এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নায়ক নায়ক জাকির নায়ক !

    একক
    অন্যান্য | ১৪ জুলাই ২০১৬ | ১২৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • একক | 53.224.129.41 | ১৪ জুলাই ২০১৬ ০৮:৪৯717586
  • লোকটা আলাদা । লোকটা অন্যভাবে ভেবেছে । লোকটা করে দেখিয়েছে । আপনি গালাগাল দিন । বলুন ভন্ড । বলুন ধর্মব্যবসায়ী । বলুন টেরোরিস্টদের মদত ডান কারী । যায় বলুন , জাকির নায়েক হওয়া মুখের কথা না ।

    লোকে কথায় কথায় বলে "ধর্ম একটা ব্যবসা " । যে বুঝে বলে সেও বলে । যে কোনোদিন ধূপকাঠি অবধি বেচে উঠতে পারবেনা সেও বলে । কিন্তু জাকির নায়েক করে দেখিয়েছেন ধর্ম কিভাবে ব্যবসা । কতটা ব্যবসা ।

    মুম্বাই থেকে এমবিবিএস পাশ করে আর পাঁচজন সাধারণ মানুষের জীবন বেছে নেন নি নায়েক । উচ্চাশা আর ধর্ম কে কাজে লাগিয়ে একটা কিছু করার ইচ্ছে তাঁকে টেনে নিয়ে গেছে ইসলামের পথে । ইসলাম সেই ধর্ম যা নেটওয়ার্ক মার্কেটিং এ বিশ্বাস করে । বিশ্বাস করে হায়ারার্কিকাল পিরামিড দিয়ে একটা সেন্ট্রাল সিস্টেমের সঙ্গে বিশাল বড় রিসোর্স কে বেঁধে ফেলায় । আর তার জন্যে চাই সহজে ইসলামের কথা পৌঁছে দেওয়া । ইসলাম কোনো গম্ভীর -নাকউঁচু দার্শনিকতার কথা বলেনা। একটা লাইফস্টাইলের কথা বলে । একটা জীবন চর্যা । তাই শরিয়া । আর সেই নির্দেশ যদি আসে দুর্বোধ্য উর্দু তে বা আরবি তে কিকরে একজন সাধারণ তৃতীয় বিশ্বের মানুষ তার মানে বুঝবেন ? তাই সর্বত্র তাঁরা লোকাল নেতা দের স্মরণাপন্ন । লোকাল মৌলবী বলেন চাঁদ দেখা গেছে মানে চাঁদ দেখা গেছে । এই লোকালি ছড়িয়ে থাকা ছোট ছোট মার্কেটিং টিম কে এক ছাতার তলায় না গ্যাছে বলেই না আজ সৌদি তে চাঁদ উঠলে তবেই শরশুনার মুসলিম ধর্মাবলম্বী উপবাস ভাঙেন ।

    এ একদিনে হয়নি ।

    জাকির কে দেখুন । লক্ষ্য করুন । সাদামাটা পোশাক । খুব বেশি হলে চাপা স্যুট । কথার মধ্যে সরাসরি উগ্রবাদী কিস্যু নেই । আপনি আমি যতই ওনার কথার পাঁচ রকম মানে করিনা কেন , যাঁরা শুনছেন শোনেন তাঁদের কাছে ওটা স্বাভাবিক । তিনি গীতা থেকে বাইবেল সব কিছু উদ্ধৃত করার পর উপসংহার টানেন কুরআন হাদিস থেকে । একজন পারফেক্ট রিলিজিয়াস প্রীচার এর লক্ষণ । হাজার হাজার লাখে লাখে লোক তাঁর কথায় মুগ্ধ ।

    কিভাবে হলো এরকম ? সবাই বোকা হাঁদা আর আমরা বুধ্ধিমান ?

    জাকির বুঝেছিলেন ইসলামের ফান্ড ম্যানেজার সৌদি । কিন্তু প্রথমেই কিন্তু সৌদি জাকিরের কাছে আসেনি । পাঁচশো -হাজার লোক নিয়ে সভা করতেন । সেই রিপোর্ট পাঠিয়ে কনভিন্স করার চেষ্টা করতেন সৌদি কে । বাংলাদেশের স্থানীয় ভাষায় ইসলামিক প্রীচিং অনুবাদ করা শুরু করেন । ছড়িয়ে পরে ক্যাসেট । কিন্তু তখন মূলধন কম । আর সামনে বিশাল সম্ভাবনা । লাদেনের ইন্সপায়ারিং ভাষণ সারা বিশ্বে ছড়াচ্ছে , কিন্তু সে কি বলেছে সেই ভাষা একজন বাংলা ভাসাভাষী মুসলমান কিভাবে বুঝবে ? আর শুধু বুঝলেই হবে তা নয় , ইসলামের মার মার কাট কাট রূপ কে ধরে কপি পেস্ট করলে বেশিরভাগ মুসলিম শুনবেন না । আর সবচে বড় যেটা ব্যাপার তা হলো ইসলাম বলেছে অমুক দিনে উপবাস , তমুক দিনে অমুক দিকে মুখ করে বসবে , এই নিয়ম মানবে , ঐ নিয়ম মানবে ........লোকাল মৌলবির সাহায্য না নিয়ে কিভাবে একজন সাধারণ মুসলিম এসব মেনে চলবেন ?

    এলো পীস মোবাইল । নাম শুনেছেন নিশ্চই ? দ্যাখেন নি ? এটি সস্তার ইসলামিক স্মার্ট ফোন যেখানে ইসলামিক জীবন যাপনের সমস্ত লাইফস্টাইল ম্যানেজমেন্ট স্মার্ট ফোনের এপ্স দিয়ে কন্ট্রোলড। সৌদি কোনোদিন ভাবতে পারেনি এইভাবে নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া যাবে । এমনি এমনি তারা জাকিরের পেছনে ইনভেস্ট করেনি । জাকির নিজে স্বপ্ন দেখেছেন এবং সৌদিওয়ালা দের দেখিয়েছেন । পীস টিভি আপনাকে জ্ঞান দেবে , পীস মোবাইল এপ্স আপনাকে সহীহ ইসলামিক লাইফস্টাইল দিয়ে বেঁধে ফেলবে । আপনি এখন একজন ইসলাম কনজিউমার ।

    লোকে বলে সৌদি টাকা ছড়িয়ে শয়তানি করছে , সবাইকে ইউস করছে । জাকির উল্টো গেম খেলেছেন । জাকিরের বক্তৃতার ভীড় কম্পিউটারে ডক্টর করে সংখায় বাড়িয়ে সৌদি তে পাঠানো হয়েছে টাকা বের করার জন্যে । সেই টাকায় আরো বড় সভা হয়েছে । সেই সভায় রিয়েল টাইমে আরো বেশি লোক এসেছে । এখন দুনিয়ার বড় বড় লগ্নীর শেয়ার জাকিরের হাতে । আর মূলধন হলো ইসলামিক লাইফস্টাইল ম্যানেজমেন্ট দিয়ে বাঁধা সুবিশাল একটি নেটওয়ার্ক যাদের সার্ভিস টুকু দিয়ে যেতে পারলেই দিনে দিনে সংখ্যা বৃদ্ধি ঘটবে ।

    আসলে আমরা অনেক কিছুর খোঁজ না রেখেই নিজেদের বৃত্ত থেকে চেঁচাই । মাঝখানে কয়েকজন বন্ধু বিস্ময় প্রকাশ করছিলেন সৌদিতে চাঁদ ওঠে তাই নিয়ে এদেশের মুসলিম এতো উৎসাহিত কেন । সরি বস , আপনারা যখন ঘরে বসে এইসব লোকাল ভার্সেস গ্লোবাল লজিক ফাঁদছিলেন , তার অনেক আগে এক এন্টারপ্রেনিওর জাকির নায়েক তাঁর পীস মোবাইল স্মার্টফোন দিয়ে দুনিয়াব্যাপী ইসলামিক নেটওয়ার্ক কে জুড়ে ফেলেছেন।

    এখন মারুন কাটুন ব্যান করুন জাকির কে ধ্বংস করার ক্ষমতা কারো নেই । কারণ এটা একটা লোক নয় একটা নেটওয়ার্ক সিস্টেম হুইচ ওয়ার্কস । ফেস ইট ।

    হ্যারে কয় ধর্মব্যবসা ! এবার থেকে কন্ফ্রন্ট করতে না পারলেই ধর্মের সঙ্গে "ব্যবসা " শব্দটা জুড়ে দেবার আগে একটু ভাববেন :)
  • dc | 132.174.116.135 | ১৪ জুলাই ২০১৬ ০৯:৪১717608
  • কিন্তু ধর্মব্যাবসায়ে তো ইনি নতুন নায়ক নন, আরো অনেক রাঘব বোয়াল আছে তো! ধর্ম-কাম-অন্ত্রেপ্রেনেউরশিপ বলতে গেলে আমাদের বাবা রামদেব কন যান নাকি? কপালভাতি দিয়ে শুরু করেছিলেন, এখন পুরো ভারতের টাকের ওপর উঠে পড়েছেন। তারপর রবিশংকর বাবাকে দেখুন, রিসেন্টলি যমুনায় লীলাখেলা দেখিয়ে তাক লাগিয়ে দিলেন। বেচারা আশারাম ফেঁসে গেলেন, নাহলে উনিও তরতর করে এগোচ্ছিলেন। আর পাঞ্জাবের গুর্মিত রাম রহিম, গুরু অফ ব্লিং এর কথা নিশ্চয়ই আলাদা করে মনে করিয়ে দিতে হবে না! ওনার সিনেমা "মেসেনজার অফ গড" দেখবার সময়ে কিন্তু সানগ্লাস পরে নেবেন (রেব্যান ইজ রেকমেন্ডেড)। আবার এভ্যানজেলিকাল খৃশ্চানরাও কিছু কম যান না। মিরাকল টুর করেন, লাখ লাখ লোক জমায়েত করেন, টিভি চ্যানেল খোলেন, নিজেদের নামে মার্চেনডাইজ খোলেন। ধর্ম ব্যাবসা তো সব ধর্মেই রমরম করে চলছে!
  • dc | 132.174.116.135 | ১৪ জুলাই ২০১৬ ০৯:৪২717616
  • *কম যান নাকি

    (রোবু এসে বলার আগেই বলে দি, একেবারে অনিচ্ছাকৃত ভুল)
  • Ekak | 53.224.129.41 | ১৪ জুলাই ২০১৬ ০৯:৫২717617
  • রামদেব থেকে রবিশঙ্কর এই পুরোটা নিয়েই অবহিত আছি । কিন্তু জাকির কে এগিয়ে রাখার মূল কারণ ইনি খুব ছোট জায়গা থেকে শুরু করে বিদেশি ইনভেস্টমেন্ট আনতে পেরেছেন নিজের ক্ষমতায় । জাকির কোনো দার্শনিক নন । একটা কথাও ওনার মাথা থেকে বের হওয়া কোনো নতুন থিওরি নয় । রবিশঙ্কর কে কর্পোরেট ক্রাউড ধরার জন্যে ব্যাধ গীতা থেকে নাসাদীও সূত্র গুলি খেতে হয়েছে । ধ্যান ফ্যান হাজারটা জিনিস এনে একটা মডেল বানাতে হয়েছে । সমাজের এলিট শ্রেণীতে ওনার ব্যবসা । রামদেব কে পলিটিশিয়ান রা ব্যাকআপ দেয় ।প্রথমে ছিল ওমর সিংয়ের ব্যাকাপ তারপর দেশের ক্ষমতায় বিজেপি আসছে তাদের হাত যে উত্থান ।

    সেকাহেন জাকির এর উত্থান দেখুন । সরাসরি কোনো নেতা কোনো কেন্দ্রীয় ক্ষমতার সাহায্য প্রথমদিকে ওনার ছিলোনা । পাক্কা এন্টারপ্রিয়ৰ এর মতো টিম বাড়িয়েছেন। লাইফস্টাইল ম্যানেজমেন্ট কে স্মার্টফোন দিয়ে জুড়েছেন ।

    এর ক্ষমতা অসীম । আজ যদি হিন্দুধর্মে চেঞ্জ আনতে হয় যে উপবাসের সময় ডায়াবেটিস রোগীরা গ্লুকোজ খেতে পারবেন তাহলে কোনো রামদেব /রবিশঙ্কর ধরে টোটাল ক্রাউডে প্রভাব ফেলা যাবে না । কিন্তু পীস মোবাইল যদি বলে যে টাইপ টু ডায়াবেটিস রোগী দের জন্যে রামাদান এ হালাল লাইফস্টাইল দেওয়া হলো , তাঁরা অমুক অমুক খাবার খেতে পারবেন , তাহলে পুরো ক্রাউড এড্রেস হয়ে গেলো । রিচ টা ধরুন । জাকির একটা সিস্টেম তৈরী করছেন যা দিয়ে চালিত করা যায় । আর যা দিয়ে চালিত করা যায় , অভ্যস্ত করা যায় , তা দিয়ে পরিবর্তন ও আনা যায় । সরকার যদি নির্বোধ না হতো তাহলে জাকির কে না চটিয়ে ওকে বরং কিনে নিয়ে মাস কন্ট্রোলে ইউস করতো । এর ক্ষমতা হিন্দু ধর্মের গুরু দের চেয়ে অনেক বেশি ।
  • চালিকাশক্তি | 165.136.80.163 | ১৪ জুলাই ২০১৬ ১০:০৭717618
  • চালিকাশক্তিটা ইসলামের মধ্যেই ছিল। ক্রাউড অ্যাড্রেসিং সিস্টেম। জাকির সেই জায়গাটায় ধরে টিউনিং করেছেন।

    আরেকটা জিনিস। জাকিরের পোষাক। শুধু "সাদামাটা" বললে কম বলা হবে। সাধারণভাবে ইসলামিক প্রিচারের ড্রেস কেমন হয়? লাদেনের ড্রেস কী ছিল? সেই জোব্বা, কিংবা শিলওয়ার কামিজ, মাথায় স্কাল ক্যাপ। কিংবা জায়গাবিশেষে পাগড়ি।

    জাকিরের পরণে সেখানে ওয়েস্টার্ন ফর্মাল। এর ইমপ্যাক্ট সাংঘাতিক। অনেক উচ্চশিক্ষিত মুসলমান যাঁরা সাধারণভাবে মৌলবীদের ড্রেস থেকে একটা সাধারণ রিপালশন তৈরি করে ফেলতেন নিজেদের মধ্যে, তাঁরাও জাকিরকে এই ড্রেসের মধ্যে দিয়ে রিলেট করতে পারলেন। আর অল্পশিক্ষিত মুসলমানদের কাছে তো এই ডাক্তারি ডিগ্রি, প্লাস ওয়েস্টার্ন ড্রেস একটা হ্যালুর কাজ করবেই। কোটপ্যান্ট পরে যা-ই বলবেন, তার গ্রহণযোগ্যতা বাড়ে।
  • dc | 132.174.116.135 | ১৪ জুলাই ২০১৬ ১০:১০717619
  • নানান ধর্মের ব্যাবসায়ীদের একটা ক্ম্পারেটিভ অ্যানালিসিস হলে ভালোই হয়। নায়েক এর যেসব কীর্তিকলাপ লিখলেন সে তো নিশ্চয়ই ইমপ্রেসিভ। আর হ্যাঁ, রবিশংকর একটু কর্পোরেট গুরু ইমেজ রাখেন, এ ব্যাপারে একমত। একেকজন একেকটা সেগমেন্ট টার্গেট করেছেন আরকি। তবে রামদেব বা রামরহিম এর ইনফ্লুএন্সও কি কম? ক্যাটল বেল্টে আর পাঞ্জাবে এদেরও তো বিরাট বিরাট ডেডিকেটেড সব সাপোর্ট বেস। আবার বাইবেল বেল্টে এভানজেলিকালদের তেমনি ইনফ্লুয়েন্স। এনিওয়ে, পাওয়ার টু নায়েক! ঃ)
  • ... | 24.100.134.66 | ১৪ জুলাই ২০১৬ ১১:১৯717620
  • Ramdeb baa Ram Rahim local, sekhane Jakir Naik already global image toiri koreche. Ravi Shankar global holeo elite der modhye, aar reach o khub negligible Jakir Naik er respect e.
  • dc | 132.174.116.135 | ১৪ জুলাই ২০১৬ ১১:৩৯717621
  • তা ঠিক, নায়েক যে লেভেলে গ্লোবাল পাবলিসিটি পাচ্ছে রামদেব এখনো সেই লেভেলে পৌঁছতে পারেনি :p
  • dc | 132.174.116.135 | ১৪ জুলাই ২০১৬ ১১:৪৯717587
  • তবে রাম রহিম কেও একেবারে হেলাফেলা করবেন না কিন্তু! ওনার এই ভিডিওটা দেখুন (সানগ্লাস পরে নেবেন) - ইউ আর দ্য লাভ সার্জার। আমি অনেক দিন থেকেই ভাবছি এনার সাথে মোক্ষঘরানার লড়াই এর একটা কনসার্ট সিরিজের আয়োজন করা যায় কিভাবে। এক ধাক্কায় বিলিওনেয়ার হয়ে যাব।

  • এই গানটা | 165.136.80.163 | ১৪ জুলাই ২০১৬ ১২:২৭717588
  • আমি আর অরিজিৎ মিলে হুলিয়ে শেয়ার করেছিলাম। গুচ্ছ জিনিস এইটা। আরও অনেকেই বোধ হয় শেয়ার করেছিল।
  • dc | 132.174.116.135 | ১৪ জুলাই ২০১৬ ১২:৩৪717589
  • তবে? বল্লে হবে? :d
  • umesh | 72.254.195.217 | ১৪ জুলাই ২০১৬ ১৪:১৮717590
  • আমি দুই সপ্তাহ আগে জাকির নায়েকের নাম পর্যন্ত শুনিনি।
  • সে | 198.155.168.109 | ১৪ জুলাই ২০১৬ ১৪:২২717591
  • পীস টিভি ব্যান করে দিয়েছিল, সেটা টিভিতে দেখেছিলাম কদিন আগে। তা সেই চ্যানেল কীসের কার কিছুই জানতাম না। যা ব্রেইনওয়াশড হতে চায়, তাদের ব্রেইনওয়াশিত হওয়া থেকে আটকানো মুশকিল। চ্যানেল বন্ধ করা হয়েছে, সেটা ঠিক করা হয়েছে।
  • Ekak | 53.224.129.41 | ১৪ জুলাই ২০১৬ ১৪:৫৫717592
  • এইটাই অদ্ভুত । জাকির নায়েক অন্তত লাস্ট চার বছর ধরে ইউটিউব থেকে পিস টিভি থেকে সাক্ষাৎকার সর্বত্র আছেন । 2015 সালে জাকির কে কিং ফয়সল ইন্টারন্যাশনাল প্রাইজ দেওয়া হয় । সার্ভিস টু ইসলাম এর জন্যে । এটা ইসলামী দুনিয়ার ওয়ান অফ দি টপমোস্ট রিকগনিশন । মৌদুদী , দীদাত এর মতো রিলিজিয়াস স্কলার রা আগে এই প্রাইজ পেয়েছেন । এদিকে বাংলাদেশে -মালেশিয়া তে -ব্রিটেনে -চায়না তে পীস স্মার্টফোন বাজার তৈরী করেছে । অথচ যাঁরা ইসলাম কেমন কী ভালো মন্দ বক্তব্য সর্বদা রেখেই চলেছি তাঁরা জাকির নায়েক কে নিয়ে ওয়াকিব হাল নই । আজকে যখন দেখা যাচ্ছে লোকটা সৌদির সঙ্গে ভালো ডীল বানিয়ে নিয়েছে এবং স্টেডি নেটওয়ার্ক তখন ধর শালাকে মার শালাকে :)

    আর পীস টিভি ব্যান ঠিকই আছে কারণ তসলিমা -রাশদী ব্যান যে যুক্তিতে ঠিক আছে ।ভারত রাষ্ট্রের প্যান্ট অল্পেই হলুদ হয়ে যায় কাজেই লে ব্যান করে দে । এর বেশি বা কম কিছুনা ।
  • সে | 198.155.168.109 | ১৪ জুলাই ২০১৬ ১৫:৪০717593
  • কদিন আগে বাংলাদেশে ব্যান করেছে সেটা জানো না বুঝি? ভারতের কথা বলিনিতো!
  • Ekak | 53.224.129.41 | ১৪ জুলাই ২০১৬ ১৬:০৮717594
  • পড়েছি , বাংলাদেশ বয়ানের খবর । ভারতেও চাপ আসছে ব্যান করার । করলে আশ্চর্য হবোনা সেটাই বললুম । এই রাষ্ট্রগুলো খুব দুর্বল এরা ক্ষমতাকে কাজে লাগাতে পারেনা তাই শেষে ব্যান করো জেলে পরো এই পর্যায়ে চলে যায় সবকিছু ।
  • ranjan roy | 132.180.218.255 | ১৪ জুলাই ২০১৬ ১৮:৩৫717595
  • আবার এককের সঙ্গে একমত হলাম।
    কনফ্রন্ট করার সাহস না থাকলে নার্ভাস হয়ে ব্যান করে দাও!

    এদিকে সাধ্বী প্রাচী বলছেন, প্রেস কে ডেকে-- জাকির নায়েকের মুন্ডু কেটে আনলে তাকে উনি পঞ্চাশ লক্ষ টাকা দেবেন। ওঁর যুক্তি ইতিমধ্যে এক শিয়া ধর্মগুরু জাকিরের মাথার দাম দশ লক্ষ টাকা হেঁকেছেন কেননা ওঁর মতে জাকির প্রফেটকে অপমান করেছেন! লে হালুয়া!
    তা সাধ্বী প্রাচীকেও হত্যার প্ররোচনা দেওয়ার জন্যে কাঠগড়ায় তোলা উচিত নয় কি? উনি কিছুদিন আগেই বলেছেন-- ভারত কংগ্রেস শূন্য হয়েছে, এবার মুসলমান শূন্য করতে হবে!
  • Ekak | 53.224.129.41 | ১৪ জুলাই ২০১৬ ১৯:০২717596
  • শিয়া ধর্মগুরু তো হাঁকবেই । জাকির যেটা করতে চাইছেন সেটা হলো শারিয়াকে কঠিন দাঁত ভাঙা আইন নয় , একটা অল্টারনেটিভ লাইফস্টাইল হিসেবে প্রতিষ্ঠা । একচুয়ালি এটা ইসলামে ছিলই জাকির সেটা মার্কেট করেছেন গ্রহণযোগ্য করে । এটা করতে গিয়ে হিন্দু ধর্ম পালন করলে কোনো ক্ষতি নেই , আপনারা কেন সংস্কৃত শিখছেন না এরকম অনেক বক্তৃতা দিয়েছেন । এগুলো ঐ শিয়া ধর্মগুরুদের চক্ষুশূল । সেগুলো শুনলে বুঝবেন । খুব সুইট ওয়েতে বাকিদের স্বীকার করে আবার পাশ কাটিয়ে ইসলাম কে বেস্ট অল্টানেটিভ লাইফস্টাইল হিসেবে তুলে ধরা । সৌদি থেকে ফান্ডিং তো জাকির একা পাচ্ছেন না । কিন্তু এরকম ক্ষুরধার মার্কেট প্ল্যান সবার নেই। যাদের নেই তারা এখন মাথা কাটার নিদান দিচ্ছে । এটা একদম বিজনেস রাইভালরি ।
  • Ekak | 53.224.129.41 | ১৪ জুলাই ২০১৬ ১৯:৪৪717598
  • এইযে ভাবা হয় যে , কেন অমুক ও তো ইসলামের প্রসার চাইছে , জাকির ও তাই তাহলে আবার রাইভ্যালরি কিসের , এটা ভুল । দেয়ার আর ফান্ড ম্যানেজার্স । যাদের থেকে টাকা বের করার জন্যে যে যার ক্ষমতায় লড়ে যাচ্ছে । ইসলাম একটা খাপে খাপ মার্কেটিং টুল।
  • PM | 233.223.154.13 | ১৪ জুলাই ২০১৬ ২০:১৮717599
  • সৌদি তো কোনোদিন-ই শিয়া গ্রুপ/ধর্মগুরুদের পেছনে টাকা ঢালব্বে না--- আর ওর ঐ টাকা ওরা এক্সপেক্ট-ও করে না-- এইটা ঠিক দাঁড়ালো না--- যদিও এককের মুল প্রতিপাদ্য বেশ ইন্টারেস্টিং ।

    মুল প্রতিপাদ্যে একটু কারেকসন প্রোপোস করলাম ---

    জাকিরের কাজ "খুব সুইট ওয়েতে বাকিদের স্বীকার করে আবার পাশ কাটিয়ে "ইসলাম" কে বেস্ট অল্টানেটিভ লাইফস্টাইল হিসেবে তুলে ধরা "----- এইখানে " ইসলাম "এর পরিবর্ত্তে "ওয়াহাবী সুন্নি ইসলাম" লিখলে অনেক সমস্যাই মিটে যাবে--অনেকের বিহেভিয়ার এক্সপ্লেন করা যাবে খুব ভালো ভাবে--- সৌদি ( এর ইসলাম প্রচার করে না ওয়াহাবী ইসলাম মত প্রচার করে)ফান্ডিং থেকে শিয়াদের বিরোধীতা সব এক্কেবারে খাপে খাপে বসে যাবে ঃ) ।

    জাকির নায়েক শিয়া মত কেনো ভ্রান্ত তার ওপোর অনেক প্রোগ্রাম করেছেন। ফান্ড ম্যানেজার হতে গেলে আপনাকে সৌদি বা ইরান কারুর একটা ধামা ধরতে হবে আর তার মানেই অপরজনের বিরোধীতা করতে হবে
  • b | 113.220.208.170 | ১৪ জুলাই ২০১৬ ২০:২৯717600
  • "আজ সৌদি তে চাঁদ উঠলে তবেই শরশুনার মুসলিম ধর্মাবলম্বী উপবাস ভাঙেন"

    এটা কি ঠিক? প্রত্যেকটা দেশের নিজস্ব ভাবে নয়? দিল্লির জামা মসজিদের বুখারী এই ফতোয়া দেন না ভারতের ক্ষেত্রে?
  • Ekak | 53.224.129.59 | ১৪ জুলাই ২০১৬ ২০:৪২717601
  • একদিক দিয়ে আপনি ঠিক বলছেন যে সৌদি শিয়াদের পেছনে টাকা ঢালবে না । আরেকদিক দিয়ে এই টাকার সোর্স ব্যাপারটা যদিও বারংবার "সৌদি " নাম দিয়ে লিখছি কিন্তু একটাই সেন্ট্রাল ফান্ড থেকে ডিসবার্স হচ্ছে এমন ধরে নিতে আমার অসুবিধে হচ্ছে । টেরোরিজম বিজনেসের ইতিহাস বা চলন তা বলে না । এমনকি ইসলামের পেছনে তাকালেও দেখতে পাই বারংবার এদের সো ক্লড একটা ছাতার তলাতেই পরস্পরকে ছুরি মারার মতো লোকজন আছে ।,

    এইযে সালাফিরা সৌদিতে বসেই বার্স্ট করছে , যদিও প্রচুর খাওয়াবার চেষ্টা হচ্ছে এটা কাউন্টার টেরোরিজম , কিন্তু আরেকটা সম্ভাবনা একশো ভাগ থাকে যে ওদের মধ্যেই একটা লড়াই চলছে ছোট ছোট গোষ্ঠী উঠে আসার ।ওতে সৌদির বিজনেস ম্যান দের টাকা -সাপোর্ট ও আছে । মূলত তো ব্যবসায়ী দের টাকা । কে কাকে কোন জাতভাই এর পেছনে লাগাচ্ছে সেটা যতক্ষণ না ফ্যাক্সন প্রকট হয় বোঝা মুশকিল ।

    কাজেই ওয়াহাবি সুন্নি ইসলাম দিয়ে অনেক বিহেভিয়ার ব্যাখ্যা করা যাবে বেটার ওয়েতে এ নিয়ে দ্বিমত নেই , কিন্তু একটা গোটা ইসলামিক বিজনেসম্যান ক্লাউড টাকা ফান্ড করে নিজের নিজের বিজনেস ড্রিম প্রোপাগেট করার চেষ্টা করছে যাদের ফিসিক্যাল অবস্থান সৌদি তে বা সৌদি হয়ে রাউট হয় , এরকম টা হতে পারে । নট নেসেসারিলি একটা সিঙ্গল যদি ঠিক করে "সৌদির টাকা " কোথায় যাবে ।

    আর তাদের এই টাকা নিয়ে / তাদের থেকে চতুরভাবে স্বপ্ন দেখিয়ে টাকা বের আবার নিজের নিজের বিজনেস ড্রীম ফুলফিল করার চেষ্টা করছে পরের লেভেলের লোকেরা ।
  • Ekak | 53.224.129.59 | ১৪ জুলাই ২০১৬ ২০:৪৫717602
  • হ্যা আগে দুটো ঘোষণা হতো । একটা দিল্লি তে আরেকটা কলকাতায় (অন্যত্র ও হয়তো হতো , কিন্তু এইদুটো নিয়ে বিতন্ডা শুনতুম তাই মনে আছে )। এছাড়া লোকাল চাঁদ দেখা কমিটি ও থাকতো । এখন প্রচন্ডভাবে এই সৌদি তে কখন দেখা গ্যাছে এই নিয়ে একটা হুজুগ শুরু হয়েছে । পীস মোবাইল এর প্রসার হওয়ায় এটা একটা সুবিধে । সবার কাছে না হলেও গ্রামে মৌলবী সাহেবের কাছে একটা পীস মোবাইল থাকলে অলস আপডেটেড এন্ড কানেক্টেড ।
  • b | 113.220.208.170 | ১৫ জুলাই ২০১৬ ১১:০৪717603
  • তবে ঐ সবাইকে প্রশংসা করে আল্টিমেটলি নিজের কোলে ঝোল টানা ব্যাপারটা কমন। ওটা না হলে বক্তার নিজস্ব ক্রেডিবিলিটি থাকে না।
  • দেব | 127.197.239.16 | ১৫ জুলাই ২০১৬ ১১:৩৭717604
  • জাকির নায়েক হচ্ছেন সেই যে ১৯ শতকের শেষের দিকে শুরু হয়েছিল, বিভিন্ন ধর্মের পুরুতদের মধ্যে তর্কসভা হত না তার কন্টিনিউয়েসন। কোন ধর্ম খাঁটি সেই নিয়ে সার্কলজার্ক। এর বাইরে ওনার টার্গেট হচ্ছে মুসলমানদের ছহি ইসলামিয়ত শেখানো। সাথে একটু ব্যব্সাও জুড়েছেন। উপমহাদেশের আর পাঁচটা গুরুরই মতন। তবে হিন্দুরাষ্ট্রে বসে এই সব করলে কি আর ধর্মে সইবে?

    তবে বেশী মুশকিল হচ্ছে ঐ ছহি ইসলাম শেখানো নিয়ে। লোকজন বলছে কেউ যদি বেশী ছহি হতে গিয়ে বোমাটোমা ফাটায় তো কি হবে? বোমা লোকে এমনিতেই ফাটাচ্ছে। জাকির নায়েক খুব বেশী কিছু পার্থক্য করবেন না। আমরাই তো গত হপ্তায় ৩০ টা বিধর্মীকে রেশমী কাবাব বানিয়ে দিলাম। তবে ওগুলো সেকুলার গুলি ছিল কিনা তাই একাসনে বসানো যায় না।

    নৌমান আলী খানের ভিডিও দেখুন। আমেরিকার জাকির নায়েক। হুবহু একই রকম প্রোফাইল। এইসব পাবলিক আগেও ছিল। এখন লোকে হটাৎ বোমার শব্দে চমকে উঠে লক্ষ্য করছে। হিন্দুদের সাইডে তো রাস্তায় পা ফেলতেই ভয় হয়। কখন কোন গুরুকে মাড়িয়ে ফেলি। আপনারা লোকাল ক্যাবলা চ্যানেল দেখেন না? এত জ্যোতিষী সমাজসেবা করছেন। আমার তো হেব্বি লাগে দেখতে।
  • kc | 198.71.234.90 | ১৫ জুলাই ২০১৬ ১২:০২717605
  • আপাতত জাকির নায়েক লাইভ নিউজ কনফারেন্স করছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভালোই বলছেন। এবিপি নিউজ।
  • আপডেট | 165.136.80.36 | ১৫ জুলাই ২০১৬ ১৮:০৯717606
  • নায়ক বীরবিক্রমে স্কাইপ চ্যাট করার পর জানিয়ে দিয়েছেন, তিনি এ বছরে আর ভারতে ফিরছেন না, মদিনাতেই থাকবেন।

    বিজয়মাল্যের দেখানো পথ :)
  • জাকির নায়েক - ভার্সান 0 | 83.15.8.184 | ১৬ জুলাই ২০১৬ ১৩:০৩717607
  • ১৯৯৭। জাপানে কোনো এক ব্যাচেলর হোস্টেলে পাশাপাশি ঘরে এরকম এক জাকির নায়েক - ভার্সান 0 র সাথে টানা এক বছর থাকতে হয়েছিলো। সে ছিলো বিহারী মুসলিম - বাবা পশ্চিমবংগের ক্যাডারে আই এ এস। যাদবপুরে কম্পুটার সায়েন্সের ছেলে - কোনো এক কোটায় ঢুকে গেছিলো। কিন্তু তুখোর বুদ্ধি ছিলো - এখন আছে আশা করি। আপাততঃ সে এখন আমেরিকা নিবাসী। তা হোকগে।

    সেই গোটা বছরটা জাকির নায়েক - ভার্সান 0 আমাদের সবাইকে ইমেলে জানান দিতো তার সুপিরিওরিটি কম্প্লেক্সের কথা। প্রত্যেক ইমেলে বলার চেষ্টা করত যে সে আমাদের থেকে অনেক উন্নততর মানব - কারন সে ইসলাম ধর্মে বিশ্বাসী। তবে গনতন্ত্রে বিশ্বাস করত - শুধু আমাদের না - কোম্পানির ভিপিকে পর্যন্ত সিসি করত। ইন্টারনেটে তখনই রোজ হাজারে হাজারে সাইট জন্ম নিচ্ছে। তার মধ্যে সে ইস্লামিক চ্যাট সাইটে ঢুকে বেছে বেছে মেয়েদের সঙ্গে চ্যাট করত - অফিস থেকেই।

    তার বোন ছিল ডিভোর্সি। পরে এক হিন্দুকে বিয়ে করে। সে নিয়ে তার্ কি গর্ব! কেনো? কারণ সেই হিন্দু জামাই ছিলো 'টপ ক্লাস ব্রামহিন' যে ধর্মান্তরিত হয়ে ওর বোনকে নিকাহ করেছিলো।

    ধর্মে কর্মে আমার বিশেষ মতি কোনোকালেই ছিলো না। রোজ রোজ ঐ মেল দেখে আস্তে আস্তে মাথা গরম হতে শুরু হলো। একদিন বলেই ফেললাম যে মেল গুলো সাবানের বিজ্ঞাপনের মত মনে হচ্ছে। সে জিগালো - কেনো? আমি বলেই দিলাম - দেখিসনি, সাবানের বিজ্ঞাপনে সারাক্ষন বলে আমাদের সাবান ভালো - বেশি পরিস্কার হয়! অন্য সাবানে ঠিক অতটা পরিস্কার হয় না।

    কিন্তু এত সহজে ভবী ভোলবার নয়। আর দ্বিগুণ উৎসাহে মেল করা শুরু করলো। আমি হাল ছেড়ে দিলাম।
    এক বছর বাদে যখন ফিরে আসছি দেশে - তখন আমরা সবাই একসাথে মেমেন্টো কিনতে বেরোলাম। আমরা কিনলাম জাপানী কারুকলার ম্যাট। সে কিনলো জাপানী কুকরী - বললো, রায়টে কাজে দেবে!

    জেনেরালাইজ করা উচিত হবে না, কিন্তু আজ এই সব জাকির নায়েকের কারবার দেখে এতটুকু অবাক হই না।
  • জাকির নায়েক - ভার্সান 0 | 83.15.8.184 | ১৬ জুলাই ২০১৬ ১৩:২০717609
  • জেনেরালাইজ করব না। সেটা আরো জোরে বলা উচিত। আমার বর্তমান সহকর্মি টার্কির লোক। তার মতে কোরানটাই পুরো বকওয়াস।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন