এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কাশ্মীর নিয়ে বামেদের কুম্ভীরাশ্রু

    bip
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১৬ | ৭৯৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 183.67.3.44 | ১৯ আগস্ট ২০১৬ ১৭:০৩720152
  • কাশ্মীর নিয়ে প্রচুর ঘোল খাওয়ানো লেখা দেখি চারিদিকে। কিছু চাড্ডিদের-কিছু উবের লিব্যারালদের। কিছু উবের লিব্যারালদের ইস্যুভিত্তিক দোস্ত ইসলামিস্ট ছাগুদের। মজা লাগে।

    প্রথমত- কাশ্মীরের স্বাধীনতা কেন, ভারত সহ কোন রাষ্ট্রের অস্তিত্বই যুক্তি আর ইতিহাস দিয়ে ব্যখ্যা করা যায় না। রাষ্ট্রের জন্ম মানেই মার্কেটটা ছোট করে দেওয়া হল। সুতরাং অর্থনৈতিক যুক্তিতে রাষ্ট্রের অস্তিত্বই থাকা উচিত না-যেহেতু তা মার্কেট ছোট করে। স্বয়ত্ব শাসিত পুলিশ থাকতেই পারে-তাও মার্কেটের প্রয়োজনেই।

    সুতরাং একটা ভূখন্ডের মানুষ যতক্ষন না অর্থনৈতিক কলোনিয়ালিজমের শিকার না হচ্ছে-তাদের স্বাধীনতা আন্দোলনের পেছনে যুক্তি খোঁজা অর্থহীন। কাশ্মীরে ভারতের ট্যাক্স ইনকামের ১০% খরচ হয়-যা হওয়া উচিত ৩% ও না। সুতরাং কাশ্মীর অর্থনৈতিক দিকে দিয়ে অবহেলিত, এটা বলার উপায় নেই। ঠিক এই কারনে আমি তিব্বতের স্বাধীনতার আন্দোলন ও সর্মথন করি না। কারন চীনের অধিকারের পরে, তিব্বতে অনেক আধুনিক উন্নয়ন এবং প্রগতি এসেছে। আগে তিব্বতে শিক্ষার হার ছিল নগন্য। চীনা অধিগ্রহনের ফলে গোটা তিব্বত এখন শিক্ষিত।

    মূল সমস্যা -কাশ্মীরে ভারতের সৈন্যদের অত্যাচার। কিন্ত তার মূল কারন সেপারেটিস্ট জঙ্গীরা। কাশ্মীর যদি তামিলনাডু বা বাংলার মতন ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকে, সেখানে সেনা থাকার কোন কারন নেই। সুতরাং ডিম আগে না মুর্গী আগে সেই তর্ক অর্থহীন।

    এবার একটা এবস্ট্রাক্ট প্রশ্নে আসা যাক। একটি জনগোষ্টির স্বয়ত্ব শাসনের অধিকার। সেটাত ভারতে ফেডারাল স্ট্রাকচারে সম্ভব। কাশ্মীরের ক্ষেত্রে কি ব্যতিক্রম ঘটল? ব্যাতিক্রম এই যে তা মুসলিম প্রধান রাজ্য। সুতরাং কারনটা সাম্প্রদায়িকতাঘটিত।

    ব্রেক্সিটে ইউকের এক্সিটের পরে অবস্থা কি? ইনফোসিস টের পাচ্ছে ব্যঙ্ক অব স্কটল্যান্ডের কনট্যাক্ট এবং ৩০০০ লোকের বিলিং হারিয়ে। সেক্টর ফাইভে যেসব কোম্পানী ইউকের ছিল, তাদের অনেকেই ছাঁটাই করেছে। তাদের রেজুমে ভাসছে, দেখতে পাচ্ছি।

    মুখে এসব স্বাধীন সত্তা ইত্যাদি ভাল জিনিস-এবং তার ভিত্তি আছে যতক্ষন পর্যন্ত তা অর্থনৈতিক বিকাশের সহায়ক। একজন কাশ্মীরি ভারতে ভালোই ব্যবসা করতে পারেন এবং ভারতের মার্কেটের পূর্ন সহযোগিতা পান। সুতরাং কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করা ব্রেক্সিটের থেকেও ভয়ংকর হবে কাশ্মীরের অর্থনীতির জন্য।

    আর প্রাক্টিক্যাল কারন? বাংলাদেশ এবং পাকিস্তানে যেহারে জঙ্গী তৈরী করেছে, ভারতের জন্য তা নিরাপদ না। পাকিস্তানের জন্য যেকোন জঙ্গীরা আজ সুটকেস নিউক ফাটাতে সক্ষম দিল্লী মুম্বাই বা কোলকাতায়। যেকোন মুসলিম রাষ্ট্র প্রতিবেশী থাকা সিকিউরিটি রিস্ক। কারন ইসলাম সেইসব দেশের রাজনীতিতে ঢুকবেই এবং কাফের মারার জন্য জঙ্গীদল তৈরী করবেই। তারপর নিজেদের মধ্যে মারামারি করবে সেটা অন্যব্যাপার।
    সুতরাং কাশ্মীরকে স্বাধীনতা দিলে তা হবে ভারত বিরোধি জঙ্গীদের আরেক আখরা। বাংলাদেশকে ভারত কিছুটা আয়ত্ত্বে আনতে পেরেছে আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য-কারন তিনি দিল্লীতে এসাইলাম পাওয়ার কারনে ভারতের কাছে , বিশেষত ইন্দিরা গান্ধীর কাছে চির কৃতজ্ঞ। খালেদা জিয়ার আমলে বাংলাদেশ ভারতের জন্য কি মারাত্মক সিকিউরিটি রিস্ক ছিল, -ইতিহাস সাক্ষী।

    কাশ্মীরের হবে পাকিস্তান টু। ওটা ভারত বিরোধি জঙ্গীদের আরো মারাত্মক ঘাঁটি হবে।

    সুতরাং কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন সমর্থন করার জন্য প্রাক্টিক্যাল, টাক্টিক্যাল বা থিওরেটিক্যাল-কোন যুক্তিই পাচ্ছি না। বামপন্থীরা অনেক যুক্তি পেয়ে থাকেন-কারন তারা অশিক্ষিত। ইতিহাসে অজ্ঞ। তারা স্টালিন লেনিনকেও সমর্থন করেন-যারা কিন্ত মধ্য এশিয়ার ১৯ টি রাষ্ট্রকে গ্রাস করে সোভিয়েত ইউনিয়ান বানিয়েছিলেন এবং সেইসব রাজ্যগুলির স্বাধীনতা আন্দোলন নির্মম ভাবে দমন করেছিলেন।

    26 August 1918 – 14 September 1918 : লেনিন আজারবাইজান দখল করেন বাকুর তৈলক্ষেত্র দখলের জন্য। রেড আর্মি আজারবাইজানের ১২,০০০ মুসলমান আদিবাসি খুন করে।

    15 February – 17 March 1921: লেনিন জর্জিয়া দখল করলেন, ৮০০০ জর্জিয়ান সেনা এবং সিভিলিয়ান মারা যায়

    30 November 1939 – 13 March 1940--স্টালিন ফিনল্যান্ড দখল করেন-৮০,০০০ ফিনিশকে হত্যা করা হয়।

    উজবেকিস্তানকে এনেক্স করা হয় ২৪ ই অক্টবর ১৯২৪। উজবেকিস্তানের স্বাধীনতা আন্দোলন চলতেই থাকে। ১৯৩৯ সালে স্টালিন , উজবেকিস্তানের কমিনিউস্ট প্রধানমন্ত্রী ফইজুল্লা খোয়াজেভকে ফায়ারিং স্কোয়াডের সামনে হত্যা করেন। কারন উনি সেন্ট্রাল কমিটিতে উজবেকিস্তানের জন্য সামান্য স্বয়ত্বশাসন চেয়েছিলেন!

    তবে সোভিয়েত ইতিহাসের সব থেকে কুখ্যাত আদিবাসি নিধন মধ্য এশিয়াতে বাসমাসি বিদ্রোহ দমন। ফারগানা উপত্যকা এবং টুর্কেমিনিস্থানের মুসলমান আদিবাসীরা বহুদিন থেকেই জারের আধিপত্য মানতে চায়নি। ১৯১৭ সালে যখন বলশেভিক বিপ্লব হয়, এইসব আদিবাসিদের মনে আশার সঞ্চার হয়, যে তারা এবার রাশিয়ান আধিপত্য থেকে মুক্তি পাবে। ফলে ওক্টবর বিপ্লবের সময়, এরা রেড আর্মিকে সমর্থন করেছিল লেনিনের স্বয়ত্বশাসনের ঢপে বিশ্বাস করে। রেড আর্মি ক্ষমতা পেতেই এই আদিবাসিরা বুঝে যায়, বেসিক্যালি বলশেভিকরা জারের থেকেও বড় দানব। তাদের স্বাধীনতা দেওয়ার কোন ইচ্ছা লেনিনের নেই। ফলে ইসমাইল বে এর নেতৃত্বে বিদ্রোহ করে আদিবাসিরা। ১৯১৮ সালে কোকান্ড শহরে রেড আর্মি ২৫,০০০ কৃষক, আদিবাসি হত্যার মাধ্যমে তাদের ঋন পরিশোধ করেন। হত্যালীলা এখানেই শেষ হয় না। ১৯২৩ শাল পর্যন্ত রেড আর্মি মধ্য এশিয়ার এই উপজাতি অঞ্চলে রক্তবন্যা বইয়ে দখলে আনবে। এসব হত্যালীলার সব কিছুই হয়েছে লেনিনের নির্দেশে। শুধু তাই না। গর্ভাচেভের দিন পর্যন্তও এদের বিশ্বাস করত না রাশিয়ানরা। এদের স্থানীয় কমিনিউস্ট পার্টির মাথায় সব সময় একজন রাশিয়ানকে বসানো হত। কোথায় লাগে কাশ্মীর!
  • রোবু | 213.132.214.86 | ১৯ আগস্ট ২০১৬ ১৭:১১720254
  • বাহ। লেনিন-স্তালিনরা মার্কেটটা বুঝতো তাহলে। অনেকটা এক্সপ্যানশন করেছিল। ওই জন্যই বিপ এদের এতো পছন্দ করে।
    আজ কী বার যেন?
  • বিপ | 183.67.3.44 | ১৯ আগস্ট ২০১৬ ১৭:১৯720265
  • আলবৎ বুঝতেন। বাকুর তেলের জন্য আজারবাইজান দখল করেন লেনিন।
  • | 213.132.214.84 | ১৯ আগস্ট ২০১৬ ১৭:২৭720276
  • কাশ্মীর সমস্যা এত সহজ নয়।

    টিম র লেখা টা অনেক খেটে খুটে লেখা,অনেক এক্সহস্টটিভ..
  • রোবু | 213.132.214.86 | ১৯ আগস্ট ২০১৬ ১৭:৩৩720287
  • তার মানে বামপন্থীরা যারা লেনিন স্তালিনকে পছন্দ করে, তারাও বুদ্ধিমান এবং প্র্যাকটিক্যাল। কারণ তারাও মার্কেট বোঝে।
    এদিকে বিপ-ও মার্কেট বোঝে। কিন্তু বিপ বামপন্থীদের অপছন্দ করে। এই জায়গাটায় একটু শিশি-বোতলের মতো লাগছে। বাকি একদম পরিষ্কার।
  • সিকি | 165.136.80.81 | ১৯ আগস্ট ২০১৬ ১৭:৩৬720298
  • বিপের সঙ্গে কোনওদিন দেখা হলে ...

    ... না না, যা ভাবছেন তা নয়। বিপকে ধরে দু গালে আলতো করে দুটো চুমু খাবো। আর ট্রাম্পের মতন একটা বড় দেখে নেংটু পুতুল কিনে দেবো - পুতুলটার নাম দেবো বাম-লিবারাল। কিংবা উবের লিব্যারাল।

    উফ মাইরি, যত দিন যাচ্ছে, বিপ এত্তো কিউট হয়ে যাচ্ছে, কী বলব ...
  • cb | 208.147.160.75 | ১৯ আগস্ট ২০১৬ ১৯:৫১720309
  • বিপের লেখাটা চাড্ডিরা দলে দলে উৎসাহ নিয়ে শেয়ার করে চলেছে, এই মাত্র হোয়াটসঅ্যাপে পেলাম :)
  • bip | 183.67.3.44 | ১৯ আগস্ট ২০১৬ ১৯:৫৩720320
  • ইডাই হল মুক্তমনা হইবার সমস্যা । নির্মোহ বিবেকানন্দ লিখলে, মুসলিম আর বামেরা শেয়ার করে। কমিদের বিরুদ্ধে লিখলে চাড্ডিরা। আমরা হইলাম গিয়া, রিফিউজি অলিম্পিয়ান-কোন দ্যাশ নাই গো আমাদের!!
  • Robu | 11.39.57.46 | ১৯ আগস্ট ২০১৬ ২১:১৯720331
  • যার কেউ নাই তার মার্কেট আছে।
    লেনিন স্তালিনের মার্কেট।
  • Bratin | 11.39.37.226 | ১৯ আগস্ট ২০১৬ ২৩:১২720153
  • আর এককের? ঃ))
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২০ আগস্ট ২০১৬ ০০:০২720164
  • বিপের লাস্ট লাইন "এদের স্থানীয় কমিনিউস্ট পার্টির মাথায় সব সময় একজন রাশিয়ানকে বসানো হত।"
    এটা ঢপ। স্মার্টলি ঢপ। বাকি লেখাটা পড়িনি।
  • b | 24.139.196.6 | ২০ আগস্ট ২০১৬ ০৬:৪৯720175
  • বেশি মুক্তমনা হবেন না, ব্রেন বাইরে পড়ে যাবে।
  • bip | 80.188.175.88 | ২০ আগস্ট ২০১৬ ১৬:২৯720186
  • বিপের লাস্ট লাইন "এদের স্থানীয় কমিনিউস্ট পার্টির মাথায় সব সময় একজন রাশিয়ানকে বসানো হত।"
    এটা ঢপ। স্মার্টলি ঢপ। বাকি লেখাটা পড়িনি।
    >>
    বাঙালী বামেরা পেছন পাকা অশিক্ষিত এবং অসভ্য হয় জানতাম-এতটা জানতাম না যে সোভিয়েত ইউনিয়ানের বেসিক ইতিহাসটুকু তারা কেউ শেখে নি।

    লেনিন চালু করেন কোরেনিজাসিয়া (korenizatsiia) যার মূল মন্ত্র ছিল সোভিয়েত ইউনিয়ানের অধীনস্থ সমস্ত আদিবাসি রাজ্যগুলির নিজস্ব সংস্কৃতি এবং ভাষার বিকাশ। এবং অধিক স্বয়ত্বশাসন। জাতিগোষ্টিগুলির বিকাশ। এই পর্যন্ত ঠিকই ছিল।

    কিন্ত স্টালিন দেখলেন, আদিবাসি এবং জাতিগোষ্টিগুলি এইবিকাশের সাথে সাথে তাদের মধ্যে জাতিভিত্তিক ন্যাশানালিজম বৃদ্ধি পাচ্ছে। ফলে স্তালিন লেনিনের নীতিগুলি সম্পূর্ন বদলে, এইসব অঙ্গরাজ্য গুলির মাথায় এবং এডমিনিস্ট্রেশনে রাশিয়ান বসানো শুরু করলেন, যা গর্ভাচভের সময় পর্যন্ত চালু ছিল।

    রেফারেন্স ঃ
    VESTNIK, THE JOURNAL OF RUSSIAN AND ASIAN STUDIES / EMPIRE, NATIONALITIES, AND THE COLLAPSE OF THE USSRঃ
    By Reza Zia-Ebrahimi

    [http://www.sras.org/empire__nationalities__and_the_collapse_of_the_ussr]

    রেজা লিখছেন ঃ
    "Stalin and the About-Face in Korenizatsiia Policy

    In the late 1920s and early 1930s, Stalin slowed and eventually reversed the process of korenizatsiia. Several factors may explain this. First and foremost, korenizatsiia had generated a strong sense of national consciousness among the non-Russian populations, and Stalin grew increasingly mistrustful of them. Although he had earlier supported the institution of korenizatsiia and even helped develop its conceptual framework in his 1913 pamphlet Marxism and the National Question[18], he now believed that national consciousness posed a challenge to the metropole. Additionally, the state had by then the means of repression which it lacked in 1919 and priorities had shifted from consolidation and accommodation to development. Increasing economic centralization required Russian to be imposed as the predominant language of economics, development and education, and this logically favored an active incorporation of large numbers of educated Russians into the national enterprise.[19]

    The leadership also found itself confronted with a still strong chauvinism in the Russian masses. A more appeasing approach had to be adopted to avoid alienating Russians and help them identify with the goals set by the Kremlin; their loyalty was needed to carry out the government’s ambitious political and economic development plans. In an endeavor of such a scale, the central government had to make the best use of its resources, and needless to say, Russians stood at the core of the empire in terms of population numbers and education levels. Educated Russians were sent to help expand the economies of less-developed republics, creating one of the lasting consequences of this period: the large-scale migration of Russians, which in turn modified the ethnic composition of nearly all the republics.[20]

    Russianness was “rehabilitated,” and Russian patriotism was encouraged and often imposed from above. Many local political leaders in the Republics were physically eliminated in large-scale purges, while national treasures were devastated and cultural institutions shut down. Additionally, several autonomous republics and regions were abolished and entire populations deported from their homelands to politically quell what was seen as a dangerous and rising local nationalism.[21]
  • bip | 80.188.175.88 | ২০ আগস্ট ২০১৬ ১৬:৩৭720197
  • সোভিয়েতের ইতিহাস বাম বাঙালি একদম জানে না, সেটা খুব ভাল করেই জানি। কারন সেটা জানলে কেউ আর কমি থাকতে পারে না, বিকল্প বামপন্থী হয়ে রইতেই পারে। যেমন দেবব্রত বাবু আছেন। কারন উনিও সোভয়েতের ইতিহাস ভাল করে জানেন। তবে উনি বাম বাঙালীর মধ্যে ব্যতিক্রম। বাকীসব পাতি অশিক্ষিত ঢপের চপ।

    সোভিয়েতের ইতিহাস নিয়ে বাংলায় কোন ভাল বই নেই-কারন সোভিয়েত ইউনিয়ানের আসল ইতিহাস বেড়িয়েছে ১৯৯১ সালে কমিনিউজমের পতনের পরে। যা কিছু লভ্য সব এইসব জার্নালে। সেইসব নিয়ে আর কেউ বাংলায় কাজ করে নি-কারন সিপিএম আমলে করলে, তার গর্দান যেত। আর এখন করার প্রয়োজন ও নেই-কারন ওই আপদ দিদি সম্পূর্ন ভাবে বিদায় করেছে। আগামী লোকসভা এবং বিধানসভায় সিপিএম একটা আসন ও পাবে না-এমনিতেই-ফলে সোভিয়েতের ইতিহাস ঘাঁটার মার্কেট নেই।
  • Ranjan Roy | ২০ আগস্ট ২০১৬ ১৭:৩০720208
  • বিপ বলছেনঃ
    "ঠিক এই কারনে আমি তিব্বতের স্বাধীনতার আন্দোলন ও সর্মথন করি না। কারন চীনের অধিকারের পরে, তিব্বতে অনেক আধুনিক উন্নয়ন এবং প্রগতি এসেছে। আগে তিব্বতে শিক্ষার হার ছিল নগন্য। চীনা অধিগ্রহনের ফলে গোটা তিব্বত এখন শিক্ষিত।"
    --এই যুক্তিতে ভারত থেকে বৃটিশদের চলে যাওয়াও উচিত ছিল না। ওরা ভারতে জ্ঞানের আলো জ্বালিয়ে মধ্যযুগীয় বর্বরতা দূর করেছে। রেল লাইন , ডাকতার, মেডিসিন আরও কত কি এনেছে?
    বিপের যুক্তিতে মার্কেট ভগবান। মানুষ রোবো।
    কিন্তু মধ্যএশিয়ায় লেনিনের অধিগ্রহণ দমন অভিযানে একজন বাঙালীর বেশ অবদান ছিল না? এম এন রায়?
    বিপ কী কন?
    তবে ফিনল্যান্ডের কমি রাশিয়ার প্রতি এখনও খুব রাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্তালিনের ফিনল্যান্ড দখলের লড়াইটা ওরা এখনও ভোলে নি।
  • bip | 80.188.175.88 | ২০ আগস্ট ২০১৬ ১৭:৪৬720219
  • (১) একটা সময় পর্যন্ত বৃটিশ রাজ ভারতের জন্য ভাল ছিল-কারন ভারতে আধুনিক কাঠামো তারাই এনেছে। কিন্ত যেহেতু অর্থনৈতিক শোষন অব্যাহত ছিল, সেহেতু ভারতের স্বাধীনতা দরকার ছিল। ভারত মোটেও কাশ্মীরে কোন শোষন করছে না। চীন ও তিব্বতে কোন অর্থনৈতিক শোষন করছে না। সুতরাং এদের স্বাধীনতার যুদ্ধের কারন দেখি না

    (২) শুধু ফিনল্যান্ড না-ইউক্রেন থেকে শুরু করে সব সোভিয়েত অঙ্গরাজ্যের বিশাল রাগ কমিদের প্রতি-ইউক্রেন ইউ এর এর পার্লামেন্টে দাবী তুলেছিল [ এবং যা পাশ ও হয়] স্টালিনকে হিটলারের সারিতে বসাতে হবে। মানে ওই কুখ্যাত খুনীদের তালিকাস্থ করা। শুধু ভারতের কমিরাই বদালাইলো না

    (৩) তবে আমি স্টালিনকে সন্মান করি একজন বাস্তববাদি নেতা হিসাবে। উনি জাতিয়তাবাদি নেতা হিসাবে সফল।
  • সিকি | ২০ আগস্ট ২০১৬ ১৮:২৭720230
  • বিপ আবার ফাটায়ে দেসে। উফ, কী তেজ মাইরি! দেখলেও ভক্তি জাগে।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২০ আগস্ট ২০১৬ ১৯:১৫720241
  • কোরেনিজাৎসিয়ার নামে অন্য কিছু মনগড়া গুল অ্যাড করেছেন বিপ। আমার লাস্ট পোস্টে যেটা লিখেছিলাম সেইটা।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২০ আগস্ট ২০১৬ ১৯:২০720252
  • প্রত্যেক স্টেটের পার্টির মাথার নামগুলো বলুন আগে। তারা রাশিয়ান কিনা সেগুলো জানা যাবে তাহলে। মায়ের কাছে মাসীর গপ্পো করবার আগে পড়া করে আসতে হয়। পটাপট দুয়েকটা শক্ত নাম যথা কোরেনিজাৎসিয়া টিয়া বলে ভড়কাতে এলেই কি গুলগুলো হজম করব? অন্য টইয়ে প্রশ্ন করেছি, তার উত্তর কই? উঁ?
  • pi | 24.139.209.3 | ২০ আগস্ট ২০১৬ ১৯:২৫720255
  • অন্যদের পেছন-পাকা , অশিক্ষিত, অসভ্য বলাটা , তাও বিনা প্রোভোকেশনে, এগুলো ঠিক কী ধরণের শিক্ষা, সভ্যতা আর পিছন-কাঁচামো?
  • bip | 80.188.175.88 | ২০ আগস্ট ২০১৬ ২০:০৪720256
  • অন্যদের পেছন-পাকা , অশিক্ষিত, অসভ্য বলাটা , তাও বিনা প্রোভোকেশনে, এগুলো ঠিক কী ধরণের শিক্ষা, সভ্যতা আর পিছন-কাঁচামো?
    >>>
    *************
    "Name: কুমড়োপটাশ

    IP Address : 198.155.168.109 (*) Date:20 Aug 2016 -- 12:02 AM

    বিপের লাস্ট লাইন "এদের স্থানীয় কমিনিউস্ট পার্টির মাথায় সব সময় একজন রাশিয়ানকে বসানো হত।"
    এটা ঢপ। স্মার্টলি ঢপ। বাকি লেখাটা পড়িনি।"
    *********************************

    পাই,
    আগেও লিখেছি, এখনো লিখছি, এই বামকাচ্চাবাচ্চাদের প্রতি তোমার অন্ধ পুত্রস্নেহ , ধৃতরাষ্ট্রকেও হার মানাবে।
  • বিপ | 80.188.175.88 | ২০ আগস্ট ২০১৬ ২০:০৭720257
  • অন্য টইয়ে প্রশ্ন করেছি, তার উত্তর কই? উঁ?
    >>
    একি অন্ধ, না ইংরেজি পড়তে পারে না। একটা আস্ত জার্নাল পেপার দিলুম কিভাবে রাশিয়ানদের অঙ্গরাজ্যের মাথায় বসানো হত-সেটা আগে পড় হে -তারপরে কথা হবে এইসব গুরুবামভূতেদের সাথে। আমার যা প্রমান দেওয়ার দিয়েছি-যারা পড়তে শুনতে জানে, তাদের আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই। অশিক্ষিতদের শিক্ষিত করার "গুরু" দ্বায়িত্ব আমার না।
  • pi | 192.66.17.7 | ২০ আগস্ট ২০১৬ ২০:১৯720258
  • যেটা কোট করেছেন, কোটের মধ্যের বাক্যটাই বলছে যে আপনার কথা ঢপ সেটা শোনার আগে থেকেই আপনি সেগুলো জানতেন। হ্যাঁ, জানতেন তো বটেই, কারণ, বাম বাঙালি মাত্রে অশিক্ষিত, মূর্খ, অসভ্য এতো আপনি হাল হামেশা বলে থাকেন। সেটাই জানতে চাইছি, বিনা প্রোভোকেশনেই, কারণ এটাই আপনার থিয়োরি, লোকজনকে এভাবে আক্রমণ করে যাওয়াটা ঠিক কীরকম শিক্ষা আর সভ্যতার পরিচয় ? এরপর আপনাকে লোকে আক্রমণ করলে তখন তো সেগুলো কোট করবেন।
    আপনার লেখা নিয়ে অনেককিছুই সমস্যার লাগে, প্রচণ্ড পল্লবগ্রাহী লাগে, কিছু কিছু কথা ঠিক মনে হলে তার পরক্ষণেই একটা কথা ঠিক ততটাই ভুলভাল লাগে, অনেক তথ্য নিয়ে আপত্তি থাকে, অনেকেরই থাকে কিন্তু সেসব নিয়েই তর্ক, আলোচনা করা যায়, সুস্থভাবে। আপনার সাথে কোনো জায়গাতেই সেটা হয়ে ওঠে না, প্রায় কারোরই, তার কারণ কিন্তু লোকে আপনার উপর আলাদা করে ক্ষিপ্ত সেটাও ঠিক নয় আর হয়ে থাকলেও তার শুরুটা আপনার এই ধরণের ভুলভাল থিয়োরাইজেশন থেকে হয়েছে।
    অনেকদিন নানা জায়গায় দেখে দেখে এটা মনে হয়েছে। আর এর জন্যেই আপনার সুতো নানা জায়গায় পারস্পরিক ব্যক্তি আক্রমণ আর খিস্তি খাস্তার কোর্ট হয়ে ওঠে।
    অন্যদের তো সবসময় এত উপদেশ দেন, নিজেও একটু ভেবে দেখবেন।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২০ আগস্ট ২০১৬ ২০:২৩720259
  • জার্নাল কেন? নামগুলো দিন। নাম। বোঝা গেল? প্রত্যেকটা রিপাবলিকের টপের নাম। ওপরে বসাতো কীকরে সেসব নয়, কাকে বসাতো সেইটে জানতে চাইলাম। নাম । নাম দেখলেই বোঝা যাবে নামটা রাশিয়ান না ননরাশিয়ান। উদাহরণ সহযোগ লিখুন।
    বাই দ্য ওয়ে, জাতীয়তাবাদী সফল নেতা স্তালিন ও জাতীয়তা নেতা হিটলারের মধ্যে প্রথমজনের প্রতি সম্মানের কারণটা কী এবং কেন?
    অন্য টইয়ের প্রশ্নটা ছিল রক্ষিতাবিষয়ক। সেটার উত্তরের অপেক্ষায় আছি।
  • bip | 80.188.175.88 | ২০ আগস্ট ২০১৬ ২০:২৮720260
  • পাই
    এর আগেও বহুবার চ্যালেঞ্জটা দিয়েছিলাম। পালিয়েছিলে। একটা ফ্যাকচুয়াল কেস দেখাও যেখানে "ব্যক্তি" আক্রমনটা আমি শুরু করেছি। আমারটা সবক্ষেত্রেই রিটায়ালিয়েশন। লেখার মধ্যে একটাইপের লোকেদের প্রতি আক্রমন থাকতেই পারে যদি সেটা রাষ্ট্র এবং সমাজের প্রতি ক্ষতিকারক হয়। কিন্ত সেটা ব্যক্তিআক্রমন ত না। আইডিলোজির প্রতি আক্রমন। তাতে আইডিওলজিস্টদের প্রতিও আক্রমন থাকে। কিন্ত ব্যক্তিআক্রমন আমি শুরু করি না।

    আর না আমি জানতাম না আমি ঢপ দিচ্ছি-কারন আমি জার্নাল রেফারেন্স দিয়েছি-সব থেকে বড় কথা, এগুলো আমার কাছে খুব কমন নলেজ। রাশিয়ার ইতিহাস নিয়ে সামান্য যারা জানে তারাও এগুলো জানে। কিন্ত অবশ্যই বাম বাঙালী জানে না। কারন এরা রাশিয়া এবং সোভীয়েত ইউনিয়ানের ইতিহাস কিছুই পড়ে নি।
  • dc | 120.227.245.40 | ২০ আগস্ট ২০১৬ ২০:৩১720261
  • বিনা কারনে অন্ধ, অশিক্ষিত ইত্যাদি বিশেষনগুলো ব্যাবহার না করে কি আলোচনা করা যায়্না?

    এখানে দেখছি বিপ আর দেবব্রতবাবু শুধু বক্তব্য লিখে থাকতে পারেন না, তার সাথে আরো কিছু বিশেষন জুড়ে দেন। এতে করে যে কি লাভ হয় জানিনা।
  • dc | 120.227.245.40 | ২০ আগস্ট ২০১৬ ২০:৩৪720262
  • আর কে আগে কি শুরু করল সেই তর্কটাও ভয়ানক বোরিং।
  • pi | 192.66.17.7 | ২০ আগস্ট ২০১৬ ২১:০৫720263
  • পালিয়েছিলাম ?
    বহু বহু সুতোয় দেখিয়েছি, আপনি কীভাবে প্রোভোক করেন।

    আর একটু যুক্তি দিয়ে কথা বলুন না, ফর আ চেণ্জ।
    আপনার কথাকে ঢপ বলার আগেই তো আপনি এই অশিক্ষিত , মূর্খ, অসভ্য এগুলো জানতেন ও বলতেন। সেটা কোন প্রোভোকেশনে ?

    এই বিশেষণগুলো বাদ দিয়ে কথা বলা এতই অসম্ভব ?
  • সিকি | ২০ আগস্ট ২০১৬ ২১:২১720264
  • তবে আমি কিন্তু আজকে বাদাম্ভাজার স্টক রিফিল করিয়ে নিয়েছি :)
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২০ আগস্ট ২০১৬ ২১:২৯720266
  • নিন, এক এক করে সব রিপাবলিকের কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারীর নাম দিচ্ছি।
    উজবেকিস্তান
    https://ru.m.wikipedia.org/wiki/Лидеры_Узбекистана
    Править
    1921 — ноябрь 1922 — Назир Тюрякулович Тюрякулов নাজির তুরিয়াকুলোভ (এথনিসিটি- উজবেক, এবং মুসলমান)
    декабрь 1923 — февраль 1925 — Абдулло Рахимбаевич Рахимбаев আবদুল্ল রাহিমবায়েভ, (এথনিসিটি- উজবেক, এবং মুসলমান)
    13 февраля 1925 — 1927 — Владимир Иванович Иванов ভ্লাদিমির ইভানভ, ইনি ননউজবেক
    1927 — апрель 1929 — Куприян Осипович Киркиж কুপ্রিয়ান কিরকিশ - ইনি নন উজবেক কিন্তু রাশিয়ান নন
    апрель 1929 — 11 июня 1929 — Николай Фёдорович Гикало নিকোলাই গিকালো - ননউজবেক
    11 июня 1929 — декабрь 1929 — Исаак Абрамович Зеленский ইসাক জেলেন্স্কি, ইনি নন উজবেক
    декабрь 1929 — сентябрь 1937 — Акмаль Икрамович Икрамов আকমাল ইক্রামভ, উজবেক এবং মুসলমান
    5 сентября 1937 — 21 сентября 1937 — Джура Тюрябеков (и. о.) দুসপ্তাহের জন্য স্বল্পকালীন ট্রানজিশন পিরিয়ডে, জুরা ত্যুরিয়াবেকভ, উজবেক এবং মুসলমান
    21 сентября 1937 — 27 сентября 1937 — Павел Яковлев (и. о.) এক সপ্তাহের জন্য স্বল্পকালীন ট্রানজিশন পিরিয়ডে, পাভেল ইয়াকভলিয়েভ, রাশিয়ান
    27 сентября 1937 — апрель 1950 — Усман Юсупович Юсупов উসমান ইউসুপভ, উজবেক মুসলমান
    апрель 1950 — август 1950 — Сиродж Нурутдинов সিরজ নুরুৎদিনভ, উজবেক এবং মুসলমান
    август 1950 — 22 декабря 1955 — Амин Ирматович Ниязов আমিন নিয়াজভ, উজবেক মুসলমান
    22 декабря 1955 — 28 декабря 1957 — Нуритдин Акрамович Мухитдинов নুরিৎদিন মুখিৎদিনভ, উজবেক মুসলমান
    28 декабря 1957 — 15 марта 1959 — Сабир Камалович Камалов সাবির কামালভ, উজবেক মুসলমান
    15 марта 1959 — 31 октября 1983 — Шараф Рашидович Рашидов শরফ রাশিদভ, উজবেক মুসলমান
    3 ноября 1983 — 12 января 1988 — Инамжон Бузрукович Усманходжаев ইনামজন উসমানখাজায়েভ, উজবেক মুসলমান
    12 января 1988 — 23 июня 1989 — Рафик Нишанович Нишанов রফিক নিশানভ, উজবেক মুসলমান
    23 июня 1989 — 3 ноября 1991 — Ислам Абдуганиевич Каримов ইসলাম করিমভ, উজবেক মুসলমান

    চাইলে বাকি রিপাবলিকেরগুলোও দিতে পারি। নাম সহ। চাই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন