এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • ভোটার | 74.233.173.181 | ১৯ মে ২০১৬ ১০:০১705237
  • ঢাকের বাদ্যি | 74.233.173.181 | ১৯ মে ২০১৬ ১০:১৫705248
  • মালাবদল | 74.233.173.185 | ১৯ মে ২০১৬ ১৪:২২705270
  • keshto | 195.58.164.42 | ১৯ মে ২০১৬ ১৬:৫৩705275
  • চড়াম চড়াম
  • causal analysis | 190.179.40.20 | ১৯ মে ২০১৬ ১৭:১০705276
  • গুরুঠাকুর্দাঠাকুমা রা ,এক "অসিখ্খিত তিনো"-র পক্ষ থেকে আপনাদের পছন্দের জার্গনময় পদ্য লিবারেল বামপন্থী সেল্ফ বোস্টইং সেফলোজিস্ট গুরুজনদের জন্যে ।

    আমরা ওরা
    --------------
    আমরা সবাই আঁতেল বুদ্ধিজীবী, ওরা সবাই অশিক্ষিত লোক
    ওদের খোরাক দেবের পাগলু ডান্স ,মোদের 'ডিনার বিপ্লব্ ময়' স্তোক ।
    থান গিফট দিয়ে বিরোধীকে বোঝাই - ওদের ছেলে মেয়েও স্কুলে যায়
    মুর্খ ওরা তাই তো ওপেন থ্রেট - নোংরা গালির ফোয়ারা ছোটায় !
    ওদের মুরদ বটতলার ওই বই, মোদের শো অফ নেরুদা চমস্কি
    মোদের হস্তে ভুবনের ভার ন্যাস্ত ,ওদের কোনো ভয়েস আছে নাকি ?
    মোদের ভাষ্য সাবঅল্টার্ন ভয়েস ,নিম্নরুচির ওরা তো লুম্পেন
    বন্দুক শক্তির উত্স ই বটে - they paid back by our coin .
    আমরা মারি ক্লাস স্ট্রাগলের নামে - "প্রলেতারিয়েত" ডিক্টেটর -এর শখ
    যেই না ওরা শাসক হয়ে মারে - উথলে ওঠে গনতন্রের শোক !
    মোদের থীয়রি যতই তামাদি হোক ,বদল ভাবাও 'শোধনবাদী'- র জ্বালা
    কি ভাবব তাও বলবে পলিটবুরো - "গণতান্ত্রিক কেন্দ্রিকতার " ঠ্যালা !
    অপরাধ ওর ব্যক্তিস্বার্থ জাত ,হিংসা জাগায় মোদের বই এর পাতা
    intolerance মোদের স্কুল অফ থট -এ ,মগজে কার্ফু কুপমন্ডুক মাথা !
    গনআদালতে জেতে যদি ওরা ভয় - মোদের 'সদরে কামান দাগা' হবে
    আজ 'গ্রাম দিয়ে শহর ঘেরার নীতি' কে জানত শেষে বুমেরাং হয়ে যাবে!
    কোনো বাদ নয় বিজ্ঞানই সত্য - সব ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকে
    থিসিস এর পর এন্টি থিসিস এসে - বাপ ডুবেছে নিজের পাপের পাঁকে !
  • abaar keshto | 195.58.164.42 | ১৯ মে ২০১৬ ১৭:১৯705277
  • আহা চড়াম চড়াম
  • ranjan roy | 192.77.55.126 | ১৯ মে ২০১৬ ১৯:২৪705278
  • বেশ পদ্য!!
  • ভোজপুরি সংগীত | 74.233.173.177 | ১৯ মে ২০১৬ ২১:২৪705279
  • ওরে সবুজ ওরে অবুঝ , ছাপোষা লাল মারিস না
    আমরা ওরা বলেছে যারা শুধু তাদের ছাড়িস না।
    সমর্থকরা দোষ করেনি, সদরটিতেই চালাও তোপ
    সাধের মতের বিরোধিতায় নামতে নেতাও বাধ্য হোক।
    লাল পতাকা নামিয়ে ছাদে তেরঙা ফ্ল্যাগ টাঙিয়ে দে
    মাও স্তালিন কে হঠিয়ে সেথা ঠাকুর ছবি লাগিয়ে দে।
    গায়ে হাত নয়, সেট টপিকে বলুক দেখবো গলার জোর
    দেখুক সবাই - নিজের গায়েই নিজের থুতু লাগছে ওর।
    বুদ্ধ ছবির রিভিউ লিখুন দেখে দেবের পাগলু ডান্স
    সূর্য বোঝান "৫০ তক দিদির জেতার বিরাট চান্স"।
    ইয়েচুরির বলার টপিক "মরিচঝাঁপির দলিত খুন"
    কারাট - "লালের '62 পাপ" গাইবে দেশের নুনের গুন।
    "বামজমানা ই বানতলাময় "- শতরূপের টপিক রেপ
    অসীম বলুন "বন্ধ জুলুমেই শিল্প ছিল বেহাল শেপ"।
    "কম্পিউটার বিরোধিতার কুফল" বলুন দেবেশ দাস
    সেলিম বোঝান সাচার রিপোর্ট -"মাইনোরিটি র সর্বনাশ"।
    অশোক বলুন "নন্দীগ্রামের সন্ত্রাসে নেই পাপের তল"
    রবিন বোঝান "রিগিং শিল্প " - ভোটে কেমন মিশত জল।
    বিমান বলুন "অনিলায়ণ" শিক্ষা কিরূপে গঙ্গা লাভ
    ঋতব্রত র -" বাম জমানায় বেকারত্বের অভিশাপ"।
    অপ্রিয় সব টপিক দিয়ে ভাষণ দেওয়া - জব্দ কর,
    নিরীহ দের ছাড় দে ,এদের বাঁদর নাচা বছরভর
    এর অভিঘাত তীব্র অনেক ,রক্তপাত আজ বারণ ভাই
    ক্ষয় আরো হোক ওদের ইজম -মগজ ধোলাই যন্ত্র টাই
  • keshto abar | 12.223.114.149 | ১৯ মে ২০১৬ ২৩:০১705238
  • আরো দুটো লাইন যোগ হোক

    অনেক হোলো খেমটা নাচ আর ব্যাকগ্রাউন্ড এ তারসানাই
    চড়াম চড়াম চড়াম চড়াম চড়াম চড়াম চড়াম ঠাই
  • proletariate | 127.194.199.247 | ২০ মে ২০১৬ ০৯:৩১705239
  • একটু কির্তন হয়ে যাক:

    কানাই রে এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ
    এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ
    দিল্লি থেকে বিহার ঘুরে বঙ্গে আয় বঙ্গে আয়
    ভোট যে আমার বালাই ষাট, বঙ্গে আয় বঙ্গে আয় -
    বিপ্লব বিপ্লব খেলি , আজাদীর সঙ্গে আয় -
    পলিটিতে সবাই বুড়ো, বঙ্গে আয় বঙ্গে আয় -
    ওরে আমার কচি খুড়ো, বঙ্গে আয় বঙ্গে আয় -
    কাশ্মির নিয়ে ভাবিস পরে, বঙ্গে আয় বঙ্গে আয় -
    বাঙাল আজাদী মাঙ্গে , বলে আয় বলে আয় -
    নতুন কিছু করতে হবে , ওরে তুই চলে আয় -
    ফ্রাস্ট্রেশনে মরছি সবে, একটিবার কোলে আয় -
    ভোজপুরি তে শ্লোগান দেব, আয় আয় আয় আয় -
    ছাতু আর লিত্তি দেব, আয় আয় আয় আয় -
    ঢাক বাজলে তুলো দেব , দুগ্গা বলে চোলে আয় -
    কানের মধ্যে গুজে দেব, হুব্বা হয়ে চোলে আয় -
    আসছে পুজো, ঢাকের আওয়াজ, সইবে না, ওরে আয় -
    পুজোর ষ্টলে লেনিন সেজে বসাব তোকে আয় -
    আয় রে এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ
    আয় রে এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ এ
    বুকে আআআআআআআআআআআআআআআআআআয় -
  • অশিক্ষিত | 127.194.65.236 | ২১ মে ২০১৬ ০৮:২২705240
  • "ছাগল দের কে ডোল দিয়েছে বাংলা তাই তো সবুজময়"
    কারা যে আসলে "শ্রেনীশত্রু" চিহ্নিত করা কঠিন নয়
    ক্লাস স্ট্রাগলের ফল তো জানেন , তিন দশকের হিসেব দিন
    খান আর বেড়ান ছবি পোস্টান , মানুষ যা চায় মেনেই নিন
  • তিনো | 190.179.142.42 | ২২ মে ২০১৬ ০৯:১৫705241
  • আমরা তো ভোটের আগে থেকেই প্যাঁক দিচ্ছিলাম -

    সিপিএম কংগ্রেস জোট হলো ?ঝেড়ে কাশ
    রেজিস্ট্রি বিয়ে নাকি লিভ ইন সহবাস ?
    পরিবার ভাঙ্গে নি তো শরিকের আড়ি তে
    আরএসপি পেল সিট অধীরের বাড়িতে?
    মিলনের মৌতাতে কেটে যাবে না তো সুর
    মানসের মনে পড়ে ধুতি তুলে কি দৌড় !
    কেরালায় জোট আছে ? মনে লাগে ধন্দ
    ২১ সে জুলাই শোক পালন কি বন্ধ ?
    বিয়ে মানে এডজাস্ট - কি কি তোরা ছাড়লি ?
    সাইবাড়ি - বানতলা ভুলে যেতে পারলি !
    বাম ছাড়ে টুজি -কোল ,কং বেঙ্গল ল্যাম্প
    প্রেমময় বিনিময় কাটাকুটি সব স্ক্যাম ?
    মাও কি 'চেয়ারম্যান' ? ইন্দিরা 'ডাইনী' ?
    রাজীব বফর্সে কি 'কাটমানি' খায় নি ?
    কাস্তের গায়ে নাকি কংগ্রেসী রক্ত !
    খুন ধর্ষিত কত গান্ধীর ভক্ত ?
    কংশাল মেরেছিল ?কোথায় বরানগর ?
    ইমার্জেন্সি কি তা ? ভুলেছ বাহাত্তর ?
    কেন্দ্রীয় বঞ্চনা ? সত্তরে সন্ত্রাস?
    ভোটের অঙ্ক বাম আদর্শ করে গ্রাস !
    টিকিটের দাম বেড়ে ট্রাম বাস পুড়ত
    খিদের মিছিলে নাকি লাঠি গুলি চলত ?
    এ তো যেন রুপকথা সত্যি কি ইতিহাস ?
    কেন দুধে চোনা দিস - মিলনের মধুমাস !
    বেশ থাক , জোট বেঁধে বল কি কি করবি ?
    বন্ধ - অবরোধ ছেড়ে 'রিফর্ম' কে ধরবি ?
    ওয়ালমার্ট কি হবে ? আমেরিকা স্বাগত ?
    সাম্য ও বিপ্লব পুঁজি চেপে আগত ?
    নেতাদের ডিগবাজি ভোটার কি করে মাফ
    ভোটাররা কেন দেবে জগা খিচুড়িতে ছাপ ?
    শুধু নাবাচক ভোটে বঙ্গে কি জেতা যায়
    উন্নয়নের দিশা মানুষ জানতে চায়..
  • Rejjak | 12.223.114.149 | ২২ মে ২০১৬ ১৪:২৭705242
  • বাহ বেশ হয়েছে তো

    এই দু কলি ও থাক

    কেউটে ধরবি তোরা? হেলে নিয়ে নাজেহাল
    এইবেলা তিনমুলে নাম গুলো লিখে ফ্যাল

    যাই এখন
    তাজা ছেলের অভিমান ভাঙ্গাতে হবে
  • Internationale | 190.179.40.51 | ২৪ মে ২০১৬ ১২:০৮705243
  • কিউবায় চাল পাঠানোটা ছিল প্রলেতারিয়েত ঐক্য
    দুটাকাতে চাল 'ভিক্ষা' দেওয়া তো ভোটটা কেনার লক্ষ্য
    ভিয়েতনামের দিব্যি - পার্টি চাইলে বাবার নাম ও ভোল
    বিশ্ব ভাবনা ভেবেই ক্লান্ত ,থাকুক ভুখা আমলাশোল
  • keshto | 195.58.164.42 | ২৪ মে ২০১৬ ১৫:২৯705244
  • আহা চড়াম চড়াম
    আহা চড়াম চড়াম
  • তিনো | 190.179.40.51 | ২৬ মে ২০১৬ ১০:৩১705245
  • লাল শুধু দেয় ভর্তুকি আর বাকিরা ভোট কেনার "ডোল"
    "ভিক্ষা"-র চাল , সাইকেল পেয়ে "ভুল করে মানুষ" "ছাগল"

    তাই

    " আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারি বিশ্রী
    তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাব মিশ্রী"
  • গণশক্তি | 190.179.142.41 | ২৬ মে ২০১৬ ২০:৪৭705246
  • "ডোল-এর বদলে ভোট ভুল " বলে কমরেড আজ রাগ দেখায়
    লালের ও তো লোভ অর্থে - মোদিজি গণশক্তির ফার্স্ট পাতায় ! :-)
    http://postimg.org/image/bbdpfrqnf/5320b779/
  • গণশক্তি | 190.179.142.41 | ২৬ মে ২০১৬ ২০:৫৫705249
  • ঈশান | ২৬ মে ২০১৬ ২০:৫৭705250


  • এইটা দিলে আসবে। কিন্তু এর মানে কী? এটা ফেক ইমেজ না সিরিয়াস?
  • Ekak | 53.224.129.40 | ২৬ মে ২০১৬ ২১:০০705252
  • সরকারী বিজ্ঞাপন । ফ্রন্ট ফুল পেজ মানে ভালই পয়সা পেয়েছে ।
  • Ranjan Roy | ২৬ মে ২০১৬ ২২:২৫705253
  • অথ মোদী কমরেড্স কথোপকথন
    =============================
    মোদীঃ
    শুনো কমরেড্স্‌ মেরী "মন কী বাত'!
    কটোরা লেকে মৎ ফ্যালাও হাত।
    জনতা আখির ভেড়-বকরী হী হ্যায়,
    ( মিলে) দো রুপিয়া চাউল
    তো পিছে পিছে যায়।
    দেশ চলানে কে লিয়ে হমে চাহিয়ে তো ট্যাক্স,
    পেপার ছাপনা ? মুঝে ভেজ দো ফ্যাক্স!

    কমরেড্স্‌ঃ
    ক্যায়সে কহুঁ মেরী মন কী বাত,
    জোট্সাথী পিছে সে খিঁচ লিয়া হাথ!
    জনতা জনার্দন দেতে নহীঁ চন্দা,
    ক্যায়সে নিকালেঁ অখবার ইয়ে বন্দা?

    মোদীঃ
    ইতনী সী বাত! অউর তুম পরেশান?
    ছপ্পন ইঞ্চ ছাতি ! ম্যাঁয় হুঁ জওয়ান!
    ছপতে রহোঁ তুম মেরী বিজ্ঞাপন,
    ঝোলি ভর দেঙ্গে হম -হোগা ধনাধন!

    কমরেড্স্‌ঃ
    সাবাশ মোদীজি! আপ সচ্‌ মে মহান,
    আপকী উদারতা জানে সারা হিন্দুস্তান।
    পর কুছ লোগ হোতে হ্যায় কুত্তে কী দুম!
    কহতে -ক্যায়া অব খুনী হাত চুম্‌?

    মোদীজিঃ
    আপ কী নিশান ভী তো খুন সে হী লাল,
    ফির মেরা ক্যা কসুর হ্যায়? আপ ভী কমাল!
    আরে মার্ক্স সাহাব ভি দেখে বুরে দিন,
    ফির এঙ্গেল্স সে ডিভিডেন্ড লিয়ে গিন গিন,
    সারপ্লাস ভ্যাল্যু কী হিসসা ! ওয়ক্ত পড়ে বাঁকা,
    অ্যায়সে হালত মেঁ সব গধে কো বোলে কাকা।
  • dc | 120.227.224.244 | ২৬ মে ২০১৬ ২২:৩১705254
  • ফাটাফাটি :d
  • সে | 198.155.168.109 | ২৬ মে ২০১৬ ২৩:৪৪705255
  • টপ! টুমাচ থ্রিমাচ। আপনার কবিতা লেখার প্রতিভা আছে।
  • সেফোলজিস্ট | 190.179.142.41 | ০১ জুন ২০১৬ ০৬:৪০705256
  • জোড়াফুলে নাকি সাবোটেজ - হাত হাতুড়ির সাথে হলো সাঁট
    চুপচাপ খিলাড়িরা বসে গিয়ে জোট করে দেবে বাজিমাত
    "গুপ্ত খবর" , মনের মাধুরী ভোটের বাক্সে যেইনা ফেল
    দ্রুত ডিগবাজি - জয়ধ্বনি পেল দুটাকার চাল ফ্রি সাইকেল !
    মনে পড়ে গেল 'কং দুর্নীতি' , 'রক্তচক্ষু শাসক বাম'
    দুরে নিরাপদে , মরুগ্গে বোকা বার খেলো যারা ক্ষুদিরাম ।
  • cb | 208.147.160.75 | ০১ জুন ২০১৬ ১১:৩৬705257
  • দারুণ হয়েছে কবিতাটা :)
  • হুঁ | 11.39.39.230 | ০১ জুন ২০১৬ ১৩:৫৮705258
  • মিস করে গিয়েছিলাম। খাসা।
  • ranjan roy | 192.69.76.251 | ০১ জুন ২০১৬ ২২:৫৮705260
  • ছন্দের হাতও চমৎকার!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন