এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতার পেইন্টিং কে নাইভ আর্ট বলা যায় ?

    একক
    অন্যান্য | ২৯ নভেম্বর ২০১৬ | ১৪২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • একক | 53.224.129.45 | ২৯ নভেম্বর ২০১৬ ২০:৩৭727801
  • মমতার পেইন্টিং নাইভ আর্ট বলা যায় ?

    সম্প্রতি শুভাপ্রসন্ন -যোগেন ঢেলে প্রশংসা করলেন মমতার আঁকার । রাজনৈতিক কারন দেখিয়ে একে উড়িয়ে দিতেই পারেন । বা উইকি করে খুঁজে আন্তে পারেন এমন সব পেন্টিং যা আপাততভাবে মুক্যহীন অথচ মিলিয়ন ডলারে বিকোচ্ছে ও তাই দিয়ে আর্ট ব্যাপারটাই ফঙৰেনে প্রমান হয় ।

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Mamata-can-be-compared-with-Tagore-as-painter-says-Suvaprasanna/articleshow/18410891.cms

    কিন্তু , ব্যাপারটা অতটাও সহজ সরল নয় । মমতার আঁকার সঙ্গে তুলনা হচ্ছে রবিবাবুর আঁকার । এখন রবিবাবুর আঁকাকে ফেলা হয় নাইভ আর্ট ঘরানায় । আধুনিক চিত্রশিল্প জগতে কিন্তু নাইভ আর্ট এর যথেষ্ট গুরুত্ব আছে । এককথায় নাইভ আর্ট হলো তাই যেখানে শিল্পী প্রথাগত শিক্ষা নিয়ে আঁকছেন না । এর অসুবিধে যেমন আছে সুবিধেও আছে । সব মিলিয়েই এটা বিশাল সম্ভাবনার জগৎ ।

    সিঙ্গল হ্যান্ডেডলি নাইভ আর্ট এঁকে বিশ্বের চিত্রশিল্পী স্থায়ী প্রভাব ফেলেছেন অঁরি রসেউ । ছবিগুলো দেখলেই বুঝবেন প্রথাগত অর্থের ধারা থেকে কত আলাদা । দেখার ও প্রকাশের চোখ কিভাবে কাজ করছে ।





    আর থাকলো রবিবাবুর আঁকা :



    আর মমতার পেইটিং :







    দর্শক ভাবুন ।
  • একক | 53.224.129.45 | ২৯ নভেম্বর ২০১৬ ২০:৩৯727812
  • রসেউ র ছবিদুটো দেখাচ্ছেনা তাই আরেকবার দিলুম :



  • h | 213.132.214.86 | ২৯ নভেম্বর ২০১৬ ২১:০৪727823
  • আপুনি যদি নাইভ হয়ে থাকেন, একটি রসেউ র মতো বাঘ এঁকে দেখাবেন, বা শুয়োর ঃ-)) কে নাইভ কে নয় জালিম দুনিয়ায়। বাঘের পেছনের পায়ের টেনসন টা নাইভের চোদ্দো গুষ্টির কেউ পারবে না এবং পাতার আলোছায়া গুলি। অতএব যদি নাইভ বলা হয়ে থাকে, সেটা আরো বৃহদর্থে বলা হয়েছে, সৃষ্টির সেই আদিম যুগে যখন পাবলো পিকাসো জন্মান নি, বা রুবেন্স ও জন্মান নি ইত্যাদি অর্থে সম্ভবত বলা হয়েছে।

    মমতা ব্যানার্জি বড় শিল্পী না ছোটো শিল্পী নাকি, শিল্পী নন, এসব আমার মতামত নাই, এটা ইরেলিভ্যান্ট বিতর্ক। শিল্পী তো শিল্পী, নন তো নন। বড় রাজনীতিবিদ এবং ভোটে জেতা মুখ্যমন্ত্রী , মিটে গেল।
  • h | 213.132.214.86 | ২৯ নভেম্বর ২০১৬ ২১:০৯727833
  • অর যোগেন রা ব্যবহার হয়তো করছেন, কন্ডিসেন্ডিং ভাবে, লোক শিল্প, বাংলার আদি শিল্প ইত্যাদি বলে, তো লোকশিল্প কে নাইভ বলাটা হাভেল সাহেবদের সময়কার দোষ এবং এ দোষ ইনভারসলি ফরাসী ওরিয়েন্টালিস্ট দের বরাবর ই ছিল। সেটা তুমি তত্ত্ব পড়া লোক তোমার জানার কথা।
  • একক | 53.224.129.45 | ২৯ নভেম্বর ২০১৬ ২১:১৭727834
  • এখানে তো মুখ্যমন্ত্রী নিয়ে কথা হচ্ছেনা । রসেউ একটা চরম নিদর্শন । মাঝেও অনেকে আছেন । যাঁরা নাইব আর্ট কলামের মধ্যে পড়েন । সবাই রোসিউর মতো পোস্ট ইম্প্রেশনিস্ট না । পিকাসো জন্মে নাইব অর্থের সংজ্ঞায় কী পরিবর্তন আনলেন ঠিক বুঝলুম না না টুয়েন্টিথ সেঞ্চুরিতেও যাঁরা নাইব আর্ট এঁকেছেন তাঁদের ঐভাবেই বিশেষিত করা হয় । যেমন এটা মোকারমে ঘ্যানবাড়ির ছবি । সুদিশ মিউজিয়ামে আছে । ইনি নাইব আর্টিস্ট ।



    তো কী , এবার বলবো , মমতা এরকম নাকের নোলক এঁকে দেখান ?

    নাইব আর্টের চোদ্দ গুষ্টি বলতেও কী বলা হলো কিছুই বুঝলুম না কারণ গুষ্টি টা বিশাল বোরো চোদ্দ তে কুলুবে না :) মমতা বড় শিল্পী না ছোট সেই প্রশ্নও কোথাও করা হয়নি , ওনার পেইন্টিং নাইব আর্ট ঘরানায় পর্বে কিনা পর্যালোচনা করতে বলা হয়েছে ।
  • Ekak | 53.224.129.45 | ২৯ নভেম্বর ২০১৬ ২১:১৯727836
  • যোগেন -শুভা-রাজনীতি এসব পাশে রেখে একটু ভাবা যেতেই পারে যে মমতার ছবি কোন ঘরানার । এই আলোচনা দোষের কী । আমার সত্যি মমতার ঠ্যাং টানার ইচ্ছে নেই সেজন্যে তো হীরক তই আছেই ।
  • PT | 213.110.242.22 | ২৯ নভেম্বর ২০১৬ ২১:১৯727835
  • তাহলে ক্ষমতা থেকে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তার পরে দেখুন যে এই কাজগুলোকে শিল্প হিসেবে গণ্য করা হয় কিনা।

    উইকি থেকেঃ
    One modern art critic was asked to review some of Hitler's paintings without being told who painted them and judged them "quite good". The different style in which he drew human figures, however, the critic said, represented a profound uninterest in people.

    According to a report entitled The Water Colours of Hitler: Recovered Art Works: Homage to Rodolfo Siviero, prepared by Fratelli Alinari, Hitler's water colours prove he was "grim" as a painter.
  • b | 24.139.196.6 | ২৯ নভেম্বর ২০১৬ ২১:৪৭727837
  • মমতা জানি না, তবে আমার পেন্টিং-ও ঐ পর্য্যায়ে পড়ে। নেহাৎ সুদীপ্ত নেই বলে কেউ মর্ম বুঝলো না।
  • lcm | 179.229.10.212 | ২৯ নভেম্বর ২০১৬ ২৩:০১727838
  • কথা হল, নাইভ আর্ট কি বলা যায়?
    ইন জেনারেল, বলছে,
    - Fine art uses aesthetics and detail to BEAUTIFY reality.
    - Abstract art uses shapes and colors to DISTORT reality.
    - Expressionism uses emotion to FANTASIZE reality.
    - Folk art uses patterns and colors to DECORATE reality.
    - Contemporary art takes a known theme and makes the reality CURRENT.
    - Naive art uses childlike innocence to LIGHTEN reality.
    শিশুসুলভ সরলতা, পবিত্রতা .... ইত্যাদি ...
  • ছোটোলোক | 198.155.168.109 | ২৯ নভেম্বর ২০১৬ ২৩:১৫727802
  • শিশুসুলভ সরলতা মমতার আঁকায় রয়েছে। প্রথাগত আঁকার শিক্ষাও নেই। নাইভ বলা যেতেই পারে।
  • Arpan | 100.207.144.151 | ৩০ নভেম্বর ২০১৬ ০১:৫৩727803
  • রসেউর এই ছবিটাও খুব প্রিয়।

  • Abhyu | 85.137.8.227 | ৩০ নভেম্বর ২০১৬ ০৯:১৩727804
  • পড়াশুনো না-ই থাক, চোখ নেই? ভালো ছবি খারাপ ছবি দেখে বুঝতে পারো না?
  • de | 69.185.236.54 | ৩০ নভেম্বর ২০১৬ ১১:০৩727805
  • মমতা না হয়ে অন্য যে কেউ হলেও একই কথা বলতাম - রসেউ, রবিঠাকুর আর মোকারমের যে ছবিগুলো দেওয়া হয়েচে, তার সঙ্গে এখানে মমতার পেইন্টিং বলে যে গুলো দেওয়া হোলো তার কোন তুলনা হতেই পারে না-

    ক্যানভাস আর রং - যেগুলো বেশ কস্টলি আইটেম - কেনার পয়সা থাকলে যে কেউ, জাস্ট যে কেউ ওরকম আঁকতে পারবে -
  • Robu | 52.110.191.252 | ৩০ নভেম্বর ২০১৬ ১১:৩৩727806
  • ছবি নিয়ে আমি কিছু বলব না, আমার আয়ত্তের বাইরে, তবে অভ্যুদার কথায় একমত নই। আর্টকে উপভোগ করতে হলে শুধু চোখ থাকলে চলবে না, পড়াশুনো জরুরি।
    আমার প্রশ্ন অন্যত্র। মমতার কবিতাকে নাইভ কবিতা বলা যায়? ডাক্তারিকে নাইভ ডাক্তারি? রাজনীতিকে নাইভ রাজনীতি?
    মোদির চা কি নাইভ চা?
  • de | 24.139.119.172 | ৩০ নভেম্বর ২০১৬ ১১:৩৮727807
  • জিস্ট করে দেবো? অনধিকারী/নন-এক্ষপার্ট মানেই কি নাইভ?
  • sinfaut | 52.106.103.106 | ৩০ নভেম্বর ২০১৬ ১১:৫১727808
  • রসেউ? আমি জানতাম সহজ সরল রুশো।

    সত্যের খাতিরে বলতেই হয় মমতার পেন্টিংগুলো আমার বেশ ভালো লেগেছে। ফ্রেম করাগুলো তো খুবই ভালো। আর ঐ ফুলের ছবিটাও।

    রুশোর কথাটা আলাদা, উনি প্রথাগত শিক্ষা না পেলেও ওনার সময়ের সেরা শিল্পী ও আর্টসমালোচকদের সান্নিধ্যে আসেন। তারপরেও ফর্ম বা কম্পোজিশনে কতটা নাইভ থাকতে পারেন সেটা তর্কসাপেক্ষ। বলা যেতে পারে ওনার প্রথাহীনতা কে উনি সচেতনভাবে ব্যবহার করতে পেরেছেন।
    রবীন্দ্রনাথের ছবি (পেনের কাটাকুটি নয়) সব থেকে খারাপ লাগে, তার থেকে মমতার ছবিগুলো কয়েকগুনে ভলো।

    ছবি বিক্রি করে কোটি টাকা কিংবা ক্ষমতায় না থাকার সময় ছবির না-কদর অবান্তর প্রসঙ্গ। তাহলে জীবিত অব্স্থায় ভান গগ বাজে শিল্পী ও মরে গিয়ে মহান শিল্পী জাতীয় ফ্যালাসির সামনে পড়তে হয় ।
  • Abhyu | 85.137.8.227 | ৩০ নভেম্বর ২০১৬ ১১:৫২727809
  • রোবু, আমার বক্তব্যটা একটু অন্য রকম ছিল। মানে পড়াশুনো না থাকলেও ভালো খারাপের তফাত করা যায় বেশির ভাগ সময়ে, পড়াশুনো থাকলে তো কথাই নেই। এখানে যে ছবিগুলো দেওয়া হয়েছে তাদের তুলনার জন্যে পড়াশুনো করতে হয়?
  • sinfaut | 52.106.103.106 | ৩০ নভেম্বর ২০১৬ ১২:২৫727813
  • এবার অন্য দিকটা দেখা যাক। নাইভ আর্ট বলতে কী
    ১। প্রথাগত শিক্ষা ছাড়া শিল্পীর কনভেনশনমুক্ত ছবি
    নাকি
    ২। প্রথাগত শিক্ষা ছাড়া শিল্পীর ছবি
    যদি ২। হয় তাহলে আমরা যারা ছবি আঁকতে পারিনা তারাও নাইভ।
    আর যদি ১। হয় তাহলে কনভেনশন থেকে মুক্তি টাই আসল। নিজের ভাষা রং কম্পোজিশন ফর্ম খুঁজে পাওয়া। যেটা সব থেকে কঠিন। প্রথা অর নো প্রথা। এবার যেহেতু রুশো বা রবীন্দ্রনাথের নাম আছে এই লিস্টে তাই ধরে নেওয়া যেতে পারে ১। ই মীন করা হয়েছে। সেক্ষেত্রে মমতাকে ঐ লিস্টে ঢোকানোর চেষ্টা বাতিল করতে হয়, যতই তার উৎকর্ষতা নিয়ে যোগেন বা কাক বক্তব্য রাখুন। কারন এক্ষেত্রে এই ২ জনের মমতার ছবিকে ভালো বলে ফায়দা কম বই বেশি না। আর সেক্ষেত্রে এককের রাজনীতিরও এক্স্টেন্শন হিসেবে এই ক্যাটগরি করাটাকে দেখা যেতে পারে।
  • Ekak | 53.224.129.54 | ৩০ নভেম্বর ২০১৬ ১২:৪৬727814
  • রাজনৈতিক এলাইনমেন্ট আছে বলেই যদি যশস্বী চিত্রশিল্পীদের মতামতকে অগ্রাহ্য করতে হয় ...........তাহলে তো রাজনৈতিক কারণে প্রভাত পট্ট আর সেই একই রাজনৈতিক প্লাস রিসার্ভ ব্যাংকের পোস্ট পাননি বলে খেপে আছেন , এই যুক্তিতে কৌশিক বাবু , নালন্দা থেকে ফুটিং হারিয়ে ও রাজনৈতিক কারণে অমর্ত্য বাবু এনাদের সমস্ত বক্তব্য ডিমনিটাইজেশন সম্পর্কে .......এক ফুঁয়ে উড়িয়ে দেওয়া যায় তাই না ??

    এগুলো ভারী বিপজ্জনক প্রবণতা , এইটুকুই বলার :)
  • Ekak | 53.224.129.54 | ৩০ নভেম্বর ২০১৬ ১২:৫৮727815
  • আর সত্যি করে বলতে গেলে , রবিবাবুর আঁকা তে আপনারা কী পান সেটাও খোলসা করলে ভালো :)

    খেয়াল রাখার যে মমতার আঁকা কে কিন্তু কেও মনজিৎ বাওয়া বা হুসেইন বা বিকাশের এর সঙ্গে তুলনা করেন নি । করেছেন রবিবাবুর সঙ্গে :)
  • কিক্কড় সিং | 131.241.218.132 | ৩০ নভেম্বর ২০১৬ ১৩:০৬727816
  • আমার রবিবাবুর ছবিও ভাল্লাগে না, মমতার ছবিও না। তবে রসেউয়ের ছবিগুলো দিব্যি লাগলো। নাইভের ডেফিনেশন অনুযায়ী নাইভ তো মনে হল না।
  • pi | 174.100.177.10 | ৩০ নভেম্বর ২০১৬ ১৩:১৭727817
  • মমতার ছবিকে ভাল বলে ফায়দা কম বই বেশি না, না বেশি বই কম না ?
  • Ekak | 53.224.129.54 | ৩০ নভেম্বর ২০১৬ ১৩:২২727818
  • আমার মনে হয় এখানে জনতা নাইভ আর্ট এর ডেফিনিশন গোলাচ্ছে। একটু সার্চ করে দেখে নিলে ভালো , আঠেরো থেকে একুশ শতক অবধি নাইভ আর্টিস্ট দের ছবির রেফারেন্স নেট এ পাওয়া যাবে । নাইভ মানে কোনো নেগেটিভ কনটেশন নয় । প্রচলিত আর্ট এর শিক্ষার বাইরে , এই পর্যন্ত্য ।

    রসেউ বিশাল আলাদা কারণ তিনি শিক্ষার বাইরে একটা নিজস্ব ফর্ম গড়ে তুলতে সমর্থ হয়েছিলেন । এটা হতে সময় লাগে । এখানে প্রশ্নটা ধারা নিয়ে । কার ভালো কার ভালো নয় এই নিয়ে তো নয় ।

    সেইনফিল্ড এর একটা আঁকা থাকলো : এনার বিশাল এক্সিবিশন হয় প্রতি বছর , কাষ্টপ্রায় ফিফটিন ইয়ার্স জুড়ে ।

  • Ekak | 53.224.129.54 | ৩০ নভেম্বর ২০১৬ ১৩:২৮727819
  • আমার ব্যক্তিগত অবসার্ভেশন টুকু লিখে রাখি :

    নাইব আর্টিস্ট দের একটা কমন প্রবণতা হচ্ছে তা বেশিরভাগ সময় ফোক আর্টের ডেকোরেটিভ ধারা কে সঙ্গে নিয়ে চলে । খেয়াল করলে দেখবেন , সুক্ষ লাইন , মাল্টিপল ডটস এর ব্যবহার বেশি অনেকের ক্ষেত্রেই । সময় নিয়ে একটাই লেয়ারের ওপর আকার ফুটিয়ে তোলার প্রবণতা ।

    মমতা এদিক থেকে আলাদা । ওনার থিক ব্রাশ ওয়ার্ক । সেগুলো এখনো অবধি কোনো আলাদা ফর্ম নিতে পেরেছে এমন চোখে পড়ছেনা অন্তত আমার । তবে অবসার্ভেশন জারি আছে । হতেও পারে উনি কাল পরশু নিজের একটা সিগনেচার খুঁজে পেলেন ।
  • sinfaut | 52.106.103.106 | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:০৪727820
  • নিশ্চয় বিপজ্জনক প্রবণতা। কিন্তু ডিমনির ক্ষেত্রে যুক্তি বা তথ্য দেখবো। কোন ক্যাম্পের বা কোথায় ফুটিং হারিয়ে বিরোধিতা করছেন সেগুলো তো স্পষ্ট হয়ে যায় যদি যথেষ্ট যুক্তি ও তথ্য পাই বক্তব্যে। যোগেনবাবু বা কাক এমন ইলাবরেট এস্থেটিক্স এর আলোচনা করেননি এখনও পর্যন্ত। শুধু ক্ষীর খাওয়া দেখতে পাচ্ছি তাই বেনিফিট অফ ডাউট দেওয়া গেল না। উদিকে আরবিআই নালন্দা ছাড়াও কৌশিক বসু বা অমর্ত্য সেন এর সুনাম এর তো কোন কমতি নেই।
    পাই, ওটা ভুল লিখেছি, ফোনের ছোট জানলায় বুঝতে পারিনি। ঃ-)
  • sinfaut | 52.106.103.106 | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:০৯727821
  • মমতার ছবি এখনও এমন কোন নিদর্শন দেখায় নি যে সেটা নাইভ আর্ট হয়েচে কিনা তাই নিয়ে আলোচনা করতে হবে। তার থেকে তো সত্যিই ফোক আর্ট নিয়ে তাদের অসাধারন সব শিল্পীদের ছবি নিয়ে দেওয়ালচিত্র নিয়ে আলোচনা করলে কাজের হয়, লোকে একটু জানতেও পারে, সবার তো আর কাক বা যোগেন নেই।
  • de | 24.139.119.173 | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৩৯727822
  • কি দারুণ টেক্স্চার ছবিটার -
  • pi | 174.100.177.10 | ৩০ নভেম্বর ২০১৬ ১৫:৪৫727824
  • আচ্ছা, মমতার ছবি খুব ভাল, এসব বলা ছাড়া শৈল্পিক সমালোচনা কী হয়েছে ? শুভাপ্রসন্ন বা যোগেনবাবু সেগুলো কিছু বুঝিয়েছেন, কেন শিল্প হিসেবে ভাল ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন