এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেবীপক্ষের নিকুচি koreche

    Sayantani
    অন্যান্য | ০৪ অক্টোবর ২০১৬ | ৬৪১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Sayantani | 126.203.211.121 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:৪১721457
  • দেবীপক্ষ পড়ে গেছে, প্রতিবারের মতোই নারীশক্তি নিয়ে প্রবল উন্মাদনা চলছে। ইতিমধ্যে শহর কলকাতার এক যাকে বলে ওয়েল পপুলেটেড অঞ্চলের ঘটনা, রাত প্রায় সাড়ে দশ টা বাজে। দোতালা এ বসে কাজ ও অকাজ করছি, হঠাৎ শুনি এক মহিলা বা বাচ্চা গলায় কাকুতি মিনতি "আর করবো না গো, ছেড়ে দাও এবারের মতো" এবং তার সাথে পুরুষ কণ্ঠে আস্ফালন, "মেরেই ফেলবো তোকে আজ!" কৌতূহলী হয়ে জানলা দিয়ে উঁকি দিয়েই আমি স্থানু। পাড়ারই এক মহিলাকে তার দেওর শাবল দিয়ে মারার চেষ্টা করছে। আর ভদ্রমহিলা কোনো মতে মাথা বাঁচাচ্চেন। শাবল মারে অকৃতকার্য হওয়ায় বীরপুঙ্গব এবার মহিলা কে পেটে লাথি মারতে শুরু করলেন, আর আমিও হঠাৎ ঘোর ভেঙে চিৎকার করতে শুরু করলাম, "কি করছেন, ছাড়ুন ওকে, কি হচ্ছে কি এসব, পুলিশে খবর দেব আমি।।" আমার চিৎকার এ বাড়ির লোক বেরিয়ে এলো, পাশের বাড়ির বৌদি, ও আমার বাবা মা মিলে চিৎকার করতে আরম্ভ করলো। বাবা দরজা খুলে বেরোতে বেরোতে আরো দু তিন জন মহিলা এসে পড়লেন। এইবার বীরপুরুষ নিরস্ত হলেন। আমি সমানে চেঁচিয়ে যাচ্ছি, পুলিশ ডাকবো, ইয়ার্কি হচ্ছে? এতো বড় সাহস ইত্যাদি? বীরপুরুষটি আমায় বললেন "যা পারিস কর আমার নাম অমুক", তবে বেপার জটিল দেখে মানে মানে কেটেও পড়লেন।তার পিছন পিছন মহিলাও।
    এরপরেও বলবেন নারী শক্তির জয়? নিকুচি করেছে এমন দেবীপক্ষের!
    ডি: কোনো চরিত্র কাল্পনিক নয়।
  • Sayantani | 126.203.211.121 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:৪১721468
  • দেবীপক্ষ পড়ে গেছে, প্রতিবারের মতোই নারীশক্তি নিয়ে প্রবল উন্মাদনা চলছে। ইতিমধ্যে শহর কলকাতার এক যাকে বলে ওয়েল পপুলেটেড অঞ্চলের ঘটনা, রাত প্রায় সাড়ে দশ টা বাজে। দোতালা এ বসে কাজ ও অকাজ করছি, হঠাৎ শুনি এক মহিলা বা বাচ্চা গলায় কাকুতি মিনতি "আর করবো না গো, ছেড়ে দাও এবারের মতো" এবং তার সাথে পুরুষ কণ্ঠে আস্ফালন, "মেরেই ফেলবো তোকে আজ!" কৌতূহলী হয়ে জানলা দিয়ে উঁকি দিয়েই আমি স্থানু। পাড়ারই এক মহিলাকে তার দেওর শাবল দিয়ে মারার চেষ্টা করছে। আর ভদ্রমহিলা কোনো মতে মাথা বাঁচাচ্চেন। শাবল মারে অকৃতকার্য হওয়ায় বীরপুঙ্গব এবার মহিলা কে পেটে লাথি মারতে শুরু করলেন, আর আমিও হঠাৎ ঘোর ভেঙে চিৎকার করতে শুরু করলাম, "কি করছেন, ছাড়ুন ওকে, কি হচ্ছে কি এসব, পুলিশে খবর দেব আমি।।" আমার চিৎকার এ বাড়ির লোক বেরিয়ে এলো, পাশের বাড়ির বৌদি, ও আমার বাবা মা মিলে চিৎকার করতে আরম্ভ করলো। বাবা দরজা খুলে বেরোতে বেরোতে আরো দু তিন জন মহিলা এসে পড়লেন। এইবার বীরপুরুষ নিরস্ত হলেন। আমি সমানে চেঁচিয়ে যাচ্ছি, পুলিশ ডাকবো, ইয়ার্কি হচ্ছে? এতো বড় সাহস ইত্যাদি? বীরপুরুষটি আমায় বললেন "যা পারিস কর আমার নাম অমুক", তবে বেপার জটিল দেখে মানে মানে কেটেও পড়লেন।তার পিছন পিছন মহিলাও।
    এরপরেও বলবেন নারী শক্তির জয়? নিকুচি করেছে এমন দেবীপক্ষের!
    ডি: কোনো চরিত্র কাল্পনিক নয়।
  • ranjan roy | 192.69.185.198 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:৪৮721479
  • শুয়োরের বাচ্চা!
    এছাড়া মুখ দিয়ে কিছু বেরোল না; যদিও জানি এটা কোন সমাধান নয়।
  • Sayantani | 126.203.211.121 | ০৪ অক্টোবর ২০১৬ ০০:৫২721490
  • আমার মুখ দিয়ে ওটাই বেড়োচ্ছে। খুব হতাশ লাগছে, আর হেল্পলেস। অনেকে বলছেন ডায়রি করতে পুলিশে, কিন্তু যদ্দুর এই পরিবারটিকে চিনি, মহিলা ডিনাই করবেন। আর আমি ওকে দোষ দিতে পারবোনা। আমি ওনাকে মাথার উপর ছাদও দিতে পারবোনা।
  • ranjan roy | 192.69.185.198 | ০৪ অক্টোবর ২০১৬ ০১:০৮721499
  • ঠিক তাই হবে। তবে ঘটনা তো অনেকে দেখেছেন। এ নিয়ে পাড়ায় যাঁরা দেখেছেন পরিচয় থাকলে তাঁদের সঙ্গে ডিসকাস করে দেখতে পারেন। যদি দেওর লোকটি বোঝে পাড়ায় এ নিয়ে একটা কড়া মনোভাব ওর বিরুদ্ধে তৈরি হচ্ছে তো ভবিষ্যতে প্রকাশ্যে এ রকম করতে সাহস পাবে না হয়ত।
  • Sayantani | 11.39.57.23 | ০৪ অক্টোবর ২০১৬ ০১:১৯721500
  • আশা কম । লোকজন তো বেড়োলোই না
  • ছোটোলোক | 204.230.155.222 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:০৪721501
  • একেবারে টেক্সটবুক কেস। লোকজন কেও ঝামেলায় জড়াতে চাইবে না। মহিলাটির মাথা গোঁজার আর কোনো বিকল্প জায়গা নেই, তাই অসুর শক্তিরই জয় হবে।
  • Sayantani | 11.39.57.191 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:১৩721503
  • হ্যা এতটাই টেক্সট বুক যে কিরকম ফিল্মি lagchilo
  • Sayantani | 11.39.57.191 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:১৩721502
  • হ্যা এতটাই টেক্সট বুক যে কিরকম ফিল্মি lagchilo
  • ছোটোলোক | 204.230.155.222 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:১৭721458
  • বস্তিতে থাকার টাইমে এরকম নিয়মিত দেখতাম। পরে হাউজিং এলাকাতেও দেখেছি তবে খুব কম।
    "টেক্সটবুক" এই কারণে, যে ভিক্টিম কিছুতেই রিপোর্ট করতে চায় না ক্রাইম।
  • Atoz | 161.141.85.8 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:২৩721459
  • অন্য কোনো রাষ্ট্রীয় সাপোর্ট ব্যবস্থা থাকলে হয়তো এই মহিলারা সেখানে গিয়ে উঠতে পারতেন আর ক্রাইম রিপোর্টও করতে পারতেন। কিন্তু জলেই কুমীরের সঙ্গে যখন বাস করতে হবে, তখন বিবাদ করে লাভ কোথায়? পাড়ার লোক তো খাওয়াবে পরাবে না, তারা তাৎক্ষণিক কিছু মরাল সাপোর্ট হয়তো দেবে বড়জোর।
    এই একই কারণে আমাদের সমাজে বাচ্চাদের মারধোর করার প্রবণতাও বেশি। বাচ্চাকে খাওয়াচ্ছে পরাচ্ছে, তাই যা খুশি করতে পারে। যদি একটা রিপোর্ট গেলে বাপমায়ের জিম্মা থেকে বাচ্চা কেড়ে ফস্টার কেয়ারে দিয়ে দেওয়া হতো আর বাপ মাকে আইনি ব্যবস্থায় ফেলা হতো, তাহলে আপসে আপ মারধোর কমে যেত।
  • Sayantani | 11.39.57.191 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:২৪721460
  • কিছু দিন আগে আরেকটি টইতে কেউ লিখেছিলেন আজকের যুগে মহিলাদের উপর বলপ্রয়োগে মাতৃত্ব চাপানো যায়না। মুশকিল হলো আমরা মনে করি এই নারী স্বাধীনতার যুগেও অর্থনৈতিক স্বনির্ভরতা থাকলে ডোমেস্টিক ভায়োলেন্স আপনাআপনি কমে যায়, এই ধারণা সঠিক নয়। এই ভদ্রমহিলা সংসারের আর্নিং মেম্বার। আর এই পুরুষটি বেকার.
  • Atoz | 161.141.85.8 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:২৬721461
  • ধাক্কা দিয়ে বের করে দেয় না কেন আপদটাকে? যখন খাওয়াপরার ব্যব্স্থা নিজেই করছেন মহিলা?
  • Ekak | 53.224.129.43 | ০৪ অক্টোবর ২০১৬ ০২:৪৫721462
  • অভিযোগ দায়ের হয়না এসব ক্ষেত্রে । আইন নেই তা নয় । কিন্তু কেও অভিযোগ করেনা । হাউসিং সোসাইটিতে প্রতিবেশীরা কমপ্লেইন করে ফোন করে , তাতে তবু কাজ হয় । যে ভিকটিম সে অভিযোগ জানাচ্ছে এরকম কেস খুব কম , মনে হয় অভিযোগ জানানোর মতো সিচুয়েশন থাকলে ভিকটিম ও হতোনা ।
  • নন্টে | 11.39.56.8 | ০৪ অক্টোবর ২০১৬ ০৩:১৭721463
  • জরুরী প্রশ্ন হল ভদ্রমহিলা একটি ভালজাতের কুকুর এ্যাফোর্ড করতে পারেন কিনা? মনে রাখবেন তার ও নানান দাবী থাকবে। এ এক জটিল হিসেবের গপ্পো।
  • Sayantani | 11.39.57.191 | ০৪ অক্টোবর ২০১৬ ০৩:৩১721466
  • কুকুর এফোর্ড করার মতো অবস্থা না। তার চেয়েও জরুরি হলো এইভাবে মার্ খেয়ে আছেন, ফলে বুঝতেই পারছেন আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাড়ি সম্ভবত স্বশুর কুলের নামে । একটি সদ্য কলেজে যাওয়া মেয়ে আছে। বোধয় তার বিযে টিয়ে র জন্য এই সামাজিক অবস্থান টুকু আরোই ছাড়তে পাড়ছেন না।
  • Sayantani | 11.39.57.191 | ০৪ অক্টোবর ২০১৬ ০৩:৩১721465
  • কুকুর এফোর্ড করার মতো অবস্থা না। তার চেয়েও জরুরি হলো এইভাবে মার্ খেয়ে আছেন, ফলে বুঝতেই পারছেন আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাড়ি সম্ভবত স্বশুর কুলের নামে । একটি সদ্য কলেজে যাওয়া মেয়ে আছে। বোধয় তার বিযে টিয়ে র জন্য এই সামাজিক অবস্থান টুকু আরোই ছাড়তে পাড়ছেন না।
  • Sayantani | 11.39.57.191 | ০৪ অক্টোবর ২০১৬ ০৩:৩২721467
  • সরি ফোন থেকে দুবার করে পোস্ট হয়ে jachhe
  • ranjan roy | 192.69.185.198 | ০৪ অক্টোবর ২০১৬ ০৬:০১721469
  • এতোজ এর বিকল্পে "রাষ্ট্রীয় ব্যবস্থা" ও 'ফস্টার কেয়ার" এবং তার ফলে মেয়েদের ও বাচ্চাদের মারধোরের প্রবণতা কমার সম্ভাবনার সাজেশনটি ভালো লাগল।
    আচ্ছা, কোন দল যদি এই ইস্যু ওদের ক্যাম্পেনের অংশ করে ও ক্ষমতায় এলে এই ব্যবস্থা করবে এ'কথা ওদের ম্যানিফেস্টোতে লেখে তো? নাকি সবাই এড়িয়ে যাবে? শুধু এনজিওরাই করবে? ওদের ক্ষমত অনেক সীমিত যে!
  • একক | 53.224.129.43 | ০৪ অক্টোবর ২০১৬ ০৬:০৭721470
  • ম্যানিফেস্টো আর প্রতিশ্রুতি দিয়ে দেশ চলেনা :) । যা যা কল্পনা করা হচ্ছে কোনো না কোনো ফর্মে ওগুলো আছে | বর পিটিয়ে বের করে দিলে এবং নিজের দেখভালে অক্ষম হলে কোর্ট রায় দেয় সরকারী হোমে থাকার | সেই হোমে খাওয়া -পড়ার ব্যবস্থা খারাপ , কোনো বিকল্প কাজ শিখিয়ে স্বনির্ভর করার ব্যবস্থা নেই এবং ওয়ার্ডেনরা একেকজন জানোয়ার ।

    কাজেই ওসব ভোট -প্রতিশ্রুতির ব্যাপার নয় এটা । ভারতে সরকারী ব্যবস্থায় সবই আছে । কিন্তু তার কোনো ব্যাবস্থাবনা নেই । যেটা কোনো ভোট বা ম্যানিফেস্টোর আয়ত্তের এরিয়া নয় ।
  • pi | 233.176.36.5 | ০৪ অক্টোবর ২০১৬ ০৭:৪৯721471
  • ইকনমিক ফ্যাক্টর বোধ্হয় কমই মনে হয় , কারণ এই মহিলা আর্নিং, তাহলে আলাদা বেরিয়ে ঘর ভাড়া করেও থাকতে পারেন।
    বস্তির যে মহিলারা মার খান, তাঁরাও বেশিরভাগ রোজগেরে হন।
    কিছু স্টাডিতে দেখিয়েছি, মহিলাদের বাইরে গিয়ে রোজগার থাকলে আ বরের থেকে বেশি রোজগার থাকলে বেশি মার খেতে হয়। বেশি রোজগার থাকাটা, বাইরে বেরোনোটাও অনেক ক্ষেত্রে রাগের, মারের কারণ। আবার কখনো টাকা দেবার চাপ।
    ফ্যাক্টরটা বোধহয় ঐ সংসার থেকে বেরিয়ে যাবার চাপ, সমাজ কী বলবে, বাচ্চার কথা ভাবা, নিজের আর সন্তানের নিরাপত্তার কথা ভাবা , এইসবই বেশি।
    কখনো আবার স্বামীর ভাল রোজগার বা ভাল একটা এস্টাব্লিশমেন্ট ছেড়ে বেরোলে তুলনায় নিজের বা সন্তানের জন্য কম সচ্ছল, অনেক বেশি অসুবিধের্জীবনযাত্রা বেছে নিতে হবে, সেরকম চাপ।

    আর সার্ভের সেই কুখ্যাত রেজাল্ট মনে আছে তো ? ৫৩ ন ৫৫% মহিলা বলেছিলেন স্বামী কোন কারণে গায়ে হাত তুললে, মানে কারণটা ঘরের বাইরে যাওয়া, খাওয়া দাওয়া ঠিকঠাক না দেওয়া, কথা না শোনা আর আরো কি যেন ছিল, তাহলে চড় মারা ফারা ঠিক আছে। ওটা স্বামীর অধিকার।
    এটা বোধহয় NFHS3 তে বেরিয়েছিল। পরের সার্ভেতে এটা জিগিয়েছে কিনা দেখতে হবে।
  • Sayantani | 126.203.135.52 | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:২১721472
  • পাই এর সাথে একমত। আমার ধারণা এই ভদ্রমহিলাও সেটাই ভাবেন, একটু মারতেই পারে, বিশেষত যার স্বামী ছেড়ে চলে গেছে। যা শুনলাম, এই মারধর প্রায় 5/6 বছর চলছে। তবে আমি একটা এফ আই আর করবো পুলিশ এ। আমাকে হুমকি দিয়েছে দেখে নেয়ার, সেই কনটেক্সট এ, সঙ্গে মারধরের ব্যাপারটা জুড়বো।
  • d | 144.159.168.72 | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:২৬721473
  • যদিও একটুও অবাক হলাম না, তবে ঘতনাটা ভয়ংকর তো বটেই। একটু মাথা ঠান্ডা রেখে কেউ যদি ভিডিও করত, তাহলে মনে হয় বেটার হত। পুলিশের হাতেও সলিড প্রমাণ দেওয়া যেত। আবার অন্যদিকে ভিডিও করতে গিয়ে যদি সেই ফাঁকে মহিলা কোপ খেয়েই যেত, তাহলে খুবই বাজে হত। :-(

    এই প্রসঙ্গে মনে পড়ল কিছুদ বছর আগে এক মহিলা, পুলিশে সাব ইনস্পেক্টর বোধহয়, তাঁকে শ্বশুর বাড়ীতে পণের দাবীতে পুড়িয়ে মেরেছিল। ওঁর ওপরে নাকি দীর্ঘকাল ধরে অত্যাচার চলত কাউকে খুব একটা জানান নি। অথচ পুলিশে চাকরীর সুবাদে নিজের একটু আত্মবিশ্বাস নিয়ে রুখে দাঁড়াতে পারলেই বেঁচে যেতেন তো বটেই হয়ত অন্যায়কারীদের শাস্তিও দিতে পারতেন।
  • Sayantani | 126.203.135.52 | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:৩৩721474
  • আমি এতো হকচকিয়ে গেছিলাম, ঠিক আমার জানলার নিচে, দৌড়ে গিয়ে দরজা খুলে বেরোনোর বুদ্ধিও আসে নি। সেটা আমার বাবা করছিলো। আমি তক্ষুনি 100 তে ফোন করবো যে, সেই কথাটাও মনে পড়ে নি, এখন আফসোস হচ্ছে।
  • d | 144.159.168.72 | ০৪ অক্টোবর ২০১৬ ১৫:৪২721475
  • হুঁ খুবই স্বাভাবিক
  • একক | 53.224.129.56 | ০৪ অক্টোবর ২০১৬ ১৬:০৩721476
  • আমি যখন বেশ ছোট ছিলুম আমাদের আলোম্বাজারের বাড়ির পাশের ঘরেই এক ভাড়াটে নিয়মিত সকাল-বিকেল তার বৌকে পেটাত । বাবা যথারীতি ভোরবেলা আপিস থেকে ফিরে সবে একটু ঘুমুতেন । একদিন ওই চিত্কার শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ছেলেটিকে টেনে বের করে ঘা কতক দ্যান এবং পাড়ার লোকদের ডেকে তাকে কান ধরে বলাতে বাধ্য করেন এরকম আর করবে না । বাবাকে লোকজন একটু সমঝে চলত । একবার মাতাল অবস্থায় ভাড়া চাইতে এসে বাড়িওয়ালা আক্ষরিক অর্থে গলাধাক্কা খেয়েছিল ।

    অন্যের ঘরে ঢুকে এরকম বিকট গুন্ডামি করা অনৈতিক কাজ নিঃসন্দেহে , কিন্তু যত দিন যাচ্ছে অদ্ভূত একটা পরিবর্তন আসছে সমাজে । মানুষ ইন্ডিভিজুয়ালিস্ট হচ্ছে সে বেশ ভালো কথা কিন্তু উইদাউট এনি সেন্স অফ রাইটস । একে বাংলায় আত্মসচেতন নয় আত্মকেন্দ্রিক বলে । কোনো অপরাধ ঘটতে দেখলেও "ওটা ওদের ব্যাপার " বলে দায় এড়িয়ে যাওয়া এখন থিওরির পার্ট হয়ে গেছে ।
  • Sayantani | 11.39.56.170 | ০৪ অক্টোবর ২০১৬ ১৭:০৫721477
  • আমার বাবা খেতে বসে ছিল। আমার চিৎকারে উঠে আসে। আগে বেরোলে মার্তো বলে মনে হয়। আমার ও বেরোনোর কথা তা মাথায় এলে আমি হাত পা চালাতাম
  • ছোটোলোক | 204.230.155.222 | ০৪ অক্টোবর ২০১৬ ১৭:২৪721478
  • কিচ্ছু দেরি হয় নি। ওঁকে সঙ্গে করে নিয়ে গিয়ে রিপোর্ট লেখানো যেতে পারে কিন্তু উনি কি রাজি হবেন নিজে? সম্ভবত না।
  • ছোটোলোক | 204.230.155.222 | ০৪ অক্টোবর ২০১৬ ১৭:২৬721480
  • তোমরা আই উইটনেস হিসেবে থাকবে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন