এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ময়দান, বইমেলা ও কিছু প্রশ্ন

    bozo
    অন্যান্য | ১১ নভেম্বর ২০০৬ | ২৬৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • bozo | 129.7.154.16 | ১১ নভেম্বর ২০০৬ ২২:৪১694242
  • ময়দান ও বইমেলা ডিফাইনড। অতএব হাতে রইলো প্রশ্ন।
    নাটকে পুরানো।
    বুদ্ধ বাবু ডিগবাজী খেলেন। সমোস্কিতিবান মুখ্যমন্ত্রী বলে কথা। কিন্তু প্রশ্ন গুলো থেকে গেল:
    ১।বাইপাসে মেলা উঠে গেলে কি ক্ষতি হবে? এখন তো বাইপাসের যোগাযোগ ব্যবস্থা ভাল।
    ২।এই সুযোগে বাইপাসের ল অ্যান্ড অর্ডার সিস্টেম কিছুটা হলেও মজবুত হবে। ময়দানের বাৎসরিক ধর্ষন সঙ্কেÄও কেন সবাই নীরব? যেখানে আর্মি বার বার আপত্তি জানিয়েছে।
    ৩।বই বিক্রেতাদের ময়দানে যেতে অসুবিধা কি?
    ৪।বই এর ব্যাপারে বর্তমান প্রশাসন কেন অযথা অতিরিক্ত সেন্টিমেন্টাল?
    ৫।গ্রীন বেঞ্চ এর রায় বিপক্ষে গেলে সরকার কি করবে?
    ৬।মিডিয়া কেন এর বিরুদ্ধে নয়? কারন এটা মূলত: তাদের মেলা বলে? ইলেকট্রনিক মিডিয়া কি কভার করছে? না তারাও চুপ?
    ৭।গতবছর হাইকোর্টের সামনে কথা বলে আজ সেই বইমেলা ময়দানে আনলে কি পার্জারি অপরাধযোগ্য?
  • tan | 131.95.121.127 | ১২ নভেম্বর ২০০৬ ০২:৪০694253
  • হে হে হে হে।
    দ্যাখো ইনফ্লুয়েন্স কদ্দুর যেতে পারে?
    আইন? আদালত? পরিবেশ? সবুজ?
    ফুফু ফু:
    কোন্‌ এক সম্রাট না কে নাকি বলতেন আমিই আইন! তার নাকি এত নিন্দে ইতিহাস জুড়ে?
    দ্যাখো এখনো কত লেভেলে চলে আসছে!
    জোর যার মুল্লুক তার,আর এতো শুধু একটা মাঠ!
    হে সেলুকাস... হ্যানো ত্যানো।:-)))
  • | 59.93.254.247 | ১২ নভেম্বর ২০০৬ ১১:২৭694264
  • ১। জায়গাটা বড় ছো। আর তিন জলা , উদিকে স্টেডিয়ামের আশ পাশ, রাত্তির বেলা তে একটা ট্যাক্সি জোগাড় করতে জিন্দেগী কাঁচি হয়ে যায়।

    ২। আর্মি শালা রা রঙবাজি মারছে, পেঁয়াজি দেখাচ্ছে।

    ৩। বই বিক্রেতারা তো ময়দানেই যায়,

    ৪। বই মেলা, আর দুগ্গো পুজো, এর বাইরে আমাদের আছে কি? সব বাঙালী যেদিন গুরু পড়বে, সেদিন গুরু নিয়েও সরকার সেন্টু খাবে।

    ৫। বাল বিপক্ষে যাবে। মাইরি বলছি, আর্মি যে ভাবে মাঠ টা মেনটেন করে, তাতে জম্মেও ওরা গ্রীন বেঞ্চে জিতবে না।

    ৬। যে মিডিয়া এর বিপক্ষে যাবে, সে হোলো অপ সমসকৃতির ধারক বাহক। কেলিয়ে বৃন্দাবন দেখাবো। আর মিডীয়ার আমার মতন করে ভাবে।

    ৭। দরকার হলে, এই বছর ও বলে, সামনে বছর আবার ময়দানেই করবো। এত রঙবাজী কিসের?
  • Ishan | 67.173.95.163 | ১২ নভেম্বর ২০০৬ ১১:৫১694275
  • বইমেলা নিয়ে আমারও হয়তো দুপয়সা দেবার থাকতে পারে, কিন্তু সে জন্য এ পোস্ট নয়। ঠিক এর আগের পোস্টটি যিনি করেছেন, তাঁকে বলছি, আপনাকে সমর্থন বা আপনার বিরোধিতা করার ইচ্ছে থাকলে কিভাবে করব একটু জানাবেন। :-) কোনো নাম না নিলে সম্বোধন করা যায়? মা শেতলার দিব্বি, একটা নাম নিন প্লিজ। নইলে কিন্তু name এ একটা validation লাগিয়ে দেব :-)
  • dam | 61.246.77.206 | ১২ নভেম্বর ২০০৬ ১৮:০৪694286
  • হ্যা: ইশান যে কি বলে!! খামোখা নাম দিয়ে লিখতে যাবে কেন? আরে বেনামী চিঠি লেখা, চোর ধরা পড়েছে দেখলে ভীড়ে লুকিয়ে দুটো ঘুঁষি মেরে আসা ---- এইসব হল গিয়ে জাতিগত, রাজ্যগত বৈশিষ্ট্য। অবশ্যি অক্কুট-বুদ্ধু কেস হয়ে গেলে, তখন আলাদা কথা।
  • | 59.93.205.101 | ১২ নভেম্বর ২০০৬ ১৮:১৩694287
  • Validation দিলে xyz নাম নেব, না হলে অন্যের নাম নিয়ে টানা টানি করবো। ছদ্ম নাম নেয়া আর নাম না নেয়ার মধ্যে তফাৎ কি?
    ইশান(official) নাম টা বুঝি আপনার বাপ/মার দেয়া নাম? আমি নামে লিখবো না। validation দিলে লিখবৈ না। আমার ছেঁড়া গেছে :)
  • dam | 61.246.77.206 | ১২ নভেম্বর ২০০৬ ১৮:৫১694288
  • বোজো,

    প্রশ্নগুলো আরো গোড়ায়। এই বচ্ছরকার হুজুগের লক্ষ্য কি? বিশাল ঢক্কানিনাদ সহযোগে মেলা শুরু ও শেষ হয়। বই বিক্রীর হিসেব বেরোয়। কিন্তু কোন বই কত বিক্রী হয়েছে সেই হিসেব নিলেই দেখা যায় ক্যুইজ এবং কেরিয়ার সম্পর্কিত বই সর্বাধিক বিক্রী হয়েছে। তার খুব কাছে কাছেই থাকে রান্নাবান্না ও গৃহস্থালীর বই। এই বইয়ের ক্রেতারা কি বইমেলা না হলে সেইসব বই কিনতেন না? নিশ্চয় কিনতেন। বইয়ের দোকানের চেয়ে খাবার দোকানে ঢের বেশী লোক হাভাতের মত হুমড়ী খেয়ে পড়ে, যেন জম্মে মাছভাজা অথবা খিচুড়ী আলুরদম খায় নি। এছাড়াও আছে ছবি আঁকা, বিভিন্ন ক্যুইজ কম্পিটিশান, বিভিন্ন টিভি চ্যানেলের স্টলে টিভিতে দেখাবার লোভে লম্বা লাইন ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি।

    ফলে কি হয়, দোকানের সংখ্যা এত বেড়ে যায় যে বিশাল জায়গা ছাড়া সেটা সম্ভব নয়। ছোট জায়গায় শুধু বইয়ের দোকান নিয়ে করলে, হাভাতে পাবলিক বহুত কম যাবে। কিন্তু তাতে কি ক্ষতি হবে সেইটা একটা বড় প্রশ্ন।

    ঐ সময়টায় থিয়েটার রোড থেকে ধর্মতলা পর্যন্ত যা ট্র্যাফিক জ্যাম হয়, মেলা বাইপাসে গেলে সেইটা থেকে কলকাতা বাঁচে। কিন্তু তাতে বোধহয় "সমোস্কিতি"র জয়ঢাক টা ঠিক বাজে না।

    বাইপাসে পাঠাতে গেলে বাইপাসের যানবাহন ব্যবস্থার উন্নতি ঘটাতে হয়। ওরে বাবা!! সরকারের কি কাজের অভাব পড়িয়াছে, যে এইসব করবে?

    "বইমেলা ময়দানে" কি, আমি তো "বইমেলা কেন" এই প্রশ্নেরই কোন উত্তর পাই না। কলেজ স্ট্রীটে গিয়ে তুমি একটু কম পরিচিত কোন লেখকের বই চাও -- দেখবে পাবে না। অধিকাংশ দোকানদার কেবল বিভিন্ন মানেবই আর সাজেশান বিক্রী করে।

    "সীগ্যাল" এর মত একটাও বাংলা বইয়ের দোকান কলকাতায় নেই, যেখানে হাত পা ছড়িয়ে নিজের পছন্দমত বই দেখা যায়, নাড়াচাড়া করা যায়। সেই অজ্জিত যেমন বলেছিল, ঐরকম মুদির দোকানে "এক কেজি চিনি দিন তো" বলার মত করে "একটা বিষাদবৃক্ষ দিন তো" বলে কিনতে হয়।

    তাহলে আর এতদিন ধরে বইমেলা করে কি ঘন্টা হল?
  • kd | 59.93.246.93 | ১২ নভেম্বর ২০০৬ ১৯:১১694289
  • এই যে নাম না জানানো লেখক(লেখিকা যে নন, তা আপনার শব্দচয়নে পরিস্কার), ছি:।

    এইটা একটা আড্ডার জায়গা - আমরা এখানে একটু আনন্দ পাই সকলের সঙ্গে গপ্পগুজব করে - বেনামে লিখলেও আমাদের সকলের identity জানা। আপনি xyz নাম নিয়েই লিখুন না - তবে সবসময় ঐটেই ব্যবহার করবেন, তাহলে আপনারও গোপনীয়তা রইলো, আর আমরাও আপনাকে কিছু লেখার হলে xyz সম্বোধন করবো। খামোকা ঝামেলা পাকাচ্ছেন কেন?

    অবশ্যি আপনার এই আড্ডার ওপর যদি রাগ থাকে এবং এই সুন্দর জিনিসটাকে নষ্ট করার অভিপ্রায় থাকে, তাহলে আমার বলার কিছু নেই।

    আপনার উপাধ্য দেবতা আপনার মঙ্গল করুন।
  • Blank | 59.93.205.101 | ১২ নভেম্বর ২০০৬ ২০:১৫694290
  • এত লোক ঝামেলা পাকাচ্ছে যখন, তখন তাদের টাও থাক, আমার টাও।
    খেয়েছে আমি এমন কিছু লিখেছি নাকি যে আজকাল কার লেখিক রা সেটা use করেন না। আপনি নিশ্চয় 'দেশ' পড়েন না।

    আর ঐ ইশান বাবুর কথা তে আমি না হয় নাম নিয়েই লিখতুম, কিন্তু কোনো এক dam আমার leg pull করতে চায়। আমি কি করবো।
  • Blank | 59.93.205.101 | ১২ নভেম্বর ২০০৬ ২০:৩৩694243
  • KDbozo কে

    দুটো বই বিক্রি হোক কি না হোক, ব্যবসা ব্যপার টা তো বেশ ভাল জমে।

    বিক্রি বাটা বেশ ভালৈ হয় ঐ কয়েক দিনে। শুধু শুধু সেখানে 'পরিবেশ দুষনের' কাঠি দেয়ার কি আছে? বই মেলা কেন, যদি ঐ জায়গাতে রাসের মেলাও হতো, আর সেটাও কেউ ঐ 'দুষনের' অজুহাত দিয়ে সরাতো, তাহলেও বেশ ঝামেলা পাকাতুম।

    বই মেলা একটা বেশ মজা। মজা গুলো কে ফালতু ঝামেলা করার আছে কি?
  • kd | 59.93.246.93 | ১২ নভেম্বর ২০০৬ ২০:৩৫694244
  • স্নেহের ব্ল্যাঙ্ক,

    যা:, dam কক্ষনো তা করতে পারে না। যার নামই নেই, তার leg যে আছে তা সে কি করে জানবে যে pull করবে? ঠিক বলেচি না, dam?

    যাই হোক, welcome to this fun world। কথা দিচ্চি, নির্মল আনন্দ পাবেন - নিজের সুন্দর অভিজ্ঞতা থেকেই বলচি - যদিও recently লাশ নেবে যাওয়ার warningও পেয়েচি। :-)))))))))))

    আ:
    কাবলিদা।
  • Blank | 59.93.205.101 | ১২ নভেম্বর ২০০৬ ২০:৪১694245
  • আমি আমার নিজের লাশ টা খুজছি recently। আচ্ছা বই মেলা তে কি 'সুপারি' র দোকান দেয় আজকাল? খুজে দেখবো এবারে।
  • Blank | 59.93.205.101 | ১২ নভেম্বর ২০০৬ ২০:৪৯694246
  • ২০০৫ এর একটা হিসেব বলছে, ২০ লাখ টাকার সেল হয়েছে এক দিনে। এটা কে বন্ধ করার কোনো মানে হয় কি?
  • kd | 59.93.246.93 | ১২ নভেম্বর ২০০৬ ২১:০১694247
  • আরে, 'সুপারি'র দোকান থাকলেও সেটা তো বাঙালদেরই হবে - আমার লাভ কি? আর ও ব্যাটারা তো ডুবলিন আর হিউস্টনে বসে আচে - তবে চিন্তা নেই, already ওদের ব্যবস্থা হয়ে গেচে - প্রমীলাবৃন্দের হাতেই ওদের নিপাত।

    ময়দানে বইমেলা হওয়ায় আমার নিজের সুবিধে - বিকেলে পান চিবোতে চিবোতে সিগ্রেট ফুঁকতে ফুঁকতে হাঁটিহাঁটি পা পা করে যাই। তবে আজকাল খাওয়ার দোকানের বড়ই আধিক্য (আর বেশীরভাগ পরিবেশদুষণের জন্যে ওরাই বোধ হয় দায়ী)। আমার মতে বইমেলা বইমেলাই থাক্‌না - খাওয়ার জন্যে চন্ডীমেলা ইত্যাদি তো আছেই।
  • tan | 131.95.121.127 | ১২ নভেম্বর ২০০৬ ২১:০৩694248
  • আমার একটা টেকনিকাল পোশ্নো আচে।
    যদি স্থায়ী মেলা গ্রাউন্ড হয়ে যায়,সারাবচ্ছরই মোচ্ছবের মতন খেপে খেপে বইমেলা সেখানে চলতে থাকে,তাইলে দুহপ্তার মেলায় যতো ব্যবসা হয়,তাচ্চেয়ে অনেক বেশী কি হবে না? সরল পাটীগণিত কি বলে?

  • tan | 131.95.121.127 | ১২ নভেম্বর ২০০৬ ২১:৩১694249
  • অ্যাই যে ব্ল্যাংক,এত যে দু মিলিয়ান দু মিলিয়ান করে তড়পাচ্ছিলেন,কই এইবারে অংকটা করুন!

  • Blank | 59.94.2.137 | ১২ নভেম্বর ২০০৬ ২৩:১১694250
  • ছোট্ট বেলায় আমিও এমন ভাবতুম, প্রতিদিন যদি দুগ্গো পুজো হয়, তবে আমারো বছরে ৩৬৫ টা জামা হয়, সরল পাটী গনিত।

    তবে ঐ কলেজ স্ট্রীটের নতুন প্ল্যন খানি যা দেখছিলুম, তাতে অমন একটা স্থায়ী মেলা টাইপ ই হতে চলেছে।
  • tan | 131.95.121.127 | ১২ নভেম্বর ২০০৬ ২৩:২৯694251
  • বারো মাসে তেরো পাব্বনের কনসেপ্টটা জানতেন না বুঝি মি:ব্ল্যাঙ্ক? :-))))
    পুন: blank কে কি লোকে বিশেষ পাত্তা দেয়? স্প্যানিশ ভাষায় শুনিচি ব্লাংকা মানে নাকি সাদা!
  • Blank | 59.94.2.137 | ১২ নভেম্বর ২০০৬ ২৩:৪১694252
  • তক্ক করে লাভ নাই। ১২ মাস দুর্গাপুজো হলে মোটেই কোনো মজা হতো না। ডিসক্রিট ভাবে দুর্গা ফ্যামিলি, সরস্বতি, গনেশ, কার্ত্তিক, লক্ষ্মী আসে বলেই মজা।

    কোথায় যেন পড়েছিলুম, সব রঙ একসাথে গুলে দিলে, ঘেঁটে গিয়ে সাদা তৈরি হয়।
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ০০:০৭694254
  • সাদা পাতা
    সাদা চোখ
    সাদা মন
    সাদা জল
    সাদা হাত
    সাদা বাড়ী
    সাদা কাপড়

    এগুলি কি কন দেখি?
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ০০:৩৪694255
  • জানেন না বুঝি মি: ব্ল্যাংক?:-)))
  • Blank | 59.94.2.137 | ১৩ নভেম্বর ২০০৬ ০০:৩৮694256
  • সাদা পাতা : net এর স্পীড টা কম, পুরো পেজ লোড হয় নি।

    সাদা চোখ : ঘুম থেকে উঠে এখনো পিচুটি পরিষ্কার করা হয় নি। একটু ধুলেই ঠিক দেখা যাবে।

    সাদা মন : হিন্দী সিনেমার দুখী নায়কদের ideal জিনিস। 'ইয়ে লাল রঙ, কব মুঝে....'

    সাদা জল : বাড়িতে চুনকাম হচ্ছে, রঙ হবে। বাড়ির মেয়ের বিয়ে সামনেই।

    সাদা হাত : নন বুর্জোয়া, শ্রেনী বন্ধু দের হাত। বুর্জোয়া দের টা কালো হয়।

    সাদা বাড়ি : White house, সব থেকে পবিত্র জায়গা।

    সাদা কাপড় : Sunlight এর ad,আগে দেখাতো।

  • kd | 59.93.246.93 | ১৩ নভেম্বর ২০০৬ ০০:৫০694257
  • ব্ল্যাঙ্ক, A+, বাংলায় বললে একশোতে একশো দশ।

    next question, ট্যান।
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ০১:৫৪694258
  • উ ব্লাংকা! ক্যাসাব্লাংকা!
    ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ।
    :-))))
    এ লেভেল উৎরে গেছেন।
    এইবারে লেভেল বি।

    ১।কালো রাস্তা
    ২।কালো পতাকা
    ৩।কালাজ্বর
    ৪।কালা কানুন
    ৫।কালো দিন
    ৬।কাল মেঘ
    ৭।কালসর্প

    ব্যাখা ও অলংকার সহকারে অর্থ।
  • kd | 59.93.196.103 | ১৩ নভেম্বর ২০০৬ ০৯:৩১694259
  • এটা কী গুরুতে ঢোকার admission test? তা হোক, কিন্তু এর সঙ্গে 'বইমেলা'র কি সম্পর্ক?
  • Blank | 203.99.212.224 | ১৩ নভেম্বর ২০০৬ ১১:২২694260
  • ১। কালো রাস্তা : সামনে মিউনিসিপালিটি ভোট, পিচ ঢেলে শেষ চেষ্টা।

    ২। কালো পতাকা : প্রতি বছরের মতন এ বছরেও পেপসি এবং কোকাকোলা তে পেস্টি সাইড পাওয়া গেছে।

    ৩। কালা জ্বর : আনন্দ বাজারের regional page এর খবর। 'চিংড়িপোতা গ্রামে ফের কালা জ্বরের প্রকোপ....'

    ৪। কালা কানুন : ছি: ছি: !! এমন বলতে নেই। না হয় ঐ চোখের ওপোরে বাধা ফেট্টি টা টাইট হয়ে কান টা কেও চেপে দিয়েছে, তাই বলে কি 'কালা' বলতে হবে? বিদ্যাসাগর পড়েন নি নিশ্চয় !

    ৫। কালো দিন : দুদিন ছুটির পর, আজ সোমবার যে।

    ৬। কাল মেঘ : ওয়াক থু :!!! ছোট্ট বেলায় আমাকে খাওয়ানো হতো কাল মেঘ পাতার রস, বিচ্ছিরি বাজে তেতো।

    ৭। কাল সর্প : এটা নিয়ে 'কাল' ভাববো। আজ থাক !
  • dd | 59.144.36.18 | ১৩ নভেম্বর ২০০৬ ১২:৪৬694261
  • ফাসক্লাস হচ্ছে ব্ল্যাঙ্ক।

    তারিফ জানাই
  • r | 61.95.167.91 | ১৩ নভেম্বর ২০০৬ ১৫:৪৪694262
  • যেম্নি কুলচুরপ্রেমী বাঙালী, তেম্নি তার পরিত্রার্ত সরকার, আর তেম্নি তার বৈম্যালা। বস্‌সাকাল থামলেই আমোদগেঁড়েমি শুরু হয়ে গ্যালো। পচাপুকুর আনন্দম্যালা থেকে শুরু কোরে পঞ্চম কইল্কাতা খাইদ্যোৎসব। তার মোধ্যে প্যাখম মেলে বোসে থাকেন অংবং সমোস্কিতির ধ্বজাধারী বৈম্যালা। ক্যালকেলিয়ে যাব, গব্‌গবিয়ে খাবো, ছ্যাড়ছেড়িয়ে মাঠময়দান হুল্লাট করব। নৈলে আর আমোদপোমোদের বাকি কি রৈলো? কস্টো কোরে বাইপাসের ধারে গে বৈ দ্যাখা পোসায়? তাত্থেকে এটা কত্তো ভালো প্যাকেজ- পাসে ঘোদ্দৌড়ের মাঠ, গড়ের মাঠ, আর দুপা হাঁটলেই চিড়িয়াখানা। পোঁয়াতে কাটি দেওয়া কিচু গোমড়ামুকো বাঙালীর সভাব হয়ে গ্যাচে মাইরি! অতো যদি অ্যালাজ্জি হয় বোটেকখানায় বসে বৈ পড় গে যা! আমরা সবুজ গোল্লালাগানো গোলাপী বাঁদুরে টুপি মাথায় বেনফিসের লাইনে দাঁড়াই গে চল। এস্‌সালা ভুতো, আর ঝারি মেরো না বস। ফিস ফাই খাবি চ।
  • Blank | 203.99.212.56 | ১৩ নভেম্বর ২০০৬ ১৬:২৬694263
  • আমি আবার আজকাল প্যান্টালুনের দোকানে হাতের ব্যাগ পত্তর গচ্ছিত রেখে বই মেলায় যাই।
  • a x | 192.35.79.70 | ১৩ নভেম্বর ২০০৬ ২৩:৩৩694265
  • অনেকেই বই কিনতে না, দেখতে যান বইমেলায়ে। পরে চেনা বইএর দোকান, যেখানে বেশি ছাড় পাবেন সেখান থেকে কেনেন। কাজেই বইমেলার জন্য বইএর বিক্রি বাড়ে, ইন্ডিরেক্টলি হলেও।
    বই দেখতে গিয়ে যদি লোকে দুটো ফিশফ্রাই খায়, মাঠে বসে আড্ডা মারে, মেলার মেজাজেই যদি বই দেখা ও বেনফিশ খাওয়া দুটোই ঘটে, তাতে এত প্রব্লেম কিসের? যদি হুজুগে পরেই দুটো বই বিক্রি বাড়ে, এবং বাঙ্গালি দুটো বই বেশি পড়ে, তাতেই বা কার ক্ষতি হচ্ছে?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন