এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যা চলছে ..

    pi
    অন্যান্য | ৩০ আগস্ট ২০১৫ | ১৮৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • subhajit kutur parui | 178.235.194.33 | ৩০ আগস্ট ২০১৫ ১৩:১৫685089
  • বর্ধমান বিশ্ববিদ্যালয় এর খামখেয়ালিপনার বিরূদ্ধে আন্দোলনের এক সাধারণ ছাত্রের খোলা চিঠি

    গত ৫মাস ধরে ন্যায্য ও নির্ভুল রেজাল্টের জন্য প্রচলিত রাজনৈতিক দলের বাইরে রঙ দল ছাড়া স্বাধীন ছাত্রীছাত্ররা আন্দোলন করছি।১০মাস বাদে দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হলেও অধিকাংশ ভুল!!!ভিসির কথায় সংখ্যাটা মাত্র "৬২৬",বিভিন্ন সংবাদমাধ্যম এর রিপোর্টে সেটার সংখ্যা ৩৩হাজার!গত জুলাই এ আমরা যখন বিশ্ববিদ্যালয় এর ফলাফল বিভাগে কন্ট্রোলারের সাথে দেখা করতে গেলাম রিভিউ এর রেজাল্ট দ্রুত প্রকাশ এর জন্য,কারন মাত্র ২-১নম্বরের জন্য বহু ছাত্রীছাত্র এর বিশ্ববিদ্যালয় এর ফর্ম ফিল আপ করতে পারছিলোনা!!এবার তারমধ্যে কতগুলো প্রশ্ন আসছে,যা থেকে অনেক গুলো বিষয় সবার কাছেই জলের মতো স্বচ্ছ হবে ----

    ক) রিভিউ এর ফলাফল প্রকাশ দেড়ি তে হওয়ার তিনি (কন্ট্রোলার দীপক সোম স্যার) কারন দেখালেন প্রায় ৭০,০০০ খাতা রিভিউ এর জন্য এসেছে,যা দেখার জন্য পর্যাপ্ত শিক্ষক নেই.....এবার প্রশ্ন উপাচার্য স্যার তো বলেছেন যে ভুল রেজাল্ট মাত্র "৬২৬" টি,তাহলে স্যার ৭০,০০০ খাতা রিভিউ এর জন্য এলো কেন???আর ঠিক রেজাল্ট পেলে শখ করে রিভিউ করায় নাকি??রিভিউ তো ফ্রি তে হয়না,তারজন্য আপনারা প্রতি খাতা পিছু "১৫০" টাকা নিয়েছেন,আশা করি ব্যাপার টা সবাই বুঝতে পেরেছে "৫২৬" টা কত বড়ো "ভাঁওতা "

    খ) কন্ট্রোলার স্যার আশ্বাস দিয়েছিলেন,বর্ধমান বিশ্ববিদ্যালয় /ugc এর নির্দেশ আছে,কোনো বর্ষের সম্পূর্ণ ফলাফল (রিভিউ সহ) প্রকাশ করার,সেই মতো তিনি আশ্বাস দেন দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরুর আগেই,অর্থাৎ ২২এ জুলাই এর আগেই গত বছরের রিভিউ সহ সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ হবে,আজ আমি ৩০শে আগস্ট এই লেখাটা লিখছি,প্রায় সপ্তাহ খানেক হতে চললো দ্বিতীয় বর্ষের রেজাল্ট এখনো "হাওয়া"... বুঝুন ভাঁওতা কাকে বলে

    গ)যদি ধরে নিয়ে থাকি ৭০,০০০ রিভিউ খাতা দেখার মতো পর্যাপ্ত শিক্ষক বিশ্ববিদ্যালয় এর নেই,তাহলে সেই দায় কার????বিশ্ববিদ্যালয় এর না সাধারণ ছাত্রীছাত্র দের?????এরম তো নয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফিস এ ৫০% ছাড় দিয়েছে সকল কে.....

    ঘ) বর্ধমান সহ বহু বিশ্ববিদ্যালয় এ কাট অফ মার্কস মাস্টার ডিগ্রি তে ফর্ম ভরার জন্যে মিনিমাম "৫০%"!!! যাদের ধরুন ৩৯৯,৩৯৮,৩৯৭ আছে,রিভিউ এর রেজাল্ট বাড় হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ হয়তো ফর্ম ভরতে পারতো,তাদের কি হবে????এমনকি ৫০% যারা পায়নি তারা কি আর উচ্চশিক্ষায় যাবেনা????ছাত্রছাত্রী দের একবছর নষ্টের খেসারত কে দেবে????

    ঙ) গত মাসের ১০-১২তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিটি বিভাগের অনার্সের ফলাফল (তৃতীয় বর্ষের) প্রকাশ করেছে,কিন্তু প্রায় দেড় মাস কেটে গেলেও জেনারেল বিভাগের ফলাফল প্রকাশ হয়নি,বিশ্ববিদ্যালয় এর মোট ছাত্রের প্রায় অর্ধেক জেনারেল বিষয়ে পড়াশোনা করে,বর্ধমান সহ প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয় এর মাস্টার্স এর ভর্তি প্রক্রিয়া শেষের মুখে,তাহলে এরা এখনো ফল হাতে পেলোনা কেন?????বিশ্ববিদ্যালয় কি ধরে নিয়েছে জেনারেল বিভাগে পাঠরত পড়ুয়া রা উচ্চশিক্ষা(পড়ুন মাস্টার্স) এর অযোগ্য???? যদি তাই ভেবে থাকেন,সেই অধিকার কে দিয়েছে???

    এবার আসি গত ২৭এ আগস্টের কথা,আমরা আবার গিয়েছিলাম দ্বিতীয় বর্ষের রিভিউ এর রেজাল্ট আর তৃতীয় বর্ষের জেনারেল এর রেজাল্ট দ্রুত প্রকাশের দাবি নিয়ে,গিয়ে আমরা প্রথমে উপাচার্য স্যারের সাথে দেখা করার সিদ্ধান্ত নিই,ওমা গিয়ে শুনি আমরা আসার আগেই, (আমরা পৌছাই বেলা ১১.৩০) বিশ্ববিদ্যালয় ছেড়েছেন,স্যার এই আন্দোলনের কথা আপনার অজানা ছিলো এই কথা আমরা বিশ্বাস করিনা,উনি মনে হয় ছাত্রীছাত্রদের এড়িয়ে যেতেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয় ছেড়েছেন, তারপর যে ঘটনা গুলি হলো তা বিস্তারিত আলোচনা করছি

    ক) এর পরে আমরা যাই রেজাল্ট সেকশন এ,গিয়ে শুনি কন্ট্রোলার অসুস্থ, তার বদলে ডেপুটি কন্ট্রোলার আছেন,আমরা ওনার সাথে দেখা করার কথা জানাতেই দেখি কয়েকজন এসে গ্রিল আটকে দিলো,প্রশ্ন --ছাত্রীছাত্র রা কি শিক্ষকের সাথে দেখা করেনা????

    খ)এর পর আমরা গ্রিলের বাইরে বসেই স্লোগান, কবিতা গান শুরু করি,ডেপুটি কন্ট্রোলার এর ঘরের ১০মিটারের মধ্যেই,এবং পুরো সেকশন এ অবস্থান বিক্ষোভ করি,আমাদের দাবি ছিলো যতক্ষন না পর্যন্ত স্যার কথা বলছেন,এবং দাবি গুলোর পর্যালোচনা "নিরপেক্ষ " ভাবে হচ্ছে আমরা উঠবোনা,এবং আমরা সিঁড়ি সমেত পুরো কন্ট্রোলার সেকশন অবরোধ করি,তারসাথে চলে স্লোগান

    গ)কিছুক্ষন পর বিশ্ববিদ্যালয় এর কন্ট্রোলার সেকশনের কয়েকজন স্টাফ এসে আমাদের বলে আজ তাদের "মিছিল" আছে,তাদের যেন ছেড়ে দেওয়া হয়,আমরাও আমাদের দাবি রাখি কন্ট্রোলার স্যারের সাথে কথা হলেই আমরা ছেড়ে দেবো,এর মধ্যেই সেখানের এক স্টাফ এসে আমাদের হুমকি দিয়ে যায় "যদি তাদের ছাড়া না হয়,দেখে নেবে"!!!আমরা এই সব কথায় দমে যাইনি,কিছুক্ষণ পরেই বিগত ট্রেন্ড অব্যাহত রেখে ক্যাম্পাসে পুলিশ ঢোকে,এবং ওনারাও বলেন মিছিলে স্টাফ দের ছেড়ে দিতে,নাহলে স্টেপস নেবেন,আমরা নমনীয় হইনি...আমাদের আমাদের দাবিতে অনড় ছিলাম,এর মধ্যেই ঐ স্টাফ পুলিশের সামনেই আমাদের হুমকি দেয়

    ঘ)আমরা দাবিতে অনড় থাকায় পুলিশ বারবার চাপ দিতে থাকে এবং এক পুলিশ অফিসার আমাদের এক সহপাঠীর গায়ে হাত দেয়,তারপরে প্রায় জোড় করেই ঐ মিছিলে লোকজন কে নীচে নামিয়ে দেয়,

    ঙ)এই ঘটনার ৫মিনিটস এর মধ্যেই ঐ স্টাফ এর নেতৃত্বে প্রায় ৩০জনের মতো ৪০উর্দ্ধ লোক ওপরে ওঠে আসে,আমাদের বেধড়ক মার ধরে করে,মেয়েদের বুকে খামছে স্লোগান তোলে "জয় বজরঙ্গবলী" এবং "বন্দেমাতরম ".. ছেলেদের কিল চড় ঘুষি মারা হয়,বেঞ্চ তুলে মারা হয়,পুলিশ তখন আমাদের নিরাপত্তা না দিয়ে ঐ কর্মী দের আমাদের নিগ্রহের পথ করে দিতে ব্যস্ত,এবং নির্বাক দর্শক...ঐ স্টাফ বলতে থাকেন "মার শুয়োরের বাচ্ছাদের"।।পুলিশ ঠুঁটোজগন্নাথ.... যাওয়ার সময় ঐ সংগঠনের কিছু কর্মী মেয়েদের বুক থেকে ওড়না ছিনিয়ে নেয়,এবং একটি মেয়েকে সিঁড়ি দিয়ে নামতে নামতে পিছনে লাথি মারে,সংবাদ মাধ্যমের আনুকূল্য তে সেই দৃশ্য কম বেশি সবাই দেখেছে

    চ)কিছুজন যারা রাজনীতি ছাড়া কিছু ভাবতে পারেনা,তাদের বলছি "কারা" স্লোগান দিয়েছিলো জানিনা,তাদের রাজনৈতিক মতাদর্শ জানার কথা আমাদের নয়ও,তবে আমরা যা শুনেছি তাই বলছি,ওদের স্লোগান ছিলো "বন্দেমাতরম" এবং "জয় বজরঙ্গবলী"!!!এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকলে সেটা খোঁজা বা বিচারের দায়িত্ব আমাদের না,আমরা আগেই বলেছি প্রচলিত সমস্ত দল রাজনীতির বাইরে এটা স্বাধীন আন্দোলন, যা বহুবার হাইজ্যাক এর চেস্টাও হয়েছে

    ছ)এর পরেই আমাদের কিছুজন ডেপুটি কন্ট্রোলারের সাথে দেখা করেন,তিনি কিছু অফিসিয়ালভাবে রেজাল্ট এর সমস্যার কথা বলেন,এবং বেশির ভাগ সময়টা তেও ডেপুটি বলে কন্ট্রোলার এর দায়িত্ব এড়িয়ে যান,কোনো প্রতিষ্ঠানে কি ভাবে ডেপুটি কন্ট্রোলার দায়িত্ব এড়িয়ে যান তা জানা ছিলোনা

    জ)তিনি যখন আমাদের সাথে কথা বললেন ই,তখন সেটা ২ঘন্টা আগে বললে এই সব নিগ্রহের ঘটনা ঘটতো না,এ প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বললেন আমরা এসেছি ওনার জানা ছিলোনা,কিন্তু ১০মিটারের মধ্যেই আমরা স্লোগান দিচ্ছিলাম, এবং তার স্টাফ রাই গ্রিল বন্ধ করে দেয়,তাই স্যার এই সব গাঁজাখুরি গল্প দিয়ে আমাদের ভোলানো যাবেনা,এটা ইচ্ছাকৃত,এর মধ্যেই ওনার আর এক স্টাফ (ভদ্রলোকের টাকমাথা)আমাদের এক বন্ধুর দিকে তেড়ে যায়,এবং নীচে নামলে দেখে নেওয়ার হুমকি দেয়,তার প্রতিবাদ করলে কন্ট্রোলার স্যার নীরব থেকেই আমাদের attitude ঠিক করতে বলেন,ভাবুন ওনার সামনে ছাত্র দের থ্রেড দিচ্ছেন,উনি প্রতিবাদ তো করছেনই না বরং আস্কারা দিচ্ছেন..কি শিক্ষক....... আহা

    ঞ)এবার আসি পুলিশি প্রসঙ্গে...যারা আমাদের মার খাওয়ার সময় ছিলেন নীরব, কিন্তু ঐ রাজনৈতিক নেতাদের বাইরে বার করে আনার ক্ষেত্রে ছিলেন সক্রিয়... প্রথম প্রশ্ন ক্যাম্পাসে পুলিশ ঢুকলো কেন???ওনারা বলেন এখান থেকে ফোন করা হয়েছে..কণ্ট্রোলার স্যার কে একই প্রশ্ন করায় তিনি বললেন পুলিশ ডাকেনি, তাহলে পুলিশ ডাকলো কে???ক্যাম্পাসের মধ্যেই আমরা মার খেলাম,সেই ঘটনার ভুল স্বীকার করার জন্য কন্ট্রোলার কে বলা হলে তিনি বলেন বাইরের ঘটনার জন্য তিনি দায়ি নন,!!!আপনার দপ্তরের ১০মিটারের মধ্যেই বাইরের লোকেরা এই ঘটনা ঘটে গেলো,যেখানে পুলিশ ও আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ,সেখানে আপনি আমাদের শিক্ষক হয়ে বলছেন এই ঘটনা বাইরের??তাহলে ভিতরের ঘটনা কোনটা???আপনাকেই বলতে হবে

    এরই মধ্যে আমাদের এক বন্ধুকে যে কিনা হার্টের রুগি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ "উপরতলার চাপ আছে" বলে তাকে ভর্তি নিতে অস্বীকার করে......অনেকে এখনো হাঁটতে পারছেনা,শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছে...... এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা ১লা সেপ্টেম্বর বর্ধমান স্টেশন থেকে রাজবাটী অব্ধি #মহামিছিলের ডাক দিয়েছি,সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানাচ্ছি আমাদের পাশে এসে দাঁড়ান, নাহলে কোনো দিন আপনারা বা আপনাদের ছেলে মেয়েরাও একই ভাবে আক্রান্ত হবে.... এই মিছিলের পাশাপাশি আমরা আরো দাবি জানাচ্ছি

    ১)শুনছি উপাচার্য এই ঘটনায় দুঃখপ্রকাশ করে এক "তদন্ত কমিটি " গঠন করছে,সেটা যতক্ষন না পর্যন্ত সমানুপাতিক হারে ছাত্রপ্রতিনিধি রা থাকছে,তা মানবো না

    ২)ডেপুটি কন্ট্রোলার কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে,এবং এই ঘটনার দায়িত্ব নিতে হবে,কারন ভিসির অনুপস্থিতি তে তার উপস্থিতি এবং নির্দেশে এই ঘটনা ঘটেছে,এই ঘটনার দায়িত্ব তিনি এড়িয়ে যাতে পারেন না

    ৩)এই দুটো দাবির পাশাপাশি আর একটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কর্তৃপক্ষ কে নিতে হবে,সেটা অফিসিয়াল ওয়েবসাইট এ লিখিত বিবৃতি দিয়ে উপাচার্য কে এই মর্মে লিখতে হবে বহিরাগত দের দ্বারা আক্রান্ত হওয়া বিশ্ববিদ্যালয় এর পড়ুয়াদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ,এবং এই ঘটনার দায়িত্ব তাঁদের....প্রতিশ্রুতি দিতে হবে ভবিষ্যৎ এ বহিরাগত বা পুলিশের দ্বারা কোনোরকম ভাবেই পড়ুয়ারা আক্রান্ত হবেনা

    যতক্ষন না পর্যন্ত দাবি মিটছে,আন্দোলন ক্রম -বর্ধমান

    প্রত্যেক কে আহ্বান করছি দল ঝান্ডা রাজনীতি সব কিছু সড়িয়ে রেখে পথে নামুন,প্রতিবাদ করুন,বেঁচে থাকুন

    #১লা_সেপ্টেম্বর_বর্ধমান_স্টেশন_থেকে_রাজবাটি_গেট_মহামিছিল
  • pi | 233.176.0.100 | ৩০ আগস্ট ২০১৫ ১৩:২০685100
  • এনিয়ে কলরব কম, হলেও তাই নিয়ে মিডিয়ায় হইচই কম, তবে হলে তাই নিয়ে খিস্তি, গালাগালি কম হবে কিনা জানিনা ঃ)
    তবে এনিয়ে যা হওয়া দরকার ছিল, তা যে হয়নি, তা বলা বাহুল্য। আর সমস্যাটি যে গুরুতর সেটা বলাও। যাদবপুর, প্রেসির মত এলিট কলেজের তকমা না থাকাই হইচই কমের কারণ কিনা কথা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু সমস্যাটা নিয়েও কথা হওয়া দরকার। আশা করি, আমাকে এবং আরো কয়েকজনকে নামে বেনামে গালাগালি, আক্রমণের পাশাপাশি সেগুলোও অন্তত কিছু হবে ঃ)
  • pi | 233.176.0.100 | ৩০ আগস্ট ২০১৫ ১৩:২২685111
  • এটা রইলো এখানেঃ
  • pi | 233.176.0.100 | ৩০ আগস্ট ২০১৫ ১৩:৪৭685122
  • ছাত্রছাত্রীদের আরো একটি লেখাঃ

    '২৭ শে আগস্ট ২ য় ও ত য় বর্ষের অপ্রকাশিত রেজাল্টের দাবীতে অবস্থান বিক্ষোভ চলছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে।ঘেরাও করা হয়েছিল ডেপুটি কন্ট্রোলার কে। কিছুক্ষণ পর একদল কর্মী সংগঠনের লোক আসেন এবং ওনাদের দাবী ছিল কিছু কর্মী কে ছেড়ে দিতে হবে ওনাদের মিছিলের জন্য। আমরা বলেছিলাম ঠিক আছে আপনারা নাম বলুন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেটা দেখছি । এরপর ওনারা গায়ের জোর দেখিয়ে ঢুকতে চাইছিল। খুব স্বাভাবিক ভাবেই আমরা বাধা দিই। এরপর ওনারা কিছুক্ষণ পর আবার প্রায় ৬০-৭০ জন লোক নিয়ে চলে আসেন। উত্তেজিত ভাবে গালাগাল করতে থাকে। সামনে দিকে থাকা ছাত্রছাত্রী কে উদ্দেশ্য করেও চলতে থাকে অশ্রাব্য গালাগাল। তখন আমরা যখন এর প্রতিবাদে ওনাদের বাধা দিই তখন ওরা সামনে থাকে একটি বেঞ্চ তুলে আমদের দিকে ছুঁড়ে মারে। মদ্যপ অবস্থায় 'জয় বজরংবালী' ও 'বন্দে মাতরম'( হ্যাঁ এই দুটো একসাথেই) স্লোগান দিয়ে চালাতে থাকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি।
    মারের চোটে অজ্ঞান হয়ে যায় সৌরভ নামে আমাদের এক সহযোদ্ধা। যখন আমরা সৌরভের দিকে ছুটে যাই ওদিকে ছাত্রীদের ওপরের ওরা ঝাপিয়ে পড়েছে। চুলের মুঠি ধরে মারের সাথে শ্লীলতাহানি চলছে। পুলিশ চুপচাপ দর্শক। উলটে পুলিশে আমরা বলতে শুনলাম মার শালাদের।
    এরা কারা? আমাদের অপরাধ কি ছিল?
    রেজাল্ট চাইতে যাওয়া কি অপরাধ? আমরা কি গুন্ডা? ক্যম্পাসে পুলিশ আসে অবশ্যই অথরিটি কল এ। '
  • sch | 233.223.131.253 | ৩০ আগস্ট ২০১৫ ১৪:২৭685125
  • প্রতিটা ইউনিভার্সিটিতে একই ঘটনা। একবারও কি কারো মনে হচ্ছে না গলতটা গোড়ায়,। যাদের ভিসি করে বসানো হচ্ছে তাএর এই ধরণের administration চালানোর ক্ষমতা নেই। কেউ বা অনেক কেউ মিলে কি পারেন না একটা ভিসির যোগ্যতার খসড়া তৈরী করে আন্দোলনে নামতে। সেই আন্দোলনে কিন্তু সবাই সামিল হবেন, কোনো তমোঘ্ন লাগবে না - এমনিই নিজের তাগিদেই হবেন।
  • শ্রী সদা | 113.16.71.8 | ৩০ আগস্ট ২০১৫ ১৪:৩৪685126
  • প্যাথেটিক সিচুয়েশন।
    আমার অনেকদিনের প্রশ্ন, এই ইউনিভার্সিটির রেজাল্ট ইত্যাদির কি কোনো আইনি রেগুলেশন নেই ? পরীক্ষার কতদিনের মধ্যে রেজাল্ট বের করতেই হবে, রেজাল্টে ভুল থাকলে কী আইনি ব্যবস্থা নেওয়া যায় এই নিয়ে কোনো স্পষ্ট গাইডলাইন নেই? যাদের অপদার্থতার জন্যে এতগুলো স্টুডেন্টের কেরিয়ারের বারোটা বাজছে তাদের কোনো অফিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি নেই? শুধু বর্ধমান নয়, কোলকাতা ইউনিভার্সিটিতেও তো শুনি রেজাল্ট বেরোতে দেরি হওয়ার জন্যে অনেকে হায়ার স্টাডিতে অ্যাপ্লাই করতে অসুবিধায় পড়ে।
    ছাত্রছাত্রীদের দাবী সম্পর্কে সহমত হয়েই বলি, বৃহত্তর আন্দোলন হওয়া উচিত সরকারী ইউনিভার্সিটিগুলোর প্রসেসে স্বচ্ছতা আনার জন্য। এরকম যখন ইচ্ছে রেজাল্ট দেবে, ভুল রেজাল্ট দিলে কী করে ঠিক হবে কেউ জানেনা - সিস্টেমটা চলছে কী করে ?
  • de | 125.117.217.21 | ৩০ আগস্ট ২০১৫ ১৪:৫৫685127
  • আমাদের সময়ে বর্ধমান আর কলকাতা - এই দুটো ইউনিভার্সিটিই রেজাল্ট সবথেকে দেরী করে বার করতো -

    এই গুন্ডাগিরি বন্ধ হওয়া উচিত - ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীদের হেনস্তা করা হলে কঠিন আইনের শাসন থাকুক। ক্যাম্পাসে বহিরাগত ঢুকতে না দেওয়া, সিসিটিভি বসানো - এগুলো কিন্তু এই অসভ্যতার সলিউশন হতে পারে।
  • sm | 233.223.159.253 | ৩০ আগস্ট ২০১৫ ১৬:৫৩685128
  • de র সঙ্গে সহমত। প্রথম কথা হলো, ক্যাম্পাসে বহিরাগতদের ঢুকতে না দেওয়া। ঢুকলে কড়া শাস্তির ব্যবস্থা। সে কমিসন্গঠকের লোকজন ই হোক বা অন্য কলেজের স্টুডেন্ট বা এক্স স্টুডেন্ট বা মানবাধিকার কর্মীই হন।
    নয়তো একদল আর একদলের দিকে আঙ্গুল তুলবে যে ওরা বহিরাগত দের এলাউ করেছে।
  • a | 213.219.201.58 | ৩০ আগস্ট ২০১৫ ১৭:৫০685129
  • এইটা তো সম্পূর্ণ ভ্যালিড দাবি। সময়ে পরীক্ষার রেজাল্ট পাওয়া নিস্চিতভাবে অধিকারের ভিতর পড়ে।
    যে পাব্লিক লাথি মেরেছে বলে ভিডিওতে দেখলাম তার নামে মহিলা কমিশনে রিপোর্ট করলে হয়তো লাভ হতে পারে। এইসব লোক মোস্টলি অশিক্ষক কর্মী হয়, এদের চাকরির ভয় থাকে। ঠিকঠাক কেস দিতে পারলে ভাল শিক্ষা হয়। এমনিতে হাতে পড়লে উত্তাল ক্যালানো উচিত।
    এই জাতীয় কেসে অনশন হলে বা ঘেরাও হলে লোকে সমর্থনই করবে বলে মনে হয়।
  • হেগে পেদে এলুম | 208.7.62.204 | ৩০ আগস্ট ২০১৫ ২০:৪৯685090
  • এই অপদার্থ ভিসির টেবিলে পুরো এক গামলা হেগে আসতে হবে। প্রথম হাগুটা হাগার জন্য হাগুবীর শাক্যজিতকে আমন্ত্রণ জানালাম।
  • cb | 24.97.195.247 | ৩০ আগস্ট ২০১৫ ২১:০১685091
  • ধুর লাব!!!!!
  • ranjan roy | 132.162.248.208 | ৩০ আগস্ট ২০১৫ ২৩:২৫685092
  • জঘন্য!
    সদা, অয়ন, স্চ, দে --সবার কথাই যথাযথ। এলিট কলেজ নয় বলে ওদের সমস্যা কউ শুনবে না?
    অবশ্যই অ্যাকাউন্টিবিলিটি ও স্বচ্ছতা চাই।
    এটা বোধহয় পাশাপাশি হাইকোর্টের হস্তক্ষেপের যোগ্য!
  • pi | 24.139.209.3 | ৩০ আগস্ট ২০১৫ ২৩:৫২685093
  • বর্ধমান নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন চলছে। পুরানো কিছু পোস্ট ও থাকলো। তখন এগুলো নিয়ে কোন কথা হয়নি বা যাদবপুরের ছোঁয়াচ থাকার কারণে ব্রাত্য ( অথবা আক্রমণযোগ্য) হয়ে গেছিল।
    একটা ক্থা জানার ছিল। বহিরাগতদের এক্তিয়ার কতটা ? এই এখানেই অনেকে এই আন্দোলনে সলিডারিটি জানালেন, সেটা তো বহিরাগত হিসেবেই জানালেন। কোন আন্দোলনে কারো সলিডারিটি দেখানো, সে বাইরে থেকেই হোক, বা পাশে দাঁড়িয়ে আর ক্যালানোর জন্য বাইরে থেকে লোক আনা, এই দুই বহিরাগত এক ? গুলিয়ে যায় যে !

    এবছর এপ্রিলের কিছু পোস্টঃ

    রাতুল ঃ অবশেষে B.A এর রেসাল্ট বের করল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ... শুনেছিলাম বহুদিন আগে নাকি এ রাজ্যে অনলাইন লটারি নিষেধ হয়েছিল, কিন্তু বর্ধমান এর ছাত্রছাত্রিদের রেসাল্ট দেখলে মনে হবে যে ওটা আবার নতুন করে চালু করেছে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ.... তবে টাকা নয় এবার নিলামে উঠছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ... ১০০- ২০০ নয় প্রায় ১ লাখ ছাত্রছাত্রি বসেছিল এই 2nd year এর পরীক্ষায়... BSc BCom এর পর B.A এর ক্ষেত্রেও দেখা গেল সেই একই ছবি।। কারোর ক্ষেত্রে আগের বারের নম্বর হুবহু রিপিট, কোনও কলেজে আবার ইংরাজিতে সবাই একই নম্বর, বহুলোকের পরীক্ষা দিয়েও INC (মানে incomplete result,) আর PNC (মানে Part not complete), পশ্চিমবঙ্গ রাজ্য লটারি বাম্পার আর কি ... এই কেলেঙ্কারির জন্য অন্যতম দায়ি এক বেসরকারি এজেন্সি যারা BU Authority থেকে বরাত পেয়ে গোটা রেসাল্ট নিয়েই ছেলে(মেয়ে)খেলা করেছে। খবর আছে সেই এজেন্সির মালিকানায় আছে স্বয়ং ভিসি... এত বছরের পরিশ্রম এত দিনের চেষ্টা কিছু অপদার্থ কর্তৃপক্ষ এর জন্য কিছুতেই নষ্ট হতে দেওয়া যায় না... কথা হচ্ছিল ব্রতি,সুদিপ্তা,কেয়া,রিজু, হিমাদ্রি শুভজিত,অমরনাথ, শুভম, অভিজিৎ দের সাথে, ওরা ওদের মতন আরও হাজার হাজার সাধারণ ছাত্র ছাত্রী আর মানতে চাইছে না এই জুলুমবাজি... শাসক দল আর প্রশাসনের চোখ রাঙ্গানি এড়িয়েও প্রতিবাদ জমা পড়ছে বোলপুর থেকে রামপুরহাট, বাঁকুড়া থেকে দুরগাপুর, বর্ধমান থেকে চন্দননগর... সামনে ভোটের দামামা, সমস্ত শাসক পার্টিগুলো সব নেমেছে রঙ্গ করতে, ওদের ক্ষমতা আর প্রচারের আলোয় সাধারণত ঢাকা পড়ে যায় এসব অবিচার, দুটাকায় কেনা খবরের পাতায় জায়গা পায়না সাধারণ ছাত্র ছাত্রিদের এসব সমস্যা... আগের দিনগুলোর মতন আবার প্রতিবাদ আছড়ে পড়তে পারে এই আশঙ্কায় আগামী বুধবার অবধি ছুটি দিয়েছে ভিসি, ভাবছেন কয়েকটা দিন কাটিয়ে দিতে পারলেই মিটে যাবে সমস্যা, এবার কিন্তু গল্প অন্য দিকে এগোচ্ছে, কলরব হচ্ছে আওয়াজ উঠেছে আর তুলেছে BU এর সব সাধারণ ছাত্রছাত্রিরা, ভয় দেখিয়ে আর অপপ্রচারে দমানো যাবে না BU এর ছেলেমেয়েদের, ঘুণে ধরা বর্ধমানের এই পরীক্ষা ব্যবস্থার শেষ দেখে ছাড়বে ওরা ...
    পাশে দাঁড়ান, শেয়ার করুন... ছড়িয়ে দিন এই কলরব... '

    কিশলয়:
    "ভালো ছাত্র হলে কেউ পড়তে যায় বর্ধমান ইউনিভার্সিটিতে?" - এইরম একটি প্রশ্নের মুখে মুভমেন্টকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে একটি উত্তর ঃ
    যদি ধরে নি কেউ "ভালো" ছাত্র নয়, তাহলে আপনার কি মনে হয় তাদের রেজাল্টটা নিয়ে যা খুশী করা যায়? এটাই কি আপনার এডুকেশন সিস্টেম নিয়ে ধারণা? আপনার কি মনে হয় না যে যারা তথাকথিত ভালো ছাত্র না তাদেরও আসলে দরকার আছে এই সিস্টেমের ? কারণ তবেই না hierarchy of skill/talent র দোহাই দিয়ে hierarchy of economic and social status আনা যাবে তাদের ভেতর যারা শ্রম শক্তি বেচতে হচ্চে? এটা কি দেখতে পাচ্ছেন না যে আসলে "ভালো ছাত্র" নয় বলে তাদের জন্য [মানে কয়েকটি random এবং unscientific মাপকাঠির ভিত্তিতে বিচার করে ভালো ছাত্র নয় বলা হচ্ছে, হয় তো খুব বেশী হলে ৩-৪টে পরীক্ষায় পারফরমেন্স-ই বিচার করে দেবে "ভালো" ছাত্র কিনা!] infrastructure বা opportunity to improve and learnটাকেই কেড়ে নেওয়া হচ্ছে ইচ্ছে করেই, যাতে তাদের ওপর বেশী মাত্রায় extraction এবং রাষ্ট্রের তাদের ওপর দায়বদ্ধতা না দেখানোর এই পুঁজিবাদী প্রক্রিয়াকে বৈধতা বা legitimacy দেওয়া যায়? Dont you see this is just a process to create different layers of working people to justify differential levels of extraction?
    এডুকেশন সিস্টেমের লক্ষ্য হওয়া উচিত, to bring out the best in everyone. দেখাই যাচ্ছে সেটা বর্তমান এডুকেশন সিস্টেমের বিন্দুমাত্র উদ্দেশ্য নয়। বরং উল্টোটাই - to limit an individual's potential by imposing structural restrictions to justify hierarchization [and hence differential compensation ]of the work force.
    কাজেই "ভালো" ছাত্র আছে কি নেই , তার ওপর ভিত্তি করে নিশ্চয় এই মুভমেন্টকে সাপোর্ট জানাচ্ছি না।

    -----

    'মাত্র কিছুক্ষণ আগে ইউনিয়ন এর গুণ্ডারা বর্ধমানের আন্দোলনের অন্যতম মুখ সৌরভ পাল কে কলেজের সামনে রাস্তায় ফেলে বেধড়ক মেরেছে। ওর অপরাধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার খামখেয়ালিপনার বিরুদ্ধে প্রতিবাদ করা! পরে সৌরভকে মারার প্রতিবাদ জানাতে গেলে BU এর ইউনিয়নের দাদাদিদিরা সৈকত, আকাশ, সায়ন্তন সহ ৭ জনকে আটকে রাখে এবং পুলিশ এইমাত্র ওদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছে... কারণ তারা নাকি অনাধিকার প্রবেশ করেছে বিশ্ববিদ্যালয় এ!!!! এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাই। ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, মারধর করে আন্দোলন দমন করা যায়নি যাবে না। দিকে দিকে জোট বাধো, তৈরী হও... গর্জে ওঠো...
    যে যেখানে আছো জড় হও বর্ধমান বিশ্ববিদ্যালয় এ ...।। ‪#‎হোকপ্রতিবাদ‬, প্রতিবাদের ঝড় উঠুক......।।
    আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও...।।'

    ---
    শুভব্রত:
    'মনে পড়ে যাচ্ছে ৭মাস আগের কলরবের দিনগুলো। সেদিনও যাদবপুরের পাশে দাঁড়াতে গিয়ে মার খেয়েছিল স্কটিশ-আশুতোষ-রাজাবাজারের বন্ধুরা। আর আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের স্বাধীন লড়াইয়ের পাশে দাঁড়াতে গিয়ে এবার আমরাই বহিরাগত। প্রথমে তৃণমূলী গুন্ডারা আটক করল ইউনিয়ন রুমে। তারপর শাসকদলের পেটোয়া পুলিশের হাতে, তাদের 'ইউনিয়ন রুমে'! প্রতিবাদে রাস্তায় যাদবপুর।
    মারবে যত বাড়ব তত, আমরা সবাই বহিরাগত!'

    --
    ' বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার খামখেয়ালিপনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজ কিছু দলীয় সন্ত্রাসের হাতে মার খেতে হল বিবেকানন্দ কলেজের ছাত্র সৌরভ কে। আজ সকালে কলেজে ঢুকলে ইউনিয়নের দাদাদিদিরা তার i-card ছিনিয়ে নিয়ে বেধড়ক মারধর করে। সৌরভকে মারার প্রতিবাদ জানাতে গেলে BU এর ইউনিয়নের দাদাদিদিরা সৈকত, সৌরভ, আকাশ, সায়ন্তন সহ ৬ জনকে পুলিশের হাতে তুলে দেয়।। সৈকত দা কে প্রচুর মারধোর করে union এর ছেলেরা ।
    . বিশ্বাস করুন ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, মারধর করে এই আন্দোলন দমন করা যাবে না। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। দিকে দিকে জোট বাধো, তৈরী হও... গর্জে ওঠো...
    আঘাত যখন নেমেছে, পাল্টা আঘাত ফিরিয়ে দেব গান, স্লোগান, কবিতা, নাটক, প্রতিবাদের মধ্যে দিয়ে...
    লড়াই জোর হবে... কাল বর্ধমান স্টেশন এ atm এর সামনে সকাল ১১ টায় অবস্থান বিক্ষোভ । এখন যদি তোদের ঘুম না ভাঙে তাহলে আর জাগবি কবে??
    #হোকপ্রতিবাদ'
  • sm | 233.223.159.253 | ৩০ আগস্ট ২০১৫ ২৩:৫৭685094
  • আবার একমত। ঠিক সময়ে সিলেবাস শেষ করা, ভালো করে পড়ানো, পরীক্ষা নেওয়া ও রেসাল্ট বার করা ন্যায় সঙ্গত দাবি।শিক্ষক ও কর্মচারীরা দয়া করছে না।এসব দাবি নিয়ে কোর্টে পেশ করা উচিত। একবার কোর্ট আদেশ দিলে সব কটা ইউনির জন্য গাইড লাইন তৈরী হয়ে যাবে।
    ফালতু ভিসি/ কন্ট্রোলার ঘেরাও করে কোনো লাভ নেই।অনুচিত ও বটে।
    আর একটা জিনিস কলেজ শিক্ষক ও কর্মচারীদের অধিকাংশ পার্মানেন্ট পোস্ট উঠিয়ে দিয়ে কন্ট্রাক্ট ভিত্তিতে রাখা উচিত। পার্মানেন্ট করলেই এরা কাজে ফাঁকি দেয়,ঘাঁটু রাজনীতি করে ও একদল স্টুডেন্ট কে উস্কায়।
    স্টুডেন্ট দ্বারা শিক্ষক দের মুল্যায়নও অবিলম্বে চালনা করা উচিত।
  • শুভজিৎ | 178.235.194.33 | ৩১ আগস্ট ২০১৫ ০৮:৩৫685095
  • বর্ধমান আন্দোলন নিয়ে একটা জরুরী পোস্ট

    পূর্ব পরিকল্পিত সূচী অনুযায়ী, অর্থাৎ ১০দিনের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ৪০দিন পর আমরা বিশ্ববিদ্যালয় এর কাছে দ্বিতীয় বর্ষের রিভিউ রেজাল্ট আর তৃতীয় বর্ষের জেনারেল এর রেজাল্ট চাইতে গিয়েছিলাম,প্রথমে সাধারণ সভাতে আমরা ঠিক করি উপাচার্যের সাথে দেখা করবো,উপাচার্য না থাকায় আমার রেজাল্ট সেকশন এ যাই এবং কন্ট্রোলার না থাকায় ডেপুটি কন্ট্রোলার সাথে ছাত্রী ছাত্র রা কথা বলতে চায়,কিন্তু উনি কথা বলতে চাননি,ছাত্র শিক্ষকের কাছে তার অভিযোগ জানাতে পারবেনা??উনি কেমন শিক্ষক?????..আমরা শ্লোগান গান কবিতা এবং বর্ধমানের দেওয়ালে পোস্টারিং করছিলাম,তার সাথে চলছিলো অবস্থান বিক্ষোভ, আমাদের দাবি ছিলো আমরা রেজাল্ট না পেয়ে উঠছিনা,এর মধ্যেই কন্ট্রোলার বিভাগের একজন স্টাফ,সম্ভবত কোনো একটি রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের নেতাও বটে,আমাদের প্রথম থেকেই "শুয়োরের বাচ্ছা" সম্বোধন করে হুমকি দিতে থাকে,এর মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অথোরিটি এর নির্দেশে "পুলিশ" (?) ঢুকে পড়ে,প্রায় জোড় করেই তিনি উক্ত নেতাকে বার করার চেস্টা করেন মিছিলে যাওয়ার জন্য,যাই হোক আমরাও মানবিকতার খাতিরে কিছুটা নমনীয় হই,এর সুযোগ নেয় ঐ "নেতা"...নীচ থেকে কিছু চল্লিশোর্দ্ধ মানুষ হঠাৎ উপরে উঠতে আসেন,এবং ঐ নেতার "মার শুয়োরের বাচ্ছাদের" নির্দেশে ঐ ৩০জনের গুন্ডা বাহিনী, (এরা স্টাফ নয়) এসে আমাদের ব্যারিকেড ভেঙে দেয়,শুরু হয় এলোপাথাড়ি লাথি ঘুষি কিল,এই সুযোগে তারা কিছু মেয়ের "বুক টেপে" শুরু হয় শ্লীলতাহানি এবং মেয়েদের গায়ে হাত দেওয়া,সৌরভ নামে এক বন্ধু,যে কিনা হার্টের পেসেণ্ট তাকে ফেলে লাথি ঘুষি মারাতে সে অজ্ঞান হয়ে যায়,শেষ পর্যন্ত তাকে সরবিটেড নিতে হয়,তাকে হসপিটালে নিয়ে গেলে "উচ্চ দপ্তরের চাপ" আছে বলে তারা ভর্তি নিতে চায়না,মৃন্ময় সরকার নামের এক দাদা কে চরম মারা হয়,সায়ন রায় নামের এক সহপ্রতিবাদী কে বুকে পেটে লাথি মারা হয়,তার পর তার শ্বাসবন্ধ হয়ে যায়....এখনো সে ভালো করে হাঁটতে পারছেনা,হীমাদ্রি দত্তের পায়ে কেটে গেছে,আমার হাতে বেঞ্চের কাঠ দিয়ে মারায় হাত ফুলে আছে,মেয়েদের বুক টেপা চড় মারা তো চলছিলো...এবার আসি পশ্চিমবঙ্গ এর নতুন ট্রেন্ড ক্যাম্পাসে পুলিশ ঢোকানো এবং তাদের প্রশাসক থেকে হঠাৎ শোষক হওয়ার প্রসঙ্গ....
    বেলা ১.৩০এর পুলিশ আসে,তারা প্রায় জোড় করে ঐ গুন্ডা স্টাফেদের নেতা কে বাইরে বেড় করে আনে,ওদের সামনেই গুণ্ডারা মেয়েদের "বুক টেপে" চড় মারে,আমাদের ফেলে লাথি মেরে চলে যায়,পুলিশ তখন নির্বাক দপ্তর(প্রমাণসই ভিডিও আছে)এর মধ্যে এক পুলিশ অভিজিৎ এর গায়ে হাত দেয়...গুণ্ডা দের আমাদের পেটাতে ইন্ধন যোগায়...এরা নাকি শাসক....ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড হবে কি ভাবে গুণ্ডারা এবং পুলিশ এর ইন্ধনে এত গুলো মেয়ের শ্লীলতাহানি হলো,আমরা মার খেলাম,সৌরভ কে হসপিটালে ভর্তি করতে হলো,এই ঘটনার ঠিক পরেই ডেপুটি কন্ট্রোলার, যিনি অত্যন্ত বাজে লোক,এবং খুব ই বাজে ব্যবহার আমাদের কিছু গল্প শোনায়,বিশ্ববিদ্যালয় এ পুলিশ ডাকার প্রসঙ্গে এবং আমাদের নিগৃহীত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন,বাইরের ঘটনার তিনি দায় নেবেন না,এবং পুলিশ তিনি ডাকেননি.....স্যার বিশ্ববিদ্যালয় এর কন্ট্রোলার সেকশন এ মেয়েদের বুক টিপে ছেলেদের লাথি ঘুষি মেরে চলে গেলো,এটা বাইরের ঘটনা????তাহলে স্যার ভিতরের ঘটনা কোনগুলো??শুভম কে আপনার একক স্টাফ (টাক মাথা)থ্রেড দিলো আপনার সামনে "তোকে দেখে নেবো"...আপনি কি করলেন স্যার??????এই দিকে আমাদের বলছেন আমরা না কি ছাত্র না,আপনি শিক্ষক????.... পুলিশ রা নিজে বলেছে এখান থেকে "ফোন" করা হয়েছিলো,এটা কি হলো???একদিকে পুলিশ অন্যদিকে গুন্ডা আর একদিকে অত্যন্ত বাজে অথোরিটি.. সবের মধ্যে কিছু মেয়ের শ্লীলতাহানি, কিছু ছেলে মার খেয়ে গেলো....আপনি বলছেন দায় নেবেন না????দায় কার স্যার?????এসব করে বেশিদিন গদি তা থাকা যায়না!!!আপনার অথোরিটি কে ঘটনার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে...নইলে স্যার একবার পথে বেড়িয়ে দেখুন "বাস্তিলের পথে মানুষ এখনো হাঁটে,এখনো দিন বদলের স্বপ্ন দেখে"

    ছিঃ ঘেন্না করে আপনাদের মতো এই সব লোকেদের জন্য আজ ছাত্র দের কাছে শিক্ষক রা সম্মান পায়না...আর পুলিশ,যাদবপুর প্রেসির পর আবার বর্ধমান...... আমরা ছাড়ছিনা
    #হোকপ্রতিবাদ

    পুনশ্চ ----- এই নিগ্রহ কারা,বা কোন দল করেছে তা জানিনা,তবে ছেলেদের লাথি ঘুষি মারার সময় "বন্দেমাতরম "আর মেয়েদের "বুক টেপার" সময় "জয় বজরঙ্গবলি" স্লোগান দিতে শোনা গেছে....দায়িত্ব আপনাদের,খুঁজে নিন শ্লোগান দেখে
    #আন্দোলন_ক্রম_বর্ধমান
  • অহেতুক | 47.130.227.133 | ৩১ আগস্ট ২০১৫ ০৮:৪৪685096
  • বর্ধমানে অরাজকতা চলছে পড়ে মনে হচ্ছে কিন্তু এতবার বুক তেপা লেখা চোখে লাগল খুব।
  • অহেতুক | 47.130.227.133 | ৩১ আগস্ট ২০১৫ ০৮:৪৯685097
  • অন্য একটা কথাও বলতে চাই। কখনও কখনও মাথাগরম করে কেউ কেউ গালিগালাজ করে সেটা নিন্দনীয় মেনে নিচ্ছি। কিন্তু বেনামে বলা হচ্ছে কেন বুঝতে পারছিনা। অনেকেই বেনামে লিখছেন, তারা নিজেরাই বাকিদের বেনামে বলছেন কেন। আগেও প্রশ্ন করে উত্তর পাইনি।
  • ... | 74.233.173.203 | ৩১ আগস্ট ২০১৫ ০৯:২৫685098
  • এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন। আশা করি, ব্রা প্যানটি পড়ে আন্দোলন্তিকে কেউ গাধার জি'তে পাঠাবে না।
  • | ৩১ আগস্ট ২০১৫ ০৯:৩০685099
  • আপনি 'বেনাম' আর 'নিক' এ গুলিয়ে ফেলছেন অহেতুক। নিক কারো নাম হতেও পারে নাও পারে, এখানে অনেকেই আছেন যাঁরা একই নিকে ৮-১০ বছর ধরে লিখে যাচ্ছেন। সেটা তাঁদের নামের আদ্যক্ষরের কিয়দংশ হতে পারে আবার সম্পূর্ণ কল্পিত কোনও চরিত্রও হতে পারে। কিন্তু বেনাম কখনই নয়।

    বেনাম হল সেইগুলো যেগুলো শুধুই কাউকে আক্রমণ করার জন্য তাৎক্ষণিক সৃষ্টি এবং ধরা পড়ার ভয়ে অনবরত পাল্টে যায়।
  • sm | 53.251.91.6 | ৩১ আগস্ট ২০১৫ ০৯:৩৫685101
  • এই ডেফিনিশন টা কি আপনার একান্ত নিজের সৃষ্টি? জাস্ট কৌতুহল।
  • cm | 127.247.98.68 | ৩১ আগস্ট ২০১৫ ০৯:৪০685102
  • স্টেবল নিক ও আনস্টেবল নিক বলা যেতে পারে। অথবা স্ট্যাটিক ও ডায়নামিক নিক।
  • . | 186.126.237.214 | ৩১ আগস্ট ২০১৫ ১১:৩৯685103
  • আনস্টেবল নিকের হাপ-লাইফ কত?
  • pi | 233.176.9.189 | ৩১ আগস্ট ২০১৫ ১১:৫১685104
  • অহেতুক, প্রশ্নটা কি আমাকে করেছিলেন ? তাহলে তার উত্তরও তো আগেই দিয়েছি, দেখেননি হয়তো।
    কেউ লিখলেন আমি তো নিকে লিখি না, নিজের নামে লিখছি, আর দুদিন বাদেই বলে ফেললেন সেটি নিক, বা দেখা গেল নানাবিধ নিক চলছে, কোনটা আমার সাথে ভদ্রভাবে আলোচনা চালানোর জন্য, অন্যটাআ আক্রমণ, আমি সেই প্রসঙ্গে বলেছিলাম।
  • নাম নেই | 178.235.194.33 | ৩১ আগস্ট ২০১৫ ১২:১২685105
  • এক ছাত্র যদি অন্য ছাত্রদের পাশে দাঁড়ায়,তাহলে সমস্যা টা কোথায়??কেউ তো মারপিট করতে আসছে না,আসছে solidarity এর জন্য,!!!সে যে প্রতিষ্ঠান এর হোক না কেন আল্টিমেট সে তো ছাত্র ই,তার থেকে বরং গুন্ডা দের আটকাক,সে যেখানকার ই হোক আল্টিমেট গুন্ডা ই
  • শুভজিৎ | 178.235.194.33 | ৩১ আগস্ট ২০১৫ ১২:১৮685106
  • @অহেতুক
    আসলে ঐ "বুক টেপার" ব্যাপার টা করে যারা বিনোদন নিলোন তাদের দৃষ্টি আকর্ষণ করছি,যারা এগুলো করলেন তাদের মেয়ের বয়স ও এই মেয়ে গুলোর চেয়ে বেশি,এর থেকে আর কি বলবো
  • pi | 233.176.0.254 | ৩১ আগস্ট ২০১৫ ১২:২০685107
  • যাঁরা করলেন, তাঁদের মেয়ে না থাকলেও বা মেয়ের বয়স এই মেয়েদের চেয়ে কম হলেও বোধহয় একই রকম আপত্তিকর হত। এবং অপরাধ হিসেবেও একই মাত্রার।
  • ... | 74.233.173.203 | ৩১ আগস্ট ২০১৫ ১২:৪০685108
  • "বন্দেমাতরম" ও "জয় বজরংবলী" - এক ঢিলে দুই পাখি।
  • Bratin | 122.79.38.73 | ৩১ আগস্ট ২০১৫ ১২:৪৯685109
  • আমদের বছরে ক বি র এম এস সি র রেজাল্ট আউট হয়েছিল ডিসে। অথচ পরীক্ষা হয়েছিল জুলাই এ। সাকুল্যে ২০ জন।শুধু এই রেজাল্টের জন্যে সে বছর আমাদের ছেলেপুলে আই এস আই র প্রবেশিকা পরীক্ষা য় বসতে পারে নি। কিন্তু এর জন্যে ডিপঃ স্যার দের কোন হেলদোল দেখিনি।
  • cm | 127.247.98.68 | ৩১ আগস্ট ২০১৫ ১২:৫৩685110
  • শিক্ষাঙ্গনে কোন ছাত্রই বহিরাগত নয়, তবে লেখাপড়ার সাথে যার সম্পর্ক নেই সে অবশ্যই বহিরাগত। পরিচয়পত্র দেখেই তা নির্ধারণ করা যায় এবং তার ভিত্তিতেই ঢুকতে দেওয়া উচিত।
  • T-ReX | 116.78.89.49 | ৩১ আগস্ট ২০১৫ ২১:২০685112
  • Bu te ja prosasonik sechacharita apodarthota ghotche seta churantoh nindonio nongramo bolle ektu kom e bola hoy .. Kintu samasya holo ai bisaye manuser protibad e agie asa, kimba somorthon ektu dristi kotu vabe kom .. Amar annyoke kichu bolar adhikar nei karon ami nijei hoytoh tader motoi udasin... Ju pune film institute .. Prescidency IIT Chennai .. Te ghote jawa andolon e sasarire kimba social media r madhyome gola melate eksathe hatte ekbero vabini ... Ekbero kono alasya aseni lorai ta jari rakhte .. Kintu BU er khatre ami nirob keno ?? Ami ba amra .. Ekta advut sthobdhota !! Ki karon hote pare er ?? Konovabe ki ekta elite institution e porar/ kaj karar subade ekta educational elitism e vugchi sabai ? Nijeder IIT ki PU JU er student/ teacher bole sapno dakhte/ reality katate peri .. Nijeder bondhuder dakhte peri ei college university guloy ...center of excellence er ekta part bole nijeder vabte asubidha hoyna .. Gorbo hoy .. !! Tale ki amio institutional elitism e biswas kori ?? Biswas kori BU te kono medha r bikash ghote na ?? Kintu medha na thakleo ki tader sathe ghote jawa anachar, tader vobisyot er upor aghat ta mukh buje mene newa songotoh ?? Na na .. Duto prosner utoor e na .. Songotoh na mene newa... Songotoh na tader mar khawa tader vese jawa dakhe chup kore bose thaka... R student merit institution e depend kore na ... !! Tobu keno ... Sabjanta hoyeo keno gamcha feri korte berai dupur rode office paray ?? Keno tcs r protistho manager chatai hole Facebook e gorjai r hindmotor chotkall bondho hole chup kore payer nokh khuti ?? Janina ... Uttor jana nei .. !! Nijeke choto lage majhe majhe kintu ekta advut elitism grass kore nay jabotio anutap...
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন