এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিনেমাহলে জাতীয় সংগীত - আপনার মতামত

    হীরক
    অন্যান্য | ০২ ডিসেম্বর ২০১৬ | ১৫৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ছোটোলোক | 198.155.168.109 | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৪:৪৯727738
  • মোদির যে কাজ গুলো খারাপ সেগুলোর সংগে এটা রাগের মাথায় যোগ করে সেরকম কিছু তেজালো আন্দোলন হবে বলে মনে হচ্ছে না। বাইরের সাধারন মানুষদের সঙ্গে আলোচনা করে বুঝলাম টাকা বাতিল ও সিলেমাহলে জাতীয় সংগীত নিয়ে তাদের আপত্তি নেই। এখন সময় বলে দেবে জনতা সত্যিই কী চায়।
  • কল্লোল | 116.216.177.23 | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:০৩727739
  • বিষয়টা হাস্যকর। আমার যদ্দুর মনে আছে ৭০ দশকের মাঝামাঝি পর্যন্ত এটা চালু ছিলো। তাতে যে মানুষের "দেশপ্রেম" খুব বেড়েছিলো তাতো মনে হয় না।
  • avi | 57.15.70.193 | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:২৫727740
  • কিন্তু জাতীয় সঙ্গীতের প্যারডি আবার কারা বানালো? শুনি নি তো। দীপাংশুদেরটা নিশ্চয় না? ওটা তো গানটার বাকি স্তবকগুলোর ওপর বানানো। আর গানের প্রথম স্তবকটাই যদ্দুর জানি জাতীয় সঙ্গীত, পুরোটা না।
  • Rit | 213.110.242.5 | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৫৩727741
  • দীপাংশুদের প্যারডি টো সৃজিতের ভার্শনের।
  • b | 135.20.82.164 | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৪০727742
  • সবাই উঠে দাঁড়ায় এমন নয়। যেমন আমেরিকার ফুটবলের লিগের সময় বাজানো হয় স্টার স্প্যাঙ্গলড ব্যানার। তা এবারেই কয়েকজন কালো খেলোয়াড় গান চলাকালীন কিছু পলিটিক্যাল জেশচার দেখান। সেটা নিয়ে তোলপাড় হয়েছে, কিন্তু তাদের লিঞ্চ করা হয় নি। আমার মনে হয় এই স্বাধীনতাটা জরুরী।
  • ss | 160.148.14.1 | ০৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৬727743
  • আমেরিকায় জাতীয় পতাকা পোড়ানো সংবিধান সম্মত। ফার্স্ট অ্যামেন্ডমেন্টের বা ফ্রি স্পিচের আওতায় পড়ে। লোকে পাল্টা গালি দিয়ে ভূত ভাগাতে পারে বটে, সেটাও ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, কিন্তু পুলিশ ধরবে না।
  • Bhagidaar | 34.49.119.28 | ০৬ ডিসেম্বর ২০১৬ ০৯:৫০727744
  • এই কদিন আগেই ট্রাম্প বলেছে পতাকা পোড়ালে হয় জেল নয়ত সিটিজেনশিপ কেড়ে নেবে
  • ranjan roy | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৪:৪২727746
  • "মা কে সম্মান করা তো শিশু বয়স থেকে শেখান হয়।"
    --ঠিক বলেছেন।
    কিন্তু যদি বলা হয়--- কাল থেকে আপনাকে রোজ সকালে উঠে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, নইলে ধরে নেব আপনি মাকে ভাল বাসেন ন;--- তবে?
  • PT | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৯727748
  • যদি বলা হয়--- কাল থেকে বাচ্চারা স্কুলে গিয়ে প্রেয়ারের লাইনে দাঁড়াবে না, মাস্টার ক্লাশে ঢুকলে উঠে দাঁড়াবে না (বা যার খুশী দাঁড়াবে) - ধরে নিলেই হবে যে সে তার স্কুল, মাস্টার সবাইকেই খুব শ্রদ্ধা করে.... তাহলে চলবে?
    স্বাধীন মতামত প্রকাশের শিক্ষা তো ছোটবেলা থেকেই দেওয়া উচিত!!
  • রোবু | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৭:১১727749
  • কলেজে প্রেয়ার হয়?
  • ranjan roy | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৭:১২727750
  • উহুঁ, দুটোই একস্ট্রিম ফরমান।
    আমি এই ধরণের মানবিক অনুভূতি নিয়ে ফরমান জারি করার বিরুদ্ধে।
    আমি আমার ও আপনার দুটো উদাহরণেই কোর্টের হস্তক্ষেপের বিরুদ্ধে।
    অর্থাত, স্কুলে প্রেয়ারের লাইনে যাওয়া বা হলে উঠে দাঁড়ানো দুটোই কোন অ্যাড্মিনিস্ট্রেটিভ নির্দেশ হতে পারে-- যেমন ড্রেস কোড, স্কুলে বা ক্লাবে । সেটা না মানলে আইন ভেঙ্গেছে বলে শাস্তি দেওয়ার বিরুদ্ধে। ঠিক যেভাবে আগে সুপ্রীম কোর্ট জেহোভার অনুগামী সেক্টের বাচ্চাদের না দাঁড়ানোটাকে ছাড় দিয়েছিল আর কি!
  • PT | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:১৩727751
  • সেই পুরনো চক্করঃ কোর্টের কোন কোন নির্দেশ আপন করে নেব আর কোন নির্দেশে রাষ্ট্রের ষড়যন্ত্র দেখব.....

    "যেমন ড্রেস কোড, স্কুলে বা ক্লাবে । সেটা না মানলে আইন ভেঙ্গেছে বলে শাস্তি দেওয়ার বিরুদ্ধে।"
    পুলিশ, এয়ার হোস্টেস বা নার্স যেমন খুশী সাজো প্রতিযোগীতার মত সেজে কাজের জায়গায় এলেই বা ক্ষতি কি?
  • Arpan | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:২১727752
  • আরে অনেক কলেজে ইউনিফর্ম আছে দেখেছি। ঃ(
  • Rit | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৩727753
  • এই প্রণাম করা টাইপ সম্মান দেখানো খুব এমব্যারাসিং। দুদিকেই।
    উঠে দাঁড়ানো একই রকম ভুলভাল। ক্লাসে টিচার এলে উঠে দাঁড়ানোর শিক্ষা দূর হলেই ভালো।

    একে অপরের কথা মন দিয়ে শোনা ই কি যথেষ্ট সম্মান দেওয়া নয়। এটুকু শিক্ষা দিলেই তো হয়!
  • PT | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৬727754
  • সেন্ট সেভিয়ার্স কলেজে ছেলেদের কলারহীন টি-শার্ট পরে আসার নিষেধ আছে। অন্ততঃ একটা iit-তে হাফ প্যান্ট বা বার্মুডা পরে লাইব্রেরিতে ঢোকার নিষেধ আছে। বেশ কিছু প্রাইভেট ইন্জি কলেজে ড্রেস কোড আছে।
    এসব জায়গা সম্পুর্ণ রাষ্ট্রের দখলে নয় বলে বোধ্হহয় ড্রেস-কোডকে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে দেখা হয় না।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৭727755
  • ইন্ডিয়ান আর্মির সমস্ত কাফেটেরিয়াতে একটা রুল চলে, অবশ্যই শুধু আর্মি পার্সোনেলদের মধ্যে - যদি একজনেরও বসার জন্য চেয়ার কম পড়ে যায় - সবাই উঠে দাঁড়িয়ে খাবে, কেউ বসে খাবে না।

    উঠে দাঁড়ানোটা একটা মিউচুয়াল সম্মানের প্রতীক। ছোটবেলায় স্কুলে দেখতাম, স্যার চেয়ারে বসে পড়াতেন। পরে কলেজে এসে দেখলাম প্রফেসর দাঁড়িয়ে পড়ান। তো সেই প্রফেসরের গোটা ক্লাসটাইম দাঁড়িয়ে থাকাটাকে রেসপেক্ট দেবার জন্য ছাত্রদের একবার উঠে দাঁড়ানো সমর্থন করাই যায়।

    (সমর্থনটা লুজলি বললাম, দাঁড়াতেই হবে এমন মতের আমি বিশ্বাসী নই)
  • Rit | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৫২727756
  • সিকি দা,
    সম্মান এসে গেলেই আর বিরোধীতা করতে পারবে না। তাহলে জাতীয় সঙ্গীতের জন্য দাঁড়ানো ও ঠিক আছে। ;)

    আর্মির রেফারেন্স আনলে আরো বিপদ। সিয়াচেন ইত্যাদি সব চলে আসবে।

    এড আমার গাইড ছিলেন। বয়স তখন ৬৭। আমি গিয়ে স্যর বলেছিলাম। ভদ্রলোক আইরিশ। আমাকে কড়া গলায় বললেন, ওরম বিজাতীয় বৃটিশ সম্বোধন করবে না। আই হ্যাভ অ গুড নেম। কল মি এড। ১০ বছর পরেও এখনও সম্মান দিব্বি আছে।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৫৩727757
  • একদম একমত। :) ঐজন্যেই লুজলি বললাম। ক্লাসরুমে উঠে দাঁড়ানোতে ক্ষতি তেমন কিছু দেখি না। যদিও ম্যান্ডেটরি করারও পক্ষে নই।
  • Rit | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৮:৫৭727759
  • ক্ষতি ওটাই। যে শিক্ষা বাবা মা শিক্ষক ইত্যাদির সামনে মাথা নিচু করে সম্মান দেখাতে বলে সেই শিক্ষাই দেশকে আর গরু কেও তো মা বানিয়ে সম্মান দাবী করবে। এন সি সি তে স্যালুট করবো আর প্রধানমন্ত্রীকে করবো না তা তো হয় না।

    পুরো ব্যবস্থা টা তুলে দিয়ে শুধু লজিক্যাল কথাবার্তাকে গুরুত্ব দিলেই যথেষ্ট।
  • কিক্কড় সিং | 233.191.7.19 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:০৪727760
  • একেবারে সেম এক্ষপিরিয়েন্স আমারো। পল ওয়াটসন একবার স্যার শুনেই হাঁই হাঁই করে আপত্তি করেছিলো। হেড্ডিপও বলেছিলেন জন বলেই ডাকতে। সমস্ত সিনিয়র প্রফেসরই তাই চাইতেন। আর লিন্ডসে মার্শাল তো বারমুডা পরেও আসতো, দিব্যি কমনরুমে কফিও খেত ওভাবেই।
  • সিকি | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:০৫727762
  • ও শিক্ষে আমাদের ইনফোসিসে দেওয়া হয়েছিল। প্রথম দিনেই।

    পরে দিল্লিতে এসে দেখলাম স্যার স্যার কালচার দিব্যি চলছে।
  • কিক্কড় সিং | 233.191.7.19 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:০৫727761
  • যদিও এরা আবার ব্রিটিশই। ব্রিটিশরাও কলোনীয়াল পিরিয়ড অনেক কাল আগে পেরিয়েছে।
  • PT | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:০৬727763
  • মানে ব্যাপারটা শেষ পর্যন্ত এই দাঁড়াল যে আমেরিকানদের মত হতে হবে?
    কাল একবার শ্বাশুড়ি-মাকে (উপ্স, সরি) নাম ধরে ডেকে দেখি ব্যাপারটা কদ্দুর গড়ায়.......
  • d | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:০৯727764
  • কিন্তু খামোখা শিক্ষক/শিক্ষিকা ক্লাসে এলে দাঁড়াতেই বা হয় কেন!? আমাদের এক সম্মান-হ্যাংলা দিদিমণি আবার উঠতে একটু দেরী দেখলে বেশ বেঁকিয়ে বেঁকিয়ে টোনও কাটতেন।
  • d | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:১১727765
  • আমি দিল্লী গুরগাঁওতে যে দুটো কোম্পানিতে ছিলাম সেখানে স্যর ম্ন্যডাম-এর চল ছিল না। দুই একজন তো অমনি টাইপ থাকেই।
  • কিক্কড় সিং | 233.191.1.115 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:১২727766
  • না, আমাদের কখনো স্যার বলতে হয়নি পিএল/জিএলদের। অবশ্য অনেকে বলতো যদিও। আর এখন একবার কেউ বল্লেই বারণ করি।
  • Rit | 176.62.53.94 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:১২727767
  • ও স্যর (!),
    আম্রিগান দের সবই কি খারাপ? কিক্কড়দা তো বলল এটা শুধু আম্রিগানদের ব্যাপার নয়। নাম না হলেও নিক ইউজ করা যেতেই পারে। যেমন সিকি দা বা কিক্কড় দা। মন্দ শোনাচ্ছে না।

    যাকগে আপনার এক্ষপেরিয়েন্স কেমন হয় শোনাবেন।
  • কিক্কড় সিং | 233.191.1.115 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:১৪727768
  • শুধু ক্লাসে?

    অজয় চক্রবর্তী শ্রুতিনন্দনের গেট দিয়ে ঢুকলে ছাত্রছাত্রীরা তো বটেই, বাপমায়েরা অবধি উঠে দাঁড়ায়, অনেকে তো ঢিপঢিপ করে প্রণামও করে ফেলে। আমি অসইব্য লোক গ্যাঁট হয়ে বসে থাকি।
  • কিক্কড় সিং | 233.191.1.115 | ১২ ডিসেম্বর ২০১৬ ১৯:১৬727770
  • আর এগুলো দেখলেই আমার ঐ "মোহাব্বতে"-এর "অনুশাসন" মনে পড়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন