এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • অবন্তিকা | 11.39.37.161 (*) | ৩০ এপ্রিল ২০১৬ ০২:৩৪80641
  • একটা টাইপো এরর রয়ে গেছে। "বিল হল চব্বিশশো টাকা" - হবে। ক্ষমাপ্রার্থী।
  • অরিজিৎ মণ্ডল | 74.233.173.185 (*) | ৩০ এপ্রিল ২০১৬ ০৯:৫৬80640
  • ভালো লেখা। একটু দীর্ঘ হলে ভাল হত।
  • | 131.245.153.94 (*) | ০১ মে ২০১৬ ০৩:০৫80642
  • এই গল্পটা আমার ভাল লাগল না। :-(
    এমনিতে কিছু মন্তব্য করব না ভেবেছিলাম, কিন্তু যেহেতু অবন্তিকার থেকে আগে বেশ ভাল তীক্ষ্ণ লেখাপত্র পেয়েছি, তাই মনে হল বলে রাখি।
    :-(
  • কবিতাওয়ালা | 113.214.139.254 (*) | ০১ মে ২০১৬ ০৩:২৬80646
  • দুরন্ত লেখা, বাঁধুনি ভীষণ ভাল। বিষয় মৌলিক। সাহসী লেখা। গল্পের যে আধুনিক পরিণতির স্টাইল সেটি যথার্থ ভাবে প্রকাশিত। কোন মোচড় নেই, গোল গল্প বলার ইচ্ছা নেই, নেই মিলনাত্নক / বিয়োগাত্নক করবার প্রবণতা। ভাসিয়ে দেওয়া একটা অসহ্য অসহায় অবস্থার কাছে। মুরগীর গন্ধ, যোনীর আঁশটে গন্ধ , গন্ধের অনুষঙ্গ বড় নিখুঁত ভাবে এসেছে। যৌনতা নিয়ে এই রকমের গল্প অনেকেই চেষ্টা করেন লিখতে । সেখানে এরোটিকা কে এড়িয়ে যাওয়া কঠিন । এখানে সেই দিকে একদম পা মাড়াননি । আরও গল্প চাই , এই মৌলিকতা সমেত ---
  • Tim | 108.228.61.183 (*) | ০১ মে ২০১৬ ০৩:৪৫80643
  • অবন্তিকার লেখা তো ঝরঝরে, তাই পড়া হয়ে গেল দ্রুত। তবে শেষে কিছু পড়ে রইলোনা। মনে হলো তাড়াতাড়িতে লেখা।
  • প্রতিভা সরকার | 11.39.39.84 (*) | ০১ মে ২০১৬ ০৭:২৭80644
  • শেষ অব্দি যেটা চারিয়ে গেল ভেতর অব্দি সেটা হলো অসহায়তার একটা অসহ্য বোধ। আর একাকীত্ব।
    লেখিকাকে ধন্যবাদ।
  • পারমিতা | 111.221.135.73 (*) | ০১ মে ২০১৬ ০৯:৩৯80645
  • শেষ হয়ে গেল?
  • sosen | 177.96.23.246 (*) | ০২ মে ২০১৬ ০৪:০৯80649
  • একককে ডিট্টো অবন্তিকাকে লিখে যাও
  • সুস্মিতা | 127.194.232.49 (*) | ০২ মে ২০১৬ ০৬:৪৮80650
  • কাল পড়লাম এটা। বেশ অন্য রকম, লেখার স্টাইল আরে বিষয় নিয়ে খেলা, জমজমাট। সব থেকে ভালো লেগেছে, (কমেন্ট এ একজন লিখেও ছেন), আজ কাল অনেক established writers, particularly women, এই রকম সাবজেক্ট নিয়ে জখনি লেখেন, সেগুলো নামান্তরে porn মনে হয় আমার। এখানে সেই লোভ ও সংবরণ করেছেন।
  • মাগধী প্রাকৃত। | 113.250.68.138 (*) | ০২ মে ২০১৬ ১০:৩১80647
  • অবন্তিকার কবিতা আর প্রবন্ধ দু’টো বেশ দিব্যি। গল্প লিখতে গেলে মুস্কিল। এমনকি ‘বেশ্যাবাড়ির গল্প’ শুরুটা দারুণ হয়েছিল। অথচ, হুট করে শেষ হয়ে গেল। একটা বিষয় কি গোলালু গল্প কিন্ত্ত লিখতে পারা দরকার আছে। জ্যামিতি ক্লাসে অনেকে যেমন কম্পাস দিয়েও ঠিক মতো বৃত্ত টানতে পারে না- আমি ত’ পারতাম না-ফিগার ড্রয়িং এ্যানাটমিতে হাত না পাকিয়ে এ্যাবস্ট্রাক্ট শিল্পী হবেন? বেশ কঠিন! এ গল্পে শেষটা কিছু হলো না আর কি! তবু ভাষা ভাল।আর বড্ড যৌনগন্ধীতা লেখিকার। যৌনকাতরতাও। লেখিকার প্রথম গল্পেও (বেশ্যাবাড়ির গল্পের আগেরটা) যৌনতা ছলকে পড়ছে। তবে অকুণ্ঠ সাহসে তার উপস্থাপনার জন্য তারিফ? প্রাপ্য।
  • Ekak | 53.224.129.47 (*) | ০২ মে ২০১৬ ১১:৪১80648
  • লেখা টা পড়লুম দু বার । একটা এক্সপ্লোরিং প্রসেসের মধ্যে আছিস এই সময় ভালো -খারাপ -তারিফ কিছুই করবো না । জ্যাক হ্যামার চালানোর সময় পাশ থেকে বকবক কত্তে নেই । তবে পুরো গর্ত খুঁড়ে ফেলার পর যখন নর্থ পোল-সাউথ পোল এক বোধ হবে তখন লেখা জমবে । কান পাতা রইলো ।
  • ঈশান | 202.43.65.245 (*) | ০৩ মে ২০১৬ ০২:৩৯80663
  • লেখিকা বিবাহিত না অবিবাহিত, সাহসী না ভীতু, এই দিয়ে কী হবে। লেখা নিয়ে লিখুন না।

    গুরু কর্তৃক প্রকাশিত লেখায় আমি মতামত দিইনা। লেখা নিয়ে এখানেও কিছু বলছিনা। কিন্তু সমালোচনার ধরণটা আপত্তিকর লাগছে, জানিয়ে গেলাম।
  • kc | 198.71.205.237 (*) | ০৩ মে ২০১৬ ০২:৪৮80664
  • আমার কিন্তু মোটামুটি চলেবলই লাগল। তবে এই লেখিকার স্ট্রং পয়েন্ট গদ্য বা প্রবন্ধ নয়। এনার স্ট্রং পয়েন্ট কবিতা। ইন্টারনেটের দুনিয়া, এদিক ওদিক, দিগবিদিকে এনার লেখা চোখে পড়েই যায়। এনার কবিতাগুলো বেশীরভাগ সময়েই বেএএশ ভালো হয়। এই গপ্পটাও কবিতার মতন, কবিতার ঢংয়ে লিখলে আরও ভালো লাগত। গদ্য এনার জঁর নয়।

    ডিঃ মতামত ব্যক্তিগত।
  • কান্তি | 113.57.238.8 (*) | ০৩ মে ২০১৬ ০৩:০২80651
  • গল্পটা পড়লাম। হ্যাঁ, শেষ পর্য্যন্ত টেনে নিয়ে যায়,কিন্তু কোন দাগ কাটেনা।লেখক উপর থেকে দেখার
    পূঁজি নিয়ে অজানা গভীরতায় নামতে চেয়েছেন। তাই বড় ছকে বাঁধা আরোপিত লেখা হয়ে উঠেছে।আরো একটু ভেবে লিখতে বলি। আপনার কলমে শক্তি আছে।
  • স্বনাম | 74.233.173.181 (*) | ০৩ মে ২০১৬ ০৪:১৭80652
  • প্রায় সম্পূর্ণ টাই বিশ্বাসযোগ্য ।
    এমনটাতো হয়ই । তবে "খুব কাছ থেকে, অনেকটা খোলা বুক দেখে ফেললাম । সাদা আর অল্প বাদামি । সেই প্রথম ঘুমের মধ্যে বীর্যপাত" এটা একটু অবাস্তব মনে হয়েছে..
    তা ছাড়াও, ক্লাস এইটে পড়াকালীন ছ বছরের ছোট বোনের ক্লাস 2 তে পড়ার বয়স, পাটী হিসেব অনুযায়ী.
    আপনার লেখা পড়ে মনে হচ্ছে হাতে লেখা ও ভাবার সময় অনেক.. তাই সবকিছুকে গুরুত্ব দিয়েই লিখুন.আপনার গল্পের কাউকেই খুব সাধারণ কারণেও হালকা ভাবেও হাসে টাসে বলে মনে হলনা..
  • pi | 192.66.21.250 (*) | ০৩ মে ২০১৬ ০৪:২৬80665
  • মাগধী প্রাকৃত ( বা নামান্তরে কেনারাম) র পোস্ট ও তার পিছনের উদ্দেশ্য ঠিক সুবিধের ঠেকলো না।
  • aka | 34.96.82.109 (*) | ০৩ মে ২০১৬ ০৪:৪৬80666
  • কদিন আগে খবর দেখলাম না যে কে যেন ম্যানিকুইনের প্রেমে পড়েছে। কোথায় দেখলাম তাও ভুলে গেছি আবাপ না ইংরিজি। লেখাটা পড়ে মনে হল।

    আমার খুব ভালো লাগে নি গপ্পোটা। কেমন মনে হল তাড়াহুড়ো করে লেখা।
  • মাগধী প্রাকৃত | 113.250.68.138 (*) | ০৩ মে ২০১৬ ০৬:১৮80653
  • খেয়েছে স্বনাম! আপনি আবার অষ্টম ক্লাসের পড়ুয়ার ছ’বছরের ছোট বোন টু’তে পড়বে এবং তার যে স্তন হতে পারে না আর দু’টো স্তনের নামে ম্যানিকুইন দুটোর না কিসের নামও হতে পারে না এত কিছু হিসাব করতে গেলেন কেন? এটা গুরুর গোয়াল আর গল্পের গরু এখানে গাছে চড়বে আকাশে উড়বে তবু বাহ্ বাহ্ করতে হবে, এটা জানেন না? এক লিটার পানিতে তিন টেবিল চামচ প্রচ্ছন্ন সেক্যুলারিজম (কাজিন লাভ-সেক্স হিঁদুদের মাঝেও হয় বোঝাতে গিয়ে লেখিকা না হয় আপনার মৌলিক পাটিগণিতটুকু কষার সময় পান নি…অত ধরলে হয়?), প্রচুর যৌনাত্মক শব্দ মিলিয়ে গুলালে তবে কিনা বেড়ে সাহিত্য যাতে পৃথিবীর দু/দু’টো পোল এক হয়ে যায়।
  • S | 217.96.187.205 (*) | ০৩ মে ২০১৬ ০৭:২৯80667
  • জাপানে এইসব ক্রেজ আছে শুনেছি। কিন্তু সাধারণতঃ সেগুলো আনসোশাল বা লাজুক লোকজনদের ব্যাপার জানতাম।

    লেখাটা সম্বন্ধেঃ অনেকগুলো প্লট ছিলো, ফলে অনেক সম্ভাবনা ছিলো - অনেক দিকে যেতে পারতো গল্পটা, সেটা হলোনা। আবার অন্যদিক দিয়ে দেখলে যে কনক্লুশনে বা কি বলবো মানে লেখাটা যেখানে কালমিনেট করলো তার জন্য অনেক বেশি মালমশলা পরিবেশন করা হলো আগে। অনেক ক্ষেত্রে সেগুলোকে ডিসকানেক্টেড বা এমনকি কন্ট্রাডিকটরিও মনে হয়েছে। মানে লেখাটাকে আরো অনেক ট্রিম করা যেত (যেমন বেশ কিছু ক্যারেকটার ফেলে দেওয়া যেত) বা বড় করা যেত (যেমন ক্যারেকটার গুলো নিয়ে আরেকটু লেখা যেত) প্লট গুলোকে। প্লটের আনইউজ্ড মাসল আর মশলাদার মেদের জন্য লেখাটা কোথাও একটা ঝুলে থাকলো।
  • বেচামণি | 11.39.56.48 (*) | ০৩ মে ২০১৬ ০৮:০৩80654
  • এক- যৌনগন্ধিতা। দুই- লেখিকার আগে কোনো ফিকশন পড়িনি ফলে যৌনতার নিরিখে গন্ধ বিচার করে উঠতে পারলাম না। তিন- গভীরে না গেলে এরকম মৌলিক বিষয় নিয়ে ডিল করা যায় কি? জানা নেই। চার- ক্লাস টু-তে পড়া মেয়ের স্তন সুডৌল বা সুবৃহৎ, এমন দাবি কোথাও করা আছে বলে তো মনে হল না। বয়ঃসন্ধিতে নারীশরীর নারীশরীর হিসেবেই প্রতীত হয়। তার মাপ বা আকৃতি প্রকৃতি যদি বিচার্য হত, তাহলে শিশুকন্যাও বাজারে উপবভোগের বস্তু হয়ে উঠত না।

    পরিশেষে- এই সাইটে আগে যতবার ঢুকেছি তাতে, টলিউডের সস্তার ছবি যেমন নায়িকার খোলা পিঠ দেখিয়ে সাবালকত্ব প্রমাণ করতে চায়, তেমনটি মনে হয়নি।
  • i | 134.149.161.219 (*) | ০৩ মে ২০১৬ ০৮:১৯80655
  • 'পাগলা নিমের লিঙ্গদর্শন' মনে পড়ছিল। সে অন্য কথা..

    এই যে শেষের লাইনদুটোয় স্বর বদলে গেল-এতক্ষণের চড়া স্বর বদলে গিয়ে নরম ফিসফিস-কানে কানে বলার মত-আমার খুবই ভালো লাগল। এই লেখা সহজ কথা নয়।
  • i | 134.149.161.219 (*) | ০৩ মে ২০১৬ ০৮:৫০80656
  • অন্য পাঠকের বক্তব্যের বিরোধিতা করছি না-জাস্ট বলছি-দোষ নেবেন না।

    'যৌনতা ছলকে পড়েছে' প্রসঙ্গেঃ
    লেখার প্রথমার্ধের চড়া সুর আর ঐ ছলকে পড়া যৌনতা র ব্যাকড্রপেই ঐ শেষের লাইনদুটো এত কোমল-প্রেমিকের উচ্চারণ হয়ে গেছে।

    আর পাটীগণিত ইত্যাদি প্রসঙ্গেঃ
    লেখাতে ম্যানিকুইন বর্ণনে আছে-'রোগা রোগা ম্যানিকুইন, তাদের চ্যাপ্টানো নিতম্ব, বুকের কাছে সামান্য ঢিবি '- শিশু কন্যা না?

    এসবই একজন খুব সাধারন পাঠকের মনে হওয়া। আপানাদের কথা শুনে লিখেই ফেললাম। কিছু মনে করবেন না।
  • i | 134.149.161.219 (*) | ০৩ মে ২০১৬ ০৮:৫১80657
  • *সাধারণ

    ** আপনাদের
  • কেনারাম | 113.250.68.138 (*) | ০৩ মে ২০১৬ ১০:৩৩80658
  • "একবার কী হয়েছিল, তখন এইটে পড়ি, ফুলকি কোনও কারণে কলতলার দিক থেকে গায়ে লাল গামছা জড়িয়ে আসছিল । খুব কাছ থেকে, অনেকটা খোলা বুক দেখে ফেললাম । সাদা আর অল্প বাদামি । সেই প্রথম ঘুমের মধ্যে বীর্যপাত ।"

    : ক্লাস টু’র মেয়ের দেহের পরিচয় এভাবে দেওয়া হয়েছে? আর শিশুকন্যার বুককে স্তন বলে নাকি? স্বনামে-বেনামে বন্ধুকৃত্য করা ভাল তবে এতে বন্ধুর ক্ষতি হচ্ছে নাতো? শুধু ঘিয়ে ভাজা, তেল চপচপ পরোটার মত ‘আহা বেশ বেশ’ বললে ভাল??
  • কেনারাম | 113.250.68.138 (*) | ০৩ মে ২০১৬ ১০:৪২80659
  • ‘কিন্তু না, কোনও যোনি নেই । দু’পায়ের ফাঁকে একটা মসৃণ অংশ । তকতকে । নির্ভাঁজ । নির্লোম । আঁশটে গন্ধহীন । সকাল হলে দুজন ম্যানিকুইন রোজ আলাদা আলাদা জামা পরে । আবার রাত্তির হলে আলগা গা । এতটাই আলগা, যে কোনও প্রস্তুতির প্রয়োজন পড়ে না । এমনকি প্রবেশেরও না । স্রেফ ঢাললেই হয় । ঝটিতি ।
    ম্যানিকুইন দুটোর নাম রেখেছি । ফুলকির ছোটবেলার একজোড়া স্তনের নামে ।’

    লেখিকা প্রায় হেনরি মিলারের মত সাহসী। বাংলা সাহিত্যে আর একটা ‘ট্রপিক অফ ক্যান্সার’ হয়ে যাক। তাঁর প্রথম গল্পে শরীরে প্রেমিক কিভাবে সিমেন ঝাড়তো তার ন্যারেশনও ছিল। পড়ে হকচকিয়ে গেছিলাম। লেখিকা বিবাহিতা বা বিবাহ বিচ্ছিন্না হলে ঠিক আছে। অবিবাহিত হলে বলতে হবে সত্যি বড় সাহসী।
  • i | 134.149.161.219 (*) | ০৩ মে ২০১৬ ১০:৫২80660
  • কেনারামের ১৬ঃ০৩ এর পোস্ট যদি আমার পোস্টের সাপেক্ষে হয় তবে জানিয়ে রাখি-এই গল্পের লেখক আমার বন্ধু নন, আমি তাঁকে চিনি না। আগের পোস্টেই লিখেছি একজন সাধারণ পাঠক হিসেবে যা মনে হয়েছে সেটাই বলেছি।
    আর যদি আমার পোস্ট প্রসঙ্গে না হয় তো ইগনোর করুন।

    তবে এই দুটো পোস্টের সুর ভালো লাগল না। গল্পের সমালোচনায় লেখকের ব্যক্তিগত প্রসঙ্গ আসবে কেন?
  • d | 144.159.168.72 (*) | ০৩ মে ২০১৬ ১১:০৩80661
  • কি ঝাম রে বাবা! যাঁদের ভাল লেগেছে আর যাঁদের লাগে নি সকলেই তো বক্তব্য রাখছেন। এর মধ্যে বারবার এই
    "এটা গুরুর গোয়াল আর গল্পের গরু এখানে গাছে চড়বে আকাশে উড়বে তবু বাহ্ বাহ্ করতে হবে, এটা জানেন না? " কিম্বা "শুধু ঘিয়ে ভাজা, তেল চপচপ পরোটার মত ‘আহা বেশ বেশ’ বললে ভাল??"
    এই কথাগুলো আসছে কেন? \

    একেবারে প্রথমদিকে আমি নিজেই জানিয়েছি আমার ভাল লাগে নি। আরও কেউ কেউ জানিয়েছেন। আবার অনেকে জানিয়েছেন তাঁদের ভাল লেগেছে। সেটাই স্বাভাবিক, কারো কারো যেমন ভাল নাও লাগতে পারে, কারো কারো ভাল লাগতেও পারে।

    কেনারাম তথা মাগধীর ব্যবহার দেখে মনে হচ্ছে যেহেতু ওঁর ভাল লাগে নি অতএব সবাইকে ওঁর সুরে সুরে মিলিয়ে 'খারাপ' বলত্যেই হবে নাহলেই উনি এসে এসে টন্ট করে যাবেন। আচ্ছা মুশকিল যাহোক!
  • i | 134.149.161.219 (*) | ০৩ মে ২০১৬ ১১:১৮80662
  • দূর কি সব লিখি!
    সাপেক্ষে নয় পরিপ্রেক্ষিতে হবে।
  • sinfaut | 123.193.135.12 (*) | ০৪ মে ২০১৬ ০২:২৯80669
  • "কাজিন লাভ-সেক্স হিঁদুদের মাঝেও হয় বোঝাতে গিয়ে" - এইটা আর ঐ সাহসী বা অতিরিক্ত সাহসী বা লেখিকার ব্যক্তিগত জীবনের খোঁজখবর। এ দুটোই তো মাগধী বা কেনারাম এর টোন সেট করে দিয়েছে।

    একদিকে, হিন্দুদের আগ বাড়িয়ে লিবেরাল ও সেকুলার হওয়ার ঝোঁক প্লাস সংস্কারের বেড়া ভাঙ্গার বিপজ্জনক প্রবণতা। এসব তো গর্বিত হিন্দু টাইপ ফেবু পেজের পেট টপিক।
  • | 24.97.221.162 (*) | ০৪ মে ২০১৬ ০৪:৪২80674
  • বেশ অপেক্ষায় থাকলাম।
    এই সময়-এর লেখাটা নিয়ে কি কোনও বিতর্ক হয়েছিল? কেন?
    মানে আমার তো ঠিকঠাকই লেগেছিল।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন