এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হেল্প চাই


    অন্যান্য | ০১ ডিসেম্বর ২০১৯ | ২০২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 236712.158.676712.40 | ০১ ডিসেম্বর ২০১৯ ০৪:১২729300
  • কলকাতায় একটা ফ্ল্যাট
    কিনবো।

    বাজেট ৬০! । মাক্স ৭০।

    আমার প্রশ্ন

    ১। এই দামে কিছু পাবো কিনা?
    ২। পেলে কোথায় পাবো?

    ৩। আমার লক্ষ্য
    যতটা সম্ভব ক্যাশ ডাউন করা। ২৫ /৩০ দিতে পারি। সেটা কি ব্যাঙ্ক আকসেপ্ট করবে?
    মানে শুনছিলাম প্রথমে
    নাকি
    বেশি পয়সা দিতে দেয় না।

    ৪। কেন ব্যাঙ্ক
    থেকে লোন নেবো?

    আপাততঃ
    এই কটা প্রশ্ন

    পিটি দা, এস এম দা, অরণ্য দা, পিএম, অর্জুন, ন্যাড়া
    দা, ল্যাদেশ দা,
    ,দু দি,মামু,পাই, আটোজ,,
    , হুতো, টি প্লিজ
    ফান্ডা দিও

    যাদের নাম বাদ গেছে তারাও
    লিখো
    প্লিজ
  • S | 236712.158.780112.132 | ০১ ডিসেম্বর ২০১৯ ০৪:২৯729311
  • লিস্টে আমার নাম নাই। তাই আমি ফান্ডা দেবো না।
  • S | 236712.158.780112.132 | ০১ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৪729322
  • ১। এই দামে কিছু পাবো কিনা?
    ২। পেলে কোথায় পাবো?

    অবশ্যই। কিন্তু লোকেশান, স্কোয়ার ফীট, কত তলা, নতুন/পুরোনো ফ্ল্যাট, চেনা/অচেনা বিল্ডার, দালাল আছে/নেই এর উপরে দাম নির্ভর করবে।

    ৩। আমার লক্ষ্য যতটা সম্ভব ক্যাশ ডাউন করা। ২৫ /৩০ দিতে পারি। সেটা কি ব্যাঙ্ক আকসেপ্ট করবে? মানে শুনছিলাম প্রথমে নাকি বেশি পয়সা দিতে দেয় না।
    লোন ৮০% স্যান্কশান করিয়ে নেবেন। কারণ ব্যান্কের যিনি লোনের কাজ করবেন এবং আপনাকে পাইয়ে দেবেন, তাঁর বোনাস ঐ স্যন্কশান্ড অ্যামাউন্টের উপর নির্ভর করে। তাঁকে খুশি রাখাটা দরকার। পরে প্রয়োজন না হলে অতটা নেবেন না।

    ৪। কেন ব্যাঙ্ক থেকে লোন নেবো?
    এসবি আই, আইসিআই। যে ব্যান্কের ব্রান্চ কাছাকাছি। আর ইন্টারেস্ট রেট দেখে।
  • | 237812.69.453412.44 | ০১ ডিসেম্বর ২০১৯ ০৫:৪০729333
  • সরি সরি এস।

    মাফি মাফি।

    ১ আমার রিকো ৩ -বিএইচ কে। স্কোয়ার ফুট নিয়ে চাপ নেই।
    একদম নীচের তলা আর একে বারে ওপরের তলা ছাড়া সব চলবে।
    নামী বিল্ডারের থেকে নেবো।

    ২। আচ্ছা তার মানে চাইলেও ২৫/৩০ দিতে পারবে না লোন নেবার শুরুতে। মানে ধরুন আমি যদি ৩০ ডাউন করে ৩০ লোন চাই সেটা দেবে না, তাই তো?

    ৪। ধন্যবাদ
  • S | 890112.162.674523.148 | ০১ ডিসেম্বর ২০১৯ ০৭:৫৮729344
  • নামী বিল্ডার মানে বড় সোসাইটি। তাতে দাম বেশ কিছুটা বাড়বে একাধিক কারণে। তাছাড়া পরবর্তীকালে সোসাইটি ফি বেশ ভালই দিতে হয়। লিখিত বাড়ির দামের উপরে অনেক খরচ আছে। রেজিস্ট্রেশান। গ্যারাজ। রঙ। দরজা, জালনা। ইলেকট্রিসিটি। প্লাম্বিং। বিল্ডার ঐ লিখিত দামে বেয়ার মিনিমাম দেয়। এগুলো একটু মাথায় রাখবেন।

    সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে ৬০-৭০এ কোলকাতার মধ্যে ৩ বেডরুম চাপ আছে। হয় একটু বাইরে যেতে হবে। নইলে একটু পুরোনো দেখতে পারেন। একদম নতুন প্রজেক্টেও হবে, কিন্তু ফ্ল্যাটের পজেশান পেতে কয়েক বছর লেগে যাবে।

    লোন স্যান্কশান করাতে তো অসুবিধে নেই। আর একবারে তো সব লোন দেওয়া হয়্না। আপনি যতটা দেবেন, বাকীটা বিল্ডার রিকিউজিট দিয়ে ব্যান্কের কাছ থেকে নিয়ে নেবেন। এবারে আপনি যদি বেশি ডাউনপে করেন, তাহলে বিল্ডারও লোন কমই তুলবে।

    কিন্তু একটা অসুবিধে আছে। ধরুন ৫০ লোন স্যান্কশান হল আর আপনি শেষমেষ ৪০ নিলেন, সেক্ষেত্রেও সাধারণতঃ ৫০ হাজার ই এম আই হিসাব হবে। কারণ ঐ ১০ আপনি যেকোনও সময় নিতে পারেন। কিন্তু লোনটা আসলে প্রিপে হতে থাকবে।
  • ন্যাড়া | ০১ ডিসেম্বর ২০১৯ ০৯:৩২729355
  • ন্যাড়াদা! এটা কী সঙ্গগুণে একবচন? ন্যাড়াদা আজ অব্দি জীবনে একটা ফ্ল্যাট কিনে উঠতে পারেনি - না কলকাতা, না ব্যাঙ্গালোর, না আ্যমেরিকা।
  • | 236712.158.895612.176 | ০১ ডিসেম্বর ২০১৯ ১০:০৯729366
  • ন্যাড়াদা হলেন গিয়ে সি-ফেসিং ম্যানসন, ভলক্যানো ফেসিং ক্যাসল বা আন্দিজের নীচে ছোট একটা স্যাটেলাইট টাউনশিপ এইসব কিনে থাকেন। ওঁকে এই পায়রার খোপতুল্য ফেল্যাট সম্পর্কে মিত দিতে ডাকা!!! আজকালকার ছেলেপুলেদের না আলআছে কোন হস্যিদিঘ্যি জ্ঞান না আছে বুজুর্গদের প্রতি সম্মান!
    ছ্যাহ!
  • এলেবেলে | 236712.158.9005612.87 | ০১ ডিসেম্বর ২০১৯ ১০:১২729377
  • সঙ্গত কারণেই আমার নাম নাই, তবুও ফান্ডা দিতে চাই। কারণ বিনি পয়সায় ফান্ডা দিতে বড় সুখ, কেউ না নিলে পাই না দুখ।

    কলকাতার দক্ষিণে এখন স্কো ফু যাচ্ছে ৬ হাজার টাকা +। যাদবপুর ৮বি অঞ্চলে আমার ফ্ল্যাটটি ১৭-র এপ্রিলে বুক করেছিলাম ৫৫০০/- স্কো ফুতে। সেখানে থ্রি বেডরুম ৭০ লাখে হওয়া নামুমকিন।

    ডেভেলপার খুব নামী হলেই সব যে তোফা হবে এমন নিশ্চয়তা নেই। স্কো ফু-র দামের সঙ্গে অতিরিক্ত ধরবেন জিএসটি, কোলাপসিবল, ফলস সিলিং, মডিউলার কিচেন, স্যানিটারি ফিটিংস (যা দেবে তার সব পছন্দ হবে না), লক, দরজার কারিকুরি, মার্বেল (সর্বত্র ফ্লোর টাইল দেওয়া হয়) এবং অতি অবশ্যই রং প্লাস ইলেকট্রিক ফিটিংস।

    ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে এসবিআই সর্বোত্তম, বিশেষত প্রোজেক্ট যদি এসবিআই অ্যাপ্রুভড হয় তো অতিরিক্ত হাজার দশেক টাকা বেঁচে যাবে।

    ম্যাক্সিমাম ক্যাশ ডাউনে অসুবিধা নেই কারণ তাতে রেজিস্ট্রি খরচ অনেকটা বেঁচে যাবে। লোন নেবেন দীর্ঘমেয়াদে মানে আপনার ৭০ বছর অবধি। চাকরিজীবীদের জন্য এই সুবিধাটা একমাত্র এসবিআই দেয় বলেই জানি। তবে প্রতি বছর নিয়ম করে ইএমআই-এর পরিমাণ ১০% হারে বাড়িয়ে নেবেন। লোন তাড়াতাড়ি শোধ হবে এবং আপনার অকারণ সুদের পরিমাণ অনেকটাই কমে যাবে।

    কলকাতায় গেলে আমাকে জিলিপি খাওয়ানোর শর্তে একটা গোপন তথ্য দিই। ৮বি অঞ্চলে সিপিএম পার্টি অফিস 'মৃত্যুঞ্জয় ভবন'-এর পাশে অবস্থিত ২২ কাঠা জমিতে অবস্থিত আমার অ্যাপার্টমেন্টে এখনও ২-৩টে ফ্ল্যাট ফাঁকা আছে। আপাতত দাম যাচ্ছে ৬২০০ মতো। চাইলে যোগাযোগ করিয়ে দিতে পারি। তবে ১% কমিশন লাগবে!
  • | 236712.158.455612.60 | ০১ ডিসেম্বর ২০১৯ ১০:২৯729379
  • *মত দিতে
    ** না আছে

    ইয়ে ৬০ বা ৭০ লাখে নিউ টাউনে ৩বিএইচকে দিব্বি পাওয়া যায়। magicbricks
    99acres
    ইত্যাদি ঘেঁটে বিভিন্ন এলাকার দাম ও আপকামিং প্রোজেক্ট নিয়ে ধারণা পাবেন। এরপর দেখেশুনে কথা বলে ফাইনাল করা।,

    রেডি ট্যু মুভ কিম্বা আগামী ৪ কি সর্বোচ্চ ৬ মাসের মধ্যে পজেশান দেবে এমন ফ্ল্যাট নেওয়া ভাল। নাহলে বিল্ডাররা যেহেতু মাছের তেলে মাছ ভাজে কাজেই বিশেষ বিক্রি না হলে সে ফ্ল্যাট আর এগোবে না তেমন হতেই পারে। বিল্ডারের ফীডব্যাকের জন্য আগে কোন কোন প্রজেক্ট করেছে, সেসব ফ্ল্যাটের হাল কেমন এগুলো দেখতে পারলে ভাল।

    লোন নেবার ক্ষেত্রে ICICI না নেওয়াই ভাল। এমনিতে সাসার্ভিস পপ্রচন্ড ভভাল। কিন্তু কোন এক অদ্ভুত কৌশলে ওদের লোনের রিপেমেন্টে ইন্টারেস্ট বেশী পড়ে। এখন মার্কেট বেশ ডাউন সহজেই SBI অথবা IDBI থেকে লোন পাওয়া যাবে। এই দুটো ব্যাঙ্কে সুবিধে হল এদের ইন্টারেস্ট ডেইলি রিডিউসিং ব্যালেন্স ক্যালকুলেট করে। ফলে অপেক্ষাকৃত কম সুদ দিতে হয়। IDBI এমনিতে গভর্নমেন্ট ব্যাঙ্ক কিন্তু অপাতেট করে প্রাইভেট মোডে ফলে লোন প্রসেসিং অনেক কম ঝক্কিতে হয়। তবে SBI এর ভাল দিক হল ওরা এনক্যোয়ারি ইত্যাদি অত্যন্ত ভাল করে (আপনি যেহেতু বিজয় মালিয়া নন)। ফলে বিল্ডারের কোন ঘাপলা থাকলে সেটা ধরা পড়ে (লোন রিফিউজ করে)।

    আর লোন নেবার ৫ বছরের মধ্যে পুরো রিপেমেন্ট করতে পারলে সবচে ভাল হয়। কাজেই ৬০% মত লোন নিয়ে ওটাকে পজেশানের পরে ঝপাঝপ শোধ করতে পারেন। ঝপাঝপ শোধ করলে আপনার ক্রেডিট স্কোরও বাড়বে।
  • র২হ | 236712.158.786712.69 | ০১ ডিসেম্বর ২০১৯ ১০:৫৪729301
  • দক্ষিনের প্রান্তে ভালো কিছু হচ্ছে বেশ খালি জায়গা সবুজ টবুজ। আমরা নিয়েছিলাম বছর পাঁচ ছয়েক আগে, দিশারী বলে একটা বিল্ডার, সব ভালোই, তুলনায় শস্তাও। যাতায়াত এখনো একটু কঠিন, রাস্তাঘাট ভালো তবে পাবলিক কমিউট অত্যন্ত কম।
    তবে ব্রতীনদা তো অত দক্ষিনে বোধয় যাবে না।

    আর আমাদের যাবতীয় হোমলোন ইউবিআই, খুব ফ্লেক্সিবল ওরা। আমাদের গড়িয়াহাট ব্রাঞ্চ, এখনকার ম্যানেজার নিখিলবাবু অতি ভালো লোক, রিকোয়ারমেন্ট বললে সুপরামর্শ দেবেন।
  • S | 236712.158.780112.30 | ০১ ডিসেম্বর ২০১৯ ১১:০৮729302
  • এইমুহুর্তে সবথেকে কম ইন্টারেস্ট রেট বোধয় এসবিআই দিচ্ছে। সঙ্গে একজন মহিলাকে কো-ঔনার বানালে আরো কমতে পারে। লোন নেওয়ার সময় কোনও প্রিপেমেন্ট ক্লজ আছে কিনা চেক করে নেবেন। এখন মনে হয় আর থাকেনা। তবে কত একটা ৩ বছরের লকিন পিরিয়ড থাকে, তার আগে পুরো লোন শোধ করা যায়্না। একটু জিগিয়ে নেবেন।
  • T | 236712.158.676712.134 | ০১ ডিসেম্বর ২০১৯ ১২:০৬729303
  • দিদিকে বলো।
    91370 91370
  • Rouhin Banerjee | ০১ ডিসেম্বর ২০১৯ ১৬:৪০729304
  • ব্রতীনবাবু ৯০৩৮৮৬৪৭৪৮ এই নম্বরে একটা ফোন করবেন?
  • Bratin | 237812.68.674512.115 | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:২৩729305
  • এস, এলেবেলে বাবু অর দ দি কে অনেক ধন্যবাদ। নাম না থাকতেও লেখর জন্য ;) ঃ)

    প্লিজ আমার পোস্ট র টাইমিং টা দেখুন ভোর ৪ঃ১২।
    যার যার নাম মনে এসেছে লিখে দিয়েছি। দেখুন আমাদের সবার গর্বের আর প্রিয়্জন বোধি দার নাম নেই। কাজেই আনকন্ডিশনাল আপলোজি

    আর আমি ৯/৯ঃ৩০ আগে কোন দিন উঠি না । ক্লাস থাকলে ৭ঃ৩০/৮। কার্ন বেলুড় থেকে নরেন্দ্রপুর যাই

    মাফি মাফি মাফি
  • Bratin | 237812.68.674512.115 | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:২৫729306
  • বেটা মিচকে সম্রাট টি
  • Bratin | 237812.69.563412.21 | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:৩৪729307
  • তোমার লুরু তে ঐ প্রসাদ্প্রতিম বাড়ি টা কি বস?

    যেখানে তুমি আর কল্লোল দা অসাধরণ
    গান করলে, অর্পন আর অমি মিচকেমো করলাম ।চির গম্ভীর প্রফেসর পোটকে সাহেব । বিচলিত বাংগ আর ভুতো সাহেব । যার আইবুড়োভাত হলো।

    পারমিতা দি এত রকম পদ এত খাইয়েছিল । নানা রস
    রুপ গন্ধ ..
    উফ্ফ শালা
    আরেক টু হলে ই "পিতার নাম " ভুলে জাচ্ছিলাম
  • | 236712.158.895612.180 | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:৪২729308
  • নাম না লিখলে ও এটা চোখে পড়লে , আমি যা জানি ফোন এ বলে দিতাম। কথা হবে কাল।
  • Bratin | 237812.69.453412.170 | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:৫০729309
  • মর্মপীড়, আমার বাড়ি নেওয়ার ইচ্ছা কলেজ স্টীট , শ্যামবাজার চত্বরে।
    বেশ পায়ে পায়ে গিয়ে বই দেখবো । দ্বরিকের রসোগোল্লা
    ভীমনাগ ,চাচার হোটেল, মিত্র কাফে কেমন হাতের মুখোয়

    কিন্তু ওখানে সেরকম বাড়ি আই মিন ফেলাট বোধ্হয় কোটি কোটি টাকা দাম

    ঃ( ঃ( ঃ(
  • Bratin | 237812.69.453412.170 | ০১ ডিসেম্বর ২০১৯ ২২:৫২729310
  • রৌহিন বাবু ধন্যবাদ। কালকে করবো
  • Bratin | 236712.158.676712.158 | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:০১729312
  • বোধি দা যা শালা খচে গেলে নাকি?

    তবে যে সেদিন বলবো মাঝে মাঝে "বান্টার" চলতে পারে

    আর তুমি ভাবলে তাতে কিছু যায় আসে ন। ইউ উইল রিমেন মাই ব্রিগ ব্রাদার" আজ অলওয়েজ!!
  • | 124512.101.900900.172 | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪১729313
  • ধুর বা* রাগব কেন বললাম তো ফোন করব কাল আমি যা জানি বলে দেব।
  • aranya | 890112.162.9001223.93 | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪২729314
  • কলেজ স্টীট , শ্যামবাজার চত্বরে তো বড় ভিড় ভাট্টা
  • Atoz | 236712.158.678912.17 | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৪৫729315
  • নেতাজীর সেই ঘোড়ায় চড়া মূর্তি ওইখানেই না? ঃ-)
  • S | 236712.158.780112.30 | ০১ ডিসেম্বর ২০১৯ ২৩:৫২729316
  • ওটা কি ভাড়ায় পাওয়া যাচ্ছে?
  • Atoz | 890112.162.893423.238 | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:০২729317
  • ওটা নাকি জেনারেল আউট্রামের মূর্তি কপিপেস্ট করে বসিয়ে দিয়েছে নেতাজীর নামে। সেইজন্যেই জেনারেল আউট্রামঘাটে এসে শিব্রামের কাছে অনেক দুঃখ জানিয়ে গিয়েছিলেন।
  • অর্জুন | 236712.158.566712.63 | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:০৩729318
  • কোন অঞ্চলে খুঁজছেন ?
  • অর্জুন | 236712.158.566712.63 | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:০৮729319
  • আপনি উত্তরে চাইছেন। ওইদিকের খবর জানিনা। এক এক্স কলিগ বছর দেড় আগে বলছিল চিড়িয়ামোড়ে থ্রি বেডরুম ৮৫- ৯০ লাখ চলছে।

    দক্ষিণ কলকাতায় আমার পাড়ায় টু বেডরুম ৪২- ৪৮ লাখ। থ্রি বেডরুম ৭৫ র কমে পাওয়া যাবেনা। আমরা গত বছর থ্রি বেডরুম ৭২ দিয়ে কিনলাম। রেজিস্ট্রেশন করে ৭৬।
  • S | 236712.158.670112.197 | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:১১729320
  • কফি হাউসের মালিক কে?
  • অর্জুন | 236712.158.566712.63 | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:২৬729321
  • ওটি ইণ্ডিয়ান কফি বোর্ডের আওতায়।
  • :-!! | 237812.68.344512.71 | ০২ ডিসেম্বর ২০১৯ ০০:৪৪729323
  • কফি হাউসও কিনবেন নাকি?! সে বিষয়েও এখানে হেল্প করার লোক আছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন