এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উয়েফা ইউরো ২০১৬ (ফুটবলের টই)

    সে
    অন্যান্য | ০৮ জুন ২০১৬ | ২১৬৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 144.159.168.72 | ০৮ জুলাই ২০১৬ ১০:৪৯708663
  • ভেউউ
  • ranjan roy | 192.68.31.37 | ০৮ জুলাই ২০১৬ ১০:৫৭708664
  • আমার একান্ত ব্যক্তিগত মতঃ
    একটি দল লাগাতার জিতলে বা রেজাল্ট প্রত্যাশিত মোডে এলে ফুটবলের দলগত সংঘর্ষের স্পিরিট ও চমক মার খায়--সে বার্সেলোনা বা মোবা হলেও।ঃ)))
  • B | 127.213.185.147 | ০৮ জুলাই ২০১৬ ১১:৫১708665
  • মন্তব্যের জন্য সম্পাদকমণ্ডলী দায়ী নন-}8>))

    মোরিন্‌হো আর সিমোনের তুলনা করার মত জ্ঞান বা অজ্ঞান আমার নেই। মারকুটে ফুটবল খেলে বলে আমারও পছন্দ নয়, তবে ক্লাব চ্যাম্পিয়নশিপের নিয়মিত ওই ধারাবাহিকতা দেখাতে পারলে, তাও লা লিগা-তে, মোরিন্‌হো পৃথিবীর কাউকেই অপমান করতে ছাড়ত না। দুজনের নাম পাশাপাশি আমি আনি না।

    দ্বিতীয়তঃ অ্যাট্‌লেটিকোর আগে গ্রিজ্‌ম্যানকে আমরা কজন চিনতাম?

    জিরু'র ওই পরিসংখ্যান কাল খেলার আগে এদেশের টিভিতে বিশেষজ্ঞ মতও একই ছিল, "বেস্ট '৯' অফ্‌ দ্য টোর্ণামেণ্ট" বলে। কিন্তু (এটা আমার ব্যক্তিগত মত) আর্সেনাল ট্রফি পাক না পাক, তাদের ব্যতিক্রমী ফুটবলের ধাঁচে যেভাবে বিশেষতঃ ওজিল এবং তারপর স্যাঞ্চেজ্‌ উজ্জ্বল তার পাশে জিরু ? একটু ব্যথা হয় ভাবতে। অবশ্য, ওয়েঙ্গার অবশ্যই অনেক বেশী বোঝেন...।

    আর জার্মানী কাল ফার্স্ট হাফে যা খেলছিল, দ্বিতীয়ার্দ্ধেও, প্রত্যেকেই অপেক্ষা করছিল তাদের জেতার, ফ্রান্স তো আত্মসমর্পণই প্রায় করে দিয়েছিল। আরেকটা বিশ্বকাপ সেমিফাইনালের মত না হোক, কাছাকাছি কিছু হবে হবে মনে হচ্ছিল। জার্মানের সবচেয়ে ধারাবাহিকভাবে লড়াকু আর নাছোড়বান্দা খেলার প্রতি সবাই শ্রদ্ধাশীল।

    কিন্তু সোয়েন্‌স্টাইগারের ওই কুৎসিত হ্যাণ্ডবল ওরকম ভয়ঙ্কর রেফারী না থাকলে কেউই হয়তো দেখতে পেতো না, বুঝতেও পারতো না।
    মজার ব্যাপার সোয়েন্‌স্টাইগার, যে কিনা প্রায় কাইজারের স্টাইলে ফুস্‌ফুস্‌, হৃৎপিণ্ড হয়ে জার্মানীর আক্রমণগুলোকে সংগঠিত করছিল, সে ওরকম কাজ করল এবং তারপরেও দুয়েকবার রেফারীর সিদ্ধান্তের প্রতিবাদও করছিল। কিন্তু ইতালীর এই ভদ্রলোকটি বড় বেশী বলের কাছে থাকেন, তাই রিপ্লেতে একাধিকবার দেখানোর পর আমরা সম্বিত ফিরে পাই। হাফ্‌ টাইমে এখানকার বিশেষজ্ঞও প্রথমে একবার বলে ফেলেছিলেন, "না ওটা পেনাল্টি নয়।" পরে স্লো মোশনে একাধিকবার দেখে চুপ হয়ে যান, কিন্তু সোয়েন্‌স্টাইগারের সম্বন্ধে একটি কথাও বলেন না।

    ইতিহাসের সেই সেদিন শিল্‌টন কনুই থেকে হাত ভাঁজ করে ক্রমাগত হাত নাড়িয়ে নাড়িয়ে রেফারীর দৃষ্টি আকর্ষণ করে বিফল হন। ভগবানের হাতের মালিক দৌড়তে দৌড়তে চোরের মত বারবার পিছন ফিরে ফিরে রেফারীর সিদ্ধান্তের অপেক্ষা করতে করতে তারপর কর্ণার ফ্ল্যাগের কাছে পৌঁছে গিয়ে সেলিব্রেট করা শুরু করেন। তারপর আজ অবধি ইংল্যাণ্ড বা ইউরোপের বহু বহু মানুষের কাছে ভগবান আজও শয়তান। কালকেও এভ্রাই একমাত্র হ্যাণ্ডবলের ইঙ্গিত করে রেফারীর দৃষ্টি আকর্ষণ করছিল, জার্মানীর কজন খেলোয়াড় আপত্তি জানাচ্ছিল। তাতে সোয়েন্‌স্টাইগারও দুয়েকবার গলা মেলাচ্ছিল তো, মেলাচ্ছিল না? লজ্জাকর নয়?

    আগেরটি ছিল আন্তর্মহাদেশীয় বিশ্ব প্রতিযোগিতায় দুই গোলার্দ্ধের দুই দেশের খেলা আর কালকেরটি ছিল অন্তর্মহাদেশীয় প্রতিযোগিতায় একই গোলার্দ্ধের দুই দেশের খেলা।

    এটা নিয়ে কত ছি-ছিক্কার হয় কালকের সংবাদমাধ্যমে বা আগামীতে দেখি। কিছু মন্তব্য করে রেসিস্ট তকমাটাকে আরও জোরালো করার চেষ্টা করলাম না।
  • নেতাই | 52.99.164.99 | ০৮ জুলাই ২০১৬ ১৪:৩২708666
  • কাল ভাঙা টিম নিয়ে জার্মানি তো কাঁপিয়ে দিচ্ছিল। ফ্রান্সের কোনো প্রতিরোধ ই ছিল না। ইতালি বরং অনেক বেটার ফাইট দিয়েছিল। মুলার না খেললে জার্মানি সহজেই ম্যাচ বার করে নিত। পায়েত সেরা ম্যাচ আগেই খেলে ফেলেছে। পর্তুগাল ওয়েলস ম্যাচে ভালো ডিফেন্স করছিল। কিন্তু ফ্রান্স ভালো অ্যাটাক না করতে পারলে পর্তুগাল ভালো ডিফেন্স করবে কেমন করে? কুরেস্মা পর্তুগালের সেরা প্লেয়ার অথচ ওকে ১০ মিনিটের বেশী খেলায় না কেন? এই গম্ভীর প্রশ্ন নিয়ে রোব্বার ম্যাচ দেখতে বসবো। পর্তুগাল ২০০৪ এর গ্রীসের থেকে সামান্য বেটার খেলছে। তাও সাপোর্ট করতে হবে। দেশের কি অবস্থা।
  • ranjan roy | 192.68.31.37 | ০৮ জুলাই ২০১৬ ১৪:৫৪708667
  • কোন সন্দেহ নেই যে জার্মানীর ঝোড়ো আক্রমণ দৃষ্টিনন্দন ছিল। ফ্রান্স বল দখল ও অ্যাটাকের প্রতিশতে অনেক পিছিয়ে।
    কিন্তু ওদের আক্রমণ সংখ্যায় কম হলেও অনেক বেশি ধারালো বলে আমার চোখে মনে হয়েছে।
    যেটুকু হয়েছে পেনাল্টি বক্সে ড্রিবল করে কয়েকবার জনাতিনেক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে জিরু ও সাথীরা যেভাবে ঢুকে যাচ্ছিল আর গোলে শটের মধ্যে কতগুলো টার্গেটে? প্রতিশতে বোধহয় ফ্রান্সের দিকে পাল্লা ঝুঁকবে।
  • নেতাই | 52.99.164.99 | ০৮ জুলাই ২০১৬ ১৫:০৯708668
  • শুধু বল দখল নয়, ফ্রান্সের ডিফেন্স লাইনও বারবার ভেঙে গেছিল। শুধু ফাইনাল টাচ নিখুত হচ্ছিল না। না হলে ওয়ান টু ওয়ান এ ডিফেন্স বারবার কাটছিল। ফ্রান্স কাউন্টার অ্যাটাকে উঠতে পারছিল না তেমন। ফ্রান্সের দুটো গোলই এসেছে জার্মানির ছোটখাটো ভুল নয়, বড়সড় ব্লান্ডার থেকে।
  • নেতাই | 52.99.164.99 | ০৮ জুলাই ২০১৬ ১৫:১১708669
  • আমি ফ্রান্স কেই সাপোর্ট করছিলাম। জিততে খুশিও হয়েছি। কিন্তু বলতে পারিনা বেটার খেলেছে।
  • Abhyu | 57.32.74.213 | ১০ জুলাই ২০১৬ ০৯:৪২708670
  • আজ দেখবেন সি আর সেভেন কেমন ফাটিয়ে দেবে।
  • Robu | 11.39.38.158 | ১০ জুলাই ২০১৬ ১৩:৫৫708671
  • কি?
  • ranjan roy | 132.180.212.202 | ১০ জুলাই ২০১৬ ১৪:৫২708673
  • অভ্যু কী মুহমেঁ ঘি-শক্কর!
  • Arpan | 24.195.237.139 | ১০ জুলাই ২০১৬ ১৫:০৬708674
  • মোবাগুলো সব পর্তুগালের দিকে জুটেছে। ঃ)
  • সে | 198.155.168.109 | ১০ জুলাই ২০১৬ ১৫:১৬708675
  • আজ খুব প্রেশার। নাকেমুখে দুটো গুঁজেই উইম্বিল্ডন দেখতে বসতে হবে। তারই মধ্যে তাড়াহুড়োয় আফটারনুন টী। তারপরে ডিনার ঠিকমতো রেলিশ করে খাওয়া হবে না। ইউরোকাপ ফাইনাল আছে। উফ্!
  • bhagidaar | 34.49.119.28 | ১০ জুলাই ২০১৬ ১৫:২৯708676
  • আমি তো বলেই দিলাম কেন! কিন্তু সত্যি বলতে পুরো ইউরোতেই নিউট্রাল আমি
  • ranjan roy | 192.69.60.201 | ১০ জুলাই ২০১৬ ১৬:৩৭708677
  • অপ্পন,
    আমি রেনেগেড; বাঙাল মোবাঃ)))
  • b | 113.24.86.21 | ১০ জুলাই ২০১৬ ১৭:৩৩708678
  • ফ্রান্স এর আগে ইউরো জিতেছে। তাই পর্টুগালকে সাপোর্টাবো ভাবছিলাম। কিন্তু ওদিকে রোনাল্ডোটা এক নম্বরের অসভ্য।
  • Robu | 11.39.56.65 | ১০ জুলাই ২০১৬ ১৮:০১708679
  • না না, অসভ্য কিছু নয়। অফ ফিল্ড বেশ সভ্য মানুষ। অসম্ভব ডেডিকেটেড, হার্ড ওয়ার্কার।
    ভালো ফিল্যান্থ্রোপিক অ্যাক্টিভিটিজ আছে। ব্লাড ডোনেট করে বলে ট্যাটু করায় না।
    অনফিল্ড, নিজের প্লেয়ারদের খিস্তি করে, অধৈর্য, এসবই সত্যি। রুনিকে কার্ড দেখিয়ে অন ক্যামেরা চোখ মারাও সত্যি।
    সবাই মাল্টিশেডেড।
  • সে | 198.155.168.109 | ১০ জুলাই ২০১৬ ২২:২৩708680
  • আর দুঘন্টা বাকি।
  • Abhyu | 85.137.1.235 | ১০ জুলাই ২০১৬ ২২:৩৭708681
  • কোটালপুত্তুর জান লড়িয়ে খেলো!
  • সে | 198.155.168.109 | ১১ জুলাই ২০১৬ ০০:২৪708684
  • জয় পোর্তুগাল।
  • সে | 198.155.168.109 | ১১ জুলাই ২০১৬ ০০:২৭708685
  • পোর্তুগাল আগে কখনো পায় নি। এবার পেলে এই প্রথম হবে।
  • PM | 233.223.155.159 | ১১ জুলাই ২০১৬ ০০:৩৮708686
  • গ্রিজম্যান প্রয় ঢুকিয়ে দিচ্ছিলো ঃ)
  • সে | 198.155.168.109 | ১১ জুলাই ২০১৬ ০০:৪২708687
  • ধুস পোর্তুগালের কোঅরডিনেশন নেই। রং পাস দিচ্ছে কেবল।
  • সে | 198.155.168.109 | ১১ জুলাই ২০১৬ ০০:৪৪708688
  • রোনাল্ডোকে আহত করে দিয়েছে
  • Abhyu | 106.32.190.162 | ১১ জুলাই ২০১৬ ০০:৪৭708689
  • কোটালপুত্তুর হঠাৎ করে জ্বলে উঠতে পারে তো।
  • Abhyu | 106.32.190.162 | ১১ জুলাই ২০১৬ ০০:৪৭708690
  • ওদিকে অনলাইন স্ট্রিমিং কেমন কেটে কেটে হচ্ছে
  • bhagidaar | 34.49.119.28 | ১১ জুলাই ২০১৬ ০০:৪৮708691
  • কষে বেঁধে দিয়েছে হাঁটুটা!
  • Abhyu | 106.32.190.162 | ১১ জুলাই ২০১৬ ০০:৫১708692
  • সেই সাপে কাটলে যেমন বাঁধে না?
  • Abhyu | 106.32.190.162 | ১১ জুলাই ২০১৬ ০০:৫২708693
  • কিন্তু বেচারী দৌড়তেই পারছে না
  • শঙ্খ | 113.242.199.218 | ১১ জুলাই ২০১৬ ০০:৫২708695
  • বাই বাই রোনাল্ডো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন