এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  ধারাবাহিক

  • সিজনস অব বিট্রেয়াল – দ্বিতীয় পর্ব

    দময়ন্তী লেখকের গ্রাহক হোন
    ধারাবাহিক | ১২ জুলাই ২০১৭ | ২৫৭১ বার পঠিত
  • সিজন-১ (কন্টিন্যুড)
    স্থান – দমদম পশ্চিমবঙ্গ  কাল – ১৯৫০ সালের মে মাস



    রমেশচন্দ্রের বাড়ী আজ কিছু সরগরম, আগরতলা থেকে লোক এসেছে, খবর এনেছে ভাই যোগেশকে পরিবার নিয়ে নিরাপদে বর্ডার পেরোতে দেখেছে সে। পরিবার বলতে স্ত্রী ও শিশুপুত্রটি, বাকী সব তো আগেই এসে গেছে, এবার এরাও এসে গেলে নিশ্চিন্ত হওয়া যায়। খবর পেয়েই রমেশ চুঁচুড়া থেকে যুঁইকে আনিয়ে নিয়েছেন, সে বেচারী ছোটমাসির বাড়ীতেই আছে গত মাসখানেক, ওর দাদারা যাওয়া আসা করে, খবরাখবর নেয়, কিন্তু সকলেই প্রচন্ড উদ্বেগে রয়েছে; কিশোরগঞ্জ থেকে প্রায় কোনও খবরই পাওয়া যায় নি এতদিন। যোগেশের বড় তিন পুত্রও এসে যাবে ওরা এলেই, তারা  সিটি কলেজের কাছেই এক মেসে থাকে, বেশী দূর নয়। রমেশচন্দ্র দমদম জেলের ডাক্তার; সরকারী চাকরি তাঁর, বেতন ভাল, অন্য সুবিধেও আছে – গৃহকর্মে সাহায্যের জন্য পেটভাতায় সেবক পেয়ে থাকেন, এছাড়াও জেলে উৎপাদিত বিভিন্ন জিনিষপত্রও পেয়ে থাকেন, ফলে এক পুত্র ও এক কন্যা নিয়ে যথেষ্ট স্বচ্ছল অবস্থা তাঁর। ইচ্ছা ছিল পুত্রটিকেও ডাক্তারি পড়াবেন, কিন্তু অমরেশের সেদিকে মন নেই একেবারেই, বাণিজ্য নিয়ে পড়ছে, এম কম শেষ  হলে তার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়বার ইচ্ছা। কন্যা পারু, পারুলবালা ভারী শান্ত লক্ষ্মী মেয়ে, কিন্ত্ পড়াশোনায় মাথা নেই একেবারেই। কোনওমতে দুইবারের চেষ্টায় ম্যট্রিক পাশ করে প্রি-ইউ পড়ছে, ভাল পাত্র খুঁজছেন রমেশ, পেলেই বিয়ে দিয়ে দেবেন। যুঁইকে বড় স্নেহ করেন রমেশ শুধু তার শান্ত স্বভাবের জন্যই নয়, বরং তার পড়াশোনায় মনোযোগ ও বিভিন্ন বিষয়ে  অদ্যাবধি প্রাপ্ত নম্বরের জন্যও বটে। এজন্য তাঁর স্ত্রীর কিছু আক্ষেপ আছে যে নিজ পুত্রকন্যার তুলনায় যোগেশের সন্তান, বিশেষতঃ কন্যাটির প্রতি তাঁর পক্ষপাত দৃশ্যমান। তিনি নির্বিকার, বাহ্যিক দায়দায়িত্বে তিনি কোনও ফাঁকি দেন না, অন্যায় করেন না। যোগেশের পুত্রগুলিও পড়াশোনায় অত্যন্ত ভাল। তৃতীয় পুত্রটি ম্যাট্রিকুলেশান পরীক্ষায় গোটা বাংলায় পঞ্চম হয়েছিল, সে অবশ্য স্বাধীনতার বেশ কিছু বছর আগে। বড় ও মেজ পুত্রও প্রথম বিভাগেই পাশ করেছে। এইবার যোগেশ এসে গেলে যুঁইকে আবার ক্লাস নাইনে ভর্তি করে দিতে হবে। তাঁর ইচ্ছে যোগেশরা এই দমদম অঞ্চলেই থিতু হোক, ছেলেমেয়েগুলোকে ঘনঘন দেখতে পাবেন, যোগেশ একটু রগচটা হলেও খুব বুদ্ধিমান, সাংসারিক সব বিষয়ে ওর সাথে পরামর্শ করতে পারলে খুশীই হবেন। সবচেয়ে ছোট ভাই উমেশও কাছেই বারাকপুরে থাকে, পেশায় উকীল সে, কোর্টে প্র্যাকটিস করে। তিনভাই কাছাকাছি থাকাই ভাল। তিনি সবচেয়ে বড়, মেজ মনীশ তো আর কলকাতা দেখল না --- মনীশের কথা মনে পড়তেই চোখ ভারী হয়ে আসে,  দীর্ঘশ্বাস পড়ে রমেশের --- কিন্তু না আজ আনন্দের দিনে মনীশের কথা মনে আনবেন না তিনি। রমেশ উঠে যান ভেতর বাড়ীতে সব ব্যবস্থা দেখতে। 



    তিনতলার ঘরে মস্ত বড় পালঙ্কের এক কোনায় বসে যুঁই আপনমনে সরু সরু দুটো কাঁটা আর খুব শক্ত আর সরু একলাছি সুতো দিয়ে নক্সা বুনছিল; একে বলে কুরুশের কাজ, নতুন শিখেছে  ও নমিতা, ছোটমাসীমার দেওরের মেয়ের কাছে, বেশ দিব্বি ছোট ছোট কয়েকটা কাপডিশ বসাবার নকশাদার ঢাকনি বানিয়েও ফেলেছে। পুর্ববঙ্গে থাকতে ওরা জানত শুধু উলবোনা,  চটের আসন বোনা আর টুকটাক রুমালে সুতো দিয়ে নকশা করা। ছোটমাসীমার নিজের চারটিই ছেলে কিন্তু তাঁর দেওর ভাসুরদের বেশ ক’টি মেয়ে, সকলের সাথেই যুঁইয়ের বেশ ভাব হয়ে গেছে এই কয়দিনে। মাঝে একবার খবর পেয়ে সাঁতরাগাছি থেকে সেজমাসীমা তাঁর বড়ছেলেকে নিয়ে এসে দেখে গেছেন যুঁইকে। কিন্তু তাঁকে কেমন অচেনা  লাগে ওর, কিরকম অদ্ভুত  ভাষায় কথা বলেন উনি। ছোটমাসীমাদের ভাষাও যুঁইদের থেকে খানিকটা আলাদা, কিন্তু তাও অনেকটাই মিল আছে, কিন্তু সেজমাসীমার ভাষা, উচ্চারণ সব কেমন আলাদা হয়ে গেছে। সেজমাসীমা আসবেন  তাই দিদিমণিও এসেছিলেন খড়দা থেকে। দিদিমণি বলেন ‘তুই অ্যাক্করে এদেশী হইয়া গেছস শেফালী, তর কথাবার্তা আর আমরার দ্যাশের নাই’ সেজমাসীমা দিব্বি হেসে কেমন করে বলেন ‘যা বোলোচো মা। অ্যাগদম তোমার  জামাইয়ের ভাষায় কতা কইচি।’ দিদিমণি আর কিছু বলেন না, মুখ দেখে বোঝা যায় খুব একটা পছন্দ করেন  নি। দিদিমণি এসেছেন যুঁইয়ের আগেই, কিন্তু থাকার জায়গা এখনও তেমন স্থির কিছু হয় নি। বড়মামা নীরেন জামশেদপুরে গিয়ে একটা কাজ যোগাড় করে নিয়েছে, মেজমামা বীরেনকেও সেখানে নিয়ে গেছিল বড়মামা কিন্তু বীরেনের কাজ ওখানে হয় নি, এখনও বিএ পাশ দিতে অনেক দেরী, সবে ম্যাট্রিক দিয়ে চলে এসেছে, এই অবস্থায় ওখানে কোন কাজ এখন খালি নেই। বীরেন ওখান থেকে রাঁচি চলে গিয়ে কি একটা কারখানায় ট্রেনিঙ নিতে ঢুকে গেছে।  দিদিমণি তাই দুই মেয়ে আর ছোটমামা নান্টুকে নিয়ে ওঁর খুড়তুতো ভাই শৈলেশের কাছে খড়দায় উঠেছেন। শৈলেশরা সেই যবে যুদ্ধ লাগল তখন থেকেই এপারে, ইছাপুরে বন্দুক বানানোর কারখানায় ঢুকে গেছে, এমনিতে ভালই আছে, তবে হুট বলতে চারটে লোককে রাখা --- দিদিমণি বলছিলেন ছোটমাসীমাকে, নীরেনের কাজটা পাকা হলেই ওর কাছে চলে যাবেন ওঁরা। 



    ছোটমামা নান্টু যূঁইয়ের থেকে অনেকটাই ছোট। ও তখন সবে পাঠশালা থেকে হাইস্কুলে গেছে, সেজদা তখনও কলকাতা যায় নি।  সেবার কলকাতায় খুব গোলমাল শুরু হল,  হঠাৎ একদিন স্কুল থেকে ফিরে দেখে  বড়দা আর মেজদা হোস্টেলে থেকে কিশোরগঞ্জে চলে এসেছে। কলকাতায় সব স্কুল কলেজ বন্ধ, মহাত্মা গান্ধী ‘ভারত ছাড়’  আন্দোলনের ডাক দিয়েছেন, ‘ইংরেজ ভারত ছাড়’ এই  দাবী তুলে শ’য়ে শ’য়ে ছেলেবুড়ো রাস্তায় নেমেছে।  দাদারা বাড়ীতে আসায় যুঁইয়ের মা ওদের ভাইবোনকে নিয়ে ক'দিনের জন্য মামাবাড়ী বেড়াতে চলল৷ বাজিতপুর যেতে গেলে শেষ দু মাইল ওরা সাধারণত: হেঁটেই যায়,  কিন্তু এবারে মা'য়ের শরীর খারাপ, তাই মা'র জন্য বড়মামা  গরুর গাড়ী নিয়ে এসেছে৷ মা তিন দাদাকে নিয়ে গরুর গাড়ীতে চড়ে বসলেও যুঁই বায়না ধরে বড়মামার সাথে সাইকেলে যাবে৷ দুয়েকবার আপত্তি করে মা'ও মেনে নেয়৷ আর যুঁইকে পায় কে! সাইকেলের রডে বসে পটর পটর করে কথা বলতে বলতে চলে৷ কথায় কথায় জানতে পারে সোনামাসিমা আর শেফালীমাসিমাও এখন এসেছে৷ দিদিমণিরও নাকি শরীর খারাপ৷ ছোটমাসীমা একা পারবে না এদিকে দিদিমণির  আঁতুড় তুলতে আবার মায়েরও তো শরীর তেমন ভাল না, পেটে খুব ব্যাথা হয়, ডাক্তারবাবু বলেছেন সময়ত খাওয়া আর যত্ন দরকার৷ ওদিকে সেজমাসিমার শ্বশুরবাড়ী সেই সাঁত্রাগাছি --- সে অনেকদূর, কলকাতার কাছে৷ তাই সোনামাসিমাকে খবর দেওয়া হয়েছিল। সেজমাসিমা এমনি এমনিই বেড়াতে চলে এসেছে৷ সেজমাসীমার ওখানকার লোকেদের মত করে কথা বড়মামা নকল করে দেখায়,  শুনে  মেজদা আর সেজদা  খুব হাসাহাসি করে৷ যুঁইরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে গেল৷ বৈঠকখানায় হ্যাজাক নিয়ে দাদুমণি সরকারমশাইয়ের সাথে বসে হিসাব দেখছেন৷বড়ঘরে একটা হ্যারিকেন নিয়ে মন্টুমামা পড়ছে৷ ছোটমাসীমা পড়তে আসবে রান্না আরেকটু এগিয়ে দিয়ে৷ নাম ধরে মামা ডাক মা খুব অপছন্দ করে, কিন্তু অনেক বকাবকি সত্ত্বেও প্রভাস, সুহাষ, ভানু আর যুঁইকে দিয়ে মেজমামা ডাকানো যায় নি৷মন্টু যুঁইয়ের চেয়ে তিন বছরের ছোট| চারজনই  ‘মন্টুমামা' বলেই ডাকে, বড়রা কেউ সামনে না থাকলে 'মন্টু'কিম্বা ইস্কুলের নাম ‘বীরেন’  বলেও ডাকে৷ 

    রাতে পুবের ঘরে শুতে গিয়ে যুঁই জানতে পারে ওরা এখন এখানেই থেকে যাবে দিদিমণির আঁতুড় না ওঠা পর্যন্ত৷ কলকাতায় কলেজ খুলে গেছে জানতে পারলে দাদা আর মেজদা এখান থেকেই সোজা কলকাতা চলে যাবে৷ একঢালা বিছানায় শুয়ে সোনামাসিমা, ওঁর দুই মেয়ে দেবী, ছবি, শেফালীমাসিমা, ছোটমাসিমা, বড়মামার মেয়ে রুমু, যুঁই সবাই মিলে গল্প করতে থাকে৷ পাশের ঘরে দাদারা সব, মন্টুমামা, রতন, ঘোঁতন এখনও হইহই করে ক্যারাম খেলছে৷ সলতে পড়ে যাওয়ায় হ্যারিকেনটা একবার নিভু নিভু হয়ে গেছিল৷ সেই সুযোগে নাকি ভানু আর মন্টু কি একটা চোট্টামি করেছে৷ তাই নিয়ে খুব চেঁচামেচি চলছে৷ এরই মধ্যে ছোটমাসীমা হঠাৎ বলে 'জানস হেইবাড়ীর বুইড়্যা পিসি এক্কেরে ফাগল হইয়া গ্যাসে৷ গায়ে আর জামাকাপড় রাখতেই চায় না৷অনঙ্গদাদু কি যে করবেন ভাইব্যা পাইতাসেন না'৷ সোনামাসিমা জিগ্যেস করেন 'ছুডুপিসি কিতা করে?' ছোটমাসিমা বলেন'হ্যায় একরহমই আসে৷ আর খারাপ কিসু হয় নাই'৷ ঘরজুড়ে সবাই চুপ হয়ে যায়৷মামাবাড়ীর পাশের বাড়ীটা অনঙ্গদাদুদের৷ অনঙ্গদাদুর দুই মেয়েই বালবিধবা৷ একজন নয় আর অন্যজন চোদ্দয় বিধবা হয়েছে৷ অনঙ্গদাদুর অসম্ভব নিয়মনিষ্ঠার জন্যই কিনা কে জানে, গত তিন চার বছর ধরে দু জনেরই মাথায় অল্প স্বল্প গোলযোগ দেখা দিয়েছে৷ ওদের ধানের গোলার সাথে লাগোয়া উঠোনটার পাশেইঅনঙ্গদাদুদের পশ্চিমের কোঠার পিছনদিকটা৷ ওখানেই দুই মেয়ে থাকে৷ ঐ উঠোনে যখন দাদুমণিদের মুনিষ, রাখাল, বাগালরা খেতে বসে, তখন অনেকসময়ই দেখা যায় বুইড়্যা পিসি আর ছুডুপিসি জানলা দিয়ে তাকিয়ে আছে৷ মুনিষদের জন্য মাছের কাঁসি আনলেই দুই পিসি খুব করুণভাবে এক টুকরো মাছ চাইতে থাকে৷ প্রথমবার দেখে যুঁই খুব অবাক হয়ে দিতে গিয়েছিল৷ বড়মামাদের রাখাল কালীচরণ দেখতে পেয়ে হাঁইমাই করে চেঁচিয়ে ওঠে --'করেন কি দিদিঠাকরাইন, আপনার মায়ে জানতে পারলে মাইর‍্যা ফালাইব'৷ যুঁই ভয় পেয়ে থেমে যায়৷ পরে মা জানতে পেরে ওকে বলেছিল 'বিধবা মাগীরে মাছ দিতে গেসলা, অতখানি বড় হইছ, তোমার হুঁশ পব কিসু নাই? হ্যারা তো ফাগল, তুমি জাইন্যা বুইঝ্যা দিলে পাপ তো তুমার হইব৷'  মাঝে মাঝে বুইড়্যা পিসি বেশ ষড়যন্ত্র করার ভঙ্গীতে ফিসফিস করে বলতেন 'বাবায় নাই এইহানো, একটা কাতল মাছের পেটি দে না রে আমারে৷ কাউরে কইতাম না'৷  কত মাছ ওরা ফেলাছড়া করে খায়, আর একটা টুকরোর জন্য 'হেইবাড়ী'র পিসিদের আকুলিবিকুলির কথা মনে হলেই যুঁইয়ের কিরম কান্না কান্না পায়, আর একটু ভয় ভয়ও করে৷ ভয় কেন করে সেটা ঠিক বোঝে না, কিন্তু যুঁই দেখেছে ওর কিরকম একটা অদ্ভুত ভয় করতে থাকে৷ ঘরে 'ভগবানের মাইর' জাতীয় দু একটা কথার পর সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে৷ বাইরে খিড়কির পুকুরের ধার থেকে ঝিঁঝির ডাক ভেসে আসে৷ দূরে কটা শেয়াল ডেকে উঠল একসাথে৷ যুঁইয়ের দুচোখ ছাপিয়ে হু হু করে কান্না আসে, আর ---  আর সেই অজানা ভয়টাও তীব্র হয়, প্রচন্ড ভয় আর কান্নার বেগ চাপা দিতে বালিশটা নিয়ে মাথা চাপা দেয় যুঁই৷

    পরের পূর্নিমার আগেই অনঙ্গদাদু পশ্চিমের কোঠার সাথে একটা হাগনকুঠি আর একটা চানের জায়গা বানিয়ে উঁচু পাঁচিল দিয়ে সবটা ঘিরে দিলেন৷ পাঁচিলের গায়ে একটা দরজা মূল বাড়ীতে যাওয়া আসার জন্য৷ তাতে সারাদিন তালা দেওয়া থাকে৷ পশ্চিমের কোঠার জানলাগুলোর অর্ধেক ইঁট গেঁথে বন্ধ করে দিলেন৷ শুধু ওপরের দিকে একটা করে ফালিমত  খোলা রইল৷ তাই দিয়ে বুইড়্যাপিসির নাকের ডগা  অবধি আর ছুডুপিসির চোখ পর্যন্ত দেখা যায়৷



    পারুর ধাক্কায় চমকে ওঠে যুঁই, পারু কখন এসেছে, ওকে ডেকেছে কিছুই খেয়াল করে নি। হাত থেকে কুরুশকাঁটা নামিয়ে রেখেই বুঝতে পারে ওর দুই চোখ, গাল্ ভেজা। তাড়াতাড়ি মাথা নামিয়ে আঁচল দিয়ে ভাল করে মুখ মুছতে যায় – কিন্তু পারু ওকে জড়িয়ে ধরতেই আরো খানিকটা চোখের জল আলগা হয়ে গাল গলা ভিজিয়ে নামে, পারু বলে নীচে চল  দাদাদের খাওয়া হইয়্যা গ্যাসে এইবার আমরা খাইয়া লই, কাকারা এইবেলা আর আইত না। যুঁই হতাশা গোপন করতে পারে না ‘আইত না? খবর আইসে?’ পারু বলে নাহ খবর আর ক্যাডায় আনব? হেই ব্যাডায় তো কই গ্যাসেগা কেডা জানে? আইলে অতক্ষণ আইয়া যাইত। ল ল চল খাইয়া লইয়া বসবি চল। দ্যাখসে যহন আইবোনে,  আইজ কাইল আইয়া যাইবো আর ভাবিস না। 

    জ্যাঠামশাইয়ের বৈঠকখানার মস্ত ঘড়িতে রাত  বারোটা বাজল, তিনতলার ঘরে পালঙ্কে পারু যূঁই ও ছোট দেওরের মেয়ে বাসু, বাসন্তীকে নিয়ে জ্যেঠিমা শুয়েছেন। সারাদিনের খাটাখাটনির পর শোয়ার সাথেসাথেই ঘুমিয়ে পড়েছেন তিনি। পারু আর বাসু কিছুক্ষণ যূঁইয়ের সাথে গল্প করার  চেষ্টা করেছিল  শেষে তারাও ঘুমিয়ে পড়েছে। বিকেল থেকেই যূঁই প্রায় কারোর সাথেই আর কথা বলে নি, সেজদা মেজদার সাথেও না। সকলেই কিছু  চিন্তিত, চুপচাপ। এতদিন ছিল প্রতীক্ষা, উঠকণ্ঠা আদৌ সীমান্ত পেরোতে পারবে কিনা আর এখন যে খবরটা এসেছে সেটা আদৌ  সত্যি? তাহলে কবে আসবে ওরা? যে খবর দিয়ে গেল সেই বা কে? পরশুদিন যদি বাবা মা বাচ্চুকে আগরতলা দেখা গিয়ে থাকে তাহলে হিসেবমত আজ তো অবশ্যই পৌঁছে যাওয়া উচিৎ ছিল। তবে কি নতুন কোন বিপদ ---
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • ধারাবাহিক | ১২ জুলাই ২০১৭ | ২৫৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pi | 57.29.200.180 (*) | ১২ জুলাই ২০১৭ ০৫:২৮82993
  • এই লেখাটা কি আমিই এত ছোট ফণ্টে দেখছি ?
  • hu | 108.228.61.183 (*) | ১২ জুলাই ২০১৭ ০৬:৪২82994
  • আমিও দেখছি ছোট ফন্টে। ভালো লাগছে।
  • i | 128.211.198.113 (*) | ১২ জুলাই ২০১৭ ১১:৩০82992
  • দ্বিতীয় পর্বের অপেক্ষাতেই ছিলাম।
    প্রথম পর্বের শেষে 'রাতে যারা আসবে তারা কি বাবা মা বাচ্চুকে ছেড়ে দেবে? আর কোনদিন যুঁইয়ের দেখা হবে ওদের সাথে?' আর কি দেখা হবে?র উৎকণ্ঠা এই পর্বের শেষেও রয়ে গেল একইভাবে।

    খুবই ভালো লাগছে । কেন ভালো কী ভালো এই সব বিশ্লেষণ সমালোচনা আলোচনা একদম শেষ পর্বের জন্য তোলা রইল।

    আপাততঃ আবার পরের পর্বের অপেক্ষায় রইলাম।

    চরৈবেতি।
  • aranya | 83.197.98.233 (*) | ১৩ জুলাই ২০১৭ ০১:৩৬82995
  • হ্যাঁ, ছোট ফন্ট।

    ভাল লেখা
  • | 144.159.168.72 (*) | ১৩ জুলাই ২০১৭ ০৬:০৮82996
  • হ্যাঁ কেমন রোগা আর পুঁচকেমত ফন্ট। কিন্তুক আমি তো সোলেইমানলিপিতেই লিখেছিলাম, যেমন আরো সব লিখে থাকি আর কি।
  • Swati | 127.194.47.185 (*) | ১৩ জুলাই ২০১৭ ০৬:১৪82999
  • পরেরটা তাড়াতাড়ি প্লীজ
  • পৃথা | 132.161.244.109 (*) | ১৩ জুলাই ২০১৭ ০৬:৩৬83000
  • চমৎকার লাগল। লেখাটা কি ধারাবাহিক?
  • ইন্দ্রাণী | 126.203.137.17 (*) | ১৩ জুলাই ২০১৭ ০৭:৫২82997
  • প্রথম পর্বটা মিস করেছিলাম।তাই আগে দ্বিতীয় পরে প্রথম পড়েছি।যদিও তাতে ভাল লাগা কিছু কম হয় নি।অসাধারণ!!লেখিকাকে কুর্নিশ।চলুক.....অপেক্ষায় রইলাম.....
  • de | 69.185.236.52 (*) | ১৩ জুলাই ২০১৭ ১২:১৯82998
  • আর কিছু লিখোনা এখন - শুধু এটায় কনসেন্ট্রেট করো - এটা একদম অন্য লেভেলের হচ্চে -
  • রৌহিন | 233.191.47.6 (*) | ১৪ জুলাই ২০১৭ ০৬:০৯83001
  • দ্বিতীয়টাও প্রথম পর্বের মতই টানটান। "ওরা আজ আর আইত না" এই ধরণের বাক্যগঠন আগরতলাতেই প্রথম শুনি এবং খুব ভালো লাগত। সেই স্মৃতি ফিরে এল। দারুণ লাগছে দমুদি। চলুক
  • মুহাম্মদ সাদেকুজ্জামান শরীফ | 129.30.45.155 (*) | ১৪ জুলাই ২০১৭ ০৭:২০83002
  • দুইটা লেখা টানা পড়লাম। এক ঘোরের ভিতরে চলে গিয়েছিলাম যেন। সেই অদ্ভুত উদ্ভট সময়ে চলে গিয়েছিলাম। দুর্দান্ত লেখনী নিঃসন্দেহে। পুরোটা পড়ার আগ্রহ নিয়ে বসে থাকলাম।
    তবে একটা বিষয় না বলে পারছি না। তা হচ্ছে ভাষা। এমন এক এলাকা নিয়ে কথা বলছেন যার ভাষার সাথে অন্য কোন এলাকার ভাষা মিলবে না এক বিন্দু এবং অন্তান্ত জটিল ভাষা। ময়মেনসিং, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ পাসাপাসি এলাকা কিন্তু তিন জেলার ভাষা আলাদা। খুব সূক্ষ্ম পার্থক্য। বোঝে খুব কম মানুষ। কিন্তু একজন কিশোরগঞ্জের মানুষ খুব সহজেই বুঝে ফেলবে যে যিনি কথা বলছেন তিনি কিশোরগঞ্জের না কি ময়মেনসিংহের। দ্বিতীয় পর্বে চেষ্টাটা বোঝা গেছে কিন্তু হয়ে উঠেনি। একটা বলি, কিশোরগঞ্জের লোকজন খেয়েছেন কি কোনদিনই খেয়েছেন বলবে না, তারা বলবে কাইছুইন, খেয়ে ফেলুন কে বলবে কায়ালাইন। বর্তমান ময়মেনসিং বিভাগে আমার বাড়ি কিন্তু আজো এই তিন জেলার ভাষার পার্থক্য ধরে উঠতে পারিনি। পরের পর্বের জন্য অগ্রিম শুভ কামনা থাকলো।
  • মৌমিতা | 52.110.154.28 (*) | ১৪ জুলাই ২০১৭ ০৮:১৫83003
  • পড়ে, এত মন খারাপ হল, নিজের পরিবার এর সাথে ঘটে যাওয়া, অন্যায় গুলি,,,,, কিছু প্রশ্ন দাবী করে,,

    নিজের বঁচে থাকার নামে, ধনতন্ত্র আর রাষ্ট্র এর প্রতিশ্রুতি ভঙ্গ র কাথে আমরা সবাই কি ভিষণ ভাবে হেরে গেছি,,,,,,, মৃতবৎ সত্ত্বার শ্বাস গ্রহণকে স্বীকার করছি, তা মনে করাল।
  • মৌমিতা | 52.110.154.28 (*) | ১৪ জুলাই ২০১৭ ০৮:১৫83004
  • পড়ে, এত মন খারাপ হল, নিজের পরিবার এর সাথে ঘটে যাওয়া, অন্যায় গুলি,,,,, কিছু প্রশ্ন দাবী করে,,

    নিজের বঁচে থাকার নামে, ধনতন্ত্র আর রাষ্ট্র এর প্রতিশ্রুতি ভঙ্গ র কাথে আমরা সবাই কি ভিষণ ভাবে হেরে গেছি,,,,,,, মৃতবৎ সত্ত্বার শ্বাস গ্রহণকে স্বীকার করছি, তা মনে করাল।
  • Kakali Sinha Roy | 137.0.0.1 (*) | ১৫ জুলাই ২০১৭ ১০:৪৬83005
  • ভীষণ ভাবে অপেক্ষায় রইলাম পরের পর্বের ।
  • rabaahuta | 233.186.160.49 (*) | ১৬ জুলাই ২০১৭ ০৩:২৬83007
  • এই ভাষাটা আগরতলার হিসেবে চিনতে পারি - রোহিন-ও বললো যেমন। আগরতলায় পূর্ববঙ্গের নানান জেলার এবং সামান্য কলকাতার ডায়ালেক্ট মিশে একটা নতুন রকম তৈরী হয়েছে।
    অন্য ডায়ালেক্টগুলো আমি আলাদাভাবে চিনতে পারবো না, মায়েদের পূর্বপুরুষের শেকড় ছিল ময়মনসিংহ কিশোরগঞ্জ; কিন্তু অনেক আগে থেকেই সবাই প্রবাসী তাই ডায়ালেক্টও বদলে গেছে সবার। তবে আমার মনে হয়েছে পাড়া, পরিবার ভেদেও ডায়ালেক্ট একটু একটু পাল্টে যায়। আগরতলাতেও আমার এবং আমার সব পরিচিত/বন্ধুদের ব্যবহৃত ক্রিয়াপদ, উচ্চারণ এক নয়।

    সে যাই হোক, এই লেখাটা খুব মন দিয়ে পড়ছি, প্রথম থেকেই, পরের পর্বগুলোর অপেক্ষায় থাকবো।
    এই ঘটনাপ্রবাহ, এই চরিত্রগুলি, এই বিশ্বাসহীনতা, এইসব অ্যাগোনি এইগুলো এত পরিচিত, সবসময়ই মনে হয় এগুলো লেখা থাক; ঠিক এইরকম ভাবেই লেখা থাক।
  • Rabaahuta | 233.186.160.49 (*) | ১৬ জুলাই ২০১৭ ০৩:৩৮83008
  • *রৌহিন
  • | 116.193.214.226 (*) | ১৬ জুলাই ২০১৭ ০৫:৪৬83006
  • ছোটাই, হুচি, ইন্দ্রানী, দে, অরণ্য, স্বাতী, পৃথা, রৌহিন, সাদেকুজ্জামান শরীফ, মৌমিতা, কাকলী,

    অনেক অনেক ধন্যবাদ।

    দে'র বুদ্ধিটা ভাল (আশা করি পাইও দেখেছে)

    পৃথা, হ্যাঁ এটা ধারাবাহিক।

    সাদেকুজ্জামান শরীফ,

    খুব গুরুত্বপুর্ণ সংযোজন করেছেন আপনি। ময়মনসিংহের ভাষাই আমি আমার বাড়ীতে শুনেছি, তাতেই লেখার চেষ্টা করেছি।

    কিন্তু আমি যতদিনে শুনেছি ততদিনে তাঁদের ভাষায় কলকাতার প্রভাব এসে গেছে। ফলে ভাষা কিছু মিশ্র হয়ে গিয়েছে বলে অনুমান করি। অবশ্যই ১৯৫০ এ সেইভাবে সেই অ্যাকসেন্টে হয়ত তাঁরা বলতেন না, আজকে অবচেতনেই যা ঢুকে গেছে। আমার স্মৃতি মোটামুটি ৭০ দশকের শুরু দিনগুলি থেকে, কুড়ি বছরের ব্যবধান এবং আমার বর্তমান ইংরিজি, হিন্দি, মারাঠী মিলেজুলে যাওয়া স্মৃতি সবমিলে ঘন্ট পাকিয়েছে যা বুঝছি।

    আপনার সাথে কি কোনওভাবে যোগাযোগ করা যায়, তাহলে এই সম্পর্কে কিছু সাহায্য নিতাম।

    ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
  • T | 229.75.11.86 (*) | ১৬ জুলাই ২০১৭ ০৭:৩৫83009
  • ভালো লাগল দমদি।
  • মুহাম্মদ সাদেকুজ্জামান শরীফ | 133.108.244.13 (*) | ১৬ জুলাই ২০১৭ ০৮:১৯83010
  • আপনি ময়মেনসিংহের যে ভাষায় লিখেছেন তা আসলে আমার পরিচিত না। আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়ের ভাষা এমন ছিল কিনা তা আমার জানা নেই। এটা একটু কঠিন ব্যাপারই মনে হচ্ছে যে সে সময় ভাষা কেমন ছিল তা নিশ্চিত হওয়া। এ তো মনে হচ্ছে রীতিমত গবেষণার বিষয়!! তবে ময়মেনসিনহের ভাষা আর কিশোরগঞ্জের ভাষা কোনমতেই এক না, এটা আমি নিশ্চিত। আপনার দ্বিতীয় পর্বের ভাষা অনেকখানি সঠিক বলে মনে হয়েছে আমার কাছে।
    ভাষার কথাটা আমি বলেছি কারন আমি খেয়াল করে দেখছি, ওই বাংলার মানুষজন আমাদের দিকের ভাষা বলতেই একটা সুর ব্যবহার করে। আপনাদের দিকের সিনামা গুলাতেও একই অবস্থা। সেই প্রাচীন কাল থেকে বর্তমান কাল, দেখে আসছি কোন বাংলাদেশি চরিত্র থাকলেই সে একই রকম ভাবে কথা বলে। আমি গুরুর ফেসবুক গ্রুপে লিখেছিলামও এই বিষয় নিয়ে। বড় বড় পরিচালকের ছবিতেও দেখেছি একই রকম গদ বাঁধা বাংলা ভাষা। সেই হিসেবে আপনার চেষ্টা রীতিমত চোখে পরার মত। অন্যদের মত আমগোর তুমগোর ব্যবহার করেই কাজ চালান নাই।

    ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি মনে হচ্ছে, যাই হোক, আমি আপনাকে কতখানি সাহায্য করতে পারব আমি জানি না। আসলে আমি নিজেই এই এলাকার ভাষা নিয়ে দ্বিধায় থাকি। আমি এর আগে যে উদাহরণ দিয়ে ছিলাম কায়ালাইন, কাইছুইন, এগুলা কে বলছিলাম কিশোরগঞ্জের ভাষা, আমি ভুল বলেছিলাম, পরে আমার মনে হলো যে এগুলা আসলে নেত্রকোনার ভাষা।
    তারপরেও আমি আমার সাধ্যমতে যতটুকু সাহায্য করার আমি করতে প্রস্তুত। আমার ই মেইল আইডি এখানে দেওয়া ঠিক হবে কিনা জানি না, আমি দিয়ে দিচ্ছি। এই আইডি আমার ফেসবুক আইডিও, আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন।
    [email protected]

    আপনার লেখা অসম্ভব সুন্দর হচ্ছে, এর মধ্যে ভাষার প্রশ্ন তুলে আমি ঠিক করলাম কিনা জানি না। হয়ত অন্য পাঠকরা বিরক্ত হবে। দোষ হয়ে থাকলে মাথা পেতে নিতে রাজি আছি। প্রয়োজনে যেমন লিখছেন তেমনই লিখে জান, এই কারনে অন্তত থেমে যাবেন না প্লিজ।
    ধন্যবাদ।
  • | 144.159.168.72 (*) | ১৭ জুলাই ২০১৭ ০৯:৩৮83011
  • না না একদম ঠিক করেছেন। যোগাযোগ করছি, বাকী সেখানেই আলাপ করব।

    হুতো, টি , থ্যাঙ্কু রে।
    হুতো, মাসীমাও মনে হয় ভাষা নিয়ে কিছু সাহায্য করতে পারবেন তাহলে
  • Rabaahuta | 233.186.160.49 (*) | ১৭ জুলাই ২০১৭ ১০:২৫83012
  • মায়েদের বাড়ীর লোকেরা, নিজেদের সগৌরবে ময়মনসিঙ্গা বলতেন; শুধু কিশোরগঞ্জ বলতে কখনো শুনিনি - 'ময়মনসিং কিশোরগঞ্জ'। এখন আর কেউ জীবিত নেই যদিও - স্মৃতিতে অবিভক্ত ময়মনসিংহ ছিল শেষ পর্যন্ত।
    তাঁদের কাছে ময়মনসিং না কিশোরগঞ্জ - নেত্রকোণা - টাঙ্গাইল হয়তো অন্যরকম শোনাত! তবে ওঁরা সব আরো অনেক আগের লোকজন।
  • B | 127.194.233.89 (*) | ১৭ জুলাই ২০১৭ ১০:৫৪83013
  • আমার মেজকাকার জন্ম কিশোরগঞ্জে। আর আমার দিদির শ্বশুরবাড়ী নেত্রকোণা।

    আমার জামাইবাবু ১৯৪৩ সালে ওখানে জন্মে ১৯৬৬-৬৭ সালে ডাক্তারি পড়তে পড়তে মাঝপথে রাজনৈতিক কারণে চলে আসতে বাধ্য হন, তার কিছুদিন পরে আসেন তাঁর বাবা-মা ও ছোট বোন। তাঁদের বাড়িতে আমার খুবই যাতায়াত ছিল এবং সারাদিনই ওঁদের নিজেদের মধ্যে ওখানকার ভাষাই শুনতাম। তাঁরা কিশোরগঞ্জ, ন্যাত্রোকোণাকে মৈমনসিং থেকে আলাদা করতেন না। বরঞ্চ শ্রীহট্ট বা সিলেট নিয়ে সিলৈট্টা বলে মজা করতেন।

    ওই বাড়িতেই আমি প্রথম 'জাইতাম পারতাম, আয়ো, আয়ি, ঝোল-কে জুল('জ'এর উচ্চারণ অনেকটা zh-এর মতন) শুনি। বাঙাল বলতে ভীষণ গর্ব অনুভব করার কারণে খুব খুব ভালো লাগতো। কারণ তার আগে আমার মামার বাড়িতে ফরিদপুরের ভাষাই শুনে এসেছি।

    জামাইবাবুর পাঁচ ভাই আর চার বোনের মধ্যে আজ জীবিত চার ভাই এবং তিন বোন(ছোটজন মার্কিন মুলুকে দীর্ঘকাল)। ওঁরা কখনও কোন কারণে একত্র হলে পরস্পরে মৈমনসিং-এর ভাষায়ই কথা বলেন আজও।
    (এরশাদই সম্ভবতঃ প্রতিটি জেলাকে তিন টুকরো করেন, যার ফলে নেত্রকোণা ও কিশোরগঞ্জ আজ পৃথক জেলা।)

    আমার জামাইবাবু আজও অ্যাকষট্টি বলেন না, একষট্টিই বলেন বা প্রোত্যেক বলেন না, প্রত্যেক বলেন। তাতে আমাদের কানে কোন বাধা সৃষ্টি হয় না।
  • মুহাম্মদ সাদেকুজ্জামান শরীফ | 129.30.47.78 (*) | ১৮ জুলাই ২০১৭ ০১:৪৪83014
  • বৃহত্তর মায়মেনসিং ভেঙ্গে তিনটা জেলা শুধু হয়নি, ছয়টা জেলা হয়েছে। জেলা গুলোর নাম মনে রাখার জন্য ছোট বেলায় একটা লাইন আমাদের কে মুখস্ত করানো হয়েছিল। " টানে কিসে মজা"এই লাইন দিয়ে ছয়টা জেলার নাম মনে রাখতাম আমরা।
    টা - টাঙ্গাইল
    নে - নেত্রকোনা
    কি - কিশোরগঞ্জ
    সে - শেরপুর
    ম - ময়মেনসংহ
    জা - জামালপুর
    কিন্তু ভাষা কে তো কেউ আলাদা করতে পারে না, তাই না। প্রকৃতির টানে, তার আপন গতিতে ভাষা বয়ে চলে। আগের ভাষা কেমন ছিল আমি জানি না কিন্তু আমি আমার বয়স হওয়া থেকে দেখে আসছি প্রতিটা জেলার ভাষা আলাদা। যাও হোক, আমি ভাষা নিয়ে অত পণ্ডিত না যতখানি পাণ্ডিত্য ফলায় ফেলছি এখানে। ধন্যবাদ।
  • ষষ্ঠ পাণ্ডব | 190.234.73.245 (*) | ২২ জুলাই ২০১৭ ০৫:০৯83015
  • ময়মনসিংহ/মমিনসিং/মৈয়মনসিং/মোমেনশাহী সম্ভবত পূর্ব বাংলার সবচে' বড় জেলা ছিল। ১৭৮৭ সালের ১লা মে প্রতিষ্ঠিত এই জেলায় এক কালে যমুনার পশ্চিম পাড়ের পাবনার সিরাজগঞ্জ মহকুমা পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল। ১৮৫৫ সালের ১২ই জানুয়ারী সিরাজগঞ্জ ময়মনসিংহ থেকে আলাদা হয়ে পাবনায় যুক্ত যায় যৌক্তিক কারণে। ময়মনসিংহ ভেঙে টাঙ্গাইল জেলা আলাদা হয় ১৯৬৯ সালে। পতিত সামরিক স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করার পর বাংলাদেশের সব মহকুমাগুলোকে জেলায় উন্নীত করে। ফলে ১৯৮৪ সালে ময়মনসিংহ ভেঙে কিশোরগঞ্জ, নেত্রকোনা আর ময়মনসিংহ জেলা গঠিত হয়। একই সময়ে জামালপুর ভেঙে জামালপুর ও শেরপুর জেলা গঠিত হয়। ২০১৫ সালের ১৪ই সেপ্টেম্বর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে আলাদা করে ময়মনসিংহ বিভাগ গঠন করা হয়। পরিকল্পনার শুরুতে টাঙ্গাইল আর কিশোরগঞ্জ জেলাও এর অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ঐ দুই জেলাবাসীদের অনীহার কারণে তারা ঢাকা বিভাগে থেকে যান। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লোকজন আলাদা জেলা গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছেন। হয়তো একসময় ভৈরব আলাদা জেলা হয়ে যাবে।

    শুধু ময়মনসিংহ কেন, গোটা বাংলার এক থানা/উপজেলার ভাষার সাথে তার প্রতিবেশীদের ভাষার যথেষ্ট পার্থক্য আছে। উচ্চারণের হেরফের, টানের হেরফের, জোর দেবার হেরফের, বাক্যে শব্দের বিন্যাস, ক্রিয়াপদের পার্থক্য, প্রতিশব্দে পার্থক্য - কী নেই সেখানে! একজন ময়মনসিংহবাসী কথা শুনে বলতে পারবেন কে ঈশ্বরগঞ্জ উপজেলার আর কে ইটনা উপজেলার। আবার এই ভাষাভাষীরা যখন কথিত শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করেন তখন সেটা আবার একটা নতুন ডায়ালেক্টে পরিণত হয়।

    সম্ভবত বাংলাদেশের পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ ময়মনসিংহে অবস্থিত। ঝাড়-জঙ্গল-মৈষের শিং, এই তিনে মৈমনসিং-এর লোককথা, চমচম-মণ্ডা-ছানার পোলাও-ছানার পায়েশ, বেগুন, সুগন্ধী চাল, পাট, দেশী মাছ, ব্রহ্মপুত্র-ফুলেশ্বরী-সোমেশ্বরী নদী, হাওর, সুসং দুর্গাপুর-গজনী, জয়নুল আবেদীনসহ এমন বহু বহু কিছু আছে যার জন্য এখানে ফিরে ফিরে যাওয়া যায়।
  • | 116.210.153.147 (*) | ২৩ জুলাই ২০১৭ ০৫:৫১83016
  • আরে পান্ডব!! ক্কি খুশী হলাম আপনাকে দেখে। গুরুত্বপূর্ণ সংযোজনের জন্য অনেক ধন্যবাদ।
  • ষষ্ঠ পাণ্ডব | 190.234.63.193 (*) | ২৪ জুলাই ২০১৭ ০৭:৫১83017
  • সম্পর্কগুলো নিয়ে একটু প্যাঁচঘোজ লাগছে। কে কার দাদা/দিদি-জামাই/বৌদি, কার মামা/মাসী-মামী/মেসো, কার কাকা/পিসী-কাকী/পিসে, কার ভাই/বোন, কার ছেলে/মেয়ে, কার স্বামী/স্ত্রী, কার শ্বশুর/শাশুড়ী খেই হারিয়ে ফেলছি। পরে সময় করে মার্কেজীয় কায়দায় নিজের জন্য একটা ফ্যামেলি ট্রি বানিয়ে নেবো।
  • Muhammad Sadequzzaman Sharif | 129.30.45.240 (*) | ৩০ জুলাই ২০১৭ ১২:৪৯83018
  • ভাই ষষ্ঠ পাণ্ডব, একেবারে মুগ্ধ করে দিলেন। পুরা মধু যাকে বলে। অন্য অনেক কিছু থেকেও সব চেয়ে বড় যে সম্পদ ময়মেনসিংহের তা হচ্ছে এর লোক সাহিত্য। এ দিক থেকে পুরো বাংলাদেশ একদিকে আর ময়মেনসিং আরেক দিকে। যাই হোক,আপনার দারুন কয়েকটা লাইনের জন্য আপনাকে আরেকবার সাধুবাদ জানাচ্ছি।
  • শান্তনু | 57.11.15.79 (*) | ৩১ জুলাই ২০১৭ ০৩:২৬83019
  • ভাল লাগল ।ক্ষমতার রাজনীতি যে কতবড় মুর্খামি ,সেটা দেশভাগ দেখিয়ে দিয়েছে । যদিও তাতে একশ্রেণীর লোকেদের আজও যায় আসেনা । তখনও আসেনি । একটা এতবড় রাজনৈতিক ঘটনার অভিঘাত যখন হেঁসেল অবধি পৌঁছায়, কুরুশের নকশাগুলি দ্রুত পাল্টে যেতে থাকে ।
  • | 144.159.168.72 (*) | ০১ আগস্ট ২০১৭ ০৪:৩৯83020
  • ধন্যবাদ শান্তনু।
  • শঙ্খ | 671212.206.012323.236 (*) | ১৫ আগস্ট ২০১৮ ০৪:৪৫83021
  • পড়ছি। এই পর্বে একগাদা পারিবারিক চরিত্র এসে গিয়ে, কে কার মাসি, মামা, দাদু, ভাই এইগুলো খুব গুলিয়ে যাচ্ছে, হয়ত পরে ক্লিয়ার হবে। তবে লেখার টান সাংঘাতিক, তাই একদমে পড়ে যাচ্ছি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন