এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • "ছদ্মবেশী" রক্ষক যখন ভক্ষক

    কি আপদ
    অন্যান্য | ২৬ নভেম্বর ২০১৬ | ১২৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ১১:৪৪723670
  • কোটি কোটি কালো টাকা সাদা করার এন জি ও রা এখন শিশু পাচারে নেমেছে। অবশ্য নেমেছে অনেক আগেই, এখন দু একটা ধরা পড়ছে।
  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ১১:৫১723681
  • এই যেমন মেধা দীপা অরুন্ধতী এদের এন জি ও গুলি একটু স্ট্রাইক করলে কত যে কেউটে বের হবে।
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.228.207 | ২৬ নভেম্বর ২০১৬ ১১:৫১723692
  • আর নামহীন হাফপ্যান্টওয়ালার দল দেশপ্রেমের লাঠি নিয়ে ঘোলা জলে নেমে পড়েছে। তবে পাবলিক যেদিন লাঠি তুলবে সেদিন একটা মারও বেজায়গায় পড়বে না, হাফপ্যান্ট তো দূর, প্যান্ট পরার অবস্থাও থাকবে না। দিলীপ ঘোষ এন্ড কোংকে বলে দিয়েন।
  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:০০723697
  • তা গুরুভাইদের এন জি ও গুলোর খবরাখবর সব ঠিকঠাক তো? ভগবান আপনাদের শ্রীবৃদ্ধি দিন।
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.228.207 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:০০723696
  • এইটা দেখে রাখুন কী হতে পারে - বিজেপি এমপি হর্ষবর্ধনঃ

  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:০৩723698
  • চাড্ডীরা ক্যাল খেলেই ভালো। কিন্তু তাতে কি আর শিশু পাচারের দোষ ঢাকা যায় ডিংগি বাবু?
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.228.207 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:০৬723699
  • সেকি, এত তাড়াতাড়ি একটা পোস্টের পরেই ভাইদের ডিজওন করলেন? এতই মারের ভয়?
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৬ ১২:০৭723700
  • চাড্ডি দেখিলে পথে, ক্যালাইবে বিধিমতে।

    কবি বলেছেন। বর্তমান পরিস্থিতিতে আর ডায়ালগে এনগেজ করার বিশেষ দরকার নেই।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:০৮723701
  • RSS নামক খুনে এনজিওটির কোনও হিসেবনিকেশ কেউ জানেন টানেন?
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.228.207 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:১০723672
  • শুওরগুলো এক ইস্যুকে আরেকটার সাথে গুলিয়ে দিয়ে যাচ্ছে, নেহাত ভয়ে আছে মনে হয়। হোয়াটস-অ্যাপে মেসেজ পেলাম তাতে সারদা-নারদা-টেট ইত্যাদি সবই আছে, শুধু সুযোগমত একটা লাইন গুঁজে দেওয়া - "মানুষ অনেকদিন ধরেই কাঁদছে, নোট বদলের লাইনে দাঁড়ানোর কষ্টে নয়"
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:১০723671
  • অঅপদের 12:00 এর পোস্টটা সাইবার অ্যাক্ট ২০০৮ অনুযায়ী ৬৪ ধারায় ফেলা যাবে। 12:03এর টা একটু দেখতে হবে।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:১১723673
  • আপদের ১২ঃ০০ এর পোস্টটা সাইবার অ্যাক্ট ২০০৮ অনুযায়ী ৬৪ ধারায় ফেলা যাবে। ১২ঃ০৩এর টা একটু দেখতে হবে।
  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:১২723674
  • পথেঘাটে সকলকে চাড্ডী ভাবা সুবিধার পরিচয়। কোনো জবাবদিহি দিতে হয় না, এন জি ওর হিসাব দিতে হয় না।
  • | ২৬ নভেম্বর ২০১৬ ১২:১৪723675
  • এবার পেছন পেছন পুটকিছাপগুলো আসবে না?
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.228.207 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:১৬723676
  • সকলকে নয়, তবে কোনো কোনো হারামির বাচ্চাকে চিনে ফেলাই যায়, প্যাটার্ন ফলো করে।
  • Ekak | 53.224.129.55 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:২১723677
  • বেনামি পোস্টে এতো যুক্তি দেওয়ার কী আছে ।

    আমি নাম(কন্সিস্টেন্ট এন্ড ইউনিক , অফিশিয়াল নয় ) গোপন করার স্বাধীনতায় বিশ্বাসী । কেও চাইলে লুকোতেই পারেন নিজেকে ।ব্যক্তির স্বাধীনতা ।

    আবার "এমা চিনতে পারিনি " বলে তার মুখে মুতে দেওয়াটাও বিশ্বাসী । যার যার রাইটস :)
  • ট্রিডিঙ্গিপিডি | 127.194.228.207 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:২৩723678
  • ঠিকই, তবে এই ভালোমানুষী মুখ দেখানো মুখোশওয়ালাগুলিকে ঝাড় দেওয়া দরকার একটু।
  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ১২:৪১723679
  • শিশু পাচারকারী এন জি ও নির্দোষ, মেধা দীপা কেউ এন জি ওর নামে ব্ল্যাক মানি নেয়নি, আফজল, মেনন নির্দোষ। এদের কিছু বলা যাবে না। সব দোষ হয় চাড্ডী নাহয় "বস্তির মেয়ে" মমতার।
  • ak | 127.194.66.196 | ২৬ নভেম্বর ২০১৬ ১৫:৪৭723680
  • ভিডিওটাতে মার খাওয়া ব্যক্তিটিকে তো হর্ষবর্ধন মনে হলোনা । গোঁফ দিয়ে যায় চেনা
  • ট্রিডিঙ্গিপিডি | 127.248.138.110 | ২৬ নভেম্বর ২০১৬ ১৬:২০723682
  • বাংলা শব্দ শোনা যাচ্ছে। অন্য কেউই হবে, যদিও তাতে...
  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ২০:৩৫723683
  • মব লিঞ্চিং সমর্থন করা পাব্লিক নিচের ফটো টা মনে পড়ে?

  • কি আপদ | 185.156.160.30 | ২৬ নভেম্বর ২০১৬ ২০:৩৮723684
  • এন জি ওর শিশু পাচারের টই কি সুন্দর বিজেপি ব্যাশিং এ চেঞ্জ হয়ে গেল। দাদাদিদিদের কোথায় ব্যথা লাগছে এন জি ওর পাব্লিক ধরা পড়েছে বলে?
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৬ ২১:৩৮723685
  • ভিডিওটা আসানসোলের। বিশে অক্টোবর। বিজেপি নেতা সুব্রত মিশ্রকে রাস্তায় একা পেয়ে পিটিয়েছিল তিনোমুলের সমর্থকরা। পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। হর্ষবর্ধনের লুকঅ্যালাইক।
  • কি আপদ | 185.156.160.30 | ২৭ নভেম্বর ২০১৬ ২২:২২723686
  • আবাপ থেকে
    --------

    আমার ঘরেও তো ছেলেপুলে আছে। এত বয়স হল, বুঝি না জন্মের পরে বাচ্চা কেমন দেখতে হয়? আর অত বড়সড় চেহারাই বা হয় কী করে!
    এ সব কথাই বলেছিলাম ওদের। কিন্তু কোনও গুরুত্ব দিল না।। খালি বলছিল, মরা বাচ্চা জন্মেছে। ডাক্তারবাবু বললেন, ‘‘আগেই তো বলেছিলাম, অবস্থা ভাল নয়। মা বা বাচ্চা কাউকে একটা বাঁচাতে পারব।’’
    এ সব সাত মাস আগের কথা। মেয়েটা পোয়াতি হয়ে আমার কাছে এসেছিল সুন্দরবনের সামশেরনগরের শ্বশুরবাড়ি থেকে। আমি থাকি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরআটি পঞ্চায়েতের জঙ্গলপুরে। খুব গরিব পরিবার আমাদের। জামাই কাজ করে কেরলে। মেয়ের যখন পেটে ব্যথা উঠল, আমরা আর দেরি করিনি। নিয়ে গিয়েছিলাম বাড়ির কাছেই রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে। ডাক্তারবাবু বলেছিলেন, পেট কেটে বাচ্চা বের করতে হবে। মুখ্যুসুখ্যু মানুষ। তার উপরে জামাইটাও সঙ্গে নেই। পেট কাটতে হবে শুনে ভয় পেয়ে গিয়েছিলাম।
    সাত-পাঁচ ভাবছি, হঠাৎ কোথা থেকে যেন হাজির আমিরুল বিশ্বাস (শিশু পাচারের অভিযোগে সোমবার রাতে বাদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করেছে সিআইডি)। সম্পর্কে আমার আত্মীয়। চোস্ত ছেলে। বলল, বাদুড়িয়ার সোহান নার্সিংহোমে (এখানেই প্রথম মেলে শিশুপাচার চক্রের হদিস) তার নাকি খুব চেনা-জানা। ডাক্তার তপনকুমার বিশ্বাসের সঙ্গেও (গাইঘাটার এই চিকিৎসককে খুঁজছে সিআইডি) নাকি ওর খুব খাতির। হাজার পাঁচেক টাকায় সব ব্যবস্থা করে দেবে আমিরুল। সব শুনে যেন ধড়ে প্রাণ পেলাম।
    আমিরুলই অ্যাম্বুল্যান্স ডেকে পাঠাল মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। খরচ নিল না। আমরা তো তখন ভাবছি, হাতে চাঁদ পেয়েছি। যাই হোক, মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। আমরা তাড়াতাড়ি ৬ কিলোমিটার দূরে সোহান নার্সিংহোমে পৌঁছলাম। ডাক্তারবাবুর কী মিষ্টি ব্যবহার। অভয় দিয়ে বললেন, পেট কাটাকাটির দরকার নেই।
    মেয়েকে নিয়ে দোতলায় উঠে গেল ওরা। নীচে বসে আছি ঠায়। কয়েক ঘণ্টা পেরিয়ে গেল। ছটফট করছি। আমিরুলকে বললাম, কই হে, এতক্ষণ লাগছে কেন? গম্ভীর মুখে আমিরুল বলল, অবস্থা একটু গোলমেলে।
    একটু পরে ডাক্তারবাবু এসে জানালেন, অবস্থা সত্যিই খারাপ। পেট কাটতেই হবে। হয় মেয়েকে বাঁচানো যাবে, নয় তো বাচ্চাকে। তখন হাউ হাউ করে কাঁদছি। বললাম, ডাক্তারবাবু আপনি মাই বাপ। যা ভাল বোঝেন করুন।
    কেটে গেল আরও কিছুটা সময়। থমথমে মুখে নামলেন ডাক্তারবাবু। পিছনে একজন আয়া। তার কোলে কাপড় জড়ানো বাচ্চার দেহ। ডাক্তার বললেন, ‘‘নাঃ, বাচ্চাটাকে বাঁচানো গেল না। তবে মেয়ে ভালই আছে।’’
    চোখের জল মুছে মনে হল, মরা
    হোক, তবু মেয়ের ঘরে প্রথম নাতি তো বটেই। মুখখানা একটু দেখি।
    কিন্তু এ কী!
    বাচ্চা আকারে এত বড়সড়? আমার ওই তো রোগা-পাতলা মেয়ে। তার উপরে মায়ের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসার পরে রক্ত-টক্ত কিছু লেগে থাকে গায়ে। সে সবও তো মনে হচ্ছে যেন শুকিয়ে এসেছে। আর হাতে কাটা দাগটাও তো পুরনো ঠেকছে। আমরা চিৎকার করলাম। বললাম, এ বাচ্চা আমার মেয়ের হতে পারে না। আত্মীয়-বেরাদরকে ডেকে আনলাম।
    প্রথমে ওরা ঠান্ডা মাথায় কথা বলছিল। আস্তে আস্তে দেখলাম সুর চড়ছে। দুই মহিলা (জাকিরের দাবি, এরাই মছলন্দপুরের সুজিত দত্ত মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের মালকিন পলি দত্ত ও স্থানীয় বাসিন্দা নাজমা বিবি। দু’জনেই গ্রেফতার হয়েছে) এসে হাজির। ওরা হম্বিতম্বি শুরু করল। ফোনে কাকে যেন ডেকে পাঠাল। দেখি, কয়েকটা ছেলে মোটর বাইক নিয়ে হাজির। ওদের রকমসকম ভাল ঠেকছিল না। হুমকি দিয়ে বলল, বেশি বাড়াবাড়ি না করতে।
    এক মহিলা বলল, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন মরা ছেলে নিয়ে বাড়ি যাও। দাফন করতে যা খরচ হবে, সেটা দিয়ে দিচ্ছি। ৭ হাজার টাকা হাতে ধরিয়েও দিল। আর বলল, নার্সিংহোমের সব খরচ মকুব।
    ভেবে দেখলাম, চিৎকার করে লাভ হবে না। ওরা দলে ভারী। মরা নাতি আর আমার মেয়েকে নিয়ে পর দিন সকালে চলে এলাম।
    জামাই খুব চোটপাট করল সব শুনে। সেই থেকে মেয়েটাও কেমন যেন হয়ে গিয়েছে। আর আমি লজ্জায় মেয়ের বাড়িতে পা রাখতে পারি না।
    ও হ্যাঁ, সে দিন যখন কথা কাটাকাটি চলছে নার্সিংহোমে, এক মহিলাকে দেখেছিলাম, বিস্কুটের পেটি হাতে উপরে গেল। আবার ভারী কিছু ওই পেটিতে নিয়ে নেমেও এল। এখন মনে হচ্ছে, ওই বিস্কুটের পেটিতে আমার জ্যান্ত নাতি নাকি নাতনিটাই ছিল না তো! সব জানিয়েছি বাদুড়িয়া থানার পুলিশকে।
  • কি আপদ | 185.156.160.30 | ২৭ নভেম্বর ২০১৬ ২২:২৬723687
  • সবকটা এন জি ও ও তাদের মাথাদের আগাপাস্তালা নজরদারী তে রাখা দরকার। তার সাথে আরও বড় মাথা মেধা ধুতি দীপাদের each and every movement নজরদারী দরকার। কোন সেমিনারে যাচ্ছে, কে আমন্ত্রন জানাচ্ছে, কত টাকা কোথায় লেনদেন করছে, সব।
  • robu | 213.132.214.83 | ০১ ডিসেম্বর ২০১৬ ১৩:৪১723688
  • শিশু পাচার তদন্তের ১০ দিনের মাথায় ফের দুই চিকিৎসককে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের এক জন বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য এবং চিকিৎসক সেলের আহ্বায়ক দিলীপ ঘোষ। এ দিনই তাকে সাসপেন্ড করেছে দল। সিআইডি দিলীপকে জিজ্ঞাসাবাদ শুরু করায় মঙ্গলবার বিকেলে তাকে ডেকে পাঠিয়ে বিষয়টি জানতে চান বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার রাজ্য সভাপতি বলেন, ‘‘উনি আমাকে বলেছিলেন, দল চাইলে ইস্তফা দেবেন। উনি গ্রেফতার হওয়ার পর দল ওকে সাসপেন্ড করছে। উনি যদি পরে নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করে ফিরতে পারেন, তখন দেখা যাবে।’’

    http://www.anandabazar.com/state/two-more-doctors-got-arrested-in-inborn-trafficking-issue-1.524112#
  • robu | 213.132.214.86 | ০১ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৪723690
  • বিজেপি এখন ক্ষমতায়? ও।
  • রোবু | 213.132.214.86 | ০১ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৭723691
  • এইসব হাওয়ামোরগ হারামিদের বিজেপি নেয় কেন পার্টিতে? ধান্দাটা কি?
  • :-) | 209.19.250.51 | ০১ ডিসেম্বর ২০১৬ ১৮:০১723693
  • ঠিক যেকারণে সিপিএম বিধাননগর ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর করেছিল হারামীটাকে,ফব দিয়েছিলো টিকিট ,তিনো দিয়েছিলো আস্কারা ।পলিটিকাল পার্টিকে পয়সা দাও দুনাম্বারি বেওসা চালাও
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন