এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সমকামীতার মতবাদ কী পুঁজিবাদেরই আরেকটি দিক নয়?

    রাজু
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৬ | ১৪৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Ekak | 53.224.129.57 | ৩০ এপ্রিল ২০১৬ ১১:৫২707134
  • হ্যা । ঠিক সরাসরি "পুঁজি " বলতে বাজারী অর্থে যা বোঝায় তা না হলেও , পুঁজিবাদের দর্শনের সঙ্গে "রাইট টু চুস ইওর জেন্ডার এক্সপ্রেশন " এর মিল রয়েছে । কারণ এটা মূলগত ভাবে কালেকটিভ এর এর জেন্ডার পারসেপশন কে আঘাত করে । এবং এন্টি স্টেট । তবে পুঁজিবাদ বলতে যদি রাষ্ট্রীয় পুঁজিবাদ ভাবেন তাহলে কোনো মিল নেই । আমি চরম দক্ষিন পন্থার কথা বলছি ।
  • রাজু | 95.248.227.164 | ৩০ এপ্রিল ২০১৬ ১১:৫৪707145
  • রাশিয়ার মহান দার্শনিক ম্যাক্সিম গর্কি বলেছিলেন “In the fascist countries homosexuality, which ruins the youth, flourishes without punishment.” এবং তাঁর সিদ্ধান্ত ছিলো “Exterminate all homosexuals and fascism will vanish.” বস্তুতপক্ষে বর্তমান যামানায় পুঁজিবাদ সম্পর্কেও একৈ কথা কয়া যায়। কারণ পুঁজিবাদ এবং নারীবাদ-গেবাদ এইসব ভুয়া মতাদর্শও এখন একি সাথে চলতেছে। এরা একে অন্যকে সাপোর্ট দেই। বর্তমানে সমকামীদের বিরুধী সাধারণ মানুষের যেসব ফেসবুক পেইজ ওপেন হইছে সেই সব পেইজের বিরূদ্ধে সমকামীরা মার্ক জুকারবার্গের কাছে আবেদন করতেছে। এবং আমারা সবায় জানি যে জুকারবার্গ একটা পুঁজিবাদী ব্যবসায়ী সংগঠন ছারা কিছু নই। তাহলে কী সমকামীরা প্রমাণ কইরা দিতেছে না যে তারা পুঁজিবাদেরই সন্তান? তারা কী এইটাই বূঝাইতেছে না যে তারা সমাজতন্ত্রে মাযলুম মানূষের বিপরীত পক্ষে আছে আর অত্যাচারীর সাথে?

    এক নজরে দেখলেই আমরা বুঝতে পারি যে গে-বাদ সমাজতন্ত্রের বিপরীত। সমাজতন্ত্রে সাধারণ মানুষের যে লড়াই, তাতে কতজন গে? সাধারণ মানুষেরই যেখানে বর্তমান পুঁজিবাদী সমাজে ন্যূনতম মানবাধিকার নাই সেখানে গে-বাদের আন্দোলন ক্যানো? আগে মানুষের অধিকারের আন্দোলন করুক তারা, তারপর তাদের পেছনের জ্বালা ঠাণ্ডা করার অধিকারের আন্দোলন করবে! বর্তমান পরিস্থিতিতে মানুষে ভূখা মরতেছে, বিচা চিকিৎসায় মরতেছে। গে-মতবাদের অনুসারীদের বলবো- আগে মানূষ হউন। কারণ আপনাদের আন্দোলনের ধারাই জানিয়ে দেয় যে আপনারা আগে গে, তারপর হইতো মানুষ বা জানুয়ার কিছু একটা। আগে মানুষ হতে শিখুন।

    সমকামকে বিভীন্ন ব্যাক্তী বিভীন্ন ভাবে দ্যাখে। বস্তূত সমকামকে কেহ মনে করে রোগ এবং কেহ মনে করে স্বাভাবিক এবং কেহ ভাবে ট্রেন্ড। কিন্তূ একজন সমাজতন্ত্রের সমর্থক এবং বিপ্লবের সপক্ষের ব্যাক্তির কাছে সমকাম একটা পুঁজিবাধী মতাদর্শ ছাড়া কিছুই নয়। বায়োলজিক্যাল বিষয়টাই বিপ্লবের প্রেক্ষিতে অপ্রাসংগিক। সমকাম বা গে-বাদ একটা মতবাদ, একটা স্টেটমেন্ট। এবং চরিত্রগতভাবেই এই স্টেটমেন্ট পুঁজিবাধের অবৈধ সন্তান। বিপ্লববিরুধীতাই এই মতবাদের স্ট্যান্ড এবং পুঁজিবাদ নিজের পশ্চিমা সভ্যতার একোনমিক বিপর্যয় সামলানোর জন্যই রিজার্ভ ওয়ার্কফোর্স (আর্মী অফ লেবার) তৈরীর চাহিদায় জন্ম দিছে এই গে-মতবাদটির।
  • সে | 198.155.168.109 | ৩০ এপ্রিল ২০১৬ ১১:৫৬707156
  • এটা টর ব্যবহার করে খোলা হয়েছে। এর উদ্দেশ্য ভাল নয়। ইগনোর বা হাইড করলে হয়ত বেটার হত।
  • রাজু | 95.248.227.164 | ৩০ এপ্রিল ২০১৬ ১১:৫৭707167
  • @Ekak, আমার মূল বক্তব্য পোস্ট করেছি। টপিকের শুধু টাইটেল দেয়ার অপশান আসছিলো প্রথমে। তাই মূল বক্তব্য পোস্ট দিতে একটু দেরি হলো।
  • রাজু | 89.172.193.32 | ৩০ এপ্রিল ২০১৬ ১২:০০707171
  • @সে, আমি বরাবরই এখানে টর ব্যবহার করেই পোস্ট করি। কারণ আপনার মতো কিছু অজানা অচেনা ব্যক্তিকে আমি আমার আইপি দ্যাখাতে সম্মত নই। এবং সাইটের ডিজাইনও আমার যথেষ্টই সন্দেহজনক লাগে যেখানে প্রকাশ্যে আইপি দ্যাখানো হই। অতএব টর। ভালো না লাগলে আর কী করা, বিদেয় হন। অন্যের পোস্টের কনটেন্টের আগে আইপিতে চোখ বুলানোও খুব ভালো উদ্দেশ্য জাহির করে না।
  • Ekak | 53.224.129.57 | ৩০ এপ্রিল ২০১৬ ১২:০০707170
  • এ হলো তানিম রাজু :) পুরনো পাপী । সবাই চেনে । বাম জামাতি একচুয়ালি । খিস্তি খাস্তা না দিয়ে নিজের বক্তব্য রাখুক না , ক্ষতি কী । রাইট টু ফ্রি স্পিচ -রাইট টু জেন্ডার এক্সপ্রেশন এগুলোকে পাশ্চাত্যের অনেক বামপন্থী ও পুঁজিবাদ এর ফসল বলে থাকেন । নতুন কোনো কথা না ।
  • | ৩০ এপ্রিল ২০১৬ ১২:০৪707172
  • অভিজিত খুনের আগে পরে এই রাজুকে দেখা গেছিল। তারপরে আবার নিলয়ের সময় বোধহয়। আবার জùলàহáঅস খুনের পরে। উন্হু সুবিďহেজনķ নয়।
  • | ৩০ এপ্রিল ২০১৬ ১২:০৫707173
  • জুলহাস
    সুবিধেজনক
  • dc | 15.2.64.118 | ৩০ এপ্রিল ২০১৬ ১২:১২707174
  • এটা আমি না। কিছু কনফিউশান হয়েছিল, তাই ক্লিয়ার করে দিলাম।
  • রাজু | 89.172.193.32 | ৩০ এপ্রিল ২০১৬ ১২:১৩707135
  • হুম, মূলত ড. দীপু মনির এই খালাতো ভাই যিনি মারা গেছেন তাকে কেন্দ্র করে সমকামীতার বিষয়টি আবার চর্চায় উঠে আসতেছে। স্বাভাবিকভাবেই আমিও সমকামীতার প্রকৃত চরিত্রটি বুঝার চেষ্টায় আছি। ম্যাক্সিম গর্কির মতামত থেকে শুরু করে রিজার্ভ ওয়ার্কফোর্সের বিষয়ে আবারও পড়াশুনা করলাম মুলুত এই বিষয়টিকে কেন্দ্র করেই। এতে অসুবিধেজনক কিছু দেখতে গ্যালে বেশ ভালো এলেমদার লোক চাই। এবং সেরকম এলেমদার কেউ থাকলে তাঁর উচিত অনলাইনে সময় নষ্ট না করে অবিলম্বে বাটি চালান দিতে রাস্তার মোড়ে বসে পড়া, দুপয়সা উপার্জন হবে।
  • pi | 192.66.18.90 | ৩০ এপ্রিল ২০১৬ ১২:২০707136
  • খুন নিয়ে আপনার কী মত ?
  • | ৩০ এপ্রিল ২০১৬ ১৩:২১707137
  • ব্যাব্যাগো বাঙ্গলা বানানের কি দুরবস্থা।

    কিন্তু এই বিশেষ খুনের আগেপরে উদয় হওয়াআ বেশ সন্দেহজনক। বাঙ্গলাদেশের পুলিশ বাটি চালানের মত ভন্ডামী আর বুজরুকির উপর নির্ভর করে বুঝি? ঐজন্য একটা খুনি জামাতি ধরা পড়ে না।
  • একককে | 116.212.101.97 | ৩০ এপ্রিল ২০১৬ ১৪:০৮707138
  • রাইট টু ফ্রি স্পীচ তানিম মাহবুব রাজুর ক্ষেত্রে খাটে না। অন্তত আমি খাটাতে সম্মত নই। এই ধরণের জীবকে গুরুর পাতায় প্রশ্রয় না দেওয়াই ভালো।
  • kc | 198.70.25.119 | ৩০ এপ্রিল ২০১৬ ১৪:২০707139
  • কিন্তু এই যে আসল রাজু সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। বাংলা বানান অনেক ভালো হয়ে গেছে। খেয়াল করে দ্যাখ। :-)
  • রাজু | 119.163.234.9 | ৩০ এপ্রিল ২০১৬ ১৪:৩২707140
  • গুরুচন্ডালীর সাইটে আমি মূলত একাডেমীর বানানবিধিই অনুসরন করি।
  • রাজু | 156.185.177.103 | ৩০ এপ্রিল ২০১৬ ১৪:৩৭707141
  • @pi - যদিও এটি মূল টপিকের পরিপ্রেক্ষিতে অপ্রাসঙ্গিক, তবু বলবো যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। আমি একজন একাডেমিক ব্যক্তি। সমাজের সমস্যা নিয়া আলোচনা করা আমার কাজ নই এবং টপিকের আলোচনার বিষয়বুস্তুও তা নই। আমার কাজ সমাজতন্ত্রের প্রেক্ষিতে একটা নতুন মতবাদকে বিশ্লেষণ করা। টপিকের উদ্দেশ্যও তাই। সমাজতন্ত্রে ক্ষতিকর একটি মতবাদ নিয়া আলোচনা করা। গুরুচন্ডালীর ফেসবুক গ্রুপেও আজ পর্যৈন্ত আমি কখনোই সমকামীতাকে কোনও গালিগালাজ করিনাই। বরং গে-মতবাদের বর্তমান সমাজতন্ত্রে কি অবস্থান সেটিই বিশ্লেষণের চেষ্টা করেছি।
  • রাজু | 156.185.177.103 | ৩০ এপ্রিল ২০১৬ ১৪:৪৭707142
  • আবারও মূল টপিকের বক্তব্য অল্প কথায় লিখছি কারণ টপিক ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে।

    ম্যাক্সিম গর্কি সমকালীন সমাজে গে-মতবাদের সাথে ফ্যাসিবাদী শক্তির স্পষ্ট সম্পর্ক দেখতে পেয়েছিলেন। তাঁর বক্তব্য যে গে-মতবাদ এমন একটি মতবাদ যাকে ফ্যাসিবাদ প্রশ্রয় দেয়, এবং গে-মতবাদকে ধ্বংস করলেই ফ্যাসিবাদেরও ধ্বংস সম্ভব। আমি বর্তমান সমাজে পুঁজিবাদ এবং গে-বাদের মধ্যে একি রকম মিল খুজে পাই। ম্যাক্সিম গর্কি অবশ্যই এটা বলেননাই যে ফ্যাসিবাদ কিভাবে গে-বাদ থেকে সুবিধা পাচ্ছে। আমি এ ব্যাপারে নিজস্ব স্পষ্ট মতামত রাখি। একোনমিক ক্রাইসিস এবং রিজার্ভ ওয়ার্কফোর্ছ তত্বই এর জবাব। পুঁজিবাদে একোনমিক বিপর্যয় একটা বাস্তব যা হবেই। পুঁজিবাদ নিজেও জানে একোনমিক বিপর্যয় হবে। এখন পুঁজিবাদ কীভাবে এই একোনমিক বিপর্যয় রুখে দিবে? স্রেফ একটা বিশাল সংখ্যক রিজার্ভ ওয়ার্কফোর্ছ দ্বারাই বিপর্যয়ের মুকাবেলা করা সম্ভব। এবং গে-বাদ যেভাবে সাধারণ মাযলুম মানুষকে এক্সক্ল্যূড করে কেবল একটা এলিট গুষ্টি আর পুঁজির ক্ষমতার উপর দাঁড়িয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছে, তাতে একোনমিক বিপর্যয়ের সময় অবশ্যই তাদের প্রাকিতিক অবস্থান হবে সমাজতন্ত্রের বিপ্লবের পক্ষের শক্তির বিপরীতে এবং পুঁজিবাদের পক্ষে। অর্থাৎ গে-মতবাদ অইলো পুঁজিবাদের রিজার্ভ ওয়ার্কফোর্ছ গ্যাদার করার একটা শক্তিশালী চুম্বুক।
  • Ekak | 53.224.129.57 | ৩০ এপ্রিল ২০১৬ ১৪:৫০707143
  • রাজু বাবু , সাবজেক্টে আসা যাক ।

    হমসেক্সুয়ালিটি আপনারা সমর্থন করেন না , বেশ । তাহলে একটা প্রশ্ন আসে । যে জিনিস আপনারাসমর্থন করেননা সেটা নিয়ে আগে সেরকম কোনো লেখালেখি আলোচনা দেখতে পাই নি ক্যানো ? আপনারা বামপন্থায় বিশ্বাস করেন , হমসেক্সুয়ালিটি কে দক্ষিনপন্থী ডাইগ্রেসন মনে করেন এত নতুন কথা না , কিন্তু কই কখনো এই নিয়ে মানুষ কে সচেতন করার জন্যে কোনো প্রবন্ধ -বিতর্ক চোখে পরেনি তো আপনি বা আপনাদের দিক থেকে । কেনো ?

    এরকম তো নয় যে বাংলাদেশে শুধু মাত্র গুটিকয় মানুষ সমকামী আচরণ করেন । গেলমান কালচার কিভাবে বাংলাদেশে ছড়িয়েছে বিশেষত , টেক্সটাইল ইন্ডাস্ট্রির ছোট বড় মালিক রা কিভাবে পুরুষ শিশু কর্মচারী দের সঙ্গে যৌন নির্যাতন করে সেটা আপনার অজানা নয় নিশ্চই । "গোয়া খোর " তো বাংলাদেশে কমন গালাগাল তাই না ? :)

    তো এইসব নিয়ে , একজন বামপন্থী মতাদর্শের মানুষ হিসেবে আপনাদের কোনো উদ্যোগ নেই , মানুষকে বোঝানোর প্রয়াস নেই , লেখালেখি নেই ......মাঝখান থেকে একজন মানুষ খুন হবার ঠিক পরেই মতাদর্শের ঝোলা নিয়ে হাজির হলেন , এটা ঠিক কিরকম ? মানে , উদ্দেশ্য টা কি মতাদর্শের প্রচার না সাফাই গাওয়া ?
  • Ekak | 53.224.129.57 | ৩০ এপ্রিল ২০১৬ ১৪:৫৯707144
  • আর এই "গুরুচন্ডালির ফেসবুক গ্রুপে " আপনি কি আলোচনা করেছেন এটাকে কোনো সিরিয়াস উদ্যোগ বলতে পারছি না , দুঃখিত :) বাংলাদেশে আপনাদের বিরোধীপক্ষ মানে লিবারাল এবং দক্ষিন পন্থী লোকজন নিজেরা ব্লগ লিখে , প্রবন্ধ লিখে রাত্রদিন নিজেদের মতবাদ ছড়াচ্ছে বাংলাদেশের মানুষের মাঝে । আপনি এসে ফেসবুক গুরুচন্ডালি তে "আলোচনা " করছেন :)) এটা কে দক্ষিনপন্থী ডাইগ্রেসন বলা যায় না ? এর প্রভাব আপনার বাংলাদেশের টার্গেট অডিয়েন্স এর কাছে কতটুকু ? এনিওয়ে , এটা ব্যক্তিগত ব্যাপার ।

    হমসেক্সুয়ালিতি প্রতিরোধ করতে আপনারা বাংলাদেশের বুকে ঠিক কি কি স্টেপ নিয়েছেন , নিচ্ছেন এগুলো জানতে পারলে ভালো লাগবে ।
  • রাজু | 195.100.87.82 | ৩০ এপ্রিল ২০১৬ ১৫:০৬707146
  • গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুরুষ শিশু কর্মচারীদের যৌন হেনস্থা করাটা একটা যৌন অপরাধ হিসাবেই দ্যাখা হয়। ঠিক সমকামীতা বলে দ্যাখা হয় না। বাকি যৌন অপরাধের মধ্যেও এটা একটা। কিন্তু সমকামীতা একটা মতাদর্শ হিসাবে দেশে নতুন দ্যাখা যাচ্ছে। পহেলা বৈশাখে রংধনু ওয়ালা কিছু বড়লোকের পুলাপাইনের ঝামেলা থেকে এটা মূলত মানুষের নজরে আসছে। ড. দীপু মনির এই খালাতো ভাই মারা যাওয়ার পর টিভিতে দ্যাখাইছে যে তিনি একজন সমকামী একটিভিস্ট ছিলেন। বস্তূত এটা টিভিতে দ্যাখানোর আগে আমরা কেউই জানতাম না যে তিনি সমকামী একটিভিস্ট। এই পরিচয়টা, মানে একটা মতাদর্শগত পরিচয় হিসাবে পশ্চিমা বিশ্ব থেকে বাংলাদেশে সমকামীতার প্রকাশ একটি নতুন ঘটনা। তাই এই মতবাদকে তত্বগতভাবে বিশ্লেষণ করার শুরুটাও সমাজতান্ত্রিক বিপ্লবীদের কাছে নতুন একটা দায়িত্ব যা আগে ছিলো না। গার্মেন্টস এবং আরও বিভিন্ন জায়গায় শিশুদের উপর কিছু বিকৃত মানসিকতার মানুষের যৌন হেনস্থার ইসুটি অবশ্যই নতুন নয়, এবং এর প্রেক্ষিতে বিভিন্ন বামদলের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, কঠোর সমালোচনা করা হয়েছে গার্মেন্টস মালিকদের এবং সেক্ষেত্রে মূল ইস্যুগুলো ছিলো শ্রমিকদের উপর অমানবিক নিগ্রহ, শিশুশ্রমিকদের উপর অত্যাচার, বকেয়া মুজুরি না দেওয়া এই সব কিছুই একসাথে। সমাজতন্ত্রে সাধারণ মানুষের যে বয়ান সেখান থেকে যখন কোনও ইসু উঠে তখন বিপ্লবীদের জবানও থেমে থাকে না।
  • রাজু | 195.100.87.82 | ৩০ এপ্রিল ২০১৬ ১৫:১০707147
  • সমকামীতার মতবাদকে প্রতিরোধ করতে মানুষের জমায়েতের ডাক দেওয়া হয়েছে এবং হচ্ছে। যার বিপরীতেই এই মতবাদের সমর্থকরা ফেসবুকে আমাদের ইভেন্টগুলু রিপোর্ট করছে জুকারবার্গের কাছে। পুঁজিবাদের কাছে তাদের আশ্রয় নেয়ার এই প্রবণতা দেখেই আমার প্রথম পোস্টটি করা, যেখানে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। মানুষের পক্ষে বিপ্লবের কাজে বাধা পেয়েছি বলেই আমরা আলোচনা করতে চাইছি। এমন না যে কাজ না কইরা অনলাইনে বকে সময় নস্ট করতে আসছি।
  • Ekak | 53.224.129.57 | ৩০ এপ্রিল ২০১৬ ১৫:২৭707148
  • খেয়াল করুন আমি "সমকামী আচরণ " লিখেছি , "সমকামিতা " লিখিনি :) । আমার বলার উদ্দেশ্য এটাই যে সমাজে সাধারণ মানুষের মধ্যে সমকামী আচরণ এর একটা জায়গা আছে । "গেলমান " শব্দ টা এড়িয়ে যাবেন না , আপনি ইসলামের ইতিহাস পড়েছেন , বাংলাদেশের মানুষ । শব্দটা আপনার অপরিচিত নয় । এখন আমি কিন্তু ইসলাম মানে গেলমান এরকম কিছু প্রমান করার চেষ্টা করছিনা । ধর্মের সঙ্গে মানুষের যৌনাচার জনিত অভ্যেস কে গুলিয়ে ইসলাম কে কালিমা লিপ্ত করার কোনো উদ্দেশ্য আমার নেই । আমি প্রসন্গ্য টা তুলছি এইটুকুই নির্দেশ করার জন্যে যে সমকামী আচরণ তথা "গোয়া খাওয়া " বাংলাদেশে কোনো নতুন ব্যাপার নয় । হঠাত একজন "সমকামী একটিভিস্ট " এর কথা জানা গ্যালো আর আপনারা গ্যালো গ্যালো রব তুললেন এটা টিপিকাল মধ্যবিত্ত ভিক্টোরিয়ান দের মত হচ্ছে না রাজুবাবু ?

    দেখুন আদতে ভিক্টোরিয়ান কিন্তু গায়ে বামপন্থী জোব্বা পরা বাঙালি রা তো চিরকাল এটাই করেছে । ভেতরে যা চলে সব চাপাচুপি দিয়ে রেখেছে । আর যেইনা কোনো একটা খবর প্রকাশ্যে এসেছে অমনি মতাদর্শ ফর্শ বলে বামপন্থার নামে লাফালাফি । মানুষের নজরে আবার আলাদা করে আসবে কি ? সবাই জানে প্রচুর প্রচুর মানুষ সমকামী জীবন যাপন করেন । আপনারা তখন কোনো প্রবন্ধ লেখেন না , বিরোধিতা করেন না । একজন মানুষ এতটাই বিখ্যাত যে তিনি খুন হলে টিভি তে দেখানো হয় । অথচ তাঁর মতাদর্শ কেও কোনদিন জানতনা । এটা নাকি পশ্চিমা বিশ্ব থেকে আসা নতুন ঘটনা । এত পড়াশোনা করে বামপন্থা আউরে এরকম সিপিএম মার্কা যুক্তি দিলে তো ভারী মুশকিল :)
  • Ekak | 53.224.129.57 | ৩০ এপ্রিল ২০১৬ ১৫:২৯707149
  • "অফলাইন " এ আপনারা সমকামিতা কে আটকানোর জন্যে কি করেছেন একটু বলুন । ভাসা ভাসা কথা নয় । একদম দেফিণিত কর্মসূচি -কাজ ইত্যাদি আছে নিশ্চই । সমকামী দের সঙ্গে কি করবেন , তাদের কিরকম ট্রিটমেন্ট দেবেন এগুলো একটু বলুন ।
  • Robu | 11.39.39.31 | ৩০ এপ্রিল ২০১৬ ১৭:১৯707150
  • এই টইতেও সিপিএম খিস্তি খাবে?
    যাগ্গে।
  • Arpan | 24.195.226.2 | ৩০ এপ্রিল ২০১৬ ১৭:২৮707151
  • যাঃ শালা। সমকামীতার মতবাদকে প্রতিরোধ করতে মানুষের জমায়েতের ডাকও তো আপনি দিচ্ছেন সেই পুঁজিবাদী জুকারবার্গীয় মিডিয়ায়। আপনিও কি স্যার পুঁজিবাদের দলদাস হলেন? এ তো ভালো কথা না।
  • lcm | 83.162.22.190 | ৩০ এপ্রিল ২০১৬ ১৭:৫৩707152
  • সোভিয়েত রাশিয়ায় জার-এর আমলে সমকামিতা ছিল ক্রিমিনাল অফেন্স।

    ১৯২০ সালে লেনিন এই ক্রিমিনাল কোড তুলে দেন - The Communist Party abolished all Czarist laws and its subsequent criminal code in the 1920s and did not criminalize non-commercial same-sex sexuality between consenting adults in private.

    কিন্তু, ১৯৩৩ সালে স্তালিন ক্ষমতায় এসে নতুন আইন চালু করলেন, এবং তাতে সমকামিতাকে আবার ক্রিমিনাল অফেন্স বলে জারি করলেন - In 1933, Joseph Stalin added Article 121 to the entire Soviet Union criminal code, which made male homosexuality a crime punishable by up to five years in prison with hard labor.

    ম্যাক্সিম গোর্কি - ছদ্মনাম - আসল নাম, অ্যালেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ। গোর্কি শব্দের অর্থ - তেতো। সমাজের নীচুতলার মানুষের বিটার ট্রুথ নিয়ে লিখতেন বলে এমন ছদ্মনাম নিয়েছিলেন বলে অনেকে মনে করেন। গোর্কি-র অসাধারণ সব সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছিল রিভোলিউশনের অনেক আগেই। ১৯০০ সাল নাগাদ গোর্কি একজন প্রতিষ্ঠিত খ্যাতনামা লেখক যার নাম টলস্তয়, চেকভ-এর মতন প্রতিষ্ঠিত লেখকদের সঙ্গে একসাথে উচ্চারিত হত। কয়েকটি ফরেন ট্যুরেও যান - ইউরোপ, ইউএসএ-তে সমসাময়িক লেখকদের সঙ্গে (বার্নার্ড শ...ইত্যাদি...) দেখাও করেন। মোটামুটি সেই সময় গোর্কি লেনিন-এর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তখনও বিপ্লব হয় নি, আবহ তৈরি হচ্ছে। ১৯১৭-এর বিপ্লবের পর বলশেভিকরা ক্ষমতায় এলেন। লেখক বুদ্ধিজীবি বন্ধুরা যাতে একটু আলাদা ফেভার পান তাই নিয়ে লেনিনের কাছে খুব তদ্বির শুরু করলেন গোর্কি। এই ইন্টারভেনশন এত বিরক্তিকর পর্যায়ে চলে যায় যে ১৯২১ সালে লেনিন তাঁকে পরামর্শ দেন ইউরোপে চলে যেতে - কিছুদিন থেকে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটিয়ে আসতে।
    ১৯৩২ সালে স্তালিন তাঁকে ফিরিয়ে আনেন রাশিয়াতে - তখন বয়েস ৬৪ - স্তালিনের উদ্দেশ্য ছিল প্রোপাগান্ডাতে গোর্কি-র মতন একজন ব্যক্তিত্বকে ব্যবহার করা - জি ওয়াজ বিগ ইন প্রোপাগান্ডা। হোয়ায়েট সি থেকে বালটিক সি - ২২৭ কিমি লম্বা বাল্টিক ক্যানেল তৈরির যে প্রজেক্ট হয় তার স্বপক্ষে প্রোপাগান্ডামূলক লেখা লিখতে থাকেন গোর্কি - কিন্তু ১২০০০ গুলাগ প্রিজনার মারা যান সেটা চেপে যান, অবশ্য ওগুলি চেপে দেবার জন্যেই তাঁকে দিয়ে লেখানো। মোটামুটি এমন সময় নাগাদ গোর্কি ঐ কমেন্টটি করেন - সমকামিতা এবং পুঁজিবাদ নিয়ে। কিছুদিনের মধ্যেই অবশ্য গোর্কি-র ঘোর কাটে। স্তালিনের বায়োগ্রাফি লেখার অনুরোধ ফিরিয়ে দেন। এর মধ্যে গোর্কির ছেলের রহস্যজনক মৃত্য হয় - অনেকেই সন্দেহ করেন যে ছেলেকে মেরে ফেলে তাঁকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয় - পাছে তিনি কোনো সরকারবিরোধী জ্বালাময়ী কিছু লিখে বা বলে ফেলেন। গোর্কি টিবি-রোগে আক্রান্ত হলেন। বিদেশি লেখকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন স্তালিন। বেশিদিন বাঁচেন নি এর পরে -১৯৩৬ এ মারা যান।

    এই থ্রেডে গোর্কির কমেন্ট দেখে - এত কথা এখা। কখন কোন পরিস্থিতিতে এক মহামান্য লেখক এমন মন্তব্য করেছেন তার পটভূমিকাটা একটু বলার জন্য।
  • Debabrata Chakrabarty | ৩০ এপ্রিল ২০১৬ ১৮:২০707153
  • গোর্কি'র এই মন্তব্য মূলত ওনার একটি প্রাভদায় প্রকাশিত প্রবন্ধ ( Pravda, May 23, 1934,) ' প্রলেতারিয়ান হিউমানিজম 'এ করা । সেই সময় স্তালিন সমকামিতাকে পুনরায় ক্রিমিনালাইজ করেছেন এবং গোর্কি তার ত্বাত্বিক সমর্থন দিচ্ছেন । সম্ভবত গোর্কির পালিত পুত্রের সমকামী প্রবণতা লক্ষ করে সমকামিতা বিষয়ে তার এত অনীহা - এখন তানিম ভাই গোর্কির ঠিক যে শব্দ গুলি উল্লেখ করেছেন -কিছুদিন পূর্বে গুরুর ফেসবুকে ওনার ঠিক এই ধরনের এক পোস্টে ওনাকে ওসকাতে আমি ঠিক এই শব্দগুলিই উল্লেখ করেছিলাম -হতে পারে উনি গোর্কির প্রবন্ধ থেকেই শব্দগুলি নিয়েছেন তবে একদম এক শব্দ একটা কমও নয় একটা বেশীও নয় ।
  • রাজু | 119.163.234.7 | ৩০ এপ্রিল ২০১৬ ২১:১৩707154
  • হুম তার পরেই তো আমি মূল প্রবন্ধের খোজ লাগাই।
  • sosen | 184.64.4.97 | ৩০ এপ্রিল ২০১৬ ২৩:০৭707155
  • যত্তো ভাট।
  • pi | 233.231.41.239 | ০১ মে ২০১৬ ০০:৪৪707157
  • অনি দত্তের একটা পোস্ট ভাবালো। কথাগুলো ফেলে দেবার নয়। আর হ্যাঁ, পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া নিয়ে জুজু দেখানো মার্কা কথাও বলে থাকেন না। নিজে সেই দুনিয়ারই অধ্যাপক এবং এল জি বিটি সম্প্রদায় ও আন্দোলনের সাথে যুক্ত মানুষ।

    'পশ্চিমী মিডিয়াতে যেভাবে বাংলাদেশে ব্লগার বা সমকামীদের হত্যার বিষয়টা দেখানো হচ্ছে তাতে প্রত্যাশিত ভাবেই তাঁদের সাম্রাজ্যবাদী ও প্রাচ্যবিদ্বেশী দৃষ্টিভঙ্গিই প্রকাশ পাছে | গার্ডিয়ানের মতন ‘উদারপন্থী’ কাগজে এই হত্যাগুলি এমন ভাবে প্রতিস্থাপিত হচ্ছে যেন এগুলির পেছনে সমস্ত কারণগুলি শুধুমাত্র বাংলাদেশেরই অভ্যন্তরীণ বিষয়বস্তু, “ওদের” প্রচন্ড দারিদ্র, ধার্মিক মৌলবাদ ও রাজনৈতিক অস্থিরতার কারণেই এইসব হচ্ছে, এর মধ্যে “আমাদের” অর্থাৎ পাশ্চাত্যের কোনই দায় নেই | অনেক কিছুই এইভাবে মুছে দেওয়া বা ভুলিয়ে দেওয়া হচ্ছে – যেমন সেই অতি-দারিদ্রের পেছনে মার্কিন অর্থনৈতিক সাম্রাজ্যবাদের ভূমিকা, যে কারণে হাজার হাজার বেকার বা স্বল্প আয়ভুক্ত যুবকেরা আনসার-আল-ইসলামের মতন জঙ্গি দলের দিকে ঝুঁকে পড়েছে | বা কিভাবে এই সন্ত্রাসবাদী দলগুলি দিনের পর দিন ফেসবুকের মাধ্যমে নিজেদের সংগঠিত করেছে, বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীদের বিরুদ্ধে ঘৃণা উদ্রেক করেছে, বহুদিন অবধি নিজেদের মুনাফা বজায় রাখার স্বার্থে এই মার্কিন বহুজাতিক সংস্থাটি এদের বিরুদ্ধে কোনোও ব্যবস্থায় নেয় নি | তার ওপর মার্কিন বা পাশ্চাত্য সরকারগুলি যখন বাংলাদেশের প্রান্তিক যৌনতা বা লিঙ্গের মানুষদের হয়ে বলছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা শুধু উচ্চবিত্ত যৌনসংখ্যালঘুদের স্বার্থেই বলছে, বাকিদের জন্যে তাদের বিশেষ চিন্তা নেই, যেকারণে একদিকে যৌনসংখ্যালঘুদের মধ্যে শ্রেণীবিভাজন আরই বৃদ্ধি পেয়েছে এবং আরেকদিকে একটা ভুল ধারণা তৈরী হয়েছে যে এরা নাকি বিদেশী বা বহিরাগত প্রভাবের ফল | পাশ্চাত্য মিডিয়া ও সরকারের কাছ থেকে তো এর বেশি বিশেষ কিছু আশা করা যায় না, শুধু আশা রাখছি যে বাংলাদেশের সুশীল সমাজ প্রান্তিক যৌনতা ও লিঙ্গের মানুষদের সামগ্রিক সত্যটা বুঝে তাঁদের সাথ দেবেন!'
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন