এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাষা-ইমোটিকন-নন কগ-মরালিটি ইত্যাদি

    একক লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৮ জানুয়ারি ২০১৬ | ৪৪০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • একক | ২৮ জানুয়ারি ২০১৬ ১২:৫৫691972
  • "হাতির তিন টি মাথার প্রত্যেকটি তে দুটি করে সোনার দাঁত থাকে"

    এই বাক্য টিকে নিয়ে আমরা আলোচনা করব।
    আলোচনা দুভাবে করার চেষ্টা করব ।

    এক : আপনি উপরে লেখা বাক্যটির ভাষা কগ্নিটিভ্লি বোঝেন। বাক্যটির অন্তর্নিহিত মরালিটি থেকে "ট্রু" বা "ফলস " সিদ্ধান্ত নিতে পারেন ।

    দুই : আপনি পিপিং গ্রহ থেকে আসা টিটিং । এইসব ভাষা -বাক্য ইত্যাদি কিছুই কগ্নিটিভ্লি বোঝেন না। এই গ্রহের ভাষাভাষী প্রতিটি মানুষ আপনার কাছে ব্ল্যাক বক্স। এবার নন কগনিটিভ এপ্রোচ দিয়ে আপনি কোনো এমরাল কিন্তু ইউটিলিটি সার্ভ হয় এরকম সিদ্ধান্তে পৌছতে পারেন কি ? সেইটা দেখা হবে।
  • একক | ২৮ জানুয়ারি ২০১৬ ১২:৫৯691983
  • আস্তে -সুস্থে লিখব খন । হাপ্নেরাও ল্যাখেন যার যা মনে হয় ।
  • টিটিং | 15.2.65.224 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:০৬691994
  • কিন্তু যদি পিপিং গ্রহের অধিবাসীরা পরষ্পরের সাথে কমিউনিকেট করার জন্য ভাষা ব্যবহার না করে তাহলে? এই প্রিমিটিভ গ্রহে এসে ওরা "ভাষা" দেখে চমকে গেছে। মানুষ চিন্তা করার জন্য আর কমিউনিকেট করার জন্য যে ভাষা নামের এমন একটা প্রিমিটিভ মিডিয়াম ব্যবহার করে, সেটা ওরা ভাবতেই পারে না।
  • একক | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:১০692005
  • হাইলি পসিবল। একচুয়ালি সেটাই ধরে নিতে হবে যে মানুষ এর কাছে ভাষা বলতে যা , টিটিং দের সেরকম কিস্যু নেই । ওদের এপ্রোচ টাই আলাদা কিছু । কিন্তু টিটিং কে সামহাও মানুষ দের সঙ্গে কমিউনিকেট করতে হবে।
    ঐজন্যেই বোল্লুম নন কগ ওয়েতে ভাবতে।
  • টিটিং | 105.211.231.161 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:২০692008
  • সেটা খুব একটা কঠিন না। পিঁপড়েরা কেমিক্যাল ব্যাবহার করে কমিউনিকেট করে, সেটা একটা উপায়। আর মানুষের চিন্তাভাবনা সবই তো আসলে নিউরন ফায়ারিং এর ফল। তো ডাইরেক্টলি যদি নিউরোনাল অ্যাক্টিভিটি মনিটর করতে পারে তাহলে "ভাষা" নামের কনস্ট্রাক্টটা বাইপাস করে যেতে পারে, অনেকটা হায়ার লেভেলে প্রোগ্রামিং বাইপাস করে মেশিন লেভেলে যাওয়ার মতো। এই মনিটার করার মতো এমারাই যন্ত্র ওদের যে কেউ দুমিনিটের চেষ্টায় বানিয়ে নিতে পারে।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:২২692009
  • "একচুয়ালি সেটাই ধরে নিতে হবে যে মানুষ এর কাছে ভাষা বলতে যা , টিটিং দের সেরকম কিস্যু নেই । ওদের এপ্রোচ টাই আলাদা কিছু । কিন্তু টিটিং কে সামহাও মানুষ..."

    এইখানে ব্যাপারটা আগে পরিষ্কার কর। মানুষের কাছে ভাষা বলতে যা, - কী বোঝাচ্ছ?
  • টিটিং | 105.211.231.161 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:২৫692010
  • এই যে আপনি মনে মনে ভাবলেন, "কি আলোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না"। এটা কি ভাষায় ভাবলেন? বাংলা, ইংরেজি, হিন্দি, উড়িয়া, সোয়াহিলি, কোন একটা ভাষায় নিজের মনে এই কথাটা ভাবলেন তো? এই প্রসেসটা পিপিং গ্রহের অধিবাসীরা হাজার বছর আগে পেরিয়ে এসেছে। ওদের এখন চিন্তাভাবনা করার জন্য ভাষা দরকার হয়না, ফলে ভাষার মাধ্যমে ভাবার যে লিমিটেশান সেটাও ওরা অনেক আগে অতিক্রম করে গেছে।
  • একক | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:২৮692011
  • এখানে একটা বোঝার গ্যাপ হচ্ছে । আমি কগনিটিভ -নন কগনিটিভ বলার সময় একদম কগ্নিতিভিস্ম আর নন-নন কগ্নিতিভিস্ম এর ক্লাসিকাল ডেফিনিশনে আবদ্ধ থাকছি , মেটা এথিক্স যেভাবে ডিফাইন করে । মুখের ভাষা না গন্ধের ভাষা সেটা বড় ব্যাপর না । ক্লাসিকাল ডেফিনিশন বলছে কগ্নিতিভিস্ম এর এথিকাল পয়েন্ট হচ্ছে : কমিউনিকেশন বেসড অন ফিক্সড মরাল আউটকাম । একটা এক্সপ্রেশন সেটা "বাক্য " হোক বা গন্ধ তার থেকে একটা ট্রু বা ফলস এই মরাল ডিসিশন রীচ করা যাবে ।

    নন কগ বলছে : এরকম কোনো ট্রু -ফলস মরাল ডিসিশন ই নেওয়া সম্ভব না। দিতার্মিনিস্তিক মডেল আদৌ রীচেব্ল নয়।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:৩২692012
  • ও আচ্ছা। আমার প্রশ্নটার উত্তর হবে না, তাইত?
  • একক | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:৩৩691973
  • "ফিক্সড মরাল আউটকাম " মানে কিন্তু এই নয় যে আমার যাচ্ছে যেটা ট্রু সেটা আপনার কাছে ফলস হতে পারেনা । অবস্যই পারে। কিন্তু তারপরেও একটা "ফিড " (এবার থেকে সিঙ্গল ইউনিট রেসপন্স বোঝাতে ফিড লিখব । গুলোবেনা তাহলে ) এর পতেনশিয়ালিটি আছে ট্রু বা ফলস হওয়ার । একেকজনের কাছে একেকরকম হলেও।
  • একক | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:৩৬691974
  • লিখছি লিখছি :)

    মানুষ এর ভাষা বলতে যা ------------ এর মানে হলো মানুষের এই ল্যন্গুএজ সিস্টেম এর সঙ্গে তার কোনো পূর্বপরিচয় নেই । মানুষ এর ভাষা আদতে কী সেই দেফিনিসেন আমি যাচ্ছিনা কারণ ওটাতে গেলেই আমি একটা বেসিক কগনিটিভ মডেল খাড়া করে তার ওপর নন কগ এপ্রোচ নেওয়ার চেষ্টা করব। হুইচ ইস ফুলিশ। জাস্ট ধরে নিন টিটিং ব্যাটা জানেই না হেই পৃথিবীর হালার পো রা যে হাউ-চাউ বলছে বা করছে এর মানে কী ।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:৫১691975
  • কেন? ফুলিশ কেন?
    যেটাকে বাইপাস করছ, সেটা ঠিক কী, তা ডিফাইন না করলে বুঝবে কীকরে যে কোনটাকে বাইপাস করলে? মানুষের ভাষা বোঝা হয় নি। ইনফ্যাক্ট ভাষার ডেফিনিশনই ঠিক করা হয় নি, তারপর টিটিং এর ভাষা নিয়ে গবেষণা করছ।
    এটা সায়েন্স ফিকশন গোছের লাগছে। কিন্তু টিটিং কেমন প্রাণী, তাদের ইন্দ্রিয় কীরকম সেসব জানা নেই তোমার। আগে একটা কিছুতো কমন লাগবে রে বাবা। টিটিং এর নিউরোন আছে না নেই? টিটিং এর নিউরোন যদি না না থাকে তবে কী আছে? টিটিং বুদ্ধিমান প্রাণী সেটা ধরে নিয়েছ? সেই বুদ্ধিমত্তা কীভাবে মাপবে? পৃথিবীতে অন্য প্রাণী যেমন শুশুকদের মধ্যে যে ভাষার আদান প্রদান হয়, টিটিং কি সেই লেভেলের বুদ্ধিমান? তা নয়। কারণ ধরেই নেওয়া হয়েছে যে সে অনেক বেশী বুদ্ধিমান।
    সেইটা মাপতে পারা মানেই কিন্তু মানুষ তারচেয়ে বেশী বুদ্ধি ধরে।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৩:৫৫691976
  • শক্ত শক্ত শব্দ বুঝতে পারি না। মরাল আউটকাম, ফিড, ইত্যাদি খুব শক্ত ব্যাপার। সহজ করে বলো। তাতে আলোচনা অংশ নিতে পারব। অবশ্য যদি তা চাও। গাদাগাদা জার্গনের মধ্যে মূল ধারণাটা ধরতে পারছি না।
  • sinfaut | 74.233.173.193 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:০৩691978
  • মরাল আউটকাম কাকে বলে?
  • টিটিং | 105.211.231.161 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:০৩691977
  • টিটিংদের নিউরন নেই। খুব স্লো মোশনে চিন্তাভাবনা করতে হলে ওরা অপটিকাল পাথওয়ে ব্যবহার করে, কারন ওতে অন্তত খানিকক্ষন কোয়ান্টাম ডিকোহারেন্স আটকে রাখা যায়। তবে ওদের ব্রেনের বেশীরভাগটাই হাইপারস্পেসে থাকে বলে ওদের চিন্তাভাবনা আক্ষরিক অর্থেই আলোর চেয়ে দ্রুতবেগে হয়। আর পরস্পরের সাথে যোগাযোগ করার জন্য ওরা স্পেসটাইম ফ্যাব্রিকটাকে ব্যবহার করে, ফলে এই কগনিটিভ নন-কগনিটিভ ইত্যাদি লিমিটেশানের মধ্যে ওরা আটকে নেই। একটা লোকের পুরো ব্রেনস্টেটা যেকোন পিপিং কয়েক ন্যানোসেকেন্ডে রিড করে নিতে পারে, ফলে লোকটা কি ভাবছে শুধু তাই নয়, কি ভাবতে চলেছে সেটাও ওরা অনেক আগেই প্রেডিক্ট করে ফেলে।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:০৭691979
  • টিটিং এর কী আছে কী নেই সেটা কীকরে জানা গেল?
  • একক | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:০৯691980
  • টিটিং একটা এনটিটি যে মানুষের ল্যন্গুএজ সিস্টেম সম্বন্ধে কোনো নলেজ রাখে না ।

    এর বেশি তথ্যের দরকার ক্যান ? :) আমরা তো নোড আর ব্লকস ধরে ভাবতে ভাবতে এগোব। টিটিং এর বুদ্ধি বেশি না কম কিস্যুই ধরে নি নি । ওটা টিটিং না হয়ে একটা যন্ত্র হতে পারত । বা জাস্ট লাইন অফ কোড । ফরেন এনটিটি হু হ্যাস নো প্রিকন্সেপ্ষণ এবাউট হিউম্যান ল্যন্গুএজ সিস্টেম । ব্যাস । তার কিরকম ইন্দ্রিয় এসব ই বা দরকার ক্যান। লজিকাল মডেলিং দরকার । একটা টিটিং বানানোর অর্ডার দিচ্ছি না :)

    আর কোনকিছু "মাপতে পারা মানে বেশি বুদ্ধি ধরে " এটা ঠিক না। কারণ যে মাপে তার মত করে মাপে। তার কগনিটিভ রেঞ্জে দাঁড়িয়ে । কুকুর রা থার্মাল সিগনেচার দিয়ে ইমোশন কাউন্ট করতে পারে। মানুষ পারেনা । তার মানে এই নয় কুকুর মানুষের চে বুদ্ধিমান । বা আদৌ অমুক তমুক এর চে বেশি বুদ্ধিমান এই সিধ্হান্তে পৌছনো যায় । সবচে বড় কথা , এখানে আদৌ বুদ্ধি নিয়ে কথা ই হচ্ছেনা। ওটা একটা ঘোলাটে সাবজেক্ট।

    আর , একটু আধটু জার্গন তো আসবে :( চেষ্টা করব সহজ প্রতিশব্দ ব্যবহারের। কিন্তু সহজ করতে গিয়ে দিকভ্রান্ত করার মানে হয়না । মেটা এথিক্স , নন কগ , মরাল আউটকাম এগুলো একদম বুকিশ সেন্স এ ধরে নিয়ে না এগোলে হবে কি হঠাত কোন পাবলিক এসে বলবে : হাতি র দাঁত এর সঙ্গে মরালিটি র কি সম্পর্ক ?? ! হাতির দাঁত পাচার করা ইম্মরাল ::)) এধরনের খেজুরি হাস্যরসের জন্ম দিতে পারে কিন্তু আলোচনা কে কথাও এগিয়ে নিয়ে যাবেনা । মেটা এথিক্স এ মরালিটি বলতে কি বোঝানো হয় , মরাল ডিসিশন মেকিং কিভাবে গড়ে ওঠে এসব এসব খুব ডিফাইন দ এরিয়া । তাই অন্য প্রতিশব্দ ব্যবহার করে লিখলে ঘেঁটে যাবার চান্স বেশি । তাই জার্গন ব্যবহার কচ্চি । আশা করি অসুবিধে হবেনা।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:৩৬691981
  • দ্বিতীয় প্যারার সংগে একমত হলাম।
    কিন্তু তোমার বানান অনেক ক্ষেত্রে বোঝা যায় না, তাই।
    অবশ্য পুরো ব্যাপারটাই হাইপোথেটিক্যাল। সবই ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রেও কিছু প্রশ্ন জাগছে।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:৪৩691982
  • আগে ঠিক করা হোক টিটিং অন্য গ্রহের না স্থানীয়।
    যদি সে প্রাণী না হয়, তবে সে যন্ত্র। যদি যন্ত্র হয়, তবে সে ইন্টেলিজেন্ট যন্ত্র। মোটামুটি প্যারামিটার ঠিক করে না নিলে বুঝতে অসুবিধে হচ্ছে।
    এবার তার বসবাসের পরিবেশ কেমন? তার হঠাৎ ভাষা ব্যবহারের দরকার পড়ল কেন? সে যদি কোনো সমাজে বিলং করে তখনই তার ভাষার প্রয়োজন পড়বে। তার কি কোনো সমাজ আছে?
  • T | 165.69.172.70 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:৫৩691984
  • "এবার নন কগনিটিভ এপ্রোচ দিয়ে আপনি কোনো এমরাল কিন্তু ইউটিলিটি সার্ভ হয় এরকম সিদ্ধান্তে পৌছতে পারেন কি "

    'ইউটিলিটি' কোন আঙ্গিকে? কগনিটিভ নাকি নন-কগ?

    জলদি পরের প্যারায় এসো।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮691985
  • ফিলসফি ক্লাসে এরকম হোমওয়ারক দিত। কুকুর বেড়াল নিজেদের সংগে কথা বলে কি? ভাষা বলতে আমরা যা বুঝি তা হিউম্যান সেন্ট্রিক। সিগনিফায়ার ও সিগনিফায়েড।
    ফেরদিন্য দ সস্যুরের ব্যাপার। আরবিট্রারি টার্ম দিয়ে ডিফাইন করা। সমস্ত হিউম্যান ল্যাংগুয়েজে আরবিট্রারি লেবেলিং। সেটা কি এলিয়েন ল্যাংগুয়েজে আছে- এই লেবেলিং?
    মরাল আউটকামের ফিলসফি পরে আসবে।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:০২691986
  • আমরা যে বলি এলিয়েনদের ভাষা আছে। কটা ভাষা আছে ঐ টিটিং এর? সেটা ডিফাইন্ড?
    "মানুষদের ভাষা আছে" গোছের শোনাচ্ছে ব্যাপারটা। মানুষদের কটা ভাষা? তিনটে? রিটিন, স্পোকেন এবং সাইন ল্যাংগুয়েজ?
  • T | 165.69.172.70 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:১১691987
  • কটা ভাষা আছে তাই দিয়ে কি হবে?
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:১৭691988
  • এটা উত্তর হল না।
    কারণ প্রথমেই তোমরা ধরে নিচ্ছ "টিটিং এর ভাষা"। টিটিং এর কোন ভাষা? সে নর্থের না সাউথের? তার কি কোনো স্পেশ্যাল অ্যাকসেন্ট আছে? সে তোৎলায়? তার কি কোনো আরটিকুলেটর আছে?
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:২২691989
  • টিটিং লাজুক কি না সেটা বলিনি। তার মুড, সে "কথা" বলতে চায় কি চায় না, সেসব ব্যাপারেও যাচ্ছি না।
    ফিলসফিটা আগে হোক।
    মনে কর, টিটিং স্যসুরের বাড়ীর সামনের গাছের গোড়ায় হিশু করল। আমরা কি সেটাকে টিটিং এর ভাষা হিসেবে মানবো না অভদ্রতা হিসেবে?
    কিছু জন্তুর এটা ভাষা। টেরিটরি মার্ক করবার।
  • T | 165.69.172.70 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:২৫691990
  • উত্তর আর কীই হবে। প্রশ্নটাই খাটছে না তো। টিটিং এর 'আমাদের মতো' ভাষা আছে এইসব কোথায় আবার ধরা হ'ল? একক তো লিখেইছে, "আপনি পিপিং গ্রহ থেকে আসা টিটিং । এইসব ভাষা -বাক্য ইত্যাদি কিছুই কগ্নিটিভ্লি বোঝেন না। এই গ্রহের ভাষাভাষী প্রতিটি মানুষ আপনার কাছে ব্ল্যাক বক্স। "

    তো, টিটিং এর ভাষা কি, নর্থ না সাউথ, হ্যানা ত্যানা এসব দিয়ে কি হবে?

    নন-কগনিটিভ অ্যাপ্রোচ তো।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:২৯691991
  • তাও হলো না।
    স্টেপ স্কীপ করে যাচ্ছো।
    তোমার রেফারেন্স ফ্রেমে টিটিং নেই।
    তাহলে টিটিং এর ভাষা নিয়ে মোটিভেশনটা কেন এবং কী?
  • T | 165.69.172.70 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩২691992
  • তা দেখুন মিহিদানা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আর এখানে বৃষ্টি হচ্ছে তুমুল, কিন্তু ছাতা নিয়ে আসি নি।
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩৩691993
  • এই গোটা হাইপথেটিক্যাল ব্যাপারটার পেছনে কী মোটিভেশন এবং কেন সব কিছু জোর করে বাদ দিয়ে অগ্রাহ্য করে ঐরকম "ব্ল্যাক বক্স" নিয়ে গবেষণা, সেটা জানতে হবে না?
  • সে | 198.155.168.109 | ২৮ জানুয়ারি ২০১৬ ১৫:৩৫691995
  • টি কিন্তু উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছো। স্মাইলি দেবো?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন