এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মধ্যশিক্ষা পর্ষদের নতুন বই ও অ্যাপ্রোচ

    sswarnendu
    অন্যান্য | ০৮ মে ২০১৬ | ৫০০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • sswarnendu | 198.154.74.31 | ০৮ মে ২০১৬ ২৩:২৪706994
  • পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নতুন বইগুলো দেখছিলাম...
    অ্যাপ্রোচটা ভীষণ ভাল লাগল, যদিও ভুল আছে কিছুতে কিছুতে অনেক ( যেমন পঞ্চম শ্রেণী বিজ্ঞান ),
    কিন্তু সপ্তম শ্রেণী ভূগোল ও ইতিহাস, অষ্টম শ্রেণী ইতিহাস বেশ ভাল লাগল।
    একঘেয়ে, গতানুগতিক, ক্লান্তিকর পড়া ও পড়িয়ে যাওয়া থেকে বেরোনোর পথ যে 'আধুনিকীকরণ' এর নামে পল্লবগ্রাহিতা শেখানো হতে হয় না...এই বইগুলো সেই ভাবনাকে স্কুলস্তরের শিক্ষায় জোরের সঙ্গে হাজির করবে বলে আমার বিশ্বাস...

    শিক্ষাকে, বিশেষ বুনিয়াদি শিক্ষাকে কিভাবে দেখে সেইটা একটা জনগোষ্ঠীর পরিচয়...

    http://www.wbsed.gov.in/wbsed/etextbook_bengali.php
  • Ekak | 53.224.129.42 | ০৮ মে ২০১৬ ২৩:৩৪707005
  • প্রথম এক ঝলক চোখ বুলিয়েই আমার যেটা ভালো লেগেছে তা হলো চারপাশের পরিচিত জিনিস , পরিচিত জায়গা দিয়ে বোঝাবার এপ্রোচ । এটা আমাদের সময়ে ছিলনা । ক্লাস ফাইবের বই তে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এর কথা আছে । আবার টুকটাক ভুল তথ্য চোখে পড়ছে যেমন বুনো হাঁস থেকে গৃহপালিত হাঁস এসেছে এই উদাহরণের পাশেই বনমুরগী কে তার সঙ্গে এক করে দেওয়া হয়েছে । এটা কমন মিসটেক :) আজকের পরিচিত বনমুরগী আর যে বুনো মুরগি থেকে গৃহপালিত মুরগি এসেছে তারা মোটেই এক না । আধুনিক বন মুরগি এসেছে বনে দেবতার থানে মুরগি মানত করার অভ্যেস থেকে । অর্থাত ডোমেসটিকেটেদ এনসেসতর থেকে । এরকম আরেকটা উদাহরণ হলো ফেরাল হর্স । এরা কেও বিবর্তনের হিসেবে "ওয়াইল্ড " না । আরও পড়ে মতামত জানাবো।
  • sm | 53.251.91.253 | ০৮ মে ২০১৬ ২৩:৪৬707016
  • নতুন বই গুলো কেমন দেখিনি; কিন্তু আমাদের আমলে ,অঙ্ক বাদে সব সাবজেক্ট এই গাধামির পরিচয় ছিল।যেমন ইতিহাস -একই শিবাজি ক্লাস ৩, ৫ ,৮ ৯-১০ শ্রেণী তে পড়েছি।একটু ভিন্ন স্বাদ দরকার ছিল।ইংলিশ তো কহতব্য নয়।শেলী, কিটসএর কবিতা, নেহেরু, মুলকরাজের কঠিন গদ্য ও গাদা গাদা গ্রামার মুখস্ত কম করিয়ে যদি ব্যবহারিক ও স্পোকেন ইংলিশ এর ওপর জোর দেওয়া হত; তাহলে অনেক উপকার হতো।বিজ্ঞানের ক্ষেত্রেও সেম থিং।হাতে কলমে সেখান হতো খুব কম।খালি সুত্র মুখস্ত করানোর ধান্দা।
    বরঞ্চ ঠিক কিভাবে বিজ্ঞানী সুত্র টি আবিষ্কার করলেন; বা তার প্র্যাকটিকাল এপ্লিকেশন কি, সেইটে জানা মোর ইম্পর্ত্যান্ট।এখন কার দিনে ৫-৬ শ্রেণী থেকেই কম্পুর সঙ্গে পরিচয় ঘটানো দরকার। পুরো আলাদা সাবজেক্ট করে দিলে ভালো হয়।
    নতুন উদ্যোগে এসব দিক গুলো কভার করলে; অভিনন্দন যোগ্য।
  • sswarnendu | 198.154.74.31 | ০৯ মে ২০১৬ ০০:০৮707027
  • sm,
    ওই লিঙ্ক এ বইগুলো পাবেন
  • sm | 53.251.91.253 | ০৯ মে ২০১৬ ০০:০৯707034
  • থ্যান্কস।
  • sswarnendu | 198.154.74.31 | ০৯ মে ২০১৬ ০০:৩৬707035
  • হ্যাঁ, বনমুরগী ফেরাল। কিন্তু আরো সিরিয়াস ভুল ও আছে, যেমন "হাঁস ওড়ে না, তাই হাঁসের পায়ে নখ নেই।"

    কিন্তু সেগুলো আশা করা যায় দ্রুত ঠিক হয়ে যাবে, কিন্তু এই চেঞ্জটা ওয়েলকাম।
  • Ekak | 53.224.129.42 | ০৯ মে ২০১৬ ০২:৪৫707036
  • কেলাস নাইনের সাহিত্যে চোখ বোলালুম । গদ্যে কিছু আধুনিক লেখা আছে , ভাল্লাগলো, সে নিয়ে পরে ডিটেইল এ যাব । কবিতা সিলেকশন যথারীতি চিন্তা ভাবনা হীন । আমাদের সময়েও অবশ্য তাই ছিল । এনাদের একটা টিপিকাল প্যাটার্ন আছে , ঘুরে ফিরে সবাইকে সন্তুষ্ট করার মত করে বিভিন্ন কবির কবিতা খাবলা খাবলা তুলে আনেন । কেন আনলেন তার কোনো ব্যাখ্যা নেই । পরপর দুটো কবিতা একই রস ও জাতির অন্তর্ভুক্ত । সাজানো হয়েছে এমনভাবে যার কোনো অর্থ নেই । অমিয় বাবুর গাছ বাদ্দিয়েছে দেখলুম । সে ভালো, কিন্তু ঘর কবিতাটি এমন কিস্যু পাঠ্য নয় । বীরেন্দ্র আছেন দেখে ভাল্লাগলো । রবিবাবুর একটা ওঁচা ওয়াল ম্যাগাজিন মার্কা কবিতা স্থান পেয়েছে , এরা বোধ হয় প্রমান করেই ছাড়বে যে ভদ্রলোক একটাও পাঠ্য কবিতা লেখেন নি । সবার শেষে ওই একই ব্যপার , কবিতা কে পাঠক্রমে রাখা ক্যানো বাপু । আর রাখবেই যদি তাহলে এটুকু তো দেখবে যে ছাত্র রা কবিতা গুলো বিলকুল ভুলে গেলেও যেন কবিতা ক্যামনে পড়ে সেটুকু মনে রেখে বেরয় । এই পাঠক্রমের কবিতা নতুন প্রজন্মের মনে বাংলা কবিতা জিনিষটা সম্বন্ধেই আরও বিতৃষ্ণার সৃষ্টি করবে বলা বাহুল্য ।
  • bip | 81.244.130.85 | ০৯ মে ২০১৬ ০৪:৩৩707037
  • অত্যন্ত ভাল আপ্রোচ। মমতা ব্যানার্জিকে যতই গালাগাল দাও না কেন , ভদ্রমহিলা সিপিএমের অপদার্থ নেতাদের মতন গয়ংগচ্ছ ভাবে কাজ সারেন নি। চেষ্টা চালিয়েছেন।
  • S | 108.127.180.11 | ০৯ মে ২০১৬ ০৪:৪৩707038
  • বিপদা, এইগুলো সব বামেদের আমলেই তৈরী করা হয়েছিলো। পরে দিদি এসে সেইসব লোকেদের তাড়িয়ে নিজের লোক বসিয়েছে। আর আগের কাজগুলোকে নিজেদের লোকেদের আন্ডারেই বাজারে ছেড়েছে। মন্তব্য করার আগে একটু জেনে নিয়ে কথা বললে ভালো হয়। নইলে আপনার কথার সাথে সেলুনের আলোচোনার পার্থক্য থাকেনা।
  • Tim | 108.228.61.183 | ০৯ মে ২০১৬ ০৫:১৭706995
  • বড়েস,
    সেলুন আর চায়ের দোকানে যথেষ্ট জেনেশুনেই অনেকে কথা বলেন।
  • S | 108.127.180.11 | ০৯ মে ২০১৬ ০৫:২৮706996
  • শুধু গুরুতেই দেখিনা।
  • ঢুন্ডুদাস চণ্ড | 151.0.12.143 | ০৯ মে ২০১৬ ০৭:০১706997
  • অ্যাপ্রোচটা আগে থেকেই শুরু হয়েছে (বিপের জ্ঞাতার্থে) - বইগুলো তো আমাকে যোগাড় এবং ব্যবহার করতে হয়, আনলাইক...

    তবে ২০১১ র পর যেগুলো নতুন ছাপানো হয়েছে, সেগুলোর কয়েকটাতে তাঁর অনুপ্রেরণায় (ছাপার অক্ষরে লেখা) বেশ অনেক ভুল আছে। স্কুলের টিচাররা অনেকেই অল্টারনেটিভ বই সাজেস্ট করেন।
  • Ekak | 53.224.129.42 | ০৯ মে ২০১৬ ০৭:০৬706998
  • এই আলোচনায় সিপুএম তৃণমূল এনে ঘ্যান্ট না পাকাতে অনুরোধ রইলো । আইদার চৌত্রিশ বছরের গুন্ডা ও এডুকেশন এপ্রোচ দুই নিন । নইলে সবই নিজেদের বলে স্বীকার করুন । ওরকম , আমাদের ধান আর ওদের চিটেগুর মার্কা লজিক চলেনা । সিলেবাসে কী ভালো কী মন্দ তাই নিয়ে কথা হোক ।
  • lcm | 83.162.22.190 | ০৯ মে ২০১৬ ০৭:২৪706999
  • চিটেগুড়! অ্যাট লিস্ট, আমাদের ধান ওদের খই হলে তবুও...
  • Byaang | 233.227.242.170 | ০৯ মে ২০১৬ ০৭:৪৯707000
  • অঙ্কের নতুন সিলেবাসে ক্লাস টেন অব্দি কোনো ক্লাসেই আর রিলেটিভ স্পীডের অঙ্ক শিখতে হয় না। আকার সেই মধুপুরের ট্রেনের অঙ্ক শুধু স্মৃতি হয়েই থেকে গেল।
  • Byaang | 233.227.242.170 | ০৯ মে ২০১৬ ০৭:৫১707001
  • পর্ষদের অংকের সিলেবাসটা একদম আইসিএসইর অংকের সিলেবাসের সাথে ওয়ান টু ওয়ান ম্যাচ করিয়েছে। ক্লাস টেন অব্দি।
  • ঢুন্ডুদাস চণ্ড | 117.167.105.51 | ০৯ মে ২০১৬ ০৭:৫৪707002
  • দায় বিপের।

    সিলেবাসটা একটু ঘাঁটা লাগছে, বিশেষ করে ইতিহাস আর অঙ্ক। ক্লাস নাইনে ট্রিগনোমেট্রি নেই, ফিজিক্সে তো লাগবে কিছুটা। সেটা কীভাবে ম্যানেজ হবে জানি না।

    আমাদের নাইন আর টেন ডিটেইলড ইন্ডিয়ান হিস্টরি ছিলো। সেভেন-এইটে ওয়ার্ল্ড হিস্টরি। এরা নাইনেও ইউরোপীয়ার হিস্টরি পড়ছে, ইন্ডিয়ান হিস্টরি কিস্যু জানে না।

    এখন সেটা ভালো না খারাপ বলা মুশকিল।
  • Byaang | 233.227.242.170 | ০৯ মে ২০১৬ ০৮:০১707003
  • ইতিহাসের সিলেবাসও দেখছি আইসিএসইর ইতিহাসের সিলেবাসের সাথে মিলে যাচ্ছে প্রতিটা ক্লাসেই।
  • ঢুন্ডুদাস চণ্ড | 92.145.220.185 | ০৯ মে ২০১৬ ০৮:০৬707004
  • কোর সাবজেক্টে কমন সিলেবাস, আর রিজিয়ন অনুযায়ী সেখানকার কিছু জিনিস - এটা হলে ভালো হয়।
  • Byaang | 233.227.242.170 | ০৯ মে ২০১৬ ০৮:০৬707006
  • অংকের সিলেনাসে সেট থিওরি ঢুকিয়েছে ভালো কথা, কিন্তু পাটিগণিত আর ত্রিকোনমিতি এত কমিয়ে দেওয়াটা ভালোভাবে নিলুম না।

    যাই হোক, স্বর্ণেন্দুকে ধন্যবাদ লিংকটার জন্য।
  • Byaang | 233.227.242.170 | ০৯ মে ২০১৬ ০৮:০৭707007
  • সিলেবাসে
  • ঢুন্ডুদাস চণ্ড | 151.0.12.127 | ০৯ মে ২০১৬ ০৮:১৩707008
  • শুধু সেট নয়, প্রোব্যাবিলিটিও আছে। কেন জানি না।

    আর ক্লাস নাইনেও ঐ বাচ্চা বাচ্চা গল্প টাইপ অ্যাপ্রোচটা না হলেও চলতো। সেভেন অবধি ঠিক আছে।
  • Byaang | 233.227.242.170 | ০৯ মে ২০১৬ ০৮:২০707009
  • আইসিএসইর সিলেবাসেও প্রোবাবিলিটি আর ডিস্ট্রিবিউশন আছে ।
  • ঢুন্ডুদাস চণ্ড | 92.145.221.62 | ০৯ মে ২০১৬ ০৮:৩৪707010
  • ফিজিক্যাল সায়েন্স বইয়ের কোয়ালিটি ভালো নয় (আমাদেরও খুব ভালো ছিলো না - ক্লাসে পড়ানো ভরসা ছিলো, কিন্তু ক্লাসই তো এক মাস বন্ধ রয়েছে) - ভাসা ভাসা এক্সপ্ল্যানেশন - সেদিন আলাদা করে ইউটিউবে ভিডিও দেখিয়ে বাওয়েন্সি, সারফেস টেনশন আর ভিস্কোসিটি বোঝাতে হয়েছে।
  • abcd | 233.223.145.2 | ০৯ মে ২০১৬ ০৮:৪৪707011
  • বক্তব্য দুটো। বই যতই ভাল হোক, স্কুলে পড়ানোর যে গতানুগতিক পদ্ধতি চালু আছে তা কতটা পাল্টাচ্ছে সেটাও খুবই জরুরী প্রশ্ন। সংশয় থেকেই যায় এই বিষয়ে।
    আর, একটা বিরাট সংখ্যক স্টুডেন্টের কাছে মূল সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা। না বাংলা ভাষার কথা বলছি না। আমরা প্রতিদিন যে শব্দগুলো বলে অভ্যস্ত, অনেক বাচ্চারই সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী সেই শব্দগুলোর সঙ্গে পরিচিতি নেই। উদাহরণ স্বরূপ বলা যায়, কলকাতার বস্তি এলাকাতেই যে বাংলা ভাষার প্রচলন আছে তা আমাদের শিষ্ট বাংলার সঙ্গে সম্পূর্ণ মিলে যায় না। ওই রকম এলাকাতেই এরকম উদাহরণও প্রচুর রয়েছে, ক্লাস ৫/৬-এ পড়ে কি আরও উঁচু ক্লাসে পড়ে অথচ দেখে অক্ষর চিনতে পারে না। বইটা যতই গল্প করে লেখা হোক না, যতই ভাল ভাল ছবি দিয়ে ভরিয়ে রাখা যাক না কেন, এ বই সবার জন্য নয়। এবং এটা কোনও বিচ্ছিন্ন একটা দুটো ঘটনা, উদাহরণ নয়, এ অসংখ্য। আদৌ কোনও একটা ভাল সুন্দর বই দিয়ে এই সমস্যার সমাধান হবে কিনা সেটাই প্রশ্ন।

  • Ekak | 53.224.129.42 | ০৯ মে ২০১৬ ০৮:৫৬707012
  • কি বললেন মাথায় ঢুকলো না । প্রথাগত শিক্ষার ভাষা চিরকাল ই একটা কমন ল্যন্গুএজ যা সবার সঙ্গে মেলেনা । একটা বীরভূমের ছেলে , একটা মুর্শিদাবাদের মেয়ে বা একজন বনগা বাসী যে ভাষায় বাড়িতে কথা বলে সে ভাষায় লেখাপড়া করেনা । তারপরেও তো জেলা থেকে ভালই রেসাল্ট বেরোচ্ছে । কত কত যশোর খুন কুমিল্লা চাটগেয়ে তাঁদের বাড়িতে বাঙাল বলার পরেও অক্সফোর্ড কেমব্রিজ আলো করে এলেন । এই আমরা যে হালুম হুলুম ভাষা বাড়িতে বলি সেটাও ইস্কুলের খাতে চলেনা । এতে অসুবিধে কি । একটা খবরের কাগজ টাইপের কমন পরিশীলিত ভাষায় সকলে শিক্ষা না নিলে কমিউনিকেট করার সময় ট্রান্সলেটর এই খরচা বেরিয়ে যাবে যে !
  • anag | 208.182.56.5 | ১০ মে ২০১৬ ২৩:৩০707013
  • ক্লাস ফাইভের সায়েন্স দেখ্লাম। খুব ভাল বই হয়েছে। বাচ্চাদের খুব সুবিধে হবে।

    ইন ফ্যাক্ট, এই বইটা small science এর সঙ্গে পাল্লা দিতে পারে। আমি ইমপ্রেসড, বিগ টাইম। কেউ সেটা দেখে থাকলে কম্পেয়ার করতে পারবেন।

    পড়ানোর লোকের অভাব্টা অন্য সমস্যা - সেটা চিরকালই ছিল বলে আমার বিশ্বাস। তাই ওটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না।
  • sosen | 177.96.19.144 | ১০ মে ২০১৬ ২৩:৫৭707014
  • আমার একটা বই-ও ডাউনলোডই হোলো না।
  • sosen | 177.96.19.144 | ১১ মে ২০১৬ ০০:০৯707015
  • ব্রাউজার প্রবলেম হয়েছে
  • pi | 233.176.41.110 | ১১ মে ২০১৬ ০৭:৫০707017
  • ভীষণ দ্কেহতে ইচ্ছে করছে কিন্তু এই স্লো নেটে ডাউনলোডই হবেনা ঃ(
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন