এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেতাজির বলদ বনাম কাটজুর কাটারি

    বিপ
    অন্যান্য | ১৭ সেপ্টেম্বর ২০১৫ | ১৬০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ | 79.250.61.167 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:১৬684622
  • ২৬ শে মার্চ , ১৯৪২ পোর্ট ব্লেয়ারের পতন হয়। তখন ভারতীয়দের বলা হয় রাসবিহারী বসুর ইন্ডিপেনেডেন্স লীগে জয়েন করে বৃটিশ বিরোধি মিলিশিয়া তৈরী করতে। ডঃ দিওয়ান সিং এর নেতা ছিলেন। আদতে এই মিলিশিয়াকে জোর করা হয়েছিল, স্থানীয় মেয়েদের জাপানী সেনাদের জন্য কম্ফোর্ট গার্ল হিসাবে তুলে দিতে। আর মিলিটারির জন্য স্থানীয়দের শ্রমদান বাধ্যতা মূলক করতে। ফলে লীগের কিছু মেম্বার বিদ্রোহ করে এবং তাদের জাপানী সেনারা মেরে ফেলে। তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্সে লীগের নেতা ড ঃ দিওয়ান সিং ও ছিলেন। যাকে নৃশংস ভাবে পিটিয়ে মেরেছিল জাপানী সেনারা। কারন তিনি স্থানীয় মেয়েদের জোর করে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছিলেন।

    আনুষ্ঠানিক ভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে নেতাজীর হাতে তুলে দেওয়া হয় 1943 সালের ২৯ শে ডিশেম্বর। নেতাজি জানতেনই না আন্দামান নিকোবরে ভারতীয়দের কি ভাবে দাস বানিয়ে রাখা হয়েছে এবং কিভাবে জাপানী সেনারা স্থানীয় মেয়েদের ধর্ষন করছে ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে! উনি নাকি এটাও জানতেন না লীগের নেতা ( যে লীগের দ্বায়িত্ব তিনি রাসবিহারী বসুর কাছ থেকে নিয়ে ছলেন ) দিওয়ান সিংকে জাপানী সেনারা পিটিয়ে মেরেছিল ! নেতাজি আসার আগে প্রায় ৬০০ জন ভারতীয়কে খুন করেছিল জাপানী সেনারা। যাদের অধিকাংশই আবার লীগের মেম্বার ছিল!

    নেতাজি সেলুরাল জেলে তেরঙ্গা উত্তোরন করেন ৩০ শে ডিসেম্বর। আন্দামান নিকোবরের নাম দিলেন শহীদ এবং স্বরাজ। নেতাজি এ ডি লোগানাথনকে গর্ভনর করে দ্বীপ ছাড়েন। কিন্ত এডি লোগানাথনের সাক্ষ্যে [১]এটা পরিস্কার যে নেতাজি দ্বীপ ছেড়ে চলে যাওয়া মাত্র দ্বীপের অধিকার আবার জাপানীদের হাতেই চলে যায়। লোগানাথনের হাতে না ছিল পুলিশ না ছিল অন্য কিছুর ক্ষমতা। নেতাজি দ্বীপ ছাড়ার একমাস বাদেই ঘটে হাম্ফ্রেগঞ্জ ম্যাসাকার। যেতে লীগের ৪৪ জন মেম্বারকে একদিনে হত্যা করে জাপানীরা-কারন তারা জাপানী অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ১৯৪৫ সালে আন্দামান মুক্ত হয় জাপানী বাহিনীর। তদ্দিনে প্রায় ২০০০ ভারতীয় খুন করেছিল জাপানী সেনারা। এবং দ্বীপে এমন কোন সক্ষম মহিলা ছিল না যাকে তারা ক্যাম্পে তুলে নিয়ে যায় নি।

    এবং নেতাজী কিছুই না কি টের পান নি!! সব কিছু তার নামেই চলেছে!

    সুভাস বোসের ইতিহাস মাইক্রোস্কোপের তলায় দেখলে দেখা যাবে, উনার দেশপ্রেমের আবেগ ছিল বেশী-রাজনৈতিক প্রজ্ঞা ছিল কম-যার জন্য উদারভাবে মুসোলিনী এবং হিটলারের প্রসংশা করেছেন। জাপান বা জার্মানীর সাম্রাজ্যবাদি আগ্রাসান তার চোখেই পড়ে নি!

    আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ঘটনা খুব পরিস্কার ভাবেই প্রমান করে, ভারত দখল করলে জাপানীরা কি করত। নেতাজিকে পুতুলমন্ত্রী করে ভারত শোষন করত জাপানিরা-যা তারা করেছে কোরিয়া, মাঞ্চুরিয়া, ভিয়েতনাম আর চীনে। আর প্রতিবাদ করলে নেতাজিকে পরপারে পাঠিয়ে দিত। তবে নেতাজি জাপানী শোষনের প্রতিবাদ করতেন, একথা বিশ্বাস করা শক্ত আন্দামান নিকোবরের ইতিহাস জানার পরে। শুধু আন্দামান না, আরো অনেক ইতিহাস ঘেঁটে আমি এটাই পেয়েছি-নেতাজির নেতৃত্বের লোভ ছিল প্রবল-সেটা দেখানোর ইচ্ছা ছিল আরো বেশী-এবং সেই জন্যে আন্দামানে কি হচ্ছে সব কিছু জেনে শুনেও উনি জাপানী সেনাদের বিরোধিতা করেন নি-পাছে জাপানীরা তাকে সরিয়ে অন্য কাউকে আই এন এর নেতা বানায়।

    সুতরাং জাস্টস কার্জু ভুলটা কি বলেছেন? শুধু দুর্ভাগ্য এই যে আন্দামানের ইতিহাসটাকে উনিও সামনে আনেন নি।

    নেতাজিকে অতিমানব বানিয়েছে বাঙালী। আন্দামানের ইতিহাস প্রমান যে উনি সফল হলে, ভারতীয়দের কপালে, আরো বেশী দুঃখই লেখা ছিল!

    যারা জাস্টিস কার্জুর বিরোধিতা করছেন, তারা ইতিহাস পড়েন নি। অর্নব গোস্বামীর কথা ছেড়ে দিলাম। ওটা ভারতের টেলিভিশন ইতিহাসের সব থেকে বড় বলদ।

    ইতিহাস হচ্ছে সেই ম্যাগনিফ্যাইং গ্ল্যাস যেখানে নেতাজি, গান্ধী, লেনিন, নেহেরু-ইত্যাদি সব "বড়" "বড়" মহামানব ম্যানুফ্যাকচার করা হয় রূপকথা মিশিয়ে । আদতেই পৃথবীতে কোনদিন কোন মহামানব জন্মায় নি-জন্মেছে দোষগুন নিয়ে সাধারন মানুষ। রূপকথা মিশিয়ে কিছু কিছু মানুষকে মহামানব বানানো হয়েছে-কারন সকল জাতিই অনুপ্রেরণার জন্য "হিরো" খোঁজে। এই দিক থেকে সাউথ ইন্ডিয়ানরা খাঁটি- তারা রজনীকান্ত সিনেমা থেকেই তোলে- রাজনীতিবিদদের রজনীকান্ত বানায় না।

    [১] Jayant Dasgupta Japanese in Andaman & Nicobar Islands. Red Sun over Black Water(Delhi: Manas Publications) 2002 pp42, 88-91
    Posted by Biplab Pal at 6:53 PM
  • dd | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৩684633
  • একটা ঘটনাতেই এরকম দাগিয়ে দিলে তো মুষ্কিল।

    যুদ্ধের সময় ও রকম হয়। বিশ্বের তাবড় তাবড় হুঁদো হুঁদো নেতারা যথেচ্চ উল্টোপাল্টা কাজ করেছিলেন পুরো যুদ্ধের সময়। স্তালিন জার্মানির সাথে চুক্তি করেন,পোল্যান্ড ভাগ করে নেবার সাঁট করেন। গ্রীসে, যুগোস্লোভিয়ায় মায় চীনেও কমুনিস্টদের বাদ্দিয়ে অন্য দেরকে সমর্থন করেন। চীন মাওএর পেট্রন ছিলো আম্রিগা। গ্রীসে আর যুগোস্লোভিয়ায় কমুনিসদের পেট্রন মুলতঃ ব্রিটেইন।আরব মুসলিমেরা হুলিয়ে হিটলারকে সাপোর্ট করেছিলেন। এমন কি একটা ভলান্টিয়ার ফোর্সো পাঠিয়েছিলেন। হিটলারের কাছ থেকে প্রচুর প্রেসার থাকা স্বত্তেও মুসোলিনি ইতালীতে জুদের উপর অত্যাচার করেন নি। ভালো খারাপ - সব দিক দিয়েই নানান ঘটনা ঘটেছিলো।যুদ্ধের পর ফিলিপিনসে যেখানে জাপানী অত্যাচার ছিলো মারাত্মক সেখানে ভোটে জিতে ফিরেছিলেন একজন পাজী কোলাবরেটর।

    এই রকম হাজার হাজার ঘটনা।

    এইভাবে বিচার করতে গেলে তো কাটাকুটি করে কেউ বাকী থাকবে না।
  • b | 135.20.82.164 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৩684644
  • ডিডিদা, ঠিক বললেন না।
    শুধু একজন থাকবেন।
  • PT | 213.110.247.221 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:১০684655
  • এসব নিয়ে আমরা অল্রেডি আকচা-আকচি সেরে ফেলেছি না? কাট্জুকে গুরুর সাইটটা কেউ ধরিয়ে দিলে পারে।
    দুদিন আগে অর্ণব গোস্বামী কাট্জুকে হামান্দিস্তায় ফেলে ছাতু করছিল কিন্তু কাটজু নিজের সমর্থনে একটি প্রামাণ্য দলিলও দেখাতে পারেননি।
    শুধু নেতাজী কেন রবীন্দ্রনাথকেও কাট্জু ইংরেজের চামচে আখ্যা দিয়েছেন।
    কাটজু আর বিপ-র চাইতে বড় ইতিহাসবিদ ভারতে জন্মায়নি ভাবতেই কেমন হাড় হিম হয়ে যায়!!
  • lcm | 118.91.116.131 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:১১684656
  • এগ্‌জ্যাক্টলি। সময়্টা তো দেখতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা ছিল এমনই।

    Hi did not leave any stone unturned to kick British people out in the 1940s, however naive it may seem today in 2015...

    এখন, ইন রেট্রোস্পেক্টিভ, দেখলে যতই অর্বাচীন ও অবাস্তব মনে হোক না কেন, সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভাবতে হবে।

    মনে রাখতে হবে, যে পদ্ধতিতে স্বাধীনতা এসেছে - UNHCR estimates 14 million Hindus, Sikhs and Muslims were displaced during the partition; it was the largest mass migration in human history.... -- সেটাও কতটা ঠিক ছিল কে বলবে, কিন্তু ঐ যে সময়, কাল, মহাকাল...
  • lcm | 118.91.116.131 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:১২684657
  • *He did not leave any stone unturned ...
  • Arpan | 125.118.157.61 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫০684658
  • আপিসের চাড্ডি কলিগেরা দাবি করল কাটজু ঘোষিত কংরেসি। যেহেতু সুভাষ বোস আর টেগোরকে মোদি ডাকটিকিটে জায়গা দিয়েছে, তাই সোনিয়া গান্ধীর চামচা আবার ঘেউ ঘেউ করত্র শুরু করেছে ইঃ।

    সর্বভারতীয় ফোরামে আড্ডাখানায় কং বিজেপি আকচা আকচি আমাদের তিনো-সিপিয়েমের থেকে কম কিছু না।
  • PT | 213.110.243.23 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৭684659
  • পব ও বিহারে নেতাজী প্রেম দেখালে ভোটে কিছু সুবিধে হয় কিনা কে জানে। কেন্দ্র থেকে ডাকটিকিটে নেতাজী আর পব-তে নেতাজী সংক্রান্ত ফাইল উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধন্তের গন্ধটা খুব সন্দেহজনক!!
  • b | 135.20.82.164 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩১684623
  • হা রাম (গান্ধীজির শেষ কথা, এর পরেই মরে যাওয়ার দরুণ বাকিটা শেষ করতে পারেন নাই)। লামা শ্যাষে এই লোকটার রেফারেন্স দিলেন? নেতাজী বেঁচে থাকলে এক্খুনি আত্মহত্যা করতেন!
  • Lama | 213.99.211.133 | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৪:০৭684624
  • ইন্টারেস্টিং লাগল, এই আরকি। সত্যি মিথ্যে যাই হোক না কেন। পাগলাটে লোক সে তো বোঝাই যাচ্ছে
  • Mmu | 102.90.16.177 | ১৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৮684625
  • 'কাটজু আর বিপ-র চাইতে বড় ইতিহাসবিদ ভারতে জন্মায়নি ভাবতেই কেমন হাড় হিম হয়ে যায়!!'
    আহা পিটি দা, সত্যি-ই অপুর্ব।
  • robu | 122.79.37.160 | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৩684626
  • বিপের সাথে কিন্তু হাউই-এর খুব মিল আছে ঃ-)
  • 4000 | 47.221.160.234 | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৯684627
  • আমরা আটষট্টি বছর ধরে ভারতীয় কিন্তু চার হাজার বছর ধরে বাঙ্গালী। আর এই চার হাজার বছরের বাঙ্গালী স্পিরিট যিনি সঠিকভাবে ধরতে পেরেছেন তিনিই নেতাজী সুভাষ চন্দ্র বসু। নেতাজীর শত্রুরা, আসলে চার হাজার বছর বছরের পরম্পরার শত্রু।
  • রোবু | 113.10.210.190 | ১৯ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫২684628
  • আরেকটু বাড়ানো যায়?
  • cb | 11.39.61.108 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৩৪684630
  • এরপর তিনি এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ রুখতে বিভিন্ন কর্মকান্ডে যোগ দেন।

    যেমন যেমন?

    লেখক কি জানেন?
  • bip | 79.250.61.167 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৬684631
  • নেতাজিকে নিয়ে বাঙালীর এত আদিখ্যেতা কেন -সেটা বরং আরো বড় গবেষনার বিষয় হতে পারে। হতে পারে তিনি নাঁখখত দেওয়া, পতিত একটি জাতি-যারা ভীরু দুর্বল চাকর হিসাবে ইতিহাসে চীরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে -তাদের একটু মাথা উঁচু করার সুযোগ দিয়েছেন। এক বাঙালী সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজারে বৃটিশ আমেরিকান শক্তিকে চুনৌতি দিচ্ছে হিটলার, তেজোর সাথে মিটিং করে- এটা নিঃসন্দেহে বাঙালী হিসাবে গর্ব করার মতন বিষয়ই বটে। সত্যিই ত বাঙালী তার দুহাজার বছরের ইতিহাসে নেতাজি ছাড়া আন্তর্জাতিক ত দূরের কথা- আর কোন জাতীয় মানের রাজনৈতিক ব্যক্তিত্ব ও তৈরী করতে পারে নি। প্রণববাবুত গান্ধী পরিবারের রাজনৈতিক বিষ্ঠা পরিস্কার করতে করতে প্রেসিডেন্ট হয়েছেন। ভারতের প্রেসিডেন্ট পদের কোন গরিমা নেই। ওটা ছিল বহুদিন ধরে গান্ধীপরিবারের খাস চাকরদের রিটায়ারমেন্ট বেনিফিট। এন ডি এ এসে এপিজেকে বসিয়ে প্রথম সেই ট্রাডিশনে ব্রেক টানে। শেখ মুজিবর রহমান সম্পূর্ন মাখানো ব্যক্তিত্ব- দ্বায়িত্ব নিয়ে স্বাধীন বাংলাদেশের সব সম্ভবনা ধ্বংস করেছেন কারন তিনি কোন ভাল প্রশাসক ছিলেন না।

    সুতরাং এই নেতাজি নামক সবেধন নীলমনি কুমীর ছানাকে নিয়ে বাঙালীর আবেগ থাকবে-সেটাই বোধ হয় স্বাভাবিক।

    কিন্ত এটাও আমাকে ভাবায়, যে বাঙালী সেই আবেগের তোড়েই ভাসতে ভালোবাসে-নিজেদের উন্নতির জন্য যুক্তি এবং ফ্যাক্টের ধার ধারবে না।

    নেতাজিকে নিয়ে যারা সামান্যতমও পড়েছেন, তারাও জানেন

    (১) নেতাজি অর্থনীতির দিক দিয়ে, নেহেরুর থেকে আলাদা কিছু ভাবতেন না। নেতাজি আসলেও ভারতে সেই নেহেরুর মতন রাষ্ট্রায়ত্ত্ব শিল্পেরই সূচনা হত। ভাল মন্দ যাইহোক, ফল একই হত। ব্যর্থতার কারনে সেই মার্কেট ইকোনমীতে কোন না কোনদিন ঢুকতেই হত।

    (২) নেতাজি ভারতে সফল হলে, ভারতে একনায়ক তন্ত্র আসত-এগুলো স্পেকুলেশন। যদি উনি যুদ্ধে জিতে আসতেন, তাহলে ভারত যে জাপানী কলোনী হত, তাই নিয়ে সন্দেহের অবকাশ নেই। সেক্ষেত্রে গণতন্ত্র বা ডিক্টটরের বিতর্কটাই অর্থহীন। আর যদি স্বাধীন ভারতে কোন রকমে ফিরতে পারতেন , বড়জোর মমতা ব্যানার্জির মতন আরেকটা বিক্ষুব্ধ কংগ্রেস তৈরীতে সক্ষম হতেন। কারন ফরওয়ার্ড ব্লকের ফিউচার সেকালেও ছিল না-আজও নেই।

    মুখে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, বাস্তব হচ্ছে যেসব দেশগুলি বাজার অর্থনীতির সার্থক রূপায়ন করতে পেরেছে দ্রুত, তারাই একমাত্র সফল হয়েছে। যেমন চীন, দক্ষিন কোরিয়া, জাপান। গণতন্ত্র না স্বৈরতন্ত্র-সেই প্রশ্নটা সেখানে অর্থহীন। আজ ভিয়েতনাম ও দ্রুত গতিতে সফল হচ্ছে-কারন সেই বাজার অর্থনীতি। অর্থাৎ উন্নতির প্রশ্নে গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্রের বিতর্কটা কৃত্রিম -বাজার অর্থনীতি কোন রাষ্ট্র কত সফল ভাবে নামাতে পেরেছে, সেটাই মুখ্য। ইতিহাস আপাতত তাই বলছে।

    নেতাজীর রাজনীতিতে বাজার অর্থনীতির কোন উল্লেখ নেই। বরং নাৎসী, ফ্যাসিস্ট মুসোলিনির জন্য আছে আকুন্ঠ প্রশংসা। তবে ক্ষমতায় থাকলে উনিও বুঝে যেতেন, বাজারই হচ্ছে একমাত্র মহারাজ। বাকী সবকিছুই কবির রোম্যান্টিক কল্পনা।

    ভারতে সমস্যা হচ্ছে ধণতন্ত্র বা বাজার সেই ভাবে এখনো আসেনি। ভারতের কোম্পানীগুলো সামন্ততন্ত্রের বাজারী রূপ। মার্কেট রেগুলেশন বলতে কিস্যু নেই-ফলে ডাক্তার হয়েছে ডাকাত-শিক্ষক হয়েছে শোষক- আর ভারতে ব্যবসা মানেই চোর ডাকাতদের ভদ্রবেশে পুনঃবাসন। এমন সব আইন কানুন, বাবুদের টাকা না দিলে, কোন কিছু করা সম্ভব না। তবে আস্তে আস্তে বাজার ভারতে আসছে -কিন্ত বাঙালীরা সেখানেও সেই আইটি কুলিগিরির বেশী সুযোগ নিচ্ছে কোথায়? বাজারের সুযোগ নিতে গেলে বাঙালীকে তার উর্বর মাথাটা কাজে লাগিয়ে ব্যবসায় নামতে হবে। নেতাজিকে নিয়ে আবেগে ভাসলে হবে না। এগুলো জাতি হিসাবে বাঙালীর সীমাহীন মনোবৈকল্যকেই ইঙ্গিত করে।
  • cm | 127.247.97.155 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৫684634
  • করবিন অর্থনীতি নিয়ে কেমন ভাবছেন? রেলের বিষয়ে ওনার কি মত?
  • রোবু | 113.10.210.158 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৫684632
  • হাউই একটাই।
  • sm | 53.251.88.128 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ২১:৩৬684635
  • যদি উনি যুদ্ধে জিতে আসতেন, তাহলে ভারত যে জাপানী কলোনী হত, তাই নিয়ে সন্দেহের অবকাশ নেই।
    ----
    কোন দলিল/ প্রমান এমন কথা বলছে ?`কোনো রাষ্ট্রের সাহায্য নিলেই ; সে রাষ্ট্রের কলোনি হতে হবে? শ্রীলংকা চায়নার সাহায্য নিয়ে দেশের তামিল দের সগে যুদ্ধ করলো; শ্রীলংকা কি এখন চায়নার কলোনি? কিছুদিন আগে কি ভারতের ছিল?
    নেতাজি আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার আগে রাসবিহারী বোস ছিল। তো তিনি কি বাঙালি ছিলেন না? এরকম তথ্য দেবার মানে কি?
    আর বাজার অর্থনীতি কি নেতাজি বুঝতেন না? চীন, জাপান , কোরিয়া ছাড়া অন্য দেশের নেতারা বোঝে না?
    সব দেশ কেই কি বাজারী অর্থনীতি কে এডপ্ট করতে হবে বা করা উচিত?
    আগের পোস্টে বলা হলো নেতাজি ক্ষমতা লোভী । এমন চরিত্র হনন কেন? উনি তো গান্ধীজির মনোনীত ব্যক্তিকেও ভোট হারিয়ে ছিলেন।। দুবার কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছিলেন।
    উনি তারপর জার্মানি ও অন্যান্য দেশে গেছিলেন, শক্তি বৃদ্ধি ও সাহায্য কারী রাষ্ট্র নেতার সন্ধানে। শত্রুর শত্রু, আমার মিত্র; এই পলিসি নিয়ে।ক্ষমতা লোভী হলে তো কংগ্রেস বা নিজ পার্টি কে আঁকড়ে ধরে ভারতে বসে থাকতেন। যেটা গান্ধীজি, জহরলাল রা করেছিলেন। যা খুশি লিখলেই হলো?

    সর্বপরি তোমার উক্তি " ভারতের কোম্পানীগুলো সামন্ততন্ত্রের বাজারী রূপ। মার্কেট রেগুলেশন বলতে কিস্যু নেই-ফলে ডাক্তার হয়েছে ডাকাত-শিক্ষক হয়েছে শোষক- আর ভারতে ব্যবসা মানেই চোর ডাকাতদের ভদ্রবেশে পুনঃবাসন। এমন সব আইন কানুন, বাবুদের টাকা না দিলে, কোন কিছু করা সম্ভব না।"
    তুমি ভারতে ব্যবসা করার সময় এই সব দু নম্বরী বা বাঁকা পথের আশ্রয় নাও? যদি উত্তর হ্যা হয়, তাহলে এই সব হাবি জাবি লেখার অর্থ কি? যদি উত্তর না হয়, তাহলে তুমি কেমন ভাবে ম্যানেজ করছ?
    মনীষী দের চরিত্র হনন করে খুব সস্তায় পাবলিসিটি পাওয়া যায়। যেটা খুশবন্ত করেছে,কাট্জু করছে। কিন্তু খুশবন্ত, কাটজুর একটা মিনিমাম পরিচিতি আছে; এ বি সি ডি কেউ করলে খুব মুশকিল ।
  • Arpan | 125.117.168.150 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫১684636
  • কিন্তু ১৯৩৯ সালে মার্কেট ইকোনমি ক'টা দেশে ছিল?
  • PT | 213.110.247.221 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ২২:২২684637
  • এই সব চায়ের ঠেকের মন্তব্য এখানে কেন?
  • kc | 198.70.30.250 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৭684638
  • কিন্তু, কঠিন অবস্থা এবার। সুভাষ বোস যদি দ্যাখা যায় ভায়া চায়না, থ্রু রাশ্যা বিপ্লবের ট্রেনিং নিচ্ছেন ভারতের জন্য, তাইলে কমিদের তো পোয়াবারো। কিন্তু, যদি দেখা যায় স্তালিন গুলাগে কাম তামাম করে দিচ্ছেন, তাইলে গেল। একটা মারও মাটিতে পড়বেনা। খুব কঠিন অবস্থা।
  • PT | 213.110.247.221 | ২০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৪684639
  • কিন্তু এদিকে ২৪ ঘন্টা জানাচ্ছে যে ১২ টা গোপন ফাইল নাকি প্রকাশ করা হয়নি?!! আর এমিলির চিঠিতে নাকি এমিলির সই নেই! বোঝ কান্ড!!
  • sm | 233.223.159.253 | ২১ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০684640
  • সাধে কি বিমান বাবু রেগে গেছেন। আমরা যখন ফিরে আসবো, তখন ১২ টা ফাইল বার করে; ইউ টিউব এ দিয়ে দেব।এ আমাদের প্ল্যানের মধ্যেই ছিল। এখন শুধু সময়ের অপেক্ষা। তখন মুখগুলো কিন্তু দিস কাইন্ড অফ স্মল হয়ে যাবে।এই বলে রাখলুম, হ্যা।
  • debu | 85.80.191.128 | ২১ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩১684641
  • নেতাজি থাকলে "জাপানি তেল" এর বিক্রি বেড়ে যেত ?
  • SKM | 83.136.211.128 | ২১ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৫৭684642
  • America tae O dr Ra Paisa korar dhanda korae. Rog Bariae besi ber dekhae o insurance der kachh theakae paisa Marae. PCP ra khoob kharap. Personal experience. Specilist Dr r khoob bhalo.
  • cb | 213.0.215.3 | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৮684643
  • পোকাশ করে কি লাবের চাব হল?

    কি জানা গেল? ফালতু নন ইসু সব, সরকারের কাজের দিকে মন নেই, যতসব আলবালছাল জিনিষ
  • বিপ | 79.250.61.167 | ২১ সেপ্টেম্বর ২০১৫ ১০:১০684645
  • নেতাজি নিয়ে বাঙালীর আবেগই প্রমান করে বাঙালী দেওলিয়া
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন