এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গরিবরা কি এখনো খুবই গুরুত্বপূর্ণ ?

    Free Rock লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১৫ | ৬৪৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 190.215.74.145 | ১৮ ডিসেম্বর ২০১৫ ০৯:০৪690741
  • হ্যাঁ
  • Free Rock | ১৮ ডিসেম্বর ২০১৫ ০৯:২৩690752
  • গরিব মানুষ বলতে আমি বস্তিবাসীদের বুঝাচ্ছি | এদের নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের জল্পনার শেষ নেই | এরা নাকি সর্বহারা | এদেরকে ধনিলোকেরা নাকি শোষণ করে ছিবড়ে করে ফেলেছে | এদের এইবার রাজত্ব এসেছে | এখন এরা নাকি শোষণের বদলা নেবে : ইত্যাদি হাবিজাবি প্রতিটি রাজনৈতিক দলের প্রচার |

    কিন্তু বাস্তব সত্যটা কি ? সত্যটা অতি ভয়াবহ | তা হলো এইসব গরিব মানুষের দল মোটেই ধোয়া তুলসীপাতা নয় | এরা হলো অত্যন্ত চতুর আর ধূর্ত বদমাশ | এদের দুটো বড় ভাগে ভাগ করা যায় : নারী আর পুরুষ | নারীরা আপনার আমার বাড়িতে ঝিয়ের অথবা আয়ার কাজ করে | পুরুষেরা রিক্সা, ট্যাক্সি, বাস, অটো ইত্যাদি চালায়, ইলেকট্রিক, কলের মিস্ত্রির কাজ করে, বাজারে সবজি ইত্যাদি বিক্রি করে ইত্যাদি | দুইটি ভাগই সমান বদমায়েশ | এরা যে কাজই করুক না কেন তাতেই লোক ঠকায় | যদি কারো দোকানে কাজ করে বা রাজমিস্ত্রির যোগাড়ের কাজ করে তবে মালিকের জিনিসপত্র চুরি করে, টাকা মেরে দেয় | বাজারের সবজি ইত্যাদি বিক্রির সময় ওজনে ঠকানো, তুতের জল দিয়ে সব্জিপাতি রঙিন করে লোক ঠকানো ( পড়ুন বড়লোকের স্বাস্থ্যের বারোটা বাজানো ), হিসাবে বেশি টাকা মেরে দেয়া ইত্যাদি কাজ তো হামেশাই করে | মিস্ত্রির কাজ যখন করে তখন একটা সমস্যার সমাধান করতে এসে দশটা সমস্যা তৈরী করে যায় | যাতে করে আবার ডাকতে হয় | চোরাই , দুনম্বরী মেশিনপত্র দিয়ে বাবুদের ঠকায় | যখন রিক্সা, ট্যাক্সি, অটো ইত্যাদি চালায় তখন ভাড়ার কোনো মা বাপ থাকে না | আজ দশ টাকায় যেটুকু যাবে কাল বিশ টাকায় সেটুকু যাবে | যখন ওনাদের মর্জি হবে তখন যাত্রী নেবে | সামান্য কারণে ধর্মঘট তৈরী করে শহরের অবস্থা অচল করে দিতে এদের জুড়ি মেলা ভার |

    এত গেল পুরুষদের কথা | আসুন মেয়েদের দিকে একবার তাকাই | এরা মূলত ঝিয়ের আর আয়ার কাজ করে | বাবুদের বাড়ির জিনিসপত্রের ক্ষতি করতে এদের জুড়ি মেলা ভার | এদের একটা প্রবাদবাক্য আছে : বাবুদের কিছু বাঁচাতে নেই | এই প্রবাদবাক্য মেনে এরা হয় জিনিস চুরি করে নয়তো তা ভেঙ্গে ফেলে | আমার নিজের ঝিই কত বাসনপত্র ভেঙ্গেছে আর চুরি করেছে তার ইয়ত্তা নেই | এছাড়া কম কাজ করে বেশি বেতন নেয়া, কাজ দায়সারা ভাবে করা, ফাঁকি দেয়া, কাজ করতে এসে মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা প্রেমালাপ করাটা নাহয় বাদ দিলাম | আর মাইনে নেয়া ? তার বেলায় ক্লাব- গুন্ডা-পার্টি আছে না ? তাদের ভয় দেখিয়ে বেশি বেশি মাইনে নেয়াটা খুবই সহজ |

    এখন এদের একটা নতুন বাই চড়েছে | সেটা হলো আমরাও বাবুদের সমান হব | বাবুদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমাদের ছেলেপিলেরাও পড়বে | এই করতে গিয়ে এদের খরচ বেড়ে যায় | ফলে এরা মাইনেও বাড়ায় | কাজ কম কিন্তু মাইনে বেশি | না দিলে হবে না | বাবুদের এত আছে , আমাদেরও থাকবে | এর জন্য আসছে চুরি করে বাবুদের জিনিস হাতিয়ে নেয়ার ইচ্ছা | প্রটেকশনও পাচ্ছে | স্থানীয় রাজনৈতিক দল , ক্লাব-থানা ইত্যাদি এদের পক্ষে দাড়িয়ে ধনীদেরকে আপোষ করে নিতে বলছে | ফলে অন্যায় একতরফা হয়েই চলেছে | কিছুই কারো বলার নেই | ব্যতিক্রম দু একজন যে নেই তা নয় , কিন্তু তারা খুবই বিরল এবং ব্যতিক্রমই |

    গরিবদের অবস্থাটা দেখুন : অসৎ পথে চুরি ডাকাতি করে প্রচুর আয় ( খেয়াল করে দেখবেন অধিকাংশ সময়েই ডাকাতেরা জানে বাড়ির কোথায় টাকাপয়সার মত জিনিস আছে | বাড়ির ঝি-আয়াদের সাহায্য ছাড়া কি করে জানতে পারবে ?) আবার বিপিএল কার্ডের সুবিধার দরুন স্বল্প ব্যয় | কত সুন্দর আর্থিক অবস্থা | আর ছেঁড়া জামা গায়ে আমাদের সামনে ঘুরে বেড়ায় তাই আমরা ভাবি বুঝি তারা খুব গরিব | আমাদের সামনে অবশ্য বানিয়ে বানিয়ে দুঃখের কাহিনী শোনায় বদমায়েশগুলো | আমরা তো আর দেখতে যাচ্ছি না | অধিকাংশেরই ভোটার কার্ড জাল, আধার কার্ড জাল | প্যান কার্ড নেই বললেই চলে | জাল ভোটার কার্ড দেখিয়ে এই দেশের নাগরিক সুবিধা খুব ভালই পায় এই তথাকথিত গরিবগুলি | বেশির ভাগই, পশ্চিমবাংলার ক্ষেত্রে, বাংলাদেশ থেকে পালিয়ে আসা অনুপ্রবেশকারী | এখানে নেতাদের শেল্টারে আরামসে থাকে | কোনো রকম ঝামেলা হলেই নেতারা পাশে দাড়ায় | পুজোর বোনাস চাই আর সেটা হলো একমাসের মাইনে | না পেলেই কাজ ছেড়ে দেবার হুমকি | ক্লাবের হুমকি | কখনো তো কাজ ছেড়েই পালায় হারামীগুলো | অথচ কত বৃদ্ধ অথর্ব মানুষ এদের উপর নির্ভর করে | তাদের জন্য এদের কোনো দয়ামায়া নেই | এই প্রসঙ্গে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি | আমাদের পাশের বাড়ির ছেলেটা মেন্টাল পেশেন্ট | কাজের ঝিটা সব সময় ছেলেটাকে ক্ষেপাত | একদিন ছেলেটা ঝিটাকে একটা ধাক্কা মারে | ঝিটা পড়ে চট পায় | সেই ঝি ক্লাব থেকে গুন্ডা আর মহিলা বাহিনী নিয়ে আসে | সেই বাড়ির মালিক ভদ্রলোককে ৪০০০ টাকা গোনাগুনতি খেসারত দিতে হয় তার মেন্টাল পেশেন্ট ছেলের প্রতিবাদের ফলে | উপরন্তু ঝিটা বাকি ঝিদের বলেছে যে ওই বাড়িতে কেউ কাজ করবে না | ফলে বাড়িওয়ালা আর কাজের লোক পায় না | ৪০০০ টাকাও গেল , উপরন্তু সামাজিক বয়কট | একটা মানসিক ভাবে অসুস্থ লোকের প্রতি কি এই ব্যবহার যুক্তিযুক্ত ? এইরকম হারামি এই ঝিগুলো |

    আর আছে গ্রামের লোক চাষাভুসো | এরা শালা টাকা খেয়ে জমি চেপে রেখেছে শিল্প করতে দেবে না | এত হারামি এইগুলি যে হয় টাকা নিয়ে জমি ছাড় নয়তো টাকা নিওনা আর জমি রাখো এই নীতিতে বিশ্বাসী নয় | সিঙ্গুরের ক্ষেত্রে বহু অনিচ্ছুক চাষী ছিল যারা জমি দিতে চায় নি | এক্ষণ তো ঠেলায় পরে জমি দিচ্ছে , কিন্তু তখন দিতে চায় নি যখন দরকার ছিল | এরাই বাজারে সবজি পাঠায় | কেমন সবজি জানেন ? কার্বাইদ পাকানো সবজি আর নিজের পরিবারের জন্য রাখে ফ্রেশ সবজি | মানে নিজের ভালো হবে আর শহরের বাবুদের শরীর খারাপ হবে অথচ পয়সাও আসবে | এই জন্য গ্রামের চেয়ে শহরের লোকেদের বেশি ক্যান্সার হয় | এত বিষাক্ত সবজি কি শরীরে সয় ? দু একটা চাষা ব্যতিক্রম আছে | বাদবাকি সবাই এই রকম |

    আর আছে আদিবাসী গরিব মানুষ | প্রান্তিক মানুষ | এরাও জমি ছেড়ে শিল্প করতে দেবে না | শহুরে বাবুরা মরুক, আমরা রাজার হলে বাঁচব | এরা মাওবাদীদের প্রধান আশ্রয়স্থল | এদের জমির তলায় খনিজ পদার্থের গুদাম পড়ে আছে | অথচ দেশকে বাইরে থেকে খনিজ পদার্থ আমদানি করতে হয় | এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় | এইসব মুষ্টিমেয় লোকেদের জন্য বৃহত্তর লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে | এরা জমি দেবে না | এত বড় শত্রু দেশের এরা | এদেরকে গুলি করে করে মারা উচিত আর এদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া উচিত | হতভাগারা দেশের আর্থিক আর শিল্পের সর্বনাশ করলো | দেশী শিল্পপতিরাই জমি পায় না সেখানে বিদেশীরা কি জমি পাবে |

    সবশেষে এটা বলি যে গরিব তোষণের যে নীতি বামফ্রন্ট নিয়েছিল সেটা পুরনো হয়ে গেছে | এখন নতুন নীতি নেয়া হোক | ধনিলক ছাড়া দেশের উন্নতি নাই , একথাটা তো এখন স্পষ্ট |
  • d | 144.159.168.72 | ১৮ ডিসেম্বর ২০১৫ ০৯:৫০690763
  • এই লেখাটির পেছনের মানসিকতাটি এত অসম্ভব নীচ এত নিকৃষ্ট হীন ধরণের যে ঘেন্না করতে ঘেন্না হয়।
  • kc | 198.70.49.62 | ১৮ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৩690774
  • এটা সত্যি সত্যি লেখা নাকি? আমার তো মনে হচ্ছে মজা করবার ব্যর্থ প্রচেষ্টা। সত্যি লেখা হলে লেখককে অফ যেতে বলব।
  • jsl | 77.191.245.247 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১০:০১690785
  • এটা তো সিপিয়েমের জুতো কেনার প্রতিক্রিয়া। কিন্তু হয় নাই।
  • ঈশান | ১৮ ডিসেম্বর ২০১৫ ১০:০২690792
  • আমার তো ইয়ার্কি লাগল। আশ্চর্যজনকও না, কারণ আজকাল প্রায় কিছুতেই আশ্চর্য হইনা। তুমুল মার্কেটপন্থীরা তো এরকমই ভাবেন।
  • তাপস | 11.39.37.32 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১০:১৫690793
  • কী দুর্ভাগা প্রাণী! এইরকম ইয়ার্কি করে নজরটান দিতে হয়। কিছু একটা করা উচিত এনার জন্য। সাহায্যের টই কি হেল্পফুল হতে পারে?

    তবে এনার বক্তব্যে সারবত্তা খুঁজে পাওয়ার ব্যাপারও থাকবে নিশ্চয়।
  • sosen | 184.64.4.97 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১০:১৭690794
  • ভয়েস, ভয়েস।
  • cb | 208.147.160.75 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১০:২৫690795
  • আরে এরকম পোস্ট তো মাঝে মাঝেই দেখি, গরিব শব্দটার জায়গায় অন্য শব্দ বসিয়ে :)
  • ইয়ে | 233.184.197.229 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১০:৩৫690742
  • বিনিপয়সার পাথর কি বিপ পালের অল্টার ইগো?
  • Free Rock | ১৮ ডিসেম্বর ২০১৫ ১২:১৯690743
  • ও তাই বুঝি | এই থ্রেডের লোকগুলো এত অসম্ভব মুর্খ যে আশ্চর্য হতেও আশ্চর্য হতে হয় | যা রোজ রোজ দেখছি শুনছি এই গরিব জাতীয় লোকেদের সাথে ডিল করছি সেইসব অভিজ্ঞতাই ওই লেখাটার মধ্যে আছে | এই থ্রেডের লোকগুলো হয় মঙ্গলগ্রহের লোক , এই পৃথিবীর লোক নয় নয়তো অসম্ভব হিপক্রাট আর ভন্ড অথবা দুটোই |

    এই গরিব মানুষগুলো কোনো কম্মের নয় | যদি এদের হাতেই সভ্যতার ভার থাকত তাহলে, গুরুচন্ডালির গুরুর দল, আজকে পশ্চিমবাংলা ভারতের মধ্যে শ্রেষ্ঠ শিল্পশহর হত | কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবাংলা আজ ভারতের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া এক শহর | আমরা শিল্পেই নয়, শিক্ষাদীক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, গানবাজনা সবেতেই পিছিয়ে গেছি | আসলে আমরা সিডিউল কাস্ট আর সিডিউল ট্রাইব নামক দুই পিছিয়ে পড়া জাতের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছিলাম | আমরা মানে বামপন্থী বজ্জাতের দল ভোট ভিক্ষা পাবার আশায় | এই পিছিয়ে পড়ারা সমাজের উচ্চস্তরে রাজনৈতিক দাদাদের হাত ধরে ছড়িয়ে পরে | আর তার ফলেই আজ আমরা পিছিয়ে পরেছি সর্বত্র | পিছিয়ে পড়া জাতদের উন্নতির সুযোগ দিলে দেশ উন্নতি করবে : এই কথাটা ঠিক মাটি দিয়ে তৈরী ঘট সোনার হবে : এই রকম শোনায় | পিছিয়ে পড়াদের দিয়ে পিছিয়ে পড়া রাজ্য ও দেশ তৈরী হয় | বামপন্থী মুর্খের দল , দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অগ্রগামী জাতিদের অগ্রাধিকার দিতে হবে | জেনারেল কাস্টকে অগ্রাধিকার দিতে হবে | কোনো কাজের জন্য যদি জেনারেল কাস্ট অমিল হয় শুধু তবেই সিডিউল কাস্টকে নেয়া যেতে পারে , এই হওয়া উচিত অগ্রগামী দেশের নীতি | তা নাকরে এর উল্টো গাওয়া হলো : কোনো কাজের জন্য আগে সোনার চাঁদরা আসবে | তারা না এলে তবেই জেনারেল কাস্ট-এর ডাক পড়বে | ফলও আশানুরূপ হয়েছে | দেশ পিছিয়ে পরেছে |

    যাক বেশি বলে লাভ নেই | বামপন্থীদেরকে সুপথে নিয়ে আসা শিবেরও অসাধ্য সেখানে আমিতো কেউ নই | শুধু মনে করিয়ে দিতে চাই বৃহতের মঙ্গলেই দেশ তথা শাসকের মঙ্গল | এই গরিবগুলো মোটেই বৃহত নয় |
  • কল্লোল | 111.63.223.85 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১২:৪৮690744
  • সে তো বোঝা গেলো। কিন্তু এই অ্যাতোগুলো গরীব নিয়ে কি করা যায়? গরীবরা সংখ্যায় বেশী। তাই ওদের ভোট দরকার হয়। তারপর, ঐ কি যেন বলে, ড্রাইভার-নোকর-চাকর-কারখানার লেবার-কলের মিস্ত্রী-রাজমিস্ত্রী-চাষা এসব না থাকলেই বা চলবে কি করে?
    কি করা যায় বলুন তো?
  • Manish | 127.214.47.59 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১৩:২০690745
  • কেনো, অগ্রগামী লোকেরা ঐ কাজগুলি করবে।
  • amit | 212.125.29.227 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১৩:২১690746
  • এত যখন সমস্যা, তখন কাজের লোক না রেখে নিজের কাজ নিজে করলেই তো হয়। নিজের গাড়ি নিজে চালালেই তো হয়, নিজের বাগান নিজে পরিস্কার করলেই হয়, তাহলে এত কাদুনি গাইতে হয় না। গরিব দের গলা ধাক্কা দিয়ে কাজ ও করব আবার নালিশ ও করব, এত কষ্ট করার দরকার কি ?
  • pi | 174.100.1.222 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১৪:২৭690747
  • ইনি ইয়ার্কি মেরেছেন কি মারেননি জানা নেই, তবে এখানে সিরিয়াসলি বা বিশেষ কোন কারণেই হোক, এধরণের কথাবার্তা তো আগেও পড়েছি। মানে, ইদানীংকালে বেশ বেশিই পড়ি। আমিও এখন আর তাই আশ্চর্য হই না।
    মার্কেটচাড্ডিরা এর মধ্যে অনেক কথাই বলে থাকেন। শুধু এখানে বলেই না।
  • de | 69.185.236.55 | ১৮ ডিসেম্বর ২০১৫ ১৬:২৯690748
  • ইয়ার্কি দিচ্ছেন অথবা অকারণে বিতর্কিত কথা বলে ভাও পাওয়ার চেষ্টা -

    এরকম কথা কেউ সিরিয়াসলি লিখতেই পারে না -
  • Free Rock | ১৮ ডিসেম্বর ২০১৫ ২০:৫৫690749
  • অমিত একটা খুব ভালো কথা বলেছেন যে নিজের কাজ নিজে করলেই তো ভালো হয় | আলবত | ইন ফ্যাক্ট এখন এইটাই করতে হবে যদি গরিবদের চুরি ডাকাতির হাত থেকে বাঁচতে হয় | ডু ইট ইউরসেলফ একবিংশ শতকের মহামন্ত্র | এটাই একমাত্র বাঁচার উপায় | আমি আমার বাড়ি সরাই করার জন্য মিস্ত্রী লাগলাম | মাইরি বলছি প্রতিটা মিস্ত্রী : রাজমিস্ত্রী, ইলেকট্রিক মিস্ত্রী, কলের মিস্ত্রী সব্বাই চোর | কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে গেছে , হুজ্জতি করেছে, খুন করার ভয় দেখিয়েছে কিন্তু কাজে রান্ডম ফাঁকি | অদ্দেক কাজ করেইনি | বললাম কাজ তো পুরো করনি তাহলে পুরো টাকা দেব কেন ? শালা বলে কিনা গরিব মানুষ, সারা দিন খেটেছি টাকা চাই | টাকা শালা অর বাপের না ?

    এরা এইরকম চোর | এদের হাত থেকে বাঁচতে গেলে ডু ইট ইউরসেলফ |

    কল্লোলকে জানাই ড্রাইভার-নোকর-চাকর-কারখানার লেবার-কলের মিস্ত্রী-রাজমিস্ত্রী-চাষা এসব না থাকলেই বা চলবে কি করে? এরা থেকে যদি আমাদের চুরি করে, ডাকাতি করে তাহলে না থাকাই ভালো | দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো | তাছাড়া অমিত কল্লোলের প্রশ্নটার জবাব দিয়েছেন | নতুন কিছু বলার নেই | ওয়েস্ট-এ তো সবাই নিজের কাজ নিজে করে | এতে লজ্জার কি আছে গুরুরা ?

    pi কে জানায় আমি মার্কেট চাড্ডি হলে আপনি হলেন বাম পাজামা | চাড্ডি আর পাজামায় ভালই জমেছে তাই না |

    De কে জানায় ইয়ার্কিও দিচ্ছি না , ভাও পাবার চেষ্টাও করছি না | শুধু বামেদের ভুলগুলো শুধরে দেবার চেষ্টা করছি |

    একবার ভাবুন বন্ধুরা আদিবাসীরা কি বিরাট পরিমান জমি আর ওই জমির তলার খনিজ সম্পদ নিজেদের কব্জায় রেখেছে | আর আদিবাসীদের কব্জায় রেখেছে মাওবাদীরা | মাওবাদীদের কব্জায় রেখেছে চীন | হ্যা বন্ধু চীন-ই মাওবাদীদের স্রষ্টা আর মদতদাতা | নেপালে চীন-ই মাওবাদীদের ঢুকিয়ে রাজতন্ত্রের পতন ঘটে যাতে করে প্রজাতন্ত্রের প্রজাদের আরামসে কব্জা করা যায় | অনেকটা আমেরিকার স্ট্রাটেজি | আমেরিকা যেমন গদ্দাফি-সাদ্দাম হোসেন-বাসার আসাদ-এর একনায়কতন্ত্র ফেলে দিয়ে নিজেদের পুতুল সরকারকে বসবার চেষ্টা করছে এবং কতকটা সেই কারণেই আই এস জঙ্গিদের মদত দিচ্ছে , চীন নেপালের একছত্র রাজাকে ফেলে দিয়ে সেখানে নিজেদের পেটোয়া লোক প্রচন্ডকে বসিয়েছে | এর জন্য চীন মাওবাদীদের তৈরী করেছে | সেই মাওবাদীদের ব্যবহার করে ভারতের সব্বনাশ করতে উঠে পরে লেগেছে | ভারতের শিল্পের বিকাশের বিরুদ্ধেই মাওবাদীরা কাজ করে | কিন্তু কেন ? ভারতে শিল্পের বিকাশ না হলে সবচেয়ে বেশি ফায়দা চিনের | সে তার কমদামের মালের বিশাল বাজার পাবে | কিন্তু দেশীয় শিল্প শক্তিশালী হলে চীনের সে গুড়ে বালি | অতএব মাওবাদীদের দিয়ে শিল্প আটকাও : এই হলো চিনের স্ট্রাটেজি |

    এখন আমরা কি সেই উদ্দেশ্য সফল হতে দেব ? আমরা কি যথেষ্ট দেশপ্রেমী নই ? আমরা কি জানি না যে চীনা মাল দামে সস্তা হলেও গুণমানে অতি নিকৃষ্ট ? সেই জন্যই ভারতে দেশী শিল্পের বিকাশ দরকার | তার জন্য দরকার আদিবাসীদের হটিয়ে ওই জমি নিয়ে শিল্প করা | ভারতের রাজনৈতিক পার্টিগুলি মাওবাদীদের প্রয়োজনমত ব্যবহার করে দেশের সব্বনাশ করছে | প্রয়োজন এদের চিন্হিত করা |

    এছাড়াও বন্ধু এই বঙ্গের অতি দুরবস্থা | বামেদের সহিষ্ণুতার সুযোগ নিয়ে জামাতে ইসলামী বাংলাদেশের কট্টর জঙ্গিরা এই বঙ্গে ঘাঁটি গেড়েছে | তারা বেশিরভাগই গরিব মানুষ | তারাই ড্রাইভার-নোকর-চাকর-কারখানার লেবার-কলের মিস্ত্রী-রাজমিস্ত্রী-চাষা সেজে নিজেদের কাজ করছে | আজকে খাগরাগর কেসে তাদের মুখোশটা খুলে গেল | তারা কতজনে এই বঙ্গে বসে বসে ভারতের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষেছে , ট্রেনিং দিয়েছে, বোমা বানিয়েছে তার ইয়ত্তা নেই | তাদের আস্পর্ধাটা দেখো যে তারা বর্ধমান-বীরভুম-মুর্শিদাবাদ নিয়ে বৃহত্তর বাংলাদেশ গড়বে ওই নুনুকাটা হনুমান গুলো | আর আমরা গরিব মানুষের সেবা করার নাম এই জানোয়ার গুলোকে পুষে চলেছি | আমরা কি মানুষ ? এক্ষুনি এই বদমাইশ গুলোকে সীমান্ত পারে ঠেলে দেয়া উচিত | এটা না করতে পারলে দেশের সমূহ বিপদ |

    এই দুটি কাজ: গরিব আদিবাসী ও মাওবাদীদের খতম করা আর গরিব জামাতিদেরকে খতম করা , সুষ্ঠুভাবে সম্পন্ন হলেই দেশের তথা বাংলার সুদিন ফিরবেই ফিরবে | ঈশ্বর সেই দিন ত্বরান্বিত করুন আর আপনাদের সুমতি দিন |
  • ওলঢোল | 126.202.208.87 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২১:০২690750
  • আপনি সত্যিই ওশোর ফলোয়ার?
  • সমবেত সঙ্গীত | 132.177.222.69 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২১:১৩690751
  • পাগলা খাবি কী, ঝাঁঝেই তো মরে যাবি
    পাগলা খাবি কী।
  • The Rock | 74.62.219.85 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২২:১৫690753
  • বলেন কি মশয়, মিস্ত্রীরা আপনাকে খুন করার ভয় দেখিয়েছে ? আপনি ট্যাঁশগরু নাকি?
  • Rana | 131.241.218.132 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩০690754
  • দাদা , সবথেকে বড় প্রশ্ন। আপনার কতো টাকা? আম্বানির মতো? না বিল গেটসের মতো?

    নৈলে, তাদের কাছে তো আপনিও গরিব স্যার। তাহলে আপনাকেও সরতে হবে।
  • lcm | 60.242.74.27 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২২:৩৪690755
  • ওফ্‌, ফাইন্যালি - ইট্‌ অ্যারাইভ্‌ড্‌ - রিভার্স রিভোলিউশন ("রিরি") - দ্য এন্ড অফ্‌ দ্য প্রোলেতারিয়েত।

    গরীবদের অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে নন-গরীব দের বিদ্রোহ, বিপ্লব। যুগ যুগ ধরে গরীবদের হতে ব্ল্যাকমেইল্‌ড হওয়া, তাদের বঞ্চনার শিকার হওয়া, খুন খারাপির হুমকি সহ্য করা - - এই সব অসহায়, নিপীড়িত অব্স্থাপন্ন মানুষেরা এইবার রুখে দাঁড়াবে। অন্ধকার কাটবে, সূর্য উঠবে।

    দ্য রক্‌ উইল বি ফ্রি ।
  • ranjan roy | 24.96.21.197 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২৩:২০690756
  • দেশের অধিকাংশ লোকই তো গরীব, ঝি-মিস্ত্রি, ছোটলোক, এস সি এস টি। তাহলে দেশের অধিকাংশ ম্যাংগো পাবলিক চোর?
    আর ধনীরা কিছুই চুরি করেন না? ট্যাক্স? জিনিসের দাম? কোয়ালিটি? পরিষেবার কোয়ালিটি?

    কিন্তু গুজরাতে মহারাষ্ট্রে ও তামিল্নাড়ুতে জগন্নাথো তো অধিকাংশ লোক গরীব , মানে ipso facto চোর? ওখানে তো বামেরা ক্ষমতায় নেই! তবে ওদের কেন জেলে রাখা হচ্ছে না?
    আর এসসি/এসটি দের জন্যে সংরক্ষণ বামেদের কীর্তি? মশাই আটভাট যাই বকুন, ফ্যাক্ট তো ঠিক দেবেন!
    সত্যি কথা, কাজকম্ম নিজের হাতে করাই ভাল, অন্যের মুখাপেক্ষী না হয়ে। আজ থেকেই লেগে পড়া যাক।
    আপনা হাত, জগন্নাথ!
  • Tim | 82.36.117.174 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২৩:২৪690757
  • হা হা হা এলসিএমদা টু গুড ঃ-))
  • কল্লোল | 111.63.68.58 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২৩:২৫690758
  • না, কিন্তু ডু ইট ইয়োর্সেল্ফ, মানে কি নিজের চাল-ডাল-মাছ-তরকারী নিজে ফলাতে হবে?
    সে তো বেশ চাপের কেস!!
    যাই হোক, কিন্তু দুষ্ট গরুর গোয়াল শুন্য হবে কি উপায়ে? মা ষষ্ঠীর কৃপা তো এদের উপর কমে নাই।
  • jodi | 104.14.53.186 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২৩:২৬690759
  • যে যাই বলুন
    দাদার ট্রাম্প সাহেবের ধক আছে
    অন্তত যা মনে করেন সোজা নামিয়েছেন
  • কল্লোল | 111.63.68.58 | ১৮ ডিসেম্বর ২০১৫ ২৩:২৮690760
  • আরে দুর!! ট্রাম্প তো আমাদের সিংঘলদের থেকে টুকলি করেছে মাত্র।
  • TB | 118.171.130.189 | ১৯ ডিসেম্বর ২০১৫ ০২:৪৩690761
  • হ্যাঁ হ্যাঁ সব যে যার নিজের কাজ নিজে করুন তো, একদম পশ্চিমের দেশগুলোর মতো! নেহাত দরকার পরলে ঘর ঝাড়পোঁছের লোক আর ঘর সারাইএর লোককে পশ্চিমের দেশের মত পয়্সা দিলেই সব ঝন্ঝাট মিটে যাবে, কারো আর কোনো কম্প্লেন থাকবে না!
    তার পর, যাও সবে নিজ নিজ কাজে।
  • Atoz | 161.141.84.176 | ১৯ ডিসেম্বর ২০১৫ ০৩:১১690762
  • এইসব আলগা পাথর টাইপ মানসিকতার মানুষকে রোল রিভার্সাল করিয়ে দেওয়া দরকার।
    ধরে টাকাপয়সা চাকরিবাকরি জামাকাপড় ঘরবাড়ি সব কেড়ে নিয়ে কানি আর কৌপীন পরিয়ে ছেড়ে দিতে হয় বস্তিতে নিয়ে।
    তারপরে সুমধুর একটি উপদেশ, " নে ব্যাটা, এখন চাতুর্য ও ধূর্ততার দ্বারা লড়ে বাঁচ।"
  • বীর বল | 11.39.36.125 | ১৯ ডিসেম্বর ২০১৫ ০৪:১৬690764
  • free rock কে দুখানি টই খোলার জন্য ধন্যবাদ। শুধু সিপিএম নিয়ে টই খুললে একরকম হত। এ সাইটে সমাদর পেতেন। সাথে এই টই খোলায় অন্যরকম সিদ্ধান্তে উপনীত হওয়া গেল। ১২ঃ১৯ এর প্রথম অনুচ্ছেদের শেষ বাক্যটিও বিশেষ ভাবে লক্ষ্যণীয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন