এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুর নতুন লেআউট

    lcm
    অন্যান্য | ১৯ জানুয়ারি ২০২০ | ৮৪৬০ বার পঠিত
  • দু পয়সা দিন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 73.106.237.19 | ১৩ জানুয়ারি ২০২০ ১০:৩৫364691
  • বেশ তো। কিছু গোলমাল আছে অবশ্য, টইএর লিস্ট কেমনহাবে কি হচ্ছে বুঝতে পারছি না ঠিক এখনো
  • S | 108.162.219.7 | ১৩ জানুয়ারি ২০২০ ১৯:৫০364692
  • সমস্যা আছে. পোস্ট গুলোর টাইম স্ট্যাম্পে গোলমাল হয়েছে. "মতামত দিন" পাতার শেষেও থাক.
  • এলেবেলে | 162.158.165.143 | ১৩ জানুয়ারি ২০২০ ২০:৩৪364693
  • এত রং কেন? এত ঢং-ই বা কেন? আগের লে আইটই ভালো ছিল। টুক করে দেখা যেত কে লিখছেন, কোথায় লিখছেন। এতে ব্যাপক সমস্যা হচ্ছে। ভাটিয়ালির আগের পাতা বা পরের পাতা ক্লিক করা যাচ্ছে না। আমার নিজের লেখাটাই পুরো দেখা যাচ্ছে না টইতে। শুধু বোল্ড, ইটালিকস আর আন্ডারলাইনের সুবিধাটুকু ছাড়া আর কিচ্ছুর দরকার নেই। আর রেটিং বিষয়টা পুরো ছেলেমানুষি। আমরা ডেস্কটপ থেকে গুরু খুলে অভ্যস্ত। এখানে রীতিমতো খোঁজাখুঁজি করতে হচ্ছে মাইরি! গুরুতে এত টেক স্যাভি ব্যাপার-স্যাপার পছন্দ নয়।
  • | 172.68.146.79 | ১৩ জানুয়ারি ২০২০ ২৩:৪২364694
  • আমার নতুন রঙিন ব্যাপার টা ওভার অল পছন্দ হয়েছে।
  • গবু | 172.69.135.237 | ১৪ জানুয়ারি ২০২০ ০০:১৭364695
  • বেশ রংচঙে ব্যাপার - এই সিএএ আর এনারসির বাজারে রং চাই :)
  • ন্যাড়া | 50.204.139.114 | ১৪ জানুয়ারি ২০২০ ০০:৪১364696
  • সবই দাদা ঠিক আছে। তবে সব সেকশনের প্রথমে হলদে নোটিসটি প্রচুর রিয়েল এস্টেট খেয়ে নিচ্ছে। আসল কন্টেন্ট ফোল্ডের নীচে চলে যাচ্ছে। মোবাইলে। "মতামত দিন" বোতাম নীচে থাকাও বাঞ্ছনীয়। নইলে সব পড়ে, বিশেষতঃ টই, বোতাম খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা আবার টঙে চড়তে হচ্ছে।
  • r2h | 108.162.238.16 | ১৪ জানুয়ারি ২০২০ ০০:৫৫364697
  • সার্চ কাজ করছে না
  • lcm | 172.69.34.251 | ১৪ জানুয়ারি ২০২০ ০২:০০364698
  • রং বলতে - গুরু বেগুনি হল গিয়ে ওপরের হেডার, আর, সাইডে মেনুর সেকশন হেডার গুলোর ব্যাকগ্রাউন্ড | হলদে হল আর্টিকল হেডার | আর, ধূসর(গ্রে) হল কমেন্ট হেডার | আর কিছু বাটন হাইলাইট করার জন্য চকচকে হলুদ - যেমন ওপরে মেনুর বাঁ দিকে গুরুচন্ডা৯-র প্রথম পাতার লিংক, বা বিভিন্ন সেকশানে বিভাগগুলোর লিস্ট | ব্যাস | বেগুনি আর চকচকে হলুদ বাদ দিয়ে, বাকিগুলো ফ্রেমওয়ার্কের স্ট্যান্ডার্ড কালার |
  • lcm | 172.69.34.167 | ১৪ জানুয়ারি ২০২০ ০৩:২০364699
  • অনেকে কমেন্ট নিয়ে লম্বা পাতা হলে মতামত বাটন নিচেও একটা চাই - ঠিক | নীচে পেজিনেশন আছে কিন্তু মতামত বাটন এখন নেই |
  • অনির্বাণ | 162.158.158.166 | ১৪ জানুয়ারি ২০২০ ০৪:২৫364700
  • বেশ ভালো হয়েছে। মোটাভাইয়ের দিব্যি। আরেকটু রং (ব্রাইট কন্ট্রাসটিং কালার) হলে আরও ভালো হবে। আর লেখাও যাচ্ছে, ফোন থেকে।

  • পিনাকী | 162.158.134.51 | ১৪ জানুয়ারি ২০২০ ০৪:৩৯364701
  • পেজের দৈর্ঘ্য যেন কম থাকে। মোবাইলে অনন্ত স্ক্রোল করতে হলে খুব অসুবিধে। 

  • পিনাকী | 162.158.134.51 | ১৪ জানুয়ারি ২০২০ ০৪:৪২364702
  • 'আইপি ঠিকানা' না লিখে শুধু 'আইপি' লেখা হোক। 'তারিখ' কথাটা পুরো বাদ দিয়ে দেওয়া হোক। ওটা যে তারিখ সেটা এমনিই বোঝা যাবে। এদুটো চেঞ্জ করলে ঐ দুটো কমেন্টের মাঝের জায়গা নষ্ট হওয়ার পরিমাণ কমবে।

  • অনির্বাণ | 162.158.158.176 | ১৪ জানুয়ারি ২০২০ ০৪:৫৩364703
  • গুরুচন্ডালী মেনু ট্যাবটা নিচে শেয়ারিং এর অপশনগুলোর মত সবসময় দেখা গেলে ভালো হয়। তাহলে টই বা অন্য সেকশানে যেতে হলে স্ক্রল করে ওপরে যেতে হবে না। গার্ডিয়ানের অ্যাপের মত। 

  • T | 172.69.134.38 | ১৪ জানুয়ারি ২০২০ ০৮:১৩364708
  • বলচি যে, টইয়ের লিস্টিতে টইয়ের হেডিং এর পাশেই টই যিনি খুলেছেন তাঁর নাম দেওয়ার কী দরকার আছে? কারণ এই ইনফো নিচের লাইনেই আরেকবার রিপিট হয়েছে। তারপর এইটে কবে খোলা হয়েচে বা কোন তারিখে শেষ মন্তব্য হয়েছে সেটাও খুব দরকারী কি? বুলবুলভাজার কোনো লেখার শেষে টইপত্তর, বুলবুলভাজা, কি হরিদাসপালের মেন পেজের লিংক থাকাই তো যথেষ্ট। টইপত্তরের অন্য লেখার লিংক কী বুবুভার বা এই ভাটিয়ালি কী এইসব সরিয়ে দিলে মূল ব্যাপারটায় ফোকাস থাকা যায় মনে হয়। একটি বুবুভার লেখার নীচে মন্তব্য বা আলোচনাটাই বেশী গুরুত্বপূর্ণ তো। ওঁকশ।
  • Amit | 162.158.2.201 | ১৪ জানুয়ারি ২০২০ ১১:৪৯364709
  • বেশ কংফুসিং এই নতুন যায় আউট টা. দু একদিন লাগবে এডজাস্ট হতে
  • Amit | 162.158.2.201 | ১৪ জানুয়ারি ২০২০ ১১:৫৪364710
  • আর ঐটা খোলামেলা আড্ডা টুয়িটা যেটাতে সবাই মিলে হুজ্জুতি করতাম, সেটাই বা কোথায় গেলো ?
  • এলেবেলে | 162.158.158.166 | ১৪ জানুয়ারি ২০২০ ২১:০২364722
  • আগে পাতা জুড়ে লেখা দেখতাম, অন্য জিনিসপত্তর থাকত ডানদিকের তিন ইঞ্চিতে। এখন গুরু কি দক্ষিণ দিকে ঝুঁকছে? বাঁইয়ে দু ইঞ্চি তো আছেই (আগে থাকত না), ডাইনে প্রায় ৮ ইঞ্চি। সব হিসাব ডেস্কটপের মনিটরের মাপে। গুরু কি কেবল মোবাইল থেকে লিখতে বলছে? তাইলে বেজায় চাপ বাপু। ঈশানের সঙ্গে মেলায় দেখা হলে খুব নালিশ করতে হবে!

  • ? | 162.158.167.53 | ১৪ জানুয়ারি ২০২০ ২২:৫৯364723
  • দেখি তো আবার আমার নাম ?  আসে কিনা!!

    ​​​​​​​“

  • অপু | 162.158.167.53 | ১৫ জানুয়ারি ২০২০ ০০:৫৪364724
  • গুগল লে আউটে আমি লিখছি। ওখানে নিউ লাইন বা লাইনের মধ্যে গ্যাপ করছে না
  • অপু | 162.158.167.53 | ১৫ জানুয়ারি ২০২০ ০০:৫৫364725
  • নয়া গেট আপ খুব পছন্দ হয়েছে
  • | 162.158.150.9 | ১৫ জানুয়ারি ২০২০ ০৩:০৭364726
  • নতুন লে আউট ইউজার ফ্রেন্ডলি হয় নি।
  • কল্লোল | 172.69.135.51 | ১৫ জানুয়ারি ২০২০ ১০:২২364727
  • বেশ হয়েছে

  • lcm | 172.69.33.28 | ১৯ জানুয়ারি ২০২০ ০৯:২২729450
  • ভাটিয়ালি = খোলামেলা আড্ডা
  • anandaB | 172.69.33.112 | ১৯ জানুয়ারি ২০২০ ১২:৫২729452
  • এই তো, এই থ্রেড টাই খুঁজছিলাম, কোথায় হারিয়ে গেছিলো কে জানে, anyway

    আমার ধারণা সাইট আপগ্রেড এর কাজ এখনো চলছে ফলত যা যা দেখতে চাই হয়তো অলরেডি ওয়ার্ক ইন প্রগ্রেস :)

    প্রথমত নতুন লে আউট দিব্বো হয়েছে, বেশ eye soothing একটা ব্যাপার আমার কাছে। প্রচুর হেল্প ইত্যাদি ও রয়েছে। বহু জনগণ বোল্ড, ইটালিক্স এবং আরও formatting এর হদ্দমুদ্দ করে ছেড়েছেন যার কোনোটাই আমার দ্বারা হয়ে ওঠে নি, তবে আশাকরি শিখে যাবো শিগগির :)

    এবারে যা যা ততটা ভালো লাগে নি

    প্রথমত এই রেটিং ব্যাপার টা ভালো লাগে নি এক যদি না কোনো এলগোরিদম থেকে থাকে স্প্যাম থ্রেড গুলি ডোবানোর জন্য। লোকজনের উৎসাহ থাকলে যোগদান করবে না হলে ডুবে যাবে - এইরকম সিম্পল থাকাই ভালো

    ওয়েব পেজ এর দুই সাইড এ প্রগাঢ় রিয়েল এস্টেট খালি পড়ে রয়েছে। নতুন সফটওয়্যার এ যখন লেখাই হয়েছে বেটার usability বাঞ্চনীয়, পেজ কন্টেন্ট হরিজোনটালি স্ট্রেচ করা যায় না?

    ওপরের মেন্ মেনু টা পেজ স্ক্রলিং এর সাথে anchor করলে ব্যাপক হয়, দরকার পড়লে পেজ এর বাঁ দিকের খালি জায়গা টা এই কাজে use করা যেতে পারে

    মতামতের pagination (ভাটিয়ালি বাদে) chronologically রিভার্স অর্ডার এ হওয়া উচিত (যেটা পুরানো লে আউট এ ছিল)

    আপাতত এই টুকুই
  • anandaB | 172.69.33.112 | ১৯ জানুয়ারি ২০২০ ১২:৫৫729453
  • ওহ! আর একটা লিখতে ভুলে গেছি, একদম বেসিক HTML বিহেভিয়ার :)

    যে কোনো থ্রেড এ মাউস নিয়ে গেলে কার্সর স্টাইল চেঞ্জ হচ্ছে না (আমি ক্রোম/উইন্ডোস ১০ ডেস্কটপ থেকে লিখছি)
  • tester | 172.69.34.197 | ১৯ জানুয়ারি ২০২০ ১৪:১৬729454
  • কার্সার এবার পয়েন্টার (তর্জনী ) হওয়া উচিত
  • tester | 172.69.34.197 | ১৯ জানুয়ারি ২০২০ ১৫:২৬729455
  • অনেকে পুরো স্ক্রিনের স্পেস ব্যবহার হচ্ছে না বলে মৃদু অভিযোগ করেছেন, তাদের সুবিধার্থে ভাটিয়ালি এবং টইপত্তর/বুলবুলভাজা/হরিদাসপালেরা ইত্যাদি স্ক্রিনে, একটি স্ক্রিন এক্সপানশন আইকন দেওয়া হল, ওতে ক্লিক করলে ফুল-স্ক্রিন হবে, আবার ক্লিক করলে স্ক্রিন স্ট্যান্ডার্ড মোডে আসবে । মোবাইলে বা ছোট ডিভাইসে ওই অপশন/আইকনটি আসবে না ।
  • পিনাকী | 162.158.134.51 | ১৯ জানুয়ারি ২০২০ ২১:১৬729456
  • আনন্দদা, ইউআইএ বেশ কিছু বদল ধীরে ধীরে হবে। ইন ফ্যাক্ট এব্যাপারে ইউআই স্পেশালিস্ট (হুতো এট আল) এর কন্ট্রিবিউশন খুব জরুরি। কিন্তু আপাতত আমরা ইউআইটাকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখছি। এই মুহূর্তে আমাদের টার্গেট গুরুর কোর ফাংশনালিটিগুলো স্মুদলি কাজ করছে - প্রথমে এই জায়গায় নিয়ে আসা। যেমন - বুবুভা ঠিকঠাক আপলোড করা যাচ্ছে কিনা, লোকে বিনা সমস্যায় ব্লগ লিখতে পারছে কিনা, টই খুলতে বা মন্তব্য করতে কিছু অসুবিধে হচ্ছে কিনা, ভাটে মন্তব্য করতে অসুবিধে হচ্ছে কিনা - ইত্যাদি। এর মধ্যে কিছু বাগ যা পাওয়া যাচ্ছে সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেমন ধরো, ব্লগে লম্বা লেখা কেটে যাচ্ছিল। সেটা ফিক্স করা হয়েছে। 

    লেখার বাক্সে কিছু সমস্যা এখনও রয়েছে। কিন্তু সেগুলোর জন্য সৈকতদাকে লাগবে। আর সৈকতদাকে বইমেলার আগে এই কাজটার জন্য পাওয়া একটু ডিফিকাল্ট। তাই ওটার জন্য একটু ওয়েট করতে হবে।

    তবে যে অর্ডারেই কাজ হোক না কেন, তোমরা ইনপুটগুলো এই টইতে দিয়ে রাখো। একটা একটা করে করে করে যাওয়া হবে। 

  • বিপ্লব রহমান | 172.68.146.205 | ১৯ জানুয়ারি ২০২০ ২২:১১729457
  • পুরাই ফালতু হইছে! 

    আন্তর্জালে এত্তো বছর ডুব সাঁতারের  পর আমারে য্যান কয়, আমারে ধরো ক্যান মাঝি? কলসি ধরো মাঝি, কলসি গাংগে ভাইস্যা যায়...

  • anandaB | 172.69.34.17 | ২০ জানুয়ারি ২০২০ ০৪:১৮729460
  • স্ক্রিন এক্সপ্যানসন আর কার্সর চেঞ্জ দুটোই ব্যাপক হয়েছে, থ্যাংক ইউ @tester

    @পিনাকী - একদম নো প্রব্লেম। আস্তে ধীরে UI চেঞ্জ করলেই হবে। requirement গুলো ডকুমেন্টেড থাকুক (যেটা সম্ভবত আপাতত লক্ষ্য)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন