এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা  বিবিধ

  • ইসলাম ও ইসলামফোবিয়া

    3-dots
    আলোচনা | বিবিধ | ১৫ নভেম্বর ২০১৫ | ১৫৩৮৩ বার পঠিত
  • প্যারিস থেকে চিত্রশিল্পী সাহাবুদ্দিনঃ
    "এত ভয় আগে কখনও পাইনি। এত অসহায় আগে কখনও মনে হয়নি নিজেকে। মুম্বইতে যে রকম হামলা হয়েছিল, প্যারিসে হুবহু সে রকমই দেখলাম। মুম্বইয়ের ঘটনা টিভিতে দেখেছিলাম। ভয়ঙ্কর! এ বার প্যারিসে নিজেই সেই পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। এমন জঘন্য কাজ কারা ঘটাতে পারে! কোন ধরনের মানুষ তারা? অথবা আদৌ মানুষ কি? আমার সত্যিই আতঙ্কের ঘোর কাটছে না। গোটা রাত ঘুমতে পারিনি। এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঘুমিয়ে পড়ব, তেমন মানসিক স্থিতিতে পৌঁছতে পারছি না।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 233.29.204.2 | ১৫ নভেম্বর ২০১৫ ২০:৫৬687928
  • বিপের সাথে পুরোপুরি একমত হলাম। আমার কী হবে গো?
  • ... | 74.233.173.203 | ১৫ নভেম্বর ২০১৫ ২১:০৩687939
  • "ফ্রান্স এর মত ঘটনা আমেরিকা তে হওয়া দরকার"!!!!! এরকম কথাও কেউ বলতে পারে !!! যে লোক গুলো মরবে তারা পুলিশ গিরি বা বেওসা কোনটাই করছে না।
    ৯/১১ এর পরে পব র অনেকে খুশি হয়েছে শুনেছিলাম বটে।
    …………………
    ইন্টারনেট এ কয়েকদিন ধরে যখন যেকোনো ঘটনা নিয়ে লিবারেল রা মোদিকে খিস্তি মার্চে তখন নিচের এই লেখাটি একজনের কাছে পেয়েছিলাম।

    कुछ लोग मोदी का विरोध करते-करते इंडिया का विरोध कर बैठे।
    क्योंकि कुछ लोग मोदी से मोहब्बत करते-करते उसे इंडिया बना बैठे।
    #BitterTruth

    আজ যখন লোকে আমেরিকাতেও আক্রমন হওয়া দরকার বলে তখন মনে হয় সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে করতে এরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে।
  • Bratin | 11.39.36.36 | ১৫ নভেম্বর ২০১৫ ২১:২৪687950
  • কালকের ঘটনা নয় রে বাবা। মুম্বাই হানা র দগ্গদঘে হা এক্গনো আমার মনে শুকোয় নি।

    কালকের ঘটনা টা তার সাত্গে রিলেট করার চেষ্টা কর আছি।
    সন্ত্রাসবাদী দের কোন ধর্ম গয় না। কিন্তু তারা বেশীর ভাগ ক্ষেত্রে মুসলিম হলে?
  • ক্রূর সিং | 117.167.108.182 | ১৫ নভেম্বর ২০১৫ ২১:২৮687961
  • "কেন" - এই প্রশ্নটা কখনো মনে আসে না?
  • Div0 | 132.171.172.6 | ১৫ নভেম্বর ২০১৫ ২১:৩১687972
  • সিঁফো'র 7:49 PM'এর পোস্টটা ভালো লাগলো।
  • সে | 198.155.168.109 | ১৫ নভেম্বর ২০১৫ ২২:২৪687983
  • জুরিখ মেইন স্টেশনে এখন মেশিনগানধারী প্রচুর পুলিশ টহল দেয়া শুরু করে দিয়েছে। এ জিনিস গত দেড় দশকে আমি তো দেখিনিই, এদেশে কোনোকালে এমন অবস্থা হয়নি সবাই বলছে।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ২২:৩৪687994
  • বিপ ও বিপের সাথে যারা একমত তারা তাহলে accept করে নিলেন যে ধর্মগ্রন্থের "ধর্ম" আসলে একটা খুব ইল ডিফাইনড টেক্সট - সেই টেক্সটের ইন্ত্রারপ্রিটেশান যখন যেমন করা হয়। অর্থাৎ ধর্মের নিজস্ব মোটিভ ফোর্স খুব কম। যাক তাহলে যারা পাঁচ বার নমাজ পড়ছেন বা তিনবার আহ্নিক করছেন তারা পোটেনশিয়ালি হার্ম্ফুল না।
    একটা জিনিস জানার আগ্রহ রইলো "বাইবেল বা গীতা কোরানের থেকে আরো কঠিন ভাষাতে হিংসাকে অনুপ্রেনিত করে। এবং যার জন্য মধ্যযুগে আমরা ক্রুসেডের দেখা পায়।" - এটা কোত্থেকে পেলেন। প্রথমতঃ গীতা কিন্তু হিন্দু ধর্মের বাইবেল না - সেটা বেদ। আর গীতা বা বেদের কোন শ্লোক হিংসা প্রমোট করে - বাইবেলেই বা কি আছে এরকম? গীতা বা বেদের যুগে কিন্তু "অন্য ধর্ম" ছিল না - কাজেই এই অন্য ধর্মের প্রতি অসূয়ার ব্যাপারটা একটু কঠিন।

    কেউ যেমন ঠিক করে দেবে না আমি বীফ খাবো না চিকেন খাবো না গোরূ খাবো ঠিক সেইরকম কেউ ঠিক করে দেবে না আমি কটা যুদ্ধ জাহাজ কিনব ক'টা বোমারু বিমান কিনব। সেই কারণেই আমেরিকার পুলিশগিরি বন্ধ করা দরকার।
  • robu | 11.39.37.231 | ১৫ নভেম্বর ২০১৫ ২২:৩৯688005
  • যারা পাঁচ বার নমাজ পড়ছেন বা তিনবার আহ্নিক করছেন তারা পোটেনশিয়ালি হার্ম্ফুল এমন কথা বলেছি বলে মনে হয়না।
    এটা আরেকটা চয়েস, অন্যের ওপোর চাপিয়ে না দিলে বা অসুবিধে না করলে ঠিকই আছে।
  • PT | 213.110.247.221 | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:০৩688014
  • সম্ভব্তঃ আফগানিস্থানে পুলিশগিরি করতে গিয়েই আমেরিকা মুসলিম মৌলবাদকে কোল দিয়ে সর্বনাশের শুরু করে।
  • ranjan roy | 132.162.198.81 | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:৩৬688016
  • রোবু,
    সিঁফোঁর বক্তব্যের প্রথম ভাগঃ
    "মুসলিম বলতে অন্ধবিশ্বাসে মগজধোলিত হওয়ার প্রবণতা সম্পন্ন মূর্খ ব্যক্তি বললে ব্রতীনদার বক্তব্য সঠিক।"।
    --অর্থাৎ, মুসলিম=অন্ধবিশ্বাসে মগজধোলিত হওয়ার প্রবণতা সম্পন্ন মূর্খ ব্যক্তি। লজিক্যালি তিনি ধর্মে মুসলিম নাও হতে পারেন। অর্থাৎ যেকোন ধর্মের অন্ধবিশ্বাসী মগজধোলিত হওয়ার প্রবণতা সম্পন্ন।
    --তাই ক।
    না, তোমার বা আমার অধিকাংশ বন্ধু/আত্মীয় এমন অন্ধবিশ্বাসী মাথামোটা মনে হয় না।
    ২)সিঁফোঁর বক্তব্যের দ্বিতীয় ভাগঃ
    "মুসলিম বলতে মুসলিম নামধারী যেকোনো ব্যক্তি যাকে চেপেচুপে একটা হোমোজিনিয়াস সেট ( যার নাম ধর্মান্ধ) এর মধ্যে ঢোকাতে চাইলে, রোবুর মতন প্রশ্ন করতে চাইব।"
    --হক কথা। আইসিস, আগা খাঁ ফাউন্ডেশন, মুজতবা আলী, সুফী গায়ক, বড়ে গুলাম আলী, দিলীপ কুমার সায়রাবানু নার্গিস মিঞা তানসেন, রফী সুরাইয়া বোকো হারাম বেনজির ভুট্টো ----সবাইকে একটা কমন সেটের মধ্যে ঢুকিয়ে "মুসলিম" সীল মেরে দিলে ঘোর আপত্তি, তখন প্রশ্ন করব তোমার মত-- এতে "মুসলিম"দের দোষ কোথায়?
    তাই বড় হাতের ক।
    যদি বুঝতে ভুল হয়ে থাকে দেখিয়ে দাও।
  • sch | 113.240.99.101 | ১৫ নভেম্বর ২০১৫ ২৩:৪৩688017
  • যিনি সেফ প্লেন জার্নির জন্যে নিজের পেছনে কি কি সব ঢোকাতেও রাজী ছিলেন - তার জন্য রইলো

    "Plane crashes that are caused by sabotage draw the most media attention, but they only account for about 9% of total plane crashes"

    (Ref:http://rblaw.net/5-most-common-causes-of-plane-crashes/)
  • সে | 198.155.168.109 | ১৬ নভেম্বর ২০১৫ ০০:০৪688018
  • একজন পলাতকের ফোটো টিভিতে দেখাচ্ছে।
  • সে | 198.155.168.109 | ১৬ নভেম্বর ২০১৫ ০০:০৬688019
  • ফ্রান্সে তিনমাসের এমারজেন্সী জারি করা হয়েছে।
  • কল্লোল | 125.242.156.54 | ১৬ নভেম্বর ২০১৫ ০০:০৮688020
  • গীতা - অর্জুন যখন নিজের আত্মীয়দের হ্ত্যা করতে অস্বীকার করছে, তখন তাকে ধর্ম রক্ষার্থে এই হত্যা প্রয়োজনীয় বোঝানো হয়েছে। এমনকি তাকে এতোটাও বলা হলো যে, এরা তো মরেই আছে, আমিই মেরেছি এদের। তুমি নিমিত্ত মাত্র।
    মাইরী এটা হিংসা নয় তো কোনটা হিংসা?

    সাধারন হিন্দু বেদ পড়ে না গীতাই পড়ে।

    বাংলার ব্রিটিশবিরোধী সহিংস আন্দোলনের মূল দার্শনিক ভিত্তিই ছিলো গীতা।

    হিন্দু বা খ্রীস্টান বলে যেমন একটা কিছু হয় না, তেমনি মুসলমান বলেও একটা কিছু হয় না। যারা গুজরাতে মুসলমান কোতল করেছিলো তারও হিন্দু, কলবর্গীর হত্যাকারীরাও হিন্দু, আমার মা-ও হিন্দু ছিলেন।
    যারা আইসিস করছে তারাও মুসলমান, যারা বাংলাদেশে ব্লগার মারছে তারও মুসলমান, আমাদের সামরানও মুসলমান।
    যারা ভিয়েৎনামে মানুষ মারছিলো তারা ৯৯%ই খ্রীস্টান। সেই যুদ্ধে যোগ দেবেনা বলে সেনাবাহিনীতে যোগদান এড়াতে ধর্মকে ঢাল করেছিলো জনৈক ক্যাসিয়াস ক্লে। তার মুসলমান নাম কি যেন ছিলো? মনে পড়ে? ও হ্যাঁ, মহম্মদ আলি।
    তো?????????????????
  • সে | 198.155.168.109 | ১৬ নভেম্বর ২০১৫ ০০:০৯688021
  • একজন ভদ্রলোককে দেখালো টিভিতে যিনি পুলিশকে বলছেন চেঁচিয়ে- আমার মেয়ে কোথায়? সে দুদিন আগে কনসার্ট দেখতে গেছল। কোথায় সে?
    এখন মৃতের সংখ্যা ১৩২।
  • robu | 11.39.37.231 | ১৬ নভেম্বর ২০১৫ ০০:১৬688022
  • মুসলিম=অন্ধবিশ্বাসে মগজধোলিত হওয়ার প্রবণতা সম্পন্ন মূর্খ ব্যক্তি - এর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীদের ঠিক ভাল চোখে দেখা হল না। ভেবে দেখুন যদি এরকম লেখা যায়ঃ
    সিপিয়েম =অন্ধবিশ্বাসে মগজধোলিত হওয়ার প্রবণতা সম্পন্ন মূর্খ ব্যক্তি বা
    মাওবাদী =অন্ধবিশ্বাসে মগজধোলিত হওয়ার প্রবণতা সম্পন্ন মূর্খ ব্যক্তি তাহলে সেটা ঠিক হয় কি? কারণ এই দুই দলেই মগজধৌত অনেকে আছেন। তিনো বা বিজেপিতেও। আবার হিন্দু বা ক্রিস্চান ধর্মেও। এই ইক্যুএশন সর্বত্র বসাঅনো যায়। শুধু একটা দিয়ে ছেড়ে দিলে চলেনা।
    যদিও আপনার বক্ত্যবের সারকথা আগেও বুঝেছি কিন্তু তার এক্সপ্রেশন ঠিক হয়নি।
    আর আমার বন্ধুদের নিয়ে বা আত্মীয়দের নিয়ে আমার ধারণা একেবারেই ঠিক, কোনো সন্দেহ নেই।
  • hu | 140.160.143.220 | ১৬ নভেম্বর ২০১৫ ০০:২৭688023
  • সিঁফোর লেখাটা ব্যালান্সড লাগল। বিপের লেখাও।
  • Bratin | 11.39.39.146 | ১৬ নভেম্বর ২০১৫ ০৮:১৪688024
  • হ্যাঁ আমাদের দিলদরিয়া মানবতা কর্নী রা রা তো যে কোন মানুষের শাস্তি কথা উঠলেই নীরবে বা প্রকাশ্যে অশ্রু বিসর্জন করেন তা ধনঞ্জয় হোক বা কাসভ( এখানে বাম দুতো প্লে হোল্ডার!!)।

    তো এ ই আক্রমনকারী ধরা পরলে নিশ্চয় ই তাদের চরিত্র সংশোধনের কোন " হাই ফাই " উপায় বাতলে দেবেন!!
  • sinfaut | 11.39.61.148 | ১৬ নভেম্বর ২০১৫ ০৯:৩৫688025
  • মনিন্দর সিং ব্যাট করছেন।
  • aranya | 83.197.98.233 | ১৬ নভেম্বর ২০১৫ ০৯:৪৫688027
  • সিঁফো ভাল লিখেছে।
  • sch | 132.160.114.140 | ১৬ নভেম্বর ২০১৫ ১০:৫৩688028
  • কল্লোল-দা শুধুই তর্কের খাতিরে কথা বললেন - অর্জুনকে যে ধর্ম পালন করতে বলা হয়েছে সেটা তার ক্ষত্রিয়ধর্ম, তার কর্তব্য। একজন যোদ্ধার ধর্ম যুদ্ধ করা - সে দাঁত ক্যালালে তাকে সেটা মনে হরিয়ে দেওয়া উচিত। আর স্বাধীনতার সময় যারা গীতাতে উদবুদ্ধ হতেন তারা গীতার কর্মযোগ, ন্যায়েরর জন্য দৃঢ়চেতনা - এইসব পড়তেন মনে হয়। গীতায় কোথাও বলা আছে যে যাও বোমা মেরে এসো - ধ্বংস করে ফেলো তোমার ধর্মের বিরোধিদের এমন তো জানি না -
  • কল্লোল | 125.248.76.233 | ১৬ নভেম্বর ২০১৫ ১১:৪৪688029
  • গীতায় কৃষ্ণ।
    यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत ।
    अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् ॥४-७॥
    परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
    धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥४-८॥
    মানে -
    यदा/Yada= when
    यदा/Yada = when
    हि/Hi = indeed
    धर्मस्य/Dharmasya = of religion/duty
    ग्लानि/Glani = decay
    भवति/Bhavati = is
    भारत/Bharata = O Bharata (name of Arjuna)
    अभ्युत्थानम्/Abhuthanam = rising up
    अधर्मस्य/Adharmasya = of sin/chaos (note, the word "Dharma" means "religion", "a+dharma" means "not religion" or something against religion.)
    तदा /Tada = Then
    आत्मानं/Atmanam = Myself
    सृजामि/Srijami = Create ("Srijami" means "I create")
    अहम्/Aham = I

    Verse 8
    परित्राणाय/Paritranay= to protect/save
    साधूनां/Sadhunang =of the good or good people
    विनाशाय/Vinashay = to destroy/for the destruction
    च/Cha = And
    दुष्कृताम्/Dushkritam = of the evil or evil-doers
    धर्म/Dharma = religion
    संस्थापन/Sangsthapan = to establish
    अर्थाय/Arthay = to/for the sake of
    सम्भवामि/Sambhabami = I am born
    युगे/Yuge = In age
    युगे/Yuge = In age
    খুব স্পষ্ট যে ধর্মের রক্ষায় ও অধর্মের বিনাশে এই হত্যা জরুরী।
    এটাই ইসলামের জার্গনে চুবিয়ে নিন আইসিস/ব্লগার হত্যাকারী পেয়ে যাবেন।
  • cb | 208.147.160.75 | ১৬ নভেম্বর ২০১৫ ১২:০২688030
  • কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তার ডেফিনিশন একপক্ষ ঠিক করে দিলে যা হয়, তাই হচ্ছে
  • কল্লোল | 125.248.76.233 | ১৬ নভেম্বর ২০১৫ ১২:১১688031
  • সিবি। একদম।
  • সে | 198.155.168.109 | ১৬ নভেম্বর ২০১৫ ১২:৩০688032
  • গীতার এই অনুবাদ করে বুঝিয়ে দেয়াটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে।
    এর বাইরেও কিছু বলবার ছিল কিন্তু এখন মুড অফ।
  • lcm | 118.91.116.131 | ১৬ নভেম্বর ২০১৫ ১২:৩৮688033
  • Syria's war: Who is fighting and why

  • . | 208.7.62.204 | ১৬ নভেম্বর ২০১৫ ১৪:৩৮688034
  • sch এর কি উদ্ভট লজিক রে ভাই! কথা তো হচ্ছিল সিকিউরিটি চেকিং নিয়ে, মানে প্লেনে কেউ বোম নিয়ে উঠল কিনা সেই নিয়ে। তার মধ্যে আবার টোটাল প্লেন ক্র্যাশের কথা আনেন কেন? টোটাল প্লেন ক্র্যাশের মধ্যে কিছু প্লেন সাবোটেজে ক্র্যাশ হয় এতো সবাই জানে! আবার যেগুলো স্যাবোটেজে ক্র্যাশ হয় তার মধ্যে কিছু পাইলট সুইসাইড, কিছু কার্গোতে বোম রাখার জন্য, কিছু বাইরে থেকে মিসাইল মেরে উড়িয়ে দেওয়া। তাহলে বাকি রইল যাত্রীদের মধ্যে কেউ প্লেনে বোম নিয়ে উঠল কিনা সেটা আটকানোর জন্য চেকিং, যা নিয়ে কথা হচ্ছিল। আর আমি বলেছিলাম এরকম শু বম্বার টাইপের যাত্রী আটকানোর জন্য কড়া চেকিং হলেও মেনে নেব। এতো বিশদে এক্সপ্লেন করতে হবে ভাবিনি।
  • সে | 198.155.168.109 | ১৬ নভেম্বর ২০১৫ ১৪:৪৬688035
  • এবছর জার্মান উইংসের একটা বিমান পাইলট নিজে ক্র্যাশ করিয়েছে। তার মনোরোগজনিত সমস্যা ছিল। সেসব ঘটনাও অসম্ভব নয়। যদিও মালয়েশিয়ার যে বিমানটি আজো নিখোঁজ সেটার পাইলট আদৌ দোষী কি না তা এখনও প্রমাণিত হয় নি।
  • PM | 116.76.161.186 | ১৬ নভেম্বর ২০১৫ ১৫:১২688036
  • পকিস্তনের একটা প্লেন ক্র্যশ ল্যান্ড করেছিলো কদিন আগে। মেডিকাল রিপোর্ট বলছে পাইলট মদ্যপ অবস্থায় ছিলো।

    অল্পের জন্য বহু লোক বেঁচে গেছে।
  • সে | 204.230.159.169 | ১৬ নভেম্বর ২০১৫ ১৫:২১688038
  • এইট্টিজের শেষে কি নাইনটিজের গোড়ার দিকে ভারতে পাইলটদের স্ট্রাইক হয়েছিল একদিন। ডেট মনে নেই, লিং ও জানিনা। তো তখন আয়েরোফ্লোৎ/এরোফ্লোট এর পাইলট ভাড়া করে আনা হয়। একটা ফ্লাইট প্রায় ক্র্যাশ করেই যেত, যায়নি যদিও - পাইলট গ্রাউন্ড কন্টরোলের ভাষা বুঝতে পারেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন