এখন ইরানে লালবাতি জ্বলেছে। ডিল সাইন না করে ইরাণের হাতে উপায় ছিল না। চুক্তি মোতাবেক আন্তর্জাতিক নিউক্লিয়ার ইনস্পেক্টররা ইরানের যেকোন সাইট ভিজিট করতে পারেন। মিলিটারী সাইট ও। এ ডিল হচ্ছে পাতি নাখ খঁত দেওয়া। ইরাণের মোল্লাদের কেউ বিশ্বাস করে না। করার কথাও না। আমার ধারনা তেলের দাম বাড়লে ইরানের মোল্লারা আবার বেঁকে বসবে। তবে আপাতত উপায় নেই। ইরানের অর্থনীতি সম্পূর্ন ধ্বংস। বেকারত্ব বাড়তে থাকলে ধ্বংস হবে মোল্লাতন্ত্র। সুতরাং আমেরিকার কাছে নতজানু হওয়া ছাড়া এই মুহুর্তে ওদের সামনে উপায় ও ছিল না।

    আন্তর্জাতিক বাজারে তেলের দাম এতে কমবে? আমার মতে ফ্রাকিং আবিস্কারের পরে তেলের মার্কেটে মধ্যপ্রাচ্য এখন নন-প্লেয়ার। তেলের দাম কমেছে কারন ওপেক আর তেলকে নিয়ন্ত্রন করতে পারবে না -তেলের দাম বাড়ালেই ফ্রাকিং বাড়িয়ে আমেরিকা তেলের মার্কেট ধরে নেবে।সুতরাং তেলের দাম আর বাড়ার সম্ভাবনা নেই। কারন এখন থেকে ওপেক না আমেরিকান প্রযুক্তিই তেলের দাম নিয়ন্ত্রন করবে।

    তবে ইরানের জন্য দুঃখ হয়। ইরানিয়ানরা বুদ্ধিমান জাতি। কিন্ত ওই যে? ধর্মীয় উগ্রবাদ নামক নরকের কবলে পড়লে রক্ষা নাই। ইসলামিক বিপ্লব দেশটাকে শেষ করে দিয়েছে । নইলে ইরানের ডাক্তার ইঞ্জিনিয়াররা খুব দক্ষ। আমার দাঁতের ডাক্তার ইরানিয়ান মহিলা। আমার বেশ কিছু ঘনিষ্ট ইঞ্জিনিয়ার ইরানিয়ান। এমন এক স্মার্ট জাতিও ধর্মের দশচক্রে ভূতাবি ভব । ভারত ও সেই দিকেই এগোচ্ছে আস্তে আস্তে।
  • সিকি | ১৫ জুলাই ২০১৫ ০৯:২৯683995
  • নাক খত-এ চন্দ্রবিন্দু হয় না।
  • Bratin | 122.79.38.64 | ১৫ জুলাই ২০১৫ ০৯:৫৩684006
  • আর কী হবে?

    ব্যালান্স অফ পাওয়ার নষ্ট হতে গেছে।বেটার ছেলে দাদাগিরি তো চালাবেই ঃ((
  • সিকির জন্যে | 118.85.88.75 | ১৫ জুলাই ২০১৫ ১০:২৮684011
  • সম্পূর্ন
    ব্যাণিজ্যিক
    নিশেধাজ্ঞার
    কারন
    নাখ
    খঁত
    মুহুর্তে
    আবিস্কারের
    নিয়ন্ত্রন
    দশচক্রে ভূতাবি ভব
  • dd | 116.51.136.166 | ১৫ জুলাই ২০১৫ ১০:৫৬684012
  • ফ্রাকিং বানানটাও কি ভুল হয়েছে?
  • - | 75.49.14.80 | ১৫ জুলাই ২০১৫ ১২:০০684013
  • Fracking আবিষ্কারের পর আম্রু দেশের ব্যাগড়াবাবুরা শোর মাচিয়েছিল বটে। ভিডিও ফিডিও ছেড়েছিল। বুশ আর রিপাব্লিকানরা ঝামা ঘষে দেবার পর কিছু করতে পারে নি। ওদের কথা শুনে fracking বন্ধ করে দিলে আজকে $55-$60 লেভেলে তেল দেখতে হোতোনা।
  • PM | 59.14.155.207 | ১৫ জুলাই ২০১৫ ১২:৪৯684014
  • ইরান যদি হাঁটু মুড়ে বসেই গেছে তো ইজরায়েলের প্রাইমিনিস্টার এরকম চেঁচাচ্ছে কেনো?

    Israeli leaders condemn Iran deal, ‘one of the darkest days in world history’

    https://www.washingtonpost.com/world/israel-blasts-iran-deal-as-dark-day-in-history/2015/07/14/feba23ae-0018-403f-82f3-3cd54e87a23b_story.html?tid=HP_lede?tid=HP_lede

    কিছু পয়েন্ট কালকের চুক্তির ওপোর-

    - ১ সপ্তাহের মধ্যে UN, EU র অর্থনৈতিক নিষেধ উঠে যাবে। আমেরিকার স্যন্কসন উঠবে ২ মাসের মধ্যে। কারন ওদের কংগ্রেসের কাছ থী অনুমতি নিতে হবে। এটা সহজ নয়। গতবার স্যান্ক্সন পাস হয়েছিলো ১০০-০ আর ৪০০-২৫ ভোটে। ওবামা বলেছে দরকারে ভিটো ব্যবহার করবে।
    - ইরানের নিউক্লিয়ার সাইট ইন্স্পেকসানের পরে ( কয়ক মসের মধ্যে) সাধারন অস্ত্রের ওপোর নিষেধাজ্ঞা উঠে যাবে

    - ৫ বছরের মধ্যে শান্তিপুর্ন পরমানু শক্তির ওপোর আর অস্ত্রের ওপোর সব নিষেধাজ্ঞা উঠে যাবে

    - ৮ বছর বাদে ব্যালেস্টিক মিসাইলের ওপোর নিষেধাজ্ঞা উঠবে।

    দেখে তো মনে হচ্ছে না যে সৌদি হাটু মুড়ে বসেছে।

    বরং অনেকে লোকেই উল্টো কথাই বলছে-

    Israel will be most publicly hostile to the Iran deal. But Saudi Arabia is most damaged by it.
    — ian bremmer (@ianbremmer) July 14, 2015

    The parade of concessions to Iran continues, paving Iran's way to nukes, giving it billions for terrorism & conquest. pic.twitter.com/u60mKDPnqi
    — PM of Israel (@IsraeliPM) July 12, 2015

    The parade of concessions to Iran continues, paving Iran's way to nukes, giving it billions for terrorism & conquest. pic.twitter.com/u60mKDPnqi
    — PM of Israel (@IsraeliPM) July 12, 2015

    Iran's ruler Khamenei said Iran needs to fight the US regardless of an agreement, while Rouhani leads a march of hate pic.twitter.com/VPJ752rrWh
    — PM of Israel (@IsraeliPM) July 12, 2015
  • Ekak | 113.6.157.185 | ১৫ জুলাই ২০১৫ ১৩:০৪684015
  • একটা প্রসেস জাস্ট শুরু হলো । এখনি এত চেঁচামেচির কিছু নেই । তবে আমেরিকা যথেষ্ট হোমওয়ার্ক করে নিয়েছে স্বয়ংসম্পূর্ণ হবার । ফ্র্যকিং দিয়ে একশ ভাগ চাহিদা পূর্ণ হবেনা ঠিকই কিন্তু ইলেক্ট্রনিক কার মার্কেট কে যেভাবে ব্যাক করা হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে তেল এর বাজার একটা বড় ধাক্কা খাবে । চায়না অলরেডি টেসলা রিসেন্ট মডেল এর তিরিশ শতাংশ বুক করে নিয়েছে । তেল এর ব্যবহার কমিয়ে আনা এবং যেটুকু ব্যবহার হবে সেটুকু ফ্র্যকিং দিয়ে চালিয়ে নেওয়া এটাই এখন আমেরিকার উদ্দ্যেশ্য । এটা একটা সাস্তেইনেব্ল মডেল হিসেবে দাঁড়িয়ে গেলে অয়েল এক্স্পর্তার দেশগুলোকে ভালো রকম চাপে রাখা যাবে । পাওয়ার প্যাক নিয়ে এখনো একটা চাপ আছে কিন্তু সুপার ক্যাপাসিটর নিয়ে গবেষণাও থেমে নেই । বৈদ্যুতিক গাড়ি খুব দুরে নয় । ফোর্ড এর পর দিস ইস গোয়িং টু বি সেকেন্ড আমেরিকান ইনোভেশন যা বিশ্বের বাজারে দিস্রাপ্তিভ প্রভাব রাখবে । ইকনমিক ,পলিটিকাল বোথ।
  • দেব | 135.22.193.150 | ১৫ জুলাই ২০১৫ ১৩:২০684016
  • "সৌদি হাটু মুড়ে বসেছে"

    পিএম বোধহয় ইরান বলতে চেয়েছেন।
  • PM | 116.76.129.60 | ১৫ জুলাই ২০১৫ ১৩:২৩683985
  • দুঃখিত, ওটা ইরান হবে। ধন্যবাদ দেব
  • PM | 116.76.129.60 | ১৫ জুলাই ২০১৫ ১৪:১১683986
  • “Iran is going to receive a sure path to nuclear weapons,” Prime Minister Benjamin Netanyahu said. “Many of the restrictions that were supposed to prevent it from getting there will be lifted.”

    With the removal of economic sanctions, Netanyahu warned, “Iran will get a jackpot, a cash bonanza of hundreds of billions of dollars, which will enable it to continue to pursue its aggression and terror.”

    Netanyahu’s hard-line coalition partner, Education Minister Naftali Bennett, added: “Today a terrorist nuclear superpower is born, and it will go down as one of the darkest days in world history.”
  • ঊমেশ | 118.171.128.168 | ১৫ জুলাই ২০১৫ ১৫:২৬683987
  • একেই বোধহয় বলে পারফেক্ট ডিপ্লোমেটিক ডিসিশন।
    যেখানে দুপক্ষই ভাবছে শেষ পর্যন্ত আমি-ই জিতলাম।
  • PM | 59.14.110.157 | ১৫ জুলাই ২০১৫ ১৬:১৫683988
  • বাজারে খবর ইরানের প্রয় ১০০ বিলিয়ন বাজারে আটকে আছে এম্বারগোর জন্য। মুলতঃ তেল বিক্রির টাকা। এবার সবটা একসাথে পাবে ঃ)
  • সুকি | 129.160.188.61 | ১৫ জুলাই ২০১৫ ১৬:৪৭683989
  • ইরান বিষয়ক আলোচনায় বিশেষ কিছু বলার নেই, তবে আমার ব্যক্তিগত ধারণা শুধু মাত্র 'তেল' এর উপর ভিত্তি করে হার জিত বিচার না করাই ভালো।

    তবে ফ্র্যাকিং ইত্যাদি নিয়ে কিছু বলার ছিল। তেল ইন্ড্রাষ্টী এই সব নিয়ে যুগান্তকারী মন্তব্য করার আগে, তেল ইকনমি বিষয়ক কিছু পড়াশুনা করে নিলে মনে হয় ভালো হয়। যদিও বিপ স্যার এখানে 'আমার মতে' ক্লজ ইউজ করে বেরিয়ে যাবার রাস্তা ফাঁকা রেখেছেন, তবুও বলার ছিল "ফ্রাকিং আবিস্কারের পরে তেলের মার্কেটে মধ্যপ্রাচ্য এখন নন-প্লেয়ার" - ইহা অতি অপরিণত মন্তব্য। তেল ইণ্ডাষ্টী সম্পর্কে একটু খোঁজ খবর রাখলে এটা বলার আগে দুই বার ভাবতেন।

    "তেলের দাম বাড়ালেই ফ্রাকিং বাড়িয়ে আমেরিকা তেলের মার্কেট ধরে নেবে" - এখানে মার্কেট ধরে নেবে বলতে কি আমেরিকা তেলের দাম কমিয়ে দেবে বলা হয়েছে ফ্র্যাকিং এর সাহায্য নিয়ে? আমি ফ্র্যাকিং অর্থে হাইড্রলিক ফ্র্যাকিং ধরে নিচ্ছি - আর আমেরিকা ফ্র্যাকিং মার্কেট বলতে Onshore সেল গ্যাস-তেল ধরে নিচ্ছি। কিন্তু এটা খোঁজ রাখেন কি ৫০ ডলার তেলের ব্যারেল হলে সেটা আমেরিকার ৯৯% সেল-ওয়েল ফিল্ডের ব্রেক ইভেন প্রাইস এর থেকে কম? তেল মার্কেট চিকেন-এগ সিচ্যুয়েশন। একটু ভেবেছেন কি কে্ন সৌদি, ইরাক, রাশিয়া এরা তেল প্রোডাকশন কমিয়ে তেলের দাম বাড়ানোয় মন দিচ্ছে না? ইন ফ্যাক্ট এই তিন দেশ তেলের দাম কমার পর গত দশকের সবচেয়ে বেশী প্রোডাকশন দিয়েছে! ব্যাপারটা কি কাক তলীয়?

    এটা খোঁজ নিয়েছেন কি কটা ফ্র্যাকিং ওয়েল ফিল্ড বন্ধ হয়ে গেছে তেলের দাম কমার পর আমেরিকায়? তেলের দাম কমার পর ৭৩১ তা মতন ফ্র্যাকিং রিগ বন্ধ হয়ে গেছে আমেরিকায় New Mexico, Texas, North Dakota, Oklahoma, Louisiana তে প্রধানত। শেল ওয়েল ফ্র্যাকিং আর কানাডার টার হচ্ছে পৃথিবীর সবচেয়ে কষ্টলি (এবং নোংরা) তেল উৎপাদন, আর সেখানে পারশিয়ান গালফ সবচেয়ে সস্তা। এই সব নিয়ে গুগুল করলেই ইনফো পেয়ে যাবেন, তাই আর লিঙ্ক দিচ্ছি না আলাদা করে।

    তাই কে কাকে টাইট দিচ্ছে কেস অত সরল নয়।
  • bip | 79.138.209.156 | ১৫ জুলাই ২০১৫ ১৭:৫৮683990
  • সুকি
    আমি কি কিছু ভুল লিখেছিলাম? ফ্রাকিং না এলে কি ওপেক তেলের দাম কমাত ফ্রাকিং বন্ধ করার জন্য?
    কিন্ত পারবে না। ফ্রাকিং এর এখন ব্রেক ইভেন হয় ৫২ ডলারে। সেটাকে ওরা ৩০ ডলারে নামানোর চেষ্টা করছে।
  • PM | 59.14.110.157 | ১৫ জুলাই ২০১৫ ১৮:০০683991
  • যতটুকু জানি আমেরিকায় শেল তেল্লের ব্রেক ইভন খরচ ৬৫ ডলার প্রতি ব্যারেল। ৫০ ডলার তেলের দমে শেল অয়েল এক্সট্রাকসন ফিসিবল নয়।

    কিন্তু তেলের দাম যদি ৭৫ ডলার + হয় তাহলে শেল অয়েল লাভ জনক হবে। তাতে সেক্ষেত্রে আমেরিকা তেল আমদানি করবে না। এক্সপোর্ট ও করতে পরে। এই কারনেই ওপেক আগের অভ্যেসে তেলের উৎপাদন কমিয়ে দাম বাড়াচ্ছে না।

    এটা কি ভুল ধারনা? একটু বুঝিয়ে বলুন সুকি। সেক্ষেত্রে বিপ-ও তো এটাই বলতে চেয়েছেন মনে হয়
  • সুকি | 129.160.188.61 | ১৫ জুলাই ২০১৫ ১৯:৩৮683992
  • সরি, আমি "তেলের দাম বাড়ালেই ফ্রাকিং বাড়িয়ে আমেরিকা তেলের মার্কেট ধরে নেবে" এই বাক্যটি নিয়ে একটু ধ্বন্ধে ছিলাম, তাই আমার পোষ্টে সেটা ক্লারিফাই করতে চেয়েছিলাম। কিন্তু 'মার্কেট' ধরে নেওয়া বলতে কি বলা হচ্ছে? এর অর্থ কি যে শেল ফ্র্যাকিং থেকে আমেরিকা এতো তেল বের করবে যে আমেরিকা রপ্তানি করার মত অবস্থায় চলে আসবে? ধরা যাক এই মুহুর্তে আমেরিকা ৭-৮ মিলিয়ন ব্যারেল তেল দৈনিক আমদানি করছে - তা শেল ফ্র্যাকিং থেকে কি এতো তেল আসা শুরু হয়ে যাবে? আর শুরু যদি হয়েও যায়, তা হলে সেটা কতদিন সাষ্টেন করা যাবে? আমেরিকার রিজার্ভ কত?

    এই সব প্রশ্ন আর কি - আর সেই সব আলোচনা না করে, "ফ্রাকিং আবিস্কারের পরে তেলের মার্কেটে মধ্যপ্রাচ্য এখন নন-প্লেয়ার" এটা কি একটু বাড়াবাড়ি দাবি হয়ে গেল না? ২০১৪ এর মধ্য ভাগে তেলের দাম ছিল ১০৫ ডলার, বছরের শেষে সেটা হয়ে গেল ৬৫ ডলার! শেল ফ্র্যাকিং কি এতো রেলিভ্যান্ট হয়ে গেল নাকি যে ছয় মাসের মধ্যে তেলের দাম অর্ধেক হয়ে যেতে হবে! তাই ভাবছিলাম প্রচলিত থিওরি ছাড়াও ভিতরের কিছু ব্যাপার আছে কিনা - ইন্টারনেট সার্চ করলে যদিও সৌদি শেল ফ্র্যাকিং কে টাইট দিতে তেল উৎপাদন কমাচ্ছে না, এমন থিওরীতে ভরা।
  • S | 139.115.2.175 | ১৬ জুলাই ২০১৫ ০৬:৩৭683994
  • বেশি না পড়েই কতগুলো মন্তব্য করছি।
    ১) ফ্রাকিঙ্গ বন্ধ তেলের দাম কম বলে। এখন নাকি এই কম দামে যত পারছে বাইরে থেকে তেল আমদানি করা হচ্ছে। ফলে এক হাতে যেমন ফ্রাকিঙ্গ ইন্ডাস্ট্রি ঝার খেলো কিন্তু লোকে সুফলও পাচ্ছে তেলের কম দামের জন্যে। অন্যদিকে, "সৌদি শেল ফ্র্যাকিং কে টাইট দিতে তেল উৎপাদন কমাচ্ছে না, এমন থিওরীতে ভরা।" - সউদিরা তাই দাবি করছে।
    ২) ওয়ার অন টেররের একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হোলো ফাইনান্সিয়ালটা/ফান্ডিঙ্গ বন্ধ করে দেওয়া। সেইজন্যে তেলের উপরে নির্ভরশিলতা কমাতে হবে - এটা মনে হয় এখন পলিসি লেভেলে চলে গেছে। আর তেলের দাম কম থাকলে একই সাথে রাশিয়া আর ইরানকেও টাই দেওয়া যাবে।
    ৩) ফ্রাকিঙ্গের ব্রেক ইভন জানিনা, কিন্তু দাম বাড়লে ঐ তেল দেশে আনারও খরচ বাড়ে - লজিস্টিক ইত্যাদি। আর তেলের অত প্রোটেকশন কে দেবে?
    ৪) এই ডিলের ফলে মুলতঃ ঝার খেলো চায়না। ওয়েস্ট ইউরোপের নাকি খুব ইন্টারেস্ট আছে ইরানের তেলের উপরে। ফলে চায়নাকে এখন ঠিক ঠাক দাম দিতে হবে, আগে ডিসকাউন্টে নিচ্ছিলো। ইন্ডিয়াও। এমনকি শুনলাম ইন্ডিয়া মুলতঃ বার্টার সিস্টেম চালাচ্ছিলো, কিন্তু এমন জিনিস দিচ্ছিলো যেগুলোর ইরানের কোনো দরকার নেই। সেই এক চেটিয়েপনাটা গেলো।
    ৫) ইরানের বাইরে টাকা আটকে আছে, সেইটা এই সুযোগে ফিরত পাবে। আর যেসমত জিনিসের উপরে স্যান্কশন ছিলো না, ফাইনান্সিয়াল স্যন্কশনের ফলে সেগুলো-ও ইম্পর্ট করতে পারছিলো না।
    ৬) আইসিসের একটা ফ্যাক্টরও আছে এখানে। আইআইসিসকে একমাত্র ইরানই কন্টেইন করতে পারে, অতএব এই মুহুর্তে কিছুটা হলেও ইন্টারেস্ট অ্যালাইন্ড হচ্ছে। ইজরায়েল আর সঔদিদের চিন্তার যথেষ্ট কারণ আছে - এই ক্লেরিক রেজিম আবার কবে বেঁকে বসবে, কে জানে। তখন সামলানো মুশকিল হবে।

    ইরানের জনতারা হেব্বি ট্যালেন্টেড। এই জেনেরেশনের যে কজনকে দেখেছি মুলত এথিইস্ট। বলতে দ্বিধা নেই খুব স্ট্রিট স্মার্ট আর ইন্টেলিজেন্ট, একইসাথে।
  • S | 139.115.2.175 | ১৬ জুলাই ২০১৫ ০৬:৪০683996
  • একটা ক্ল্যারিফিকেশনঃ
    " ফ্রাকিঙ্গের ব্রেক ইভন জানিনা, কিন্তু দাম বাড়লে ঐ তেল দেশে আনারও খরচ বাড়ে - লজিস্টিক ইত্যাদি।" - এখানে ঐ তেল বলতে ইম্পোর্টেড তেলের কথা বলেছি, ফ্র্যাকিঙ্গ নয়।
  • S | 139.115.2.75 | ১৬ জুলাই ২০১৫ ০৮:৫৩683997


  • জানিনা এই ব্রেক ইভেন ঠিক কোন লেভেলে - এক্সট্রাকশন, প্রোডাকশন, নাকি কন্জুমার প্রাইস।
  • S | 139.115.2.75 | ১৬ জুলাই ২০১৫ ০৮:৫৫683998


  • এইটাও ইম্পর্ট্যান্ট।
  • PM | 11.187.177.230 | ১৬ জুলাই ২০১৫ ১০:৫৫683999
  • আমেরিকার আভ্যন্তরীন লবি গ্রুপেদের মধ্যে এন্তার ঝামেলা চলছে। অমেরিকায় ইজরায়েল আর সৌদি লবি গ্রুপ মারাত্মক শক্তিশালী (রিপাবলিকানদের মধ্যে তো বটেই) । তারা কোমোর বেঁধে নেমেছে চুক্তি আটকাতে।

    ওবামা সাহেব কিভাবে এটা সামলান সেটা দেখাটা ইন্টারেস্টিং হবে।
  • SC | 83.222.179.56 | ১৬ জুলাই ২০১৫ ১১:০৩684000
  • খ্যাল রাখবেন ওবামার এখন স্লগ ওভার। সেহবাগের ন্যায় চালাবার জন্য এইটাই মোক্ষম সুযোগ।

    ইরান এর যাদের আপনারা আমেরিকা তে দ্যাখছেন, ওনারা তেহরানের শহুরে বাবু। পুরো ইরান ওরকম নয়।
    সিকুলার দের ইরান চালানোর অনেক সুযোগ দেওয়া হয়েছে। তারা ছড়িয়ে লাট করেছে। আজ আর ওসব বলে লাভ নেই।
  • SC | 83.222.179.56 | ১৬ জুলাই ২০১৫ ১১:০৬684001
  • ইলেকট্রিক কার এর পিছনে শুধু লবি থাকলেই তো হবে না, physics ও থাকতে হবে।
    টেসলা এখন সিলিকন ভ্যালির সবচেয়ে হট কোম্পানি দের মধ্যে অন্যতম, কিন্তু কদ্দুর এগোতে পারে দেখা যাক।
    তবে পারলে ইলন মাস্কই পারবে, ছেলে বাঘের বাচ্চা।
  • - | 75.49.14.162 | ১৬ জুলাই ২০১৫ ১১:৩৪684002
  • $70 break even পুরানো হিসেব। আগে এক্স সিটু টেকনোলজি ব্যবহার করা হোত তাই বেশি খরচ পড়ত। এখন ইন সিটু টেকনোলজি ইউস করছে তাই এখন $30-40/bl break even. ক্রুডের দাম $50-55তে নামলেও শেল অয়েল প্রোডিউসাররা করে খেতে পারবে আর সেটাই হচ্ছে। শেল অয়েলের টেকনোলজি অসম্ভব দ্রুত বদলাচ্ছে বলে খোদ USDOE সাস্টেইনিবিলিটি প্রোজেকশন করতে হিমসিম খেয়ে যাচ্ছে। তবে শেল ওয়েলের প্রোডাকশন লাইফ কম তাই ক্রুড প্রাইস ভোলাটিলিটির এফেক্ট পড়ে বেশি।
  • S | 139.115.2.75 | ১৬ জুলাই ২০১৫ ১১:৩৫684003
  • ওবামা একটা লেগাসি তইরী করার চেস্টা করছে সেইটা বুঝলাম।
  • S | 139.115.2.75 | ১৬ জুলাই ২০১৫ ১১:৩৬684004
  • ব্রেক ইভেনের নতুন হিসেব আছে? এই ব্রেক ইভেন ঠিক কোন লেভেলে সেইটা জানা খুব দরকার।
  • Ekak | 113.6.157.185 | ১৬ জুলাই ২০১৫ ১১:৫৩684005
  • টেসলা আর স্পেসএক্স এর এমপ্লয়ী ফিডব্যাক পোর্টাল গুলো রেগুলার ফলো করি । যে কোনো স্টার্টআপ এর ভেতরে কী গল্প চলছে এতে আন্দাজ পাওয়া যায় । বেশ পসিটিভ লেগেছে । ওয়ার্ক-লাইফ ব্যালান্স মারানো আমরু গুলো হেব্বি খেস্তায় ইলন মাস্ক কে , সৌএত শপ চালাচ্ছে , মিনিমাম টেন -টুয়েলভ আউঅর আপিসে থাকতে হয় ..এসব বলে । বাট দ্যাটস হাউ আ স্টার্ট আপ শুড বি । সামান্য নেগলিজেন্স মানেই চাকরি গন । আর দুনিয়ার ট্যালেন্ট এনে যোগার করেছে ।

    দুটো নেগেটিভ পয়েন্ট । এক নম্বর , বিয়েম্দাব্লু র প্রাক্তনী ম্যানেজার দের এনে মিডল ম্যানেজমেন্ট এ রেখছে হুইচ ইস বিকামিং কাউন্টার প্রদাক্তিভ । নাম্বার টু ,কিছু সায়েন্টিস্ট আছে টপ লেভেলে যারা রিক্রুটমেন্ট এ হুলিয়ে নেপতিস্ম করে । এখন এগুলো স্টার্ট আপ এর টীথিং পেইন । ইলন মাস্ক হোক বা যদু-মধু সবাইকেই পেরোতে হবে । ইলন ইস ডিফারেন্ট ফ্রম আদার্স বিকস অফ হিস থট প্রসেস , আর সেই সঙ্গে খাটার ক্ষমতা ।
  • aaa | 125.111.112.242 | ১৬ জুলাই ২০১৫ ১৫:৪৯684007
  • কোনো বিজ্ঞানী মনে করেন যে যা কিছু জানবার আছে ত mbor

    বেশ পসিটিভ লেগেছে । এক নম্বরে , :আমরা ঠিক আছি ইলন ইস ডিফারেন্ট ফ্রম আদার্স বিকস অফ হিস থট প্রসেস , আর সেই সঙ্গে খাটার ক্ষমতা ।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন