এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যা সমর্থন করেন না তার সপক্ষে বলুন দেখি

    ®
    অন্যান্য | ০১ নভেম্বর ২০০৬ | ১১০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dam | 61.246.78.245 | ০১ নভেম্বর ২০০৬ ০৯:৪৮695373
  • বলব না। যা।
  • ® | 203.197.96.50 | ০১ নভেম্বর ২০০৬ ০৯:৪৮695384
  • ইন্টারেস্টিং হবে এটা।
    ধরুন আপনি পাঁড় নকসাল - বলতে বলা হল VHP র পক্ষে।
    অথবা আপনি মনেপ্রাণে বিশ্বাস করেন চপ্পল-মোরে ই ক্রিকেট টীম টাকে গোল্লায় পাঠিয়েছে -অথচ চ্যাপেল কে ডিফেন্ড করতে হবে।
  • Bunan | 203.99.212.57 | ০১ নভেম্বর ২০০৬ ১১:২০695395
  • এই টা কেমন হলো??? তার চেয়ে বরঙ কে কিসের পক্ষে বলবে সেটা কোনো 3rd person ঠিক করে দিক।

    আমি ঘাস দিদির পক্ষে বলতে পারি।

    অথবা ফিদা হুসেন যে খুব ভাল আঁকে তা ও বলতে পারি।

    অথবা ভদকা হলো জগতের সব চেয়ে খারাপ পানীয়, এমন কথাও বলতে পারি।

    কোনটা নিয়ে বলবো ভেবে পাচ্ছি না
  • kd | 59.93.216.81 | ০১ নভেম্বর ২০০৬ ১২:৩১695406
  • কেন ভাই বুনান, নতুন সাবজেক্ট দরকার কি, অন্য থ্রেডে তো আপনি বেশ ভালই করছেন। মানে আপনি যা লিখচেন তা তো তক্কের খাতিরেই, তাই না? মানে সত্তি সত্তি তো এসব বিশ্বাস করেন না... না করেন?
  • Rana | 212.158.75.199 | ০১ নভেম্বর ২০০৬ ১৪:১৩695407
  • কাবলি দা,
    সত্যি ব্যাপক লাগল আপনার ওপর-এর পোস্টিং টা... সকাল সকাল মন ভালো হয়ে গেল...

    আপনার খুরে দন্ডবত........

    :-)))
  • Rana | 212.158.75.199 | ০১ নভেম্বর ২০০৬ ১৪:২৫695408
  • আচ্ছা কাবলি দা, BTW, আপনি যা বলেছেন তাই বলেছেন তো?
    নাকি তা বলতে চাননি (এই থ্রেড-এর নিয়ম মেনে)...
    হা হা হা
  • dam | 202.54.214.198 | ০১ নভেম্বর ২০০৬ ১৪:২৭695409
  • ঠিক আছে। আমি বুনানের বিষয় ঠিক করে দিচ্ছি। নীচের যে কোন একটা নিয়ে ও বলতে শুরু করুক।

    ১। বারুইপুর খুব খারাপ জায়গা।
    ২। বারোয়ারী দুর্গাপূজা অতি খারাপ ইভেন্ট এবং এক্ষুণি বন্ধ করে দেওয়া উচিৎ।
    ৩। যারা বেশী খায় তারা খুব খারাপ লোক এবং তাদের আইন করে শুধু কাঁঠাল আর বিউলির ডাল খেতে বাধ্য করা হোক।

    কাবলিদা,

    রানা আপনাকে খুর সমন্বিত বলেছে। এখন আপনিই ঠিক করুন এই বিষয়ে আপনার অবস্থানই বা কি আর মেথডলজিই বা কি! আমি আবার পরের ব্যপারে নাক গলাই না কিনা।
  • b | 59.145.136.1 | ০১ নভেম্বর ২০০৬ ১৪:৩০695410
  • kd,kolkata দা

    আপনি বিশ্বাস করুন।
    আর আমরা তর্ক করি।
  • Bunan | 203.99.212.57 | ০১ নভেম্বর ২০০৬ ১৫:২০695411
  • " আমার জন্য ৩ টে প্রচন্ড শক্ত ব্যপার দেয়া হয়েছে। ৩ খানা Universal truth এর against এ আমাকে কথা বলতে বলা হয়েছে, খুব বাজে ব্যপার। আমি প্রবল প্রতিবাদ জানাচ্ছি"

    ----------------

    KD দার উত্তরের অপেক্ষায় রইলুম।
  • s_r | 220.227.146.21 | ০১ নভেম্বর ২০০৬ ১৬:১৯695374
  • এই থ্রেড টা চ্যাপেল কে ডিফেন্ড করার জন্যও হতে পারে। বেচারা চ্যাপেল!

    তৃতীয় ব্যক্তি কি করে ঠিক করবে কে কি সমর্থন করে না করে?
  • dam | 202.54.214.198 | ০১ নভেম্বর ২০০৬ ১৬:৪৮695375
  • নিজেই বলল বিষয় ঠিক করে দিতে। ঠিক করে দিলাম --- এখন "ভ্যাঁ" করছে!!
    এমা-আ-আ-আ।
  • be the | 125.23.125.133 | ০১ নভেম্বর ২০০৬ ২২:১৫695376
  • বিউলির ডালের সাথে কাঁঠাল এনো না প্লিজ। বুকে বড় ব্যথা লাগে।
  • dam | 61.246.30.18 | ০১ নভেম্বর ২০০৬ ২২:৩৪695377
  • তো, "কাঁঠাল অতি জঘন্য" এর স্বপক্ষে লড়ে যাও।
  • Paramita | 143.127.3.10 | ০২ নভেম্বর ২০০৬ ০৩:৫৭695378
  • আমি একটা টপিক দি?

    "যা সমর্থন করি তার সপক্ষে বলা উচিত না"
  • Bunan | 203.99.212.54 | ০২ নভেম্বর ২০০৬ ১৫:৫৯695379
  • "কাঁঠাল অতি জঘন্য ফল"
    -----------------------------------------

    কাঁঠাল অতি খরাপ একটা ফল। আমি একদম পয়েন করে করে, বুঝিয়ে বুঝিয়ে লিখছি।

    আদৌ কি ফল?
    -------------------------
    ছোট্ট বেলায় সেই জীবন বিজ্ঞান বইতে পড়ে ছিলুম যে এটা আসলে 'ফল' নয়। মানে একটা single unit নয়। অনেক ছোট ছোট কাঁঠালের কোয়া unit হিসেবে জুড়ে বড় কাঁঠাল তৈরি হয়।
    মানে আদতে পুরো ব্যপার টাই হলো "ফল্‌স" !!

    কাঁঠালের early জীবনের সমস্যা
    --------------------------------------

    খুব ছোট বেলায় কাঁঠালের ডাকনাম দেয়া হয় "এঁচড়"।
    কিন্তু ছোট থেকেই এত বোকা সোকা আর ছাগলের মতন বুদ্ধি হয় এই বাচ্ছা এঁচড় গুলোর, যে অন্য সমস্ত গাছ গাছালিরা বাধ্য হয়ে এদেরকে "গাছ পাঁঠা" বলে ডাকে।

    বাঙালী মাত্রই একটু বড় হলে পিঠে ডানা গজাবে, বিড়ি সিগারেট ফুঁকবে, কু সঙ্গে পড়বে -- এসব খুব common ব্যপার। কিন্তু সঙ্গ দোষে "এঁচোড়ে পাকা" হয়ার ব্যপার টা এদের মধ্যে সবচেয়ে frequent। আর maximum ক্ষেত্রে তাই হয়।

    কাঁঠাল বেলা
    ------------------------------------

    গরমের শেষের দিকে, বর্ষার মুখে বিচ্ছিরি ভাবে পেকে ওঠে এরা। Hygiene এর ব্যপারে এদের বিন্দু মাত্র নজর নেই।

    সারা গায়ে ঘামাচি, তাও nycil মাখে না।
    পাউডার, ডিও ডোরেন্ট, কিচ্ছু মাখে না বলে এদের গায়ে বড় বাজে গন্ধ হয়। সেই গন্ধ এত খারাপ যে এমনকি বড় বড় নীল মাছি গুলো অব্দি সহ্য করতে পারে না সেটা।
    এই জন্য বড় মাছি গুলো সারাক্ষন কাঁঠালের আশে পাশে ঘোরা ঘুরি করে আর নিজেদের ভাষায় গালা গাল দেয়। কেউ কেউ হয়তো নাকে রুমাল চেপে একটু আধটু গিয়ে বসে, কিন্তু বেশীক্ষন বসে থাকতে পারে না ওরাও।

    শুধু মাছি না, পরোক্ষে ভাবেও এরা প্রানীজগতের অনেক member দের জীবনে সমস্যা create করে।

    কাঁঠাল পাতা খেয়ে খেয়ে ছাগল দের গায়ে কি বিচ্ছিরি গন্ধ হয়। এই ভাবে insect থেকে mammal সবাই কে গন্ধ মাদন বানাবার বাজে কাজটা করে কাঁঠাল।

    উপসংহার
    ---------------------------------

    এই বিষম খাদ্য বস্তু টি আমাদের অবিলম্বে ত্যাগ করা উচিৎ। সর্বং সহা ভগবান অব্দি একে সহ্য করতে পারে না।
    রথের মেলায় গুচ্ছ কাঁঠাল বিক্রি আটকানোর জন্য, এক কালে শ্রী গীতা তে ভগবান শ্রী কৃষ্ণ বাধ্য হয়ে মন্তব্য করেছিলেন যে------
    " মা ফলেষু কদাচন"। অর্থাৎ এই ফল টি কখনো খেও না।

  • dam | 202.54.214.198 | ০২ নভেম্বর ২০০৬ ১৬:৫১695380
  • এটা কি স্বপক্ষে হয়েও বিপক্ষে বললে? মানে তুমি খুব ভালবাস কাঁঠাল, তাই তো?
  • Bunan | 203.99.212.55 | ০২ নভেম্বর ২০০৬ ১৭:১৫695381
  • "আমি পৃথিবীর সব খাবার জিনিস খেতে ভালবাসি। :) "
  • dd | 202.122.18.241 | ০২ নভেম্বর ২০০৬ ১৭:৩১695382
  • কাঁঠাল ভারতীয় তথা বংগ সমস্কৃতির এক সরস উপাদান। এ শুধু এক ফলই নয় - আরো অনেক বেশী । আমাদের হৃদয়ের এক পরশমনি।

    দেখুন কিছু ভালো লাগলে আমরা বলি "গোলা হয়েচে "। খারাপ লাগলে বলি "খাজা"। কখনো কি আমরা টের পাই কাঁঠাল কি ভাবে আমাদের সমগ্রে স্বত্তাকে সম্পৃক্ত করেছে। অনুরনিত করেছে আমাদের মননকে ?

    দু:খে শোকে প্রেমে - সর্বত্রই বাবা লোকনাথের মতন সর্বত্রগামী এই ফল।

    রাগলে বলি "কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দেবো" - শুনেছেন কেউ বলছে পিটিয়ে সবরী কলা করে দেব ?

    কৌম কবি গান বাঁধেন আর সাব অলটার্ন গায়ক রম রম করে তোলে পোস্ট আর্বান শ্রোতৃবৃন্দকে - "পিরীতি কাঁঠালের আঠা ঠা হা হা হা....'। চিন্তা করুন প্রেমের সাথে কেউ তুলনা করছে ল্যাংড়া আমের।

    "এঁচোরে পক্ক"। পড়লেই মনে হয় দু পাতা ইংরাজে কিতেব পড়া কোনো নব্য আঁতেল - মাটীর সাথে যার যোগাযোগ ছিন্ন। শ্রদ্ধা যার অভিধানে নেই। কর্তব্য যার কাচে বিষতুল্য। সবুজ রঙের টক কমলালেবু কি পারে সেই অনুভুতি জাগাতে ?

    (কাঁঠালয়নের প্রথম কান্ড শেষ। আরো অনে ক আছে)
  • dam | 202.54.214.198 | ০২ নভেম্বর ২০০৬ ১৭:৫২695383
  • হাহাহাহাহোহোহোহো
    আরো আছে!! একেবারে "গোলা" হচ্ছে দীপ্তেনদা।
  • kallol | 220.226.209.2 | ০২ নভেম্বর ২০০৬ ১৯:৩৮695385
  • রঞ্জন বন্দ্যোপাধ্যায় সাহিত্যে নোবেল পেলো না শুধু ওনার অসাধারন লেখা-টেখা গুলো ইংরিজিতে অনুবাদ হলো না বলে। কি অবাক করা ভাষা! কি বিষয় চয়ন!
  • Parolin | 213.94.228.210 | ০২ নভেম্বর ২০০৬ ১৯:৪৮695386
  • ডিডিদা দাদা ,
    জ্জিও।
  • tan | 131.95.121.127 | ০২ নভেম্বর ২০০৬ ২০:৪৪695387
  • উফ্‌ফ্‌ফ,ডিডিদা, আপনি একেবারে মারাত্মক! গোলা খাজা,উফ্‌ফ রে বাবা!
    কাঁঠালায়ন পরের কান্ড?
  • du | 67.111.229.98 | ০৩ নভেম্বর ২০০৬ ০৩:৩৭695388
  • দীপ্তেন্দা,
    আপনার অল্ল জ টা মনে করলেই একা হাসি .. আজ সুযোগ পেয়ে হাসির ঋণ স্বীকার করলাম .. পৃথিবীতে বড় সহজপ্রাপ্য তো নয় হাসি।
    বিশ্বাসের বিরুদ্ধে বলছি না কিন্তু ..thread এর নিয়ম মেনে :)
  • r | 212.42.6.173 | ০৩ নভেম্বর ২০০৬ ১৬:২১695389
  • বিউলির ডাল:

    ১) ন্যূনতম সময়ে কৎ করে খেয়ে ফেলা যায়। ফেনাভাতের সাথে খেলে তো কোনো কথাই নেই। সত্যি সত্যি ফাস্ট ফুড।
    ২) বাঙালীদের একটা বড়ো অংশকে নেমন্তন্ন করে বিউলির ডাল আর আলুপোস্তো খাইয়ে দিলেই হয়ে যায়। নো মাছ, নো মাংস। পয়সা বাঁচে।
    ৩)শুনেছি গ্রীষ্মকালে শরীর ঠান্ডা করে। পরীক্ষা করে দেখি নি, তবে বিশ্বাস করলাম।
    ৪) গর্ভনিরোধক হিসেবে ব্যবহার হয়। মাইরি বলছি! পরীক্ষা করে দেখি নি, তবে রেফারেন্স দিয়ে দেব।
  • saa | 217.23.225.120 | ০৩ নভেম্বর ২০০৬ ১৭:৪৭695390
  • র,
    এট্টু পরিসংখ্যান দিলেই এই গর্ভনিরোধকের কথাটা বোঝা যায়। পিথিবিতে ঘটিসংখ্যা কি বাঙাল সংখ্যা থেকে বেশি না কম? বিউলির ডাল শুনিচি ঘটিদের খাদ্য। তাইলেই এক্কেরে ডালের (জলের) মতো পোষ্কার হয়ে যাবে ব্যাপারখানা।

  • b | 59.145.136.1 | ০৩ নভেম্বর ২০০৬ ১৮:৪১695391
  • অসইব্য। একডা ইসে নাই।
  • raatri | 59.93.198.138 | ০৩ নভেম্বর ২০০৬ ১৯:৫১695393
  • ডিডিদা,
    অসাধারণ...আপনি আর আপনার কাঁঠাল।
  • tan | 131.95.121.127 | ০৩ নভেম্বর ২০০৬ ১৯:৫৯695394
  • আমি এদিকে কাঁঠালায়ন পরের কান্ড পড়বো বলে হাতে মুখে তেল লাগিয়ে বসে আছি!

  • tan | 131.95.121.127 | ০৩ নভেম্বর ২০০৬ ২২:০৯695396
  • ডিডিদা,কই গেলেন?
    এদিকে যে আখরোট আর শুখাবাদাম খাইয়া আমাদের পরান শুকাইয়া কাঠ!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন