এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পূজাসংখ্যা -২০১৫


    অন্যান্য | ০৭ অক্টোবর ২০১৫ | ১৬৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 11.39.39.248 | ১৩ অক্টোবর ২০১৫ ০৯:৩৯686474
  • ঃ)))
  • b | 135.20.82.164 | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:১৬686475
  • ওহ এইচ, আপনারটা রিজেক্টেড? আমি-ও অপ্রকাশিত পত্রাবলী লিকে পাঠিয়েছিলাম, ওটা কিন্তু এবার বেরিয়েছে।
  • de | 24.139.119.171 | ১৩ অক্টোবর ২০১৫ ১৫:২০686476
  • পত্রাবলী বল্লেন বলে মনে পড়লো - এইবারের দেশে (পূজাবার্ষিকী নয়) আবু সইদ আইয়ুবের পত্রাবলীর একটা সংকলন বেরিয়েছে। সেটা খুবই ভালো লেগেছে -
  • | 213.99.211.18 | ১৩ অক্টোবর ২০১৫ ১৬:৩৬686477
  • কিন্তু এখন ও রবীন্দ্রনাথের ( মানে কিছু দিন আগে অবধি) অ-প্রকাশিত পত্রাবলী বেরোতো। আর ক পিস যে বাকি আছে!!...
  • | 213.132.214.156 | ১৪ অক্টোবর ২০১৫ ১১:১২686478
  • দেব সাহিত্যের রিপ্রিন্ট টা কেউ কিনলে? এবারে কোন টা বার করলো?

    আনন্দবাজার পত্রিকা কেমন হয়েছে?
  • মনোজ | 113.2.135.98 | ১৫ অক্টোবর ২০১৫ ১৬:৩৮686479
  • এবারে আনন্দবাজার পত্রিকার লেখাগুলো একটু ভালো । আগেরবারের তুলনায় ! বেশ কয়েকটা লেখা পুরনো পুঁথি খোঁজার রহস্য উপন্যাস ! কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখাটা খুব ভালো ।

    মনোজ
  • TB | 118.171.131.186 | ১৫ অক্টোবর ২০১৫ ২২:১২686480
  • আপনারা কেউ "হ্যাংলা" পড়েন না? তার পুজোবার্ষিকী কেমন হল?
  • ঈশান | ১৫ অক্টোবর ২০১৫ ২২:৩২686481
  • আপনারা বল্লে বিশ্বাস করবেন না, আমি নিয়মিত রবীন্দ্রসঙ্গীত, অতুলপ্রসাদের গান, নজরুলগীতি ইত্যাদি রচনা করে থাকি। বেশীরভাগ ক্ষেত্রেই তাতে সুরারোপও করে থাকি। শিশুকাল থেকেই আমার এই বিস্ময়কর ক্ষমতাটি আছে। ক্লাস থ্রি তে একটা অসাধারণ পেঁপে এঁকেছিলাম, এবং ক্লাল ফাইভে ঊষা উত্থুপের একটি গান লিখেছিলাম। "কোই বাহা আহা নাকে নাকে/ফিরদোসি আহা নাকে নাকে"। ইত্যাদি। কিন্তু ক্যাসেট কোম্পানির লোকেরা শারদীয়া পত্রিকার মতো দরাজাদিল না হওয়ায় আমার এই বিস্ময়কর সৃষ্টিশীলতা ধামাচাপা পড়ে গেল। কোনো সহৃদয় ক্যাসেটকোম্পানির মালিকের সন্ধান পেলে সত্বর খপর দেবেন?
  • কল্লোল | 125.242.161.192 | ১৬ অক্টোবর ২০১৫ ০৫:৫৮686482
  • দেশ-এ শ্যামল দত্ত চৌধুরীর মিস্টার অমিতাভ বেশ ভালো। হ্যা, অনেকটা লামার মতো। ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে এমন উইটি লেখা পড়িনি আগে।
  • কল্লোল | 125.242.184.49 | ১৯ অক্টোবর ২০১৫ ২০:৫৫686484
  • এই মাত্র শেষ করলুম। শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের শার্দূলসুন্দরী। অসাধারণ উপন্যাস - গ্রেট বেঙ্গল সার্কাস নিয়ে। এবারের দেশ পূজোসংখ্যা।
  • AS | 125.187.57.117 | ১৯ অক্টোবর ২০১৫ ২২:৫৬686485
  • শা,র্দুল সুন্দরী আমারও বেশ ভালো লাগলো।সত্যজি'ত রায়ের কোন একটা লেখায় গণপতি চক্রবর্তীর উল্লেখ ছিল। আরও কিছুটা জানলাম
  • potke | 190.215.40.9 | ১৯ অক্টোবর ২০১৫ ২৩:০৪686486
  • কল্লোল দা, খিল্লি করা হয়েছে সরকারী আন্ডারটেকিং কে, প্রাইভেট কর্পো কে নয়।

    আবাপ পাব্লিকেশন আফটার অল ঃ)
  • | 24.99.190.103 | ১৯ অক্টোবর ২০১৫ ২৩:৪৯686487
  • আ খেলে যা!!

    আগে শারদীয়া বর্তমান এ এই রকম উপন্যাস বেরোত জ্যোতি বাবু কে মতি বোস বলে খিল্লি করে। কে লিখতেন নাম টা ঠিক মনে পড়ছে না। কিন্তু এই গুলো ও একই রকম ভাবে বিরক্তিকর। ঃ((
  • কল্লোল | 125.242.187.252 | ২০ অক্টোবর ২০১৫ ০৭:২৯686488
  • পোটকে। সেটা হতেই পারে, কিন্তু লেখাটা ভালো।
    সীমাবদ্ধ কিন্তু পূজোর আনন্দবাজার/দেশেই ছাপা হয়েছিলো।
  • potke | 116.216.187.224 | ২০ অক্টোবর ২০১৫ ০৯:৩২686489
  • সীমাবদ্ধ এখন লেখা হলে আর দেশে ছাপত না।

    তবে লেখাটা উইটি, এগ্রীড।
  • ranjan roy | 132.180.38.215 | ২০ অক্টোবর ২০১৫ ২৩:১৫686490
  • দে,
    আমারও পাক্ষিক দেশে আবু সয়ীদ আয়ুবের পত্রাবলী ( বিশেষ করে মুজতবা আলী, কালিদাস ভট্টাচার্য, অশীন দাশগুপ্ত --এঁদের চিঠি গুলো) দারুণ লেগেছে। কৈশোর কেটেছে পার্কসার্কাসের ওই পাড়ায়।
    পার্ল রোড ও সার্কাস মার্কেট প্লেসের রাস্তায় ক্রিকেট খেলে। তখন দূর থেকে দেখতাম মুজতবা আলীকে, গৌরী আয়ুব দত্তকে ও সামান্য বড় প্রীতীশ নন্দীকে।

    অরিজিত শুনছ?
  • kc | 198.71.236.187 | ২০ অক্টোবর ২০১৫ ২৩:২১686491
  • ভালো হয়েছে অনুষ্টুপ। রাঘব বন্দোপাধ্যায়ের ওপর লেখাটার জন্যই অনুষ্টুপ কেনা যায়। তার উপর ফাউও আছে, অরিন্দম চক্রবর্তী। কিনুন। একটা পাতাও খারাপ নয়।
  • মনোজ | 212.78.235.76 | ২১ অক্টোবর ২০১৫ ১৬:২৩686492
  • এখন সময় শারদীয়া সংখ্যায় - আবুল বাসার একটা উপন্যাস লিখেছেন - খানিকটা ইসলামী সংস্কৃতির ওপর ভর করে । অনেক কিছু জানা যায় মুসলিম সম্প্রদায়ের সম্বন্ধে ! ওদের কিন্তু সবটাই কালো নয় ! - খানিকটা ডকুমেন্টাল !

    মনোজ
  • pi | 192.66.116.114 | ২১ অক্টোবর ২০১৫ ১৭:০৬686493
  • ওদের সবটাই কালো এরকম ধারণা ছিল?
  • সে | 94.75.173.148 | ২১ অক্টোবর ২০১৫ ১৭:২১686495
  • মনোজবাবু,
    একটা অনুরোধ করছি। এই নিয়ে আর কিছু বলবেন না প্লীজ।
    একটা একটা করে শব্দ বেছে নিয়ে হিংসার খেলা আবার শুরু হয়ে যাবে।
  • pi | 132.163.56.117 | ২১ অক্টোবর ২০১৫ ১৮:১৫686496
  • শুরু হয়ে গেল।
  • cb | 11.39.61.216 | ২১ অক্টোবর ২০১৫ ১৮:২৪686497
  • বোতিন্দা, মনে হয় রাতুল ঘোষ, রিপোর্টার, লিখতেন মতি ঘোষ ইত্যাদি নিয়ে
  • Bratin | 11.39.37.205 | ২১ অক্টোবর ২০১৫ ২৩:০৩686498
  • ইয়েস রাতুল ঘোষ। থ্যাঙ্কু সিবি।
  • Atoz | 161.141.84.176 | ২১ অক্টোবর ২০১৫ ২৩:৪০686499
  • কেউ চেপে ধরতে গেলে হয়তো বলতেন আহা উনি আমার ঠাকুদ্দা। দেখুন আমিও তো ঘোষ, রাতুল ঘোষ।
    ঃ-)
  • ranjan roy | 132.180.38.215 | ২১ অক্টোবর ২০১৫ ২৩:৫৬686500
  • আজ হাতে এল পূজোসংখ্যা আজকাল।
    নেড়েচেড়ে বেশ ভাল লাগছে। হয়ত সেরা সম্ভার এবার এটাতেই। লেখক ও বিষয়বৈচিত্র্য--দুটোর হিসেবেই।

    শতবর্ষের শ্রদ্ধাঞ্জলিতেঃ শম্ভু মিত্র ও বিজন ভট্টাচার্যকে নিয়ে আটটা ;লেখা। বেগম আখতার কে নিয়ে ১১টি ও চিত্তপ্রসাদকে নিয়ে একটি লেখা।
    উপন্যাসঃ
    বুদ্ধদেব গুহ, আবুল বাশার, দেবেশ রায়, অভিজিৎ সেন ।
    নাট্কঃ
    সৌমিত্র ও ব্রাত্য বসু।
    বড়গল্পঃ
    স্বপ্নময়, ভগীরথ, অমর মিত্র, সুব্রত, বলরাম, সমীর রক্ষিত, রমানাথ রায়,শেখর বসু, কিন্নর রায়,এষা দে, দেবর্ষি সারগী, পাচু রায়, মধুময় পাল, ঝড়েশ্বর, বরুণ অন্ততঃ ৪৫ জন।
    অনুবাদঃ
    জোসে সারামাগুঃ মানবেন্দ্র
    বরেন্দ্রকৃষ্ণ।

    কবিতাঃ
    শংখ, নীরেন্দ্রনাথ, দেবীপ্রসাদ,কৃষ্ণ ধর, মৃদুল, ভূমেন্দ্র গুহ, শান্তি সিংহ,আশিস সান্যাল ও প্রায় ৯০ জন।
    পৃষ্ঠাঃ ৫৫০, দামঃ ১০০/-

    বাকি প্রবন্ধগুলো ও অপ্রকাশিত চিঠি/কবিতার কথা ছেড়েই দিলাম।
  • Atoz | 161.141.84.176 | ২২ অক্টোবর ২০১৫ ০০:২৬686501
  • পাচু রায়?
    বলেন কী!!!!!
    ঃ-)
  • ranjan roy | 132.180.38.215 | ২২ অক্টোবর ২০১৫ ১২:০৪686502
  • হ্যাঁ, সেই আদি ও অকৃত্রিম পাচু রায়, তাও "আজকাল" পত্রিকায়! পইড়্যা দেখি!
    ব্রাত্য বসুর নাটকটি ভালো। আর কোনো পত্রিকায় নাটক ছিল বলে মনে পড়ছে না। আর বেগম আখতার, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য ও চিত্তপ্রসাদ! জমে ক্ষীর।
  • | 24.99.140.202 | ২২ অক্টোবর ২০১৫ ১২:১৭686503
  • কী চাপ । উনি চিঠি লেখা ছেড়ে দিয়ে বড় গল্প লেখা শুরু করলেন!!
  • agantuk | 138.48.127.32 | ২২ অক্টোবর ২০১৫ ২৩:৩১686504
  • শারদীয়া 'এই সময়'-এ দুটো নাটক আছেঃ সৌমিত্র আর মনোজ মিত্রর।
  • Henchoram | 121.93.163.126 | ২৩ অক্টোবর ২০১৫ ১৪:১৮686506
  • কিশোর পত্রিকার মধ্যে শারদীয় আনন্দমেলা পড়তে কিন্তু খারাপ লাগেনি। বিগত কয়েক বছরের তুলনায় বেশ ভালো হয়েছে এবার।
    দেবজ্যোতি ভট্টাচার্যের "ইচ্ছেপলাশ" উপন্যাসটা অনেকদিন পর বাংলায় একটা ভালো কল্পবিজ্ঞান পড়ার আরাম দিল।
    দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস "হানাবাড়ির জাভাস্ক্রিপ্ট" হুগলী-চুঁচুড়ায় ডাচ উপনিবেশ, তাদের বাটাভিয়ায় ব্যবসা-বাণিজ্য, জাভা-সুমাত্রার প্রাচীন রাজাদের প্রত্নসামগ্রী , বাংলার ডাকাত মিলিয়ে মিশিয়ে বেশ সুখপাঠ্য রহস্য কাহিনি।
    শীর্ষেন্দু ও সুচিত্রা ভট্টাচার্য অভ্যাসের কারণে পড়ে ফেলাই যায়।
    রাজেশ বসুর "রহস্যের গোলকধাঁধায়" ঠিকঠাক।
    বরং বর্তমান জেনারেশনের কাছে জনপ্রিয় লেখক স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাসে বেশ কিছু লজিক্যাল ফাঁক চোখে পড়ল। শেষের দিকে জেমস বন্ড টাইপের চেজিং ও প্লটের স্থান নির্বাচন লেখাটিকে দুর্বল করে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন